এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৩২৬৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 115.242.208.110 | ২১ আগস্ট ২০১০ ০৮:৫৫462933
  • সতেরোটা লরি পুড়ে গেলো। আবার একটা স্যা®¾ট্রা পিছলে গিয়ে কোথায় যেন ধাক্কা মারলো। ট্যা¾ট্রামাডোল কান্ডো। এই লক্ষ্য চক্ষু মিডিয়ার যুগে কোত্থাও টুঁ শব্দটি নেই।
    অবশ্য কার যেন কোটি টাকার বীমা। কাকে যেন তার বাবাই ধর্ষন করে খুন করেছে। সবই মায়া প্রপঞ্চময়। হাওয়ায় মিলিয়ে গেলো।
    এসব যে মিথ্যা - তা কি কেউ স্বীকার করবে?
    নাহ, ঐ যে কবি বলেছেন - কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে............ রাইখস্ট্যাগ রাইখস্ট্যাগ.........গোয়েবলস গোয়েবলস.........
  • kallol | 115.242.208.110 | ২১ আগস্ট ২০১০ ০৯:০০462934
  • এবারই শুরু হবে চম্পলা সর্দার ও অন্যান্য ঢপবাজীর কাহিনী।
    চোরের প্রতিবেশীর চুরিটা চুরি নয়! ওরটাও চুরি - এরটাও চুরি। এক চুরি অন্য চুরিকে মান্যতা দেয় না।
  • aka | 24.42.203.194 | ২১ আগস্ট ২০১০ ০৯:০৫462935
  • পুলিশ যদি সচক্ষে অপরাধ ঘটতে দেখে তাহলে তারজন্য ওয়ারেন্ট ইত্যাদি লাগে না। এখানে সচক্ষে কথাটা ইমপর্ট্যান্ট। এমনকি যদি কোন ব্যলকনিতে মারিয়ুয়ানা চাষ হতে দেখে তাহলে সেখানে সার্চ করতেও কোন ওয়ারেন্ট লাগবে না। কিন্তু টেকনলজি যেমন হিট ডিটেকটর ব্যবহার করে দেখা গেল কোন বাড়িতে খুব বেশি রকম হিট জেনারেটেড হচ্ছে মানে মারিয়ুয়ানা চাষ হতে পারে, তাহলে কিন্তু পুলিশ এই এভিডেন্সের বেসিসে সার্চ ওয়ারেন্ট কিংবা সার্চ কোনটাই করতে পারে না।

    এরসাথে কাউকে বাড়ি থেকে গ্রেফতার করার মধ্যে পার্থক্য আছে। সেক্ষেত্রে ওয়ারেন্ট মাস্ট। সাম্রাজ্যবাদী দেশে এই নিয়ম, দেশেও এর খুব কাছাকাছিই হবে।

    তবে ঐ আর কি, ব্যপারটা খুব গোলমেলে। মাওবাদীদের প্রতি ইন্টেলেকচুয়াল মহলের একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে যেমন অরুন্ধতী রায়। মাওবাদীরা বেআইনি দল। তাদের প্রতি সমর্থনও তাহলে বেআইনি হল। এবারে যদি পুলিশ এমন কাউকে বেআইনি ভাবে তুলে নিয়ে যায় তাহলে বলার কি কিছু আছে? নিজে বেআইনি কাজ করে চাড়ে পড়লে তখন রাষ্ট্রীয় ব্যবস্থার আইনের আড়ালে যাওয়ার চেষ্টাটা সুবিধাবাদী স্টান্স এর থেকে জঙ্গলে লড়াই করা বেটার। এর সাথে নবদত্তর ঘটনার কোন যোগসূত্র নাই, যাস্ট অন্য একটা দিক বললাম। নবদত্তর ক্ষেত্রে কি হয়েছে জানি না, কল্লোল-দার লেখাটা পড়া যাচ্ছে না।
  • aka | 24.42.203.194 | ২১ আগস্ট ২০১০ ০৯:১০462936
  • *স্বচক্ষে
  • a x | 99.54.68.147 | ২১ আগস্ট ২০১০ ০৯:১৯462937
  • আকা কি বলছ কে জানে! মাওবাদীদের সমর্থন বেআইনী কিনা ইত্যাদি তর্কে না গিয়েও যদি ধরি চোর চুরি করলে বেআইনী, তাই পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে উল্টো করে ঝুলিয়ে মুখে রক্ত তুলে দেয় তখন কিছু বলা যাবেনা?!!
    হ্যাঁ এরকমটাই হয়, ফ্যাসিস্ত সরকারে।
  • aka | 24.42.203.194 | ২১ আগস্ট ২০১০ ০৯:২৯462938
  • না তা বলি নি, শুধু তুলে নিয়ে গেলে খুব কিছু বলার নেই। মুখে রক্ত তুলে দিলে অবশ্যই বলার আছে। যেমন চুরির শাস্তি কয়েক মাস, কিন্তু খুনের শাস্তি ফাঁসিও হতে পারে। বললাম তো নব দত্তর ক্ষেত্রে কি হয়েছে জানি না।
  • nyara | 122.167.175.253 | ২১ আগস্ট ২০১০ ০৯:৩৩462939
  • আকার পেটে পানি বেশি পড়েছে মনে হচ্ছে।
  • pi | 72.83.80.105 | ২১ আগস্ট ২০১০ ০৯:৩৭462940
  • নব দত্তের গ্রেপ্তারের ক্রোনোলজি ও খুঁটিনাটি, নাগরিক মঞ্চ থেকে যা জানানো হয়েছে :

    1. Mr Naba Dutta, General Secretary of Nagarik Mancha, along with Ms Prajnaparamita Dutta Raychaudhuri, Mr Dipankar Majumdar and Mr Gautam Ghosh, all associated with our organization, had travelled to the Narayangarh BDO Office (155 km from Kolkata) in Belda Subdivision of West Medinipur, West Bengal on Tuesday, 17 August 2010.

    2. This team from Nagarik Mancha went there in solidarity with a hunger strike and a sit-in demonstration programme organized in front of the said BDO Office by the ‘Paschim Medinipur Lodha Shabar Kalyan Samiti’ (Lodhas and the Sabars are adivasis). This organization was agitating with a 14-point charter of demand which included a demand for rebuilding 11 hutments burnt down by politically motivated miscreants. Announcement about the demonstration had been made in a Press Conference at Medinipur Town on 12 August 2010 including the news about Naba Dutta’s forthcoming visit.

    3. Naba Dutta and others including Joydeb Singh (an activist with Paschim Medinipur Lodha Shabar Kalyan Samiti) headed towards Kolkata in their rented car (WB-02M-8565) just after 5pm. About 5 km from the venue a police car (WB-34N-0011) approached them and a plain clothed personnel (later identified as the OC, Belda PS) informed them that they were to follow the police car to Narayangarh PS.

    4. However when the police car ahead of them did not stop at the said Narayangarh PS, Naba Dutta and others, sensing trouble, started making calls to their contacts from their mobiles. By then there was another police car behind. Soon more plain clothed personnel came over to their car and confiscated the mobiles from the team members. When asked whether they were being taken into custody, the police gave ambiguous and contradictory answers.

    5. For the next two hours or so the ‘convoy’, in gathering darkness, kept moving aimlessly in and around Kharagpur Town and ultimately stopped at Sadatpur Investigation Centre under Kharagpur PS located on the Nimpura-Kalaikunda Chowmatha.

    6. At Sadatpur IC, Prajna, Dipankar, Gautam, Joydeb and Ashok (the driver) were ‘released’ after submission of PR Bond, while Naba Dutta was taken away towards Manikpur Beat House (a guest house) under Jhargram PS, about 45 km from Sadatpur IC in a police car (WB-34N-0011). Incidentally despite being asked for the police did not produce any warrant or arrest/custody memo.

    7. The remaining members of the team, after their ‘release’, drove to Manikpur Beat House, near Jhargram, but on reaching there were informed that Naba Dutta had been taken once again to Sadatpur IC and hence they drove back again.

    8. While traveling Naba Dutta demanded to be told as to what all this meant and whether the police had any charges against him. In response a personnel asked him what harm was being done and Naba Dutta “should be enjoying the car ride”.

    9. Finally on reaching Sadatpur IC, after 9.30pm the arrest memo was ‘prepared’ virtually in the presence of the accused. Naba Dutta was charged in connection with Jhargram PS Case No. 227/2009 under sections 121, 121A, 122, 123, 124A, 142, 147, 148, 149, 307, 323, 324, 325, 379, 436, 440, 447 of the Indian Penal Code and under sections 25, 26, 27 of the Arms Act.

    10. Hence in plain speak Naba Dutta was charged with: ‘Unlawful assembly’; ‘Rioting’; ‘Sedition/Conspiracy’; ‘Waging war’; ‘Collecting arms to wage war’; ‘Concealment with intent to wage war’; ‘Attempt to murder’; ‘Causing hurt/grievous hurt’; ‘Theft’; ‘Causing mischief by fire/explosive’; ‘Criminal trespass’; ‘Using/concealing prohibited arms’.

    11. Jhargram PS Case No. 227/2009 was concerned with an incident in which some temporary structures and vehicles belonging to Rashmi Cement, a sponge iron factory at Jitushole near Jhargram was burnt down on 18 December 2009 and the CPI (Maoist) publicly took responsibility and justified their action as a retaliation to the inaction of the West Bengal Government towards closing down this hugely polluting unit.

    12. Naba Dutta, ‘legally’ arrested after five hours of illegal detention, was then confined within the premise of the Sadatpur IC up to about 12 noon the next day that is, 18 August 2010. Subsequently, he was driven to Jhargram ACJM’s Court Lockup.

    13. Senior Advocate Sadhan Roychowdhury appeared on behalf of Naba Dutta along with a team of eminent lawyers.

    14. It was found that Naba Dutta’s name did not even appear in either the FIR or the Case Diary in connection with Jhargram PS Case No. 227/2009 in which he was said to be accused. We also came to know that as per police records Naba Dutta was not at Jhargram on that day but he was said to have hatched the plan regarding arson etc at the said Jitushole unit while at a public meeting, held two days back, in Salt Lake, Kolkata. This was obtained u/s 164 when two witnesses had stated the above fact in front of the Magistrate. This allegation actually refers to a day-long sit-in-demonstration in front of WBPCB Office at Salt Lake on Wednesday, 16 December 2009 between 10am and 4pmorganised by scores of organisations and initiatives including Nagarik Mancha besides eminent members of the citizenry. The single point programme was to demand for total withdrawal of permission for running sponge iron units with existing technology in the districts of West Midnapur, Bankura, Bardhaman and Purulia.

    15. Consequently Naba Dutta was granted interim bail by the Hon’ble Judge at the Jhargram ACJM Court at about 4pm, on Wednesday, 18 August 2010, almost 24 hours after being illegally detained by the police near Narayangarh.

  • aka | 24.42.203.194 | ২১ আগস্ট ২০১০ ০৯:৪৫462941
  • :))

    আরে না আজ বড্ড দেরি হয়েছে। কিন্তু কেন?

    একদিকে আণ্ডারগ্রাউন্ড পার্টিকে সমর্থন আর অন্যদিকে আইনি সুরক্ষা চাওয়া আমার মনে হয় অপারচুনিজম। এর থেকে মেরে গুঁড়িয়ে দেব অনেক বেশি 'এক্সাইটিং অ্যাণ্ড অ্যাট্রাকটিভ'। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মত।

    নবদত্তর ঘটনা পড়লাম, এক্ষেত্রে বলার কিছু নেই।
  • santanu | 82.112.6.2 | ২১ আগস্ট ২০১০ ০৯:৫৭462943
  • পুলিশের চাল চলন কিছুই বোঝা যায় না। বিকেল ৫ টা থেকে গাড়ি নিয়ে পেছনে পরে ছিলি আর সেই ওয়ারেন্ট লেখা হলো রাত ৯-৩০ টা র সময়। ওটা ৫ টার আগে লিখে পকেটে করে নিয়ে গেলেই তো আর illegal detention হোতো না।

    না কি ঐ ৪-৩০ ঘন্টা ধরে রাস্তায় ঘুরতে ঘুরতে ঠিক করছিল, কি কি চার্জ দেবে?
  • saikat | 180.215.99.33 | ২১ আগস্ট ২০১০ ১৩:০৫462944
  • হ্যাঁ, পুলিশ অপেক্ষা করছিল, ১৭-টা লরি পোড়ানোর ব্যপার নিয়ে কত জনের মাথা প্রক্ষালন করা গেছে তার খবর জানার জন্য। আর সেই খবর তাঁরা আরও কোথায় কোথায় ছড়াতে পারবেন সেটাও বোঝার জন্য।
  • Ishan | 115.117.234.17 | ২১ আগস্ট ২০১০ ১৭:২৬462945
  • পুলিশ যদি তিনোমুলের কড়ে আঙুলেই নাচবে তো সতেরোটা লরি ম্যানুফ্যাকচার করে কিকরে? নাকি ওটাও দিদির্ভাইরা করিয়েছে? :)

    আর মাইরি। চিরকাল যাদের পুলিশ অ্যারেস্ট করল, তাদের দোষ দিয়ে এসেছি অ্যারেস্টের জন্য। এখন দেখছি সরকারী পার্টির মুখপত্ররা বিরোধীদের দুষছেন একটা অ্যারেস্টের ঘটনায়। সইত্য সেলুকাস ...
  • dukhe | 117.194.231.195 | ২১ আগস্ট ২০১০ ২১:৩১462946
  • লরি পুড়েছে, z।অনতি পারো না ।
  • P | 217.162.211.123 | ২১ আগস্ট ২০১০ ২২:৪৫462947
  • প্ল্যান তো কবেই হয়ে গেছে। কাস্তে হাতুড়ি মার্কা সুপুরি বগলে নিয়ে দিদি কে গুড়ুম করার। গুরু জানে না বলে কি চন্ডাল রা জানে না?

    দাশুদা নাকি একবার ইশ্‌কুলে বলেছিল ২৫ টা কুকুর তাড়া করায় আসতে দেরী হয়েছে। কেউ দেখেনি বলেই কি ব্যাটা বেত খেল?
  • x | 64.255.180.229 | ২২ আগস্ট ২০১০ ০৮:২১462948
  • এত কথার কি আছে? Show that u care. Prove it. নব দত্তকে নিয়ে বলেছেন, বেশ করেছেন। লরি চালকের ক্ষেত্রে যেই দায়ী হয়ে থাক, তারও সম্ভবত মানবাধিকার আছে। তাকে নিয়ে অফিসিয়ালি কিছু (প্রশাসনকেই দোষ দিন) বলে দেখিয়ে দিন যে আপনারা মানবাধিকার নিয়ে চিন্তিত, মাইলেজ বা লাভ ক্ষতি নিয়ে নন।
  • y | 219.76.92.205 | ২২ আগস্ট ২০১০ ০৯:২০462949
  • মমতা একটি এনিগমা। এনিগমা-এনিগমাটি-এনিগমানুষ।
  • kallol | 115.242.225.107 | ২২ আগস্ট ২০১০ ০৯:৫৭462950
  • এক্স - তাই তো। এতো কথার কি আছে!!!!
    সরকারের বিরোধীতা করলে তুলে নিয়ে যাবো। এতো কথার কি আছে!!!!
    আর লরি চালক? কেস তো রাজ্য সরকারের হাতে। আজ তো রিপোর্টও দিয়েছেন ডিজি। গাড়ির ব্রেক ফেল করেছিলো। এবার ছেড়ে দিলেই হয়।
    কিন্তু লরি চালককে অ্যারেস্ট মেমো দেওয়া হয়েছে কি? ঐ ১১ দফা বিধি পালন করা হয়েছে কি? হয়ে থাকলে ভালো। তবে এমেলে-এম্পি-মন্ত্রীদের কেস তো, তাড়াহুড়োয় নাও করা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে গ্রেপ্তারটাই বেআইনী।
    সরকার তো সেই ফাঁক দিয়ে ওনাকে ছেড়ে দিতে পারতো। তা না। তৃণমূলের ভয়ে জামিন পেতেই আবার গ্রেপ্তার।
    অপদার্থ সরকার (সিপিএম) আর ধান্দাবাজ বিরোধী (তৃণমূল)। মিলেছে ভালো।
  • kallol | 115.242.225.107 | ২২ আগস্ট ২০১০ ১০:০১462951
  • তবে, যাই বলো - সতেরোটা লরি। ওহ। একবিংশ শতাব্দীর প্রথম দশকের তামাশা-ই-আলম।
  • x | 64.255.180.136 | ২২ আগস্ট ২০১০ ১০:১২462952
  • এটাই মাসুম বা এপিডিআর বা আর কাউকে দিয়ে অফিসিয়ালি বলিয়ে দেখিয়ে দিন যে ইউ কেয়ার। নইলে মাইলেজ ব্যাপারটাই বার বার উঠবে।
  • x | 64.255.180.39 | ২২ আগস্ট ২০১০ ১০:২৮462954
  • কোনো একটা কাগজে দেখলাম একটি পরিবহণ গবেষণা কেদ্র থেকে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের কাছে যওয়া হয়েছে। বাকি বড় বড় ওয়াচডগেরা সব চুপ। মাইলেজ নিয়ে তো চিন্তা থাকার কথা ছিলো না, প্রচুর পাবলিসিটি হত। তবে কি...
  • x | 64.255.180.39 | ২২ আগস্ট ২০১০ ১০:৩৩462955
  • তবে কল্লোল "এত কথার কি আছে" বাক্যবন্ধের মানে বুঝেছেন বলে মনে হল না।
  • Ishan | 59.161.146.126 | ২২ আগস্ট ২০১০ ১০:৫৮462956
  • অন দা আদার হ্যান্ড সিপিএমকে দিয়ে একবার বলিয়ে নিন, যে নব দত্তর অ্যারেস্টটা অন্যায়। নইলে চালুনি আর ছুঁচের গপ্পোটা বরবার উঠবে। আর লোকে খ্যাক খ্যাক করে হসবে।
  • Ishan | 59.161.146.126 | ২২ আগস্ট ২০১০ ১১:১৭462957
  • http://anandabazar-unicode.appspot.com/proxy?p=22south3.htm

    মন্ত্রী বলে যেন মাথা কিনে নিয়েছেন। এই নিরাপত্তাকর্মীদের হয়েও মানবাধিকার কমিশনে যাওয়া উচিত। কেউ কি যাবে?
  • nyara | 122.167.175.253 | ২২ আগস্ট ২০১০ ১১:৪৪462958
  • এটা আমারও প্রথমে মনে হয়েছিল, কিন্তু ভারতবর্ষের কেসটা অন্য। মনে পড়ে গেল, সেদিন এয়ারপোর্টের সিকিউরিটিতে দাঁড়িয়ে নোটিস পড়ছিলাম - সেখানে মন্ত্রী তো কোন ছাড় এমপি/এমএলএ-রাও সিকিউরিটি চেক থেকে এক্সেম্পট। এয়ারপোর্টেই এই হলে প্রাইভেট হোটেলে নির্ঘাত তাই হবে।

    তবে সূর্যবাবু কি নিজের আইডি দেখিয়েচিলেন না খালি মুখে, 'আমি মন্ত্রী' বলেই রেহাই চেয়েছিলেন। 'টেকনিকালি কারেক্ট না ইনকারেক্ট'?
  • x | 64.255.164.127 | ২২ আগস্ট ২০১০ ১২:০৮462959
  • ঈশানের এই intolerant statement আদতে allegation-টাকে মান্যতা দেয়। প্রায় সবসময়েই আপনাদের দেখলে কলেজের student politics মনে পড়ে - no responsibility, anti-establishment হলেই মোক্ষলাভ।

    এয়ারপোর্টের নোটিশের শেষ লাইনটা সবচেয়ে হাস্যকর।
  • Arpan | 122.252.231.14 | ২২ আগস্ট ২০১০ ১২:১৯462961
  • অ্যাল! পিছিয়ে পড়া করিনি। :-(
  • Ishan | 219.64.65.94 | ২২ আগস্ট ২০১০ ১২:৫১462962
  • অনেককে দেখলে আমার মুদির দোকানদারদের কথা মনে পড়ে। নির্লিপ্ত, নির্বিকল্প, যা চলে্‌ছ চলুক। :)

    সিকিউরিটি চেকিং বিষয়ক। ভারতে ভিআইপিদের সর্বত্র সিকিউরিটি চেকিং এ ছাড় দিতে হবে এই মর্মে কোনো আইন নেই। কোথাও কোনো সরকারি গইডলাইন থাকতে পারে, কিন্তু সেটা আইন নয়। বেসরকারি নিরাপত্তারক্ষীদের উপর প্রযোজ্যও নয়। ওঁরা যা করেছেন ঠিক করেছেন। সূর্যবাবু টেকনিকালি, মরালি, এথিকালি সমস্ত জায়গা থেকেই ভুল।

    অশোক মিত্র এক ১৯৭৭ পরবর্তী এক প্রবীণ মন্ত্রীর কথা লিখেছিলেন। যিনি প্রবীণ গণ আন্দোলনের নেতা। কিন্তু, অশোক মিত্র লিখেছিলেন, ভদ্রলোক মন্ত্রীসভার মিটিং এ আসতেন একজন বেয়ারাকে সঙ্গে নিয়ে। বেয়ারর হাতে ছিল একখানা ফাইল। ভদ্রলোক নিজে অনায়াসেই ফাইলটি নিতে পারতেন, কিন্তু, ঐ, মন্ত্রী হয়ে নিজের হাতে ফাইল বইব?

    এ বহুদিনের গপ্পো, তখন ফাইল বওয়ানোও কারো কারো চোখে লাগত। এখন অনেক জল গড়িয়েছে। ফাইল বওয়ানোতো দূরের কথা, সর্বত্র ভেরি ভেরি স্পেশাল ট্রিটমেন্ট না পেলে মন্ত্রীদের গোঁসা হয়। আজকের কালে অশোকবাবু এইসব বললে তাঁকে দেখেও ছাত্র আন্দোলন করার মতো অপরিণত, কেবল প্রতিষ্ঠানবিরোধী হলেই হয়, জাতীয় কথা মনে পড়ত নির্ঘাত। :)

    বাইদাওয়ে: নব দত্তকে অ্যারেস্ট করে পুলিশ বেশ করেছে, সিপিএম এইটা মনে করে তো? পোশ্নোটা এড়িয়ে যাবেন না কমরেডরা। :)
  • x | 64.255.180.214 | ২২ আগস্ট ২০১০ ১৩:১৯462963
  • না, অশোক মিত্রের কথায় মনে হয় না, তবে আপনাদের দেখে মনে হয়। কারণ আপনারাও সিপিয়েমের মতই পার্টিজান। যেমন আজ মাত্র তিনটে পোস্ট দেখে আমার গায়ে একটা লেবেল লাগালেন ধরে নিয়ে যে এই ব্যক্তি যখন মানবাধিকারিকদের আরো সমদৃষ্টির হতে বলছে, এ অবশ্যই নব দত্তের গ্রেফতারকে সমর্থন করে, মানে এ অবশ্যই সিপিয়েম।
  • Ishan | 115.117.250.29 | ২২ আগস্ট ২০১০ ১৩:২৫462965
  • এই জন্য কবি বলেছেন আপনি আচরি ধর্ম ইত্যাদি।

    কল্লোলবাবু সম্পর্কে আপনি লিখেছেন: "এটা মাসুম বা এপিডিআর বা আর কাউকে দিয়ে অফিসিয়ালি বলিয়ে দেখিয়ে দিন...'। অ্যাজ ইফ কল্লোলবাবু এপিডিআর ইত্যাদির ঠিকে নিয়ে বসে আছেন। এমনকি অফিসিয়ালি বলিয়ে দেখিয়ে দিতেও পারেন। :)

    আপনি এই স্ট্যাম্পিং গুলো উইথড্র করলে আমি আমার গুলোও করব। প্রমিজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন