এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জম্বুদ্বীপ

    Abhyu
    অন্যান্য | ০৫ জুলাই ২০১০ | ৭৩৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 203.99.212.224 | ০৬ জুলাই ২০১০ ১২:৫০454392
  • CEC র পেপারে জম্বু দ্বীপের বিরাট এরিয়া জুড়ে ম্যানগ্রোভ কমে আসার ছবি দেখিয়েছে, বিভিন্ন বছরের ডাটা নিয়ে। সেই ডাটা গুগল ম্যাপে কি ভাবে পাবো?
  • Blank | 203.99.212.224 | ০৬ জুলাই ২০১০ ১২:৫১454393
  • অক্ষদা মনে হয় মীন দ্বীপে বা নয়াচরের কথা বলছে। মীন দ্বীপের নতুন নাম নয়াচর।
  • Blank | 203.99.212.224 | ০৬ জুলাই ২০১০ ১২:৫৪454394
  • CEC র সাথে সেদিন ছিলো WWF ও। তাদের কোনো সেপারেট রিপোর্ট ছিলো না?
  • kelo | 117.254.255.103 | ০৬ জুলাই ২০১০ ১৩:২৮454396
  • বহুদিন আগে আমায় একবার সেলুলার জেলে ঢুকতে হয়েছিল। মানে ... চার্জশীট খেয়ে নয়... এমনি, ঘুরে দেখতে।
    তো … ঘুরেফিরে ভারাক্রান্ত মনে বেরিয়ে আসছি.. এমন সময় একটা জানালার পাশে কমেন্ট লেখার ভিজিটর্স বুক খুলে এক অতিবৃদ্ধ ভদ্রলোক বসে ছিলেন। এতই বয়স্ক - যে মনে হল, হয়তো বা নিজে একদিনকার স্বাধীনতা সংগ্রামীই হবেন। তিনি হঠাত আমাকে জিঞ্জেস করে বসলেন যে ..“কেমন দেখলেন ভাই?”
    আমি বিমর্ষবদনে বললাম …“এ জিনিষ দেখতে কারো ভালো লাগতে পারে মশাই ???? দেখে-শুনে রাগে আমার তো ঝাঁট জ্বলে যাচ্চে। এর চেয়ে, না আসাই ভাল ছিল”
    ভদ্রলোক উঠে দাঁড়ালেন .. চোখে জল .. আমার চেয়েও বেশী লম্বা, ফর্সা টানটান চেহারা.. আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন “ভাই, আমি এখানে বসে বসে বহু দর্শকেই তো এই প্রশ্নটাই করি,..... আজকের যুগের স্বাধীন ভারতের ছেলেমেয়ে সব....। সবাই বলে যে ..তাদের 'ভাল' লেগেছে .. 'দারুন' লেগেছে। তুমি আমায় আজ যা বললে, এরপর আমি অন্তত শান্তিতে মরতে পারব।”

    আজ আমি আমার বন্ধুদের পরিবারের দুর্দশার কথা লিখতে গিয়ে সেই অতিবৃদ্ধ ভদ্রলোকের মনের আবস্থাটা যেন কিছুটা বুঝতে পারছি, যখন আপনারা বলছেন আপনাদের 'ভাল' লাগছে, 'দুর্দান্ত' লাগছে। অবশ্য আপনাদের দোষ দিয়ে লাভ নেই .. সেভাবে তো ওদের দুর্দশার কথা শুরু করতেই পারি নি এখনো। আমারই অক্ষমতা....

    গতকাল সকালে কল্লোলদা একটা পোস্টে দাবী করেছিলেন “কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মানুষ মারা ভূমিকা সামনে আসুক” এখন অব্দ কেউ কিছু লিখে উঠতে পারলাম না যাতে সেটা আসে। এ কাজ সবথেকে ভাল পারতেন, যাঁর রনে বনে জলে জঙ্গলে এতদিন ওনাদের পাশে ছিলেন। কিন্তু তাঁদের কেউ যদি কিছু না লেখেন তবে শেষমেষ আমাকেই কীবোর্ড ধরতে হবে।

    চাড্ডি ডিমেরঝোল ভাত খেয়ে নিয়ে বিকেলের দিকে নাহয় আমার জানা সেরকম কিছু সরকারী উদ্যোগের কথাই লিখব। দেখবেন …. আপনারা বিশ্বাসই করতে পারবেন না। মাথার সব চুল একেবারে সী-অর্চ্চিনের মত খাড়া খাড়া হয়ে যাবে।

    লেখাটা ছোট কিন্তু দিতে একটু দেরীও হতে পারে .. আগাম ক্ষমাপ্রার্থী....
  • Manish | 59.90.135.107 | ০৬ জুলাই ২০১০ ১৫:৪০454397
  • কেলোবাবু রোজ রোজ দিম খাবেননা
  • Manish | 59.90.135.107 | ০৬ জুলাই ২০১০ ১৫:৪১454398
  • *ডিমের ঝোল
  • til | 220.253.178.104 | ০৬ জুলাই ২০১০ ১৬:২৯454399
  • কেলোবাবু,
    আপনার লেখার যা ডিম্যান্ড তাতে আপনি চার্জ করলে লোকে হাসিমুখে দেবে।
    গুরুর TRP বেড়ে যাচ্ছে।

  • kelo | 117.254.241.18 | ০৬ জুলাই ২০১০ ১৭:৫৫454400
  • @Manish
    দাদা, টানাটানির সংসার .. ডিম আনি-ডিম খাই।
    রুটি ছাড়া আর খাবই বা কি ?? কেক ?

    @til
    গুরুর TRP বাড়বে ?? পাগল হয়েছেন? বুদ্ধ বিমান কি গনশক্তি ছেড়ে গুরু পড়া শুরু করল নাকি?
    তবে গুরু না থাকলে আমাদের মত চন্ডালরা চন্ডালদের কথা লেখার জন্য দুচার কেবি জায়গা কোত্থাও পেত না এ আমি গ্যারান্টী দিয়ে বলতে পারি।

    @Blank
    দাদার লিঙ্কে প্রথমে একটা Blank কালো spot দেখেছিলাম বটে .. বুঝতে পারি নি যে ওটা কি। ঐখানে আমি গেছি .. জানি যে ওখানে ওরকম কিছু থাকার কথা না। আমার ধারনা ওটা GIS এর Ghostimaging এর প্রবলেম। ওরকম আরও দেখতে চাইলে .. এখানে দেখুন...
    http://www.youtube.com/watch?v=OZSfTmndqLU
    আমার আগের এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে আপনারা গুরুতে, চন্ডালদের দেওয়া লিঙ্ক ব্রেক করে দেন। এটা অবশ্য কন্সপিরেসি থিওরি, কিন্তু সত্যি না হলে আজ অব্দি আমি একটা লিঙ্কও না চটকে, গুরুতে দিতে পারি নি কেন?? কম্পুটারে কি আমি এতই কাঁচা ??

    যা হোক... লিঙ্কটাও যদি না খোলে তবে গুগলে বা ইউ টিউবে UFO'sonGoogleEarth বলে সার্চ মেরে লিঙ্কের সোর্স টা খুঁজে নেবেন। আমি মেরামত করার কোন চেষ্টাই করব না .. আগে করতে গিয়ে বহুত ছড়িয়েছি।

    মত্‌সজীবী ঠেকাতে রাজ্য-সরকারী যে উদ্যোগটার কথা দেব বলেছিলাম, সেটা দিতে দিতে রাত হয়ে যাবে হয়ত... ততক্ষন আপনারা আপন মনে আলোচনা চালিয়ে যান.........
  • Manish | 59.90.135.107 | ০৬ জুলাই ২০১০ ১৮:৩৩454402
  • কেলোবাবু ব্যাপারটা নয়। আমি প্রচন্ড ডিমের ভক্ত কিন্তু গিন্নি খেতে দেয় না। আর এদিকে আপনি রোজ রোজ ডিমের ঝোল আর চাট্টি ভাত খেয়ে যাচ্ছেন ,ধম্যে সইবে না।-))
  • Blank | 170.153.65.102 | ০৬ জুলাই ২০১০ ১৮:৫২454403
  • কিন্তু কেলো বাবু, CEC কে কাউন্টার করার ডাটা পাবো কোথায়? ২০০১ অব্দি প্রতি বছরের ম্যাপ অনলাইনে কোথাও মেলে? স্যাটেলাইট ম্যাপের কোনো অনলাইন আর্কাইভ আছে? WWF এর রিপোর্টও পাচ্ছিনা খুঁজে জম্বু দ্বীপের ওপরে। সেটাই বা মিলবে কোথায়?
  • kelo | 117.254.244.220 | ০৬ জুলাই ২০১০ ২৩:০২454404
  • দাদা,
    CEC কে একেবারে কমা দাঁড়ি ধরে ধরে কাউন্টার করাটা একটু মুশকিলই হবে। আর কাউন্টার করাটা অনেকটা Reinventingthewheel হয়ে যাবে না ? কারন যতটা কাউন্টার করা যায় সেটা অলরেডি দিশা বা এন..ফএফ. করেছে বলেই জানি।
    দিশার সঙ্গে তো আপনাদের ভালই যোগাযোগ রয়েছে .. ওদের কিছু পেতে আপনাদের অসুবিধা হবে না। আর এন..ফএফ. এর ব্যাপারে আমি একটু আউট অফ টাচ হয়ে গেছি, কারন গত ৩০শে ডিসেম্বার ২০০৯ এ এন..ফএফ. এর প্রাণপুরুষ হরেকৃষ্ণ দেবনাথ মহাশয় পরলোকগমন করেছেন। হরেকৃষ্ণবাবু আমার জীবনে দেখা শ্রেষ্ঠ 'নেতা'। আমি এখন অবধি যা যা লিখেছি, তা এর থেকে ভালভাবে জানেন বা বলার ক্ষমতা রাখতেন একমাত্র এই মানুষটি, এমনকি মত্‌সজীবীদের চেয়েও। আন্দোলন বা অন্যান্য যে কোন তথ্য – যা আপনি চাইছেন .. ছিল তাঁর কন্ঠস্থ। আমি জানি না তাঁর আবর্তমানে কে হাল ধরবেন। এমনও হতে পারে বলে আমার আশঙ্কা .. যে.. এই আন্দোলনের পরিসমাপ্তি তাঁর সঙ্গে সঙ্গেই হবে।
    আমি তাঁর সম্পর্কে লিঙ্ক দিয়ে আর ছড়াতে চাই না । আপনারা যাঁরা তাঁকে চেনেন না, তাঁরা দ করে HarekrishnaDebnath বলে গুগলে খুঁজে নেবেন। ওনার কথা একটু না জানলে এই আন্দেলনের আসল জায়গাই বাদ যাবে।

    ২০০১ সাল অব্দি জম্বুর ম্যাপ অনলাইন কোথাও পাবেন না। তবে ইসরোর ভুবন টা ট্রাই করে দেখতে পারেন। আমার লিনাক্স মেশিন বলে আমি ওটা দেখতে পাই না। ওরা স্পষ্ট লিখে দিয়েছে FAQ এ -
    CanIrunBhuvanonMacOSandLinux?

    No.AtthemomentBhuvancanrunonlyonwindowssystem.
    (যাঁরা ইতিপূর্বে ভুবনে ঢোকেন নি তাঁরা ওপর থেকে বানানটা দিয়ে গুগলান। লিঙ্ক দিয়ে আমি ছড়াতে চাই না।)
    IndianInstituteofRemoteSensing এ এই ডাটা আছে। তবে জম্বুদ্বীপ রেস্ট্রীকটেড এরিয়ার মধ্যে পড়ে বলে আমরা উপযুক্ত কারন না দেখিয়ে ঐ ডাটা পাব না। আরও একটা কথা .. যত পুরোন রেকর্ড চাইবেন.. তার ডাটা তত কম হবে। যেমন CECর ম্যাপটাও পিক্সেলাইজড। আমি কাল একবার চেষ্টা করব ২০০১ এর আগের সামান্য ক বছরের ডাটা পেতে। আমার এক বন্ধু থিসিস করেছিল মনে হচ্ছে। সেখানে যদি পাই।
    তবে আপনার যেটা উদ্দেশ্য .. মানে ৮০ সাল থেকে প্রতি বছরের ডাটা কম্পেয়ার করা .. সেটা পাওয়া আমার সাধ্য না।

    আর WWF এর রিপোর্ট ? হাসালেন.... ওরা তো গেছিল ধামা ধরতে। সে কাজ তো হাসিল করে এসেছে .. তার আবার রিপোর্ট কি? থাকলে অবশ্য হরেকৃষ্ণবাবু জানতেন। কাল নাহয় আমি NFF এ যোগাযোগ করব। থাকলে অবশ্যই পাবেন।
  • kelo | 117.254.244.220 | ০৬ জুলাই ২০১০ ২৩:২৯454405
  • আপনাদের মনে হতে পারে যে দিশাই তো NFF, বা NFF ই তো দিশা। আসলে এখানে আমি NFF বলতে ওদের কাকদ্বীপের শাখা বুঝিয়েছি। আমি কাল তাদের সঙ্গে যোগাযোগ করব।
  • Blank | 59.93.245.211 | ০৬ জুলাই ২০১০ ২৩:৪৫454406
  • কেলো বাবু
    আমার ঐ ম্যাপ গুলো নিয়ে আগ্রহ খুব। দিশা কি ভাবে ওগুলোকে কাউন্টার করেছে সেটা জানার ই ইচ্ছে আমার। এমনিতেও ওগুলো ছারা CEC র রিপোর্টে পদার্থ খুব বেশী পাইনি।
    আর আপনি অ্যাটলিস্ট অন্য টই তে এসে লিনাক্ষের হার মেনে নিলেন !!!
    ও অজ্জিত দা, কি হবে গো !! :) :)
  • kelo | 117.254.244.220 | ০৭ জুলাই ২০১০ ০২:৪৪454407
  • ভুবনে পেলেন কি ? যা চেয়েছিলেন ? যদি পেতেন .. আমি হার স্বীকার করে নিতাম। ভুবনের আঙ্গুর ফল তো সত্যিই টক, ওটা আসা না আসায় ক্ষতিবৃদ্ধি তো কিছু হল না।

    ম্যাপগুলোর কথা যদি বলেন..CEC যেগুলো দিয়েছে সেগুলো ফালতু হলেও.. আমি নিরপেক্ষভাবে বলতে বাধ্য হব যে - আপনি যদি ১৯৮০ সাল থেকে দেখতেও পান দেখবেন জম্বুদ্বীপের ভেজিটেশন সামান্য কমেছে। এ সত্য অস্বীকার করার কোন উপায় নেই। তবে কি রকম ফলাফল পাবেন ম্যাপগুলো হাতে পেলে তার একটা মোটামুটি আন্দাজ দিতে পারি।

    আপনারা দেখেছেন নিশ্চয়ই .. জম্বুর সবজায়গায় খাল নেই। শুধু দক্ষিন-পূর্ব প্রান্তে খাল আছে। খালের একটাই মুখ দক্ষিনদিকে সমুদ্রে পড়েছে। মুখ একটা হলেও খালটার ভেতরদিকে শাখা প্রশাখা আছে। জম্বুদ্বীপে ওদের খটি বসানোর মূল কারনটাই ঐ খাল। ওদের ট্রলার মাছ নিয়ে ঐ খাল দিয়ে ভেতরে ঢুকে যে যার খটির পাশে মাছ নাবায় এবং রসদ তোলে। ফলে খটিগুলো ঐ খাল বা তার প্রশাখাগুলোর ধার ঘেঁসে। ওরা কখনৈ কোনদিন খাল থেকে দূরে খটি বসায় নি। খাল জম্বুর অতি সামান্য অংশে। তাই ওরা পুরো জম্বু দখল করে খটি বসাত .. এটা ঠিক নয়। আপনারা গুগল আর্থ বা গুগল ম্যাপে গেলে দেখতে পাবেন যে খালের চারপাশে কিছু জায়গায় আজও কোন গাছপালা নেই। এমনকি আল পর্যন্ত দেখতে পাবেন চাষের জমির মত। ঐ আলগুলো হল খটির সীমানা।

    CEC র রিপোর্টে 374-25 এর পাতায় ১৯৮৬ র ইমেজটা দেখুন। ওটায় জম্বুর খালটা দ্বীপের মাঝামাঝি জায়গা দিয়ে গেছে। এবং Encroachment বলে ওরা খালের মাঝামাঝি একটা জায়গা দেখিয়েছে। আপনি আজকের গুগল আর্থ দেখলে দেখতে পাবেন ঠিক ঐ জায়গা দিয়ে একটা প্যালিও চ্যানেল হয়ে রয়েছে। অর্থাত খাল ছিল ঠিকই এখন সেটা মজে গেছে। ঐ ইমেজে কিন্তু বর্তমান খালের জায়গাটায় কোন খালের চিহ্ন নেই, এবং সেখানে কোন Encroachment এরও নয়।

    এখন প্রশ্ন হচ্ছে...374-25 এর ইমেজের ১৯৮৬ র Encroachment এর জায়গাটা থেকে আজকের গুগল ম্যাপ এ দেখা খটির Encroachment এর জায়গাটা তুলনামূলকভাবে কত বড়? আমার নিজের তো খুব বড় লাগছে না।

    ঐ এলাকার সব খালই ক্ষনস্থায়ী। ফলে আগামী দিনে আবার খালের অবস্থান পাল্টাতে পারে। সেক্ষেত্রে আবার খটিরও মানে Encroachment এরও অবস্থান পাল্টাবে।

    আজ আর সময় হল না.. সেই চুল খাড়া করা গল্পটা কাল ছাড়ব।

  • sana | 114.78.33.110 | ০৭ জুলাই ২০১০ ০৬:০৮454408
  • কেলো বাবু, আপনার লেখনীর জাদু ভালো লেগেছে,একথা বলতে বাঁধা নেই,আবার-ও বলবো এবং এখনো অপেক্ষা করে আছি নতুন লেখার। এই ব্যাপার টা জানতাম না,সেটাও সত্যি; কিন্তু আপনি যদি শুধু জানাতে চাইতেন তাহলে তো গোটাকয় লিন্‌ক-ই যথেষ্ট ছিলো তাই না? আপনি আমাদের ভালো লাগাতেও চেয়েছেন। আপনার লেখার জাদু আমাদের চোখের সামনে ঐ জনগোষ্ঠীর নেশা-পেশা-দৈনন্দিন জীবন সংগ্রাম পরতে পরতে তুলে ধরছে;পড়তে পড়তে আমরাও যেন কখন জোয়ারের জলের সংগে ট্রলারে চেপে বসেছি ফার-এ পৌঁছবো বলে,আঁশটে মাছের গন্ধ এসে যেন ঝাপটা মারছে আমাদের-ও নাকে,তাই দলপতির সংগে পংতি ভোজনে বসে পড়েছি টাটকা সবজির লোভে----তাই আমাদের এই ভালো লাগা,যে, কোথায় ভালো লাগা তা আপনি বুঝেছেন বলেই আমার স্থির বিশ্বাস। অপেক্ষা করে আছি আরো লেখার।
  • Nina | 68.45.144.238 | ০৭ জুলাই ২০১০ ০৮:০৩454409
  • আরে আরে, এটা আমার কি করে মিস হয়ে গিয়েছিলো---এক নি:শ্বাসে পড়ে ফেল্লাম---আবার পড়লাম---কিন্তু এবার? আরও পড়তে/জানতে বড্ড ইচ্ছে করছে --কি করি :-০ ও কেলোবাবু একটু এগোন এবার , প্লিজ্‌জ্‌জ্‌জ
  • kallol | 124.124.93.205 | ০৭ জুলাই ২০১০ ০৮:০৭454410
  • কেলো ডিমের্ঝোল না খেয়ে লিখবে না তাই এই ফাঁকে ভালো লাগা না লাগা নিয়ে এট্টু আড্ডা হোক।
    এটা বেশ ধন্দের। মেঘে ঢাকা তারা দেখে ভালো লাগে। ভালো লাগে কি? কিন্তু ভালো লাগে। অ্যানা ফ্রাঙ্কের ডায়েরী পড়ে ভালো লাগে। কত ফিল্ম দেখে, গল্প-উপন্যাস পড়ে রেগে যাই, কাঁদি, হতাশ লাগে - কিন্তু ঐ সব গল্প-উপন্যাস-ফিল্মগুলো ভালো লাগা গল্প-উপন্যাস-ফিল্ম।
    সব ভালো লাগা কি এক রকমের। কোন ভালো লাগা আমাদের কাঁদায়, কোন ভালোলাগা রাগিয়ে দেয়। কোন ভালো লাগা আনন্দ দেয়। কেলোর লেখা বিস্মিত করছে কাউকে, কাউকে রাগিয়ে দিচ্ছে, আমায় শান্তি দিচ্ছে। কিন্তু এগুলো-ও ভালো লাগা।
    কোলো কি বলে?
    না না, আগে মূল লেখা হোক, পরে ফুট কাটলেও হবে।
  • Tim | 173.163.204.9 | ০৭ জুলাই ২০১০ ০৮:৪৫454411
  • এই নিয়ে আমিও বলবো ভেবেছিলাম। কল্লোলদা লিখেই দিয়েছে। একরকম কিনা জানিনা তবে ভালো লাগাটা আইডেন্টিফাই করা যায়। দিল্লী-আগ্রার কেল্লা দেখে ভালো লাগেনা? সেখানে তো অজস্র গুমখুন, সহস্র অত্যাচার মাথা খুঁড়ে মরেছে। সেইরকম স্বাধীনতার ইতিহাসের গন্ধ লাগা জায়গাগুলোও ভালো লাগে আমাদের। ভালো লাগে ওখানে যাঁরা ছিলেন তাঁদের স্মৃতি, তাঁদের বলে যাওয়া কথা, তাঁদের ত্যাগের কাহিনী। ভালো লাগে অন্যরকম সময়ে, অন্যরকম (পড়ুন সত্যিকারের) মানুষের মাথা তুলে দাঁড়ানোর ইতিহাস। অকথ্য অত্যাচার সয়েও। আমরা ঐ সাহসিকতার, ঐ সদিচ্ছার, ঐ ত্যাগের পুজো করি। হ্যাঁ, যাবতীয় ভালো লাগা নিয়ে আনন্দের সাথেই।

    রাগ বা দু:খের ভাগ তো আছেই। সেকথা বলা বাহুল্য।

    এই লেখা আমার মত অনেককেই প্রথম জানাচ্ছে ঐ মৎস্যজীবিদের কথা। এত সাবলীল ভাষায় এত সহজে সম্পূর্ণ নতুন একটা বিষয়ে লেখা হচ্ছে, ভালো লাগা স্বাভাবিক।
  • sana | 114.78.33.110 | ০৭ জুলাই ২০১০ ০৮:৪৯454413
  • কি আশ্চর্য্য! এই মেঘে ঢাকা তারা দেখে কাঁদা,অথচ,ভালো লাগার কথাই,Life Is Beautiful দেখে কান্না,রাগ,দু:খ ভালো লাগা, র কথাই লেখার সময় মনে হচ্ছিলো বার বার।
  • kelo | 117.254.252.141 | ০৭ জুলাই ২০১০ ০৯:২১454414
  • ভাল লাগা মন্দ লাগার ব্যপারে বলি...
    আরে, আমিও তো অয়দ্দিন আপনাদের মতই ভাবতাম...
    সেদিন সেলুলার জেলে বুড়ো আমায় জড়িয়ে ধরায় মনে হয়েছিল ..“আচ্ছা পাগলের পাল্লায় পড় গেছে!! পাগলা-বুড়ো কামড়ে দেবে না তো ? ঐ বাঁধানো দাঁত দিয়ে কামড়ালে কটা কিসের ইনে্‌জকশন নিতে হবে কে জানে !!”
    স্বীকার করছি সেদিন ওর সেন্টিমেন্ট বুঝি নি .. মনে হয়েছিল ও সাবাইকে ভুল প্রশ্ন ভুলভাবে করছে। লোকে “ভাল” বলতে ব্যবস্থাপনা 'ভাল' বলে বেরিয়ে যাচ্ছে … আর বুড়ো মরেও শান্তি পাচ্ছে না। ওর প্রশ্নও ভুল, লোকের উত্তরও ভুল।
    অ্যাদ্দিন ওদিকে গেলে ভয়ে ভয়ে সেলুলার জেলের দিকে তাকিয়ে অ্যাবার্ডিন বাজারেরে দিক দিয়ে কেটে পড়তাম। এবার গেলে একবার ঢুকে তাঁকে দেখব । যদি আবশ্য এয়দ্দিন তাঁর প্রাণপাখি ঐ জেলের খাঁচায় থাকে তবেই।
    আপনারা কোনদিন এ অবস্থায় না পড়লে বুঝবেন না যে এটাও-ঠিক ওটাও ঠিক। কৃষ্ণের বিশ্বরূপ দর্শনের পর অর্জুনের ঐরূপ নাকি অবস্থা হয়েছিল। – আজ মানেটা বুঝেছি।
    ঋঙ্কিÄকবাবুর মনের কি আবস্থা হত সেটা আমরা তো ঠিক জানি না... হয়ত উনি আমার এই রিয়েলাইজেশনে পৌঁছেছিলেন... হয়ত পৌঁছননি.. কে জানে বাপু।

    তবে আপনারা যে ভাল লাগার কথা বলছেন .. সেটা তো লাগারই কথা … আমি তো কবে থেকেই চ্যাঁচাচ্ছি .. যে-- “আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন কমরেড.. নীরস তর্ক নয় .. মাঝে মাঝে মা মাটি মানুষের রিলিফ দিন।” বিশ্বাস না হয় ঐ লিনাক্সের টইটাতে গিয়ে দেখুন। আমার কথা কেউ শোনে না … কেবল কঠিন কঠিন লিঙ্ক দিয়ে নীরস নীরস তর্ক। আপনারা যারা মামাটি মানুষের সমর্থক তারা বাকিদের একটু বুঝিয়ে বলুন তো .. এখনও বুঝতে পারলে বিধানসভাটা কিন্তু বেঁচে যাবে।

  • kelo | 117.254.252.141 | ০৭ জুলাই ২০১০ ০৯:২৫454415
  • * ঋত্বিকবাবু বলতে ঋত্বিক ঘটক মহাশয়কে বোঝানো হয়েছে ... রোশন নয়।
  • til | 210.193.178.129 | ০৭ জুলাই ২০১০ ০৯:৩৪454416
  • কেলোবাবু,
    নিজের মত করে, ধীরে সুস্থে লিখুন; এ কি তরজা বা কবির লড়াই নাকি!
    এই টই অনেকদিন থকবে, অনেকে পড়বে। অতএব জমিয়ে যুত করে লিখুন। ফুরিয়ে তো যাচ্ছে না!
    আর মনে রাখবেন আমাদের মত মুখ্যুসুখ্যু পাঠকের কথা; ধরেই নেবেন না অনেক কিছু জানি; দরকার হলে পুনরাবৃত্তি করবেন।

    আপনাকে আমি উটপাখির ডিমের ঝোল খাওয়াবো। গিন্নীর ভয় নেই তো? (আরে আমার তরফ থেকে এক বোতল বীয়র রইলো, সঙ্গে ঝাল নুন বাদাম। সময়মত reডিম করবেন)।
  • de | 59.163.30.6 | ০৭ জুলাই ২০১০ ১১:৩৩454417
  • exellent!!
  • Samik | 121.242.177.19 | ০৭ জুলাই ২০১০ ১১:৩৯454418
  • হয় তো রসভঙ্গ করছি ... কেলোবাবু কি মাঝেমধ্যেই পোর্ট ব্লেয়ারে যান-টান নাকি?
  • kelo | 117.254.252.141 | ০৭ জুলাই ২০১০ ১৪:২৩454419
  • কমরেড til,
    আপনার পাঠানো উটপাখি, বিয়ার, ঝাল, নুন, বাদাম সবই বুঝে পেলাম।
    কিন্তু সামান্য দ্বিধায় আছি... আমার এই পিঁপড়ের ডিম খাওয়া পেটে এক লাফে উটপাখির ডিম খেলে ধম্মে সইবে কিনা।
    “উন্নয়ন” এত সোজা জিনিস নয় কমরেড...... যে চাটের ওপর লেবুর মত চটকে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। এমনও নয় যে সব “উন্নয়ন” কেবল গিন্নিদের বা দিদিদের ভয়ে আটকে আছে। “উন্নয়ন” করতে গেলে প্রথমে সেনাবাহিনীর সাহায্যে “অনুন্নয়ন” এর সমূলে বিনাশ চাই। তারপর চুটিয়ে উটপাখি ...আর বিয়ার.......
    ইতি-
    কেলোজী

    সমীকদা ….
    সব জায়গাতেই আমার যাতায়াত আছে .. শুধু পোর্টব্লেয়ার কেন ? আপনি যদি ওদিকে থাকেন তবে একটু খোঁজ নেবেন তে পাগলা বুড়ো আজও বেঁচে আছে কিনা....

    যাই চাট্টি …...... মানে …..ইসে .. খেয়ে আসি ।
  • Samik | 121.242.177.19 | ০৭ জুলাই ২০১০ ১৪:৪৮454420
  • ওদিকে থাকি না, তবে যাবার প্ল্যান আছে এই পুজোর মুখে।
  • M | 59.93.219.111 | ০৭ জুলাই ২০১০ ১৭:০১454421
  • অ্যা=ayA
  • Nina | 64.56.33.254 | ০৭ জুলাই ২০১০ ২২:২৬454422
  • :-)))) কেলোজীর জয় হো!
    পিঁপড়ের ডিম ই খান এখন, জলের গপ্প বলছেন--সাঁতারে ভাল থাকতে হবে।
  • kelo | 117.254.245.37 | ০৭ জুলাই ২০১০ ২৩:৪৭454424
  • কল্লোলদা লিখেছিলেন “কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মানুষ মারা ভূমিকা সামনে আসুক”। এই পোস্টে তার কিছুটা আনার চেষ্টা করলাম....

    আমি আপনাদের আগেই বলেছিলাম জম্বুর প্রাণকেন্দ্র হল তার খাল। খালটা না থাকলে জম্বুর আকর্ষন অনেকটাই কমে যেত মত্‌সজীবীদের কাছে। কালই দেখেছেন ….. প্রাকৃতিক কারনে খালটা বারে বারে জায়গা পাল্টেছে … ওদের খটির আবস্থান কিন্তু সবসময়েই থেকেছে খালের ধারে। কারন খালটা শুধু মাছ নামানোর জায়গাই নয় … প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাবারও একমাত্র উপায়।

    আমাদের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আপনারা কতটা ভরসা রাখেন ? ...মানে গোলদার-বাবুদের কথায়? ওঁরা “কড়া রোদ হবে” বললে তো দিব্যি রেনকোট নিয়ে বেরোন। মত্‌সজীবীরাও ঐ ফোরকাস্টে আপনাদের চেয়ে বেশী ভরসা রাখতে পারেন না। আপনি রেনকোট না নিলে বড়জোর দুদিন সর্দিতে ভুগতে পারেন … ওঁদের কিন্তু ঘরে আর কোনদিনও নাও ফেরা হতে পারে এই সামান্য ভুলের জন্য। তবে ওঁদের সমুদ্র, আকাশ, বাতাস সম্পর্কে জ্ঞান গোলদারবাবুদের তুলনায় কিঞ্চিত বেশী... এবং ট্রলারের নাম “জয় যোগীরাজ”… এ দুটৈ ওনাদের আসল রক্ষাকর্তা... আবহাওয়া আপিসের গোলদারবাবুদের বিশেষ হাত নেই ওদের জীবন মরনের ওপরে।

    গভীর সমুদ্রে ওনাদের যে ফিসিং গ্রাউন্ড.. মানে “ফার”.. সেদিনও যে জায়গায় ছিল, আজও সেই জায়গায়। সেখানে এখনও কোন কর্পোরেটের লোভ গিয়ে পৌঁছায় নি। সেদিন ওরা জম্বু থেকে যেতেন.....আজ বহু দূরবর্তী নানা জায়গা থেকে যান। যেমন .. কালিস্তান, বকখালি, সাগর। গোলদারবাবুদের কথা না মেনে ঝড় আসলে ফারের কাছে একমাত্র আশ্রয়স্থল কিন্তু জম্বুদীপ। মানে জম্বুর খাঁড়ি.... মানে ঐ খালটা। জম্বুতে যখন খটি বসাতেন তখন ওনারা ঝড় উঠলে সহজেই সেটা আন্দাজ করে নিয়ে ফারে থাকা ডিঙ্গিগুলোকে ট্রলারের সঙ্গে বেঁধে নিয়ে জম্বুর দিকে রওয়ানা দিতেন। কারন ঐ খোলা সমুদ্রে জালের ফঙ বাঁশে বাঁধা মোচার খোলার মত ডিঙ্গিগুলোতে থাকা মানে অনিবার্য মৃত্যু।

    এক দলের সঙ্গে আর এক দলের রেষারেষির কথা আপনাদের আগেই বলেছিলাম। বাবার বহরের গোপন খবর ছেলে পর্যন্ত জানে না। একটা গল্প শুনেছিলাম এ বিষয়ে .. সেটাও টুক করে বলে নেই এই ফাঁকে-
    কোন এক মত্‌সজীবী পরিবারে বাবা ও ছেলে দুজনেই বহরদার। যৌথ পরিবার .. একসঙ্গেই থাকেন.. সব সম্পর্ক স্বাভাবিক। শুধু ব্যবসাটুকু দুজনের আলাদা। ছেলে হঠাত কয়েকবছর টানা লোকসান করতে শুরু করলেন। আপনাদের আগেই বলেছি... এরকম ওদের মাঝে মাঝেই হয়। এবং হলে.. সবচেয়ে বড় “বহরদারের” পর্যন্ত “জালের লোক” এ নেবে আসতে সময় লাগে – বড়জোর দু বা তিন বছর। কারন .. প্রতিবছর খটি চালানোর ব্যয় বিপুল।
    তা .. যে গল্প বলছিলাম... ছেলে টানা ক বার লোকসান দিয়ে মায়ের শরনাপন্ন হলেন.. যদি মা দ করে বাবার কাছে তাঁর ফারের গোপন তথ্য জোনে দেন।
    মা এই নিয়ে বাবার কাছে রোজ ঘ্যান ঘ্যান করা শুরু করলেন। বাবা কিন্তু অনড়। সোজা জানিয়ে দিলেন যে .. যে ছেলে ব্যবসা করতে পারে না তার উচিত অন্যের সাবারে কাজ করা। আপনাদের বলেছি কিনা মনে নেই .. এই শুকনো মাছের খটির ব্যবসার চট্টগ্রামের চলতি নাম “সাবার”
    মা কিন্তু তাও হাল ছাড়লেন না .. বিরক্ত করেই চললেন ভদ্রলোককে। শেষে একদিন ভদ্রলোক রেগে বললেন …..”ব্যবসা যদি না চালাতে পারে তবে ওকে (ছেলেকে) আমি এমন লাথি মারব .. যে ও গিয়ে একেবারে ৩০ হাত জলের নিচে পড়বে।” বুদ্ধিমতী মা সঙ্গে সঙ্গে বুঝে নিলেন যে বাবা ইঙ্গিতে জানালেন যে জাল পাততে হবে ৩০ হাত জলের তলায়।
    কিন্তু কোথায়? আমার আগের পোস্ট পড়ে দেখুন .. সেখানে আমি লিখেছি .. যে .. জালের সাফল্যের মোটে দুটো প্যরামিটার.. ১) কোথায়.. আর ২) কত গভীরে। এক্ষেত্রে মার আরও একটা প্যরামিটার জানা বাকি রয়ে গেল। সুতরাং উনি ওনার ঘ্যানঘ্যানানি চালিয়ে যেতে লাগলেন। শেষে ভদ্রলোক আর না পারতে রেগে পুবমুখো হয়ে শুয়ে রইলেন।
    মায়ের আর কিছুই বুঝতে বাকি রইল না। ছেলেকে পরের দিন সকালে বললেন … পূর্বদিকে ৩০ হাত গভীরে জাল পাততে। ছেলেকে আর অন্যের খটিতে 'জালের লোক' হিসেবে কাজ করতে হয় নি সে যাত্রা।
    এ গল্পটা ওনাদের মধ্যে প্রচলিত গল্প। এর মূলকথা হল .. নিজের মুখে, আত্মসম্মান সম্পন্ন কোন বহরদার, নিজের খটির গোপন তথ্য, নিজের স্ত্রীকে পর্যন্ত বলেন না।

    যে কথা থেকে এই গল্পে এসেছিলাম সেখানে ফিরে যাই.... এহেন রেশারেষি সত্বেও, আমি নিজে দেখেছি... ঝড়ের পূর্বাভাস পেলে … য়ে দলের ট্রলারই ফারের কাছে থাকুক না কেন .. সে যথাসম্ভব বেশি ডিঙ্গি লোকজন সহ নিজের পেছনে বেঁধে খাঁড়ির নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। 'আমরা-ওরা' দেখে না। এটা ওদের অলিখিত নিয়ম।

    ঝড় শুরু হবার আগে নিরাপদ আশ্রয়ে ঢুকতে না পারলে প্রায় অবশ্যম্ভবী মৃত্যু। ওরা বাংলাদেশ রেডিওর পূর্বাভাষকে মানেন ভারতীয় পূর্বাভাষের তুলনায় বেশি। এটাতে কিন্তু CEC র করা অভিযোগ প্রমানিত হয় না যে 'ওরা বাংলাদেশের লোক'। এতে এটাই প্রমান হয় যে বাংলাদেশ রেডিওর আবহাওয়ার পূর্বাভাস অন্তত: দক্ষিনবঙ্গের ক্ষেত্রে ভারতীয় পূর্বাভাষের তুলনায় অনেক বেশী নির্ভরযোগ্য। আমাদের GDP যে কথাই বলুক।

    জম্বুতে খটি করার সময় কোন সমস্যা ছিল না। একেবারে শেষ মূহুর্তে টের পেলেও হুড়মুড়িয়ে ডিঙ্গি টিঙ্গি নিয়ে জম্বুর নিরাপদ আশ্রয়ে চলে আসতেন তাঁরা। কিন্তু ২০০২ এর মাঝামাঝি সেটুকুও বন্ধ হয়ে গেল ..কারন-

    Tehelka, 23October, 2004TheSunderbansKillerAssault এ লিখছে.....
    July-August2002:TheWestBengalForestDepartmentordersthatthetransientfishermencan’tuseJambudwip.Policeswoopdownonthefishermenandburntheirboats, fishinggearandtemporaryshelters.Concretepillarsareputupatthemouthofthecreek.Thiswasasevereviolationofthetraditionalfishingrightsbecausethecreekisthelifebloodofthebehundijalfishermen.

    DishaEnvironmentNewsletterBeliveitorNot. এ লিখছে
    ChiefMinisterauthorisedHealthandPanchayatMinisterShriSuryaKantaMishratovisitJambudwiptogetherwiththeFisheriesandForestMinisterstosettletheissue.ThemouthoftheJambudwipcreekwasblockedwithRCCpillarsbytheforestdepartmentobviouslytoshutdownthescopeofharbouringofthefishingboatsintheisland.ShriMishravisitedtheislandon7thNovember2002.HewasvisiblydisturbedtoseetheseconstructionsblockingthecreekandviolatingtheCoastalRegulationZone (CRZ) notification.

    অর্থাত বুদ্ধবাবুর কন্যা সুচেতনার বান্ধবীর বাবা, আমাদের মাননীয় মুখ্য বনপাল শ্রী অতনু রাহা.. কংক্রীটের খুঁটি পুঁতে দিলেন .. খটির ব্যবসায়।
    এখন গোলদারবাবুদের ঝড় ওঠার পূর্বাভাস না মিললে মত্‌সজীবীরা কি করবেন?

    কিছুদিনের মধ্যেই আশঙ্কা সত্য হল-
    Tehelka, 23October, 2004TheSunderbansKillerAssault বলছে.....
    November12, 2002:HundredsoftransientfishermencaughtinacyclonearedeniedentrytoJambudwipbyarmedforestguardsandpolicepersonnel.Twelvefishermendiedastwoboatssank.
    এ খবর প্রতিটি কাগজেই পাবেন .. হয়ত গনশক্তি খুললেও। তাই বাকি আর লিঙ্ক দিলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন