এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৩২৯৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 59.93.196.68 | ১২ আগস্ট ২০১০ ১১:২২462533
  • ১) উৎপলের অভিনয় নিয়ে মন্তব্য করা যাবে না। অধিকতর জনপ্রিয় এবং মনে রাখা ভূমিকাগুলির মধ্যে দুর্ভাগ্যজনকভাবে 'ভুবন সোম' সবার মনে আসে না। 'সাহেব'(প্রচুর পরিমাণে দর্শক-সহানুভূতি-আকর্ষণকারী উপাদানসমৃদ্ধ, উৎপল-ছাপের অভিনয়ের কোনো সুযোগ ছিলো না), একই কথা কিছুটা 'আগন্তুক'-এও কি খাটে না?

    যেগুলো জনপ্রিয় চরিত্র, তার প্রায় প্রত্যেকটাতেই "নিজের ম্যানারিজ্‌ম্‌ তৈরী করে কম্ফর্ট জোনে খেলা"

    অসাধারণ ব্যক্তিত্ব, পরিশীলিত, স্পষ্ট উচ্চারণ তো অবশ্যই ছিলো।
    কিন্তু সিনেমার আগে তো তাঁর নাটক নিয়েই কথা হচ্ছিলো। সেখানে অনেকের মনে হতে পারে এবং হয়ও যে তাঁর অধিকাংশ বহুল-জনপ্রিয় ও বহু-আলোচিত নাটকের বেশী বা সব কটিই ছিলো সিংহভাগ আঙ্গিক নির্ভর যতটা, ততটা অভিনয় নির্ভর নয়। বরঞ্চ "টিনের তলোয়ার" অনেক কম আঙ্গিক-নির্ভর ছিলো, কিন্তু কম লোকই তার কথা বলে বা বলেছেন। অজিতেশ বা শম্ভু মিত্রের নাটক অনেক অনেক বেশী অভিনয়-নির্ভর ছিলো, নাট্য উপাদান-নির্ভর ছিলো।

    চেখভ বা ব্রেখ্‌ট্‌, এঁদের বাংলায় নিয়ে আনা দিয়ে অজিতেশকে মাপাও ব্যক্তিগত। শম্ভু মিত্ররও মৌলিকত্ব হারিয়ে যাবে ইব্‌সনের 'ডল্‌স্‌ হাউস' থেকে 'পুতুল খেলা', বা রবীন্দ্রনাথের 'ডাকঘর', 'রক্তকরবী', ইত্যাদিতে।

    উৎপল কোথা থেকে নিতেন এখন সেই গবেষণা করলে ওই 'শেক্‌স্‌পীয়ারের সমাজ চেতনা' জাতীয় অনেক তথ্যই উঠে আসবে। সত্যজিতের শঙ্কু শুরুর পর বিদেশ থেকে কোন কোন বই ভারতে আসা বন্ধ হয়, তারই বা গবেষণা কে করবে আজ? সে কথায় লোকে কাদা ছোঁড়ার গপ্পো তৈরী করবে।

    ২) শম্ভু মিত্রের '৪২'এর অভিনয়ের কথা এলো না কেন জানি না।

    ৩) সত্যজিতের অভিনেতা বাছাই নি:সন্দেহে ভিন্ন হোতো অনেক সময়ই। কিন্তু অন্য কিছু তত্বের কিছু 'লিচ্চিত' নমুনা - রাসবিহারী সরকার ও ক্যাবারে নর্তকী শেফালী-কে নিয়ে গল্প যখন চরমে, বিশ্বরূপায় অভিনীত হচ্ছে 'সম্রাট ও সুন্দরী', তখন প্রতিদ্বন্দ্বীতে শেফালীর আবির্ভাব। ৭১-এর বাংলাদেশ-স্বাধীনতার পর পর 'অশনি সংকেত'-এ সেখানকার ববিতা।

    এঁরা বেঁচে থাকলে তৃ-প-বু-ভূ সিরিজে পকাবু না স্থিকাবু কোন দলে এঁদের টানা যাবে? তা নিয়ে আলোচনা-টানাটানি হবে না?
  • r.huto | 203.99.212.53 | ১২ আগস্ট ২০১০ ১১:২৭462534
  • হীরকের রাজা ভগবান- বাস্তবিক :)

    ডি: আমি উৎপল দত্ত'র অভিনয়ের অত্যন্ত অনুরাগী, তাঁর নাটক তো দেখিনি, প্রতিভাহীন চর্চাহীন ছারপোকা আমি, কিন্তু, গোলমালের উৎপল দত্তকেও আমি অতুলনীয় এবং খাপে খাপ কেউটে সাপ বলে মনে করি।

    তবে রবি ডিএল কেসটা একটু ঘাঁটা। আমি ধরুন গিয়ে, দুজনের কাছেই ছারপোকা। তো, রবিবাবু কে ঠিক বললে ডিএলবাবু কে ঢপ বলতে হয়, আবার ডিএল কে ঠিক বললে রবিবাবু কে বলতে হয় অশ্লীল- এতো মশাই ঢপের থেকেও খারাপ কথা। তো যাই কোথায়?
    এই প্রসংগে ত্রিপুরার কলেজের র‌্যাগিঙের শোনা গল্প মনে পড়লো।
    ফাস্টইয়ার বসে আছে, গর্জন, ঐ, বইয়া থাকবি না। দাঁড়ানোতে পুনর্গর্জন, হৈ, দাড়াইয়া থাকবি না।
    ফাস্টইয়ারের করুন প্রশ্ন, তৈলে কিতা কর্তাম?
    গর্জিত উত্তর, কিতাও কর্তে পার্তিনা।
    তো, ছার্পোকা বলে কি আমার কিতা করনের অধিকারও নেই? কিতা কর্তাম তবে?
  • PT | 203.110.247.221 | ১২ আগস্ট ২০১০ ১১:৩৫462535
  • ঊৎপলের নিজের কথায়:

    I was then a much disturbed person busy with USELESS English plays.... FRUITLESSLY exploring Shakespeare... and DEVASTATED by my distance from the people. I was filled with HATRED for the way I was brought up..... I considered myself a MORON for being moved by latin poetry and for being able to recite Virgil. I went about in quest of an IDENTITY.....I savoured the power of mass auidence (in IPTA) which alone can make theatre come alive.

    কার প্রেরণা কোথা থেকে আসে তা আমাদের মত অতিক্ষুদ্র মানুষেরা কি করে বুঝব?
  • PT | 203.110.247.221 | ১২ আগস্ট ২০১০ ১১:৪৩462536
  • .হুতো
    আপনার প্রশ্নের উত্তর সবটা জানা নেই। যদি না পড়ে থাকেন তাহলে ""নবীন রবি ও কালো মেঘের দল"" বইটি পড়ে নেবেন। দেখবেন যে কত সৃষ্টিক্ষমতাহীন ছারপোকা (ডি এল নন) নিজেদের বিখ্যাত করার জন্য দিনের পর দিন বিখ্যাত মানুষটিকে গালমন্দ করে গিয়েছেন।
  • r.huto | 203.99.212.53 | ১২ আগস্ট ২০১০ ১২:০১462537
  • সেটা, আমার ছর্পোকাত্বের গন্ডীর মধ্যে যদ্দুর সম্ভব আরকি, অল্পবিস্তর জানি।
    আমার প্রশ্ন অন্যতর।
    রবিবাবু আর ডিয়েলরায়ের ক্যাচাল চলছে, একজন ঠিক অন্যজন ভুল। দুজনেই প্রতিভাবান, আমি ছার্পোকা।
    কিন্তু তবু ঢপ বলা যাবেনা শুধু শ্রেণী আলাদা বলে? শ্রেণীহীন সমাজের স্বপ্ন, আজও, শুধুই কবির কল্পনায়?

    আর, সৃষ্টিক্ষমতাহীনদের নির্বিচারে ছারপোকাত্বে দাগিয়ে দিতে কিন্তু দাদুর আপত্তি ছিল। গানভঙ্গ না কি একটা পদ্য আছে, সেখানে উনি, ...অন্য জন গাবে মনে... এইসব লিখেছেন।
    অনেকসময় ছারপোকারা কিকরে যেন সমঝদার হয়ে যায়, আর যেটা হয় আরকি, পাড়ার মোড়ে রিক্সা ইউনিয়ন না থাকলে যেমন শণিঠাকুরের বাতাসা জোটেনা, সেরকমই এইসব ছারপোকারা না থাকলে কবি লেখকদের প্রতিভা ধুলো খেয়ে চানাচুর হয়ে যায়।
    আসলে এসব গভীর ষড়যন্ত্র।
  • Arpan | 216.52.215.232 | ১২ আগস্ট ২০১০ ১২:১১462538
  • সত্যজিতের শঙ্কুর কেসটা কী? অধমকে কিঞ্চিৎ আলো প্রদর্শন করা হউক!
  • PT | 203.110.243.22 | ১২ আগস্ট ২০১০ ১২:২৬462539
  • জীবনানন্দের জীবৎকালে তাঁর কবিতা বিশেষ কেউ পড়তও না বুঝতও না। তিনি এইসব ছারপোকাদের কথা ভেবে কবিতা লিখেছিলেন এমনত শুনিনি। সত্যজিতের কাঞ্চনজঙ্ঘাই বা ছারপোকাদের কাছ থেকে ক'পয়সা রোজগার করেছিল?
  • | 59.93.196.68 | ১২ আগস্ট ২০১০ ১২:৩৭462540
  • আপনার মত অধমের বাসনা অবশ্যই রক্ষিত করিবার আন্তরিক প্রচেষ্টা এই অধমও করিবে। এতদ্‌প্রসঙ্গ সময়ান্তরে ব্যক্ত করিব। সংশয়, কিঞ্চিৎ আলো প্রদর্শন করিলে চোনা-জ্ঞানে সকল উত্তম, মধ্যম (অথবা অধুনা ঝিঁঝিঁপোকা খ্যাত 'মধ্যমা') দানে উদ্‌গ্রীব হইলে সম্মুখে অথবা পশ্চাতে থাকিয়া রক্ষা করিবেন।

    এখন অন্য কথা-
    ১১ই আগস্ট দিল্লিতে অল ইণ্ডিয়া লেফ্‌ট্‌ কনভেনশনে সি পি আই এম এল(লিবারেশন)এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য্য বলেছেন, মাওবাদীরা যেভাবে তৃণমূলের সাথে গা ঘেঁষাঘেঁষি করছে তাতে তাদের ভবিষ্যতে কড়া মূল্য চোকাতে হবে। " কংগ্রেসের পুরোনো রণকৌশলই হোল মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় তাদের সাহায্য নেওয়া। ২০০৪ অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে মাওবাদীদের প্রকাশ্য সমর্থনে ক্ষমতায় আসেন রাজশেখর রেড্ডি। তার পর শুরু হয় দমন অভিযান। কার্যত: অন্ধ্র থেকে মুছে যায় মাওবাদীরা। বিহার ও ঝাড়খণ্ডেও এই প্রবণতা রয়েছে।"
  • | 59.93.196.68 | ১২ আগস্ট ২০১০ ১২:৪২462541
  • আগের বক্তব্যের প্রথম অনুচ্ছেদ অর্পণ নামক স্বঘোষিত অধমকে উদ্দেশ্য করে লেখা।

    স্বগতোক্তি - এতবার 'ছারপোকা' শব্দ লিখলে হয় পাতা সুগন্ধময় হয়ে উঠবে, শিবরাম বেঁচে উঠবেন, নয়ত মো বা সমর্থকরা ক্ষেপে উঠবে।

    হায় সজনীকান্ত ...., হায় 'শনিবারের চিঠি'

    ....টিক্‌ ২০ এখন পাওয়া যায় কি?
  • r.huto | 203.99.212.53 | ১২ আগস্ট ২০১০ ১২:৪৬462543
  • রবিবাবুর স্কুলের সজনীকান্ত দাস জীবনবাবুকে অনেক গালমন্দ করেছেন (রোগশয্যায় সাহায্যও করেছেন, সে অন্যকথা)। তিনি ছারপোকা না প্রতিভাবান? জীবনবাবুর দু:খও ছিল ছারপোকাদের উপেক্ষায়। ভবিষ্যতে ছরপোকারা তাঁকে উপযুক্ত আসন দিয়েছে। সত্যজিৎও যদ্দুর জানি ছরপোকা তথা মাসকে উপেক্ষা করে শিল্পসৃষ্টির পক্ষপাতী ছিলেননা।
    ব্যতিক্রম অবশ্যই আছেন। ছিলেন। তাঁরা ব্যতিক্রম।
  • PT | 203.110.247.221 | ১২ আগস্ট ২০১০ ১৩:১৫462544
  • সত্যজিৎ রায়ের শিল্পী বাছাইয়ে সব বাদ দিয়ে শুধু শেফালি আর ববিতার নাম উঠল কেন কে জানে! চুণীবালা, সৌমিত্র, তপেন, অজিত, তুলসীর মত অনামা মুখ থেকে শুরু করে ছবি, উৎপল, উত্তম, সঞ্জীব, মাধবী, সন্ধ্যা হয়ে সন্তোষ, শমিত, রঞ্জিত, রবি প্রায় সবাইকে নিয়েই তো কাজ করেছেন। সব ঠিকঠাক চললে সুচিত্রাকে নিয়েও ছবি তৈরি করতেন।
  • Samik | 121.242.177.19 | ১২ আগস্ট ২০১০ ১৩:৫৪462545
  • খিক্‌!!

    (না না, হাসি নি তো!)
  • kc | 194.126.37.76 | ১২ আগস্ট ২০১০ ১৪:০৩462546
  • ফাঁকাবাবুর বাক্যবিন্যাস গুচ'র এক পুরোনো আত্মার মতন। স্মাইলি দিলাম না।
  • lcm | 69.236.174.238 | ১২ আগস্ট ২০১০ ১৪:১৫462547
  • যাক্‌, অলোচনাটা শেষমেষ পোকা-য় এসে গেছে।
    জীবনানন্দ কাদের কথা ভেবে কবিতা লিখতেন, সত্যজিৎ কাদের জন্য সিনেমা বানাতেন, উৎপল দত্ত কাদের জন্য নাটক নামাতেন, বংকিমচন্দ্র কাদের জন্য উপন্যাস লিখতেন - - কার জন্য? পোকাদের জন্য? কি পোকা? ছাড়পোকা? গুবড়ে?
  • Samik | 121.242.177.19 | ১২ আগস্ট ২০১০ ১৪:২৫462548
  • হুঁ, এটা জানা জরুরি। তাইলেই বুঝতে পারব আমি কী পোকা। জীবনানন্দ আমার জন্য কবিতা লেখেন নি ফর শিওর। কিন্তু সত্যজিৎ আমার জন্য সিনেমা বানিয়ে থাকতেও পারেন।
  • Souva | 122.248.183.1 | ১২ আগস্ট ২০১০ ১৪:৩৪462550
  • শঙ্কুর কেসটা কী? সায়েন্স ফিকশন নিয়ে আমার কিঞ্চিদধিক আগ্রহ আছে, সেই জন্যেই জানতে চাইছি। কারণ এর আগে কোথাও এ নিয়ে কোনো কথা/আলোচনা শুনিনি (কিন্তু উৎপল দত্ত ও নকশাল, দাদু বনাম ডি এল, জীবনানন্দ বনাম শনিবারের চিঠি, ফেলুদা বনাম মগনলাল বহুচর্চিত)।
  • r.huto | 203.99.212.53 | ১২ আগস্ট ২০১০ ১৪:৩৪462549
  • আমি ছারপোকা। এ জগতে কেউ আমার জন্যে কিচ্ছুটি করেননি। চির উপেক্ষিত, কি কাব্যে, কি সাহিত্যে, কি সিল্পে।
    কিন্তু আমি তবু সবাইকেই একটু একটু কামড়ে কামড়ে দেখি।
  • jkl | 59.161.188.201 | ১২ আগস্ট ২০১০ ১৪:৩৮462551
  • কাফ্‌কার পোকা কাদের জন্য?
  • Arpan | 204.138.240.254 | ১২ আগস্ট ২০১০ ১৪:৪২462552
  • শীর্ষেন্দু?
  • Samik | 121.242.177.19 | ১২ আগস্ট ২০১০ ১৪:৫০462554
  • শঙ্কুর উল্লেখটা কোন পোস্টে আছে? আমি তো কিছু খুঁজে পেলাম না!!
  • Souva | 122.248.183.1 | ১২ আগস্ট ২০১০ ১৫:০০462555
  • নামহীন জনৈকের (IP Address : 59.93.196.68 Date:12 Aug 2010 -- 11:22 AM) করা পোস্ট দ্যাখো।
  • Souva | 122.248.183.1 | ১২ আগস্ট ২০১০ ১৫:১৬462556
  • শঙ্কু যদ্দুর জানি, কনান ডয়েলের প্রোফেসর চ্যালেঞ্জারের অনুকরণে/অনুপ্রেরণায় সৃষ্ট। সে কথা সত্যজিৎ নিজেও বলেছেন ও লিখেছেন। বস্তুত, সুকুমার রায়ের হেঁশোরাম হুঁশিয়ার ডয়েলের "লস্ট ওয়ার্ল্ড'-এর আরো প্রত্যক্ষ ও মোক্ষম স্পুফ (এমন কি তার মধ্যে বিজ্ঞান ও অগ্রগতির পাশ্চাত্য ছকটিকে ব্যঙ্গ করার বা অস্বীকার করার প্রবণতাও কেউ কেউ খুঁজে পেতেই পারেন। :-) )। শঙ্কুর ব্যোমযাত্রীর ডায়েরি পর্যায়ে যে অদ্ভুতরসের আধিক্য, সেটা বরং পরের দিকে কমেছে, এবং শঙ্কু অনেক বেশি পরিশীলিত আর সিরিয়াস হয়ে উঠেছে। ফলে প্রোফেসর চ্যালেঞ্জারের সঙ্গে সাদৃশ্য ধীরে ধীরে কমেছে। যেখানে এই দুজনের মিল শেষ অবধি বিদ্যমান, সেটা হল বিজ্ঞানের সঙ্গে অলৌকিক বা অকাল্টের সংমিশ্রণ। ডয়েল নিজে তো শেষের দিকে থিওসফি নিয়ে প্রচুর মেতে উঠেছিলেন। সত্যজিতেরও প্যারানর্মাল ঘটনা নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল, অদ্রীশ বর্ধনের কাছে শুনেছি।
  • de | 203.199.33.2 | ১২ আগস্ট ২০১০ ১৫:১৭462557
  • শঙ্কুর কেসটা কি আমিও জানতে চাই --

    গুরুপোকাদের দাবী -- এ রহস্য উদ্‌ঘাটিত হোক!
  • Souva | 122.248.183.1 | ১২ আগস্ট ২০১০ ১৫:১৯462558
  • কিন্তু শঙ্কু বেরোতে শুরু করার পর ভারতে প্রোফেসর চ্যালেঞ্জারের বই-পত্তর আসা বন্ধ হয়ে যায়, এমন কথা তো শুনি নাই! এ কি সত্য? এ কি মায়া?
  • de | 203.199.33.2 | ১২ আগস্ট ২০১০ ১৫:২১462559
  • বিনা নামে খুব বিখ্যাত জনেরাই লিখে থাকেন, ফাঁকাবাবুও তাই হবেন বোধ করি, খ্যাতির বিড়ম্বনা!
  • Samik | 121.242.177.19 | ১২ আগস্ট ২০১০ ১৫:২৫462560
  • ফাঁকাবাবুর লেখনী খুবই সুপরিচিত স্টাইলের, পুরনো একজনকার কথা মনে করিয়ে দেয়। তবে শঙ্কুর কেসটা আমারো জানা ছিল না। অথচ আমি শঙ্কু কুইজে ইস্কুলে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম!!
  • r.huto | 203.99.212.54 | ১২ আগস্ট ২০১০ ১৫:৪৭462561
  • এখানে একটা গভীর গন্ডগোল আছে।

    ধরুন, ক প্রতিভাবান। খ ও প্রতিভাবান। গ ম্যাঙ্গো।

    ক মহান সাহিত্য লিখলেন, খ বললেন ঢপ।
    খ মহান সাহিত্য লিখলেন, ক বললেন ঢপ।

    গ বললো ক মহান, খ ঢপ।

    তাহলে, ক এবং খ পরস্পরের রেস্পেক্টে ঢপ না পোতিভাবান?
    আবার, গ, কয়ের রেস্পেক্টে আর্শোলা, আর খয়ের রেস্পেক্টে ছারপোকা?

    আরো টুইস্ট থাকতে পারে। ধ্রা যাক, গ খয়ের পুরনো ব্যথা, তো খ হয়তো গ'র জন্যেই লিখেছিলেন। তাহলে খয়ের রেস্পেক্টে গ আর্শোলা না ছার্পোকা?

    (আর্শোলার মান ধ্রুবক নয়)

    মাথাটা আউলায়ে গেল। কিতা কর্তাম?

    ছার্পোকার প্রতিভাহীনতা, তার আর্থসামাজিক অবস্থান ও রাজনৈতিক গুরুত্ব সম্পর্কে একটা উত্তরাধুনিক প্রবন্ধ কেউ লিখতে পারেননা?
  • aka | 24.42.203.194 | ১২ আগস্ট ২০১০ ১৬:৩৯462562
  • পোকার কথাই যখন উঠল তখন বলেই যাই, কোনরকম শ্রেণী বিন্যাস হলে আমাকে যেন আরশোলাদের দলেই ফেলা হয়। রেইড, পেস্ট ক®¾ট্রাল কোন কিছুতেই কিছু হয় না। শুনেছি অ্যাটম বোমেও নিস্তার নেই। শ্রেণী হো তো অ্যায়সা।
  • Souva | 122.177.197.19 | ১২ আগস্ট ২০১০ ১৮:৩৮462563
  • সম্প্রতি কোহায় জ্যানো পঋঅলাম যে মাছি-ই না কি সব থেকে বেশি রেডিয়েশন সহ্য করতে পারে।
  • ranjan roy | 122.168.223.22 | ১২ আগস্ট ২০১০ ২৩:৩৯462565
  • পিটি,
    ওই মুম্বাই গিয়ে আর্মস ডিলের গপ্পো? উৎপল লিখেছেন? অনেক বড় ঢপ। উনি যখন গ্রেফতার হন-১৯৬৮, তখন সিপিআই এম- এল জন্মায় নি। সেটা হল ১৯৬৯ এর মে দিবসে, মনুমেন্ট ময়দানে কানু সান্যালের ঘোষণায়। অভিষেক হল পাশেই ব্রিগ্রেডে সিপিএম এর বিশাল মিটিং থেকে আসা ক্যডারদের সঙ্গে ব্যাপক ক্যালাকেলিতে।
    অর্থাৎ, ১৯৬৮তে নকশালদের কোন কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। উৎপল নিজে সূর্য সেন নামক একটি খুব ছোট গোষ্ঠীর সদস্য ছিলেন। কে পাঠাবে আর্মস্‌ ডিল করতে?চারুবাবু আদৌ উৎপলকে পছন্দ করতেন না। প্রেসিডেন্সীর অসীমরা মাত্র গোপীবল্লভপুরে চাষীদের মধ্যে কাজ শুরু করেছেন। আর চারুবাবু আদৌ উন্নত অস্ত্রকেনা বা সংগ্রহে বিশ্বাস করতেন না। ওনার বক্তব্য ছিল তীব্র শ্রেণীঘৃণা থাকলে প্রথাগত দা-কাটারি-বল্লম দিয়েই জোতদার-ভাড়াটেগুন্ডা- পুলিশের মোকাবেলা করা যায়। পরে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়েই নকশালদের গেরিলা বাহিনী তৈরি হবে।
    এটা আর একটি নাটুকে গপ্পো।
    ডিডি ও কল্লোল কি বলেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন