এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৩২৬৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 99.54.168.173 | ২৪ আগস্ট ২০১০ ১২:১৮462999
  • কোনো কারণ না দেখিয়ে, "নব দত্ত টাইপের লোক" - এধরণের কথাকে স্ল্যান্ডারিং বলে তো আমার অভিধানে। তাও ওর্কুট থেক গুচ সর্বত্র একই খেলা। কেউ কেন বলবেনা, শুধু একটা গুজব ছড়িয়ে দেবে।

    যাইহোক মমতার এই ঘটনাটা, আমি এই গুচ থেকেই জানি যে ওটা মমতা না, অন্য কেউ - নাম এখন মনে পড়ছেনা, বাপ্পাদা বা ঈশান বলতে পারবে, কেসি পারবেন না। মানে আগেরবার তাই বলেছিলেন - "বলবনা"।

    কিন্তু এবারেও মা-কে জিজ্ঞেস করলাম, মা-ও ঠিক সুমন্ত বর্ণিত ঘটনাই বলল।
  • kc | 194.126.37.76 | ২৪ আগস্ট ২০১০ ১২:২৭463000
  • ""নব দত্ত টাইপের লোক"" কথাটা স্ল্যান্ডারিং নয়। গ্রেপ্তারের সহানুভূতির হাওয়াটা কমুক, লোকের একটু আবেগ কমলে সেটা নিয়ে কথা বলা যাবে। আর আমি কী বলেছিলাম? জানিনা বলে "বলবনা' না "বলবনা বলে বলবনা' কোনটা? :)
    আমার মাকে জিগালে তিনি তো মব নিজের শাড়ি কতটা তুলেছিলেন তাও বলে দেন, গুজবের এমনই মহিমা।
  • saikat | 202.54.74.119 | ২৪ আগস্ট ২০১০ ১২:৩২463001
  • কেসি মনে হয় স্ল্যান্ডারিং-এর অভিযোগের ভয়েই বলেননি । :-)
  • de | 59.163.30.4 | ২৪ আগস্ট ২০১০ ১২:৩৪463002
  • লেখাটা সময়োপযোগী -- এতো বেশী দিদিমহিমাকীর্তনকারী দেখা যায় আজকাল -- চ্যানেল খুললেই -- টালিগঞ্জ পাড়ার তো কথাই নেই! বড্ড বেশী একপেশে হয়ে যাচ্ছে ব্যাপারটা -- এগারোর আগেই! পরে কি হবে কে জানে?
  • saikat | 202.54.74.119 | ২৪ আগস্ট ২০১০ ১২:৩৮463003
  • আমি তো আগেই বলেছিলাম, এ সব আর কিছুই না, শুধু 'পরম ব্রহ্ম'-র কথা ভুলে গিয়ে 'পৌত্তলিকতা'-র আশ্রয় নেয়া। :-)
  • kc | 194.126.37.76 | ২৪ আগস্ট ২০১০ ১২:৪৫463004
  • সৈকতের উপর আজ দুখে ভর করল নাকি?
    ইয়া আল্লা, আর মাত্তর ২৩টা পোষ্ট, তারপরই শুরু হবে দ্বাদশ অধ্যায়। এই পর্বটা একবারের জন্যও নীচে নামলনা। 'নতুন বিষয়' হয়েই রইল।
  • Arpan | 216.52.215.232 | ২৪ আগস্ট ২০১০ ১৩:০১463005
  • কিন্তু অক্ষদা এইটাকে স্ল্যান্ডারিং বলছে কেন! এইটা তো (যদি হয়) লাইবেল হবে!
  • a x | 99.54.168.173 | ২৪ আগস্ট ২০১০ ১৩:৪৪463006
  • এইটা মানে কোনটা? মমতা প্রসঙ্গে না।
  • ranjan roy | 122.176.238.45 | ২৪ আগস্ট ২০১০ ১৬:২১463007
  • ax,
    smRitiroparnirbharkarebalachhi--- jayaprakaashanaaraayaNergaarhirsaamaneeba`msambhabat:1984jaanuyaaritephaarookaabdullaarchhelergaarhirsaamaneabarodhmamataaikarechhilen.grephataarohayechhilen.
  • Ishan | 122.161.164.194 | ২৪ আগস্ট ২০১০ ২২:৩৫463009
  • আম্মো লিখেছিলাম খপরটা ভুল। কেসিই একমাত্তর সাপোর্ট করেছিলেন। আসল মহিলাটির নামও বাতলে দিয়েছিলেন।

    রঞ্জনদা, এই লেখায় যেটা আছে, সেটা সেই জরুরি অবস্থার সময় সুবিখ্যাত বনেটে উঠে নাচা। যেটা মমতার কাজই নয়। ১৯৮৪ সালের ব্যাপার এটা নয়। ১৯৮৪ সালে তো মমতা এমপি নাকি?
  • a x | 99.54.168.173 | ২৪ আগস্ট ২০১০ ২২:৩৯463010
  • মানে, কেসিই sg? :-o
  • Ishan | 122.161.164.194 | ২৪ আগস্ট ২০১০ ২২:৩৯463011
  • এই লেখাটার একটা কেস বুঝলাম না। ভদ্রলোক সিপিএমের অবিলম্বে পতন চান। কিন্তু মমতাকে চান না। তালে কাকে চান? একটি "সমাজতান্ত্রিক' বিকল্প? সেতো প্রকাশ করাতের তৃতীয় বিকল্পের চেয়েও ১০০ গুন কঠিন (ইফ নট হাস্যকর) প্রোপোজিশন।
  • Ishan | 122.161.164.194 | ২৪ আগস্ট ২০১০ ২২:৪৪463012
  • sg আবার কে বা কি?
  • a x | 99.54.168.173 | ২৪ আগস্ট ২০১০ ২২:৪৬463013
  • বিকল্প গড়া কঠিন বলে সামনে যা আছে সেই রাস্তাতেই সবাইকে হাঁটতে হবে? আদৌ কোনো এফর্ট নেই কেন বিকল্প বাম গড়ে তোলার দিকে?
    এটা তো হাইলি ডিফিটিস্ট - কোনো দিশা নেই।
  • a x | 99.54.168.173 | ২৪ আগস্ট ২০১০ ২২:৪৭463014
  • আরে আমি তো গুচ তোলাপাড় করে খুঁজে বার করলাম কবে কখন কে বলেছিল ওটি মমতা না, "বেলেঘাটার শঙ্করী"। তুমি বলেছিলে মমতা না, sg নামক একজন বলেছিলেন নামটা। সিঙ্গুর থ্রেডে। তখন কেসি বোধহয় আসতেন না।
  • a x | 99.54.168.173 | ২৪ আগস্ট ২০১০ ২২:৫৩463015
  • আমিও চাই, সিপিএম যাক, যেই আসুক, সিপিএম যাক। কিন্তু সেটা একটা খুবই শর্ট-টার্ম ভিশন। তারপর? আমি এবং আমার মত লাখে লাখে লোক উপায় দেখছেনা আর এই মুহূর্তে। কিন্তু যারা নিজেদের বুদ্ধিজীবি বলেন, যারা সাপোসেডলি প্রভাব ফেলতে পারেন, এবং যারা একটা লিডারশিপ রোল নিয়েছেন, তাদের কি রাজনৈতিক কর্তব্য শুধু সিপিএমকে বার করার মধ্যেই, তারপরে কিছু নেই?
  • SC | 128.2.53.210 | ২৪ আগস্ট ২০১০ ২২:৫৩463016
  • সৈকতদার কোচ্চেনটা আমারও।
    আর সুমন্তবাবু যা লিখেছেন, সেটা কদ্দুর ঠিক,সে ব্যাপারেও সন্দিহান আমি।
    সুমন্তবাবু লিখছেন মমতা নাকি সিদ্ধার্থের মানসকন্যা। রঞ্জনদা, কল্লোলদার মতো প্রবীণ লোকেরা এই ব্যাপারটা বলতে পারবেন, আমার কোনো আইডিয়া নেই।

    আমি যদ্দুর শুনেছিলাম, বাংলার রাজনীতিতে মমতার উত্থান সোমনাথবাবুকে যাদবপুরের সেফ সিটে হারিয়ে দিয়ে। তার আগে নিতান্তই পথসভা করা নেত্রী ছিলেন, কেউ চিনতূ না। সেটা কি ১৯৮৪?
  • Ishan | 122.161.164.194 | ২৪ আগস্ট ২০১০ ২২:৫৬463017
  • সে তো রাত কাবার হয়ে যাবে বানাতে। :)

    কিন্তু ২০১১ তে ভোট দেবো কাকে, এই পোশ্নোটার কি উত্তর? সুমন্তবাবুর মতে? নতুন পার্টি বানিয়ে ভোট দেব?
  • Ishan | 122.161.164.194 | ২৪ আগস্ট ২০১০ ২২:৫৮463018
  • অগের পোস্টটা অক্ষর আগের পোস্টের উত্তর।

    পরের পোস্টের পরিপ্রেক্ষিতে অরেকটা পোশ্নো আসে। "বাম' বিকল্প কি? রাজনৈতিক লাইনের প্রশ্নে সেটা সিপিএমের চেয়ে আলাদা কিছু কি হবে? সেই জনগণতন্ত্র, সেই বিপ্লব। এবং সেই আপাতত সংসদীয় ব্যবস্থা। ইত্যাদি। সবই যদি এক হয় তো নতুন পট্টি করে কি লাভ?
  • Arpan | 122.252.231.14 | ২৪ আগস্ট ২০১০ ২৩:০০463021
  • এসসি দেখি নেহাত বাচ্চা ছেলে। :-)
  • nyara | 122.172.2.168 | ২৪ আগস্ট ২০১০ ২৩:০০463020
  • আমার তো মনে হল সুমন্তবাবু বাংলাদেশের শিক্ষিত মধ্যপন্থার লোকের কনফিউশনটা একদম ঠিকঠাক ধরেছে। তবে দিশা দেখানো কি অত সোজা নাকি? বিশেষত: কনফিউজড লোকেদের পক্ষে?
  • a x | 99.54.168.173 | ২৪ আগস্ট ২০১০ ২৩:০০463022
  • সেইজন্যই তো বলছি ডিফিটিস্ট। কঠিন, হাস্যকর, রাত কাবার হয়ে যাবে, তাই ওদিকে যাবোইনা।

    ২০১১'র ভোট শর্ট টার্ম ভিশন। ২০১১'র ভোটের পরে প:ব:র রাজনীতি থেমে যাবেনা। শুধু ২০১১'র দিকে তাকিয়ে এগোলে এরা - যারা এক সময় রাজনৈতিক ভাবে সক্রিয় ছিলেন, যারা কংগ্রেসের রাজনীতি খুব কাছ থেকে দেখেছেন, এরা কি নিজেরাই নিজেদের রাজনীতিকে ঠকাচ্ছেন না?
  • a x | 99.54.168.173 | ২৪ আগস্ট ২০১০ ২৩:০৫463023
  • নাম না করেই বলছি, তুমি জান এমন অনেক বামপন্থী দল আছে যারা সিঙ্গুর/নন্দীগ্রাম/লালগড় ইত্যাদি পরবর্তী ও ইস্যুতে মমতার সাথে থেকেছে, অথচ, নিজেদের মধ্যে থাকেনি। ইনফ্যাক্ট, এরকম বন্ধুর সাথে যখন কথা হয়েছে, একে অপরকে নিয়ে ঠাট্টা করছে, নিজেরা আলাদা আলাদা ভাবে মমতাকে সাপোর্ট করেও।
  • Arpan | 112.133.206.21 | ২৪ আগস্ট ২০১০ ২৩:০৭463024
  • এই বাজারে মানে ২০১১ সালের নির্বাচনের সাপেক্ষে বিকপ খুঁজে পাওয়া মুশকিল। সুসির মত আগমার্কা বামপন্থী দলও খুঁজে পায়নি। হাতের পেন্সিলের মত পিডিএসের কথা না হয় বাদ দিলাম।

    বিকল্প কিছু একটা বেরিয়ে আসবে। আজ না হোক পাঁচ বছর পরে। এখন পরিবর্তনের গুণগত মান বিচার করতে বসলে বিগার ইভিলের হাতই শক্ত করা হবে।
  • Ishan | 122.161.164.194 | ২৪ আগস্ট ২০১০ ২৩:০৮463025
  • উঁহু। শর্ট টার্ম ভিশনকে গাল দেবার কোনো মানে নেই। রাজনীতি মানে অনেক কিছু। শর্ট টার্ম এবং লং টার্ম। স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স। কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়। যেমন ট্রেড ইউনিয়ন করতে গেলে একদম আশু কিছু লক্ষ্য নিয়ে এগোতে হয়। যথা মাইনা বাড়াও। এসো সমাজতান্ত্রের লক্ষ্যে সগঠন বানাই বললে শ্রমিকদের ভারি বয়ে গেছে সংগঠন বানাতে।

    একই ভাবে, সিপিএম হঠাও মানে কাকে ভোট দাও দা পষ্টো করে বলতে হবে। কাকে ভোট দেব? এই প্রশ্নের উত্তর আসুন সমাজতন্ত্র বানাই, হয়না।

    এটা আসলে সুমন্তবাবুও জানেন। ব্যাপারটা অতো সিম্পল হলে উনি নিজেই একটা পার্টি বানিয়ে ফেললে পারতেন। সেটা বানাননি কেন? :)
  • aka | 168.26.215.13 | ২৪ আগস্ট ২০১০ ২৩:১০463026
  • ২০১১ র ভোট কাকে দিতে হবে এর উত্তর আছে। ভোট বয়কট। সিপিএম এমনি এমনিই হারবে। সাপও মরবে লাঠিও ভাঙবে না। সিপিএমও হারবে কিন্তু ত্রিনোমূলকেও ভোট দিতে হল না। এমনিতেই শিক্ষিত বাঙালীর ভোটের ওয়েটেজ আর কতটা?
  • Ishan | 122.161.164.194 | ২৪ আগস্ট ২০১০ ২৩:১৩463027
  • মমতাকে নিয়ে ঠাট্টা করতে কে বারন করেছে? এমনকি গাল দিতেও বা কিসের আপত্তি? ইভন ভোট না দিতে বললেও কোনো প্রবলেম নেই। কিন্তু তাইলে বলে দিতে হবে, কারে ভোট দেবে লোকে। নাকি ভোট বয়কট?
  • a x | 99.54.168.173 | ২৪ আগস্ট ২০১০ ২৩:১৪463028
  • বোঝো, যেই ক্রিটিসাইজ করবে, তাকেই একটা পার্টি বানাতে হবে?

    আর তুমি বলছ, ২০১১ হয়ে গেলে, এই বুদ্ধিজীবিরাই শর্টটার্ম সামলে উঠে নব উদ্যমে লং টার্ম গড়তে এগিয়ে আসবেন?

    অনেকেই হয়ত জানে আম্রিকায় প্রতি বছর এক ভদ্রলোক ভোটে দাঁড়ান, প্রতি বছর হারেন, লোক হেবি টিটকিরি মারে, খিল্লি করে। গোর/বুশের ভোটের সময় আক্রমণও করা হয়েছিল এই বলে যে অ্যান্টি বুশ ভোট কিছুটা হলেও নিয়ে নিয়েছিলেন বলে। র‌্যাল্ফ নেদার। কিন্তু যারা মনে করে বুশ/গোর বাদ দিয়েও কিছু থাকতে পারে, তাদেরকে ভদ্রলোক একটা চয়েস দেন, একটা ভ্যালিডিটি দেন। র‌্যাল্ফ নেদার আর এগোতে পারেন নি, কিন্তু কি হবে করে বলে হাল ছেড়ে দেবার থেকে অনেক ভালো।
  • kc | 89.203.49.18 | ২৪ আগস্ট ২০১০ ২৩:১৫463029
  • অক্ষদা, যখন টই বিভাগটাই হয়নি, তখন থেকেই এই ছাইটে আসা যাওয়া, নেহাতই নীপা হিসেবে। মাঝে মাঝে ছুটকো পোষ্ট কত্তাম এদিক সেদিক নামে, এই নামে পোস্ট কচ্ছি বছর খানেক।

    এবার কাজের কথা, সিপিএমের হোল্ডই বলুন বা নেটওয়ার্ক যেটাই বলুন সেটা প: বঙ্গে এতটাই বেশী যে সিপিএম কে বাদ দিয়ে রাজ্যটার কিছু হবেনা, কিছু হতে হলে এই পার্টিটাকেই পালটাতে হবে, সেই পালটানোর নামে কিছু লোককে সরিয়ে নতুন লোককে আনলে হবেনা, তাতে বিক্ষুব্ধ বাড়বে। পালটাতে হবে জেনেরাল দৃষ্টিভঙ্গিটাই, টাইম কনজিউমিং। ড্যামেজতো আর একদিনে হয়নি, ড্যমেজ ক®¾ট্রালেও সময় লাগবে। তবে কাজটা শুরু হয়েছে।
  • Ishan | 122.161.164.194 | ২৪ আগস্ট ২০১০ ২৩:১৬463032
  • এইযো আকা লিকেই দিয়েছে। ভ্যালিড স্ট্যান্ড।

    কিন্তু সঙ্গে এটাও মনে রাখতে হবে, এটা তালে হল স্ট্র্যাটেজিক বয়কট। মাওবাদীরা যেমন করে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন