এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৩২৬৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SOB | 208.110.73.34 | ১৯ আগস্ট ২০১০ ১৫:৩৪462796
  • হ্যাঁ এরা সব ব্যাপারে স্টেটমেন্ট নাই দিতে পারেন, তবে দেওয়া আর না দেওয়ার statistical distribution-টা খুবই skewed
  • quark | 202.141.148.99 | ১৯ আগস্ট ২০১০ ১৫:৩৫462800
  • এহে! পোস্টের মাঝে SOBর পোস্ট পড়ে গেল। আমার পোস্টটা @dukhe
  • Ishan | 122.248.182.16 | ১৯ আগস্ট ২০১০ ১৫:৩৬462801
  • স্ট্যাস্টিকাল ডিসট্রিবিউশটা যখন করেই ফেলেছেন, কাইন্ডলি একটু শেয়ার করবেন? আমার মতো আনপড় লোকেদের একটু সুবিধে হয়। আলপটকা মন্তব্য আর করতে হয়না। হাতে ডেটা থাকবে।
  • kallol | 124.124.93.205 | ১৯ আগস্ট ২০১০ ১৫:৪৬462802
  • পিএম - আমিও ছোটবেলা থেকে তাই শুনেছি। নাৎসীরা রাইখস্ট্যাগে আগুন লাগিয়ে কমিউনিষ্টদের নামে অপবাদ চাপিয়েছিলো।
    এখনো তাইই শুনছি। ঐ আগুন লাগানো আর কি। কখনো রাইখস্ট্যাগ কখনো লরি। কখনো কমিউনিষ্ট কখনো মানবাধিকার কর্মী।
    আশা করি আমার আগের পোস্টটা পড়তে এবার আর অসুবিধা হবে না।
    এর পর থেকে পোস্ট করলে - মানে বইও সাথে পোস্ট করবো।
  • aka | 24.42.203.194 | ১৯ আগস্ট ২০১০ ১৬:৪০462803
  • লরি ড্রাইভারটাকে না ধরে কনভয়ের পুলুশ গুলোকে তাড়াতে পারত। অনেক ভাবার চেষ্টা করলাম কনভয়েতে লরি ঢুকে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারা সম্ভব কি করে? মাতাল ড্রাইভার আর তস্য মাতাল পুলুশ না হলে সম্ভব নয়। মাতাল হয়ে গাড়ি চালানো অপরাধ তারজন্য শাস্তি পাওয়াই উচিত। আবার মাতাল হয়ে পুলুশ গিরি করাও অপরাধ তারজন্যও শাস্তি পাওয়া উচিত।

    তবে যারা এরজন্য খুনের অভিযোগ এনেছে তারা জোকার, তাদের দেখে হাসা উচিত, খ্যাক খ্যাক করে।
  • kallol | 124.124.93.205 | ১৯ আগস্ট ২০১০ ১৬:৪৯462804
  • আকার শেষ লাইনকে ক।
    খ্যাক খ্যাক খ্যাক...............
  • kc | 194.126.37.76 | ১৯ আগস্ট ২০১০ ১৬:৫৪462805
  • কল্লোলদার শেষ লাইনকে ক্ক।
    খ্যাক, খ্যাক, খ্যাক, খ্যাক ..............
  • Raj | 202.79.203.59 | ১৯ আগস্ট ২০১০ ১৬:৫৬462806
  • :OI :OI হাসলুম খ্যাক খ্যাক করে

    তবে আকাবাবু শের-ই-পঞ্জাব ধাবা মানে যেখানে ঘটনাটি ঘটেছে ওখানে রেলমন্ত্রী নির্দেশে হঠাৎ করে কনভয়টির থামে (মেয়র উবাচ)। লোকাল পুলিশ যা খেয়েই থাকুক তারাও জানত না এই হঠাৎ করে থামার কথা আর ঠিক সেই সময়ই পাশের লেন থেকে লিক হওয়া মোবিলে স্লিপ করে সর্দার গুর্জন্ত সিংয়ের লরিটি ঢুকে পরে । এই ঘটনাটি এইভাবে ডায়াগ্রাম করে তারানন্দ-২৪ ঘন্টা দেখিয়েছে ... তিনোমুলের কলতলা টিভি এখানে আসে না তাই দেখতে পাই নি তেনারা কি বলছেন
  • dukhe | 122.160.114.85 | ১৯ আগস্ট ২০১০ ১৭:০১462807
  • ইয়ে, খুনের অভিযোগ এখনো আনেনি, খুনের চেষ্টার অভিযোগ এনেছে !
  • Raj | 202.79.203.59 | ১৯ আগস্ট ২০১০ ১৭:০৩462810
  • অ খুনের চেষ্টা বুঝি ...

    যারা বলছে তারা হাফ জোকার , তাদের দেখে হাসাই উচিত না
  • dukhe | 122.160.114.85 | ১৯ আগস্ট ২০১০ ১৭:১৭462811
  • আহা, হাসবেন না কেন - হাসুন । মন ভালো থাকে । শরীর চাঙ্গা হয় । গানে আছে - হাসি হাসি পরব ফাঁসি । গীতায় বলেছে - হেসে নাও, দুদিন বৈ তো নয় । তবে আর খামোখা লোক দেখে হাসি বন্ধ করা কেন ?
  • PM | 115.118.193.101 | ১৯ আগস্ট ২০১০ ২১:১০462812
  • অল্লল্‌দা রাগ কর্বেন ন। উজতে ভুল হোয়েচিল
  • Ishan | 122.161.164.192 | ১৯ আগস্ট ২০১০ ২৩:০০462813
  • দুদিন পরে টিভির খপর দেখলাম।

    সিআইডি নাকি জামিন পাবার পরেই আবার গুজ্জর সিংকে গ্রেপ্তার করেছে (এটা অন্য ঘর থেকে শুনলাম কনফার্মড না)। পার্থ চাটুজ্যে তাই নিয়ে বললেন লরি ড্রাইভারকে না ঝুলিয়ে কনভয়ে যারা লরি ঢুকতে দিয়েছিল তাদের আড়াল করা হচ্ছে কেন? চোরকেই দারোগার পার্ট দিয়েছে এরকম কি একটা বল্লেন। সেই শুনে সিপিএমের একজন (বোধহয় সেলিম) বল্লেন অতই যদি অবিশ্বাস তো টিমসি সিবিআইকে ডাকছেনা কেন? পার্থ সব শুনে টুনে বল্লেন তদন্তের নামে ঘন্টা সিপিএম এই নিয়ে প্রাদেশিকতা করছে।

    (এই সিকোয়েন্সটা টিভিতে যেমন দেখাল, তেমন লিখলাম। আর ডায়ালগগুলো ভাবানুবাদ)।
  • Ishan | 122.161.164.192 | ১৯ আগস্ট ২০১০ ২৩:০৪462814
  • ওদিকে কালভার্টের নিচে ল্যান্ডমাইন রেখে গিয়েছিল মাওবাদীরা। পুলিশ ল্যান্ডমাইন খুঁজে পেয়ে নিজেদের উদ্যোগেই মাইন ফাটিয়ে কালভার্ট উড়িয়ে দিল। :)
  • pi | 72.83.80.105 | ২০ আগস্ট ২০১০ ০৮:২২462815
  • ঝাড়গ্রামের এই স্পঞ্জ কারখানা নিয়ে নব দত্ত রা আন্দোলন করছিলেন তো ?

    http://sites.google.com/site/songbadmanthan/1april2009one

    http://sites.google.com/site/songbadmanthan/16may2010six


    তা, এই দূষণ, তা নিয়ে রাজ্য পরিবেশ দপ্তরের চরম ঔদাসিন্য, এগুলো নিএ রাজদীপের কী মনে হয় ?
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১০:১৭462816
  • না না, এসব নিয়ে প্রশ্ন করা যাবে না।
    দূষণ আবার কি! শিল্প গড়তে গেলে ওরম এট্টু হবেই। বহুকাল আগে শ্রদ্ধেয় টেনিদা ঝাউবাংলোর রহস্যতে বলেছিলেন - 'টাইম টেবিল? ও তো রেল কোম্পানীর ছাপা হাসির বই'। আজ তিনি আমাদের মধ্যে নেই। পটলডাঙ্গা ছেড়ে কাহাঁ কাহাঁ মুল্লুকে পাড়ি দিয়েছেন। তিনি থাকলে হয়তো বলতেন - রাজ্য পরিবেশ দপ্তর? ও তো রাজ্য সরকারের প্রযোজিত হাসির নাটক।
  • SOB | 65.49.88.94 | ২০ আগস্ট ২০১০ ১০:৩০462817
  • ওকে - ধরে নেওয়া যাক পলিউশানের ব্যাপার আছে। সেক্ষেত্রেও লরি পোড়ানো ইত্যাদি vandalism (যদি allegation-টা সত্যি হয়ে থাকে) কিভাবে সমর্থনযোগ্য? Allegation-টা সত্যি কিনা সেটা প্রমাণসাপেক্ষ, কিন্তু আপনাদের দাবি অনুযায়ী allegation-গুলো মিথ্যে সেটাই বা কেন সবাইকে মেনে নিতে হবে?
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১০:৩৭462818
  • দূষণের প্রতিবাদ নিশ্চই হওয়া উচিত এবং রাজ্য বা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের সমস্ত ঘুঘুর বাসা ভাঙাটা অবশ্যকর্ত্তব্য

    কিন্তু তার প্রতিবাদ কি এইভাবে হবে ১৭টি লরি পুড়িয়ে দিয়ে ?? এরপর যদি তেনার নামে এফ আই আর হয় গ্রেপ্তারও করা যাবে না ? সেলিব্রিটি অন্দোলনকারি বলে !

    আর কল্লোলদা আমি অন্তত: কোথাও বলি নি যে দূষণ নিয়ে প্রতিবাদ করা যাবে না বা প্রশ্ন করা যাবে না , কাজেই আমার হয়ে উত্তরটা দেওয়ার দায়িত্বটা না নিলেই খুশী হবো । ভালো থাকবেন :-)
  • nyara | 203.110.238.17 | ২০ আগস্ট ২০১০ ১০:৫৩462819
  • প্রথমত: ভারতীয় পিনাল কোডে ধরা হয় not guilty unless proven otherwise। কাজেই অ্যালিগেশন প্রমাণিত না হওয়া অব্দি সেগুলো মিথ্যে ধরে নিতে হবে।

    দ্বিতীয়ত: সিপিয়েমের চ্যালা-চামুন্ডা যখন বাস-ট্রাম-লরি পুড়িয়ে প্রতিবাদের বিরুদ্ধে মুখে খোলেন তখন তাদের বলতে ইচ্ছে করে, ইতিহাস পড়ুন কমরেড। যদিও এ নয় যে গেলকাল সিপিয়েম যে ভুল করেছে, আজকে অন্যেরা সেই ভুল করলে সেটা জাস্টিফায়েড হয়ে যায়। বক্তব্য এটাই যে বিরোধী হিসেবে বাস-ট্রাম পোড়ানো সিপিয়েম ও বামপন্থীরা দীর্ঘদিন করেছে। আজ যদি তার প্রতিবাদ করে, তাহলে তাদের এই অঙ্গীকার করা উচিত যে যদি কোনদিন তারা বিরোধীপক্ষ হয়, তারা আর এই পথ নেবে না।
  • saikat | 202.54.74.119 | ২০ আগস্ট ২০১০ ১০:৫৭462821
  • কিন্তু মানে নব বাবুকে গ্রেপ্তার করা হোল কেন? ১৭-টা লরি পোড়ানোর জন্য? কারণটা কী?

    TOI-তে দেখলাম Dutta has been charged with sedition and other charges under the IPC and arms act.

    মানে এই সব চার্জ কী ঐ লরিগুলো পোড়ানোর জন্য?
  • a x | 99.54.68.147 | ২০ আগস্ট ২০১০ ১১:০০462822
  • লিমিটলেস বালখিল্যপনা। সিপিএম ও তাদের সমর্থকদের কাছে পুলিশ হঠাৎ ভগবান হয়ে গেছে। নব দত্তর কেস শুনে জজ পর্যন্ত হেসে ফেলেছেন। যেসময় লড়ি পোড়ানো হয় সেসময় ঝাড়গ্রামের ধারে কাছে ছিলেন না নব দত্ত। ভদ্রলোক গত তিরিশ বছর ধরে এই ধরণের কাজ করছেন - নাগরিক মঞ্চ গত ২০ বছর ধরে চলছে। পরিবেশ ও লেবার সংক্রান্ত বেআইনী কাজকম্মর ওপরে অনেক তদন্তমূলক রিপোর্ট বার করেছেন এরা। স্বাভাবিক ভাবে অনেকেরই বিরাগের কারণ।

    আজ হঠাৎ কল্লোলদাকে কোনো কারণে উঠিয়ে নিয়ে গেলে কেউ যদি বলে উঠিয়েছে তো কি হয়েছে, অভিযোগ মিথ্যে হলে ছেড়ে দেবে, এ আর এমন কি ব্যাপার, সেটা যেমন অদ্ভূত শোনাবে এটাও তেমন। সিরিয়াসলি আর সহ্য হয়না। একটা এমার্জেন্সি চলছে দেশে, যাকে পারছে তুলে নিয়ে যাচ্ছে। নব দত্ত বলে তাও নামটা শুনলেন, এরকম নাম না জানা, কোনো রকম সাহায্য ছাড়া কত লোক হ্যারাসড হচ্ছে তার কোনো ইয়ত্তা নেই।

    যেমন খুশি স্ল্যান্ডারিং চলছে। সুজাত ভদ্র বেআইনী ভাবে বাড়ি দখল করে রেখেছে এই গল্পটা চালানোর চেষ্টা হচ্ছে। এখানেই কল্লোলদা লিখেছেন আরো কেউ কেউ লিখেছে বাড়িটা কবে থেকে কিভাবে আছে। বাড়িটা APDR ব্যাবহার করে, সুজাত ভদ্র ভাড়াটে না। সুজাত বাবু তৃণমূলের দিকে ঝুঁকতেই পারেন, সেই পক্ষপাতে তাকে দোষী করা এক কিন্তু এই মিথ্যে প্রচার চালিয়েই যাওয়াটা স্রেফ নিজেদের দেউলিয়াপনা চাড়া কিছু না। এগুলোই নাকি রাজনৈতিক মোকাবিলা!
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১১:০২462823
  • ঐ ত্তো, রেগে গেলে ভাই। যাক কি করা, আমিও তো রেগে যাই মাঝে মাঝে।
    হ্যাঁ, আগুন লাগানো। সতেরোটা লরিতে আগুন লাগলে খবর হতো। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে ঘটলে। কোথাও খবরটা চোখে পড়েছে কি?
    কটা পোস্ট আগেই পাই দুটো লিংক দিয়েছে। তাতেও আগুন লাগানোর ঘটনা আছে। সেটা কারখানায় আগুন। তার জন্য দূষণ বিরোধী আন্দোলনের নেতা উপাংশু মাহাতোকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহীতার মামলা দেওয়া হয়েছে। আগুন লাগানোর মামলা দেওয়া হয় নি।
    রাইখস্ট্যাগ আজও ঘটে - শুধু আভিযোগকরী-অভিযুক্ত পাল্টে পাল্টে যায়। রাজনৈতিক কেসে পুলিশ কি ভাবে মামলা দায়ের করে তার সামান্যতম জ্ঞান থাকলে এনিয়ে কথাই বলতেন না।
    ঐ তো হাতের কাছে গুর্জন্ত আছেন। ওঁকে 'হত্যার চেষ্টা' মামলায় জড়ানো হয়েছে এমএলএ এমপিদের চাপে। এ ব্যাপারে সব দলই সমান।

  • SOB | 65.49.88.94 | ২০ আগস্ট ২০১০ ১১:০৩462824
  • nyara - FIR হলে কি আগে সেটা প্রমাণ করা হয়? তাহলে "প্রমাণিত' হওয়ার আগে কাউকেই arrest করার কথা নয়।
  • a x | 99.54.68.147 | ২০ আগস্ট ২০১০ ১১:০৪462825
  • সম্পূর্ণ মিথ্যে FIR দায়ের করলে কি হয় সেটাও জানান না একটু!
  • SOB | 65.49.88.94 | ২০ আগস্ট ২০১০ ১১:০৬462828
  • FIR-টা মিথ্যে সেটা কি করে জানা যায়? সেটাও তো প্রমাণ করতে হয়। নাকি আপনরা বলছেন বলেই সেটা মিথ্যে মেনে নিতে হবে?
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১১:০৬462827
  • আর হ্যাঁ। প্রতিবাদটা গ্রেপ্তারের পদ্ধতি নিয়ে। আন্দোলন করতে গেলে গ্রেপ্তার হতে হবে। মিথ্যা মামলা হবে - এ সব তো কবে থেকেই চালু। আমরা মুক্তি দাবী করব। জামিন হবে। মামলাও চলতে চলতে কবে একটা ফুস হয়ে যাবে। কেউ জানতেও পারবে না।
    গ্রেপ্তারের পদ্ধতি - কমরেড। যেটা মেনে চলতে পুলিশ বাধ্য।
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১১:০৬462826
  • বিরোধী পক্ষে গিয়ে যদি চাড্ডি ট্রাম-বাস পোড়ায়ও তাপ্পর গ্রেপ্তারও হোক , জেলে পচুক - কোনও ক্ষতি নেই

    কিন্তু ছলে বলে বা কৌশলে গ্রেপ্তার হওয়ার পর ন্যাকাসুরে নাকি কান্না মানে পিটিশন-টিটিশন -অ্যামনেস্টি-জামাইষষ্ঠী না করে আইনী লড়াই করুক কোর্টে বিচার হক এইসব .... ঠিক সুহৃদ দত্তর যেমন হচ্ছে

    আর বেআইনি বাড়িদখল নিয়ে কল্লোলদা লিখেছেন বলেই সেটা সত্যি বলে ভাবার কোনও কারণ তো দেখছি না
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১১:০৭462829
  • রাজদীপ আমায় মিথেবাদী বল্লে :-(((
    আমি একটুও রাগ করবো না। কিন্তু পোচোন্ডো দুক্ষু পাবো।
  • a x | 99.54.68.147 | ২০ আগস্ট ২০১০ ১১:০৯462830
  • ধুর মশাই, নব দত্ত কে ছেড়ে দিয়েছে, কেননা তিনি ঐ সময় ঐ এলাকাতেই ছিলেন না। এটা আমার "মত" না। এটা ঘটনা।

    তো এবার কি এটা মিথ্যে, নাকি এটাও ছত্রধরের কোটি টাকার বীমা, অরুন্ধতী, মেধা, হিমাংশু এনারা গৌতমের খুনের সাথে যুক্ত ইত্যাদির মত ইউনিভার্সাল ট্রুথ?
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১১:১০462832
  • আপাতত: ব্রেকিং নিউজটাও থাক

    মা-মা-মায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে নিউক-লায়াবিলিটি বিল - এম পি দের স্যালারি হাইক ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়ে গ্যালো

    http://news.rediff.com/report/2010/aug/20/cabinet-approves-nuclear-liability-bill.htm
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন