এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৩২৬৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১৩:৪৪462866
  • এক ডজন ... তাপ্পর আরও এক ডজন
  • Arpan | 112.133.206.21 | ২০ আগস্ট ২০১০ ১৩:৫৫462867
  • আ:, কমরেড প্রশ্নটা বোঝেন নাই। ২০১১-এর পরে টইয়ের নাম কী হবে?

    এই টইয়ের নাম তো একই থাকবে! ;-)
  • SOB | 65.49.88.94 | ২০ আগস্ট ২০১০ ১৩:৫৭462868
  • "যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা ব্যাটাই চোর"

    সিপিএম তো অনেকদিন থেকেই এই গোলমালে আছে - সকলই কেন্দ্রের চক্রান্ত। কিন্তু ইশানবাবু - আপনি বা আপনারাও এ থেকে মুক্ত নন। ঘুরেফিরে আপনাদের আঙুলটা একদিকেই ওঠে। FIR যারা করেছে তাদের দিকে শুধু হেসেই ক্ষান্তি দেন, condemn করতে আটকে যায়।

    অন্য আরেকটা পাতায় ফোড়ন দিতাম - কিন্তু সেখানে স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী আর থানইঁট নিয়ে এত হট্টগোল হচ্ছে যে অন্য স্বাদ চাখতে এসেছিলাম। কিন্তু বড়ই প্রেডিক্টেবল আর টিপিক্যাল থীম।
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১৩:৫৮462869
  • কেসি - না জেনে কারুর সম্পর্কে এই টাইপের মন্তব্য করা ঠিক না। নাগরিক মঞ্চ দিয়ে গুগল করে নিন। পরিবেশ ও শ্রম সংক্রান্ত বিষয়ে, বিশেষ করে শ্রম সংক্রান্ত বিষয়ে, বন্ধ কারখানার শ্রমিকদের নিয়ে অসাধারণ কাজ করেছে প্রায় ৮০র মাঝামাঝি থেকে।
    এদের সাথে একমত না হতে পারেন, এদের এই টাইপের বলে ছোট করবেন না।
  • quark | 202.141.148.99 | ২০ আগস্ট ২০১০ ১৪:১০462870
  • SOBর কথাটাই আমি কয়েকটা পোস্ট আগে বললাম।

    কিন্তু ৮০র দশকের মাঝামাঝি থেকে যিনি শ্রমিকদের জন্য কাজ করছেন, তাঁকে সামান্য বা বিনা অভিযোগে তুলে নিয়ে যাওয়া যতটা অন্যায়, ভুল ক'রে (অথবা যান্ত্রিক গোলযোগে) অন্য লেনে ঢুকে পড়ে মন্ত্রীর কনভয়ের গাড়ি (মন্ত্রীর গাড়ি নয়) তে ধাক্কা লাগানো ড্রাইভারকে তুলে নিয়ে যাওয়াও ততটাই অন্যায়। তাহলে প্রথমটার জন্যে তীব্র প্রতিবাদ আর দ্বিতীয়টার জন্যে শুধুই হাসি কেন? নাকি এটুকু মেনে নিয়েই পরিবর্তন আসছে?
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১৪:২০462871
  • ভিআইপি কনভয়ে ভুল করে ঢুকে পড়া চালকে গ্রেপ্তার করা মোটেও অন্যায় নয়। অন্যায় হলো ওনাকে 'হত্যার চেষ্টা' অভিযোগে গ্রেপ্তার করা। জামিন পাবার পর আবার গ্রেপ্তার করা। এগুলো।
    তৃণমূল পাক্কা ধান্দাবাজেদের মতো এটা নিয়ে খেলছে। সিপিএমও তাইই করছে। কারুরই গুর্জন্তের জন্য কোন মাথা ব্যাথা নেই।
  • rokeyaa | 203.110.246.22 | ২০ আগস্ট ২০১০ ১৪:২৬462874
  • কারো কনভয়ে ভুল করে ঢুকে পড়লেই গ্রেপ্তার করাটা "আইনসম্মত' হতে পারে, কিন্তু খুব "ন্যায়' কি?
  • quark | 202.141.148.99 | ২০ আগস্ট ২০১০ ১৪:২৬462873
  • আজ্ঞে হ্যাঁ। আমার আগের লাইনের ঐ ব্যাপারটা বাদ গেছে।

    তাহলে মানছেন যে আসলে একটা খেলাই চলছে। আজকাল অনেকে বলেন তৃণমূলের হাত ধরে এলেও পরিবর্তন চাই - তাই একটু পরিষ্কার হতে চাইলাম।
  • SOB | 65.49.88.94 | ২০ আগস্ট ২০১০ ১৪:২৮462876
  • আপনাদের ওই লেখাটা এখন পড়লাম। পাশাপাশি লরি ড্রাইভারের ঘটনাটাও ভেবে দেখলাম। কিছু মনে করবেন না, এজেন্ডাগুলো বড়ই পরিষ্কার।
  • quark | 202.141.148.99 | ২০ আগস্ট ২০১০ ১৪:২৯462877
  • তবুও, আমি কিন্তু ঐ পরেরবারের অভিযোগ ও গ্রেফতারের কথাই বলতে চেয়েছিলাম।
  • Ishan | 122.248.182.16 | ২০ আগস্ট ২০১০ ১৪:৩৪462878
  • প্রেডিক্টিবিলিটির কথা কইছেন? অন্য দিকেও কিছু কম দেখিনা। এই দেখুন না আপনিই স্ট্যাটিস্টিকালি মানাবাধিকার সংস্থাগুলির কাজকর্ম কিরকম, সে নিয়ে একটা কমেন্ট করলেন। স্ট্যাটিস্টিক্সটা চেয়ে কিন্তু পাওয়া গেলনা। এরকম আলপটকা কমেন্টই তো দেখি চাদ্দিকে। নতুন আর কি।

    আর নিন্দা করার প্রশ্ন? আগেও বলেছি, এখনও বলছি। এই গ্রেপ্তার অনৈতিক। হত্যার চেষ্টার চার্জ আরও অনৈতিক। তার প্রাথমিক দায় রাজ্য পুলিশের। এর পরে আসবে তৃণমূল। চাপ দেবার জন্য।

    কিছু কি ভুল বলেছি? ভুল হলে ধরিয়ে দিন না। অসুবিধে কোথায়?
  • quark | 202.141.148.99 | ২০ আগস্ট ২০১০ ১৪:৪১462879
  • ঈশানবাবু,

    পুলিশ এতদিন সিপিয়েমের তাড়ায় কাজ করছিল, এখন জায়গা বিশেষে তৃণমূলের তাড়ায় করছে। খামোখা ও বেচারাদের টেনে দায়মুক্ত হওয়া কেন? সত্যিটা পরিষ্কার ক'রে চেঁচিয়ে বলি না, তারপর তো সময় আছেই।
  • Ishan | 122.248.182.16 | ২০ আগস্ট ২০১০ ১৪:৪৪462880
  • আর সত্যি সত্যিই আমাকে মাপ করবেন। আমি চর্মচক্ষে অনেক "লিবারাল' লোকজনকে (যাঁরা ওই মানবাধিকার-টার নিয়ে বলেন আস কি), মাওবাদীদের রাজনীতির বিরুদ্ধে, তৃণমূলের কাজকর্মের বিরুদ্ধে বলতে শুনেছি। কিন্তু, এই ইন্টারনেট দুনিয়ায় অনেকদিন হল তো। অন্য দিকের কাউক্কে একবারের জন্যও বলতে শুনিনি তাপসী মালিককে নিয়ে যেটা সিপিএম বলেছিল, সেটা অন্যায় করেছি। বা নব দত্তর গ্রেপ্তার অন্যায়।

    মজাটা হচ্ছে, এঁরাই আবার জোরগলায় অন্যের ভুল ধরেন। আশ্চর্যই লাগে বটে।
  • Ishan | 122.248.182.16 | ২০ আগস্ট ২০১০ ১৪:৪৬462881
  • কোয়ার্কবাবু। সত্যিই যদি প্রশাসন সিপিএমের হাতের বাইরে চলে গিয়ে থাকে, তবে চেয়ার আঁকড়ে থাকার নাটক কেন? গদি, স্রেফ গদির লোভ? আরও দুদিন স্যার শোনার ইচ্ছে? চেঁচাবেনই যখন এই সত্যটাও পরিষ্কার করেই বলুন না।
  • quark | 202.141.148.99 | ২০ আগস্ট ২০১০ ১৪:৫০462882
  • উত্তেজিত হচ্ছেন, ছাড়ান দ্যান।
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১৪:৫৫462884
  • সত্যিটা হলো, কংগ্রেস (তৃণমূল সহ) তার রাজত্বকালে পুলিশের যে ধামাধরা চরিত্র তৈরী করে গেছে, বামেরাও ৩৩ বছর ধরে তাতেই হাওয়া দিয়েছে, তৃণমূলও তার ব্যাতিক্রম হবে না।
    এই টইতে যারা সিপিএম সমর্থক নন, তারা সকলেই বহু সময়ে মাওবাদীদের, তৃণমূলের এবং সিপিএমএর নানান বাজে কাজের নিন্দা করেছে। কিন্তু যারা সিপিএম সমর্থক, দু একজন ব্যতিক্রম ছাড়া, সিপিএমএর বাজে কাজের নিন্দা করতে দেখলাম না। এটাও সত্যি।
  • Samik | 121.242.177.19 | ২০ আগস্ট ২০১০ ১৪:৫৫462883
  • কাল স্টার কিন্তু শুভেন্দুকে ফোন করেছিল। কোলাঘাট থানায় সেদিন শুভেন্দু মমতাকে খুনের চেষ্টার অভিযোগ জানিয়ে এফাইআর করেছিল। সেই এফাইআরের ভিত্তিতে গুর্জন্ত দ্বিতীয়বার গ্রেফতার।

    এর ফলোআপ করতে গিয়ে কোলাঘাট থানার ওসি জানান, এফাইআর লেখানোর পর থেকে শুভেন্দু আর থানার ধারকাছ মাড়ান নি। তাঁর কাছে কিছু তথ্য চেয়ে সহযোগিতা চাওয়া হয়েছিল, কোনও সহযোগিতাই পাওয়া যায় নি।

    স্টার কিন্তু এর পর ফোনে ধরে শুভেন্দুকে। শুভেন্দু প্রচুর গাঁইগুঁই আওয়াজ করে যা বল্লেন তার সারমর্ম হল এই : "আমি কেন থানায় যাবো? অমার কাজ অভিযোগ দায়ের করা, করে দিয়ে এসেছি। এখন পুলিশ খুঁজুক কে প্রকৃত দোষী! আমি কেন যাবো? ডাকলেও বা আমি কেন যাবো? অ্যাঁ? আমি কেন যাবো? অ্যাঁ?'

    এ মাল ফাগল, না হাফপ্যান্ট না তৃণমূল, কে জানে!!
  • samik | 121.242.177.19 | ২০ আগস্ট ২০১০ ১৪:৫৬462885
  • ব্যতিক্রম অজ্জিত। একমাত্র।
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১৪:৫৮462887
  • এই শুভেন্দু মালটা দ্বিতীয় লক্ষণ শেঠ তৈরী হচ্ছে।
  • SOB | 65.49.88.94 | ২০ আগস্ট ২০১০ ১৫:০০462889
  • নন্দীগ্রামের পরই সেটা হওয়া উচিত ছিলো সেই নিয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে এই "যা হয় হোক, সিপিএম যাক" - এইটা আপত্তিকর। সিপিএম যাক, কিন্তু তার বদলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাকে আনছেন তাদের সম্পর্কে কিছু বলার দরকার নেই। বরং যদি বলতে পারতেন যে এই দুটোরই কোনো দরকার নেই, নিজেরা better alternative বানাবো, সেটা হয়তো অনেক বড় কিছু হত।
  • Ishan | 122.248.182.16 | ২০ আগস্ট ২০১০ ১৫:০০462888
  • উত্তেজিত হচ্ছি বলে প্রশ্ন কাটিয়ে দেবার পদ্ধতিটা পুরোনো কমরেড। আমি মোটেও উত্তেজিত হচ্ছি না। প্রশ্নগুলো রইলই। :)

    মজা কি জানেন? সইত্যটা কি আপনিও জানেন আমিও জানি। প্রশাসনকে আঁকড়ে ধরে কে্‌নারকমে যদি আর পাঁচটা বছর টিকে থাকা যায়, তার চেষ্টা চলছে। জঙ্গলমহলে যৌথ-বাহিনী আর সশস্ত্র ক্যাম্পই বলুন, নব দত্তের অ্যারেস্টই বলুন, আর গুর্জরকে অ্যারেস্ট করিয়ে তাকে নিয়ে পলিটিকাল ক্যাম্পেন তৈরি করাই বলুন, সবই স্রেফ ক্ষমতায় থাকার পলিটিক্স। কংগ্রেসের নেতা খেজুরিতে ঠ্যাঙানি খাবার পর পোস্টার দেখলাম চাদ্দিকে। " কংগ্রেসী বন্ধুরা ভেবে দেখুন, আপনারাও আক্রান্ত'। কংগ্রেসি বন্ধুরা। ভেবে দেখুন। ছক সেই একই। কোনো রকমে কং তিনোমুলে ভাঙন ধরিয়ে যদি এ যাত্রায় টিকে যাওয়া যায়। কোনো রকমে।

    এতো গেল সিপিএমের। তিনোমুলের টাও কি জানিনা? প্রশাসনকে তটস্থ রাখা। সরকারকে কার্যত অস্তিত্বহীন করে দেওয়া। যাতে "সরকারি' লোকগুলো সিপিএমের না হয়ে তিনোমুলের হয়ে কাজ করে। এবং যৌথবাহিনী। সিপিএম যেমন যৌথবাহিনীকে দিয়ে এলাকা দখলের খেলায় নেমেছে। তিনোমুলেরও একই ছক। যৌথবাহিনীকে দিয়ে সিপিএমের সশস্ত্র ক্যাম্প ভাঙা। দখল কায়েম করা। প্রয়োজনে জনগনের কমিটির সঙ্গে অল্পমেয়াদি আন্ডারস্ট্যান্ডিং এ আসা। স্পেসিফিকালি এই কেসটা নিয়ে ফাটাফাটি যখন দেখি, হাসিই পায়। তার মানে এই নয়, যে খুব আনন্দ হয়। সেই কবি বলেছেন না, এমনো হাসি আছে, বেদনা মনে হয়, ইত্যাদি। :)
  • Ishan | 122.248.182.16 | ২০ আগস্ট ২০১০ ১৫:০৩462890
  • শুভেন্দু খুব ভুল বলেননি। যদি তিনোমুলের সরকার হয়, তখন পুরোটা অবশ্যই তিনোমুলের ঘাড়ে চাপবে। কিন্তু যতক্ষণ তা নয়, কথাটা একদম ঠিক। আমি থানায় এফ আই আর করেছি, এবার বাকিটা পুলিশ তদন্ত করবে। আমি কে?

    নোংরা খেলা। কিন্তু টেকনিকালি ভুল না।
  • nyara | 203.110.238.16 | ২০ আগস্ট ২০১০ ১৫:০৭462891
  • আর এটা তৃণমূল-সিপিয়েম নয় - পুলিশের ফাঁটবাজী। পুলিশের দরকার তো যাও না যার থেকে খবর আনতে হবে, তার বাড়িতে যাও। থানায় 'ডেকে পাঠানো'! লাটের বাঁট।
  • Samik | 121.242.177.19 | ২০ আগস্ট ২০১০ ১৫:১১462892
  • :-)
  • Samik | 121.242.177.19 | ২০ আগস্ট ২০১০ ১৫:১৩462893
  • এটাও বোধ হয় নিয়মে আছে। পুলিশ ডেকে পাঠায়। নিজের প্রয়োজনে কারুর বাড়ি যায় না। যার জন্য যাওয়া, সে বাড়িতে না-ই থাকতে পারে। সেইজন্যই থানায় ডেকে পাঠানো হয়।

    আমার আন্দাজ। ভুলও হতে পারে।
  • quark | 202.141.148.99 | ২০ আগস্ট ২০১০ ১৫:১৪462894
  • আজ্ঞে সব একদম ঠিক, "টেকনিক্যালি" - গুর্জন্ত সিংএর অন্য লেনে ঢুকে পড়ার জন্য প্রথমবার গ্রেপ্তার হওয়া, দলীয় সাংসদের তার বিরুদ্ধে দলনেত্রীকে খুনের চেষ্টার অভিযোগ করা, সেই অভিযোগে পুলিশের তাকে তুলে নিয়ে যাওয়া এবং অভিযোগকারী হিসাবে শুভেন্দু অধিকারীর পুলিশের সাথে সহযোগিতা না করার গণতান্ত্রিক অধিকার - সমস্তকিছুই "টেকনিক্যালি কারেক্ট"।
  • saikat | 202.54.74.119 | ২০ আগস্ট ২০১০ ১৫:১৫462895
  • হে হে, তার মানে বেনিয়মের বঙ্গে সবাই এখন নিয়ম মেনে "খেলছে'। :-)
  • nyara | 203.110.238.16 | ২০ আগস্ট ২০১০ ১৫:১৮462896
  • কিন্তু কল্লোলদা যে বলছেন নব দত্তর গ্রেপ্তারের পদ্ধতি 'টেকনিকালি ইনকারেক্ট', তার ওপর কিছু আলোকপাত হোক।
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১৫:২০462898
  • যারে দেখতে নারি তার চলন বাঁকা
    যারে বারেবারে দেখি তার চলন সিধা

    ... ব্যাস মন চল নিজ নিকেতনে , ভীম নাগের সন্দেশ খাও - আদর্শর দই খাও ইত্যাদি ইত্যাদি :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন