এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • সিরিয়াল - গানের ওপারে

    kd
    নাটক | ২১ নভেম্বর ২০১০ | ১৮৫৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ২৬ নভেম্বর ২০১০ ২০:৫৯467746
  • আর ইয়ে জানা গেল কি সিরিয়ালটা সত্য বন্ধ হইছে কিনা। তাইলে আবার পিটিশনে সাইন করতে হবে। এত হোমড়া চোমড়া লোকজন থাকতেও কোনো ইন্সাইডার্স ইনফো পাওয়া যায় না। তাইলে তোমাদের অমন হোমড়া চোমড়া গিরি দিয়ে হব টা কি শুনি।
  • rimi | 24.42.203.194 | ২৬ নভেম্বর ২০১০ ২১:১১467747
  • কোলকাতা তথা প:বঙ্গের এই সিরিয়াল কালচারটাই আমার...... রবীন্দ্রনাথ নিয়েই হোক,আর জননী কিম্বা জুনুন নিয়েই হোক, আদতে ব্যপারটা একই - পারিবারিক কেচ্ছা কেলেংকারীর গপ্পের প্রতি জনগণের আসক্তি। :-)) এখন মার্কেটিংএর যুগ, রবি নামক সাংস্কৃতিক প্যাকেজের মোড়কে সেই পুরোনো কেচ্ছা কেলেংকারি। নতুন বোতলে পুরোনো মদ ইত্যাদি ইত্যাদি।

    মোদ্দা কথা হএর সঙ্গে একমত।

    আর হ্যাঁ, এই সিরিয়ালখানা বন্ধ করার জন্যে যদি কোনো পিটিশন হয় তাহলে তাতে আমি সই করব /*^*\
  • kd | 59.93.177.18 | ২৬ নভেম্বর ২০১০ ২১:৫৭467748
  • বাংলার অন্য সব সিরিয়াল ছেড়ে শুধু এই সিরিয়ালটা বন্ধ করার জন্যে পিটিশনে সই? সত্যি? এটা এতই খারাপ?

    না না উত্তর দিতে বলছি না, জানি তো, পসন্দ্‌ অপনা অপনা। তবুও, একটু ভচ্‌কে গিয়েছিলুম আর কি?

    অবিস্যি এই কমেন্টের পেছনে যদি কিছু অন্তর্নিহিত ব্যাপার-স্যাপার থাকে, তাহ'লে ..... :)
  • kanti | 202.90.100.18 | ২৬ নভেম্বর ২০১০ ২৩:০৩467749
  • শৌভ, এই সিরিয়ালের সৃজন,কাহিনী বিন্যাস ও তত্বাবধানে কিন্তু ঋতুপর্ন ঘোষ।
    সুতরাং নিন্দা, প্রশংসা, সব কিছুরই প্রথম প্রাপ্য ঋতুপর্নেরই।
  • kanti | 202.90.100.18 | ২৬ নভেম্বর ২০১০ ২৩:০৮467750
  • যারা এই সিরিয়ালের বন্ধের জন্য সই দিতে চান অবিলম্বে নিখিলেশের সংগে
    যোগাযোগ করুন।
  • Tim | 198.82.17.7 | ২৬ নভেম্বর ২০১০ ২৩:২৯467751
  • একটা কথা অনেকেকি বলছেন দেখলাম। সেটা হলো "" অন্যান্য সিরিয়ালের তুলনায়""। তো, কথা হলো অন্যান্য সমসাময়িক সিরিয়ালের চেয়ে গা-ও বেটার, এটাই যদি তক্কের বিষয় হয়, তো কিসু বলার নাই।
    কিন্তু বাংলা মেগা সিরিয়ালকে মাপকাঠি ধরলে তো আরো অনেক কিছুকেই দুর্দান্ত বলা যায়। সেই জায়গাটা ঠিক কিলিয়ার হলোনা।

    শৌভর কমেন্টটা নিয়ে ভাবলাম। কিন্তু নাহ্‌, একমত হওয়া যাচ্ছেনা। গানের ওপারে গিয়ে আর কিছুই ভালো লাগেনি।

  • Tim | 198.82.17.7 | ২৬ নভেম্বর ২০১০ ২৩:৪১467752
  • এবার আমার থিওরিটা, যেটা তালেগোলে লেখাই হয়নি।

    আমার মনে হয় যেকোনো বিষয় নিয়ে একটা মশলাদার প্লট বানিয়ে দিনের পর দিন দেখিয়ে গেলে, আর সেখানকার চরিত্রগুলোর সাথে জনতা নিজেদের আইডেন্টিফাই করতে পারলে ( ব্যতিক্রম আছে) সেই সিরিয়ালের মার নেই। প্রথম পাঁচটা এপিসোড গিলিয়ে দিতে পারলেই একটা অভ্যাস তৈরী হয়ে যায়। তখন সেই সিরিয়াল হিট। একবার টিআরপি পেলে, কে না জানে, তখন সেই সিল্পের নানান দিক আবিষ্কৃত হতে শুরু করে।
    আমি যখন পরীক্ষার পরে হাবিজাবি সিনিমা/সিরিয়াল দেখতাম স্রেফ অন্য বেটার কিছু করার থাকতোনা বলে, তখন আমিও নানাভাবে সেটা ডিফেন্ড করতাম। কিন্তু অনেস্টলি, সেগুলো কোনোটাই আলাদা ছিলো না। দেওয়ালের আরেকতা ইঁট বৈ কিসু না। :-)

    ডি: গা-ও উঠে যাওয়া নিয়ে আমার কোনো মাথাব্যথা নাই। উঠে গেলে আমার ন্যাজ গজাবেনা।
  • aka | 24.42.203.194 | ২৭ নভেম্বর ২০১০ ০০:০২467753
  • অল ইন অল ইউ আর যাস্ট অ্যানাদার ব্রিক ইন দা ওয়াল। জ্জিও :)

    বুন্তুলি আপিয়েছে, রেখে দিলাম, রাতে রামের সাথে চাট হিসেবে কাজে লাগবে।
  • rimi | 24.42.203.194 | ২৭ নভেম্বর ২০১০ ০৩:৪৮467754
  • হ্যাঁ, এই সিরিয়াল বন্ধ করার জন্যে পিটিশনে সই ইত্যাদি সবই ব্যক্তিগত কারণে। বাড়িতে ভারতীয় চ্যানেল বা টিভি না রেখেও চব্বিশ ঘন্টা "গানের ওপারে"র অত্যাচার সহ্য করতে হচ্ছে কি না :-(
  • aka | 24.42.203.194 | ২৭ নভেম্বর ২০১০ ০৮:২৩467756
  • আপনাদের নিয়ে আর যে কি করব বুঝি না। এদিকে পুরো মাখোমাখো কেস। দেখুন না মাইরি, খামোকা প্যাঁচাল পারেন কেন।

    দিদিঠাম্মি পরিচালক? না ম্যাচমেকার?
  • aka | 24.42.203.194 | ২৭ নভেম্বর ২০১০ ০৯:৫৪467757
  • এ হয়েছে, এই গানের মানেটা একটু কেউ বুঝিয়ে দেবেন, প্লিজ। মানে আক্ষরিক মানে যা হচ্ছে তাতে হেবি ঝামেলা তৈরি হয়েছে। বাড়ির পরিবেশ গমগমে। অল্প কথায় বুঝিয়ে দিলেই হবে। বেসিক ফিলোজফিটা বোঝালেই হবে।



    কাঁহাতক আর গানের ওপারে নিয়ে কথা বলা যায়। জ্ঞানী গুণী লোকেদের প্রতি আগাম ধন্যযোগ।
  • SS | 99.120.125.223 | ২৭ নভেম্বর ২০১০ ১১:০৪467758
  • আকার কি এখন রামের ওপারে চলছে?

    গানের মানেটা অন্য কেউ বলুন। আপাতত একটা বিরক্তিকর ভুল কানে লাগলো। লিংকটার 1.471.58 তে লিরিকে, 'দিন ফুরালে, জানি জানি, পৌঁছে ঘাটে দেব আনি'....
    'আনি' র জায়গায় 'আমি' গাওয়া হয়েছে। এই নতুন আর্টিস্টরা কি গান গাওয়ার আগে একটু গীতবিতান খুলেও দেখেননা?
  • aka | 24.42.203.194 | ২৭ নভেম্বর ২০১০ ১১:১৬467759
  • আরে ভুল টা তো বুঝলাম। ভুল টুল নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই, বেসিক ফিলোজফি নিয়ে আছে। একটু আধটু ভুল টুল হলে হয়েছে, তাতে কি? বেসিক ফিলোজফি তাতে বদলায় না। কেউ নেই? নোবডি! হা য়
  • aka | 24.42.203.194 | ২৭ নভেম্বর ২০১০ ১২:৫১467760
  • "পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়-
    আমি অভয় মনে ছাড়ব তরী, এই শুধু মোর দায়"

    কেউ দিলে না, কেউ না! গুচর প্রতি আর একটু আস্থা আছিল। মানে জমিদার টমিদার না হলে এই বিশ্বাস নিয়ে চললে ঘোর বিপদ। এর থেকে আংটি পড়া ভাল বলেই মনে হল।

    (তবে সুরটা ভাল,লিরিককে ক্যরি করেছে, ঝুট বলে কাউয়া কাটের মতন)
  • bb | 117.195.179.106 | ২৭ নভেম্বর ২০১০ ১৫:১১467761
  • অপরাধ না নিলে জিগাই কোন চ্যানেলে এই সিরিয়ালটি হয়, আর এর পুরান এপিসোড দেখার কোন সুযোগ আছে। অগ্রিম ধন্যযোগ সহ।
  • nyara | 122.172.45.27 | ২৭ নভেম্বর ২০১০ ১৭:৫৬467762
  • আকা কি ভাব-সম্প্রসারণ চাইছে?
  • kd | 59.93.215.107 | ২৭ নভেম্বর ২০১০ ১৮:০১467763
  • bb, প্রথম পাতায় 22 Nov 6:39PMএর পোস্ট দেখুন।
  • bb | 117.195.169.167 | ২৭ নভেম্বর ২০১০ ১৯:১২467764
  • kdদা ধন্যবাদ।
  • arindam | 59.93.219.38 | ২৭ নভেম্বর ২০১০ ২১:৩৬467765
  • আমে দুধে মিশে গেলে...
    প্রদীপ্ত-পুপে। ওদিকে টিনটিন-ঝিনুক যেন রাজকাপুর-নার্গিসকে মনে পড়িয়ে দিল
    :)

  • aka | 24.42.203.194 | ২৮ নভেম্বর ২০১০ ০৭:২০467768
  • ন্যাড়াদা ভাব-সম্প্রসারণই চাইছিলাম, কিন্তু কেউ গ্রাহ্যই করলে না।

    আর বুন্তুলির কি পারফর্ম্যান্স! কালকের এপিসোড এক ঘন্টার মধ্যে আপিয়েছে। প্রেমটা যে হেজে গেল। আর কি বাকি রইল সিরিয়ালে? না শেষই হল বোধহয়।
  • Samik | 122.162.75.11 | ২৮ নভেম্বর ২০১০ ০৯:১৯467769
  • প্রদীপ্তর জায়গাটা গোরা নেবে, চন্দ্রশেখর দেব আশীর্ব্বাদ করবেন, তবেই সিরিয়াল শেষ হবে। :)
  • kanti | 202.90.100.18 | ২৮ নভেম্বর ২০১০ ১২:১১467770
  • এখন গোরাই এই সিরিয়ালের ট্র্যাজিক হিরো। আসুন,আমরা সব চন্ডালেরা
    সমবেত ভাবে তার পাশে দাঁড়াই।কান্তি।
  • brishti | 117.194.7.135 | ২৮ নভেম্বর ২০১০ ২১:১৩467771
  • অমি নোতুন চন্দল এই গুরুচন্দলি তে।গনের ওপরে তে সোনর তোরি র পুপে জে গান গুলো গইচে সেগুলো কি সরোলিপি মেনে??তোবে তর এতো জল কনো গোরর গনে??অপ্নর কি বোলেন?
  • Samik | 122.162.75.11 | ২৮ নভেম্বর ২০১০ ২১:৪১467772
  • বিষ্টি একেবারে ঠিক কয়েছে। পুপেও সাংঘাতিক কিছু স্বরলিপি মেনে গাইছে না। স্পেশালি কালকের "তোমার প্রেমে হবো সবার কলঙ্কভাগী'তে একটু আধটু ডেভিয়েশন ছিল।
  • brishti | 117.194.7.135 | ২৮ নভেম্বর ২০১০ ২১:৪৩467773
  • আমি নতুন চন্ডাল।। গোরা কে ট্রাজিক হিরো ম নে হয় না।।
  • aka | 24.42.203.194 | ২৮ নভেম্বর ২০১০ ২২:০০467774
  • আসল গল্প তো শুরু হবে যখন প্রদীপ্তর মেয়ে আর পুপের ছেলে প্রেম করতে শুরু করবে, যাস্ট ওয়েট অ্যাণ্ড সি।
  • kanti | 202.90.100.18 | ২৮ নভেম্বর ২০১০ ২৩:০৬467775
  • আকা বাবুর ক্কী দূরবীন দিষ্টি??।।। জিও।
  • Souva | 122.177.139.161 | ২৯ নভেম্বর ২০১০ ১০:০৬467777
  • গোরা মোটেই ট্র্যাজিক হিরো নয় কো। আসলে প্রদীপ্ত অলরেডি বুঝে গ্যাছে যে তার কপালে গুচ্ছ চাপ, নৌকো টলমল কচ্ছে। সেই কারণেই, মা-র মুখে যখন শুনলো যে পুপে নিজেই বিয়ে করবে বলে লাফাচ্ছে, তখন আহ্লাদিত না হয়ে সন্দেহই প্রকাশ করেছে।

    অর্থাৎ প্রদীপ্ত বুঝে গ্যাছে যে পুপের মন অন্য কারুর প্রতি চঞ্চল। আর এখন তো খাই-খাই-এ এসে দেখেই ফেললো ব্যাপার-স্যাপার। এবার প্রকৃত নাইটের মতো শিভ্যালরি দেখিয়ে সে নিজে সরে যাবে, আর পুপে-গোরার মিলনকাহিনীতে কাহিনীর দি এন্ড।

    তবে এটা আগেই বোঝা গেসলো। আফটার অল, "প্রদীপ্ত' বলে দাদুর গপ্পে কোনো ক্যারেকটার নেই, গোরা বলে আছে। ঐখানেই তো বেচারা ঝাড় খেয়ে গ্যাছে, গোড়াতেই!
  • Samik | 122.162.75.254 | ২৯ নভেম্বর ২০১০ ১০:৪৯467779
  • উফ্‌ফ্‌ কী দিলো, পুউরো আটানা কিলো। এইটা ঠিক আমার মাথায় আসে নাই। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন