এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কলিভাট

    Bratin
    অন্যান্য | ৩০ নভেম্বর ২০১০ | ৯৬৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • achintyarup | 121.241.214.34 | ০২ জানুয়ারি ২০১১ ২১:৪৭467487
  • ধুতরো ফুল তো পাই নাই
  • Samran | 110.227.225.120 | ০২ জানুয়ারি ২০১১ ২৩:৩৬467488
  • হেইও ব্রতীন,
    ভাটের বন্ননা দ্যাও
  • Nina | 68.84.239.41 | ০২ জানুয়ারি ২০১১ ২৩:৪৯467489
  • আরে সামরু আর ভাটের ছবি কই??
  • aka | 117.194.3.254 | ০৩ জানুয়ারি ২০১১ ০০:০৮467490
  • আজ সারাদিন আমি কেলিয়ে ছিলাম। খুব সরি, ফোনটাও করা হয় নি। :((
  • Nina | 64.56.33.254 | ১৪ জানুয়ারি ২০১১ ২২:১০467491
  • তিলস্যারের জন্যি তুলে দিলুম
  • til | 220.253.65.196 | ১৫ জানুয়ারি ২০১১ ১৫:৫৩467492
  • কলিভাট ০৫১২১০
    সব ভাট নয় সমান; সেই হেতু চুনারী মে নম্বর দিয়ে দিলাম।
    প্রথমেই সন্ধান সুলুক। মহামান্য কাবলিদা ভিআইপি রোড থেকেই ডাইরেকশান দিতে লাগলেন। এই করুন, তাই করুন, বাইপাসকে বাইপাস করে বাগারা বাগারা। আমার মোবাইলের জমা যে তলানিতে ঠেকেছে তাকে বলাই বৃথা। শেষমেষ বলতে বাধ্য হলাম- আমি পদাতিক মাত্র, নো রথম! তখন শুরু হলো কি যেন মেট্রো স্টেশন থেকে কি করে পৌঁছোবো। ১৫০ মিটার এগিয়ে ডাইনে কেওড়াতলা পেরিয়ে বাঁদিকে গলিতে সাড়ে ঊনিশ মিটার .....। হায় ভগবান, এর চেয়ে তোমার কাছে পৌঁছোনো সহজ- কেওড়াতলা নাই বা গেলাম, যমুনা ( ইছামতীর Tributary নট অফ আগ্রা ভ্যারাইটি) বা সোনাই নদীর শ্মশান হয়ে গেলেও তো একই গন্তব্য !

    যাই হোক বিদ্যুল্লতা ওরফে সামসুমের আধা মানে সামরান ওরফে বিবর্ণ কবিতা সব সামলে দিলেন। (এই যদি বিবর্ণ হয় তো সবর্ণ হলে তো চোখ ঝলসে যাবে!)
    পূর্ণ সিনেমার সামনে আঁড়াতে আদেশ করলেন এবং সিপাহসালার ব্রতীন এলেন আমাদেরকে নিতে। অতি উত্তম ব্যবস্থা। ব্রতীন, ও তারা! এই ছোকরা ব্রতীন? একে তো পুজো প্যান্ডালে পাখী দেখে শিস দিতে দেখেছি, এক্কেরে বালক! তবে হ্যাঁ, আপ্যায়ন কাকে বলে, নিজেকে মনে হলো state guest, তেল খেতে কার না ভাল লাগে!

    ধ্যুস, ছড়াচ্ছি বোধহয়!
    ইতি
    তিলাদপি ক্ষুদ্রাতেণ

    পুনশ্চ: ঢ্যাঙ্গা মেয়েটিকে ধন্যবাদ টইটি কে ভাসাবার জন্য।
  • Kabli | 117.194.194.243 | ২১ জানুয়ারি ২০১১ ০১:০০467493
  • আপডেট আসিতেছে।
    সামসুম ....
  • siki | 123.242.248.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১০:৪৮467494
  • কালকের আপডেট কই? কই?? কই??? আর কতক্ষণ বসে থাকব?
  • Bratin | 122.248.183.1 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৮467495
  • কালকের ভাট টি একেবারে জমজমাট হতে যাকে বলে। আমি ১টা বাজতে ১০ নাগাদ পৌঁছে দেখি ভুতো আর কাবলি দা ছাড়া মার্কেটে কেউ নেই।আমরা তিন জনে প্রাণান্তকার চেষ্টায় তিন পিস পেঁচক আর এক পিস মূষিক কে দেওয়ালে টাঙিয়ে দিলাম।কিছুক্ষন পরে এল সামরান। ব্রিগেডে র মিটিং র জন্যে বেচারী কে খানিকটা রাস্তা পদব্রজে আসতে হয়েছে।ধীরে ধীরে এল ব্রতীশ ( বাংলায় যাকে বলে ইন্টেলি), অচিন্ত্য দা।আর কেউ নেই দেখে লোকজন স্যালাড ,চানাচুর সহযোগে পান শুরু করলো।এদিকে আমি খাব খাব করে অনেকক্ষন থেকে ঘ্যানঘ্যান করায় কাবলি দা বললেন পাটিসাপটা আছে। বলতেই চোখের নিমেষে ভুতো গিয়ে দুটো দু হাতে নিয়ে নাচতে নাচতে এলো। তার হাত থেকে অবশিষ্টাংস ব্রতীস সাবড়ে দিল। তারপরে দেখা গেল আরো ৫ পিস আছে। কাবলি দার অনুরোধে ১ পিস রেখে আমরা বাকি গুলো সাবড়ে দিলাম। এদিকে কয়েক দিন নিজেকে বড় রাঁধুনি বলে দাবি করার ফল মিললো হাতে নাতে। সবাই মিলে বার খাইয়ে আমাকে খাবার গরম করতে পাঠিয়ে দিল। খাবর এসেছে আলিবাবা থেকে মাটন বিরিয়ানি আর মাটন চাপ।
  • siki | 123.242.248.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১১:১৯467497
  • তাই বলো। মানুষ ভুতোর কথা বলছিলে? ভুতো দু হাতে পাটিসাপটা নিয়ে নাচতে নাচতে আসছে, এই দৃশ্য কল্পনা করতে গিয়ে আমি কেমন ঘেবড়ে গেছিলাম।
  • Bratin | 122.248.183.1 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫০467498
  • আমরা খেতে খেতে এসে পড়লো সৈকত,মিঠু,টিনটিন আর ঈপ্সিতা । আর তাদের প্রায় সঙ্গে সঙ্গে স্যান। এদের সঙ্গে ই খানিক টা ভাটানোর পরে দেখলাম বেজায় ঘুম ঘুম পাচ্ছে। তাই কাবলি দার সামার প্যালেসে একটু গড়িয়ে নিলাম। দিব্যি ঘুমোচ্ছিলাম একসময় দেখি বেজায় কোলাহল।ঘুম ছোখে গিয়ে দেখি ভুতো পিড়িং পিড়িং করে একটা গীটার বাজানোর চেষ্টা করছে। সিঁফো একটা ডুগ্‌ডুগি( বঙ্গের মিনিয়েচার সংস্করন) বাজাচ্ছে। আর সাহানা আর তার বোন বর্ষা চুপ করে অপেক্ষা করছে ভুতোর সঙ্গীত প্রদর্শন শেষ হলে যাতে তারা গান করতে পারে।যাই হোক শেষ অবধি সবাই মিলে ধমক ধামক দিয়ে ভুতো কে নিরস্ত করা গেল। তবে তার আগে ভুতো 'গুরুদক্ষিনা' র সেই বিখ্যাত গান ' পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায় ' নৃত্য সহযোগে পরিবেশন করল। জাস্ট অসাধারন সেই কোমর দুলুনি।চোখে না দেখলে ভুতোর এই প্রতিভা আমি ও বিশ্বস করতাম না।

    এর পরে বর্ষা বেশ কিছু অসাধারন গান করল। খুব চমৎকার গলা। কিন্তু গান গুলো আমার কমন পড়ে নি বলে ভুলে মেরে দিয়েছি। এর সাথে যুক্ত হচ্ছিল শ্রীমতি সরভাজার তীক্ষ্ম হুঙ্কার।
  • siki | 123.242.248.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৫467499
  • ছবি কই? ভিডিও উঠেছে?

    আর তুমি যখন ঘুমুচ্ছিলে, তখনো শুনেছি কিছু ফটো সেশন হয়েছে। সে-সব ছবিও চাই।
  • pi | 14.99.108.250 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৩467500
  • বর্ষা ভারি ভালো গায়। মামু ও কাল ব্যাপ্পক জমিয়েছিল। দুই ভুতো ও সরভাজার সঙ্গত ছিল চমৎকার। আমি ভয়াবহ বেসুরো গলায় খানকতক গান গেয়ে লোকজনের উপর কিছুক্ষণ টর্চার চালিয়েছি। আমার গলা থেকে ইঁদুর বেরিয়েছে, কিন্তু সেটা মনে হচ্ছে, আমাদের পেঁচা, থুড়ি পেঁচানির তাড়া খেয়ে। আপাতত আমর গলায় তিনিই পারমানেন্টলি ডেরা বাঁধলেন বলে মনে হচ্ছে :(

    আর ছবিপত্তর ( এই যেমন,কাব্লিদার ঐ
    ঘরখানার ছবি, যেখানে ঢুকলেই মনে হয় সময় থমকে আছে। জীবন ও। কোনোরকম দৌড় ঝাঁপ চাপ পত্তর এসব কিছু নেই ই , কোনোদিন ছিলো ও না, আর সেই ঘরে বোতিনদার মাধ্যাহ্নিক নিদ্রাকর্ষণের ছবি, ভুতো স্কোয়ারের ফোটোসেশন ইত্যাদি) আমি তুলেছি বটে। কিন্তু সে কবে আমি আপলোডাবো আমি জানিনে। যদি আমার থেকে কেউ একটু ল্যাদ নিয়ে ন্যায় আর একটু সময় দিয়ে দ্যায়, তালেই তুলে ফেলবো :)

    ও, ভুতোর গীত-বাদ্য-নৃত্যের একটি ভিডিও ও অছে বটে। বোতিনদার ঐ ভাটঘুম কাম ভাতঘুম থুড়ি বিরিয়ানিঘুমের সময় মৃদুমন্দ নাসাবাদ্যের তালে তালে গুম্ফনেত্য ও ভিডিও করে রাখা উচিত ছিল। হল না, কাব্লিদা এসে রাম শাম কমলানেবু নেবু এসব করে এমনি সব গুলিয়ে দিলো :)

    আর একটা দুটো কথা যা না বল্লেই নয়।
    কালকে অমন করে আসতে সুতোর যতটা কষ্ট হয়েছে, ও আসাতে ঠিক ততটাই ভালো লাগলো। :)

    ভাট তো সুন্দর হয়েইছে। যদিও গুরু-গম্ভীর মিটিন করতে গিয়ে তার অনেকটাই মিস করেছি :(।
    তবে না:, তাকেই বা আর গম্ভীর বলি ক্যানো।
    কাব্লিদার ঐ চমৎকার ছাদে হাওয়া এবং সামরানদি-সাহানার বানানো আসল ও নকল চা এবঁ আরো কত কি জানি খেতে খেতে সেও তো দিব্বি জমেছিল।

  • siki | 123.242.248.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৮467501
  • কাবলিদার বাড়ির ঐ গলি, তস্য তস্য গলি, সিঁড়ির ওপর থেকে দড়ি টেনে ছিটকিনি খোলা এবং ভেতরের ঘরের আবহ, একেবারে ঐ ঈপ্সিতা যা কইল, সময় যেন থমকে আছে উনিশ শতকে। টিপিকাল কলকাতার একটা খণ্ডচিত্র।
  • Bratin | 122.248.183.1 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১৪467502
  • অ্যাঁ সে কি কথা!! ঘুমন্ত অবস্থায় আমার ফোটো তোলা হয়েছে :-((
  • Bratin | 122.248.183.1 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১৮467503
  • ও কুমু দি, কোথায় গেলে গো!!
  • a x | 99.54.69.229 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২১467504
  • এই দড়ি দিয়ে ছিটকিনি খোলার কেসটা লোকে কোথাও দেখেনি কেন? আমিই তো দুটো বাড়ি চিনি এমন। একটা পাড়ায়, আরেকটা পিসের বাড়ি। তোমরা ঝুড়ি নামিয়ে কাগজ/চাবি লেনদেনও কি দেখ নাই?
  • kumudini | 59.178.56.30 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৫467505
  • ঝুড়ি নামিয়ে লেনদেন তো আমিই করে থাকি,কিন্তু ঐ ছিটকিনি দেখিনি,কেউ ছবিও দেয় না!শুধু ঐটা দেখতে আমি কেডিদার বাড়ী যাব।
  • siki | 123.242.248.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৫467506
  • দেখব না কেন? দেখেছি তো! এর আগেও দেখেছি। কিন্তু সেই সব সমাজ এবং যুগ থেকে অনেক অনেক দূরে সরে এসেছি তো! এখন সে-সব দেখলে জিয়া নস্টাল লাগে।

    ঝুড়ি নামিয়ে কেনাকাটা যে কোনো হাউসিং-এর বৈশিষ্ট্য। তবে হাইরাইজ হলে চলবে না। ঐ চারতলা পর্যন্ত। দমদমেও দেখেহি, দিল্লিতেও।
  • Bratin | 122.248.183.1 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৩467508
  • মেস বাড়িতে ঐ দড়ি-ঝুড়ি পথে টিফিন যেতে দেখেছি!!
  • ranjan roy | 122.168.49.169 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩১467509
  • আগামী ১৩মার্চে কোলকাতা যাচ্ছি, কাব্লিদা তখন কি কোলাকাতায় আছেন? চটিবই গুলো তিনটে করে চাই আর সন্ধ্যের মুখে এক রাউন্ড কমরেড ভোদকা।;))))
  • kd | 59.93.195.94 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫১467510
  • ১৩ই মার্চ? হয়তো আছি, হয়তো নেই। সুমেরু আজ সকালে ফোন করে কিসব (এতো সকালে, মালের ঘোরে ছিলো কি? বল্লো তো অনেক রাতে ফিরেছে) বলে গেলো - আমায় কোথাও যেতে হবে বোধহয়। সন্ধের দিকে ফোন করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবো, তখন হয়তো নেশা কেটে যাবে (আমার না, ওর)। অবিস্যি সুমেরুর কথাও অনেকটা ওর লেখার মতোই, ঠিক বুঝতে পারবো তার কোন গ্যারান্টি নেই।

    তোমার নামাঙ্কিত প্যাকেটে চটি প্রস্তুত থাকিবে, কিন্তু 'রিশেসন'এর কি কোনই প্রয়োজন নাই?
    আর ""কমরেড'' পাওয়া গেলে কিনে রাখবো, নইলে অগতির গতি ""স্মির্ণফ''এই খুশি থাকতে হবে।
  • ranjan roy | 122.168.49.169 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০০467511
  • খিক্‌ খিক্‌ খিক্‌!
    সরি কাব্লিদা, আসলে আমি জেনারেল স্মির্নফ এর কথাই বলছি, আমার ধক ওই অব্দি। সেবার ম্যাডাম নিনা বা অন্য কেউ আমাকে বিস্তারিত জানিয়েছিলেন যে স্মির্নফ তো নীচের ধাপে, এর পর ধাপে ধাপে ওঠার লিস্টিটি কী! আর গতবছর উত্তর কোলকাতার এক বন্ধুপত্নীর সৌজন্যে সুইডেন না ডেনমার্কের ভোদকা খেয়ে পুলকিত এবং দু:খিত হলাম।
    আসলে পেরেস্ত্রৈকার পর থেকে সমস্ত ভদকাকেই কমরেড মনে হয়।:))))))
  • kd | 59.93.195.94 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০৬467512
  • স্মির্ণফ তো তলার ধাপেই, কিন্তু তার তলাতেও তো আছে, যেমন কমরেড ""বিসলেরি''।
    :-)

    ডি: কেউ "হিউমার'টি বোঝার চেষ্টা কোরো না। এখানে যারা বোঝার ঠিকই বুঝবে, বাকিদের না বোঝাই ভালো। :-)
  • sumeru | 117.194.98.60 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:১৯467513
  • রঞ্জনদা,

    আমি আপনার অন্যত্র কম- ভোদকা খাওয়াতে ইন্টারেস্টেড। কাল ফোন করেছিলাম, বেজে গেল। কলকাতার টিকিট কি কাটা হয়ে গেছে?

    ক্যাবস।

    তোমার ৭- ১৫ মার্চ এর ডেট কনফার্মড। কাউকে দেবে না।

    সু
  • sumeru | 117.194.98.60 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৪৭467514
  • আমার বৈদেশি বন্ধুদের মধ্যে কারো ৭-১৫ মার্চ কলকাতায় আসার থাকলে ইমিডিয়েট আওয়াজ দিয়েন। আমার একটা টিভি শোয়ের জন্য তাকে খুব দরকার। বাংলাদেশের থেকে পরিচিত কেউ এলেও জানায়েন [email protected] এ মেল দিয়ে।
  • ranjan roy | 122.168.160.189 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৭467515
  • সুমেরু,
    আমি ১৩ তারিখ দুপুর বেলা হাওড়া পৌঁছে যাবো। আর ২০ তারিখ দুপুরে ফিরতি ট্রেনে চাপবো।
    কাজেই ১৪ থেকে ১৯ অব্দি কোন দিন তোমার কাজে হাজির । আমাকে আগেভাগে দিনক্ষণ জানিয়ে দাও যাতে আমি আমার অন্যসব প্রোগ্রাম প্ল্যন করে নিতে পারি।
    হ্যাঁ, টিকিট কাটা হয়ে গেছে। অতএব-------
  • siki | 123.242.248.130 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৮467516
  • তা ... রোববারের ছবিগুলো কি আর পাওয়া যাবার চান্স আছে?
  • Bratin | 117.194.97.73 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ২১:০৩467517
  • আমি ৩/৪ তে ফোটো তুলেছি সাকুল্যে। বেশীর ভাগ ফোটো তুলেছে মিঠু আর ঈপ্সিতা
  • siki | 123.242.248.130 | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩০467519
  • সেই ফটোগুলো কবে দিনের আলো দেখবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন