এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • সুচিত্র মিত্র

    ulpu sen
    গান | ০৪ জানুয়ারি ২০১১ | ১০৫৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | 132.179.99.132 | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২০464310
  • সোমেনবাবুর কথাগুলো থেকে কালচারাল ফান্ডামেন্টালিজমের গন্ধ বেরোচ্ছে। আমার খুব বোঁটকা লাগে এই গন্ধ। যাঁরা রবীন্দ্রনাথ সম্বন্ধে এধরণের কথা বলেন, তাঁরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি কূপমন্ডুক ও মানসিক ভাবে বদ্ধ। তাঁরা অন্য গান শোনার কোন চেষ্টাই করেন না। রবীন্দ্রনাথকে ধূপ-ধুনোর ধোঁয়ায় ঢেকে রাখতে চান। সোমেনবাবুকে চিনিনা, কাজেই তাঁর সম্বন্ধে এ কথা বলছি না। কিন্তু আমার চেনা-পরিচিতর মধ্যে এমন লোকের সংখ্যা কম নয়। এমন কথাও বলতে শুনেছি, রবীন্দ্রনাথের গান শুনতে ও ভাল লাগাতে গেলে ধ্রুপদী সঙ্গীতে গভীর পাঠ থাকতে হবে। এনাদের কাছে রবীন্দ্রনাথ ধর্ম। সে হোক। কিন্তু অন্যদের রবীন্দ্রবোধকে (ও সাঙ্গীতিক বোধকে) ছোট না করলে এবং নিজেদের ধর্ম অন্যদের ওপর চাপাবার চেষ্টা না করলেই ভাল।
  • lcm | 34.4.162.218 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৪৯464311
  • একটা প্রশ্ন ছিল।
    আগে কক্ষনো কোথাও না শোনা (প্রথমবার), শুধু স্বরলিপি দেখে, মাস্টারমশাই ছাড়া নিজে নিজে অনুশীলন করে রবীন্দ্রসংগীত গাওয়া যায়?
    একজন আমাকে বলেছিলেন যায় না, গাইলেও সুর ঠিক হয় না, বাংলায় যেভাবে স্বরলিপি লেখা হয় সেই নোটেশনে নাকি সুরের ৬০% ও ধরা যায় না। এইজন্য কারোর কাছে থেকে গান শোনা মাস্ট।
    এই বক্তব্য কি ঠিক?
  • Abhyu | 34.181.4.20 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৫৬464312
  • ব্যক্তিগত মত - একদম ঠিক। দিনু ঠাকুরের গাওয়া গানগুলো শুনে দেখো, বাংলা স্বরলিপির সাধ্য কি ঐ গাওয়াকে লিপিবদ্ধ করে?
  • Abhyu | 34.181.4.20 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৫৭464313
  • বিস্ময়ে তাই জাগে আমার গান
  • কল্লোল | 111.62.124.101 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:০৫464314
  • এটা কবেকার গাওয়া? এ গলা আমার অচেনা। এটা কি দিলে বাবা অভ্যু। গলা বশে নেই।
  • lcm | 34.4.162.218 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৪৩464315
  • হ্যাঁ, এটা ভাল্লাগছে না শুনতে।
  • Abhyu | 34.181.4.20 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৩৬464316
  • তা আমি কি করব? আমি কি গেয়েছি, না আমি ইউটিউবে তুলেছি। ওনার গাওয়া আকাশ ভরা শুনেছিলাম আকাশবাণীতে। সে এক অসাধারণ জিনিস।
  • Abhyu | 34.181.4.20 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২৫464317
  • আচ্ছা তবে এইটা?
  • Abhyu | 34.181.4.20 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৯464318
  • তাপস তুমি ধেয়ানে তব কি দেখ মোরে কেমনে কব
    আপন মনে মেঘ স্বপন আপনি রচ রবি
    তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী
  • Abhyu | 34.181.4.20 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৩464139
  • মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
    স্খলদঞ্চলা চলচঞ্চলা! অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
    রোষারুণরাগরঞ্জিতা! বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!
    গোপনহাস্য-কুটিল-আস্য কপটকলহগঞ্জিতা!
    সঙ্কোচনত-অঙ্গিনী! ভয়ভঙ্গুরভঙ্গিনী!
    চকিত চপল নবকুরঙ্গ যৌবনবনরঙ্গিণী!
    অয়ি খলছলগুণ্ঠিতা! মধুকরভরকুণ্ঠিতা
    লুব্ধপবন -ক্ষুব্ধ-লোভন মল্লিকা অবলুণ্ঠিতা!
    চুম্বনধনবঞ্চিনী দুরূহগর্বমঞ্চিনী!
    রুদ্ধকোরক -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী।।
  • কল্লোল | 111.63.146.188 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫১464140
  • অ্যায়। একে বলে সুর লাগানো।
    মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি-র মণির ণি-টা লাগানো শুনে সারা দিন ভালো হয়ে গেলো।
  • PT | 213.110.247.221 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩৩464141
  • রবীন্দ্রনাথের গানে স্বরলিপি না মেনে অন্য কিছু করার জায়্গায় যদি আর.ডি.বর্মনের গানের তাল-টাল বদলে (যেমন ঢিংকাচিকা তালের বদলে ৭ বা ১১ মাত্রায়) বা ধীর লয়ে গাওয়া হয় তাহলে বোদ্ধা এবং আবোদা শ্রোতার কেমন লাগবে-সেই বিষয়ে যদি কেউ একটু আলোকপাত করেন তাহলে আলোকিত হয়।
  • PT | 213.110.247.221 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩৮464142
  • *আলোকিত হই।
  • Ekak | 125.118.68.83 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৭464143
  • পিটি বাবু
    আর্দি র আর নিজের করা সুর কোথায় ? স্প্যানিশ -ইতালিয়ান আর জার্মান গানের সমুদ্র থেকে তুলে আনা সুর । কথাও কথাও তো পাল্টাবার ও চেষ্টা করেন নি :( সিম্পল ঝেঁপে দিয়েছেন । আলেক্সান্দ্র সারা জীবনে নিজের দেশে খ্যাতি পেলেন না আর তাঁর ই সুর টুকে দিয়ে আর দি র খেতাবের পর খেতাব । এ আমাদের দেশেই সম্ভব ।
    রবিবাবু র অনেক অনেক সুর একেবারে নিজস্ব । প্রভাব থাকলেও তাতে আত্মীকরন আছে ।
  • কল্লোল | 125.241.44.4 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪১464144
  • আমি একটা ব্যাপার বুঝতে পারছি না।
    স্বরলিপি না মানা মানে কি?
    ধরা যাক ঃ
    ক) বাদল বাউল বাজায় বাজায় বাজায় রে / বাজায় রে একতারা। একতারার সুরটি মীড় করে গাওয়া হয়। এই মীড়ের জায়গায় কেউ যদি ছোট মুড়কির কাজ করে গায় তাহলে টেকনিকালি স্বরলিপি না মানা হলো।
    খ) গানটা পিরীতি কাঁঠালের আঠার সুরে গাইলো কেউ। সেটাও স্বরলিপি না মানা।
    গ) নেচে নেচে হলো সারা - এরপর বাদল বাউল বাজায় বাজায় বাজায় রে পর্যন্ত গাওয়া হয়। তা না করে কেউ যদি বাদল বাউল অবধি করে ছেড়ে দেয়, তাহলেও স্বরলিপি না মানা হলো।
    এর মধ্যে কোনটা বা কোনটা কোনটায় রবিঠাউর অশুদ্ধ হন।
    আমার মতে খ-এ অশুদ্ধ হন। ক বা গ-এ নয়।
  • ন্যাড়া | 213.83.248.37 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪৭464146
  • *শিকার
  • ন্যাড়া | 213.83.248.37 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪৭464145
  • এককের তো সঙ্গীত বিদ্যা ভয়ংকরী !

    পিটিবাবু যদি খবর রাখেন - রাখেন বলেই ধরে নিচ্ছি - শ্রীযুক্ত রাহুল দেব বর্মনের গান তথাকথিত রিমিক্স নামক একপ্রকার প্রথার সবথেকে বড় স্বীকার। গানকে গান বদলে যাচ্ছে। তাতে ঠিক কত "হা আর্ডি, যো আর্ডি" শুনতে পান?
  • PT | 213.110.243.23 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২৩464147
  • দুএক পিস রিমিক্স যে শুনিনি তা নয়। কিন্তু সেগুলো হুলাল্লার মত বদলে যাওয়া নয়। সেইজন্য আর-ডির গানগুলো অর্ধ-ঝাঁপতাল বা একাদশীতে গাওয়ার প্রস্তাব রেখেছিলাম। অবিশ্যি রিমিক্স যারা করছে তারা এইসব তালের কথা শুনে থাকলে হয়।
  • PT | 213.110.243.23 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৮464148
  • কল্লোলদাঃ
    স্বরলিপি "না মানার" মানে তোমার কাছে একরকম আর জিতেন্দ্র নাথ দাস বা নীল দত্তের কাছে আর এক রকম। সব ঢঙের রবিগানেরই শ্রোতা আছে। এই স্বাধীন দেশে কাকেই বা থামানো যাবে? এমনকি অজয় চক্কোত্তি মশাইও "আজি কমল মুকুলদল খুলিল" গানটি "ঠিক" সুরে গেয়েও হারমোনিয়াম সহযোগে সেটিকে বাইজি বাড়ির গান করে তোলেন। সুভাষ চৌধুরী এবং আরও অনেকে দেশ পত্রিকাতে পোচুর গাল দেওয়ার পরেও তিনি গানটি ঐ ঢঙেই পরিবেশন করলেন-সামনে বসে শুনলাম। তাঁকে থামায় এমন সাধ্য কার?
  • kc | 188.61.96.29 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৩464150
  • রিমিক্স না করার ক্ষী আছে? শুনতে ভাল হলেইতো হল। আর আমার কোনটা শুনতে ভাল লাগছে সেটা তো আমিই বুইতে পারব। আমার অবশ্যি উলাল্লাটাও বেশ লেগেছিল। কিশোরকুমারও ক্ল্যাসিক্যাল বিশেষ কিছুই জানতেন না নাকি। কিন্তু শুনতে তো দারুণই লাগে।

    আসল কথা শুনতে ভাল হতে হবে। তারপরে বাকি কথা। আর শুনতে ভাল লাগলে বাকী কথা না বলে আবার শোনাই ভাল।
  • PT | 213.110.243.23 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৫464151
  • আমারও হুলাল্লাটা শুন্তে খারাপ লাগেনি। তবে সেটাকে "রবির গানের ছায়াবলম্বনে" রচিত গান বললে ল্যাঠা চুকে যেত। যেমন কিনা শালুকের দেবদাস-বাড়ির বৌ আর যৌনকর্মীর (বে** শব্দটা তো ব্যভার করা যাবেনা!!) যৌথনেত্য মা দুগ্গার সামনে-বেস জমাটি ব্যাপার-আম্মো-ও হেবি এন্জোয় করেছি। তবে সেটাকেও শরৎ চাটুজ্জে মশায়ের উপন্যাসের "ছায়াবলম্বনে" বললে বুকের ভেতরটায় মোচড় দিত না-এই যা।
  • kc | 188.61.96.29 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৭464152
  • পিটিদার জন্যি একটা রিমিক্স রেখে যাই, ভুলভাল উরুশ্চারনে গাওয়া, একটু ফিডব্যাক দিনতো।

  • PT | 213.110.243.23 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২২464153
  • আমার সীমিত জ্ঞানে বলি।

    ব্যান্ড বাজিয়ে ধ্রুপদী সঙ্গীত গাওয়ার একটা মূল সমস্যা হচ্ছে যে ব্যান্ড ত্রিতাল জাতীয় তালকে কাহারবা জাতীয় বিটে বাজাতে থাকে। সেক্ষেত্রে গায়ক বা বাদক কারোরই সমে ফেরার কোন দায় থাকেনা- তাতে আমার সীমিত বোধবুদ্ধি অনুযায়ী গানের বাঁধন আলগা হয়ে যায়। চাইলে তো রবীন্দ্রনাথ এই গান কাহারবাতেই বাঁধতে পারতেন। ত্রিতালে বাঁধলেন কেন?

    একথা অবশ্যই রশিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তিনি এই ভাবে গানটি গাইলেন কেন? সে উত্তর আমার জানা নেই। কোন কমার্শিয়াল কারণ থাকতে পারে। "শুনতে" তো ভালই লাগল যেমন রশিদের অন্যান্য রাগাশ্রয়ী গান শুনতে লাগে। তবে শ্যাম-কল্যাণ যদি রশিদের গলায় শুনতেই হয় (বা তাঁর যদি গাওয়ার ইচ্ছা হয়) তাহলে এটা শুনলেই তো হয়ঃ


    কিন্তু ফারাকটা বোঝা যাবে মোহন সিং-এর গানের সঙ্গে তুলনা করলে। আমার মনে হচ্ছে যে প্রথম "জীবনে"-তে (আরও কিছু জায়গাতে) রশিদ বেশী কারিকুরি করছেন-মোহন সিং সম্ভবতঃ স্বরলিপিনিষ্ঠ এই গানে।


    ফেল করলাম কিনা জানাবেন kc স্যার!!
  • kc | 188.61.96.29 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩০464155
  • ঐ গানটা শ্যাম কল্যাণ? >:-|

    স্কোয়ার কাট করে ছয় মারতে গাভাসকার কোনওদিনও ভাবতে পারেন নি। তাই বলে কি স্কোয়ার কাট করে শেওবাগ ছয় মারলে কি বলব - ওটা হলনা হলনা?

    শুনতে ভাল লাগল তো? তাহলেই হল?
  • Abhyu | 34.158.244.122 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩০464154
  • গানের চয়েসেরও একটা ব্যাপার আছে না, রাখো রাখো হে বদলে রসিদ খান যদি মনোমন্দিরসুন্দরী বা নৃত্যের তালে তালে গাইতে যেতেন তাহলে নিশ্চয়ই কেলেঙ্কারি হত। স্বরলিপি থেকে বিচ্যুত হলেই মহাভারত অশুদ্ধ হলে দেবব্রত বিশ্বাস আজও প্রাসঙ্গিক থাকতেন না। কিন্তু দেবব্রত বা রসিদ খানের সেই বোধটা আছে যে কোথায় কতটা স্বাধীনতা নিলে গানটা ভালো লাগে শুনতে। সেটা নীল/অঞ্জন দত্তের আছে কি না ..

    তবে এই স্বাধীন দেশে কাউকেই থামানোরই বা দরকার কি? না পোষালে লোকে শুনবে না। চুকে গেল।

    স্বরলিপি মেনেই কি আর সবাই গান করেন? "সুন্দর মুখ তব" শুনে দেখুন তো এই দুটো গানে।

  • kc | 188.61.96.29 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩৪464156
  • *।
  • Abhyu | 34.158.244.122 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩৪464157
  • হ্যাঁ শুনতে ভালো লাগলেই হল। যেমন আমার ঐ অঞ্জন দত্তের রবীন্দ্রসঙ্গীত পোষায় নি। আর ওটাকে রবীন্দ্রসঙ্গীত না বলে নিজের নামে চালালে আরো বেটার হত (যেটা অঞ্জনবাবু প্রচুর বিদেশী গানের ক্ষেত্রে করে নির্দ্বিধায় থাকেন)।
  • PT | 213.110.243.23 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩৬464158
  • স্বরলিপি শ্যাম-কল্যাণই বলছে।

    শুনতে ভাল লাগলেই চলবে না-ত্রিতালের গান আট মাত্রায় গাইলে গানের মুড নষ্ট হয়ে যায়। গানের মুডের (গম্ভীর কিংবা লঘু) ব্যাপারে যিনি গানটি সৃষ্টি করেন তাঁর সিদ্ধান্তই ফাইনাল।
  • ন্যাড়া | 132.179.61.77 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২১464159
  • হঠাৎ তাল পরিবর্তন নিয়ে পিটিবাবু লড়াইক্ষ্যাপা হয়ে গেলেন কেন? কে তাল পরিবর্তন করে গেয়ে রবীন্দ্রসঙ্গীত বলে চালাচ্ছে? অন্য ছায়া কি কম পড়িয়াছে?

    এই সময়ে বরং ভুলেই থাকা যাক যে রবীন্দ্রনাথ নিজেই সমে ফেরার বাধ্যবাধকতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। (যদ্দুর মনে পড়ছে। দয়া করে এই নিয়ে প্রশ্ন তুলে সঙ্গীতচিন্তা খোলাবেন না।)

    আমি অভ্যু, কেসির সঙ্গে ক দিলাম। গানটা রবীন্দ্র্নাথের বলে চেনা যাচ্ছে কিনা, গ্রস কোন পরিবর্তন করে দিন-কে-রাত করা হয়েছে কিনা, শুনতে ভাল লাগছে কিনা। অন্যরা তৈলাধার কি পাত্র আর শুধু স না নি-সা এই নিয়ে মাথা ঠোকাঠুকি করে মরুক।
  • lcm | 34.4.162.218 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৩464161
  • আহা, কি মুশকিল।
    বাংলা স্বরলিপি দেখে তো গান গওয়াই যায় না, কারোর থেকে না শুনলে তো বোঝাই যাবে না ঠিক হচ্ছে কি না। তার মানে, যিনি প্রথম গানটি গেয়েছেন, ঠিক-বেঠিক ব্যাপারটি তার গায়কী দিয়ে সেট হয়ে গেছে, সেটা থেকে বেরোনো যাবে না।
    কিন্তু তবু অনেকে বেরিয়েছেন, যেমন দেবব্রত। ভাগ্যিস বেরিয়েছিলেন। নইলে ঐ সেই এক ভঙ্গীতে গাওয়া গান শুনেই যেতে হত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন