এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • সুচিত্র মিত্র

    ulpu sen
    গান | ০৪ জানুয়ারি ২০১১ | ১০৫৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 34.158.244.122 | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৯464162
  • আহা শুধু দেবব্রত কেন? ঐ যে উপরে 'এ মোহ আবরণ'এর লিঙ্ক দিলাম - আমি যতদূর জানি সুবিনয়ই স্বরলিপি মেনে গেয়েছেন, আগের দিনের রাজেশ্বরী নন।
  • lcm | 34.4.162.218 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৯464163
  • স্বরলিপি মানা না-মানা ব্যাপারটা এত সাবজেক্টিভ। ভারতীয় সংগীত খাতায় লিখে ফেলা টাফ। খাতা দেখে গাওয়াও টাফ।
    এই যেমন, আজ যেমন করে গাইছে আকাশ - এর স্বরলিপি। এখানে যে-মো-ও-ও-ও-ন, নানা সাইজের ডট ইত্যাদি দিয়ে বোঝানো থাকলেও - সবার একরকম নাও হতে পারে।
  • Abhyu | 34.158.244.122 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২৬464164
  • "নানা সাইজের ডট"টা খুব পছন্দ হল।
  • Ekak | 125.118.42.183 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৩৫464165
  • ন্যাড়া দা
    ভয়ঙ্করী নয় , আমার সঙ্গীতবিদ্যা শুন্য । অল্প হলে তো তবু ভয়ঙ্করী র চান্স ছেল ।
    কিন্তু রিমিক্স এর কথা কি কইলেন বুঝলুম না । অততাও কচি নই যে আর দি র মূল সুর শুনি নি, রিমিক্স দিয়ে হাতেখড়ি । প্রথমবার ম্যাক্স্মুলোর এ একটি গান শুনতে গিয়ে সুর শুনে চমক লাগে এবং খোঁজখবর শুরু করি । পরে জানলুম ব্যাপারটা ওপেন সিক্রেট । হয়ত সব ই ভুল জানা ।
  • lcm | 34.4.162.218 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৭464166
  • না হে, ভুল নয়। আসলে - রবিঠাকুর, শচীনকত্তা, আরডি, সলিল.... এদের সকলেরই কয়েকটি করে গান আছে যার সুর অন্য গান থেকে। আরো অনেকেরই আছে।
    কিন্তু মৌলিক সুরস্রষ্টা বা কম্পোজার হিসেবে এনারা তো ইয়ে মানে ...
  • Ekak | 125.118.42.183 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫১464167
  • রবি বাবু কে এই দলে ফেললেন ?
    না কাটি । উইদ অল রেসপেক্ট তু আর দি স মিউসিক এরেন্জমেন্ট এন্ড এক্স্প্লরেতিভ এক্স্পর্তাইজ সুর সংগ্রাহক আর সুরস্রষ্টা একসঙ্গে কিকরে আসেন আমার কাঁচা মাথায় আসছেনা । রবিবাবুর কিছু গান সরাসরি বাউল থেকে কিছু সরাসরি আইরিশ থেকে ওয়ালজ থেকে । কিন্তু সেটার পরেও সমুদ্র বাকি থেকে যায় ।
  • lcm | 34.4.162.218 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:২৪464168
  • শুধু তাই কেন, কার্নাটিক রাগপ্রধান গান থেকে।
    এই যেমন, এটি রবিঠাকুরের -


    এটি দক্ষিণ ভারতীয় অরিজিন্যাল


    এমন আরো কয়েকটি আছে বোধহয়। এখানেই সিকি, অভ্যু... - এরা কারা কোথায় আলোচনা করেছিল।

    আরডি অবশ্যই সুরস্রষ্টা। আরডি নিয়ে শিবাংশু, ন্যাড়া, কল্লোল... লেখাগুলো কোনো টই-তে আছে।
  • Ekak | 125.118.42.183 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৩৪464169
  • এল্সিয়েম

    রবিবাবু , সচিন্কত্তা ( তুলনীয় নন , আলোচনার কারণে পশাপাশি লিখচ্ছি ) অনেক গান থেকে সুর নিয়েছেন । লিংক চাইলেও যে কেও এনে দিতে পারবে । কিন্তু এরকম কত কেস আছে যেখানে সেগুলো প্রচলিত লোকসুর থেকে নয় বরং কোনো শিল্পীর করা সুর থেকে নেওয়া ? কত এরকম কেস ?

    আর দি সুর নিয়েছেন যেখান থেকে সেই গানগুলো প্রচলিত লোকসুর নয় । অচ্চাখাসা শিল্পীদের গান । সেইক্ষেত্রে ঋণস্বীকার করাটা মিনিমান ভদ্রতা । কতবার কতপ্জায়্গায় করেছেন জানিনা ।

    কাজেই দুটো ক্ষেত্র পুরো আলাদা । এনিওয়ে আর দি প্রসন্গ্য এনে এই সুচিত্রা মিত্রের সুন্দর তই টা ঘাঁট তে চাই না । যে আলোচনা চলছিল চলুক । এসব পচা কাসুন্দি ।
  • Abhyu | 34.158.244.122 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৪০464170
  • আমার নয়ন (অন্য রেকর্ডিং)
  • lcm | 34.4.162.218 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৫২464172
  • তবু ভালো এই থ্রেডে আরডি কে গালাগাল দেওয়া শুরু করে, এখন বুঝেছে যে সেটা ঠিক হচ্ছে না। দেরীতে হলেও...
  • Abhyu | 34.158.244.122 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৫৬464173
  • এই থ্রেডে দেবো বলে একটা গান খুঁজছিলাম, পেলাম না। আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব। অপূর্ব গাওয়া। কেউ পেলে তুলে দেবেন।
  • ন্যাড়া | 213.83.248.37 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৮464174
  • "আমারে তুমি অশেষ করেছ" তো পঙ্কজের পরে অন্য কারুর রেকর্ড করা ব্যান হয়ে গেছিল। তাও সুবিনয় নিয়ম না মেনে করে জগত্সভায় স্থান করে নিলেন। ভারতীয় সংবিধানে এনাদের দুজনের ছাড়া আর কারুর গাওয়া এ গান শোনা মানা।
  • Tim | 188.91.253.11 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৬464175
  • ঃ-))
  • PT | 213.110.243.23 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০২464176
  • সুবিনয় নিয়ম মানতেন না?
  • কল্লোল | 111.63.141.251 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪২464177
  • ওফ পিটি। ভায়া তোমার হোলো কি?
    ন্যাড়া কি লিখলো?
    "আমারে তুমি অশেষ করেছ" তো পঙ্কজের পরে অন্য কারুর রেকর্ড করা ব্যান হয়ে গেছিল। তাও সুবিনয় নিয়ম না মেনে করে জগত্সভায় স্থান করে নিলেন। ভারতীয় সংবিধানে এনাদের দুজনের ছাড়া আর কারুর গাওয়া এ গান শোনা মানা।

    সুবিনয় সেই অলিখিত ব্যান ভেঙ্গে গানটা গেয়েছিলেন। এবং যাথারীতি এতো ভালো গেয়েছিলেন যে -

    ভারতীয় সংবিধানে এনাদের দুজনের ছাড়া আর কারুর গাওয়া এ গান শোনা মানা।

    বুঝলা?
  • Ekak | 69.99.230.125 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৬464178
  • কমুনিকেশন গ্যাপ এ এস টা সি হয়ে গ্যাসে :)
  • PT | 213.110.243.23 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৮464179
  • থ্যান্কু কল্লোলদা। কাল রাত সাড়ে বারোটায় ফিরে সকাল সাড়ে সাতটায় দুঘন্টার কেলাশ নিতে হয়েছে। সবকিছু এখন ডুটো ডুটো দেখছি!!
  • PT | 213.110.243.23 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৭464180
  • পুর্বা দাম এই গানটি কবে গেয়েছেন?
  • শিবাংশু | 127.201.166.165 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২৪464181
  • PT,

    মনে হয় চুরানব্বই-পঁচানব্বই সাল নাগাদ বা তার কিছু আগে পূর্বা দাম গানটি গেয়েছিলেন। কারণ, ছিয়ানব্বইতে ওঁর 'সীমার মাঝে অসীম তুমি' নামের একটি দুই ক্যাসেটের সংকলনে এই গানটি রয়েছে।
  • PT | 213.110.243.23 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০৮464183
  • থ্যান্কু!
  • PT | 213.110.243.23 | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৬464184
  • এই গানটা খুব বেশী গাইতে শুনিনাঃ
  • Abhyu | 107.89.16.19 | ০৪ মার্চ ২০১৩ ০৭:১২464185
  • দিলীপ কুমার রায়
  • ম্যাক্সিমিন | 69.93.199.111 | ০৪ মার্চ ২০১৩ ১৫:৪০464186
  • @কেসি
    রশিদ খানেরটা শ্যাম কল্যান। গীতবিতানে প্রচুরগানকে শ্যামকল্যান বলে ক্যাটিগোরাইজ করা হয়েছে, সেগুলো শ্যামকল্যান নয়।
  • ম্যাক্সিমিন | 69.93.199.111 | ০৪ মার্চ ২০১৩ ১৫:৫০464188
  • মানে রশিদ খানের খেয়ালটি শ্যামকল্যান।
  • ম্যাক্সিমিন | 69.93.199.111 | ০৪ মার্চ ২০১৩ ১৬:৫৫464189
  • অবশ্য এটাও অতিসরলীকরণ হয়ে গেল। আগ্রার কয়েকটা নতুন করে শুনে দেখলাম। 'রাখো রাখো হে' ঐপ্রকার শ্যামকল্যাণ বটে।
  • ম্যাক্সিমিন | 69.93.199.111 | ০৪ মার্চ ২০১৩ ১৯:১৯464190
  • বেশ ছোট বয়েসে সুচিত্রা মিত্রর সঙ্গে খুব আকস্মিকভাবে আলাপ হয়ে গিয়েছিল। সেই আমার জলপাইগুড়িতে। এঁরা শহরে এসেছেন গান গাইতে। খোলা মাঠে স্টেজ বাঁধা হয়েছে। স্থানীয় শিল্পী হিসেবে প্রথম গানটা আমার ছিল। আজি এ আনন্দসন্ধ্যা গেয়েছিলাম। সুচিত্রা মিত্র এসে পৌছন নি। পরের দিনে বাড়ির সামনে রিকশা এসে দাঁড়ালো। সুচিত্রা মিত্র কাকলিদিদেরর বাড়িতে উঠেছিলেন। রিকশাটা কাকলিদিই পাঠিয়েছে, বলে পাঠিয়েছে সুচিত্রাদি তোর গান শুনতে চেয়েছে। মানে, নানা জায়গায় যেখানে রবীন্দ্রসঙ্গীতের স্কুল নেই সেখানে রবীন্দ্রসঙ্গীত কেউ গায় কিনা, কেমন গায় তারা ইত্যাদি। এই জানবার ইচ্ছেটা অবশ্যই এসেছিল রবীন্দ্রসঙ্গীতের প্রতি অসামান্য ভালোবাসা থেকে। যাই হোক, আনন্দে আটখানা হয়ে উপস্থিত হলাম। কাকলিদিকে জিগেস করলাম কোনটা গাইব। যেন আমার কত স্টক। ঠিক এভাবেই আমার আড়াইবহরের শিশুকন্যাকে কবিতা বলতে বলায় সে বলেছিল কোনটা বলব।

    স্টক কিছু ছিল বটে। সার্থক জনম আমার পারতাম, মেঘের পরে পারতাম, সবই সুচিত্রা মিত্রর রেকর্ড থেকে তোলা। মুশকিল হয়ে গেল যেই না বলেছি কোনটা গাইব, সুচিত্রা মিত্র বলে বসেছেন, যেটা তোমার ভালো লাগে সেইটেই গাও, শুধু আমার রেকর্ডের গান বাদ দিয়ে। ভারি সঙ্কোচের সঙ্গে বলেছিলেন কথাটা। বলেই আবার তাড়াতাড়ি ব্যাখ্যা করে দিয়েছিলেন, আমার রেকর্ড করা গানগুলো শুনতে আমার একটু অসুবিধে হয়'। একটি ছোট মেয়ে যাতে মনে আঘাত না পায় তার জন্যে কতখানি যত্ন।

    এদিকে আমি বেশ অসুবিধেয় পড়েছি। সুচিত্রার রেকর্ড ছাড়া অন্য গান প্রায় সবই স্বরলিপি থেকে তুলেছি, অনেক গান আমি শুনিও নি। আবারও কাকলিদির মুখের দিকে তাকাতে হল। সে বলল ওহে সুন্দর গা।
  • ম্যাক্সিমিন | 69.93.199.111 | ০৪ মার্চ ২০১৩ ১৯:৫৭464191
  • * আড়াইবছরের
    ----------------------------------------
    বুঝলাম সুচিত্রা মিত্র তাদের বাড়িতে এসে উঠেছেন, কাকলিদির গৃহে পরমোৎসব। তো আমিও খুব প্রাণ দিয়ে গাইলাম। বেশ তৃপ্তি পেলাম। গানটা স্রেফ স্বরলিপি থেকে তুলেছিলাম, একবার হয়তো রেডিওতে শুনে থাকব, ঠিক মনে নেই। সুচিত্রা মিত্র শুনে গেলেন, বাধা দিলেন না, মুখ গম্ভীর হয়ে গেল না। গান শেষ হওয়ার পর বললেন 'গলা তো বেশ খেলছে। কিন্তু রবীন্দ্রসঙ্গীত এমনি করে গাইতে নেই ' .. বলতে গিয়ে একেবারে খিলখিল করে হেসে উঠেছেন। তারপর বললেন তোমরা অনেক কিছুই জানো না। এসো তোমাদের দুজনকে একটা গান শেখাই।' যে গানটি শিখিয়েছিলেন সেটি ছিল 'যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে।' কাকলিদি 'যে' কথাটা টেনে বলছে, সা থেকে ধা তে যাচ্ছে, কিম্বা ধা তে যাওয়ার আগে সা স্পর্শ করছে, সুচিত্রা মিত্র বলছেন সা স্পর্শ করবে না। সোজাসুজি আস্তে করে গাও 'যে ধ্রুবপদ'। সুচিত্রা মিত্র, যতই তিনি স্বতস্ফুর্তভাবে গান করুন না কেন, তাঁর রেকর্ডের সবটা স্বরলিপির সঙ্গে মিলুক বা না-ই মিলুক, অবশ্যই তিনি একজন পার্ফেকশনিস্ট ছিলেন।
  • DB | 213.171.245.220 | ০৪ মার্চ ২০১৩ ২২:৩৬464192
  • ম্যক্সিমিনের অভিজ্ঞতা দেখছি আমার সঙ্গে মিলে যাচ্ছে । একটু সতর্ক না হলে যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি গানটার শুরুতেই ধা স্বরের সঙ্গে সা লেগে যায় । সাধারণ ভাবে মনে হতেই পরে এটুকু বিচ্যুতি ধর্তব্যের মধ্যেই পড়েনা,কিন্তু ব্যক্তিগত ভাবে আমার মনে হয় এই শুদ্ধতা টুকু বজায় না রাখতে পারলে গানের মেজাজটা ব্যহত হয়।
  • DB | 125.187.36.73 | ০৫ মার্চ ২০১৩ ০৯:৫৯464194
  • রবীন্দ্র্নাথের গানের চর্চায় স্বরলিপির ভুমিকাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ নয় শিবাংশু ,কল্লোলবাবু এবং ন্যড়াবাবুর লেখায় অনেকটাই স্পষ্ট হয়েছে।
    বহুদিন যাবৎ গানবাজনার চর্চার মধ্যে লেগে থেকে আমি যে টুকু বুঝতে পেরেছি তাতে মনে হয়েছে স্বরলিপিটাকে রেফারেন্স হিসেবে গণ্য করা যায় । কল্লোলবাবু খাঁটি কথা বলেছেন - গানের অধিকাংশ ক্ষেত্রে কেবল মাত্র একটি স্বর লাগল বা তার সঙ্গে অন্য কোন স্পর্ষ স্বর লাগান হল সেটা খুব বড় বিচ্যুতি বা আদৌ বিচ্যুতি কিনা তা অবশ্যই ভেবে দেখার প্রয়োজন আছে। তবে, অনেকদিন ধরে গান নিয়ে চর্চা করতে গিয়ে আমার মনে হয়েছে অনেক ক্ষেত্রেই এই স্পর্ষ স্বরগুলোর প্রয়োগ গানের মেজাজকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে।যেমন আমার আগের পোস্টেই আমি যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি গানটির শুরুতেই "যে" অক্ষরটিকে বিশুদ্ধ ভাবে ধৈবত স্বরে উচ্চারণের ওপরে জোর দিয়েছিলাম।আমার মনে হয় ঐখানে ধৈবতের সঙ্গে সা এর স্পর্ষটা নান্দনিক কারণেই বাঞ্ছনীয় নয় ।
    একথা ঠিক যে আমার নান্দনিক বোধের সঙ্গে আর সবার মিল হতেই হবে এমন কোন কথা নেই।তবে অমিল যদি ঘটে সেক্ষেত্রে রেফারি হিসেবে স্বরলিপিকেই অগ্রাধিকার দেওয়ার পক্ষে আমি ।
    এই প্রসঙ্গে আমি একটি বিতর্কিত(?) প্রসঙ্গ উত্থাপন করতে চাই। তা হল আমরা সকলে যখন স্বরলিপি, রবীন্দ্রনাথের গানের সুরের শুদ্ধতা বজায় রাখা নিয়ে এত তর্কবিতর্ক, আলাপ আলোচনা চালাচ্ছি তখন এ কথাও কি বিচার্য নয় যে বিশ্বভারতীর প্রকাশিত স্বরলিপিগুলি সত্যই রবীন্দ্রনাথ আরোপিত সুরের একমাত্র অথেন্টিক রূপ কিনা।যে বিশ্বভারতীর প্রকাশন বিভাগ থেকে আনন্দধারা বহিছে ভূবনে গানটির স্বরলিপি প্রকাশিত হয়েছে সেই বিশ্বভারতীরই মিউজিক বোর্ড আবার শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়ের ভিন্ন সুরে গাওয়া গানটির রেকর্ডকে ছড় পত্র দিয়েছে।(কিছুদিন আগে আবার কণিকা বন্দ্যোপধ্যায়ের সুরটিকে স্বরলিপি বদ্ধ করে স্বরবিতান গ্রন্থমালার ৬৪ খন্ডে প্রকাশ করা হয়েছে) এ ক্ষেত্রে ঐ গানের কোন সুরটিকে প্রামান্য বলে ধরা হবে ?
    অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে গানটির স্বরলিপির সঙ্গে শান্তিদেব ঘোষ এর গাওয়া গানটির সুরে যথেষ্ট পার্থক্য রয়েছে। সে গান বিশ্বভারতীর মিউজিক বোর্ডের ছাড় পত্র পেল কি ভাবে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন