এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৩২৬৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 122.248.182.16 | ১৯ আগস্ট ২০১০ ১৪:০০462766
  • নববাবু জামিনে ছাড়া পেয়েছেন। সেও নেহাৎ এত হইচই হল বলে। এরপর "আইন' তার নিজের গতিতে চলবে। মানে কেস দিয়ে লোককে "ফাঁসানো' এবং তারপর কলকাতার লোকের নামে মেদিনীপুরে কেস দিয়ে হয়রান করার ঔপনিবেশিক ঐতিহ্য চলছে চলবে। কারণ ইহাই ট্র্যাডিশন। ক্ষমতাবানরা নিজের স্বার্থে এসবকে মদৎ দেবেন। ক্ষমতাসীন পার্টির সদস্যরা বলবেন ঠিকই তো। আইন নিজের পথে চলছে। :)
  • Ishan | 122.248.182.16 | ১৯ আগস্ট ২০১০ ১৪:০৫462767
  • ও হ্যাঁ। লরি ড্রাইভার। যাকে যা খুশি দিয়ে ফাঁসানো যায়, লরি ড্রাইভারটি তার প্রকৃষ্ট উদাহরণ। কোনো সন্দেহ নেই। এ জিনিস চলছে চলবে। লরি ড্রাইভারকে ফাঁসানো হলে তৃণমূল সমর্থকরা বলবেন ঠিকই করেছে, ওর নামে অ্যাটেম্‌প্‌ট টু মার্ডারের কেস আছে। সিপিয়েম তার প্রতিবাদ করবে। আর মেদিনীপুরে, বিশেষত জঙ্গলমহলে অ্যারেস্ট হলে সিপিএম বলবে ওর নামে রাষ্ট্রদ্রোহিতা, ভাঙচুর এইসবের অভিযোগ আছে। টিএমসি বলবে সব ঢপ। এই তো খেলা। দেখে দেখে পচে গেছে চোখ।
  • Ishan | 122.248.182.16 | ১৯ আগস্ট ২০১০ ১৪:০৭462768
  • তবে এপিডিআরের সঙ্গে ভদ্রবাবুকে জড়ানো আর ঠিক না। উনি তো পদত্যাগ করেছেন, নাকি?
  • SOB | 65.49.88.94 | ১৯ আগস্ট ২০১০ ১৪:০৯462769
  • মানবাধিকারিকদের কী বলা উচিত ছিলো? কিছু বলা উচিত ছিলো কি? তাঁরা কি all are equal, some are more equal than others মন্ত্রে বিশ্বাস করেন?
  • SOB | 65.49.88.94 | ১৯ আগস্ট ২০১০ ১৪:১১462770
  • *** spokesperson for the Association for Protection of Democratic Rights ***

    পদত্যাগ করে spokesperson?
  • Ishan | 122.248.182.16 | ১৯ আগস্ট ২০১০ ১৪:১৫462771
  • না:। মানবাধিকার কর্মীরা নিশ্চয়ই তা মনে করেন না। ওটা পার্টির ধামাধরাদের বিশ্বাস। এবং এই "মাওবাদীদের হিংসা নিয়ে ওনারা তো কিছু বলেননা', বা "রাষ্ট্রবিরোধীদের সন্ত্রাস নিয়ে কেন চুপ' -- এই গুলো ক্রমশ বিরক্তিকর জায়গায় চলে যাচ্ছে। খুব কায়দা করে এগুলো ছড়ানো হয়। প্রথমে খবরের কাগজে শুধু রাষ্ট্রের বিরুদ্ধের প্রেস রিলিজগুলোই ছাপানো হয়। বাকিগুলো হয়না। আর সেই পড়ে পলিটিকাল লিডাররা বলেন "কই বাওয়া অন্যদিকটা তো দেখলেনা? তোমরা কি অন্ধ নাকি সিয়ার দালাল'? সেই শুনে পারিষদগণ আরও শতগুণ বেশি লম্পঝম্প করতে থাকেন। এই দেখে আসছি আরকি।
  • SOB | 65.49.88.94 | ১৯ আগস্ট ২০১০ ১৪:১৮462772
  • TMC-র য বলার বলেছে, CPM-এর যা বলার বলেছে। naturally. কিন্তু যাঁদের কিছু বলা উচিত ছিলো, তাঁরা চুপ করে থেকেছেন/থাকছেন। Which proves that human rights, in India, is equivalent to Armani suits - ডিজাইনার জিনিস, সকলের জন্যে নয়। এর পর মানবাধিকারিকদের বেশি কিছু claim না করাই শ্রেয়।

    ধন্যবাদ।
  • Ishan | 122.248.182.16 | ১৯ আগস্ট ২০১০ ১৪:১৯462773
  • যদি পদত্যাগ না করে থাকেন, এবং এটাই এপিডিআরের বক্তব্য হয়, তাহলে তা সমর্থনের অযোগ্য। তবে আমি যদ্দুর জানি করেছেন। এই কোটেশনটা কোত্থেকে দিলেন?

    আর দুই নং আরও একটা কোচ্চেন আছে। লরি ড্রাইভারটিকে কারা অ্যারেস্ট করেছে? আমার তো ধারণা রাজ্যের পুলিশ। আইনশৃঙ্খলা তো রাজ্যের এক্তিয়ারে। আর মহম্মদ সেলিম না কে যেন বিবৃতিও দিয়েছেন দেখলাম। তা যিনিই দিন, তিনি তো ক্ষমতাসীন পার্টিরই মেম্বার। পার্টি বা সরকারকে চাপ না দিয়ে তিনি বিবৃতি দিয়ে খেলা কচ্ছেন কেন? পলিটিকাল মাইলেজ পেতে?
  • SOB | 65.49.88.94 | ১৯ আগস্ট ২০১০ ১৪:২১462774
  • কোটেশনের লিংকটা দেওয়া আছে দাদা। চোদ্দই আগস্টের টেলিগ্রাফ।
  • Raj | 202.79.203.59 | ১৯ আগস্ট ২০১০ ১৪:২২462776
  • অর্থাৎ কোনও নির্দিষ্ট অভিযোগ থাকলেও নব দত্তর মত মানুষদের ধরা যাবে না , কারণ ওনারা আইনের উর্দ্ধে !
    অনলাইন পিটিশন - সেন্ট ফ্রম ব্ল্যাকবেরি -অ্যামনেষ্টি সব্বাই দৌড়ে আসবে ;-)

    আর লরি ড্রাইভার যদি ভুল করে অন্য লেনে ঢুকে কোনও বিপত্তি ঘটান ট্রাফিক আইনানুযায়ী তেনাকে প্রথমে গ্রেপ্তার করার কথা এবং এক্ষেত্রে তাইই হয়েছে , কিন্তু আপত্তিটা হল বারবার দলীয় নেতা সাংসদ- সুশীলবাবু-বশংবদ মিডিয়াকে দিয়ে বলানো হচ্ছে ঐ ড্রাইভারটি খুনের চক্কান্তে জড়িত ! ওকে আরও বেশি শাস্তি দেওয়া হউক। মানবাধিকার এপিডিআর বলছে পুলিস কাষ্টডিতে আছেন তাই মন্তব্য করব না .... তা নব দত্তও তো পুলিশ কাষ্টডিতে ছিলেন তার বেলায় মন্তব্য ক্যানো ?

  • kallol | 124.124.93.205 | ১৯ আগস্ট ২০১০ ১৪:২৪462777
  • এসওবি -
    একজন ভিআইপিএ কনভয়ে ঢুকে পরাটা এ দেশের আইনে অপরাধ। অনিচ্ছাকৃত ভাবে করলেও অপরাধ। তাতে গুর্জন্ত গ্রেপ্তার হয়েছেন।
    মমতা ও তার সাঙ্গোপাঙ্গোরা 'খুন খুন' করে ধান্দাবাজী করছে।
    তাতেও ভিআইপিএ কনভয়ে ঢুকে পরার অপরাধটা থেকেই যায়।
    একসময় ৪৪ নং পার্ক স্ট্রিটে আমার অপিস ছিলো। রোজ দেখেছি জ্যোতিবাবু, পরে বুদ্ধবাবুর কনভয় গেলে কি কান্ডো হতো। কতবার দেখেছি ভুল করে বা পুলিশের তাড়ায় হতচকিত হয়ে সাইকেল,বাইক,গাড়ী কনভয়ের মধ্যে ঢুকে পড়ে পুলিশের হাতে হেনস্তা হতে।
    আর, for a change নয় খুব regularly গরীব মানুষের মানবাধিকার লঙ্ঘন নিয়ে মাসুম কাজ করে। গুরুতে নব দত্তের প্রতিবেদনের মতো অজস্র গরীব মানুষের কথাও লেখা হয়েছে - এই অধমই সেগুলো অনুবাদ করেছে। সেগুলো চোখে পড়েনি আপনার। অবশ্য সেটাই স্বাভাবিক।
  • Ishan | 122.248.182.16 | ১৯ আগস্ট ২০১০ ১৪:২৮462779
  • ঠিক কথা। এপিডিআর এটা অন্যায় করেছে। যদি অবশ্য টেলিগ্রাফ গুল না দেয়।

    রাজ, লরি ড্রাইভারকে কেউ খুনের চক্রান্তে জড়িত বলছে তাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। মানে আপত্তি থাকতেই পারে, তিনি সেটা স্পেল আউটও করতে পারেন, কিন্তু মানবাধিকার কর্মীরা তার পিছনে খামোখা দৌড়বেন কেন? গণতন্ত্রে কথা বলার অধিকার আছে, মানবাধিকার কর্মীরা সেই অধিকারের পক্ষে।

    আপত্তিটা তো সেখানে নয়। আপত্তিটা হল অ্যাটেম্পট টু মার্ডার চার্জে অ্যারেস্ট করা নিয়ে। যদি সেটা অন্যায় হয়, তাহলে রাজ্যের পুলিশ বেশি দোষী। টিএমসির নেতারা চাপ দিয়ে করিয়ে থাকলে তাঁরা অল্প দোষী। আর মানবাধিকার কর্মীরা ব্যাপারটা নিয়ে নীরব থাকলে তাঁরা ঘটনার জন্য দোষী নন, কিন্তু এথিকালি দোষী। এই তো।
  • kallol | 124.124.93.205 | ১৯ আগস্ট ২০১০ ১৪:২৮462778
  • রাজ - নব দত্তের গ্রেপ্তারের পদ্ধতি নিয়ে প্রতিবাদ হয়েছে। অভিযোগ থাকলে গ্রেপ্তার করা নিয়ে কোন কথা হয় নি।
    মুক্তি দাবী করা আর গ্রেপ্তার করা যাবে না দুটো সম্পূর্ণ আলাদা কথা।
  • Ishan | 122.248.182.16 | ১৯ আগস্ট ২০১০ ১৪:৩০462780
  • আমি একটু রিফ্রেজ করছি। মানবাধিকার কর্মীরা সুজাত ভদ্রের মতো এড়িয়ে যাওয়া মন্তব্য করলে এথিকালি দোষী। নীরব থাকলে নয়। সব ব্যাপারে স্টেটমেন্ট নাই দিতে পারেন তাঁর।
  • Raj | 202.79.203.59 | ১৯ আগস্ট ২০১০ ১৪:৩৬462781
  • ঠিক ধরেছেন ! "সব ব্যাপারে তো তারা কখনই ষ্টেন্টমেন্ট দ্যান না , বাছিয়া বাছিয়া দ্যান" আর এটাই তো ওনাদের কোর বিজনেস পলিসি বা ট্রেড সিক্রেট :-)
  • SOB | 65.49.88.94 | ১৯ আগস্ট ২০১০ ১৪:৩৭462782
  • আইনত: attempt to murder-এ diary করা হলে অ্যারেস্ট করতে বাধ্য - ধরা সম্ভব হলে। এক্ষে্‌ত্‌র এই চার্জ আনাটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা (যদিও সেটা স্বাভাবিক)। এবং এই চার্জ আনা হলে আইনত: তাকে অ্যারেস্ট করতে পুলিশ বাধ্য।

    আমার প্রশ্নটা কতকটা অসীমবাবুর প্রশ্নের মত। রাজনৈতিক দলগুলো ফায়দা তোলার চেষ্টায় ব্যস্ত, কিন্তু বাকিরা? সিভিল সোসাইটি? মানবাধিকার সংগঠনগুলো? এদের মধ্যেও partisan attitude যদি এই পর্যায়ে পৌঁছে থাকে সেটা দু:খের।
  • quark | 202.141.148.99 | ১৯ আগস্ট ২০১০ ১৪:৪৩462783
  • "সব ব্যাপারে স্টেটমেন্ট নাই দিতে পারেন তাঁরা" - এইটা কি "মাওবাদীদের হিংসা নিয়ে ওনারা তো কিছু বলেন না" অথবা "রাষ্ট্রবিরোধীদের সন্ত্রাস নিয়ে কেন চুপ" এইগুলোর উত্তর?
  • quark | 202.141.148.99 | ১৯ আগস্ট ২০১০ ১৪:৪৮462784
  • আর হ্যাঁ, প্রথমবার গাড়ি চালানোয় ভুল ক'রে অন্য লেন এ ঢোকার জন্য পুলিশ ওকে ধরে কিন্তু ছেড়েও দেয়। তারপরেই আসে মুকুলবাবুর "হত্যার ষড়যন্ত্রের" এফ আই আর। তারপরেই আবার গ্রেপ্তার করা হয় তাকে। এখানে চার্জ আবার কী? চার্জ তো তদন্তের পরে।

    তা কার দোষ বেশী হ'ল? পুলিশের? নাকি .....
  • SOB | 65.49.88.94 | ১৯ আগস্ট ২০১০ ১৪:৫১462785
  • দু:খিত। আমি diary-তে আনা চার্জের কথা বলতে চেয়েছি। পুলিশের দেওয়া চার্জ নয়। বাকি essence-টা আপনার সাথে মেলে।
  • Raj | 202.79.203.59 | ১৯ আগস্ট ২০১০ ১৫:০৩462787
  • ঈশানের কি শুধু সেলিমের ভাষণটাই চোখে পড়েছে ;-) মুকুল-শুভেন্দুর নতুন করে এফ আই আর - দলীয় মুখপত্র পোতিদিনে হইচই কিচ্ছু চোখে পড়ে নি ?
  • PM | 115.108.252.81 | ১৯ আগস্ট ২০১০ ১৫:০৯462788
  • কল্লোল্‌দা আবার নতুন তথ্য দিলেন। আঅমি ছোটবেলা থেকে শুনে আর পড়ে এসেছি যে নাৎসী-রা রাইখ্‌স্‌ট্‌য়গ-এ অগুন ধরিয়ে "communist"দের নাম-এ চাপিয়ে দিয়েছিলো। বাকিরা কি সুনেছে?
  • Ishan | 122.248.182.16 | ১৯ আগস্ট ২০১০ ১৫:১১462789
  • প্রথমত: কথাটা কেন বললাম পরিষ্কার করে বলি। আমি শুধু প্র্যাকটিকালিটির কথা বলছি। ধরুন উত্তরবঙ্গের কোনো একটা থানায় পুলিশ কাউকে ঠেঙিয়েছে বলে অভিযোগ। সেখানে অপিডিআর এর কোনো লোক নেই। থাকলেও তারা হয়তো, কথার কথা কইছি, তিনবিঘাতে অন্য কোনো কাজে ব্যস্ত। সেটা ঐ সংগঠনের কাছে প্রায়োরিটির প্রশ্ন।

    এবার মাথাভাঙা থানায় কি হয়েছে, সেটা সরেজমিনে জেনে স্টেটমেন্ট দেওয়া, প্রকাশ করা সম্ভব নাই হতে পারে। এর বেশি কিছু না।

    দ্বিতীয়ত: পুলিশে ডায়রি খুব একটা জেনেরিক টার্ম। ওখানে অভিযোগ নথিভুক্ত করা হয়। তার পর কোন চার্জ দেওয়া হবে সেটা পুলিশ ঠিক করে। এই নিয়ে প্রচুর প্রচুর অভিযোগ থাকে। রাজনৈতিক চাপে বা অন্য কারণে পুলিশ চার্জ কমিয়ে দেয়। বা বাড়িয়ে ফাঁসিয়ে দেয়। এটা পুরোটাই পুলিশের কৃতিত্ব বা জাজমেন্ট। পুলিশ ডাইরি থেকে কিছু চার্জ দিতে "বাধ্য' নয় অ্যাজ সাচ।
  • quark | 202.141.148.99 | ১৯ আগস্ট ২০১০ ১৫:১২462790
  • আর যাঁরা এখন সেলিমকে পরামর্শ দিচ্ছেন "পার্টি বা সরকারকে চাপ" দিতে, সত্যি সত্যি তাই করলে তাঁরাই হয়তো বলতেন "কুখ্যাত খুনী, হত্যার ষড়যন্ত্রী ছাড়া পেয়ে গেলেন সিপিয়েম নেতার অঙ্গুলীহেলনে"।
  • Raj | 202.79.203.59 | ১৯ আগস্ট ২০১০ ১৫:২০462791
  • কোয়ার্ক একদম ঠিক বলেছেন , গুর্জন্তকে ছেড়ে দিলে যে কি আগুন জ্বলতো তা আর বলার অপেক্ষা রাখে না

    ঈশানের মাথাভাঙার উদাহরণটা বেশ , কিন্তু এই সুপার হাইলাইটেড মম-হত্যার ষড়যন্ত্র সম্বন্ধে এপিডিআর বা মাসুম ইত্যাদিরা যদি বলে মোরা ব্যস্ত ছিলুম তাই টের পাই নি , বক্তব্য নেই - তাইলে জানতে হবে সত্যিই তাদের মাথা ভাঙা :-)
  • quark | 202.141.148.99 | ১৯ আগস্ট ২০১০ ১৫:২১462792
  • তাইলে দাঁড়ালো লোকে নব দত্তের নির্দোষীতা (বাংলাটা ঠিক হ'ল?) সম্বন্ধে পুঙ্খাণুপুঙ্খ ভাবে জানে, কিন্তু গুর্জন্ত সিং এর কেসটা কিছুই জানে না, আর এতদিনে জানা সম্ভবও হয় নি - ঠিক কিনা?
  • kc | 194.126.37.76 | ১৯ আগস্ট ২০১০ ১৫:২৪462793
  • সে যাই বল, নব দত্তও কিন্তু জাতে উঠলেন এবার, অ্যারেষ্ট হয়ে। এতদিন কিরীটি রায় একাই ফাঁকা মাঠে খেলে যাচ্ছিলেন।
  • SOB | 65.49.88.94 | ১৯ আগস্ট ২০১০ ১৫:২৫462794
  • আমি সঠিক জানি না, আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন - কিন্তু যতদূর শুনেছি তাতে আমার ধারণা যে একজন সাধারণ লোকের করা FIR আর একজন MP/MLA-র করা FIR-এর মধ্যে ডিফারেন্স আছে। এবং সেটা অলিখিত কনভেনশন নয়।
  • dukhe | 122.160.114.85 | ১৯ আগস্ট ২০১০ ১৫:৩১462795
  • ঠিক । ভোটের এই হাল । কে কী বলবে - এই ভেবে সেলিম কোম্পানি ল্যাজেগোবরে । সুতরাং যত দোষ সুজাত ভদ্রের । লাও এবার ।
  • Ishan | 122.248.182.16 | ১৯ আগস্ট ২০১০ ১৫:৩৪462799
  • তা তো বলিনি। আমি জেনেরিক একটা উদাহরণ দিলাম। এই কেসে এপিডিআর ঠিক করেনি, আগেই তো বললাম।

    আর সেলিমকে আমি কোনো পরামর্শ দিইনি। ব্যাপারটার প্রাথমিক দায়িত্ব রাজ্য পুলিশের। সেটা অস্বীকার করে উনি জ্বালাময়ী লেকচার দিচ্ছেন। কাজের কাজ চাইলে অন্য কিছু করতে পারতেন স্মরণ করিয়ে দিলাম। আর কিছু না।
  • quark | 202.141.148.99 | ১৯ আগস্ট ২০১০ ১৫:৩৪462798
  • আজ্ঞে না। যা বল্লুম তার মানে, জ্ঞানে (নাকি অজ্ঞানে) সবই সেই "আমরা -ওরা"। স্বীকার করুন আর নাই করুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন