এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৩২৯৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.168.223.22 | ১২ আগস্ট ২০১০ ২৩:৫৩462566
  • আর মুচলেকা? সব সময় লিখে দিতে হয় না। প্রপার চ্যানেলে কথা বলাই যথেষ্ট।
    আমার অতি প্রিয় আত্মীয় ৭০ এ গ্রেফতার হয়েছিলেন, পিডি অ্যাক্টে। ওনার স্ত্রী নিরুপম সোম ও দীপক রুদ্র ( পুলিশ সুপার ও ডি এম) কে বলেছিলেন যে আমার স্বামী স্বাভাবিক জীবনে ফিরতে চায়, ছাড়া পেলে আর---।
    ওঁরা বলেছিলেন--- স্বাভাবিক জীবনে কে না ফিরতে চায়? আমরাও চাই। কিন্তু চাইলেই কি ফেরা যায়, ম্যাডম?
    তবু কথাবার্তা চলতে থাকে, শেষে ওনার ইন্টার্ভিউ নেয়া হয়। তারপর একদিন ছাড়া পান।
    উৎপলের ক্ষেত্রে শুনেছি শোভা সেন নেগোশিয়েট করিয়েছিলেন। ছাড়া পাওয়ার পর উনি নাটক/ সিনেমা করেছেন, আগের মত সমসাময়িক রাজনৈতিক ঘটনা নিয়ে খোলা বক্তৃতা দেন নি, প্রবন্ধ লেখেন নি।
    দেশ পত্রিকায় ওনার নীলকন্ঠ নাটক আমার ভাল লেগেছে। আর নাটক নিয়ে চমৎকার সব প্রবন্ধ। এপিক থিয়েটার পত্রিকায় কুরোসাওয়ার সিনেমা নিয়ে প্রবন্ধ। সত্তরে করলেন লেনিনের ডাক, অত্যন্ত মঞ্চসফল। খালিস্তানী একটা কথা সঠিক লিখেছেন। ওনার নাটকের স্ক্রিপ্ট তৎকালীন রাজনৈতিক সময়ের ফসল। ফলে অত্যন্ত সফল। হাই প্রোডাক্‌শান ভ্যালু, কিন্তু আজকে অধিকাংশই কেমন ডেটেড্‌। ধরুন, সেই সময়ের পলিটিক্যাল থ্রিলার লেখা সৌরীন সেন। তখন হটকেকের মত বিক্রি। আখের স্বাদ নোনতা, ভিয়েৎনাম, আরও অনেক। আজ কেউ পড়ে? বা রোম্যান্স মেশানো ভ্রমণ কাহিনী--- সুবোধ চক্রবর্তীর রম্যাণী বীক্ষ্য?
  • kallol | 115.184.53.115 | ১৩ আগস্ট ২০১০ ০৭:৩৭462567
  • নাট্য ব্যক্তিত্ব, ব্রেখ্‌শ্‌ট ও শেক্সপিয়র বিশেষজ্ঞ, প্রাবন্ধিক হিসাবে উৎপল দত্ত খুবই উঁচু মানের। মানুষটা ও তার রাজনীতি, খুবই গোলমেলে।
  • PT | 203.110.247.221 | ১৩ আগস্ট ২০১০ ০৯:৫৯462568
  • যাক তাহলে মুচলেখা নিয়ে একপা এগোলাম বা পেছোলাম। বোঝা গেল যে সেই মুচলেখা স্বচক্ষে কেউ দেখেনি বা তার বয়ান কি ছিল তা কেউ পরিষ্কার করে জানে না। খবরটা বোধহয় বামেদের ""পরম বন্ধু"" কোন সংবাদপত্র ছাপায়। তারপরে দেশব্রতী -- ""উৎপল দত্তের বিশ্বাসঘাতকতা"" নিয়ে কিছু লেখে।

    জেল থেকে ছড়ানোর ব্যাপারে আমি একটু অন্য কথা জনি। দ্য গুরুর পেছনে অনেক টাকা আটকে যাওয়াতে মার্চেন্ট -আইভরি সত্যজিৎ রায়ের সঙ্গে যোগাযোগ করে। সত্যজিৎ ইন্দিরা গান্ধীর সঙ্গে যোগাযোগ করে উৎপলকে ছাড়ানোর ব্যবস্থা করেন।

    আরো একটি কথা। ছাড়া পাওয়র পরে উৎপল প্রবন্ধ লেখেন নি এটাও বোধহয় ঠিক নয়। সমর সেনের আমলের ফ্রন্টিয়ার পত্রিকাতে এর পরেও তিনি রফিকুল ইসলাম ছদ্মনামে প্রবন্ধ লিখেছেন।
  • bb | 115.113.115.130 | ১৩ আগস্ট ২০১০ ১০:৩৪462569
  • কি অদ্ভুত ব্যাপার, কত সহজে এঁরা লিখে দিচ্ছেন এক মৃত মানুষের রাজনীতি ছিল অদ্ভুত (তিনি তো আর এখন defend করতে পারবেন না)। আর কে লিখছেন? না প্রাক্তণ নকশাল আর এখন তৃনমুলের সমর্থক!! আহা কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
    আমি বদলালে দোষ নেই, কিন্তু অন্য হলেই সেটা দোষের।
  • kallol | 124.124.93.205 | ১৩ আগস্ট ২০১০ ১০:৩৫462570
  • মুচলেকা ব্যাপারটা কি সেটা পরিস্কার না হলে এই ধন্দ থেকেই যাবে।
    ৬০ দশকের এর প্রথম থেকেই যখন বাম আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে তখন পুলিশ থেকে এই মুচলেকা কৌশল চালু হয়। এটা মূলত এসবি ডিপার্টমেন্টের অবদান। মুচলেকা মানে কিছু লিখিয়ে নেওয়া এমনটা সবসময় সত্যি নয়। লিখিয়ে নেওয়া হলেও এর কোন আইনী ভিত্তি নেই।
    সাধারনত: সংশ্লিষ্ট রাজনৈতিক বন্দীর বাড়ির লোককে টোপ দেওয়া হতো - মুচলেকা দিন, ছেড়ে দেবো। তাতে বাড়ির লোকেদের আবেগী চাপে কেউ কেউ রাজি হয়ে
    যেতেন। ইন্টারভিউ হতো। একজন ম্যাজিস্ট্রেট, একজন পুলিশ অফিসার ও জেলার কি সুপার থাকতেন। তাদের সামনে ভবিষ্যতে কোন রকম রাজনীতি না করার কথা দিতে হতো। তারপর ঐ ধরনের একটা বয়ানে সই করানো হতো। এটা সেই সময়কার আবেগ থরো থরো বিপ্লবীদের কাছে, "বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা', 'রাষ্ট্রের কাছে নতজানু হওয়া'। ফলে যে মানুষটি এটা মেনে নিলেন তিনি মানসিকভাবে বিদ্ধস্ত হয়ে পড়তেন। উল্টোদিকে পুলিশ নিজেই এটা তার জেলের সাথীদের কাছে সুকৌশলে ফাঁস করে দিতো যে সে 'মুচলেকা' দিয়েছে। এই খবর বাইরে পৌঁছে যেতো অনায়সে। ফলে সেই মানুষটি তার বন্ধুদের কাছেও ঘৃণিত হয়ে যেতেন। এই চাপ সহ্য করতে না পেরে এরা অনেকেই মানসিক রোগী হয়ে গেছেন, কেউ কেউ আত্মহত্যাও করেছেন।

    সত্যজিত-আইভরি মার্চেন্ট-ইন্দিরা এসব হয়তো সত্যি। কিন্তু তাতে মুচলেকার ঘটনা মিথ্যে হয়ে যায় না।

    উৎপল দত্ত কোথাও এটার প্রতিবাদও করেন নি।

  • Raj | 202.79.203.59 | ১৩ আগস্ট ২০১০ ১১:০৪462572
  • বিবিকে বড় করে ডিটো
  • kallol | 124.124.93.205 | ১৩ আগস্ট ২০১০ ১১:০৪462571
  • মৃত মানুষটি যখন জীবিত ছিলেন তখনই এই ব্যাপারটি ব্যাপক প্রচার পায় সিপিএম-সিপিআই-নকশাল মহলে। উৎপল বাবু সেটা জানতেনও। তার কাছে বহু জন বহুবার এই নিয়ে জানতেও চেয়েছেন (রঞ্জনের কিছুকাল আগের পোস্ট দ্রষ্টব্য)। কিন্তু উৎপল বাবু কোন দিন এটা নিয়ে খোলসা হন নি। বরং এই প্রশ্নে ওনার অস্বস্তি ছিলো প্রকট।
    কাজেই এমন নয় যে উনি মারা যাবার পরই এটা নিয়ে কথা উঠেছে। আর জবাব? সেটা দেবার অনেক সময় ওর ছিলো - দেন নি।
  • r.huto | 203.99.212.54 | ১৩ আগস্ট ২০১০ ১১:১১462573
  • জেনারেল ডায়ারের সমালোচনা কে করছে? না, কেলে কুষ্টি নেটিভ ইন্ডিয়ান। বেচারা মৃত, চাট্টি পিতিবাদও করতে পারবেননা। আহা।

    ডি:
    জেনারেল ডায়ার ও উৎপল দত্ত কে আমি একাসনে বসাচ্ছিনা, আমি উৎপল দত্ত'র অভিনয় প্রতিভার অনুরাগী।
    কিন্তু এই আবেগ থরোথরো যুক্তি বড় ফিউটাইল লাগলো, তাই bbর পোস্টের পরিপ্রেক্ষিতে লিখলাম।
  • pinaki | 67.210.179.5 | ১৩ আগস্ট ২০১০ ১১:১৬462574
  • অ, মারা যাওয়ার পর কমিউনিস্টরা মূল্যায়ন করে না বুঝি? আর কেউ মারা গেছে বলে তার কোনো ভুল নিয়ে আলোচনা করা যাবে না? কারণ সে ডিফেন্ড করতে পারবে না? এটা কি সিরিয়াস যুক্তি দেওয়া হল? নাকি নকশালদের সেন্টু দিয়ে এট্টু পয়েন বাড়ানো হল? ;-)
  • pinaki | 67.210.179.5 | ১৩ আগস্ট ২০১০ ১১:১৭462576
  • সরি, হুতো লিখে দেছে।

    গ্রেট মেন, ইত্যাদি।
  • PT | 203.110.247.221 | ১৩ আগস্ট ২০১০ ১১:২৬462578
  • সমস্যা আসলে অন্য জায়গাতে। গুচ-র ট্র্যাডিশন অনুযায়ী যাহাই সিপিএমের সঙ্গে সম্পর্কিত তাহারই নাড়িভুঁড়ি টেনে বার করা হবে।

    কিছুদিন আগে লিখেছিলাম কোন একটা টইয়তে যে আজিজুলের দাবি অনুসারে শম্ভু মিত্র নাকি একমাত্র বাঙালী বুদ্ধিজিবী যিনি জরুরী অবস্থাকে সমর্থন করেছিলেন। সাথে সাথে একজন ঝাঁপিয়ে পড়ে বলেছিলেন যে কোন প্রমাণ নেই। তাঁরাই কেমন বিনা প্রমাণের মুচলেখার ভিত্তিতে উৎপলের আদর্শচ্যুতি নিয়ে দীর্ঘ আলোচনা চালিয়ে যাচ্ছেন!!
  • Raj | 202.79.203.59 | ১৩ আগস্ট ২০১০ ১১:২৬462577
  • "আমি বদলালে দোষ নেই , কিন্তু অন্য হলেই সেটা দোষের"

    এটার জবাবে কি সেন্টু দেবেন কমরেড ?

    বিবিকে - মধ্যমেধা থিঙ্ক অ্যালাইক ;-)
  • bb | 115.113.115.130 | ১৩ আগস্ট ২০১০ ১১:২৯462579
  • আমার মনে হয় এটা ইচ্ছে করে গুলিয়ে দেওয়া। পুরো ব্যাপারটাই পরিপ্রেক্ষিত, সেই সময়ে সেই পরিপ্রেক্ষিতে এক ব্যক্তি একটি ডিশিসান নিয়েছিলেন যা তার একান্তই ব্যক্তিগত, তাতে অন্যলোকের কোন ক্ষতি হয়নি। তার সঙ্গে জেনারল ডায়ারের তুলনা হচ্ছে ইচ্ছা করে গুলিয়ে দেওয়া।
    রাজনীতি আমি বুঝিনা বলে, রাজনৈতিক বক্তব্য রাখা আর গুলিয়ে দেবার চেষ্টার বিরুদ্ধে এই লেখা। অন্তত: এই ব্যাপারে কল্লোল আর ranjan সৎ, তাদের স্পষ্ট রাজনৈতিক অবস্থানের জন্য।
  • pinaki | 67.210.179.5 | ১৩ আগস্ট ২০১০ ১১:৩১462580
  • কম: রাজদীপ স্যার, তাইলে মানতাছেন মৃত কি জীবিত হেইডা ইস্যু নয়। আপাতত: সেইটুক মানলেই চলব। ;-)
  • pinaki | 67.210.179.5 | ১৩ আগস্ট ২০১০ ১১:৩৫462581
  • প্রসঙ্গত:, উ দ নিয়ে আমার নিজের কোনো বক্তব্যই নাই। কারণ এখানে যা পড়লাম তার কণামাত্র ফান্ডাও আমার ছিল না।
  • r.huto | 203.99.212.54 | ১৩ আগস্ট ২০১০ ১১:৪১462582
  • bbলিখেছেন '...জেনারেল ডায়ারের সঙ্গে তুলনা...'
    আমি লিখেছি '...জেনারেল ডায়ার ও উৎপল দত্ত কে আমি একাসনে বসাচ্ছিনা...'

    আমি এক জীবিত অসৎ ছারপোকা, আমার কন্ঠ সমাজের কানে পৌছয়না।
  • Raj | 202.79.203.59 | ১৩ আগস্ট ২০১০ ১১:৪২462583
  • মৃত ব্যক্তির মুল্যায়নে আমার কোনও আপত্তি নেই , কিন্তুক অধুনা ইয়েদলের সমর্থকরা সিপিয়েম থেকে নকশাল থেকে সিপিয়েম হওয়া উৎপল দত্তকে "গোলমেলে" রাজনৈতিক অবস্থান বলবেন সেটা শুনতে একটু ইয়েমত লাগে আর কি - এই যা

    আপনাদের দেখছি তো কোনও অসুবিদে নেই - ঠিকই আছে :-)
  • PT | 203.110.246.230 | ১৩ আগস্ট ২০১০ ১১:৪৫462584
  • আবার মনে করাই যে ""মুচলেখা"" দিয়ে ছাড়া পাওয়ার পরে উৎপল যে নাটকটি লিখেছিলেন তাতে ""বন্দুকের নলই ক্ষমতার উৎস"" জাতীয় তত্বের প্রচার ছিল। উৎপল যেহেতু রাজনীতিবিদ নন, তার নাটকই তাঁর পরিচয় তাহলে মেনে নিতে বাধা নেই যে ""আর সশস্ত্র সংগ্রামের কথা লিখিব না"" জাতীয় কোন মুচলেখা তিনি দেননি।
  • Raj | 202.79.203.59 | ১৩ আগস্ট ২০১০ ১১:৫১462585
  • আর পকাবু দর্শনের সঙ্গেও তো মিলছে না :-)

    উৎপলবাবুর যা কর্মকান্ড তা তো দেখছি পকাবু দর্শনের সঙ্গে খাপে খাপ / ইয়ের বাপ

    অ্যাল!! তাইলে কি পকাবুপোনাটাই "গোলমেলে" ;-)
  • Samik | 121.242.177.19 | ১৩ আগস্ট ২০১০ ১১:৫৭462588
  • পিটিকে,

    "মুচলেখা' বলে কোনও শব্দের অস্তিত্ব নেই। সঠিক কথাটা "মুচলেকা'।

    বড্ড চোখে লাগছে।
  • kd | 59.93.194.217 | ১৩ আগস্ট ২০১০ ১২:১১462589
  • আরে শমীক, "মুচলেখা' নেই তো কী হয়েছে, "মুচমুচে লেখা' তো আছে :(
  • PT | 203.110.246.230 | ১৩ আগস্ট ২০১০ ১২:৫৪462590
  • ""The cause of my deserting the rank of the real fighters in class struggle and join a bunch of petty bourgeois terrorists lay rather in my own inherent extremist tendencies, my own petty-bourgeois arrogance, even my hidden desire to be political leader, a post for which I am singularly unfitted. However blind arrongance drove me further and further into petty-bourgeois adventurism, without my listening to advice and caution of my closest comrades.""

    মাওবাদ আর তৃনমূলী রাজনীতির মধ্যে যাঁরা যে কোন বাহানাতে ""সাটেল কক"" -এর মত যাতায়াত করেন, তাঁরা উৎপলের আদর্শচ্যুতি নিয়ে আলোচনা করার আগে এই অকপট স্বীকারোক্তিটি অনুধাবন করার চেষ্টা করবেন আশা করি।
  • Arya | 125.16.82.195 | ১৩ আগস্ট ২০১০ ১৩:০৭462591
  • কি শক্ত ইনজিরি
  • Raj | 202.79.203.59 | ১৩ আগস্ট ২০১০ ১৩:৩২462592
  • শক্ত তো হবেই

    সপ্তপদীর ওথেলো বলে কতা !
  • de | 59.163.30.2 | ১৩ আগস্ট ২০১০ ১৩:৫০462593
  • PT-র এই কোটেশনটার রেফারেন্স আছে? এমনি -- পড়বো বলে চাইলাম।
  • kallol | 124.124.93.205 | ১৩ আগস্ট ২০১০ ১৫:১৪462594
  • আমি উৎপল দত্তের রাজনীতিকে গোলমেলে মনে করি।
    যে 'পেতি বুর্জোয়া অ্যাডভেঞ্চারিস্ট' রাজনীতি উৎপল বাবু করতে গেছিলেন আমি নিজেও সেই রাজনীতিরই ফসল। বহুবার বহু পোস্টে ঐ রাজনীতির অসারতা নিয়ে লিখেছি। আজকের মাওবাদীদের রাজনীতি তার চাইতে গুণগতভাবে আলাদা কিছু না, সে কথাও বহুবার বলা হয়ে গেছে। পরিবর্তন তখনই সুবিধাবাদ যখন তা ব্যক্তিগত লাভের জন্য। উৎপল দত্ত তাই করেছিলেন। আমি তা করিনি। তাই উৎপল দত্তের রাজনীতি গোলমেলে।
  • de | 59.163.30.2 | ১৩ আগস্ট ২০১০ ১৫:১৯462595
  • শঙ্কু কুইজের চোটে ফাঁকাবাবু হাওয়া? রেফারেন্স না দিয়েই :((
  • PT | 203.110.246.230 | ১৩ আগস্ট ২০১০ ১৭:২২462596
  • Samik
    ধন্যবাদ! মুচলেকা দিচ্ছি-আর মুচলেখা লিখব না!

    de
    Towards a revolutionary theatre

    মুচলেকা নিয়ে আরও একটু:

    "মুচলেকা দিয়ে কারামুক্তির ব্যাপার যেটা শোন যায়, সেটার কোন প্রমাণ নেই। কিন্তু মুচলেকার ব্যাপারটা কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারলেন না। যেটা আমি জানি সেটা হচ্ছে এই যে , কোটি কোটি টাকার ইনভল্বমেন্ট ছিল যাদের ওখানে (গুরু চলচ্চিত্রের নির্মাতাদের) তাঁরা সরাসরি গেলেন ইন্দিরা গান্ধীর কাছে, সত্যজিৎ রায়ের কাছে। এবং রিলিজটা করে নিলেন যাতে তাঁরা কাজটা করে নিতে পারেন। মুচলেকায় কি ছিল তা আজ পর্যন্ত বেরোল না কিন্তু। ... মাঝখান থেকে আমদের সর্বনাশ হয়ে গেল, আমাদের গণশিল্পী সংস্থা ভেঙে তছনচ হয়ে গেল" -- জানাচ্ছেন উৎপলের বহুদিনের সহ-অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়।

  • SB | 115.117.225.197 | ১৩ আগস্ট ২০১০ ১৯:৩১462597
  • উৎপল দত্তের রচনা সমগ্র কোথায় পেলেন রঞ্জনদা? সে তো এই সবে বেরোতে শুরু করেছে দেজ থেকে বোধয়, চায়ের ধোঁয়াও আছে প্রথম খন্ডেই। নাটক সমগ্র বোধয় আগে মিত্র-ঘোষ থেকে ছিল।

    আর ইসে মানে ওই মুচলেকাটা ভাট বলেই তো শুনেছিলাম, এরকম কোন ডকুমেন্ট নেই ছিলও না, কোন একটা ছবি রিলিজের ব্যপার ছিল বলে ওনাকে বেড় করে আনে প্রযোজকরা। তবে উনি নকু থেকে মাকু হওয়াতে বিস্তর জনতার ঝাঁট জ্বলে গেছিল এটা ঘটনা, সেই পোড়া গন্ধ যে এখনো পাওয়া যায় সেটা অনেকদিন পরে এপাতায় চোখ না রাখলে zaনতিও পারতাম না :-)
  • P | 217.162.211.123 | ১৩ আগস্ট ২০১০ ১৯:৪০462599
  • এইবার এগ্‌জাম্‌প্‌ল দেওয়া শুরু হবে। কে কে আর মাকু শিবিরে নেই আর তার জন্য কোথায় কোথায় গন্ধ ছাড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন