এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ দ্বাদশ

    Ishan
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১০ | ১৪৪২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১৫:৫৭461458
  • দে, আমার সেই গানটা মনে পড়ে যায় আবাপ পড়লে, সেই যে, শ্রীমান পৃথ্বীরাজের সেই গানটা --

    কৃপা করি' কর' মোরে রায়বাহাদুর ...
  • Bratin | 122.248.183.1 | ১৯ অক্টোবর ২০১১ ১৬:০৭461459
  • কেন আমি?

    বললে বিশ্বাস করবে না। আমার একেবারে ছোটবেলার বন্ধু। ক্লাশ থ্রি থেকে এক সাথে পড়েছি। ছেলে টি অধ্যাপক। এ বারে পুজোয় এসেছে। নবমীর দিন এক সাথে বেরিয়েছি। ভাবলুম আহা দুটো স্বরচিত পদ্য শোনাই। খান দুই শুনিয়েছি। তার পরে কি বলে জানো? 'দেখ তোর যদি আমার ওপার রাগ থাকে আমাকে গালগালি দে তাতেও রাগ না মিটলে মার। কিন্তু প্লিজ পদ্য শোনাস না'।

    ভাবতে পারো?
  • abastab | 61.95.189.252 | ১৯ অক্টোবর ২০১১ ১৬:১০461460
  • বুদ্ধবাবুর লেখাকি বিনেপয়সায় নেটে মেলে? দিদির লেখা একদা খুঁজে পেয়েছিলাম।
  • Ishan | 122.248.163.3 | ১৯ অক্টোবর ২০১১ ১৬:১৩461461
  • আম আর কাঁঠালিকলার তুলনা হয়? মমতা হলেন কবিতা আর বুদ্ধবাবু নাটক।
  • abastab | 61.95.189.252 | ১৯ অক্টোবর ২০১১ ১৬:২২461462
  • প্রশ্নটা লেখার সময় আমার-ও কেমন সন্দ হচ্ছিল। কাকার ভাইপো হয়ে পদ্য লিখলেন না একখান ও। অবশ্য দিদি নাটক লিখে ফেলবেন, আর সবই যখন করেছেন তখন ওটাও একদিন হয়ে যাবে নিশ্চই।
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৪০461463
  • দিদি নাটক রচেন, নিত্যিদিন। উনি লেখেন্না।
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৪৩461464
  • দিল্লিতে একখানা বাংলা কাগজ লঞ্চ করেছে, সকালবেলা। কদিন আগে মেট্রোতে বাসস্ট্যান্ডে ইতিউতি ফ্রি কপি দিচ্ছিল, তার অ্যাক্কপি আমার ঘরে এসে পৌঁছেছে।

    কলকাতার খবরেই ভর্তি, এবং যে খবরেই মমতা আছেন। প্রথম সেন্টেন্সের পর সব বাক্যেই তিনি "দিদি'। শিলিগুড়ি থেকে তারা-মায়ের ফটো ও আশীর্বাদ নিয়ে ফিরলেন দিদি।
  • k | 61.12.12.84 | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৩461465
  • দেখি
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৪461466
  • ঢিচ্‌ক্যাঁও ...
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৮461468
  • ঢিঁচ্‌ক্যাঁও ...
  • pi | 72.83.90.203 | ১৯ অক্টোবর ২০১১ ২০:০০461469
  • ম্যাক্সিমিনদার জন্য, তৃ-প-বু দিয়ে গুগলে সার্চ করুন। সিরিজের প্রথম দশটা টই পেয়ে যাবেন। পড়ে নিন। নির্মল আনন্দ :)

  • pi | 72.83.90.203 | ১৯ অক্টোবর ২০১১ ২১:১৯461470
  • এসব কী !!

    http://www.anandabazar.com/archive/1111018/18raj1.html

    সেই লক্ষ্যে রাজ্যের ১৩টি বিশ্ববিদ্যালয়ের (প্রেসিডেন্সির জন্য পৃথক অর্ডিন্যান্স আনা হবে মাসখানেকের মধ্যেই) আইন সংশোধন করে যে অর্ডিন্যান্স আনা হচ্ছে, তাতে সেনেট, সিন্ডিকেট বা কোর্ট বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে কোনও রাজনৈতিক দলের সদস্য থাকতে পারবেন না। এমনকী, সদস্য হতে পারবেন না ছাত্র, ছাত্রনেতা বা শিক্ষাকর্মীরাও।
  • Bratin | 117.194.103.246 | ১৯ অক্টোবর ২০১১ ২২:১২461471
  • আজকে একটা খবর দেখলাম ২০০৮-২০০৯ সালে ১৩ লক্ষ শিশু কে যে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়েছে সেগুলো আসলে নষ্ট। কারন ওগুলো রাখার কথা ছিল শুন্য ডিগ্রি তে। আর রাখা হয়েছে মাত্র ৪০ ডিগ্রি তে। এই সামান্য ভুলের ব্যাপারে যদি কোন উপযুক্ত ব্যাখ্যা পাওয়া যায় ত হলে তা শুনে পরাণ টা জোড়ায়।
  • maximin | 59.93.198.135 | ১৯ অক্টোবর ২০১১ ২২:১৩461472
  • পছন্দ হল না পাই? বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে রাজনৈতিক দলের সদস্য থাকাটাই বুঝি ভালো?
  • ranjan roy | 14.97.29.47 | ২০ অক্টোবর ২০১১ ০৬:০০461473
  • ম্যাক্সিমিন,
    প্রশ্নটা হল একুশে শতাব্দীতে কোন শিক্ষক বা ছাত্র কোন রাজনৈতিক দল বা ইউনিয়নের সদস্য হলে বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতির সদস্য হওয়ার অযোগ্য কেন হবেন? তাঁরা দেশ বা রাজ্যপরিচালনের যোগ্য হতে প আরেন? শিক্ষার নয়?
    এর মধ্যে দুটো প্রশ্ন উঁকি মারছে।
    এক, রাজনৈতিক দলের সদস্য হওয়া শিক্ষার ব্যাপারে সদর্থক না হয়ে নঞর্থক।
    দুই, মূল প্রশ্নটি অর্থাৎ পরিচালন সমিতির প্রস্তাবিত সদস্যটি শিক্ষা ক্ষেত্রে কি যোগ্যতা রাখেন সেই ব্যাপারটি এড়িয়ে যাওয়া হচ্ছে। আসলে এটি একটি নেগেটিভ অর্ডিন্যান্স।
    মমতার বিরোধী দলনেত্রী থাকাকালীন মূল অ্যাজেন্ডা ছিল সিপিএম হটাও। কোন ভিশন ছিল না বঙ্গের উন্নতির রোডম্যাপ নিয়ে। ফলে সিপিএম যা যা করছিল তার উল্টো স্ট্যান্ড নেয়াই ওনার অ্যাকশন প্ল্যান ছিল।
    তাই ""জঙ্গলমহলে মাওবাদী বলে কিছু নেই'',""জ্ঞানেশ্বরী ট্রেনে নাশকতা সিপিএম করিয়েছে'' ইত্যাদি।
    তাই আজ উল্টো গাইতে হচ্ছে।
    সাতাত্তরে সিপিএম সব রাজবন্দীদের মুক্তি দিয়েছিল।
    মমতা বড়গলায় ইলেকশন প্রমিস করেও---।
    হাসপাতালে সুপারকে সাসপেন্ড করলেন, এদিকে রোগীর আত্মীয়দের থেকে অবৈধ পয়সা নেয়ার ব্যাপারে ডাক্তার অ্যাকশন নিলে তৃণমূল নেতা দাদাগিরি করছে, সেক্টর ফাইভে কালীপূজোর চাঁদার নামে ছোট দোকানদারদের থেকে ধমকে একহাজার টাকা নেয়া হচ্ছে, তার বেলা? গিমিক প্রশাসন নয়।

    বক্তব্য হল বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতিতে সদস্য হতে গেলে শিক্ষা ক্ষেত্রে অবদানটাই মাপকাঠি হওয়া উচিৎ, বিশেষ রাজনৈতিক দলের সদস্য হওয়া নয়, সেটাকে ঘেঁটে দেয়া হয়েছে।
  • ranjan roy | 14.97.29.47 | ২০ অক্টোবর ২০১১ ০৬:০২461474
  • এই অর্ডিন্যান্সটি মনে হচ্ছে
    এয়ার হোস্টেসদের প্রেগন্যান্ট হওয়া মানা গোছের।
  • q | 121.241.218.132 | ২০ অক্টোবর ২০১১ ১০:০৩461475
  • ইসে - আমার দেখেশুনে মনে হচ্ছে আপনারা অবাক হচ্ছেন। মানে বলতে চাইছি যে মমতার রাজনীতি কেউ যদি শুরু থেকে ফলো করে থাকেন, তাহলে তাদের এসব নিয়ে অবাক হওয়াটাই বেশ অবাক ব্যাপার।
  • PT | 203.110.247.221 | ২০ অক্টোবর ২০১১ ১০:০৯461476
  • অবাক হওয়ার কিছু নেই কেননা তখন শ্লোগান ছিল, ""বাম সরকার যাক তারপরে কি হয় দেখা যাবে।"" তো এখন সেই দেখা-দেখি চলছে।
  • kc | 194.126.37.78 | ২০ অক্টোবর ২০১১ ১০:১৫461477
  • কিন্তু এই দেখাদেখির জন্যি চার মাস কিন্তু বেশ কম সময়ই।
  • Tim | 173.163.204.9 | ২০ অক্টোবর ২০১১ ১০:১৬461479
  • অবাক হওয়ার কি আছে? এখন "দেখা" চলবে। যতদিন না বিদ্বজনেরা মনে করেন যে কিস্যু হস্যে না। আগেরবার ৩৪ বছর লেগেছিলো। এবার মধুচন্দ্রিমা শেষ হতে কত বছর লাগে দেখি।
  • Tim | 173.163.204.9 | ২০ অক্টোবর ২০১১ ১০:১৯461480
  • কেসিদা,
    দলীয় সদস্য/সমর্থকদের দাদাগিরি (রঞ্জনদার পোস্টে যার উল্লেখ দেখলাম) সময়ের সাথে কমে যাবে বা বন্ধ হয়ে যাবে বলছো?
  • PT | 203.110.247.221 | ২০ অক্টোবর ২০১১ ১০:৩৩461481
  • চার মাস কম সময় বললে তো চলবে না। কেননা এরমধ্যেই ৭০-৯০% কাজ হয়ে গিয়েছে, ২ লক্ষ লোকের চাকরি হয়ে গিয়েছে সে সব দাবি তো করাই হয়েছে। তার ওপরে সেই ""সটাসট"" আর ""ফটাফট""এর মধুর ঝঙ্কার এখনো কানে বাজছে। প্রত্যাশা তো প্রতিজ্ঞার ওপর নির্ভর করেই তৈরি হয়। ১০০ দিনে হ্যান করেঙ্গা, ২০০ দিনে ত্যান করেঙ্গা সেসব তো আবার লিখে লিখে প্রতিজ্ঞা করা হয়েছে। এখন সমর্থকরা ""চার মাস কম সময়"" বলে কাঁদুনি গাইলে চলবে কেন?
  • dukhe | 122.160.114.85 | ২০ অক্টোবর ২০১১ ১০:৩৪461482
  • আশায় বাঁচে চাষা ।
    তবে ইস্কুল কলেজে আলিমুদ্দিন বা কালীঘাটের পুষ্যিদের দাদাগিরি থামলে মন্দ হবে না ।
  • kc | 194.126.37.78 | ২০ অক্টোবর ২০১১ ১০:৪৭461483
  • তিমি,
    দাদাগিরি কি আর কখনো কমে? :-) তবে এই দিদিগিরিটা অসহ্য রেঞ্জে তাঁদেরই লাগছে যাঁরা নিজেরা এতদিন দাদাগিরিতে মত্ত হয়েছিলেন। সাধারণ লোকের কাছে দিদিগিরিটা, অ্যাজ অন ডেট, ততটা অসহ্য এখনো হয়নি। এখন ব্যাপারটা খোরাকের স্টেজে আছে।

    আর ৩৪ বছর, ৩৪ বছর এই গাওনাটা এবার থামাওরে ভাই। বামফ্রন্ট হেরেছে গত পাঁচ বছরের অপকম্মের জন্য। ৩৪ বছর ধরে এতই যদি অপকম্মের পাহাড় জমে ছিল তাইলে এতদিনের ভোটে জিতত ক্যামনে? লোকের নির্বাচনক্ষমতাকে একটু ভাল চোখে দ্যাখো। :-)
  • Tim | 173.163.204.9 | ২০ অক্টোবর ২০১১ ১১:১২461484
  • জিততো আর ক্যামনে! দিদি তো কয়েছেন। ছাইন্টিফিক রিগিং। যেকোনো পকাবুকে জিগ্যেস করো, বলবে ৩৪ বছর ধরে তিল তিল করে... ইত্যাদি।
  • SC | 67.165.98.227 | ২০ অক্টোবর ২০১১ ১১:১৫461486
  • মমতা আমাকে একেবারেই অবাক করেনি। কিঞ্চিৎ বেশী অবাক করেছে প্রধান বিরোধী দল।
    মনে হচ্ছে কান্ডারীহীন একটা দল, কোনদিকে যাবে, কিসের প্রতিবাদ করবে, কেউই জানেনা।
    মাঝেমধ্যে এখানে ওখানে কিছু সভাতে আত্মসমালোচনা করে দিন কাটানো আর কি।
    কখনো দেখি সূর্যকান্ত মিশ্র বলে একজন মধ্যমসারির নেতা মমতাকে নিয়ে দু চার কথা বলেন, কখনো শুনি
    বুদ্ধবাবু গোঁসা করে নিজের দলের মিটিংয়ে যান না।
    অথচ এ দেশে বাম আন্দোলন গড়ে তোলার এমন সুযোগ খুব বেশী পাওয়া যাবে না। মুক্ত অর্থনীতির ফলাফল নিয়ে
    সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে আরম্ভ করেছে, শাসক দলের বিরুদ্ধে তীব্র হাওয়া। ক্ষমতায় থাকার দায় নেই দলের।
    তবু এরকম ম্রিয়মান কেন?
    মমতা নাহয় ছেড়েই দিন, এদ্দিনে যদি ছত্তিশগড় বা মারুতি নিয়ে একটা বড় আন্দোলন গড়ে তুলতে পারত, তাহলেই একটা
    বিরাট মেসেজ পৌঁছত। আন্না হাজারে পারেন, তাবড় তাবড় বাম নেতারা রাস্তায় নামতে পারছেন না। অবশ্য এতে অবাক হওয়ারও খুব বেশী কিছু নেই।
  • SC | 67.165.98.227 | ২০ অক্টোবর ২০১১ ১১:১৫461485
  • মমতা আমাকে একেবারেই অবাক করেনি। কিঞ্চিৎ বেশী অবাক করেছে প্রধান বিরোধী দল।
    মনে হচ্ছে কান্ডারীহীন একটা দল, কোনদিকে যাবে, কিসের প্রতিবাদ করবে, কেউই জানেনা।
    মাঝেমধ্যে এখানে ওখানে কিছু সভাতে আত্মসমালোচনা করে দিন কাটানো আর কি।
    কখনো দেখি সূর্যকান্ত মিশ্র বলে একজন মধ্যমসারির নেতা মমতাকে নিয়ে দু চার কথা বলেন, কখনো শুনি
    বুদ্ধবাবু গোঁসা করে নিজের দলের মিটিংয়ে যান না।
    অথচ এ দেশে বাম আন্দোলন গড়ে তোলার এমন সুযোগ খুব বেশী পাওয়া যাবে না। মুক্ত অর্থনীতির ফলাফল নিয়ে
    সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে আরম্ভ করেছে, শাসক দলের বিরুদ্ধে তীব্র হাওয়া। ক্ষমতায় থাকার দায় নেই দলের।
    তবু এরকম ম্রিয়মান কেন?
    মমতা নাহয় ছেড়েই দিন, এদ্দিনে যদি ছত্তিশগড় বা মারুতি নিয়ে একটা বড় আন্দোলন গড়ে তুলতে পারত, তাহলেই একটা
    বিরাট মেসেজ পৌঁছত। আন্না হাজারে পারেন, তাবড় তাবড় বাম নেতারা রাস্তায় নামতে পারছেন না। অবশ্য এতে অবাক হওয়ারও খুব বেশী কিছু নেই।
  • Bratin | 122.248.183.1 | ২০ অক্টোবর ২০১১ ১১:২৪461487
  • আমার প্রশ্নের উত্তর পেলাম না। আমাদের তাঙ্কিÄক সিপিএম সমর্থক রা কি এই 'সামান্য বিষয়' মন্তব্য করার কষ্ট টুকু স্বীকার করবেন?
  • ppn | 202.91.136.3 | ২০ অক্টোবর ২০১১ ১১:৪৭461488
  • এসসি বরাবরই কী করে যেন আমার মনের কথাগুলো বলেন। এইবারও অন্যথা হয়নি।
  • Tim | 173.163.204.9 | ২০ অক্টোবর ২০১১ ১১:৪৯461490
  • হ্যাঁ , আম্মো এসসিকে ক দিলাম। এত নিÖপ্রভ বামফ্রন্ট আগে দেখি নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন