এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কলিভাট

    Bratin
    অন্যান্য | ৩০ নভেম্বর ২০১০ | ৯৬৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ০৪ ডিসেম্বর ২০১০ ০৯:৩৯467610
  • কেস ১: ট্রিভিয়াল, "ওরে কে কোথায় আছিস ....'

    কেস ২: হাগজ নেই তো কি হল, রুমাল বা জাঙ্গিয়া তো রয়েইছে। টেকওয়ে হল রিউজেবল হাগজের আইডিয়া।

    কেস ৩: হাগজের যোগানের অভাবে কেন্দ্রীয় চক্রান্ত, আম্রিগার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনদিন অবস্থান বিক্ষোভ। বায়োডিগ্রেডবল জিনিষ তিনদিনে অলীক হয়ে যাবে বলেই মনে হয়।
  • lcm | 69.236.163.206 | ০৪ ডিসেম্বর ২০১০ ১০:০৯467611
  • আরো আছে....

    পায়খানায় যাও, উদ্বৃত্ত মল অন্যের (মলহীন মানুষের) হয়ে ত্যাগ করে এসো - কমুনিস (উইথ উদ্বৃত্ত মল)

    প্লাস, কিছু হাগজ রেখে এসো - কমুনিস (উইথ মল এন্ড কমন-সেন্স)
  • aka | 24.42.203.194 | ০৪ ডিসেম্বর ২০১০ ১০:২৩467612
  • আর

    অন্যের জল কেড়ে নিয়ে সবাইকে দিয়ে দাও - মাওবাদী।
  • kd | 59.93.194.59 | ০৪ ডিসেম্বর ২০১০ ১০:৪৬467613
  • সাহেবরা হাগজের আগে কী ব্যবহার করতো জানো কেউ? না না, জল না - ঠান্ডার দেশ! একটি ছোট লাঠি - কাজের দিকটা স্মুথ করা - যাতে চোঁচ-টোঁচ না লেগে যায় আরকি। ঠিক কেমন করে ব্যাভার করতো জানি না, কোন ডেমো দেখিনি।

    যে সূত্রে এই জ্ঞান পাওয়া তা হ'লো একটি প্রচলিত ইংরিজি phrase - 'end up holding the short end of the stick'। তা স্টিকের আবার সর্ট এন্ড কি? আসলে ভদ্রসমাজে 'i' টা পালটে 'or' করে নেওয়া হয়েছে।

    ব্যাক টু কলিভাট।
  • tatin | 70.177.55.6 | ০৪ ডিসেম্বর ২০১০ ১০:৫২467614
  • বিভিন্ন সভ্যতা-সংস্কৃতিতে কমোডের ক্রিয়াপ্রণালী ও সামাজিক দর্শনের সাযুজ্য নিয়ে জিজেকবাবুর একটি অমূল্য ভাট আছে। ইউটিউবেই আছে
  • tatin | 70.177.55.6 | ০৪ ডিসেম্বর ২০১০ ১০:৫৩467615

  • Bratin | 117.194.99.121 | ০৫ ডিসেম্বর ২০১০ ১৩:২৮467616
  • আহা, রঞ্জন দার প্রাঞ্জল করা বর্ননায় 'প্রান' একেবারে জল হয়ে গেল :-))
  • Nina | 64.56.33.254 | ০৭ ডিসেম্বর ২০১০ ০৩:৪৫467617
  • আবার সেই ব্যাক টু রিয়ালিটি --আপিশ আর কাজ আর শুরু হবে পার্টি ইত্যাদি --এর মধ্যে কি সত্যি আমি কলকাতায় বসে সামরুর হাতের অতি সুস্বাদু ভুনি খিচুড়ি , দুর্দ্দান্ত কষা মাংস মাছের পকৌড়া খেলুম? সত্যি কি রঞ্জন ভাউ আমাকে দুটি হিন্দী নাটক ও পূজাবার্ষিকী (যা: নামটাই ভুলে যাচ্ছি, ঘুম্পাচ্ছে যে) সুন্দর নিজের রঙীন কপিটি দিলেন?! আমি কি সত্যি দেখলুম মুচকি হাসি-মাখামুখে সুমেরু মাছের বড়া গড়ছেন?! আর একটা পুঁচকি মেয়ে সেখানে ঘুরঘুর করছে আর তার নাকি আবার একটা বছর দশেকের ছেলেও আছে! আর সেই সুদূর অস্ট্রেলিয়ার রত্নস্যার পাশে সুন্দরী বউ ( হে হে ডেফিনিটলি বেটার হাফ ;-) ) সদাহাস্যময় কাব্লিদা --এরা কি স--ব সত্যি সত্যি আমার কাছকাছি ই ছিলেন? আর সেই ভাললাগা কবিতা, ভাললাগা লেখাগুলো লিখনেওয়ালা হুতো আর লামা--তারাও?? সঙ্গে কিনা সুতো??!! একি স্বপ্ন না সত্যি?? অলীক !! আহা এমন স্বপ্ন যেন সবার জীবনে সত্যি হয় ---কলিভাট যেন স্বপ্নসুন্দর হাট ! রাস্তা থেকে কি যত্ন করে ব্রতীন নিয়ে গেল কেমন আঁকাবাঁকা পথ চিনিয়ে সেই হাটে --ব্রতীনকে তো সেই কবে থেকে চিনি---মানে তাই মনে হল। আর আমার বর--সেতো দেখি দিব্যি গপ্পে জমে গেল---একবারও মনে হলনা যে কারুর সঙ্গে তার অ্যাকচুয়ালি কি ভার্চুয়ালি --কোনো লেনেদেনই ছিলনা (সামরু বাদ, ) মোটমাট ভালবাসার ও ভাললাগার এই সুবর্ণ সুযোগ হল এইসব আসর--আমার তাই মনে হয় ।
    আমি কিন্তু বলতে এসেছি বিশেষ করে দুটি ক্ষুদে-গুরুর কথা । আহারে ওদের চন্ডাল কিছুতেই বলা যায়না।
    তুষ্টু! ফুটফুটে সুন্দর ফুলের মতন ছোট্ট এই ভাটুরেটি, ও সঙ্গে তার চেয়েও ক্ষুদে বলোবলো চোখ দিয়ে চারিদিক জরীপ-করা সোহাগ--কেমন লামা যেঠুর বুকে আরামে সেঁটে ছিল--শুধু বাবাহুতোর কোলে দেখলুম একটু খুঁতখুঁত করে সে--নতুন বাবা তো এখনও রপ্ত হয় নাই সঠিকভাবে কোলে করা--আহা সে নিজেই তো দেখি একেবারে বচ্চা :-)) আর সুতো---কি মন দিয়ে কি যত্ন করে মায়ের রোল করে গেল--খাওয়ানো থেকে ছবি তোলা মেয়ে নিয়ে---কিন্তু সবথেকে আমি মুগ্‌ধ --তুষ্টুতে! হৈ চৈ গপ্পে, হাসিতে হুল্লোড়ে, সে তো একেবারে একলা, নেই কোনও বন্ধু তার কিন্তু কি লক্ষী মেয়ে, কোনও বায়না কোনও অভিযোগ নেই--তবে বাবাটিও বড় যোগ্য-বাবা--তার মেয়েকে লাঞ্চ খাওয়ানোর তারিফ করতেই হবে। আমারও এমন দিন ছিল--ছেলে মেয়ে ছোট, জেরেবার হয়ে যাচ্ছি এই আম্রিগায় একলা সামাল দিতে, তার ওপর মেয়ের খাওয়া নিয়ে ছিল বেজায় বায়নাক্কা--অথচ বাবার কাছে দিলে দেখতুম ঝটপট প্লেট খালি! নিজের ওপর ধিক্কার আসত--ও হরিবোল একদিন দেখি বাবা খুব যত্ন করে খাওয়ায়--এক গরস মেয়ের মুখে--তিনটি নিজের--এই করে প্লেট ফস্‌সা ঝটপট ! তাই আমি মন দিয়ে লামার নিপূণ হাতে মেয়ে খাওয়ানো দেখছিলুম ! ব্রাভো! সবকটা গরসই যায় মেয়ের মুখে !
    সেই দুপুরটি রইল আমার মনের মণিকোঠায় তোলা--ও আসছে বছর আবার হবে সে আশায় রইলাম বসে!কলিভাটের জয় হো! গুরুচন্ডা৯ যুগ যুগ জীও!

  • aka | 24.42.203.194 | ০৭ ডিসেম্বর ২০১০ ০৯:৫৯467618
  • :))

    বা: হেব্বি স্ট্র্যাটেজী তো, এটা মাথায় আসে নি। শিখে নিলুম।
  • Nina | 64.56.33.254 | ০৭ ডিসেম্বর ২০১০ ২১:৪৯467464
  • অ্যাই দ্যাকো! খারাপ টি ঠিক শিখে নিল --বলাই ভুল হয়েছে --আকা-গিন্নীগো ক্ষ্যামা করে দিও আমারে :-((
  • koushik | 115.118.17.176 | ২১ ডিসেম্বর ২০১০ ২৩:২৯467465
  • আমি কিন্তু কিছু জানিন।
  • RATssss | 63.192.82.30 | ২২ ডিসেম্বর ২০১০ ০৫:০৭467466
  • আমি যে ৭ই জানু থেকে ৩১শে জানু কলকাতা থাকব... তখন একটা কলিভাট হবে না???
    বইমেলাতে গুরু থাকবে নিশ্চই... বইমেলাভাট হবে নিশ্চই... কিন্তু তাতে কি ভুনি খিচুরি হবে? কষা মাংস? মাছের পকৌড়া?
  • kumudini | 59.178.49.206 | ২২ ডিসেম্বর ২০১০ ১৪:৫১467467
  • র‌্যাট্‌স্‌স্‌দাদা,নমস্কার।অনুমতি করেন তো ঐ "রোগা হইবার কটিন উপায়" টইটা টেনে তুলি।
  • Nina | 68.84.239.41 | ২৪ ডিসেম্বর ২০১০ ০৪:১২467468
  • কলকাতা+কলিভাট+ভুনি খিচুড়ি, কষা মাংস,মাছের পকৌড়া----স্বপ্ন হলেও সত্যি ও ভাগ্যবানে পায় এই তিনটে একসঙ্গে কাব্লিদার বাড়ী+সামরানের হাতের রান্না উইথ সুমেরুর হেল্প! আহা! ! কিছু পূণ্যি এ জন্মে নিশ্চই করেছিলাম :)
  • RATssss | 63.192.82.30 | ২৮ ডিসেম্বর ২০১০ ০১:৫১467469
  • আর আমি নির্ঘাৎ কিছু ভয়ঙ্কর পাপ করেছিলাম। লোকে আমারে দেখলেই রোগা হবার উপায় জিগায় !!!!
  • RATssss | 63.192.82.30 | ২৮ ডিসেম্বর ২০১০ ০৩:৪২467470
  • দয়াল গুরু গো...
    জনম দুখি কর্ম পোড়া গুরু, আমি একজনা...
    আমার দুখে দুখে গেল জনম গো,
    সুখ তো আমার হইল না

    আমি নিজ ভুমে পরবাসী গো
    গুরু দুখ তো আমার ঘুচল না
  • Sibu | 173.129.118.129 | ২৮ ডিসেম্বর ২০১০ ০৩:৪৫467471
  • আরে হল কি?
  • siki | 155.136.80.174 | ২৮ ডিসেম্বর ২০১০ ০৮:৩৮467472
  • অ ইন্দুরাস, কান্দস ক্যান?
  • kd | 59.93.254.179 | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:২১467473
  • দু'তারিখে যে একটা কলিভাটের কথা শুনেছিলুম, তার হাল কী?
  • Bratin | 122.248.183.1 | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৫১467475
  • সেদিন আপনার কল মিসড হবার পরে আমি কাল করেছিলাম ১১ টা নাগদ। বেজে গেলো। তারপরে ও এক দিন করলাম । বলল বন্ধ। যারা এখন অবধি কনফার্ম করেছে

    ১। বুনান
    ২। সিঁফো
    ৩। সাহানা
    ৪। আমি
    ৫। ব্যাঙ
    ৬। সামরান
    ৭। আর্য্য
    ৮। কল্লোল দার স্ত্রী
    ৯। সৈকত রা চেষ্টা করবে

    যারা পারবে না

    ১। লামা
    ২। মানসী

    উত্তর দেয় নি

    ১। ইন্দো দা
  • aka | 117.194.0.122 | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৫২467476
  • এ হয়েছে আমিও চেষ্টার দলে। বাউন্সি পিচে খেলা খুব শক্ত।
  • kd | 59.93.164.232 | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৫৪467477
  • ১) রিমি আসছে না?
    ২) bbও তো কলকাতায়। ও কি জানে? কেউ কী জানো ওর পতা?

    ব্রতীন, সামরান
    খানা পিনা কা কেয়া ব্যবস্থা-ট্যাবস্থা হুয়া? জলদি এক ফোন মার দো - মুঝে কুছ করনা হ্যায় তো তাড়াতাড়ি কহো - আমার একটু বেশী সময় লাগতা হ্যায়, বুড়ো মানুষ হ্যায় না!
  • kumudini | 59.178.53.84 | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:০২467478
  • পঁচিশটা ধুতরো ফুল জোগাড় কচ্চি,কলিভাটের দিন পেয়ে যাবেন।হুঁ,হুঁ, এইবারে আর ভেজে খেতে হচ্চে না।
  • Bratin | 122.248.183.1 | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:০২467479
  • না না আর্য্য ঐ রকম করলে খেলবো না। প্লিজ....

    bb র নাম্বার নেই তো!!

    কাবলি দা ফোনাচ্ছি।
  • Bratin | 122.248.183.1 | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:০৪467480
  • কুমু দি, তুমি কবে আসছো? জানু তেই তো বলেছিলে?

    র‌্যাটসস র হবে না ও কলকাতায় আসছে ৯ই জানু। অভ্যু শরীর ভালো নয়।

    আচ্ছা, অচিন্ত্য বাবু আসছেন তো কাবলি দা?
  • kumudini | 59.178.53.84 | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:১৬467481
  • বলেছিলাম,কিন্তু এক আত্মীয়া অসুস্থ,এখন আমার কাছেই আছেন।তাই লুরু ও কলকাতা যাওয়া কবে হবে কিছু ঠিক নেই।লুরুর টিকিট ক্যান্সেল করতে হল।
  • sinfaut | 203.91.201.57 | ৩১ ডিসেম্বর ২০১০ ১৫:৫৪467482
  • হেই ও ব্রতীন,

    আমি আর সাহানাও ভীষন ভাবে অনিশ্চয়। আগেই জানানো উচিত ছিল, ভুলে গেছিলাম।
  • Bratin | 122.248.183.1 | ৩১ ডিসেম্বর ২০১০ ১৬:১১467483
  • বোঝো!! :-((

    চেষ্টা করো!!
  • kd | 59.93.164.232 | ৩১ ডিসেম্বর ২০১০ ১৬:১৩467484
  • ব্রতীন, অচিন্ত্যর রোব্বারদিন আপিস। তবে বলেছে মাঝে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করবে।
  • kumudini | 122.162.176.229 | ০২ জানুয়ারি ২০১১ ১৯:১২467486
  • কলিভাটের জন্য শুভেচ্ছা।খাওয়াদাওয়াতে নজর দিই নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন