এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • সিরিয়াল - গানের ওপারে

    kd
    নাটক | ২১ নভেম্বর ২০১০ | ১৮৫৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.86.88 | ২৯ নভেম্বর ২০১০ ১২:০৩467780
  • বোঝো। আর আমি এই গোরাকে আজ প্রথম দেখলুম। আর দেখার পর থেকেই আরো ভালো লাগছে, সিরিয়ালটা :)

    যাহোক, টিম, রিমিদিদের একটা প্রশ্ন। সুবর্ণলতা নিয়ে কী মত ? হ্যাঁ, সিরিয়ালটি নিয়েই প্রশ্ন করছি। এও কী সেই পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি,কাসুন্দি ঘাঁটে ভালোলাগার প:বঙ্গীয় কালচার ? সিরিয়ালটি তাই হলে, উপন্যাসটিও নিশ্চয় তাই। ইন ফ্যাক্ট, আমাদের কোন উপন্যাস গুলি এই কালচারের বাইরে পড়বে, সেও জানতে আগ্রহী :)
    আর, উপন্যাসের চরিত্রগুলির সাথে নিজেদের কোনোরকমে আইডেন্টিফাই করে ফেল্লেই দেওয়ালের আরেক পিস ইঁট মাত্র ?
  • Samik | 122.162.75.254 | ২৯ নভেম্বর ২০১০ ১৪:৪২467781
  • এবং, আমার একটি বিনীত প্রশ্ন, এখানে কে কে বাংলা সিরিয়াল দেখতে বসে তাতে পথের পাঁচালি, মেঘে ঢাকা তারা বা হাটেবাজারের লেভেলের সংলাপসমূহ, সিনেমাটোগ্রাফিসমূহ এবং এডিটিংসমূহ এক্ষপেক্ট করেন? :-)))
  • arindam | 202.56.207.56 | ২৯ নভেম্বর ২০১০ ১৫:৩৫467782
  • দুর্বিনীত উত্তর:- কেউই আশা করেনা...
    :)

  • Samik | 122.162.75.254 | ২৯ নভেম্বর ২০১০ ১৫:৪০467783
  • না, কাটাছেঁড়ার লেভেল দেখে খানিকটা সেরকমই লাগল আর কি ... :-)
  • Souva | 122.177.198.37 | ২৯ নভেম্বর ২০১০ ১৭:০১467784
  • পষ্টো কথা এই যে, আমি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ধোঁকার ডালনা খেয়েই সন্তুষ্ট থাকি। বিরিয়ানি-কালিয়ার আশা করে ফালতু মুর্গি হই না।

    এবং ধোঁকার ডালনা তার নিজের জায়গায় (যদি বেশ ভালো করে রাঁধা হয়), আর পোলাও-কালিয়া তাদের নিজের নিজের জায়গায়। উত্তমরূপে রান্না ধোঁকার ডালনা খেয়ে মাঝেমধ্যে মুখ ছাড়াতে আমার ভালো-ই লাগে। কিন্তু, তা বলে, ধোঁকা আর কালিয়ার কম্প্যারেটিভ য়্যানালিসিস করাটা বিশেষ কাজের কথা নয়, আপেল টু আপেল ম্যাচ হবেনি কস্মিনকালেও।
  • Souva | 122.177.198.37 | ২৯ নভেম্বর ২০১০ ১৭:১৩467785
  • পাই-দির পোস্নের সংগে আমার ছোট্ট একটি লেজুড়-- সিরিয়ালগুলি বস্তুতপক্ষে দৃশ্য-শ্রাব্য মাধ্যামের সেই ধারা, যা বাঙ্গালা সাহিত্যে শরৎ চাটুজ্জের ধারার একটি প্যারালাল। এবং তারাশঙ্কর, বনফুল, বিমল মিত্তির হয়ে রমাপদ চৌধুরি, সমরেশ মজুমদার, বুদ্ধদেব গুহ, সুচিত্রা ভট্‌চায ইত্যাদি প্রভৃতি কারোরই লেখাপত্তর ও-রসে সম্পূর্ণ বঞ্চিত বোধ হয় নয়।
  • aka | 168.26.215.13 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:০২467786
  • যাই বলো আর তাই বলো সিরিয়াল ছিল বাপু সেইসব

    ইয়ে যো হ্যায় জিন্দেগী
    চুনৌতি
    করমচাঁদ
    কিলে কা রহস্য
    হোনি আনহোনি
    নুক্কড
    তেরো পার্বণ
    এক আকাশের নীচে

    কি অভিনয়, কি দমক গমক, আহা। না:, এই জিএনও এখনো সেই জায়গায় উঠল নি। জননী বা জুনুনও হল না, কারণ একি আর মেগা সিরিয়াল হবে? আশা দেখছি না।
  • Arpan | 204.138.240.254 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:১৩467787
  • আজ্জো এগুলোর কথা লিখল না?

    তমস
    মির্জা গালিব
    মালগুডি ডেজ
    তেনালিরামা
    ফউজি
    সার্কাস
    হামলোগ
    বুনিয়াদ
    মি: ইয়োগি
    মুঙ্গেরিলাল কি হাসিন সপ্নে
    ওয়াগলে কি দুনিয়া

    না:, বুড়ো হয়ে গেলাম।
  • aka | 168.26.215.13 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:১৮467788
  • তমসটা ঠিক সিরিয়াল বলা যায় কিনা কেজানে। নির্দিষ্ট গল্প ছিল, দুর্দান্ত অভিনয় আর অল্প কয়েকটা পার্টেই তো শেষ হয়ে গেল। সিরিয়াল হতে হলে মিনিমাম ১৩ টা পর্ব লাগে। তমসের স্মৃতি নিয়েই তো মায়া মেমসাব দেখতে গেলাম। :)

    ও: আসলটাই তো বলা হয় নি - লুসি সেসব দিন আছিল। এসব পাই/শৌভরা মনে হয় তখন ...

    আমার আর একটা ক্যুইজ সিরিয়াল ভালো লাগত আল্ফা প্লাস বাই ভাস্কর ভট্টাচারিয়া।
  • Arpan | 204.138.240.254 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৩২467790
  • আমি আ মাউথফুল অব স্কাই-ও রোজ দেখতাম। বেসিকালি ইংরেজি বলতে শেখা প্র্যাকটিস করতাম। :-)
  • byaang | 122.172.11.177 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৩৯467791
  • এই নাও দিকি নি http://www.rajshri.com/TVShow/Kachchi-Dhoop , মেলা ঝামেলা না করে বসে বসে দ্যাকো, কচি আশুতোষ গোয়ারিকরের পোত্থোম স্ক্রীন অ্যাপিয়ারেন্স। আকাঅপ্পন অবিশ্যি জন্মায় নি তখন।
  • byaang | 122.172.11.177 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৪১467792
  • আর কে যেন ফৌজির কথা বলছিল! বুধবার সন্ধ্যেবেলায় পড়তে বসতিস না? চিত্রহার, ফৌজি সবই গিলতিস নাকি? http://www.rajshri.com/TVShow/Fauji
  • Tim | 173.163.204.9 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৪৩467793
  • হিন্দিতে করমচাঁদ , রজনী, নীভ, বাংলায় কালপুরুষ, যেখানে আজগের স্টার কৌশিক সেনের ডেবিউ, এগুলোও লিস্টিতে রাখা যায়। পরের দিকে পঙ্কজ কাপুর বেশ কিছু ভালো সিরিয়াল নামিয়েছেন। কমেডি ও সিরিয়াস দুই রকমেরি। তো, কথা হলো, এইগুলোর সাথে তুলনা করা হচ্ছিলোনা কিন্তু। হলে নাহয় ধোঁকা আর কালিয়ার কথাটা বুঝতাম। অথচ এই তুলনাটাই খুব স্বাভাবিক ছিলো। যদি মানের কথা ভাবি। এই ক্লাসিক সিরিয়ালগুলো দেখেছেন, এরকম অনেকেই এখন গা-ও দেখছেন। তাঁরাই নাহয় তুলনাটা করুন। অনেকেই দেখলাম বলেছেন অন্য আরো খারাপ সিরিয়ালগুলোর কথা। হতেই পারে, যে গা-ও এখনকারগুলোর মধ্যে বেটার।

    পাই,
    গোটা পোস্টে তোমার খালি ঐ লাইনটাই চোখে পড়লো? হাইলি সাস্পিশাস!

    শৌভকে,
    বিরিয়ানি-কালিয়ায় এখনও অরুচি বোধ করছিনা। সুতরাং শ্রাদ্ধবাড়ির নেমন্তন্নটা নাহয় তোলাই থাক। :-))
  • brishti | 117.194.6.187 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৪৪467794
  • গানের ওপারের থেকে এক্তু দুরে চোলে জাচি মোনে হোচে না কি?
  • Tim | 173.163.204.9 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৪৬467795
  • আমি লুসি দেখতাম ও কিসুই বুঝতাম না। পরে হিন্দিতে প্রোমোশন(?) পাই ও অ্যাডিকটেড হই।
  • Arpan | 204.138.240.254 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৪৯467796
  • মেশোর বাড়ি অংক শিখতে যেতাম। তার ফাঁকে ফাঁকে মাসির সযতন প্রশ্রয়ে ওই এট্টু আধটু। ;-)
  • byaang | 122.172.11.177 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৫০467798
  • আমি ডিফারেন্ট স্ট্রোকসও দেখতাম, শার্লক হোমস দেখতাম, বডিলাইন দেখতাম, ম্যাকগাইভার দেখতম, স্ট্রীটহকও দেখতাম, শুধুই দেখতাম, শুনতাম কিন্তু বুঝতাম না, দেখে দেখে বুঝতে হত। অমন কটিন ইংরেজি বোঝা কি আমার কম্ম নাকি!
  • Tim | 173.163.204.9 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৫০467797
  • আর মাইরি, বাংলা সাহিত্য : শরৎচন্দ্র = বাংলা সিরিয়াল: গা-ও ?!!
  • byaang | 122.172.11.177 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৫৩467799
  • এই নাও আরো একটা http://www.rajshri.com/TVShow/Uppanyas । এইটা দেখে শেখর কাপুরের উপর কিঞ্চিৎ ব্যথা জন্মাইয়াছিল।
  • aka | 168.26.215.13 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৫৪467802
  • ইয়েস বডিলাইন, শার্লক হোমস তখন সবই পড়া হয়ে গিয়েছিল তাই আর সিরিয়ালটা ভালো লাগে নি। আরে এগুলো দেখেই বোঝা যেত। ভাষা বোঝার দরকার পড়ত নি। ভাষা বুইতে শিখলাম ওয়ার্ল্ড দিজ উইক থেকে।
  • Tim | 173.163.204.9 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৫৪467801
  • স্ট্রীট হক তো দেখলেই হতো। বডিলাইন বুঝতাম, কীকরে কেজানে। নাদিয়া কোমানেচি একটা সিরিয়ালে ছিলোনা? সেইটাও দেখতাম। খেলাধুলো বড়ো ভালোবাসতাম কিনা। আমার বিশ্বাস অপ্পনও দেখতো সেইটা। ;-)
  • byaang | 122.172.11.177 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৫৭467804
  • আমি হিন্দি শিখেছিলুম তিনটি সিরিয়াল দেখে, হামলোগ, বুনিয়াদ আর খানদান। তারপর থেকে তো নেশাই লেগে গেল হিন্দি সিরিয়াল দেখার।
    তখন কী ভালো ভালো সব হিন্দি টেলিফিল্মগুলো হত। হোলি আর জনম তো আমার অলটাইম ফেভারিট।
  • Arpan | 204.138.240.254 | ২৯ নভেম্বর ২০১০ ১৯:৫৭467803
  • দেখতাম তো! কী যেন নাম ছিল?
  • rimi | 168.26.215.135 | ২৯ নভেম্বর ২০১০ ২০:০০467805
  • পাই, গুড কোশ্চেন :-)

    সুবর্ণলতা সিরিয়াল আমি দেখি নি, তবে বইটা, আমার অন্যতম প্রিয় বই। (আমি আশাপূর্ণা দেবীর অন্ধ ভক্ত)। যা হোক, এ বিষয়ে দু পয়সা। সামাজিক মানুষ এবং সমাজকে নিয়ে যে সাহিত্য, তাতে পারিবারিক ঘটনা, বিশেষত স্ক্যান্ডালাস ঘটনা থাকবেই। কিন্তু যে সিরিয়াল বা সাহিত্যে সেই কেচ্ছাটাই মুখ্য, তার বাইরে আর কোনো বক্তব্য নেই, বা বিশেষ কোনো চরিত্র তৈরী হয় নি, সেই সিরিয়াল বা সাহিত্য নিয়ে আমার কিছু বলার নেই।

    উদাহরণ প্রচুর। সঞ্জীব শীর্ষেন্দুর অধিকাংশ উপন্যাসই এই দলে পড়ে, যেখানে পাঠককে নানারকম সুড়সুড়ি দেওয়ার বাইরে আর কিছু বক্তব্য নেই। এই দলে পড়ে না এমন সাহিত্য - তাও প্রচুর। হাতের কাছেই আছে সুবর্ণলতা। কেন সুবর্ণলতা অন্যরকম সেই নিয়ে নতুন করে লেখার কিছু তো নেই, সকলেই জানে।

    ও হ্যাঁ, লিখতে লিখতে আরেকটা সিরিয়ালের কথা মনে পড়ল, - বার্গম্যানের সিন্স ফ্রম আ ম্যারেজ। সেই পারিবারিক গল্প, যদিও গল্প বলার স্টাইলটা সম্পূর্ণ আলাদা, তাই পরের কেচ্ছার সুড়সুড়ি ব্যপারটা একদম নেই, অথচ চরিত্রগুলোর সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতে, কিম্বা কিছু সাধারণ ঘটনার মধ্যে দিয়ে কিছু চিরন্তন সত্য উপলব্ধি করতে কোনো অসুবিধা হয় না।

    (ডি: এই একটাই বিদেশি সিরিয়াল বা টেলিভিশন সিরিজ আমি দেখেছি নেটফ্লিক্সের দৌলতে)

    আর শমীকের প্রশ্নে, না একেবারেই সেই আশা করি না, সেই জন্যেই বাংলা সিরিয়াল দেখি না। যারা বাংলা সিরিয়াল দেখ, তাদের কাছে প্রশ্ন, কিসের জন্যে, কি আশা করে, দিনের পর দিন, এইসব অযথা টেনে লম্বা করা গল্প দেখ?
  • Tim | 173.163.204.9 | ২৯ নভেম্বর ২০১০ ২০:০১467806
  • মনে নাই। বয়স হয়ে গ্যালো।
    এই আলোচনাটা এখানে না করে পুরোনো সিরিয়ালের টইতে করা উচিত। লোকজন খেপে যাবে এইবার। :-)
  • Arpan | 204.138.240.254 | ২৯ নভেম্বর ২০১০ ২০:০৩467807
  • ডিডির ইংলিশ নিউজ শুনতাম। এক তো ইংরিজি শুনে বুঝতে হবে, আর দুই, কাবেরী মুখার্জিকে দেখার লোভে।
  • a x | 99.50.241.18 | ২৯ নভেম্বর ২০১০ ২০:২৭467808
  • "আমি মারের সাগর পাড়ি দেব" টা কে গেয়েছে? অতি ঝাঁটের গাওয়া। একই গান সুচিত্রা, কণিকা ছাড়লাম, এমনকি লোপামুদ্রার বা মিতা হকের গলায় শোনার পর, এটা শুনলে গোরা কেন, আমার গাওয়াও ভালো লাগবে।
  • aka | 168.26.215.13 | ২৯ নভেম্বর ২০১০ ২০:৩৪467809
  • আমি মারের সাগর পাড়ি দেব একটু পীযুশ বাবুর গলায় শুনে নেবেন। তালটাই বদলে দিয়েছেন উনি।
  • aka | 168.26.215.13 | ২৯ নভেম্বর ২০১০ ২০:৩৮467810
  • না তাল বদলান নি, সরি। কিন্তু গানটার মানে কেউ বলে দিল নি। হায়।
  • a x | 99.50.241.18 | ২৯ নভেম্বর ২০১০ ২০:৪১467812
  • সেটাও শুনেছি। পীযুষকান্তির গলা ভালো লাগেনা আমার তাই উল্লেখ করিনি।

    হ্যাঁ আর এই প্রসঙ্গে, এক্সপেরিমেন্ট তো ভালোই। গানগুলোও (গোরার গাওয়া) এমন কি খারাপ দুদিন গুনগুন করার পক্ষে? কিন্তু এই এক্সপেরিমেন্ট গুলো বাই ইটসেল্ফ তো ভয়ানক ক্লিশে, পপ মিউজিজের সুর/তাল (রক না) দিয়ে গাইলে তো নতুন পথ ভাঙ্গা হয়না, মিউজিকালি কিছু উন্নততর জিনিসও হয়েছে বলে মনে হলনা। কিন্তু ট্র্যাডিশনাল গায়কী হিসেবে যেটা দেখানো হয়েছে, সেটা তো আরো খারাপ লাগল। মারের সাগরের ভাব যা, তার সাথে এই মড়া মড়া গাওয়ার তো কোনো সামঞ্জস্যই নেই।

    কিন্তু শেষ মেশ এটা বলব, মিউজিকাল যাই হোক, রাজনৈতিক দিক দিয়ে এই রবীন্দ্রনাথ নামক প্রতিষ্ঠানের সাবভার্সান অবশ্যই সমর্থন করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন