এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৩২৬৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ১৭ আগস্ট ২০১০ ১৮:১৫462700
  • kc- আমি কি দীপাঞ্জন রায়চৌধুরীকে নিয়ে ""খেউড়"" করেছিলাম? পোস্টিংটা যদি ধরিয়ে দেন একবার তাহলে উত্তর দিতে সুবিধে হয়। আমি বোধহয় ওনার প্রথম এবং শেষ লেখা গুচ-র কোন একটা লিংক থেকে পড়েছিলাম এবং একদমই সহমত হইনি।
  • dukhe | 122.160.114.85 | ১৭ আগস্ট ২০১০ ১৯:২৫462701
  • কত জল যে গড়িয়ে গেছে ! গুচ-র আবার একজন দারোয়ানও হয়েছে ? সে আবার PT-র কান মুলে দেয় ? কী জ্বালা !
  • kc | 89.203.49.18 | ১৭ আগস্ট ২০১০ ২০:২০462702
  • পিটিবাবু, ৬০০টা করে পোষ্ট পার টই, ১১টা টই, খোঁজাটা সোজা নয়, আমার পক্ষে। অন্য কেউ যদি দয়া করেন ভাল হয়। আর ছাড়েননা এই টপিকটা, অনেকতো হল, অন্য কিছু ভাটও মারেন। এই টই আর সিপিএম ব্যাশিং এর টইতো নয়, এটা এখন পিটি ব্যাশিংএ দাঁড়িয়েছে। বার হয়ে আসুন এই অবস্থা থেকে। চিয়ার আপ।
  • Arpan | 112.133.206.21 | ১৭ আগস্ট ২০১০ ২০:৪৩462703
  • কোথায় আছে? একটা ক্লু দিলাম। ৯/১১।
  • PT | 203.110.246.230 | ১৭ আগস্ট ২০১০ ২০:৪৭462704
  • KC-দীপাঞ্জনের বিষয়টা তো আপনিই তুললেন তই ভাবলাম ব্যাপারটা খোলসা হোক।

    আর আমি PT-ব্যাশিং-এ খুব একটা দু:খিত নই। যুক্তি কিংবা উত্তর না থাকলেই খিস্তির বন্যা বইছে -- এবং সেটা বেশ নিয়ম করেই চলছে।

    আমি শুধু আশা করছি যে এখানে অনেকে যাঁরা লিখছেন (বা খিস্তি করছেন) এমন কেউই মমতা/মাওরা ক্ষমতায় এলে সে মন্ত্রীসভার তথ্য-সম্প্রচার মন্ত্রী হবেন না। যদি হন তাঁদের কাছে জরুরী অবস্থার সময়ের সুব্রত মুখার্জীকে বালখিল্য মনে হবে!
  • Kartuj | 59.93.201.134 | ১৭ আগস্ট ২০১০ ২১:০৪462705
  • এখানে আমি লিখি না কিন্তু, পিটিবাবুর একটা বক্তব্য আমাকে খুব অবাক করেছে। স্বাগতালক্ষ্মী 'লাবণ্যি রামা' এর আগে অনেকবার অনেক জায়গায় গেয়েছেন 'একি লাবণ্যে পূর্ণ প্রাণ' গাইবার আগে। কোথাও কখনো বলতে শুনিনি রবীন্দ্রনাথ 'ঝেঁপে দিয়ে চেপে গেছিলেন'। আর চাপার প্রশ্নটাই বা উঠছে কোথায়। এই ভাঙা গানের বিষয়ে উনি অনেক জায়গায় রীতিমত স্বীকার করেছেন অমুক গান থেকে নেয়া এই হিসেবে। ইন্দিরা দেবী চৌধুরানীর বইতেও বোধায় লেখা আছে। স্বাগতা এসব বলতেই বা যাবেন কেন? হয়ত আপনার বুঝতে ভুল হয়েছে কোথাও। এই ২০১০ এ বসে ক্লেম করবেন যে, রবীন্দ্রনাথ চেপে গেছিলেন আর উনি সেটা ধুলো ঝেড়ে বার করেছেন, এত বড় মূর্খ ভাবলেন কি করে ওনার মত রবীন্দ্রসঙ্গীতে আজীবন নিবেদিত শিল্পীকে? এমনকি রবীন্দ্রনাথের অনেক ভাঙা গান এমন সব original গান থেকে নেয়া বলে উনি লিখে গেছেন, যা রবীন্দ্রসঙ্গীতে প্রায় আমূল রূপান্তরিত হয়ে গেছে। চেনাই যায় না। at least ভাঙা গানের বিষয়ে ওসব চাপাচাপি ঐ মানুষটির ধাতে মোটেও ছিল না। সুতরাং আপনার এ ব্যাপারে রবীন্দ্রনাথকে টানা অবান্তর এবং স্পষ্টত: অপ্রাসঙ্গিক। প্রীতম হলে তবু ঠিক ছিল। ;-)
  • SC | 128.2.53.210 | ১৭ আগস্ট ২০১০ ২১:১০462706
  • পিটিকে আরেকবার প্রেক্ষিতটা মনে করিয়ে দিয়ে যাই।
    রাষ্ট্রীয় সন্ত্রাসের পুরোধা অসহায় চিদু মনুর সাথে সমস্তরকম সহযোগিতার মাধ্যমেই বিপ্লব আসবে।
    ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এইটেই বিশ্বাস কিনা, এখনো জানা গেলো না।
    অনেক ব্যাশিং টোকাটুকি হলো, কিন্তু উত্তর এলো না।
    গোলপোস্টের কাঠিটা আরেকবার পুঁতে দিয়ে গেলাম।
  • Kartuj | 59.93.201.134 | ১৭ আগস্ট ২০১০ ২১:১৪462707
  • থ্যাংকিউ এস সি-দা, এখানে তো উপলক্ষ্যের ধোঁয়ায় আসল লক্ষ্য ক্রমশ:ই ঢেকে যাচ্ছে। :-)
  • ranjan roy | 122.168.168.21 | ১৭ আগস্ট ২০১০ ২১:২৭462708
  • এই যে দারোয়ান শমীক,
    কেডা কইসে উৎপল দত্ত অন্যের নাটক থেইক্যা ঝাঁইপ্যা নাটক ল্যাখসেন। নামডা আর পোস্টটা কও।আমার তীব্র প্রতিবাদ।

    আমি উৎপলের আজীবন ফ্যান। উৎপল কখনও ঝেঁপে নাটক লেখেন নি। যেখানে বিদেশি রচনাকারদের লেখা থেকে অনুপ্রেরনা পেয়েছেন, ঋণস্বীকার করেছেন।
    যেমন "" ছায়ানট'' নাটকে ( Boy Meets Girl? ঠিক মনে পড়ছেনা, কিন্তু করেছেন); " যুদ্ধং দেহি'' ( পেঙ্গুইন এর প্রকাশিত তিন ফরাসী নাটকের সংগ্রহ Theatre of War থেকে, তিন নম্বর নাটকটা বরিস ভিয়াঁ? নামটা ঠিক মনে পড়ছে না? কিন্তু উৎপল স্বীকার করেছেন। সেই দেখেই বইটা কিনেছিলাম এবং তার প্রথম নাটক Vasco থেকে একটি সীন দুর্গ কলেজে করিয়ে একরকম একলব্যের গুরুদক্ষিণা দেবার চেষ্টা করেছিলাম:)))।

    তারপর ধরুণ ""মানুষের অধিকারে''। এটি "স্কটস্‌বরো বয়'' নামে অ্যালাবামার স্থানীয় ভাষায় লেখা উৎপল প্রবন্ধ লিখে এবং আলোচনার মাধ্যমে জানিয়েছিলেন।
    কাজেই উৎপলের নাট্য রচনায় প্লেগিয়ারিজম এর চার্জ আনলে আমি তার বিরুদ্ধে লড়ে যাবো এবং নাটকে প্লেগিয়ারিজম কারে কয় তার সংজ্ঞা জিগাইয়াম।
    আর নাটকে অনুপ্রেরণা? শেকস্‌পীয়র ম্যাকবেথ এবং অন্যান্য নাটক কোন কোন ইউরোপীয় গাথা বা বইয়ের প্রভাবে লিখেছেন তা কলেজী পাঠেই ক্লিশে কয়ে গেছে।
    শমীক? নাম কও? পোস্ট কও? তারপরে দেখি?
  • dukhe | 122.160.114.85 | ১৮ আগস্ট ২০১০ ১০:০০462710
  • PT-র যত অলক্ষুণে কথা ! অ্যাদ্দিন ধরে মন দিয়ে গুচ-তে লিখছি যাতে মমতা মুখ্যমন্ত্রী হলে আমারও একটা হিল্লে হয় । PT সে আশায় জল ঢেলে দিতে চাইছেন ।
    না - তথ্য-সম্প্রচার কেন, কোন মন্ত্রী হতেই আমার কুনো আপত্তি নাই । হোটেলে ৩৭ লক্ষ টাকার বিল করব - ছেলেবেলার শখ ।
  • de | 59.163.30.2 | ১৮ আগস্ট ২০১০ ১১:০৩462711
  • যাক! এই টই একটা কাজ অন্তত: করেছে -- দুখের কাছ থেকে এমন একখান কতা বার করেছে :))
  • r.huto | 203.99.212.53 | ১৮ আগস্ট ২০১০ ১১:১৫462712
  • আমি মন্ত্রী হতে চাইনা। মাসে ওই পঞ্চাশ হাজার টাকা দিলেই চলবে, কষ্টে সৃষ্টে চালিয়ে নেবো।
    তবে একটা লালবাতি ওলা বড় গাড়ি পেলে মন্দ হয় না; বড্ড জ্যাম।
  • PT | 203.110.246.230 | ১৮ আগস্ট ২০১০ ১২:১৩462714
  • ইন্দিরা দেবী চৌধুরানী ""রবীন্দ্রসঙ্গীতে ত্রিবেণী সঙ্গম"" বইতে জানাচ্ছেন যে লাবণ্যে পুর্ণ প্রাণ গানটি একটি ""মহিশুরী" গানের আদলে তৈরি। অতএব তথ্যটি স্বাগতালক্ষীর জন্মের আগে থেকেই জানা ছিল -- এটা তাঁর কোন রিসার্চের ফসল নয়।

    Kartuj- আপনার সঙ্গে আমার কোন তক্ক নাই। ""ঝাঁপা"" শব্দটি ব্যাঙ্গার্থে এসেছিল কেননা কেউ একজন উৎপল প্রসঙ্গে ঐ দিকে ইঙ্গিত করছিলেন। স্বাগতালক্ষীর এই গানের উদাহরণটাও পোস্টিং লেখার সময়ে মাথায় এসেছিল কেননা তার আগের দিন রাতেই একটি "রান্না" প্রোগ্রামে লাবণ্যে-র বাংলা ও তেলুগু (বা মহিশুরী) ভার্সানটা শুনিয়েছিলেন। স্বাগতা শুধু যে এই গানটি রেকর্ড করেছেন তাই নয়, সাম্প্রতিক কালে রবীন্দ্রসঙ্গীত নিয়ে তিনি ""রামায়ণ"" নৃত্য/গীতি আলেখ্য করেছেন (দেখিনি এখনো) তাতে ঐ তেলুগু (বা মহিশুরী) গানটি ব্যবহৃত হয়েছে।
  • Samik | 121.242.177.19 | ১৮ আগস্ট ২০১০ ১২:১৬462715
  • রঞ্জনদা,

    অত্যন্ত দূ:খিত। সত্যিই কেউই এই সুতোয় অন্তত এমন কোনও প্রচেষ্টা দেখান নি যে উৎপল দত্ত অন্যের নাটক "ঝেঁপে' লিখেছেন। বুঝতেই পারছি, থ্রেডটা খুব মন দিয়ে পড়ি নি। আসলে পিটির ঐ পোস্টটা পড়েই এমন মাথা গরম হয়ে গেল যে অভিযোগটা ভেরিফাই করারও চেষ্টা করি নি।

    এখন এটা দিনের আলোর মত পরিষ্কার যে, গুরুচন্ডালির পরিসরে, পিটি হাওয়া থেকে উৎপাটন করে একটি ঢপের অভিযোগ করেছেন। আমার সেটা নিয়েই চেঁচানো উচিৎ ছিল, কিন্তু মন দিয়ে পড়ি নি বলেই বাই ডিফল্ট ভেবে নিয়েছিলাম, কেউ নিশ্চয়ই এমন কথা বলেছে, আমার চোখ এড়িয়ে গেছে।

    আমি উৎপল দত্তের লেখা একটি নাটকও দেখি নি, একটি নাটকও পড়ি নি। কিছু সিনেমা দেখেছি। তাঁকে পরিমাপ করবার যোগ্যতা আমার নেই। প্রথাগত পড়াশোনার বাইরে, নিজের ইন্টারেস্টের তাগিদে আমার জ্ঞানগম্যি যাই বলুন, সেটা রবীন্দ্রনাথের গানের ব্যাপারে। আমার গানের শিক্ষাও নেই, কনিকা সুচিত্রা সুবিনয় দেবব্রত এঁদের কাউকে আমি চর্মচক্ষে দেখি নি কোনওদিন। কেবল রবীন্দ্রনাথের গানে ডুবে থাকতে ভালোবাসি। স্বাগতালক্ষ্মী ও রবীন্দ্রনাথ সংক্রান্ত ঐ পোস্টটি দেখেই আমার ফোকাস ঐদিকে চলে গেছিল। প্রাথমিক রিয়্যাক্‌শন হয়েছিল এই রকম: এই পিটি লোকটার মাথায় কি গ্রে ম্যাটার বলে জাস্ট কিছু নেই?

    বাকি সমস্ত চেঁচামেচি সেই সূত্রে। করেকম্মে খাচ্ছেন যখন, গ্রে ম্যাটার অবশ্যই আছে, কিন্তু কী প্রোপোর্শনে আছে, সেটা নিয়ে আমার ধন্দ এখনো কাটে নি। আর কাটবেও না।
  • Ishan | 122.248.182.16 | ১৮ আগস্ট ২০১০ ১২:২৫462716
  • শমীক। ব্যক্তি আক্রমন নয়। প্লিজ।
  • PT | 203.110.246.230 | ১৮ আগস্ট ২০১০ ১২:২৯462717
  • ""পিটির ঢপ""

    নাম-নেইএর পোস্টিং: Date:16 Aug 2010 -- 11:09 AM
    শেষের লাইনটি এইরকম:

    ""শ্‌শা ..... ঝেড়েছিলেন, কোন স্বীকৃতি দেয়নি বলারও উপায় নেই""

    আশা করি ব্যক্তিগত আক্রমণের আগে অন্যের পোস্টিংগুলো মন দিয়ে পড়া হচ্ছে!!

  • Ishan | 122.248.182.16 | ১৮ আগস্ট ২০১০ ১২:৩৬462718
  • অদম্য পিটি। :)
  • PT | 203.110.246.230 | ১৮ আগস্ট ২০১০ ১২:৪৩462719
  • নাম নেই-এর পোস্টিং-এর উত্তরে আরেকটি পোস্টিং ছিল যাতে ঝাড়া/ঝাঁপা কোন শব্দই ছিলনা। কিন্তু কি একটা যেন ইঙ্গিত ছিল যার মর্মোদ্ধার করতে পারিনি।

    Date:16 Aug 2010 -- 11:34 PM
    "..... মীনাদির কাছে শুনেছিলাম - না: বলবো না।""

    এতে যদি ঝাড়া/ঝাঁপা প্রসঙ্গের ইঙ্গিত না থাকে তাহলে অগ্রিম ক্ষমা চেয়ে রাখছি।
  • lcm | 69.236.164.157 | ১৮ আগস্ট ২০১০ ১৩:০০462721
  • এই "ঝাড়া' বা 'ঝাঁপা' - এসব শব্দ ব্যবহার না করে, 'ইন্সপায়ার্ড বাই' - এরকম করলে প্রবলেম কম হয়। প্রিতম এরকম বলে।
  • Swabhab Kobi | 203.196.159.180 | ১৮ আগস্ট ২০১০ ১৩:২২462722
  • কার গানে কত ঝাড়া
    কার গানে ঝাঁপা,
    তাই দিয়ে যায় নাকি
    দক্ষতা মাপা?

    যদি কেউ ঝেড়ে থাকো
    দিয়ো নাকো চাপা
    দারোয়ান বসে অছে
    জেনে রেখো বাপা।
  • bb | 115.113.115.130 | ১৮ আগস্ট ২০১০ ১৩:৫০462723
  • শমীক বলতে বাধ্য হচ্ছি, আপনার প্রতিবাদের ধরণ কালকেই খারাপ লেগেছিল,আজকে আপনি ব্যক্তিগত স্তরে আরও নিচে চলে গেলেন।
    আমি PTকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি তিনি কতটা পন্ডিত তার বিষয়ে। যাইহোক আশা করব কোনব্যক্তির মেধা (জাত, যোগ্যতা) ইত্যাদি বিষয়ে মন্তব্য করার ব্যাপারে আরও বেশী সংযত হবেন ভবিষ্যতে।

  • dukhe | 122.160.114.85 | ১৮ আগস্ট ২০১০ ১৪:০১462724
  • আরো নিচে - কোথায় ? পাতালে ?
    সেই কবে সীতা গিয়েছিলেন, তারপর গেল কিনা এক দারোয়ান ।
    শমীকের স্মৃতিতে দু মিনিট নীরবতা হোক এই টইয়ে ।

  • Arpan | 204.138.240.254 | ১৮ আগস্ট ২০১০ ১৪:০২462725
  • দুখের যেমন কথা! পাতাল রেলে কখনো চাপোনি নাকি?
  • dukhe | 122.160.114.85 | ১৮ আগস্ট ২০১০ ১৪:০৪462726
  • ও: - তাই ? শমীক পাতাল রেলে চেপেছেন ?
    আমি তো bb-র পোস্ট পড়ে ভয় পেয়ে গেসলাম । যাক, নিশ্চিন্দি ।
  • Raj | 202.79.203.59 | ১৮ আগস্ট ২০১০ ১৪:১১462727
  • না মনে হয় । পর্টি লাইনের বাইরে আজকে অজান্তে অপোপোচারমুলক কতাবাত্তা লিকে ফেলচেন :-)

    এই যেমন ৩৭ লাখের বিল তাপ্পর রেল যে সত্যি "পাতালে " পরিণত হয়েছে এইসব উপলব্ধি ........ !
  • Raj | 202.79.203.59 | ১৮ আগস্ট ২০১০ ১৪:১২462728
  • * পার্টি
  • Samik | 121.242.177.19 | ১৮ আগস্ট ২০১০ ১৪:১৪462729
  • আমি পিটিকে ব্যক্তিগতভাবে চিনি না, সেটাই কি প্রবলেম? তা হলে কিছু না-বলাই ভালো।

    তবে না-বলাই-ভালো বলার পরেও, কিছু কথা থেকে যায়, সেগুলো বলে ভারমুক্ত হই। তারপরে যে-যা খুশি বলুন।

    পিটি কেন, এখানে কেউই কোনও সংগঠনের তরফে বক্তব্য পেশ করতে আসেন না। যে-যা লেখেন, বলেন, ব্যক্তিগত বিশ্বাস আদর্শ থেকেই বলেন। সেটা অন্য কোনও ব্যক্তির কাছে ক্যাওড়ামো, টন্টিং ইত্যাদি মনে হলে সেই অন্য ব্যক্তি এই ব্যক্তির বিরুদ্ধেই প্রতিবাদ করবেন। কোনও সংগঠন বা মতাদর্শের বিরুদ্ধে নয়। সুতরাং আক্রমণ প্রতিআক্রমণটা ব্যক্তিগত হয়ে যাওয়াই স্বাভাবিক। পণ্ডিত ব্যক্তি হলেই বোধ হয় যে-কাউকে দারোয়ান ইত্যাদি বলে দেবার সুযোগ থাকে। আমি সেটা একেবারেই গায়ে মাখি নি যদিও।

    পণ্ডিত ব্যক্তির পাণ্ডিত্য যদি তাঁর লেখাজোখা হাবভাবে প্রকাশ না পায়, তা হলে ঐ ব্যক্তিগত পরিচিতির ওপরেই নির্ভর করতে হয় পাণ্ডিত্য প্রমাণ করবার জন্য। দূ:খের বিষয়, পিটির সঙ্গে আমার সেটা নেই।

    একজন সমানে অন্যজনকে খুঁচিয়ে যাবে, পকাবু বলবে, তৃণমূল বলবে, প্রাক্তন নকশাল এখন তৃণমূল ইত্যাদি বলবে, যা মনে হয় তাই বলে টন্ট করবে, আর অন্যপক্ষ ফোঁস করলেই তখন সেটা পন্ডিত ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয়ে যায়, নাকি?

    যাক গে, এ-সব ব্যাপার এর আগেও হয়েছে, ভবিষ্যতেও আবার হবে।

    শেষপাতে, একটা ব্যাপারে আমি পিটির কাছে ক্ষমাপ্রার্থী। আমার শেষ পোস্টের বিষয়ে। আমি সত্যিই মন দিয়ে থ্রেডের প্রতিটা পোস্ট পড়ি নি। নামহীন তথা খালিস্তানী তথা গুচ-র বহু-পুরনো বাপ্পাদার ঐ লাইনটা পড়েও চোখ এড়িয়ে গেছিল, খেয়ালই করি নি ওটা উৎপল দত্তের সম্বন্ধে লেখা ছিল। এইবার পড়ে দেখলাম, সত্যিই ওটা উৎপল দত্তের সম্বন্ধেই লেখা, পিটি সেটাকেই রেফার করেছিলেন। পুরোটা না পড়ে "ঢপ দিয়েছিলেন' জাতীয় শব্দবন্ধ লিখেছি পিটির বিরুদ্ধে, আমি সত্যিই ক্ষমাপ্রার্থী। সরি পিটি।

    তার আগে পরের বাকি সমস্ত মতামত সম্বন্ধে দায়িত্ব সম্পূর্ণভাবে আমারই। এবং আমি একচুলও সরে আসছি না সেই সব মতামত থেকে।

    থ্যাংকিউ।
  • Raj | 202.79.203.59 | ১৮ আগস্ট ২০১০ ১৫:০৭462730
  • আমেদুধে মিশে গিয়ে আঁটিরা আপাতত: গড়াগড়ি খাচ্ছে

    http://news.rediff.com/report/2010/aug/18/nuclear-liability-bill-to-be-tabled-in-parl-today.htm

    রঞ্জনদা এবার কি বলবেন কং-বিজেপি একহয়ে গ্যালো ;-)

    অন অ সিরিয়াস নোট - আবার বছরকয়েক পরে আরেকটা ভুপাল -অ্যান্ডারসন-অর্জুন-রাজীব হলে অবাক হব না
  • bb | 125.16.17.151 | ১৮ আগস্ট ২০১০ ১৬:৫১462732
  • শমীক আপনি ভালভাবেই জানেন যে প্রতিবাদ করা এক আর কারুকে ব্যক্তিগত স্তরে গিয়ে আপনার গ্রে ম্যাটার কতটা আছে ইত্যাদি বলা এক নয়।
    আপনি স্বীকার করেছেন যে কালকে আপনি প্রতিবাদ করেছিলেন পুরোটা না পড়েই এবং তার জন্য আপনি আজকে ক্ষমাও চেয়েছেন। তেমনি আপনি যদি ঠান্ডা মাথায় নিজের বক্তব্য আবার পড়ে দেখেন, আমি নিশ্চিত আপনি লজ্জিত হবেন।
    পছন্দ না হলে প্রতিবাদ করা ঠিক, কিন্তু তার জন্য একটা সীমানা এখনো পর্যন্ত গুরুতে প্রত্যেকেই মেনে এসেছেন, যেখানে ব্যক্তিগত ব্যাপারে মন্তব্য করা নীতিবিরুদ্ধ বলেই মানা হয়।
    এরপর এটা আপনার ব্যাপার আর এই নিয়ে তর্ক করার মানে হয়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন