এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ দ্বাদশ

    Ishan
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১০ | ১৪৪৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 178.61.96.29 | ২১ অক্টোবর ২০১১ ০০:৪৮461524
  • বা:। পিটিবাবু যদুপুরের? বাঁচালেন মশায়। এই আইএসাই আর প্রেসির লোকগুলো এসে প্রায় পুরোও গুরুটাকেই দখল করে নিয়েছে।
  • T | 14.139.128.11 | ২১ অক্টোবর ২০১১ ০০:৫৩461525
  • @kc, আমিও আছি মহায় :) গোলমাল পাকাতে হলে বলবেন।
  • Bratin | 117.194.99.50 | ২১ অক্টোবর ২০১১ ০৯:৩৬461526
  • প্রশ্ন:

    পশ্চিমবঙ্গে ৯৫% শতাংশ ( বেশীও হতে পারে) উপাচার্য্যদের রং লাল হবার পেছনে কী কী কারন? (৪)
  • abastab | 61.95.189.252 | ২১ অক্টোবর ২০১১ ০৯:৫৪461527
  • আচ্ছা আজ যিনি ভাল প্রোফেসর তিনি যে সারা জীবন ভালো থাকবেন তেমন কোন গ্যারান্টী আছে? আর পাঁচটা কাজের মতন এটাও একজনের মানসিক পরিস্থিতি ইত্যাদির ওপর নির্ভর করে। আর সবাই পার পেয়ে যায় খালি প্রোফেসর আর ডাক্তারের ওপর বড় বড় প্রত্যাশা, কেন?
  • quark | 14.139.199.1 | ২১ অক্টোবর ২০১১ ১১:০৯461528
  • এখন থেকে সক্রিয় রাজনীতির লোকেরা শিক্ষাক্ষেত্রের পরিচালনায় আসতে পারবেন না।

    আপনি উচ্চশিক্ষিত হোন, কিন্তু রাজনীতি কল্লে জীবনে কোনদিন উপাচার্য্য হ'তে পারবেন না - এই হুঁশিয়ারিটাও কি ছড়িয়ে দেওয়া হ'ল না?

    মানে শিক্ষিত লোকেরা বেশিমাত্রায় রাজনীতিতে এলে একটু দু:শ্চিন্তা হয় বৈ কি?
  • Bratin | 122.248.183.1 | ২১ অক্টোবর ২০১১ ১১:৩৩461529
  • কিন্তু উল্টো টা, রাজনীতির লোক যদি শিক্ষা ক্ষেত্রে আসেন ?
  • maximin | 59.93.162.127 | ২১ অক্টোবর ২০১১ ১২:১৯461530
  • ব্রতীনের প্রশ্নগুলোর ঠিকমত জবাব কেউ দিচ্ছে না। যেমন এটা -- পশ্চিমবঙ্গে ৯৫% শতাংশ ( বেশীও হতে পারে) উপাচার্য্যদের রং লাল হবার পেছনে কী কী কারন?
  • maximin | 59.93.162.127 | ২১ অক্টোবর ২০১১ ১২:২৫461531
  • quark -- শিক্ষিত লোকেরা বেশিমাত্রায় রাজনীতিতে এলে একটু দু:শ্চিন্তা হয় বৈ কি -- রাজনীতিতে এলে তাঁরা লেখাপড়া ছেড়ে দেন। খুব অল্প লোকই দুটোকে একসঙ্গে চালিয়ে যেতে পারেন।
  • maximin | 59.93.162.127 | ২১ অক্টোবর ২০১১ ১২:৩৭461532
  • মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হল বলিদান -- সি-ইউ-র প্রফেসর অসীম দাশগুপ্ত এম আই টি থেকে পি এইচ ডি করার পর কোনও প্রফেশনাল জার্নালে একটিও পেপার লিখতে পারলেন না। ইপিডাবলিউতেও না।
  • quark | 14.139.199.1 | ২১ অক্টোবর ২০১১ ১২:৪২461534
  • ইঞ্জিনিয়ার যখন ম্যানেজার কিম্বা আই এ এস হন তখন তাঁদের কাজের সাথে সাথে ব্রীজ বানাতে বলেন বুঝি?
  • dukhe | 122.160.114.85 | ২১ অক্টোবর ২০১১ ১২:৪৬461535
  • ই কী ! পোফেসররা যদি পেপার লিখবে, মিছিল করবে কেডায় ?
    দিদির উচিত অর্ডিন্যান্স প্রত্যাহার করে সবকটা ইউনির উপাচার্য হয়ে বসা । দশটা দপ্তর চালাতে পারলে দশটা ইউনি তো নস্যি ।
  • maximin | 59.93.162.127 | ২১ অক্টোবর ২০১১ ১৩:০২461536
  • অর্ডিনান্স নিয়ে চিন্তা করবেন না। দেশের সংবিধান বলে (আশা করি বলে) রাজনৈতিক দলের সদস্য হওয়াটা সকলের অধিকার। সে হিসেবে হয়তো এই অর্ডিন্যান্স বলবত করা যাবে না। রঞ্জনবাবু বলেছেন। আমি আরেকবার বললাম।
  • Ishan | 122.248.163.3 | ২১ অক্টোবর ২০১১ ১৩:০৯461537
  • অসীম দাশগুপ্তর এমনিতেই নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। বছরের পর বছর ঘাটতিহীন বাজেট করেও কিকরে লোন নিয়ে চলা যেতে পারে , এটা দেখানোর জন্য। :)

    কিন্তু আমাদের এখনকার অর্থমন্ত্রীর কি খবর? তাঁর তো কোথাও টিকিটাও দেখিনা। হয়তো চুপিচুপি পেপার লিখছেন। কে জানে।
  • lcm | 69.236.173.108 | ২১ অক্টোবর ২০১১ ১৩:১১461538
  • এখন অর্থমন্ত্রী কে?
  • maximin | 59.93.162.127 | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৪461539
  • বি:বি: পরিচালন সমিতিতে ছাত্ররা সদস্য থাকলে ভালো হয় (আমার মতে)। নন-ভোটিং সদস্য হিসেবে রাখা উচিত।
  • dukhe | 122.160.114.85 | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৪461540
  • অর্থমন্ত্রী এখন মিনি । কাবুলিওয়ালার খোঁজ করছেন ।
  • maximin | 59.93.162.127 | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৮461541
  • কিন্তু অসীম দাশগুপ্ত তো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। লেকচারার থেকে রীডার তারপর প্রফেসর হয়েছিলেন। কোন যোগ্যতায় তাঁকে সি-ইউর প্রফেসর হিসেবে সিলেক্ট করা হয়েছিল?
  • maximin | 59.93.162.127 | ২১ অক্টোবর ২০১১ ১৩:২৭461542
  • পিটি -- প্রেসির টইতে যখন দশ জন অধ্যাপকের নাম চেয়েছিলেন যাদের শিক্ষার মান নয় মিছিলে যাওয়ার জন্য চাকরী হয়েছিল, প্রথমেই এই নামটা মনে এসেছিল, যতদূর জানি প্রফেসর হওয়ার সময় তাঁর একটাও পাবলিকেশন ছিল না। নামটা বলি নি কারণ তাঁকে মিছিলেও যেতে হয়নি।
  • Ishan | 122.248.163.3 | ২১ অক্টোবর ২০১১ ১৩:৩৭461543
  • রবিকে দেবেন বাবু কি বলেছিলেন? দেশের রাজা যদি এই ভাষা বুঝত তো তোমাকে তারা পুরষ্কার দিত। তারা যেহেতু বোঝেনা, তাই আমিই তোমাকে পাঁচশ ট্যাকা দিলাম।

    নোবেল কমিটি বোঝেনি, তাই প:ব: অ:দা:গু:কে সরকার পুরষ্কার দিয়েছে। দোষের কি আছে, অ্যাঁ?
  • maximin | 59.93.162.127 | ২১ অক্টোবর ২০১১ ১৪:৪২461545
  • যা হয়েছে ভালো হয়েছে। ইনি পড়াতে ভালোবাসেন বাজেট বানানো মানসিক চাপ তৈরি করে সেই চাপটা কমত। তাছাড়া বেসিক শিক্ষাটা ভালো ছিল, প্রেসিতে পড়ার ফল।
  • riddhiman | 108.194.169.197 | ২১ অক্টোবর ২০১১ ২১:৩৬461547
  • অসীম দাশ্‌গুপ্তর কাজ ছিল মহামহিম অমর্ত্য সেন দেশে এলে ওনার ল্যংবোট হয়ে ঘুরে বেরানো
  • pinaki | 122.164.178.86 | ২১ অক্টোবর ২০১১ ২২:১০461548
  • এই অর্ডিন্যান্সটাতো পুরোপুরি অগণতান্ত্রিক। শুধুতো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নয়, কোর্ট, ইসি - এসব জায়গায় ন্যূনতম যেটুকু ছাত্র, শিক্ষক আর অশিক্ষক কর্মচরীদের প্রতিনিধিত্বের সুযোগ ছিল (নির্বাচনের মাধ্যমে) - সেটা তুলে দেওয়া হচ্ছে। এর চেয়ে খারাপ আর কী হতে পারে!! এ যেন অনেকটা গণতন্ত্র ঠিকঠাক কাজ করছে না বলে স্বৈরতন্ত্র চালু করার মত। গণতন্ত্রের মকারি দেখে বীতশ্রদ্ধ হয়ে অনেকেই মিলিটারি শাসনের পক্ষে মত দিয়ে থাকেন। এখানেও অনেকটা একই জিনিস ঘটছে। সিপিএমের নেপোটিজমে বীতশ্রদ্ধ হয়ে লোকে এখন এরকম মারাত্মক একটা অর্ডিন্যান্সের পক্ষেও মত দিচ্ছে।

    প্রবল তৃণমূলী হাওয়া থাকতে থাকতেই না জানি এরকম আরো কত কি লাগু হয়ে যাবে। ব্যাপারটা খুবই উদ্বেগের। সবরকমভাবে এধরণের অর্ডিন্যান্সকে আটকানোর চেষ্টা করা উচিৎ। কোনো সামাজিক বিতর্ক, ডায়লগ - ইত্যাদির মধ্যে না গিয়ে এরকমভাবে আজ এটা কাল ওটা নিয়ে অর্ডিন্যান্স জারি করলেই হল নাকি? এটা তো আর সিঙ্গুর ইস্যু নয় - যে একটা প্রিপোল কমিটমেন্ট ছিল। এভাবে যা ইচ্ছে করার চেষ্টাটাকেই সবার আগে অপোজ করা উচিৎ।

    আর প্রিপোল কমিটমেন্টের মধ্যেও বিশেষত: বন্দীমুক্তি আর জঙ্গলমহল নিয়ে মমতার সরকার যা খেল দেখাচ্ছে - সেটাও জঘণ্য বললে কম বলা হয়। সমস্যা হল এখন এই আজেবাজে স্টেপগুলো বা মারাত্মক প্রবণতাগুলোতে চেক দেওয়ার মত কোনো নাগরিক ভয়েস নেই। যারা একটা তৃতীয় জোট হিসেবে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারতো এই গোটা নির্বাচন পর্বটায়, তারা তৃণমূলের সাথে এমনভাবে মিশে গেল যে কোনো স্বতন্ত্র স্বর এখন আর তাদের পক্ষে তোলা সম্ভব নয়।

    আমি দেখছি, এখন সুদিন একমাত্র আবাপ জেঠুর। মনে হচ্ছে যেন ওদের এজেন্ডাতেই সরকার চলছে। :-)
  • T | 14.139.128.11 | ২১ অক্টোবর ২০১১ ২২:১০461549
  • riddhiman বড় হিংসুটে! :P
  • Bratin | 117.194.101.15 | ২১ অক্টোবর ২০১১ ২২:১৭461550
  • হমম..... :-))
  • pi | 128.231.22.133 | ২১ অক্টোবর ২০১১ ২২:২৬461551
  • ধুত্তেরি। এটা কি হয় বুঝিনা। পোস্ট করতে করতে এমনি রিফ্রেশ হয়ে সব লেখা উড়ে যায় কেন !

    ম্যাক্সিমিনদা, অর্ডিন্যান্স নিয়ে মূল আপত্তি তো নির্বাচিত ছাত্র পরিচালন সমিতিতে নির্বাচিত ছাত্র বা শিক্ষাকর্মী প্রতিনিধি থাকতে না পারা নিয়ে।
    এটা নিয়ে লোকজনের আপত্তি নেই ? :o

    আর রাজনীতির জন্যই আসাকে রুখতে গিয়ে রাজনীতি করলে আসা যাবেনা এমন ফতোয়া জারি করতে হবে ?

    তবে হ্যাঁ, আবাপ এবং রাজনীতির নামেই নাক সিঁটকে ওঠা কিছু লোকজন এখন এ নিয়ে লাফালাফি করেই যাবে। আর বাকি অনেকেও করবে, সিপিএম এর দলতন্ত্রের থেকে তো বেটার, এই ভেবে। কিন্তু সত্যি কি বেটার ?
  • pi | 128.231.22.133 | ২১ অক্টোবর ২০১১ ২২:৫৭461552
  • Name:maximinMail:Country:

    IPAddress:59.93.246.191Date:20Oct2011 -- 07:19PM

    রঞ্জন বাবু -- বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতিতে সদস্য হতে গেলে শিক্ষা ক্ষেত্রে অবদানটাই মাপকাঠি হওয়া উচিৎ। এটা তো আপননিও স্বীকার করছেন। যে বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি এটা, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের প্রতিনিধি নির্বাচন করলেন। ধরা যাক কোনও এক বছর এমন হল যে নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা বিনা শর্তে রাজ্যের শাসকদলের তাঁবেদারি করার মত লোক না। তাদের শিক্ষাগত যোগ্যতাও ভালো। এবারে কি পরিচালন সমিতিতে তারা মেজরিটি হবেন? বলা যায়না। কারণ বিশেষ রাজনৈতিক দলের সদস্য হলে শিক্ষাক্ষেত্রে অবদান ছাড়াই সদস্য হওয়া যায়। মানে বহুদিন তো এমনিভাবেই চলেছে।

    --------------------------------------------------------------------------------

    Name:ranjanroyMail:Country:

    IPAddress:14.97.20.173Date:20Oct2011 -- 07:29PM

    ম্যাক্সিমিন,
    মূল প্রশ্নে আমি ও আপনি একমত। ফারাক শুধু পদ্ধতি নিয়ে। আগে এমনি হয়েছে বলে তার প্রতিক্রিয়ায় বিপরীত মেরুতে যাওয়া কি কাম্য?
    আসলে শিক্ষা কোন সমাজের রাজনৈতিক-সাংস্কৃতিক বাতাবরণের বাই প্রোডাক্ট।
    কাজেই সার্বিক ভাবে পাব্লিকের পার্টিসিপেশন ও ওপেন ডিসকাশনই এই গুলোকে আটকাতে পারে, কোন অর্ডিন্যান্স নয়।'
    উদাহরণ স্বরুপ কিছুদিন আগে উত্তরবঙ্গের কোথাও (জলপাইগুড়ি না কোচবিহার) এ স্কুলের পরিচালন ব্যবস্থায় এমন কেউ তৃণমূলের ব্যাকিংয়ে এসেছিলেন যিনি প্রধানশিক্ষককে ( যতদূর মনে পড়ছে) গালিগালাজ-মারপিট করার জন্যে সাসপেন্ড ছিলেন। এবং প্রথম দিকে স্থানীয় নেতৃত্বের সহায়তায় বেশ করেছি ভাব করে চেয়ার আঁকড়ে ছিলেন। শেষে এই নিয়ে মিডিয়া পাব্লিক হল্লা করায় মমতারা হস্তক্ষেপ করে ওঁকে সরাতে বাধ্য হন।
    আমার আশংকা আমরা বার্থ ওয়াটারের সঙ্গে বেবিকেও ফেলে না দিই।

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.246.191Date:20Oct2011 -- 07:35PM

    সব কটা বিশ্ববিদ্যালয় যে রাজ্য সরকারের তাঁবেদারি করত সে কি আর এমনি এমনি হওয়া সম্ভব হয়েছিল? পাকাপোক্ত ব্যাবস্থা ছিল নিশ্চয়ই? বিশ্‌ব্‌ববিদ্যালয়ের নন-টিচিং কর্মচারীদের প্রতিনিধিরা সদস্য হতেন। আবাপ যাদের বলছে 'শিক্ষাকর্মী'।

    আরও নানারকম রিজার্ভড সদস্যপদ ছিল। এই অর্ডিনান্স রিজার্ভড সদস্যপদ গুলোকে তুলে দিতে চাইছে, এইমাত্র।

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.246.191Date:20Oct2011 -- 07:43PM

    সমাজের রাজনৈতিক-সাংস্কৃতিক বাতাবরণের বাই প্রোডাক্ট হল শিক্ষা। এ বিষয়ে একমত।

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.246.191Date:20Oct2011 -- 07:54PM

    যিনি তৃণমূলের ব্যাকিংয়ে এসেছিলেন তিনি দলের ব্যাকিং-এ চাকরি পেতে পারেন, পরিচালন ব্যাবস্থার মধ্যে প্রবেশ করলেন কীভাবে? শিক্ষকরা তাঁকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছিলেন কি?

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.246.191Date:20Oct2011 -- 08:13PM

    আগের একটা পোস্টে দেখলাম 'যদি কোন স্পেসিফিক ঘটনা দেখা যায় যে কেউ নিয়ম ভেঙে নিজস্ব রাজনৈতিক দলের পক্ষে তাঁর পদজনিত ক্ষমতাকে ব্যবহার করছেন তাহলে তাঁর বিরুদ্ধে বর্তমান আইনের মধ্যেই ব্যবস্থা নেয়া যায়।'

    যায়, যদি এটা একজন তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে করেন। কিন্তু একদল লোক যখন দলের নির্দেশে দলবদ্ধভাবে দলের ক্ষমতাকে ব্যবহার করেন? এররকম অবস্থাতেও বর্তমান আইনের মধ্যেই ব্যবস্থা নেওয়া যায়না কি? যায়। কেউ কেউ আইনের দ্বারস্থ হয়েছেন, মামলা জিতেছেন। কিছু কিছু ঘটনা মিডিয়া পাবলিসিটিও পেয়েছে। কিন্তু মামলা জেতার পর সন্দেহ থেকে গেছে বিচার ঠিক হল কিনা।

    --------------------------------------------------------------------------------

    Name:ranjanroyMail:Country:

    IPAddress:14.97.104.94Date:20Oct2011 -- 10:12PM

    তখন খবরটি রোজ অধিকাংশ পত্রিকায় বিশেষ করে আবাপ'তে বেরিয়েছিল। ডিটেইলস খুব মন দিয়ে দেখিনি। কিন্তু উল্লেখযোগ্য হল স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঠিক সিপিএম এর কায়দায় প্রথমদিকে-- এসব মিথ্যে, রাজনৈতিক ষড়যন্ত্র ইত্যাদি বলে চেঁচামেচি করছিল।

    দুই,
    যদি অর্ডিন্যান্স খালি শিক্ষার গুণমান রক্ষার ক্ষেত্রে প্রত্যক্ষ সম্পর্কহীন কোন কোটা তুলে দিতে চায়, তাহলে অন্য কথা। কিন্তু এই যে শুনছি-- কোন রাজনৈতিক দলের সদস্য হওয়া ডিসকোয়ালিফিকেশন হবে?

    --------------------------------------------------------------------------------

    Name:BratinMail:Country:

    IPAddress:117.194.101.173Date:20Oct2011 -- 10:54PM

    আমি মনে করি এই পদক্ষেপ টা সদর্থক। শিক্ষা র রাজনৈতিকরন করতে গিয়ে ( প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়) আমাদের শিক্ষা ব্যবস্থার এই হাল। তা সিপিএম সমর্থক রা স্বীকার করুন বা না করুন। এটা হল 'ওপেন সিক্রেট'। ওনাদের ইক্যুয়েশন খুব সহজ। উঁচু উঁচু যায়গায় আমাদের লোক বসিয়ে দাও। তারপরে কান টানলে মাথা আসবে।

    --------------------------------------------------------------------------------

    Name:TMail:Country:

    IPAddress:14.139.128.11Date:20Oct2011 -- 11:06PM

    বিশ্ববিদ্যালয়ের পরিচালন পর্ষদে রাজনীতিকদের থাকার পেছনে যে যুক্তি তোলা হচ্ছে তা মূলত আদর্শগত। বেশ একটা আইডিয়াল সমাজ ব্যবস্থা থাকবে, রাজনীতিকরা বেশ উঁচুদরের দূরদৃষ্টিসম্পন্ন হবেন, ফলে সুচিন্তিত মতামত দেবেন, এই রকম আর কি। কিন্তু ঘটনাহচ্ছে প: ব: তে সেরম সিস্টেম চলছে না, বেশীরভাগ নেতানেত্রীরা একেবারেই অশিক্ষিত(সব অর্থে)। ফলে ঐ আইডিয়ালি যা হওয়া উচিত সেরম ইম্পলিমেন্ট করলে বিপদ বেশী। শিব গড়তে গিয়ে ব্যাপারটা বাঁদরে পর্যবসিত হবে। তার চেয়ে বরং এই ভাল। এট লিস্ট থুতুরঞ্জনদের তো আটকানো যাবে!

    --------------------------------------------------------------------------------

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.246.230Date:20Oct2011 -- 11:59PM

    প্রেসির টইতে দশ জন অধ্যাপকের নাম চেয়েছিলাম যাদের শিক্ষার মান নয় মিছিলে যাওয়ার জন্য চাকরী হয়েছিল। এই টইতেও আবার সেইরকম দশ জনের নাম চাইছি।

    --------------------------------------------------------------------------------

    Name:nyaraMail:Country:

    IPAddress:122.172.163.135Date:21Oct2011 -- 12:10AM

    শিক্ষার মান - ভাল/মন্দ - কে নির্ণয় করবে?

    --------------------------------------------------------------------------------

    Name:TMail:Country:

    IPAddress:14.139.128.11Date:21Oct2011 -- 12:13AM

    @nyara , পকাবুদের নিয়ে কমিটি তৈরী করা যেতে পারে। ওদের তো এখন বিশেষ কোনো কাজ নেই। :P

    --------------------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:117.194.3.70Date:21Oct2011 -- 12:17AM

    পিটি প্রেসির ক্ষেত্রে আমার ডিপের দুই জনের নাম আমি দিতে পারি। প্রতি ডিপ ধরা যাক তাহলে দেড়। দশের অনেক বেশি হবে। নাম আমি বলব না, কারণ ওনারা মানুষ হিসেবে ভালো ছিলেন। কিন্তু প্রফেসর হিসেবে নয়। এবারে বিশ্বাসে মেলায় বস্তু। আপনি বিশ্বাস নাই করতে পারেন কিন্তু তাতে আমার ধারণা বদলাবে না। কারণ উহা হাড়ে হাড়ে টের পেয়েছি।

    --------------------------------------------------------------------------------

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.243.23Date:21Oct2011 -- 12:36AM

    কারো বিশ্বাস বদলানো আমার কাজ নয়। আমি ১৯৭৭এর আগে রিক্রুট হওয়া অন্তত: জনা ছয়েকের নাম দিতে পারি ( JUchem ) যাঁরা ক্লাস নিতে এলে আমরা পালাবার চেষ্টায় থাকতাম কেননা পড়ানোর কম্মটি তাঁরা কোন রকমে সারতেন। এঁদের মধ্যে একজন জীবনেও প্রথম ছাড়া দ্বিতীয় হননি আর ঈশান স্কলার ছিলেন। এই দলের অন্য একজন সিপিএমের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু তাঁর চাকরীটি ১৯৭৭-এর আগেই হয়েছিল।

    --------------------------------------------------------------------------------

    Name:SibuMail:Country:

    IPAddress:66.102.14.1Date:21Oct2011 -- 12:43AM

    একটা কোশ্নো। রাজনৈতিক দলের প্রাক্তন সদস্যরা কি মেম্বার হতে পারবে?

  • aka | 117.194.3.138 | ২১ অক্টোবর ২০১১ ২৩:৫০461553
  • এই সুযোগে বলে দিই। অন্তত বিটি রোড, কল্যাণী রোড যাতায়াতের অনুপোযুক্ত। মানে সেই রাস্তায় না চড়লে বোঝানো শক্ত যে কি অবস্থায় রয়েছে। দিদি এসেছে অনেকদিন তো হল। ই-গভর্নেন্স টেন্সো হয়ে গেছে শুনেছি। এবারে একটু রিয়েল জিনিষের দিকে নজর দিলে হত না।
  • pi | 128.231.22.133 | ২২ অক্টোবর ২০১১ ০০:০১461554
  • এ:, এখানে কীকরে এই টইয়ের পোস্টের পেস্ট পোস্ট করে ফেল্লাম!

    যাই হোক, শিক্ষার অর্ডিন্যান্স নিয়ে টই:

    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portl
    etId=8&porletPage=2&contentType=content&uri=content1319176340981

  • S | 236712.158.670112.95 | ২৭ আগস্ট ২০১৯ ০৭:৫৫461557
  • এটাও তুলে দিলাম। আরো আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন