এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৩২৬৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SOB | 65.49.88.90 | ২০ আগস্ট ২০১০ ১১:১৫462833
  • মিথ্যে হওয়াতে ছেড়ে দিয়ে থাকলে আইন ঠিকই করেছে। সেটাই হওয়ার। মিথ্যে FIR হলে সেটা নিয়ে আইন পুলিশকে বলতে পারে। কিন্তু আপনারা তো সেই অবধি অপেক্ষা করেন না। এই যেমন কাল কল্লোলবাবু লরি ড্রাইভারের ব্যাপারে ঠিক উল্টো বললেন। চাপাচাপির পর যারা FIR করেছে তাদের দিকে হাসলেন। ঘটনাবিশেষে behaviour এরকম উল্টো হলেই তো অনেক কথা ওঠে।
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১১:১৬462834
  • কল্লোলদা মিথ্যেবাদী বলি নি

    আপনি আজকাল বড্ড মুখে কতা বসাচ্ছেন :-( আপনার এক্সপ্ল্যানেশনটা তো ঐ এপিডিআর এরই মত ছিল । আর ভীম নাগেরা বলছে উল্টো উইথ ডকুমেন্টস

    যাগ্গে কলিতে কোনোদিন দেখা হলে আপনাকে পেটভরে ভীমনাগ খাওয়াব :-)
  • a x | 99.54.68.147 | ২০ আগস্ট ২০১০ ১১:১৯462835
  • ওহ? আইন ঠিকই করেছে? ওয়ারেন্ট ছাড়া ভুয়ো কেসে অ্যারেস্ট করবে। তারপর যাদের যোগাযোগ আছে বা অন্তত আইন কানুন গুলো জানে, তারা যদি ছাড়া পায়, তাহলে তো আইন ঠিকই করেছে, অসুবিধেটা কোথায়?

    লরি ড্রাইভারের ব্যাপারে প্রশাসন দায়ী না? মমতা নাটক করবে আর তারা কি হাত ঘুরিয়ে নাড়ু আনবে?
  • SOB | 65.49.88.94 | ২০ আগস্ট ২০১০ ১১:২৫462836
  • যে দেশের কথা হচ্ছে a_x সেখানে একজন MPFIR, তাও খুনের চেষ্টার, করলে ব্যাপারটার চেহারা অন্যরকম হয়। সেখানে একটা গরীব লোকের ব্যাপারে বিখ্যাত মানবাধিকার কর্মী বললেন এটা তদন্তসাপেক্ষ, তাই কিছু বলা যাবে না। আর অন্য ঘটনাটা তদন্তসাপেক্ষ নয়, এবং ব্যক্তিটি সমগোত্রের, তাই অনেক কিছু বলা/করা গেল। মাইলেজ বা দেনা-পাওনার ব্যাপারে সব মানবাধিকার সংগঠনই সমান।
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১১:২৯462837
  • ওহ কতবার বলব :-(

    অক্ষদা শুনুন আবার , গ্রেপ্তার হয়ে জামিনও পেয়েছিল কিন্তু এলাকার সাংসদ নন্দীগ্রামের মাও সহযোদ্ধা বারোটি পেট্রল পাম্পের মালিক ছোট অধিকারী আর কেন্দ্রীয় পোতিমন্তিরি মুকুউউল খুনের ষড়যন্ত্র দিয়ে আবার এফ আই আর করেন , তাই আবার গুর্জন্ত গ্রেপ্তার ..... . ক্লিয়ার হল ?

    ডি : বিশেষণগুলো দিতেই হল , নাহলে ঠিক খুলছিল না :-)
  • nyara | 203.110.238.17 | ২০ আগস্ট ২০১০ ১১:৩০462838
  • তো আমাদের রেসিডেন্ট প্রতিবাদ-বিশারদ রাজবাবু, আপনার আপত্তিটা ন্যাকাসুরে কান্নায় না ১৭-টা লরি পোড়ানোতে সেটা আগে মনস্থির করুন। তারপরে কথা বলা যাবে।

    SOB FIR কী সব First Information Reported না কী যেন। আমি যদ্দুর বুঝি, FIR মানে পুলিশকে খপর দেওয়া হল। তারপরে অবস্থা বুঝে পুলিশ জিজ্ঞাসাবাদ, তদন্ত ইত্যাদির সুবিধের জন্যে কাউকে গ্রেপ্তার করতেও পারে, নাও পারে। কিন্তু FIR-এর বেসিসে গ্রেপ্তার মানেই অপরাধের প্রমাণ নয়। পুলিশের এই ক্ষমতার জন্যেই পুলিশ যথেচ্ছাচার করতে পারে। যাদের হাতে পুলিশ আছে, তার এই নিয়ম কাজে লাগায়। প্রত্যেক জমানাতেই হয়েছে। কংগ্রেস জমানার শেষদিকে বাড়াবাড়ি হত। এখন আবার বাড়াবাড়ি হচ্ছে। বিদায় ঘন্টা বাজলে ডেস্পারেশন যে বেড়ে যায় তার প্রমাণ।
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১১:৩৭462840
  • রেসিডেন্ট "নির্দল" ন্যাড়াবাবু আপনি আগে ঠিক করুন সবসময় সিপিয়েমের দিকে ঘুরিয়ে দেওয়ার সর্বরোগহর পুরোনো দাওয়াইটা ছেড়ে কবে পোকিতো নির-দল হবেন।
  • a x | 99.54.68.147 | ২০ আগস্ট ২০১০ ১১:৩৭462839
  • আর সব মানবাধিকার সংস্থাই হয় তিনু নয় নকু, তা মাকুদের নেই কেন একটা মানবাধিকার সংস্থা? পারেন না কেন গুর্জর সিং বা সুমনা মান্ডি কে নিয়ে রাস্তায় নামতে? কেন খুনের বিচার হয়না বলে নিজেরা দাবী করেন না? এতটুকু রাজনৈতিক সততা থাকলে আন্দোলন করত সিপিএমের নিজের লোকেরা প্রশাসনের বিরুদ্ধে।

    পিটিশন, অ্যামনেস্টি ইত্যাদি হল নাকি কান্না? তা কিরকম প্রতিবাদ করলে বেশ পুরুষালি হয় ব্যাপারটা? বাহ বাহ, তথাকথিত বাম সমর্থক বলছেন এইধরণের প্রতিবাদ পদ্ধতি গ্রহণ না করে আইন আদালতের সাহায্য নিতে। অপূর্ব!

    আর এই অর্কুট থেকে গুচ সর্বত্র একই বাক্য, একই শব্দগুচ্ছ এর থেকেই নিজেরা কিভাবে নিজেদের হারাচ্ছেন, বোঝা যায়।
  • nyara | 203.110.238.17 | ২০ আগস্ট ২০১০ ১১:৪৩462841
  • যেদিন সিপিয়েমের থেকেও বড় evil পশ্চিমবঙ্গে মাথাচাড়া দেবে আবার।

    মনস্থির হল?
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১১:৪৮462843
  • অক্ষদা খুঁজে দেখাটা বড় চাপ :-( কোনও একটা তৃ-প-বু-ভ সিরিজে আমি পিটিকে বলেছিলাম সিপিয়েম কর্মী খুনের ঘটনায় ঐ মানবাধিকারিরা পোতিবাদ করবেন এটা এক্সপেক্ট করাই উচিত না , নিজেরাই পথে নামা উচিত ।
    আর সুমনা মান্ডির পরিবারের ভরণপোষণ আর আইনী লড়াইয়ের দায়িত্ব লোকাল পার্টি মেম্বাররা যথাসাধ্য নিয়েছেন , প্রসঙ্গত: আমার গ্রামের বাড়ী থেকে কয়েক কিমি দুরেই ঐ ঝর্না-সুমনা দের বাড়ি , তাই কিছু খোঁজখবর মাঝেসাঝে পাওয়া যায়।

  • saikat | 202.54.74.119 | ২০ আগস্ট ২০১০ ১১:৫৩462844
  • হ্যাঁ, হ্যাঁ 'নিজেরা' তো নেমেছে।

    কালকেই তো লিং দিলাম, রাজ্যপালের রিপোর্টের, কি রকম যৌথবাহিনী আর ক্যাডার অস্ত্র নিয়ে মিলেমিশে গেছে মাওদের বিরুদ্ধে।
  • a x | 99.54.68.147 | ২০ আগস্ট ২০১০ ১১:৫৬462845
  • সেকি বাম রাজনীতি করনেওয়ালা লোকেরা NGO হয়ে গেল নাকি? প্রতিবাদ আন্দোলন ইত্যাদি না করে ভরণপোষনের দায় নেওয়া?
  • lcm | 69.236.164.157 | ২০ আগস্ট ২০১০ ১২:০৪462846
  • তবে! বললে হবে! সিপিএমের আবার মানবধিকার এসেট্রা ফাল্‌তু গ্রুপের কোনো হেল্পের দরকার নেই। লোকাল কমিটি মেম্বাররা আছে কি করতে? পুরো পার্টিই তো মানবাধিকার কর্মশালা। মানুষের কাছে, মানুষের পাশে। ভুল হল - সব মানুষ নয়, সর্বহারা মানুষ।
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১২:০৫462847
  • যাক আপনি যে সিপিয়েমকে বাম বলেছেন এই ঢের পাওনা :-) স্লিপ অফ টাং হলে বাতলে দিতে ভুলবেন না !

    আর প্লিজ ঐ সুমনা মান্ডির কেসটা নিয়ে অন্তত: NGO দের টেনে আনবেন না প্লিজ.... ঐ ঘটনাস্থল-শোকগ্রস্ত পরিবার আমার নিজে চোখে দেখা লিংকবাজি করে নয়।

    আর হ্যাঁ কদিন আগে মাও-বিপ্লবীরা এক কর্মিকে না পেয়ে তার মা-বোন কে পুড়িয়ে দিল তাদের পরিবারের জন্যও স্থানীয় কর্মীরাই আছেন সবার কি আর NGO "মেধা' থাকে ? তাই কর্মীরাই ভরসা।
  • a x | 99.54.68.147 | ২০ আগস্ট ২০১০ ১২:০৬462848
  • কারুরই কিছু না কিছু দেখা আছে, একা ভীমনাগেরই নেই, এটাই আপনাদের বোঝার ক্ষমতা নেই আর।
  • a x | 99.54.68.147 | ২০ আগস্ট ২০১০ ১২:০৯462849
  • না মেধা থাকবে কেন, তদন্ত কমিশন থাকতে। সেই শুনে আসছি একটার পর একটা কমিশন বসছে আর সব সুবিচার পেয়ে হাসি হাসি মুখে বেরিয়ে আসছে। সবচেয়ে বেশি হাসি হেসেছে অবশ্য রুনুগুহনিয়োগী।

    ভাগ্যিস সেই সময়টাতে থাকিনি। এই সময়টাই এত সিকেনিং!
  • kc | 89.203.49.18 | ২০ আগস্ট ২০১০ ১২:১১462850
  • অক্ষদা, পুরো ভুলভাল লাইনে ঝগড়া কচ্চে আজ।
    এই নব দত্ত টাইপের লোকগুলোকে নিয়ে ঝগড়া করার কোনও মানে হয়? এরা কি কোনও ভাবে স্বপন দাশগুপ্ত বা গৌর চক্রবর্তী লেভেলের মানুষ?
  • a x | 99.54.68.147 | ২০ আগস্ট ২০১০ ১২:২০462851
  • নব দত্ত কি "টাইপ"এর লোক? আর টাইপের লোক বুঝে পুলিশ ভুয়ো FIR দিচ্ছে? সিরিয়াসলি আপনি কিন্তু কেমন শৈবালবাবুর লেভেলে চলে যাচ্ছেন। আবার স্ল্যান্ডারিং।
  • lcm | 69.236.164.157 | ২০ আগস্ট ২০১০ ১২:২১462852
  • সিপিএম নিয়ে কোনো কথা হবে না। ভারতবাসীর দুর্ভাগ্য যে স্বাধীনতার পর থেকে সিপিএম ক্ষমতায় নেই, ৬০ বছরে দেশটা আজ কোথায় যেত, পশ্চিমবঙ্গের ৩৩ বছর দেখলে খানিকটা আন্দাজ পাওয়া যাবে। শুধু ভারত কেন, অমল দত্ত স্টাইলেই বলে ফেলি - সৌরজগৎ-এর সেরা রাজনৈতিক দল।
  • SC | 71.206.238.49 | ২০ আগস্ট ২০১০ ১২:২৬462854
  • সব রাজনৈতিক দলের এল সি এম
    সেই দলের নাম সি পি এম।
  • kc | 89.203.49.18 | ২০ আগস্ট ২০১০ ১২:৩৫462855
  • অক্ষদা, রাগলাম না।
  • dukhe | 122.160.114.85 | ২০ আগস্ট ২০১০ ১২:৪৬462856
  • আমার মনে হয় জজও তিনোমুল । তাই নববাবু জামিন পেলেন ।
    আর এফ আই আরে কী চার্জ হবে, সে তো মুকুলবাবু ঠিক করেন না, পুলিশ ঠিক করে ।
    আমাগো পুলিশমন্ত্রীটাও তিনোমুল । সন্দেহ নাই ।
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ১৩:০১462857
  • রাজ ভাই ফোন্নংটা দিও। কলিতে দেখা হবে। ইয়ে, আমি মনমোহনের (মনু শিং নয়) প্রাণহরা খাওয়াতে পারি।
  • Raj | 202.79.203.59 | ২০ আগস্ট ২০১০ ১৩:০৫462858
  • কল্লোলদা আপাতত: এক বছরের জন্য এন সি আরে, এদিকে আসুন .. একদিন করিমসে ভাট হবে , পুজোয় যদি কলিতে থাকেন অবশ্যই জানাবেন।

  • Samik | 121.242.177.19 | ২০ আগস্ট ২০১০ ১৩:২৫462860
  • কল্লোলদা কয়েকমাস দিল্লিতে কাটিয়ে গেছে, আশু আসার বোধ হয় আর সম্ভাবনা নেই।

    কতকাল বিরিয়ানি খাওয়া হয় নি।
  • Ishan | 122.248.182.16 | ২০ আগস্ট ২০১০ ১৩:৩৫462862
  • যা বুঝলাম।

    ১। শুভেন্দু অধিকারি পুলিশে অভিযোগ কল্লেন। আর রাজ্যের পুলিশ মিউমিউ করতে করতে হত্যার চেষ্টার চার্জ দিয়ে দিল। দিতেই হবে। বমফ্রন্টের কুনো দোষ নাই। কারণ রাজ্য সরকারটা তো আল্টিমেটলি তৃণমূল চালাচ্ছে।

    ২। এছাড়াও কিঞ্চিৎ আইনের জ্ঞানও হল। এই পোড়া দেশে এমপির অভিযোগ আর সাধারণ মানুষের অভিযোগের মধ্যে একটা তফাত আছে। এমপি অভিযোগ করলে পুলিশ ইয়েস স্যার বলে। আর পাতি পাবলিক কল্লে যা: ফোট বলে। এই আচরণের জন্য দায়ী কে? কং-তিনো-এপিডিআর-মাও-মমতা ছাড়া আবার কে? সর্বভারতীয় প্রেক্ষাপটটা ভুলবেন না কমরেড। :)
  • dukhe | 122.160.114.85 | ২০ আগস্ট ২০১০ ১৩:৩৯462865
  • এত দরাদরির কী আছে ? GDPকে সাংসদের সংখ্যা দিয়ে ভাগ করুন । কত হল ? ব্যস - সেটাই মাইনে করে দেওয়া হোক ।
  • de | 59.163.30.4 | ২০ আগস্ট ২০১০ ১৩:৩৯462863
  • এগারোর পরে এই টইয়ের কি নাম হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন