এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • সিরিয়াল - গানের ওপারে

    kd
    নাটক | ২১ নভেম্বর ২০১০ | ১৮৫৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 14.96.50.165 | ৩০ নভেম্বর ২০১০ ০০:১১467847
  • হা, এই দিনও দেখব বলে কপালে ছিল লেখা ! অক্ষদা, শৌভ হেন পাব্লিক দেঁড়েলের গান নিয়ে অটোপসি কত্তে বসেছে !
  • aka | 168.26.215.13 | ৩০ নভেম্বর ২০১০ ০০:১১467846
  • মানে প্রতিটা মুহূর্তে আমরা যা সিদ্ধান্ত নিই তার পিছনে বিপুল চিন্তা ভাবনা, তথ্য, তঙ্কÄ ইত্যাদি খাটিয়ে খুব সুচিন্তত ভাবে একজায়গায় পৌঁছনর চেষ্টা করি, মাঝে মাঝেই ভুল করি, কিন্তু যা করি তা হঠাৎ হয়ে যাওয়া কিছু না।

    পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়!!!!

    তীব্র আপত্তি। সেই পথেতেই আমি চলব যে পথে আমি চলতে চাই।
  • a x | 99.50.241.18 | ৩০ নভেম্বর ২০১০ ০০:১৩467849
  • বয়স হল ভাইপো ":-(
  • a x | 99.50.241.18 | ৩০ নভেম্বর ২০১০ ০০:১৩467848
  • ধুর, জীবনের সব কিছু সচেতন ভাবে সিদ্ধান্ত নিয়ে হয়? সিরিয়াসলি?? আমার জন্মটাই তো আমার ধারণা এরকম কোনো সচেতন মুহূর্তের অপটিমাইজড ডিসিশন থেকে হয়নি!
  • Paramita | 202.3.120.9 | ৩০ নভেম্বর ২০১০ ০০:১৪467851
  • ম্যাগাজিন, টিভি ও হরেক মিডিয়া যা ভারতবর্ষে বসে কোনভাবেই অ্যাভয়েড করা যাবে না তাতে অ্যালুমিনিয়াম ফয়েল লাগানো ট্রান্সপারেন্ট শাড়ি দেখতে দেখতে আমি ক্লান্ত। তাই এই সিরিয়ালের শাড়িগুলো বেশ মন দিয়ে দেখি। পুপে গান কি অভিনয় দিয়ে দ্বার খোলাতে না পারলেও শাড়ির নির্বাচন দিয়ে পেরেছে। আমি তো হাঁ করে ওর সব শাড়ি দেখি।
  • nyara | 122.172.45.27 | ৩০ নভেম্বর ২০১০ ০০:১৪467850
  • হিন্দি তো আরও ভয়ানক। সেখানে আবার ভিলেন ভূতও থাকে। আমি দেখেছি।

    ইংরিজি সোপও আছে এই লাইনেই। সেখানে আবার হাল্কা সেক্সের মিশেল আছে বলে শুনেছি। সাহেবদের দেশ ছেড়ে এলাম, আজ অব্দি একটা এপিসোড সোপও দেখা হল না।

    দেশে যে কেন ভাল সিটকম করে না কে জানে!
  • a x | 99.50.241.18 | ৩০ নভেম্বর ২০১০ ০০:১৬467852
  • সিরিয়াল অত্যন্ত ভালো জিনিস, যারা এর নিন্দা করছেন, তাদের ধিক্কার। কিচ্ছু না ভেবে ঘন্টার পর ঘন্টা হাঁ করে তাকিয়ে থেকে, কখনও হাপুশ কেঁদে, এরকম একাধারে মাইন্ড নাম্বিং ও ক্যাথার্সিস আর কে দিতে পারে!
  • I | 14.96.50.165 | ৩০ নভেম্বর ২০১০ ০০:১৭467853
  • তবে কিনা কত কী-ই তো সহ্যি করতে হলো। বার্লিন দেয়ালের পতন থেকে আরম্ভ করে দাদা'র বিদায়,মামু'র দাড়ি মায় পামিতাদি'র বা সি অ্যাডিক্ষন। পাষাণে বেঁধেছি বুক। এখন আর ডরাই না।
  • a x | 99.50.241.18 | ৩০ নভেম্বর ২০১০ ০০:২০467854
  • সেক্স ইন দ্য সিটি। গ্রে'স অ্যানাটমি। ওহ! গুরু কি জিনিস! কিভাবে যে সময় কেটে যায় ভাবা যায়না! কিন্তু এখন আর টিভি নাই কতদিন হল :-(
  • Paramita | 202.3.120.9 | ৩০ নভেম্বর ২০১০ ০০:২১467856
  • গোল্ডেন গার্ল বলে একটা পুরোনো সোপ - কেউ দেখতে? কত সুসময় যে ওর পেছনে বয়ে গেছে..
  • aka | 168.26.215.13 | ৩০ নভেম্বর ২০১০ ০০:২৫467857
  • অক্ষ যাদের নিতে হয় না তারা ভাগ্যবান, যাদের প্রতিনিয়ত লড়াই করতে হয় তাদের প্রতিটা মুহূর্তের সিদ্ধান্ত সচেতন ভাবেই নিতে হয়। এমনকি আনপ্রোটেকটেড সেক্ষর জন্য এখন বাজারে এসে গেছে 'মর্ণিং আফটার'।
  • Arpan | 122.252.231.10 | ৩০ নভেম্বর ২০১০ ০০:২৮467859
  • দেশে ভালো সিটকম হয়েছে তো। একটু পুরনো দিনে মি: যোগি তারপরে দেখ ভাই দেখ বা জবান সমালকে, শ্রীমান শ্রীমতী একসময় খুব চলত।

    ওয়ান ফাইন মর্নিং শান্তি আর স্বাভিমান এসে ড্রউইংরুমে সোপ নামের চিউয়িংগামটির অবতারণা করল। তারও পরে একতা কাপুর।

    পামিতাদি বলছে বটে বাংলা সিরিয়াল। সবকটা বাংলা সোপে বড় বেশি হিন্দি সোপ হিন্দি সোপ গন্ধ।
  • Paramita | 202.3.120.9 | ৩০ নভেম্বর ২০১০ ০০:২৮467858
  • ইন্দোভাই, সারা জীবনে আমার কাছে থেকে যে সব বিভিন্ন জিনিস লোকে বিভিন্ন সময় আশা করে নি কিন্তু না চাইতেই পেয়েছে, পেয়ে খুশী হয়নি বলাই বাহুল্য - তাদের লিস্টে গানের ওপারে ভালোবাসাও যে যোগ হোলো তবে। কি চাপ!
  • rimi | 168.26.215.135 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৩০467860
  • "পথ আমারে যে দেখাবে..." এখানে আমি কোন পথে চলব, অর্থাৎ ইনফোসিসের গোয়ালে ঢুকব নাকি কগনির, এলেসিউতে পড়ব নাকি বার্কলে ট্রাই মারব, গোরাকে বিয়ে করব নাকি প্রদীপ্ত-কে, টাটা এআইজির টাকা তুলব নাকি আরো ক বছর ফেলে রাখব এই সব পথের কথা বলা হয় নি। এখানে ডেস্টিনেশন স্থির, ইশ্বরের সঙ্গে মিলন, কোন পথে সেই যাত্রা তা ইশ্বরই আমাকে বলে দেবেন !!

    যারা উপরোক্ত পথগুলো নিয়ে বেশি চিন্তিত, তারা বরং মারের সাগর নিয়ে মাথা না ঘামিয়ে সোজা অমৃতলালের কাছে যাবে। আর অমৃতলালই বলে দেবে, কোন চাকরিতে বসের সঙ্গে গোলমাল হবে না, দুটোতেই যদি গোলমালের আশংকা থাকে শনি এবং বৃহস্পতির দূরত্বের কারণে, তাহলে কোন পাথর ধারণ করলে সেই গোলমালের মধ্যেও চাকরির তরী তরতরিয়ে চলবে ইত্যাদি প্রভৃতি।

    মোদ্দা কথা, মারের সাগর আর আংটি - ফরোয়ার্ড মেমারি আর ব্যাকওয়ার্ড মেমারির মতন দুদিকে।
  • a x | 99.50.241.18 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৩২467861
  • প্রতিনিয়ত যারা লড়াই করে, তারা প্রতিটি সিদ্ধান্ত প্রো'স অ্যান্ড কন'স ভেবে, অপটিমাইজ করে তারপর কাজে নামেন, এরকম বিশ্বাস তো ঈশ্বরবিশ্বাসের চেয়ে কিছু কম না!
  • Paramita | 202.3.120.9 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৩৪467862
  • কতদিন ভাব সম্প্রসারণ করিনি। আমিও খেলবো।
  • Paramita | 202.3.120.9 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৩৭467863
  • ব্যাং, রেনবো আঁচল-ওলা অফ হোয়াইট খুব সম্ভবত: তসর - যখন দিদিঠাম্মি পুপের কাছে তার কলেজের সামনে "সুদর্শনা হবে?" প্রোপোজালটা নিয়ে গিয়েছিলেন, ঐটা দেখেছো? দারুণ।
  • a x | 99.50.241.18 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৩৮467864
  • যাকগে, এবার সত্যিই শেষ কথাটি বলে কাটব। সিরিয়ালের পরেই পরম আনন্দের জিনিসটি কি? তিনি হলেন ফুড নেটওয়ার্ক, কিম্বা পিবিএসে রান্না বান্নার প্রোগ্র্যাম।

    হায় গ্র্যাড স্কুল! হায় সেসব দিন!

    সকাল এগারোটা নাগাদ কোনোমতে একটু দেওয়ালের দিক থেকে ফিরে অন্যপাশে এলিয়ে রিমোটটা ধরতে পারলেই স্বর্গের দ্বার খুলে যাবে। ইতালির লিডিয়া, ফরাসী জাক, চৈনিক মিং সাই, তোমার প্রতিটি আধখোলা চোখের মুহূর্ত ভরিয়ে দেবে, বেলা দুটো অবধি। মাঝে দু দশ মিনিট ঘুমিয়ে নিলেও ক্ষতি নেই, ঐ সিরিয়ালের মতই।
  • aka | 168.26.215.13 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৪০467865
  • হ্যাঁ নিজের ওপর বিশ্বাস। কোন পরম পিতা টিতা নয় আমিই সব।

    আর আংটি বিশ্বাস তাও ঈশ্বরের সাথে পাঙ্গা নেবার সাহস দেখায়, এরকম সাবমিসিভ বিশ্বাস নয়। ঘুষ টুষ দিয়ে, আংটি পড়ে, ম্যানিপুলেট করার চেষ্টা করে নিজের ডেস্টিনি, ডেস্টিনি আমার ঠিক হয়েই আছে বলে নৌকোয় বসে গান গায় না।

    পামিতাদি গা নে ও র পরেই এই খেলাটা আমার বেশ প্রিয়। :))
  • rimi | 168.26.215.135 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৪২467867
  • মারের সাগরে পরিষ্কার বলা হয়েছে, আমি ছেঁড়া পালের নৌকো নিয়েও ভয়ংকর সমুদ্র পাড়ি দেব, আমার সঙ্গে থাকবে তোমার প্রতি বিশ্বাস, বা মতান্তরে আত্মবিশ্বাস।

    আর আংটি ফিলোসফি? ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে মাথা ঠোকা, "পরীক্ষায় পাস করিয়ে দাও হে বাবা", কিম্বা "চাকরিটা পাইয়ে দাও, জোড়া পাঁঠা বলি দেবো তোমার নামে", অর্থাৎ
    "আমার ছেঁড়া নৌকো, আমি তো সমুদ্দুরে নামতে পারব না বাবা, ম্যাজিক করে উড়িয়ে নিয়ে আমাকে ঐ পারে এনে ফ্যালো, তোমাকে আরো ১০ পয়সার নকুলদানা বেশি দেবো" , ব্যাস, যা করার করা হয়ে গেল, আর বাকি সময় বাংলা সিরিয়াল দেখো বসে বসে। ফলাফল না মিললে, "এতো করে ঠাকুরকে ডাকলাম তবু কিছু হল না, কি করব, সব কপাল" ইত্যাদি।

    ওফফ!!
  • rimi | 168.26.215.135 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৪৪467868
  • আংটির ডেস্টিনি আর দাদুর ডেস্টিনি দুটো সম্পূর্ণ আলাদা। এই বেসিক ব্যপারটা বুঝতে হলে অবশ্য আরো কিছু দাড়িদাদু পড়তে হবে, শুধু গানের ওপারে দেখলে হবে না।
  • I | 14.96.50.165 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৪৫467869
  • এই যে পরীক্ষাপাসের আততিবিহীন ভাবসম্প্রসারণেচ্ছা-ইহাই কী সকল ডিস্কো জ্বরের অতিবৃদ্ধাপ্রপিতমহী?
  • Paramita | 202.3.120.9 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৪৮467871
  • আকার গিন্নী ও আমার কত্তার অনেকটা একই দশা মনে হয়। বাংলা সিরিয়াল ভালো যে লেগেছে এই কথাটা বলতে লজ্জা পাচ্ছে, তাই কঠোর সমালোচনা করা চাই। এদিকে চোখের কোণা দিয়ে দেখাও চাই। এদিকে কম্পুতে পুরোনো এপিসোড চালালে "আআআবার গানের ওপারে? ব্যাপারটা কি?" বলার স্বত্বটি ছাড়বে নি, ওদিকে পুরোনো কাসুন্দী কেমন খেতে ছিল সংক্ষেপে জেনে নেওয়ার বাসনাটিও প্রবল(আকার কেসে কনফারমেশন সাপেক্ষ।)
  • aka | 168.26.215.13 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৪৮467870
  • :))))
  • rimi | 168.26.215.135 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৫১467872
  • পামিতাদি, :-)))) তবে জিগ্যেস করার দরকারই হয় না, আকা তেমন খেলুড়ে নয়, দেখা মাত্রই এসে হুড়মুড় করে বলে দেয়।
  • I | 14.96.50.165 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৫২467874
  • আকাটা বোকা। আকাট বোকা।
  • Tim | 198.82.25.92 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৫২467873
  • তাই হবে। আমি আজ্জোদার উত্তর খুঁজতে এতদূর স্ক্রল করলাম আর তারপর এতকিছু পড়লাম যে তক্কর সুতোটাই হারিয়ে গ্যালো। তবে আজ্জোদার সাথে প্রবল প্রবল ভিন্নমত, বলাই বাহুল্য। প্রতিটা ফেজ অপ্টিমাইজ কল্লে এখন থোড়াই গানের ওপারে আর ভাট করে টাইম ওয়েস্ট কত্তাম। :-)
  • aka | 168.26.215.13 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৫৩467875
  • সেসব আমি জানি না। মাঝে মাঝেই শুনি খুব কাজ, রাত একটা, শোয়া একটা অবধি অন্য ঘরে কাজ চলছে। আম্রিগার কোন ইউনির প্রফেসরকে এত কাজ করতে হয় বলে শুনিনি। তাও আবার রোববার রাতে। এবারে পামিতাদি যা বোঝার বুঝবে।
  • aka | 168.26.215.13 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৫৫467876
  • আরে দুর ভাট মারাটাও আমারই ইচ্ছে, সে কেউ আমাকে দিয়ে করিয়ে টরিয়ে নিচ্ছে না। নইলে আর ফেসবুকে আড্ডা না মেরে গুরুতে আসি কেন?
  • Paramita | 202.3.120.9 | ৩০ নভেম্বর ২০১০ ০০:৫৭467879
  • ভালো জিনিস আলোচনা না করতে পারলে ঠিক জমে না।

    তবে আমি অন্তত: তিনটে সিরিয়ালে এই গানগুলো শুনলাম রিসেন্টলি (১) আমি তোমার সঙ্গে বেঁধেছি (২) তোমার খোলা হাওয়ায় (৩) প্রেমের জোয়ারে ভাসাবো দোঁহারে। রিয়ালিটি শোগুলোতেও দেখছি। ব্যাপারটা কি? হঠাৎ এই গানগুলো নিয়েই সবাই পড়লো কেন? এই গানগুলো নিয়ে বাবুল সুপ্রিয় কি শানের সিডি বেরিয়েছে বুঝি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন