এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৩২৬৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 121.242.177.19 | ১৮ আগস্ট ২০১০ ১৭:০২462733
  • করেও কোনো লাভ নেই। আমি একটুও লজ্জিত হচ্ছি না।
  • PT | 203.110.247.221 | ১৮ আগস্ট ২০১০ ১৭:৩৩462734
  • "গুচ-র দারোয়ন" কথটা আরো আগেই ব্যবহার করব ভেবেছিলাম যখন এই একই ব্যক্তি আমাকে ""ক্যাওড়া"" জাতীয় বিশেষণে ভূষিত করেছিলেন। তখন ভেবেছিলাম যে আর একবার দেখি। আপাতত: শব্দগুলি ফিরিয়ে নিলাম।

    "একজন অন্যজনকে সমানে খুঁচিয়ে যাবে"-কথাটার মানে বুঝলাম না। আমার তো মনে হচ্ছে না যে এই ব্যক্তির সঙ্গে আমার বিশেষ কোন পোস্টিং বিনিময় হয়েছে। তাহলে তিনি কি অন্য কারো হয়ে বক্তব্য রাখছেন?

    আমার বক্তব্য পড়ে সবাই তো আমাকে কোন একটি পার্টির কার্ড-হোল্ডার বলে ধরে নিয়েছেন এবং ""আপনার দলের/পর্টির লাইন"" শব্দগুলো সমনে ব্যবহৃত হচ্ছে। আমার তাতে কিছুই আসে যায় না। তাহলে মমতা, মাওবাদী, সুজাত-র কথার প্রতিধ্বনি যাঁরা করেন তদের তৃণমূলী, মাওব্যথী, পকাবু (পরিবর্তন-কামি-বুদ্ধিজীবির সংক্ষিপ্ত রূপ -- কোন গালাগাল নয়) বললে গাত্রদাহের কারণ কি?

    আর পান্ডিত্য কি ভাবে দেখাতে হয় সেটা আমার ঠিক জানা নেই। একজন ""পন্ডিতের"" যদি আরেকজনকে ""দারোয়ান"" বলার অধিকার না থাকে তাহলে কেউ একজন ধরেই বা নেবেন কেন যে অন্য একজন রবীন্দ্রসঙ্গীতের সুরারোপ সম্পর্কে কিছু জানেনা? কয়েক দশক আগে ইন্দিরা দেবী চৌধুরাণীর বইতে লেখা বহুচর্চিত একটি তথ্য নিয়ে পান্ডিত্য দেখানোর জায়গাই বা কোথায়?

    bb- ছাড়ান দে ভাই! কে আর মস্তিষ্ক খুঁড়ে গ্রে ম্যাটার দেখাতে ভালবাসে!!
  • de | 59.163.30.2 | ১৮ আগস্ট ২০১০ ১৮:০৭462735
  • এইবার এই পর্বটা থামালে হয় না? in fact, এই টইটাও -- মোটামুটি দিন দশেকের একটা পিরিয়ডে একই টপিক আর আর্গুমেন্ট রেকার করে যায়!
  • aka | 168.26.215.13 | ১৮ আগস্ট ২০১০ ১৮:৪৪462736
  • নীচে নামতে নামতে আমি একবার সমুদ্রের নীচে মানে পাতালে চলে গিয়েছিলাম। তারপর পরের ট্রেন ধরে ফিরে আসি।
  • SC | 128.2.53.210 | ১৮ আগস্ট ২০১০ ১৮:৪৭462737
  • ব্যাক্তিগত আক্রমণ করে রাজনৈতিক সুবিধা করে দেবেন না।
    এদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে পুরোদমে। গ্রেফতার হলেন মানবাধিকার কর্মী নব দত্ত।
    এনিয়ে কল্লোলদা সুন্দর একটা লেখা লিখেছেন গুরুর পাতাতে।

    খুব স্বাভাবিকভাবেই সিপিয়েমের বন্ধুরা নিশ্চুপ, "অন্ধ সেজে থাকার অনুরাগে"।
  • rokeyaa | 203.110.246.22 | ১৮ আগস্ট ২০১০ ১৯:৫৩462738
  • যদুপুরের ওয়েবঠিকানা বদলে গ্যালো http://www.jaduniv.edu.in/ পরিবত্তন? :)

    ব্যাকগ্রাউন্ডের রংটা ইন্টারেস্টিং :)
  • kc | 89.203.49.18 | ১৮ আগস্ট ২০১০ ২০:৩৪462739
  • ও এসসিবাবু, লেখাটা কল্লোলদা লেখেননি বলেই মনে হয়। কল্লোলদা, 'মাসুম'এর পক্ষ থেকে ইংরেজিতে যে বক্তব্য জানানো হয়েছে, তার বাংলা অনুবাদ করেছেন। অবশ্য 'মাসুম'এর অফিসিয়াল লেখাটা কল্লোলদা লিখলে অন্য কথা।
    আর সিপিএমের বন্ধুরা নিশ্চুপ কোথায়? এই আমার কথাই ধরুন। তা গেছিলাম মোংবাতি কিনতে, এখানে জ্বালাব বলে। আমি একটি মোংবাতি জ্বালালাম এই ঘটনার প্রতিবাদে।
  • ranjan roy | 122.168.21.21 | ১৮ আগস্ট ২০১০ ২০:৪২462740
  • না, রাজদীপ। কং- বিজেপি এক হয়ে যায় নি। যদিও আমেরিকার সঙ্গে সম্পর্কের ব্যাপারে ওদের মধ্যে তফাৎটা খুবই সূক্ষ্ম।
    ঠিক যেমন সংসদ অধিবেশনের আগে সিপিএম-বিজেপি মিলে কমন স্ট্র্যাটেজি করলেও দুই দল এক হয়ে যায় নি। শুধু একটা ইস্যুতে দুটো দলের বক্তব্য প্রায় এক ছিলো।
    যেমন বিজেপি কে ঠেকাতে
    ইউ পিএ সরকারের সাথে মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে সিপিএম ফ্রন্ট করলেও সিপিএম-কংগ্রেস এক হয়ে যায় না।
    সমস্যা হয় যখন এই পাতায় একই ভাবে কোন ইস্যুতে কেউ সিপিএম এর সমালোচনা করলে সে সঙ্গে সঙ্গে মাওবাদী-মমতা- কংগ্রেসের ধামাধরা হয়ে যায়।
  • ranjan roy | 122.168.21.21 | ১৮ আগস্ট ২০১০ ২০:৪৬462741
  • দেবযানীকে দুহাত্ন তুলে সাপোর্টালুম। ও:, সেই এক ভ্যাজর-ভ্যাজর! আমিও কিছু কম যাই না।
    এই ভ্যাজর ভ্যাজরের চোটে প্রথম যৌবনে আমার গার্ল ফ্রেন্ড বিরক্ত হয়ে কাঁচকলা দেখিয়ে চলে গেছিল। তবু শিক্ষা হয় নি!
  • SC | 128.2.53.210 | ১৮ আগস্ট ২০১০ ২২:৫৫462743
  • জানতাম না যে ওটা মাসুমের স্টেটমেন্টের অনুবাদ। তা হবে।
    মূল বিষয় নিয়ে যে কিছু বলার নেই, সেটা আরেকবার পরিস্কার করে দেওয়ার জন্য ধন্যবাদ। :)
    রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে খিল্লী করাটা যথার্থ বামপন্থী চেতনাই বটে।

    আপনাদের তো আবার দলীয় অনুশাসন না কিসব আছে। বিমানবাবুও কি আপনার মতো মোমবাতি জ্বালিয়ে স্টেটমেন্ট দিলেন নাকি?
    মানুষকে রিলিফ দিতে এসে কখন নিজের অজান্তেই ক্ষমতার অংশীদার হয়ে গেছে একটা দল। কি আর বলব।

  • nyara | 203.83.248.37 | ১৮ আগস্ট ২০১০ ২৩:০২462744
  • এখানে এত আলটপকা মন্তব্য করা হয়, যে বইপত্র খুলে রেফারেন্স চেক করতে আর ইচ্ছে করে না। আজ একটা বোরিং কন-কলে বসে ভাবলাম দেখি 'লাবণ্যে' মহীশূরী গানের 'আদলে' মানে কি? ইন্দিরা দেবীর বইতে 'আদল' বলে কিছু নেই। ট্যাবুলার ফর্মে 'আদর্শ' কলামে লেখা 'মহীশূরী'। সুভাষ চৌধুরীর 'রবীন্দ্রসঙ্গীতের জগত' বইতে নতুন ইনফর্মেশন পাওয়া গেল যে গানটা সরলা দেবীর থেকে পাওয়া। সুরেন মুখোপাধ্যায়ের বইতেও আলাদা সেরকম ইনফর্মেশন পাওয়া গেল না। যেটা পাওয়া গেল সেটা প্রভাত মুখোপাধ্যায়ও আছে - তা হল রবীন্দ্রনাথের ৩১ বছরের রচনা। ফাইনালি প্রশান্ত পালের ব্যাদে আসল জিনিস পাওয়া গেল। সরলা দেবীর উদ্ধৃতি।

    <quote>
    মহীশূরে যখন গেলুম সেখান থেকে এক অভিনব ফুলের সাজি ভরে আনলুম। রবিমামার পায়ের তলায় সে গানের সাজিখানি খালি না করা পর্যন্ত, মনে বিরাম নেই। সাজি থেকে এক একখানি সুর তুলে নিলেন তিনি, সেগুলিকে মুগ্‌ধচিত্তে নিজের কথা দিয়ে নিজের করে নিলেন - তবে আমার পূর্ণ চরিতার্থতা হল। 'আনন্দলোকে মঙ্গলালোকে', 'এস হে গৃহদেবতা', 'এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ', 'চিরবন্ধু চিরনির্ভর' প্রভৃতি আমার সুরে বসান গান।'
    </quote>

    খেয়াল করুন, 'আদলে' নয় - 'সুরে বসান গান'। অন্য সোর্সেও দেখা যায় রবীন্দ্রনাথ সুরে কথা বসিয়েছেন খাপে খাপ। অর্থাৎ 'ঝাঁপা'।

    প্রসঙ্গত: বিশেষত: রঞ্জনদাকে, উৎপল দত্তর 'হাঁড়ি ফাটিবে' যতদূর মনে হচ্ছে অন্য একটা অরিজিনাল থেকে নেওয়া। আমি সেটা পড়েছি, কিন্তু কার লেখা, কী নাম মনে পড়ছে না।
  • nyara | 203.83.248.37 | ১৮ আগস্ট ২০১০ ২৩:১৪462745
  • আরেকটা জিনিসও বলে নিই, যদিও রেফারেন্স হাতের কাছে নেই। 'যুক্তি-তক্কো-আর-গপ্পো'তে দুজনকে দিয়ে 'কেন চেয়ে আছ গো মা' গাওয়ানোর পেছনে কোন সিনেম্যাটিক কারণ ছিল না।

    তুষার তালুকদার লিখেছেন, যেদিন রেকর্ডিং হবার কথা দেবব্রত বিশ্বাস এক ছাত্রকে সঙ্গে নিয়ে এসে ইনসিস্ট করেন যে ঐ ছাত্র সুশীল মল্লিক খুব ভাল গাইছে, উনিই গাইবেন। ঋত্বিক রাজী নন। শেষ অব্দি রফা হয় যে দুজনে ভাগাভাগি করে গাইবেন।
  • PM | 223.223.142.192 | ১৮ আগস্ট ২০১০ ২৩:৫৮462746
  • নবদত্ত arrest হয়েছেন,নিরপরাধ প্রমনিত হলে ছাড়া পাবেন।"মানবাধিকার কর্মী""বলে কি আইন আলাদা হবে নাকি? কিন্তু যে ২৫০ জন মানুষ জঙ্গল মহলে already মৃত তদের জন্য কজন মানবাধিকার কর্মী গলা তুল্লেন?নিদেনপক্ষে কটা মোমবাতি অন্তত জ্বালালেন?জানার ইচ্ছা রইল

    চাষা-ভুষো রা যতক্ষন মরছেnoproblem".বাবুমষাইদের গা ছড়ে গেলেই গেলো গেলো রব... ভলো আছেন মশাই
  • ranjan roy | 122.168.21.21 | ১৯ আগস্ট ২০১০ ০০:০৮462747
  • ন্যাড়াবাবু,
    আগাথা ক্রিস্টির "টেন লিটল্‌ নিগার্স''! কাঠামোটা তাই, তাতে বামপন্থী মাটি।
    ওটা ভয়ে লিখিনি। যদি কেউ ভাবেন উৎপলকে টেনে নীচে নামানো হচ্ছে। যদিও আমি তা মনে করিনি। শেকস্‌পীয়রও ওটুকু অনুপ্রেরণা দেখিয়েছেন। আর উৎপল দত্ত ডিটেকটিভ গল্পের বিশেষ অনুরাগী ছিলেন।
    ""সভ্যনামিক'' নাটক টা কারও মনে আছে? বাঙাল উচ্চারণের মধ্যেই মিস্ট্রি সলভ্‌ করার ক্লু? আমি তো বিশে্‌ষ পুলকিত। কম বয়সে ব্যাপক লেগেছিল।
    আসলে কেউ কেউ মূল জায়গাটা ধরতে পারছেন না। রাজনৈতিক আনুগত্য বদলানো নিয়ে কোন কথা হতে পারে না। সেসব প্রত্যেকের ব্যক্তিগত অনুভবের ফসল। সে বাম থেকে ডান, বা ডান থেকে বাম যাই হোক।
    প্রশ্ন ওঠে নিজের ঘোষিত দৃষ্টিকোণের মধ্যেই ভাবের ঘরে চুরি করলে। একসময় ভারত সরকারের খেতাব ফিরিয়ে কবিতা লিখলাম। আবার তাঁদের থেকে একের পর এক খেতাব নিলাম। আর্থিক সাহায্য নিলাম। এর সঙ্গে সিপিএম -নকশাল এসবের কোন সম্পর্ক নেই। যেমন হেমাঙ্গ বিশ্বাস। যতদূর জানি সরকারী সাহায্য বরাবর এড়িয়ে গেছেন। ভূপেন হাজারিকা বুড়ো বয়সে নাক কাটালেন।
    হাবিব তনবীর স্পষ্ট ছিলেন। বিজেপির আক্রমণের সামনে বরাবর কংগ্রেসের সাহায্য নিয়ে নাটক করে গেছেন।
  • Arpan | 122.252.231.14 | ১৯ আগস্ট ২০১০ ০২:২৫462748
  • টেন লিটল নিগার্স না টেন লিটল ইন্ডিয়ানস? কনফিউজড হয়ে গেলাম।

    এই গল্প থেকে গুমনাম সিনেমাটাও তৈরি হয়েছিল না?
  • kallol | 115.242.182.175 | ১৯ আগস্ট ২০১০ ০৫:৪৪462749
  • নিশ্চই মানবাধিকার কর্মীদের জন্য আইন আলাদা হবে না। কিন্তু আইনটা কি? যেভাবে গ্রেপ্তার করা হলো সেটাই তো বেআইনী। কাউকে গ্রেপ্তার করতে হলে কতগুলো আইনী পদ্ধতি মানতে হয়। এটা সুপ্রিম কোর্টের রায়। সেটা না করলে গ্রেপ্তারটাই বেআইনী। তাই নিয়েই লেখাটা। মাসুম নব দত্তর জন্যও চ্যাঁচায়, জলঙ্গীর বদর মন্ডলের জন্যও চ্যাঁচায়। আমাদের কুত্তা লগ্নে জম্মো কিনা।
  • nyara | 203.110.238.16 | ১৯ আগস্ট ২০১০ ০৮:৩৪462750
  • রঞ্জনদা, 'টেন লিটল নিগার্স' নয়। আরও ডিরেক্ট চোতা। সেই পাগল, সেই ডেকে আনা। আমি আরেকবার খুঁজে দেখব।

    অর্পণ যাহাই 'টেন লিটল নিগার্স' তাহাই 'টেন লিটল ইন্ডিয়ান্স'। আদতে নাম ছিল 'নিগার্স'। তারপর হয় পলিটিকাল কারেক্টনেসের ঠেলায়, কিংবা খোদায় মালুম কেন, অ্যামেরিকান পাবলিকেশনের নাম হয়ে যায় 'দেন দেয়ার ওয়্যার নান'। ছবির নাম হয় 'টেন লিটল ইন্ডিয়ান্স'।
  • SOB | 208.110.73.34 | ১৯ আগস্ট ২০১০ ০৯:৫২462751
  • লরি ড্রাইভারের "মানবাধিকার' আছে?
  • Raj | 202.79.203.59 | ১৯ আগস্ট ২০১০ ১০:১৯462752
  • লরি ড্রাইভারের কেসটা আর জ্ঞানেশ্বরীর পর তড়িঘড়ি ম্যাও বাঁচানো সুশীলবাবুদের নিস্ক্রিয়তা নিয়ে অসীম চাটুজ্জে আজ আবাপতে লিখেচেন দেখলাম
    পবঙ্গের রাজনীতির সঙ্গে সম্পর্কহীন এক লরি ড্রাইভারকে এক অলীক কুনাট্যপারদর্শী দোর্দন্ডপ্রতাপ কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর চাপে হ্যারাস করা হচ্ছে তাতে মানবাধিকার কথাটাই অভিধান থেকে তুলে দেওয়া উচিত
  • SOB | 65.49.88.94 | ১৯ আগস্ট ২০১০ ১০:২৫462754
  • ভদ্রবাবু জানিয়েছেন ঘটনাটা তদন্তসাপেক্ষ বলে উনি মন্তব্য করবেন না। যা বোঝা গেল সেটা হল মানবাধিকার একটি exclusive/designer জিনিস। সকলের থাকে না।
  • saikat | 202.54.74.119 | ১৯ আগস্ট ২০১০ ১০:৩৫462755
  • বাহ বেশ বেশ। কেন্দ্র-রাজ্য-যৌথবাহিনী-ক্যাডার সব মিলমিশ।

    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=19raj1.htm
  • kc | 89.203.49.18 | ১৯ আগস্ট ২০১০ ১০:৩৯462756
  • এসসি বাবু কালকে যখন পোষ্ট করছেন, তার আগেই কিন্তু নববাবু ছাড়া পেয়ে গেছেন। যাঁরা জানেননা তাঁদের জন্যি খপরটা।
  • de | 59.163.30.4 | ১৯ আগস্ট ২০১০ ১১:০০462758
  • রঞ্জন-দা,
    আপনার ও এখানকার আরো অনেকের যেমন কল্লোলদা,ন্যাড়াবাবু --- এঁদের তথ্যসমৃদ্ধ লেখাগুলোর কথা মোটেও বলিনি। আপনারা এখানে এই লেখাগুলো লেখেন বলে, অনেক পুরোনো ইতিহাস জানতে পারি আপনাদের থেকে। আমি শুধু বারেবারে ফিরে ফিরে সকলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গী প্রসূত: বিশ্লেষণগুলোর কথা বলছি। এদ্দিনে তো মুখগুলো সব চেনা, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কে কিরকম যুক্তি/প্রতিযুক্তি সাজাবেন -- সবই মোটামুটি প্রেডিক্টেবল -- তাই একটু একঘেয়ে/অর্থহীন লাগে আর কি!
  • Raj | 202.79.203.59 | ১৯ আগস্ট ২০১০ ১১:০১462759
  • আর নববাবুর সো-কলড অপরাধটি নিয়ে এখানে বেশি কাউকে নাড়াঘাঁটা করতে দেখলুম না

    গতবছর ঝাড়গ্রামে একটি স্পঞ্জ আয়রন কারখানার ১৭টি হ্যাঁ সতেরোটি লরিতে এনার নেতৃত্বে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, কে উনি মহামহিম ধর্মাবতার যে ওনাকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারই করা যাবে না ! তবে হ্যাঁ গ্রেপ্তারসংক্রান্ত আইনি নিয়মাবলী যদি পুলিশ না মানে তাহলে তা নিশ্চই প্রতিবাদযোগ্য। অবিশ্যি হাইফাই চাপে-পিটিশনে ২৪ ঘন্টায় অলরেডি মুক্ত ! ধন্য হে শিবঠাকুরের আইন !!

    আর এদিকে লরি তেল চুঁইয়ে পিছলে অন্য লেনে ঢুকে একটি স্যা®¾ট্রার বনেটে ধাক্কা দিয়ে ব্রেক কষলে লরির চালক দিনের পর দিন অ্যাটেমপ্ট টু মার্ডারে লক আপে থাকবেন আর পেশাদার ভদ্র মানবাধিকারি বলবেন ভেবে দেখছি ..
  • Arpan | 204.138.240.254 | ১৯ আগস্ট ২০১০ ১১:২৪462760
  • রাজের ১০:১৯-এর পোস্টটাকে (আসলে অসীমবাবুকে) একটা বড় ক।
  • Raj | 202.79.203.59 | ১৯ আগস্ট ২০১০ ১১:৪৪462761
  • এই " ভদ্রজনোচিত" উক্তি দেখে অনেকেই এবার নিশ্চিত হতে পারবেন যে এপিডিআর তিনোমুলের কাছে জাষ্ট বিক্রি হয়ে গ্যাছে

    যারা বেআইনিভাবে ভীম নাগের বাড়িদখল করে দিনের পর দিন আপিস চালায় তাদের কাছে কিই বা ভদ্রতা আশা কারা যায় ....
  • dukhe | 122.160.114.85 | ১৯ আগস্ট ২০১০ ১২:১৮462762
  • যাক, এপিডিআর তাহলে তৃণমূলের ফ্রণ্টাল অর্গানাইজেশন । তাহলে তো তাদের লোককে গ্রেপ্তার করা যেতেই পারে । ব্যাটারা তৃণমূলের ধাঁচেই স্পঞ্জ আয়রন শিল্পে বাধা দিচ্ছে ।
    শিল্পায়নের বিরুদ্ধে আরো কিছু লোকের অপপ্রচার -
    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=archive/1100813/13jibjagat1.htm
    সব কটাকে হাজতে দেওয়া হোক ।
  • kallol | 124.124.93.205 | ১৯ আগস্ট ২০১০ ১২:২৮462763
  • হিটলারী জামানার পত্তন ঠেকাতে কমিউনিষ্টরা নাকি রাইখস্ট্যাগে আগুন লাগিয়েছিলো।
    এসব আগুন লাগানোর গল্প এতো পুরোনো, যে ঘুম পেয়ে যায়। নতুন কিছু বললেও তো পারে লোকে।
  • SOB | 65.49.88.94 | ১৯ আগস্ট ২০১০ ১২:৩৯462765
  • For a change কল্লোলবাবু, আপনিও এই লরি ড্রাইভারটির মানবাধিকার নিয়ে একটু ভাবলে পারতেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন