এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ দ্বাদশ

    Ishan
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১০ | ১৪৪১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • fevi | 80.219.210.233 | ১৮ অক্টোবর ২০১১ ১২:১৫461391
  • বোতীন্দা মোটেই সাচ্চা তিনু নয়।
  • Bratin | 122.248.183.1 | ১৮ অক্টোবর ২০১১ ১২:২১461392
  • ডি : ক্লে:

    ১। আমার কমেন্ট টা আগেকার পোস্টের পরিপেক্ষিতে বলা নয়, জেনর‌্যাল কমেন্ট।

    ২। তৃণমুলী কিনা জানি না তবে আমি তীব্র বাম বিরোধী।
  • Bratin | 122.248.183.1 | ১৮ অক্টোবর ২০১১ ১২:২৬461394
  • কেন ফেবি, এই পাতায় আমার মতোন মমতা টা কে নিয়ে এত কথা আর কে বলেছে হে? :-))
  • fevi | 80.219.210.233 | ১৮ অক্টোবর ২০১১ ১২:২৬461393
  • ওটা "তীব্র সিপিএম বিরোধী" হবে না !
  • Bratin | 122.248.183.1 | ১৮ অক্টোবর ২০১১ ১২:২৮461395
  • রাইট সিপি এম হবে। ধন্যবাদ। :-))
  • Bratin | 122.248.183.1 | ১৮ অক্টোবর ২০১১ ১২:২৯461396
  • ফেবি, তুমি শিবু দা কে অনেক কিছু রেঁধে খাইয়েছিলে শুনলাম।
  • kc | 194.126.37.78 | ১৮ অক্টোবর ২০১১ ১২:৩৭461397
  • ক্ষিন্তু শিবুদা, ফেভি, বোধি, আমি, এরা সব্বাই কিন্তু পোবোল সিপিএম। :-)
  • Bratin | 122.248.183.1 | ১৮ অক্টোবর ২০১১ ১২:৪০461398
  • তাতে কি হয়েছে অ্যাঁ?? আমি কি ফেভি কে রেঁধে খাওয়াতে বলেছি? :-))

    আর শিবু দা,বোধি,kc সবাই কেই আমার খুব ভালো লাগে। তো??
  • fevi | 80.219.210.233 | ১৮ অক্টোবর ২০১১ ১২:৪৩461399
  • ক¾ট্রাডিক্‌শন। ক¾ট্রাডিক্‌শন।
  • PT | 203.110.247.221 | ১৮ অক্টোবর ২০১১ ১৩:৫২461401
  • ড্যামেজ ক®¾ট্রালের সুতোটা ধরে বোঝার চেষ্টা করছি যে নতুন কোন রাস্তার হদিস পাচ্ছি কিনা, কিন্তু:

    ১/ ""ক্ষমতায় আসার ২৪ ঘন্টার মধ্যে"" প্রকাশিতব্য টাটার চুক্তি প্রকাশের অপেক্ষায় রয়েছি এখনো।

    ২/ সিঙ্গুরের জমিতে মাত্র ৪০ একরের ""অনিচ্ছুক"" মালিককে খুঁজে পাওয়া গেছে। মামলা কতদিন আর কতগুলো চলবে কে জানে - আর ইতিমধ্যে ওখানকার চাষীদের কি হবে কেউ বলছে না।

    ৩/ রাজারহাট/নিউটাউনের জমি নিয়ে বিপ্লবের বিশেষ কোন গন্ধ নেই। বাম আমলে অধিগ্রিহীত জমির বিতরণ পুরোদমেই চলছে। মিটিং-এ প্রদর্শিত সেই ""চুরিচাপাটির"" ফাইলগুলো কোথায় গেল কে জানে।

    ৪/ আজাদের মৃত্যুর তদন্তের ব্যাপারে সবাই চুপ সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে প: বঙ্গের কোন মাওবাদীর মৃত্যুর তদন্ত নিয়ে আপাতত: কোন কথা হবে না।

    ৫/ বন্দিমুক্তি বিশ-বাঁও জলের তলায়।

    ৬/ তেলেঙ্গনা রাজ্য হলে দার্জিলিং কি হবে কে জানে। না হলেও ডুয়ার্স-তরাই দার্জিলিংএর অংশ করতে গেলে কি হবে কে জানে।

    ৬/যৌথবাহিনী প্রত্যাহার করার প্রতিজ্ঞাটা যে ব্যাপক ছেলেমানুষীর কাজ হয়েছিল সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্চে।

    ৭/ জঙ্গলমহল নিয়ে যা যা শুনেছি গত কয়েক মাসে সবই বুদ্ধবাবুর মুখেই শুনেছিলাম। তবে নতুন এই যে দিদি জ্যামার লাগানো গাড়িতে চড়ে জঙ্গলমহল জয় করতে গিয়েছিলেন আর ""হার্মাদ"" বাহিনীর জায়গায় এসেছে ""ভৈরব"" বাহিনী। (ভৈরব বাহিনীর কথা ভারভারা রাও-ও বললেন দেখলাম)।

    ৮/রোজ কেউ না কেউ হয় মাণিকতলা নয় গড়িয়াহাটের পাইকারি বাজারে গিয়ে দাম ""নোট"" করে রাখছেন আর ফড়েদের ধমকাচ্ছেন টিভির মাধ্যমে। সবজি কিন্তু সেই ৩০-৪০ টাকা কিলোর দরেই বিকোচ্ছে।

    ৯/ পবন রুইয়ার সঙ্গে দোস্তি ঠিক আগের মত নেই। পবন তার ট্যাঁকের কড়ি গুণবে-ডানলপ নিয়ে দিদি যাই বলুন না কেন। আর সেই বসুমতি-কত অশ্রুপাত বাংলার গৌরব নিয়ে- সেটি খোলার কথা কেউ শুনতে পাচ্ছেন?

    অতএব ভোটের প্রতিজ্ঞা রাখতেই কত সময় লাগবে কে জানে। আর আদৌ সে সব প্রতিজ্ঞা রাখা যাবে কিনা তাতেই বা কি আসে যায়। কাজেই কোন কোন ড্যামেজ ক®¾ট্রালের রাস্তায় দিদি হাঁটছেন সে সব বিশেষ পরিষ্কার হচ্ছেনা - যতই তারানন্দ ""পাহাড় জয়"", ""জঙ্গল জয়"" করে খবর বানাক না কেন।

    ইতিমধ্যে ""দিদির ডায়েরি"" নামক রোজনামচা বন্ধ হয়েছে - বোঝা যাচ্ছে যে পাঁচ মাসেই ঐ নামে দেওয়ার মত খবর বিশেষ নেই। আমরা তো জানতামই এত তাড়াতাড়ি কিছু করা যায় না। কিন্তু তিনিই তো ""সটাসট", ""ফটাফট"" সব করে দেখানোর স্বপ্ন দেখিয়েছিলেন। সেই সব বাক্যবিন্যাসও বন্ধ হয়েছে। অতএব এখন সোনার বাংলার অপেক্ষাতে থাকা ছাড়া কোন উপায় নেই-তা সে ৫, ৭ কিংবা আরও ৩৪ বছরই লাগুক না কেন।
  • Bratin | 122.248.183.1 | ১৮ অক্টোবর ২০১১ ১৪:০৩461402
  • PT দা, লিখুন লিখুন লিস্ট আরো বড় হোক!! :-))

    কিন্তু পরের সুযোগ সেই ২০১৬ তে। ততো দিন কিছু একটা করতে হবে তো। চালিয়ে যান। :-))
  • PT | 203.110.247.221 | ১৮ অক্টোবর ২০১১ ১৪:০৬461403
  • *৬-এর পরে ৭-আসে। অতএব সব মিলিয়ে ১০-টি পয়েন আছে।
  • PT | 203.110.247.221 | ১৮ অক্টোবর ২০১১ ১৪:১৪461404
  • সুযোগ আর কোনদিন নাও-ও আসতে পারে। কিন্তু তার জন্য তো প্রশ্ন করা আর উত্তর খোঁজা থেমে থাকবে না।
  • Bratin | 122.248.183.1 | ১৮ অক্টোবর ২০১১ ১৪:২৩461405
  • সেও বটে!! :-)
  • prateek | 180.151.34.130 | ১৮ অক্টোবর ২০১১ ১৪:৪৪461406
  • পিটি-র পয়েন গুলো ভ্যালিড।
  • Sibu | 66.102.14.1 | ১৮ অক্টোবর ২০১১ ২৩:০৬461407
  • দেশে দেখে এলুম রোজ দশ ধন্টা করে পরিবর্তন, থুড়ি লোডশেডিং হচ্ছে।
  • maximin | 59.93.162.120 | ১৮ অক্টোবর ২০১১ ২৩:২০461408
  • তৃ প বু ভূ -- পুরোটা কি?
  • Bratin | 117.194.98.173 | ১৮ অক্টোবর ২০১১ ২৩:৩৩461409
  • জ্জিও মার্কেটে শিবু দা এসে গেছে। আর চিন্তা নেই। :-))))))))
  • Tim | 198.82.18.104 | ১৮ অক্টোবর ২০১১ ২৩:৪৪461410
  • না না এই তো সবে খসড়া পৌঁছলো। সব হবে, এত বড়ো একটা যুদ্ধজয় হলো, এত খাটুনি, এখন কটা দিন সবাই একটু হাত পা খেলাচ্ছে। নামের শেষে কংগ্রেস আছে বলেই ভাব্বেন না পঞ্চাশ বছর লাগবে। বছর চল্লিশের মধ্যে হয়ে যাওয়া উচিত। নাহলে, বুইতেই পাচ্ছেন, এতদিনের ব্যাকলগ, ওরা না, সমস্ত সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে। ধৈর্য্য রাখুন। আপাতত ট্রাফিক সিগনালে গান শুনুন, মলে যান। প্রশ্ন বা চিন্তা কর্বেন্না।
  • PT | 203.110.243.21 | ১৯ অক্টোবর ২০১১ ০০:০৫461412
  • বছর চল্লিশ বাদে দিদির বয়স হবে ৯৬। হিসেবটা মাথায় রাখবেন।
  • siki | 122.177.184.103 | ১৯ অক্টোবর ২০১১ ০০:১২461413
  • টইটা আবার বেঁচে উঠেছে দেখে ক্ষী যে খুশি হলাম বলবার নয়।
  • Tim | 198.82.18.104 | ১৯ অক্টোবর ২০১১ ০০:২২461414
  • না না দিদি তো অষ্টাশিতে রিটায়ার করে বাণপ্রস্থ নেবেন। তখন মদন মিত্র চিপ মিনিস্টার হবেন।
  • maximin | 59.93.162.120 | ১৯ অক্টোবর ২০১১ ০০:৩৩461415
  • তৃ প বু ভূ কিসের আব্রিভিয়েশন? তৃ ফর তৃণমূল, বু ফর বুদ্ধ?

    সে যাই হোক, তৃ-প-বু-ভূ (১০) শুরু হয়েছিল ১৭ জুন ২০১০। প্রথম পোস্ট ছিল 'পিটি কোথায়?' নেক্সট পোস্ট ছিল ১১র ইলেকশনের পর প্রশ্নটা হবে সিপিএম কোথায়?
  • maximin | 59.93.162.120 | ১৯ অক্টোবর ২০১১ ০০:৪৬461417
  • ১১ সালের জুনমাসের তৃতীয় সপ্তাহ থেকে নিয়ে চার মাস শুনশান।
  • Tim | 198.82.18.104 | ১৯ অক্টোবর ২০১১ ০০:৪৬461416
  • বু ভূ: বুদ্ধিজীবীদের ভূমিকা
  • maximin | 59.93.162.120 | ১৯ অক্টোবর ২০১১ ০০:৫১461418
  • টিমকে ধন্যবাদ। মোটকথা সব দায়দায়িত্ব বুদ্ধিজীবীদের।
  • maximin | 59.93.162.120 | ১৯ অক্টোবর ২০১১ ০১:০৪461419
  • তা কমিউনিস্টদের এইসব 'বু'দের ওপর এত ভয়ঙ্কর ভক্তি কেন? দুচারজন 'বু' যদি বিরুদ্ধে কথা বলেই বা, হৃদয়ে এত ব্যথা বাজে কেন?
  • Fevi | 80.219.210.233 | ১৯ অক্টোবর ২০১১ ০১:৩৯461420
  • কম্যুনিস্ট বলতে কি এখানে সিপিআইএম কে বোঝানো হছে?
  • SC | 150.212.9.65 | ১৯ অক্টোবর ২০১১ ০২:০৯461421
  • পিটির অনেকগুলো পয়েন্টই ঠিক। শুধু সিঙ্গুরের জমি নিয়ে মমতা অনেকখানি লড়েছেন।
    আইন আদালত মমতার কথায় চলেনা, যে কালই মামলার নিস্পত্তি হয়ে যাবে।
    দার্জিলিংঅও আপাতত মমতা ভালৈ সামলেছেন, ওটাতেও রাজনীতিবিদ মমতার কতটা পরিণত হয়েছেন, বোঝা যাচ্ছে।

    জঙ্গলমহলে হার্মাদরা ভৈরব হয়ে যাওয়াতে একেবারেই আশচর্য হইনি। ক্ষমতা তার নিজের রঙ চিনিয়ে দিচ্ছে। খুবই স্বাভাবিক।
    মাও-মমতা সম্পর্ক পুরোপুরি একটা রাজনৈতিক স্‌ট্‌র্‌যাটেজির সম্পর্ক ছিলো, যদ্দিন প্রয়োজন, তদ্দিন। এই নিয়ে কোনো সন্দেহের
    অবকাশ নেই। তাই মমতার আজাদের মৃত্যু নিয়ে তদন্ত, কিংবা যৌথবাহিনী প্রত্যাহার, এগুলো আমি ধর্তব্যের মধ্যেও আনিনা।

    মমতা বিরোধী নেত্রী বা জননেত্রী হিসেবে ভারতের সর্বশ্রেষ্ঠদের মধ্যে আসবেন। কিন্তু শাসক মমতা, বা এডমিনিস্ট্রেটর মমতা বড়জোর মাঝারি, বা খারাপ। শুধু বুদ্ধবাবুর মতো একেবারে অপদার্থ মুখ্যমন্ত্রীর পরে এসেছেন বলে তাও একটু ভালো দেখাচ্ছে।
    মমতাপন্থীদের অনেকেরই মমতাকে নিয়ে অনেক সমস্যা ছিলো আগে। শেষ কুড়ি বছর মমতাকে তারা মহাকরণের টিকিটও দেননি।
    কিন্তু আপাতত তাদের একটাই আশা। সিপিএমের থেকে একটু ভালো হবে তো? আপাতত সেই নিরিখে মমতা অনেকখানিই ঠিকঠাক। খুব বেশী বাজে ছড়াননি রাজ্য চালাতে গিয়ে (ঐ রবীন্দ্রনাথের জন্ম টন্ম নিয়ে কি বলেছিলেন, ঐগুলো রাজ্যশাসনের প্রশ্ন নয়। শেষ পাঁচ বছর যে মুখ্যমন্ত্রীকে দেখেছি, প্রতিটা কাজে কিছু না কিছু ছড়াতেন, তার সামনে মমতার মতো মাঝারি মানের শাসককে বেশ লাগছে। কিন্তু মমতাকে অনেক কিছু শিখতে হবে, ভালো মুখ্যমন্ত্রী হতে গেলে।
  • maximin | 59.93.162.120 | ১৯ অক্টোবর ২০১১ ০২:২২461423
  • হ্যাঁ কমিউনিস্ট বলতে সিপিআইএম এর সমর্থকদের বুঝিয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন