এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ দ্বাদশ

    Ishan
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১০ | ১৪৩৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 115.242.169.1 | ২৫ আগস্ট ২০১০ ০৭:৩৭461558
  • একটা সময় সম্ভাবনা তৈরী হয়েছিলো। এখন কতটা আছে জানি না।
    সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, অন্য ধর্মীয় দল বাদ দিয়ে একটা জোট।
    পরে তাতে কংগ্রেসকে নেওয়ার কথা হয়েছিলো। এখন যা পরিস্থিতি তাতে প্রথমটা হলেও হতে পারে (তঙ্কÄগতভাবে)। দ্বিতীয়টার সম্ভাবনা নেই।
    তাতে এরা যে সরকার গড়বে এমন নয়। ঠিকঠাক বিরোধীও হতে পারে।
    কিন্তু ওটাই ঝামেলা। এতোকাল সরকারে থেকে না লিডার, না ক্যাডার কেউই ক্ষমতার বাইরে যেতে চায় না। যদিও বিরোধী জোটও ক্ষমতারই অংশ। তবুও মন্ত্রীত্ব, দলের মন্ত্রী এসব সুবিধা খোয়াতে কেউ চায় না।

  • quark | 202.141.148.99 | ২৫ আগস্ট ২০১০ ১০:৩৫461559
  • আরেট্টু পোষ্কার ক'রে নি - কুন্তল-বর্ণালী?
  • de | 59.163.30.2 | ২৫ আগস্ট ২০১০ ১০:৩৯461560
  • বুদ্ধিজীবীদের সত্যিই উচিত তৃতীয় বিকল্পের চিন্তা-ভাবনা শুরু করা - বর্তমান অপশনগুলোর মধ্যে একটা সিস্টেম পুরো ঘূণ-ধরা আর একটা ক্ষমতায় আসার প্রায় সঙ্গে-সঙ্গেই পচে যাবে, নেপোটিজমে দুদলের কেউ কম যায় না। তবে যাই হোক না কেন -- আগামী ছমাসের মধ্যে কতটাই বা নতুন হবে! তবুও ২০১৭ কে মাথায় রেখে যদি এরা এগোতেন!
  • dukhe | 122.160.114.85 | ২৫ আগস্ট ২০১০ ১০:৪৮461561
  • তৃতীয় বিকল্প? নেতাজি ফিরে এলে যদি একটা হয় ।
  • Ishan | 122.248.182.16 | ২৫ আগস্ট ২০১০ ১১:১০461562
  • তৃতীয় বিকল্পের ভাবনা আছে তো। ওয়াচডগ অর্গানাইজেশনগুলোকে শক্তপোক্ত করা। ফালতু ভোটের প্যাচালে না গিয়ে।

    অল্টারনেটিভলি নেতাজি ফিরে এলেও চলবে। :)
  • Arpan | 204.138.240.254 | ২৫ আগস্ট ২০১০ ১১:১৭461563
  • ১৭?
  • de | 59.163.30.2 | ২৫ আগস্ট ২০১০ ১১:২৩461564
  • ১৬! অ্যাল!
  • de | 59.163.30.2 | ২৫ আগস্ট ২০১০ ১১:৩০461565
  • অর্গ্যানাইজেশন শক্তপোক্ত করাটা সবসময়েই উচিত। দেশের সর্বত্রই উচিত। পলিটিশিয়ানদের করাপশন আটকাতে জনমত বা জনসচেতনতার দাওয়াই অনেক বেশী এফেক্টিভ (নেতাজীর চাইতেও!)।
  • Ishan | 122.248.182.16 | ২৫ আগস্ট ২০১০ ১১:৪৪461566
  • নেতাজি জীবিত। ফিরে অসবেন রাজার বেশেই। -- শ্রী শ্রী বালক ব্রহ্মচারী।

    সবুজ দ্বীপের রাজাই আসলে নেতাজি। :)
  • sobuj dweeper raja | 203.196.143.162 | ২৫ আগস্ট ২০১০ ১২:০৬461568
  • জয়হিন্দ!!
  • lcm | 69.236.164.157 | ২৫ আগস্ট ২০১০ ১২:১৬461569
  • ধুর! রাজনৈতিক দলগুলো শক্তপোক্ত করা উচিত। সমাজের সর্বস্তরের মানুষের রন্ধ্রে রন্ধ্রে যে করাপশন - একে আটকাতে পলিটিক্যাল পার্টি গুলোকেই এগিয়ে আসতে হবে, আরো জোরালো হয় উঠতে হবে।
  • de | 59.163.30.2 | ২৫ আগস্ট ২০১০ ১২:৩৭461571
  • এই পরিসংখ্যান মানলে চেন্নাই হলো স্বর্গরাজ্য :)) -- ডিডিদার কমেন্ট নেওয়া যেতে পারে এব্যাপারে!!
  • lcm | 69.236.164.157 | ২৫ আগস্ট ২০১০ ১৩:০৫461572
  • দেখেছ, বেঙ্গালুরু-কে কিনা বলেছে বেস্ট ইনফ্রাস্ট্রাকচার। তবেই না, অর্পন লিংক দিল। কিন্তু, দেড় দিন বৃষ্টি হলে....
  • Arpan | 204.138.240.254 | ২৫ আগস্ট ২০১০ ১৩:১১461573
  • :-)

    দিন নয়, ঘন্টা। দেড়ঘন্টা বিষ্টি হলেই পুরো শহরটা বেহালা হয়ে যায়।
  • ranjan roy | 122.162.160.227 | ২৫ আগস্ট ২০১০ ১৩:৪৪461574
  • kijeshalaarjeebanhoilo!! khaaliunicodekhulachhe! kintuunicodeepostlikhaleEnglishaasachhe! HELP.
  • Samik | 121.242.177.19 | ২৫ আগস্ট ২০১০ ১৪:০৩461575
  • ইউনিকোডে তো ইউনিকোডের স্টাইলে লিখতে হয় রঞ্জনদা। আপনাকে এখন ফোন করা যাবে? তা হলে বুঝিয়ে দিতে পারি।
  • de | 59.163.30.2 | ২৫ আগস্ট ২০১০ ১৪:০৮461576
  • রঞ্জন-দা,
    ১। বেঙ্গলি ফন্ট না থাকলে পাবেন এখানে http://ekushey.org/?page/otf_bangla_fonts/

    ফন্ট ডাউনলোড করুন C/WINDOWS/FONT ফোল্ডারে।

    ২। এরপর বঙ্গলিপি ডাউনলোড করুন এখান থেকে
    http://bongolipi.org/drupal/node/16
    আর ইনস্টল করুন। বঙ্গলিপির আইকন ওপেন করে ফন্ট সিলেক্ট করুন। তারপরে ওখানে যা লিখবেন সেটা কপি-পেস্ট করুন গুরুর রাইটিং উইন্ডোতে। তাহলেই বাংলা দেখা যাবে।

    ডি:- এর থেকে ভালো কিছু procedure নিশ্চয়ই আছে -- সেটা শমীক বা অপ্পন বলবে!
  • nyara | 203.110.238.16 | ২৫ আগস্ট ২০১০ ১৪:১১461577
  • ফায়ারফক্স ব্যবহার করলে বঙ্গলিপির ফায়ারফক্স অ্যাড-অন ব্যবহার করা বেশি সুবিধেজনক।
  • Arpan | 204.138.240.254 | ২৫ আগস্ট ২০১০ ১৪:২৮461579
  • একদম। অ্যাড-অন বহুত কাজের জিনিস।

    রিচ টেক্সট এনাবলড করে দাও এইবার, ন্যাড়াদা।
  • sinfaut | 203.91.193.50 | ২৫ আগস্ট ২০১০ ১৪:৩০461580
  • এইটা আমারও হচ্ছিল কাল রাতে। গুরু-র মধ্যে লিঙ্ক ক্লিক করলেই ইউনিকোডে পেজটা খুলছিল।

    কিন্তু রঞ্জনদা, আবার Banglaplain version এ ক্লিক করলে তো বাংলাপ্লেন খুলে যাওয়ার কথা।
  • de | 59.163.30.2 | ২৫ আগস্ট ২০১০ ১৬:৫৮461582
  • অ্যাড-অন খুব কাজের তো! থ্যাংকু, ন্যাড়াবাবু!
  • pi | 72.83.80.105 | ২৫ আগস্ট ২০১০ ১৮:৫২461583
  • মমতার বনেট নাচ প্রসঙ্গে সংহতি তে এই কমেন্টটা দেখলাম :

    Sankar Ray Says:
    August 24th, 2010 at 11:40 pm
    I do not like to comment on the content of the letter although I have differences with the opinion expressed. I would only submit that the girl who climbed on the bonnet of JP’s car “and danced while her followers smashed the windscreen and JP had a hair breadth of an escape” was not Mamata Banerjee. Her name was Pratibha something, then a resident of Howrah district.Had she been Mamata Banerjee, the CPI(M) would have used the photograph in electoral campaign against the Trinamool Congress and its supremo. No newspaper mentioned Mamata Banerjee’s name. Mr Sumanta Banerjee ought to have been careful before relying on the hearsay-based information, instead of indulging in slanderous statement. Few people know that Mamata Banerjee had a brief association with the Democratic Student Organisation, student front of SUCI, before 1977.

    http://sanhati.com/articles/2679/
  • a x | 99.54.168.173 | ২৫ আগস্ট ২০১০ ১৯:৪৫461584
  • শঙ্করী, না প্রতিভা, না মমতা? রসস্য ক্রমেই ঘনীভূত হইতেছে।
  • a x | 99.54.168.173 | ২৫ আগস্ট ২০১০ ১৯:৪৬461585
  • রহস্যও।
  • SC | 128.2.53.210 | ২৫ আগস্ট ২০১০ ২০:২৩461586
  • আকাশ থেকে তৃতীয় বিকল্প পড়বে, সেই স্বপ্ন দেখছি না।
    রাজনীতি মানুষের চাওয়া পাওয়ার উপরে নির্ভর করে। কে বিকল্প হবে, কার হাত ধরে পরিবর্তন আসবে, সেটা সময়ের দাবী মেনে হয়।
    মমতা এখন সময়ের দাবী, তা সে বুদ্ধিজীবিরা তার পাশে থাকুন আর না থাকুন।
    আর সত্যি বলতে কি, এই বুদ্ধিজীবিদের নিয়ে মাতামাতি করাটাও আমার খুব একটা পোষায় না। অমুক নাটক লেখে, তমুক কবতে লেকে, তাই তারা রাজনীতি নিয়ে পচুর বোঝেন, এটা মনে হয় ইউনিভার্সাল ট্রুথ নয়। তাই বুদ্ধিজীবিরা কোন দিকে ঝুঁকলেন, সেই নিয়ে মাথাব্যাথার কোনো কারণ দেখি না।

    তৃতীয় বিকল্পের থেকেও আমার অনেক বেশী স্বপ্ন সিপিএমকে নিয়ে। মমতার বিশেষ কিছু দেওয়ার আছে বলে মনে করিনা, শুধু সিপিএমের
    শুদ্ধিকরণের একটা বিরাট রোল থাকবে মমতার। বিরোধী সিপিএম শাসক সিপিএমের চেয়ে দশগুণ ভালো কাজ করবে, হলফ করে বলতে পারি।
    ক্ষমতা ধরে রাখার লোভে আজ সিপিএমের অনেক মতামত চেপে দেওয়া হচ্ছে। বহু ইস্যুতে সিপিয়েম স্ট্যান্ড নিতে পারছে না।
    যেমন যৌথ বাহিনী, এই সেদিনকেই দেখলাম। সকলে এড়িয়ে গেলো, মন থেকে মানতে পারছে না, অথচ পার্ট্র স্ট্যান্ড, কিছু করার নেই।
    ১১ র পরে সিপিয়েমে একটা পরিবর্তন আসবে। বুদ্ধ, নিরুপমের মতো বাজারপন্থীদের ডানা ছাঁটা হবে, উঠে আসবেন অনেক বেশী
    জঙ্গী বামপন্থী নেতানেত্রী। ওরাই বিকল্প।
  • aka | 168.26.215.13 | ২৫ আগস্ট ২০১০ ২০:৫৩461588
  • এসসির এই শেষ কথাটা গুরুত্বপূর্ণ - 'উঠে আসবে জঙ্গী বামপন্থী নেতানেত্রী। ওরাই বিকল্প"।

    বঙ্গদেশে বামপন্থার দান বলতে এইটুকুই 'জঙ্গীপনা' এবং হলুদ হয়ে যাওয়া 'ক্যাপিটাল'। কথায় কথায় এদিক ওদিকে শোনা যায় দু ঘা দিলেই ঠিক হয়ে যাবে মানে সেই জঙ্গীপনা। ফলে কি হয় সেটা কেউ লক্ষ্য করে না। গতকাল বিদ্যাসাগর সেতুতে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়- আবাপ পড়ে নিন। অ্যাক্সিডেন্টের সাথে সাথে সেতুতে সেই সময় পুলিশ যারা ছিল তারা পালিয়েছিল। কেন? পাব্লিক মারের ভয়, জঙ্গীপনার ভয়। আমার ডাক্তার বন্ধুরা বলেছে সেরকম ক্রিটিকাল কেস হসপিটালে এলে তারা কেটে যায় পাব্লিক মারের ভয়ে, জঙ্গীপনার ভয়ে। আসলে জঙ্গীপনা এই ধরণের নেগেটিভ এক্সটার্নিলিটি ছাড়া আর কিছুই দেয় না। জঙ্গীপনার সাথে দিনের শেষে ধর্মেন্দ্রর 'গব্বর মে আর রাঁহা হু'র কোন পার্থক্য নেই। এসসি হয়ত ঠিক এতকিছু বলতে চায় নি, কিন্তু এটা আমার মত যে কিছু হলেই কেলিয়ে দাও অ্যাটিটিউড বামপন্থার দান (অনেকটাই), সুযোগ পেয়ে বলে দিলাম। :)

    দ্বিতীয়ত বুদ্ধ বা নিরূপম যা করেছে মানে শিল্প বাড়ানোর চেষ্টা, মার্ক্সসিস্ট হিসেবে তাদের সেটাই করা উচিত, অন্তত মার্ক্স সাহেবের বইতে তাই লেখা আছে। কিভাবে করা হবে তাই নিয়ে খুব কিছু বলা নেই, তাই টাটাকে ডেকেছে বলেই বুদ্ধ, নিরূপম বাজারপন্থী হয়ে গেল তা নয়। আসলে শিল্প ছাড়া গতি নেই, তার সাথে বাজার গুলোলে মুশকিল।

  • SC | 128.2.53.210 | ২৫ আগস্ট ২০১০ ২০:৫৬461590
  • এই যেমন আগে সালওয়া জুদুমের বিরুদ্ধে সিপিএমের সদস্যদের প্রতিবাদ শোনা যেতো,কিন্তু এখন দিকে দিকে এভাবেই
    প্রতিরোধ গড়ে তোলা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন