এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৩২৬৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 202.141.148.99 | ২০ আগস্ট ২০১০ ১৫:২২462899
  • আমার আগের পোস্টের শেষে ঐ লাইনটা জুড়ে নিন - "শুধু নব দত্তের গ্রেপ্তারের পদ্ধতি বাদে"।
  • nyara | 203.110.238.16 | ২০ আগস্ট ২০১০ ১৫:২৬462900
  • আর যৌথবাহিনীর সঙ্গে হার্মাদদলের 'দশে মিলে করি কাজ'? রাজ্যপালের রিপোর্ট না কিসে যেন আছে?
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১৫:২৭462901
  • কোয়ার্ক - এই ভাবে যা কেউ বলেনি তা তাদের মুখে বসিয়ে দিলে রাজদীপকে বলে দেবো।
    কে কোথায় বলেছে হত্যা চেষ্টা-র মামলা রুজু করা, দ্বিতীয়বার গুর্জন্তকে ধরা - এগুলো 'টেকনিকালি কারেক্ট'??
    কোন পোস্টে?

  • Arpan | 122.252.231.14 | ২০ আগস্ট ২০১০ ১৫:২৮462902
  • হার্মাদদল মিশেছে বলেই তো তার নাম যৌথবাহিনী।
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১৫:২৯462903
  • সুহৃদ দত্তর গ্রেপ্তার পদ্ধতিও তো ভুলে ভরা । উনি সেইদিন বা আগের দিন সিঙ্গুরের টাটার সাইটেই ছিলেন না , সিবিআই জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠিয়ে বাড়ির লোককে না জানিয়ে দড়াম করে গ্রেপ্তার করে।

    যাষ্ট এফ ওয়াই আই
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১৫:৩০462904
  • শুধু নব দত্ত কেন, গুর্জন্তর গ্রেপ্তারও হয়তো পদ্ধতিগতভাবে ঠিক নয়। ওঁকে অ্যারেস্ট মেমো দেওয়া হয়েছে কি ?
    সাধারনত: প:ব:'র পুলিশ এসব পদ্ধতি টদ্ধতি মানে না।

  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১৫:৩২462905
  • যদি সুহৃদ দত্তকে অ্যারেস্ট মেমো না দেওয়া হয়ে থাকে তাহলে নিশ্চই ভুল পদ্ধতিতে গ্রেপ্তার। দায়ি প:ব: পুলুশ।
  • quark | 202.141.148.99 | ২০ আগস্ট ২০১০ ১৫:৩৩462906
  • ইকিরে! আমি যদি মনে করি কেউ আমার মা, থুড়ি দলনেত্রীকে খুনের চেষ্টা করেছে (তার গাড়ি যখন সামনের গাড়িতে গোঁত্তা দিয়েছে, সামনের গাড়ি যখন পেছনের নেত্রীর গাড়িতে গোঁত্তা দিয়েছে) আমি থানায় অভিযোগ কত্তে পারব না? টেকনিক্যালি ইনকরেক্ট? পুলিশ এমপির অভিযোগ পেয়েও অভিযুক্তকে গ্রেপ্তার করবে না? টেকনিক্যালি ইনকরেক্ট?
  • quark | 202.141.148.99 | ২০ আগস্ট ২০১০ ১৫:৩৪462907
  • আর শুধু দলনেত্রী নয়, কেন্দ্রীয় মন্ত্রী।
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১৫:৩৯462909
  • বেশ করেছে মিশেছে । একপক্ষ শুধু নানাজনের সাথে স্ট্রাটেজিক অ্যালায়েন্স করে রোজরোজ মারবে - মা-দিদিকে শুদ্ধু পুড়িয়ে দেবে আর অন্যপক্ষ কি শুধু মরবে বলে এসেছে ? গত দু বছরে ৪০০ র বেশি মানুষ সিপিয়েম করার অপরাধে শুধু জঙ্গলমহলে মরেছে ।

    বাঁচবার জন্য যদি যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে শত্রুকে আক্রমণ করে বেশ করেছে .... আরও করুক
  • dukhe | 122.160.114.85 | ২০ আগস্ট ২০১০ ১৫:৪৫462910
  • করুক করুক - যদ্দিন না সব তিনোমুল নিকেশ হচ্ছে ।
    অসীম সময় আছে, বসুধা বিপুল ।
  • quark | 202.141.148.99 | ২০ আগস্ট ২০১০ ১৫:৪৬462911
  • রাজ, মেনে নিলাম না।
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১৫:৫১462914
  • ফেয়ার এনাফ

    আমার কথা ছিল তাইলে রোজ রাত্তিরে কাউকে না কাউকে জঙগলে বেঁধে নিয়ে গিয়ে মারা - মা- দিদিকে শুদ্ধু পোড়ানো - মৃতদেহ সাতদিন দাহ করতে না দেওয়া যখন একদল করে যাচ্ছে তখন অন্যপক্ষের লোকের নিজের অস্তিত্ব্রক্ষার উপায়টা কি ?

    যৌথবাহিনীকে সাহায্য করাটা বাঁচবার তাগিদে ঠিকই আছে
  • saikat | 202.54.74.119 | ২০ আগস্ট ২০১০ ১৫:৫১462913
  • মার মার।।

    "রাজনৈতিক মোকাবিলা' না কি একটা সুভাষিতাবলী বেরোত নেতাদের মুখ থেকে, সে সব করতে গেলে তো আবার খ্যামতা লাগে।

    সময় কোথা, শিল্পায়ন আর তিনোমূলের সাথে কূটকচালী করতেই তো সময় শেষ।

    আর মরবে তো ক্যাডাররা। নেতাদের তো পাটভাঙা ধুতি।
  • quark | 202.141.148.99 | ২০ আগস্ট ২০১০ ১৫:৫১462912
  • এই দেখুন, যখন সুহৃদ দত্ত ধরা পড়ে তখন প্রচুর লোকে বলল এতদিনে দেশে আইনের শাসন এল, সিপিয়েমের লোক ধরা পড়ল। আর এখন কেউ কেউ বলছেন অ্যারেস্ট মেমো দেওয়া হয় নি বুঝি, তাহলে "টেকনিক্যালি ইনকরেক্ট"।

    তাহলে সব অ্যারেস্টের টেকনিক্যালিটি দেখে তবেই মন্তব্য, প্রতিবাদ, পিটিশন এইসবে যাওয়া ভালো। আর যদি যেতেই হয়, সবার জন্যে গেলেই তো ভালো। আমি এর "টেকনিক্যালিটি" দেখলুম, তুমি ওরটা দেখো গিয়ে, এরকম কেন?
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১৬:০১462915
  • ধরা যার একজন অপরাধীকে পুলিশ হাতেনাতে ধরলো। কিন্তু নীচের ১১ দফা বিধির মধ্যে ১টা বিধিও যদি পালন করতে না পারে, তাহলেও গ্রেপ্তারটা বেআইনী। এটা দেশের আইন।

    On December 18, 1996 in D.K. Basu Versus State of West Bengal (1997 (1) SCC 416), this court laid down
    certain basic "requirements" to be followed in all cases of arrest or detention till legal provisions are made in
    that behalf as a measure to prevent custodial violence. The requirements read as follows.
    "1. The police personnel carrying out the arrest and handling the interrogation of the arrestee should bear
    accurate, visible and clear identification and name clear identification and name tags with their designations.
    The particulars of all such police personnel who handle interrogation of the arrestee must be recorded in a
    register.
    arrest and such memo shall be attested by at least one witness, who may either be a member of the family of
    the arrestee or a respectable person of the locality from where the arrest is made. It shall also be countersigned
    by the arrestee and shall contain the time and date of arrest.
    3. A person who has been arrested or detained and is being held in custody in a police station or interrogation
    centre or other lock- up, shall be entitled to have one friend or relative or other person know to him or having
    interest in his welfare being informed, as soon as practicable, that he has been arrested and is being detained at
    the particular place, unless the attesting witness of the memo of arrest is himself such a friend or a relative of
    the arrestee.
    4. The time, place of arrest and venue of custody of an arrestee must be notified by the police where the next
    friend or relative of the arrestee lives outside the district or town through the Legal Aid Organisation in the
    District and the police station of the area concerned telegraphically within a period of 8 to 12 hours after the
    arrest.
    5. The person arrested must be made aware of this right to have someone informed of his arrest or detention as
    soon as he is put under arrest or is detained.
    6. An entry must be made in the diary at the place of detention regarding the arrest of the person which shall
    also disclose the name of the next fried of the person who has been informed of the arrest and the names and
    particulars of the police officials in whose custody the arrestee is.
    7. The arrestee should, where he so requests, be also examined at the time of his arrest and major and minor
    injuries, if any present on his/her body, must be recorded at that time. The "Inspection Memo" must be signed
    both by the arrestee and the police officer effecting the arrest and its copy provided to the arrestee and the
    police officer effecting the arrest and its copy provided to the arrestee.
    8. The arrestee should be subjected to medical examination by a trained doctor every 48 hours during his
    detention in custody by a doctor on the panel of approved doctors appointed by Director, Health Services of
    the State or Union Territory concerned. Director, Health Services should prepare such a penal for all tehsils
    and districts as well.
    9. Copies of all the documents including the memo of arrest, referred to above, should be sent to the Illega
    Magistrate for his record.
    10. The arrestee may be permitted to meet his lawyer during interrogation, though not throughout the
    interrogation.
    11. A police control room could be provided at all district and State headquarters, where information
    regarding the arrest and the place of custody of the arrestee shall be communicated by the officer causing the
    arrest, within 12 hours of effecting the arrest and at the police control room it should be displayed on a
    conspicuous notice board."


  • de | 59.163.30.4 | ২০ আগস্ট ২০১০ ১৬:০৯462916
  • এতো ক্লজ ফুলফিল করে আমাদের দেশের পুলিশ ধরে লোককে? অসম্ভব! একেবারে পাতি সাধারণ যেসব লোককে অনেক উল্টোপাল্টা চার্জে অ্যারেস্ট করা হয় -- তারা তো এসবের কিছুই জানে না!

    কিন্তু এর মধ্যে একটা/একের বেশীও ফুলফিল না হলে --তাহলে কি জামিন পেতে বেশী সুবিধা হয়?
  • dukhe | 122.160.114.85 | ২০ আগস্ট ২০১০ ১৬:১৫462917
  • কী দিনকাল পড়ল ! সিপিয়েম ক্যালাবে, তার জন্য আবার কৈফিয়্‌ৎ দিতে হয় !
    আরে ছো: ! দমদম দাওয়াই অমর রহে ।
  • Arpan | 112.133.206.21 | ২০ আগস্ট ২০১০ ১৬:২০462918
  • ভালো কথা। তাহলে আর সিপিয়েমের হাতে মার খেয়ে ঘাসফুলের লোকেরা মাওবাদীদের হাত ধরলে আর দোষের কী হল? (অবশ্য কেশপুরেও কারা যেন মাওবাদীদের গোলাবারুদ দিয়েছিল সে কথা আপাতত উহ্য থাক)
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১৬:২৬462921
  • জামিন-টামিনের প্রশ্নই নেই। গ্রেপ্তারটাই বেআইনী।
    এতো কিছু মেনেই গ্রেপ্তার করতে হবে, এটাই আইন। নাহলে আরও ভীখারী পাশোয়ান, আরও সরোজ দত্ত হবে। আইন রাষ্ট্রই বানিয়েছে, কোন মানবাধিকার সংগঠন নয়। হ্যাঁ, মানবাধিকার সংগঠনগুলো এটার জন্য লড়াই করছে সেই ৭২/৭৩ সাল থেকে - সারা দেশ জুড়ে। এই আইন তারই ফলশ্রুতি।
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১৬:৩৭462922
  • দেখলে মনে হয় এতো কিছু! পড়ে দেখুন ১ থেকে ৬ নং বিধি গ্রেপ্তারের সময়েই বা তাকে থানায় নিয়ে এলেই পুরো করা যায়।
    ৭ নং - ডাক্তার দিয়ে পরীক্ষা করানো - থানায় ঢোকার আগে যেকোন সরকারী হাসপাতাল থেকে করিয়ে নেওয়া যায়।
    ৮ - ৪৮ ঘন্টায় একবার ডাক্তারী পরীক্ষা করানো - খুব ঝামেলার নয়।
    বাকিগুলো তো প্রশাসনিক কাজ।
  • de | 59.163.30.4 | ২০ আগস্ট ২০১০ ১৬:৪৫462923
  • বুঝলাম, কল্লোলদা!

    কিন্তু যদি এর একটাও না মানা হয় -- সে ব্যাপারে কে সাক্ষী দেবে? অর্থাৎ পুলিশ বা যাকে গ্রেপ্তার করা হলো দুজনের যেকোন পক্ষই মিথ্যা বলতে পারে। পুলিশের পক্ষে এগুলো ম্যানিপুলেট করাও কোন ব্যাপার না!
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১৭:০৩462924
  • খুব একটা ম্যানিপুলেট করা যাবে না, এমনভাবেই করা হয়েছে। লক্ষ্য করো, প্রায় সব ক্ষেত্রেই একটা তৃতীয় পক্ষ আছে।
    তারপরেও - কোন আইন কোন প্রসেসই পুরো নিশ্ছিদ্র নয়। তবু যতোটা পাওয়া যায়। যতটা ক্ষমতার স্বেচ্ছাচারকে খর্ব করা যায়।
  • de | 59.163.30.4 | ২০ আগস্ট ২০১০ ১৭:১৫462925
  • তা ঠিক! তবু এতোখানি পাওয়াও খুব কম নয়!

    থ্যাংকু আপনাকে, এই পয়েন্টস গুলোর জন্য ।
  • a x | 143.111.22.23 | ২০ আগস্ট ২০১০ ২২:১৫462926
  • খুব সোজা একটা জিনিস। একটা লোককে অ্যারেস্ট করতে হলে একটা মেমো বা ওয়ারেন্ট লাগে। যখন তাকে পুলিশের কোড মেনে, ওয়ারেন্ট দেওয়া হল এবং গ্রেফতার করা হল সেটা আইনী। যখন তাকে তুলে নিয়ে যাওয়া হল এবং কিছু দিন বা ঘন্টা বাদে মেমো/ওয়ারেন্ট দেওয়া হল, সেটা বেআইনী। এই ইন্টেরিম পিরিয়ডটা সম্পূর্ণ বেআইনী আটক। এই সময়টা পুলিশ ব্যবহার করে চাপ দিয়ে স্বীকারোক্তি বার করতে, স্বল্প পরিচিত বা সামাজিক ভাবে দুর্বল যারা তাদের ওপর অকথ্য অত্যাচার চালাতে। হালে ছত্তিসগড় থেকে এই প:ব:'এ এটা র‌্যাম্পান্টলি চলছে। নব দত্তকে পুলিশ প্লেন পোষাকে তোলে, কোথায় কেন নিয়ে যাচ্ছে সে সম্বন্ধে কিছুই বলেনা এবং ঘন্টা চারেক বাদে, তারই সামনে মেমো তৈরি করে তাকে দেয়।

    গুর্জন্ত সিংএর ব্যাপারের সাথে এটার তফাৎ আছে। ভদ্রলোক বুদ্ধদেবের কনভয়ের সামনে এলে এদ্দিনে কি হত কে জানে! কেন্দ্রীয় মন্ত্রীর z ক্যাটেগরির সুরক্ষা। তার কনভয়ে যখন তখন লরী এসে পড়তে পারেনা। এই নিয়ম বা কানুন নিয়ে অসুবিধে থাকতে পারে, কিন্তু এটাই ঘটনা। মোবাইলে স্লিপ করে একটা লরী এক লেন থেকে আরেক লেনে এসে ধাক্কা দিল, এটাও " এ আর এমন কি ব্যাপার" এরকম না। খুবই খারাপ দুর্ঘটনা, সেটা মমতাই হোক, বুদ্ধই হোক, বা আমি আপনিই হই, হতেই পারত। এটার গুরুত্ব অনেক বেশি, এবং তদন্ত প্রয়োজন। এখানে বহু মানুষের চোখের সামনেই একটা ঘটনা ঘটেছে, সেটা গট-আপ কেস না। তারজন্য ভদ্রলোককে জেরা করাও প্রয়োজন। মমতার "গেলো গেলো আমাকে খুন করল" অপ্রয়োজন। জেরা করে কিছু না পাওয়া গেলে শুধু রাজনৈতিক পেশী প্রদর্শনের কারণে আবার গ্রেফতার করলে সেটা প্রশাসনের এবং পেশী প্রদর্শন দুজনেরই দোষ। কিন্তু মমতা/শুভেন্দু কি তাইলে বামফ্রন্ট প্রশাসনকে কড়ে আঙ্গুলের ডগায় নাচাচ্ছে? এটাই তাহলে স্বীকার করে নিন।
  • a x | 143.111.22.23 | ২০ আগস্ট ২০১০ ২২:২০462927
  • কল্লোলদা, চোখের সামনে কিছু ঘটলেও কিঅ্যারেস্ট মেমো দিয়ে গ্রেফতার করবে? মানে ধরুন পুলিশ রাস্তায় দেখল একটা লোক খুন/ছিনতাই করছে, তখন কি সঙ্গে সঙ্গে ওয়ারেন্ট লেখে? ক্লজ আছে কিছু?
  • P | 217.162.211.123 | ২০ আগস্ট ২০১০ ২৩:০৩462928
  • মমতা তো শুনি ঐ Z ক্যাটগরির নিরাপত্তা নেন না। Z শুনে ওনার নিশ্চই মনে হয়েছে যে এটা সবচেয়ে নীচু তলার নিরাপত্তা ব্যবস্থা। A বা A+ ক্যাটগরি হলে হয়তো নিতেন।
  • santanu | 82.112.6.2 | ২১ আগস্ট ২০১০ ০৭:৪৫462929
  • মমতা তো সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ থেকে কড়ে আঙ্গুলে নাচাচ্ছে।
  • pi | 128.231.22.87 | ২১ আগস্ট ২০১০ ০৮:৩০462930
  • এই সতেরটা লরি পোড়ানোর কেসটা ঠিক কী ? কোথায় বেরিয়েছে ?

    নাগরিক মঞ্চের তরফ থেকে তো এইটা জানানো হয়েছে :

    On 7 April 2010 a high powered meeting was held at WBPCB in which Nagarik Mancha was invited along with the victims of the pollution of the three sponge iron units near Jhargram. It was decided that a Notice will be served to all 55 large sponge iron units in the State asking for facts related to use of groundwater, coal etc. The Review Meeting, where Nagarik Mancha and the victims were again present, was held on 28 July 2010 where it was evident from the facts gathered by WBPCB in response to their official Notice, that most of the sponge iron units did not have requisite licenses and in gist, as per law, they were operating illegally. It was decided that this findings would be placed at the next Board meeting and suitable action, as per law initiated. That was about three weeks before the day of arrest of Naba Dutta.

    Hence, the Nagarik Mancha has, in essence, only stood by the initiative of the people victimized by sponge iron units and has urged the authorities to follow rules and the laws of the land. Nothing more, nothing less. Only that it has been done consistently, led in the main by Naba Dutta.


  • kallol | 115.184.99.69 | ২১ আগস্ট ২০১০ ০৮:৪৩462932
  • ওয়ারেন্ট আর অ্যারেস্ট মেমো আলাদা ব্যাপার। ওয়ারেন্ট জারী করেন ম্যাজিস্ট্রেট। কাউকে পরিকল্পনা মাফিক গ্রেপ্তার করতে গেলে ওয়ারেন্ট লাগে। কিন্তু হঠাৎ করে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিতে হলে ওয়ারেন্ট করানোর সময় থাকে না। পরে করিয়ে নিতে হয়। যদিও এর আইনী ব্যাপারগুলো আমি খুব ভলো করে জানি না।
    অ্যারেস্ট মেমো তো প্রত্যেক পুলেশের কাছেই থাকা উচিৎ। সামনে কিছু ঘটছে দেখে একজন পুলিশ কাউকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিতেই পারেন। তাকে ধরতে নানান হুজ্জুতিও হতে পারে। ধরার পর অ্যারেস্ট মেমো দিতে তো কোন অসুবিধা হওয়ার কথা নয়। তর্কের খাতিরে এমনটা বলা যেতে পারে পুলিশটি একা। সে অপরাধীকে ধরে আছে। এবার অ্যারেস্ট মেমো লিখতে গেলে, অপরাধী যদি পালিয়ে যায়, তবে কি হবে? এরকম অবস্থা বোধ হয় ব্যাতিক্রম। আমি ট্রাফিক পুলিশ ছাড়া একা একা ঘুরছে পুলিশ, এমন বড়ো দেখিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন