এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • সিরিয়াল - গানের ওপারে

    kd
    নাটক | ২১ নভেম্বর ২০১০ | ১৮৫৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ruchira | 75.22.183.205 | ২৫ নভেম্বর ২০১০ ০৬:৫১467713
  • মনে প্রচুর প্রশ্ন - একজন লিখেছেন সিরিয়াল না জমলে প্রসেনজিতকে গিয়ে পিটিয়ে আসবেন - প্রসেনজিত এই সিরিয়াল-এ নাই, তাহলে সে মার খাবে ক্যানো? না কি এতই খারাপ সব সিনিমা করে রেখেছে যে অন্য সিনিমা দেখে খারাপ লাগলেও জনতা গিয়ে প্রসেনজিতকে পিটিয়ে আসে?
  • Paramita | 202.3.120.9 | ২৫ নভেম্বর ২০১০ ০৮:০৬467714
  • (১) প্রসেনজিৎ সিরিয়ালের প্রোডিউসার। তাই সিরিয়াল বন্ধ হলে ওকে ক্যালানো খুবই যুক্তিযুক্ত।
    (২) জুলাই থেকে শুরু করলে শাশ্বতকে দেখে ফেলার চান্স আছে, তাতে নাকি মহা বিপত্তি। লাস্ট দু মাসের ব্যাকলগ আগে ক্লিয়ার করে নাও তারপর আস্তে আস্তে পিছোও। আজ থেকে তো থ্যাংকসগিভিং-এর লম্বা ছুটি, পুরোটাই মেরে দিতে পারবে আশা রাখি।
    (৩) মেয়েকে দু একটা বাছাই সিরিয়াল ধরিয়ে দাও। আজকাল সব সিরিয়ালে রবিঠাকুরের গান থাকে - দেখবে একমাস পর কি দারুণ রেজাল্ট!
  • aka | 24.42.203.194 | ২৫ নভেম্বর ২০১০ ০৯:০৩467715
  • মিস মার্পল হেন আমার বউ এই এট্টু আগে জানাল, বুন্তুলি আসলে পুপে। জানেন নিশ্চয়ই ঠিক না হলেও তথ্যবাহককে কেলাতে নেই।
  • SS | 99.120.125.223 | ২৫ নভেম্বর ২০১০ ০৯:১৮467716
  • বুন্তুলির প্রোফাইলে লেখা ৪২ বছর বয়সী মহিলা আর সবাই কমেন্টের জায়গায় চন্দ্রা দি বলে ডাকছে। পুপে/মিমি কেমনে হবেন? মিস মার্পল পুরো ফেল করে গেছেন। তবে উনি সিরিয়াল জগতের বেশ কাছের মানুষ। সুমেরুর দেওয়া ইনফো টা প্রথম দেখি ওনার প্রোফাইলে। পরে দেখলাম আর কমেন্টটা নেই, মুছে দিয়েছেন মনে হয়।
  • I | 14.96.77.86 | ২৫ নভেম্বর ২০১০ ০৯:৩৯467717
  • বুন্তুলি নামটা আমার হেবি পছন্দ হয়েছে। কেমন একটা সুন্টুনি-মুন্টুনি ভাব আছে।
  • dukhe | 122.160.114.85 | ২৫ নভেম্বর ২০১০ ০৯:৫৭467718
  • অভ্যুকে -
    রবিবাবুর বিষয়ে লেখা এখন খুবই সহজ হয়েছে । অনলাইন রচনাবলী খুলে খুঁজে খুঁজে তিন পাতা কোটেশন কপি-পেস্ট করুন । এবার মধ্যে মধ্যে "তাই কবি বলেছেন" মার্কা একপাতা ফিলার গুঁজে দিন । ব্যস, চারপাতার পোবোন্ধো নেমে গেল ।
    আমি নিজে এই পদ্ধতি ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি ।
  • byaang | 122.172.26.191 | ২৫ নভেম্বর ২০১০ ০৯:৫৯467719
  • দুখে, শিশুদিবসের টইয়ে বইয়ের নামঠিকানা দিয়ে দিয়েছি।
  • dukhe | 122.160.114.85 | ২৫ নভেম্বর ২০১০ ১০:০৬467720
  • সাবাস ব্যাং -
    অনেক থ্যাং(কু)।
  • Ishan | 122.248.182.16 | ২৫ নভেম্বর ২০১০ ১০:২৬467721
  • আমার তো শাশ্বতকে হেবি লেগেছে। এমনকি হাসিও পেয়েছে।
  • jayanti | 59.178.152.49 | ২৫ নভেম্বর ২০১০ ১২:২২467723
  • অভ্যু,খুব গম্ভীর ও বিখ্যাত লোকেদেরি লেখা চাই, না অতিসাধারণ কিন্তু রবীন্দ্রনাথকে ভালবাসে -তাদের লেখাও চলতে পারে?
  • Abhyu | 80.221.2.104 | ২৫ নভেম্বর ২০১০ ১৫:০২467724
  • খুব গম্ভীর আর বিখ্যাত লোকের লেখা চাইলে আর আমাকে বলবে কেন? অতি সাধারণ রবিপ্রেমিক(আ)দের লেখাই চাই। মেল করুন amandal অ্যাট stat.uga.edu
  • chandaal | 202.90.100.18 | ২৫ নভেম্বর ২০১০ ১৫:২২467725
  • চাঁদ উঠেছে, ফুল ফুটেছে,
    কদম-তলায় কে?
    এরা নাচ্ছে, ওরা নাচ্ছে।
    পুপে দিদির বে।

  • chandaal | 202.90.100.18 | ২৫ নভেম্বর ২০১০ ২৩:০০467726
  • একটি সংশোধনি: পুপে দিদির ইয়ে।
  • Souva | 122.177.176.88 | ২৫ নভেম্বর ২০১০ ২৩:১৮467727
  • হুমমম। কয়েকটি কথা কই।

    অমি নিজে কোনো সিরিয়াল নিয়মিত দেখি না--বাংলা, হিন্দি বা ইংরিজি। একমাত্র সারেগামা জাতীয় রিয়ালিটি শো-গুলো দেখি, কিছুটা রিজার্ভেশন সমেতই।

    কিন্তু আমি নিয়ম করে "গানের ওপারে' দেখে থাকি। শুধু তাই নয়, একদিন মিস হলে পরেরদিন "ওয়ার্ক ফ্রম হোম' করে রিপিট টেলিকাস্ট দেখি। এর মানে এই নয় যে আমি বিরাট হনু, এবং আমি অন্য সব ফুৎকারে উড়িয়ে দিয়ে এইটাই দেখি বলে সক্কলের উচিৎ গলবস্ত্র হয়ে সিরিয়ালটি দ্যাখা। আমি একটু নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করি বরং।

    ১। দাদুর গান নিয়ে অনেকেরই মতো আমারও ওবসেশন আছে। সবার গলাতেই শুনেছি-- শান্তিদেব, রাজেশ্বরী দত্ত থেকে শুরু করে কণিক-সুচিত্রা-দেবব্রত-হেমন্ত হোয়ে সাগর সেন, সুবিনয়, পীযূষকান্তি-শ্রীকান্ত-সাহানা ইত্যাদি প্রভৃতি। অনেকেরই অনেক গান ভালো লেগেছে, হয়তো অনেক গান ভালো লাগেনি। তবে সব সময়েই দেখেছি এ সেই ধরণের গান আমাকে ছুঁয়েছে যেখানে সুর-তালের ওপরেও গায়কের গায়নভঙ্গী ও শৈলী আমাকে গানটির নতুন কোনো ইন্টারপ্রিটেশনের সামনে বেবাক দাঁড় করিয়ে দিয়েছে। এবং এমন অনেক গানের ক্ষেত্রেই আমার এই ধরণের অভিজ্ঞতা হয়েছে, যেগুলো বিশুদ্ধতাবাদীদের কাছে পাসমার্ক পায়নি। য্যামন পীকাস বা দেবব্রত। হয়তো আমার সুর-তালের জ্ঞানগম্মি ততো নেই বলেই এরমটা ঘটেছে। সেই কারণেই, "গানের ওপারে'তে যে বিতর্কটা দ্যাখানো হয়েছে, সেখানে ঠিক নিরপেক্ষ থাকতে পারি না। সুর-তাল ছাপিয়েও গায়কের কাছে একটা ইন্টারপ্রিটেশনের দাবি আমি রাখবৈ।

    ২। এখন, আমি এরকম কোনো দাবি করছি না যে এখানে এই বিতর্কটার ওপর কোনো নতুন দৃষ্টিকোণ থেকে আলোকপাত করা হয়েছে। কিন্তু বিতর্কটাকে যে তুলে আনা হয়েছে, সেটা আমার মতে প্রশংসার দাবিদার। এটা শুধুই কোনো পরিবারের মধ্যে এর বিরুদ্ধে ওর আর ওর বিরুদ্ধে তার ষড়যন্ত্রের কূটকচালি নয়। অনেকে দেখলুম এ বিষয়ে দ্বিমত পোষণ করেন, কিন্তু তাঁদের অনুরোধ করি, "ভালোবাসা ডট কম', "অগ্নিপরীক্ষা' এই সিরিয়ালগুলি একবার দেখে নিতে। অন্যান্য কোনো অনুষ্ঠানের আগে-পরে অনিচ্ছাবশতই এগুলোর কিছু কিছু অংশ আমার দৃষ্টিগোচর হয়েছে। অভিজ্ঞতা বিশেষ সুখকর নয়।

    ৩। আর এখানে চরিত্রগুলো মোটামুটি বাস্তবানুগ। অন্য সিরিয়ালগুলির মতো হাইপার নয়, কথায় কথায় সাইকো হয়ে পড়ে না। উদা: "বঊ কথা কও', "মা', "এরাও শত্রু'। কয়েকটা জায়গায় একমাত্রিকতা আছে ঠিকই-- য্যামন, বিশেষ করে বিনয়ের চরিত্রটা, প্রায় পুরোটাই ধান্দাবাজি। তার দাদা বরং একটু একগুঁয়ে, আ করে তা নিজের সংকীর্ণ আদর্শের প্রস্থানভূমি থেকেই করে। কিন্তু এরা প্রত্যেকেই কিছুটা হলেও প্রতীকী। রবীন্দ্রনাথ-নামক প্রতিষ্ঠানটিকে ভাঙিয়ে যারা করে-কম্মে খেয়েছে, এমন অনেকের ছায়াই বোধহয় এখানে দুর্লক্ষ্য নয়। এগুলো একেকটা টাইপ। চন্দ্রকান্ত দেব এখানে তো দাদুরই প্রতীকী উপস্থিতি। এমন কী তার ছেলে-বৌমা-দের বিষয়ে তার মনোভাবে ব্যক্তি রবীন্দ্রনাথের ছায়া খুবই স্পষ্ট। সেইভাবে দেখেছি বলেই বোধ হয় খুব খারাপ লাগেনি। অতিসরলীকরণ কি নেই? আছে। কিন্তু শেষ অবিধি এটা একটা সিরিয়াল। বিরাট ঘ্যাম কোনো মাস্টারপিস নয়, এটা আমি মাথায় রেখেই সিরিয়ালটি দেখি।

    এবার কিছু টেকনিক্যাল কথাবার্তা হোক।

    ১। এই সিরিয়ালটির পেছনে খরচ ও যত্ন আছে। সেটটি আনকোরা নতুন, অন্য সিরিয়াল্গুলির মতো ঘিসাপিটা নয়।

    ২। প্রচুর আউটডোর আছে। এবং আউটডোর করা যে কি প্রবল ঝকমারি ও খরচের ব্যাপার তা ভুক্তভোগী মাত্রেই জানেন।

    ৩। লাইটিং খুব ভালো। অন্য সিরিয়ালে ইনডোরে দিন-রাত বোঝা যায় না। এখানে কিন্তু জানলা দিয়ে আসা আলো ঠিকমতো পরিবর্তন করা হয়, সময়ের সঙ্গে তাল রেখে।

    ৪। এডিটিং অর্ঘ্যকমলের কল্যাণে এক্সেপশনালি ভাল। উত্তেজক মুহুর্তে ঝ্যান ঝ্যান বাজনর সঙ্গে একই ক্লোজ আপের জুম ইন জুম আউট বা ফেড ইন/আউট নেই

    ৫। অভিনয় সকলেরি ভলো। সবাই প্রায় ভেটেরান শিল্পী। নতুনদের মধ্যে মিমির অভিনয় একটু অপরিণত। বাকিরা বেশ ভালো।

    এবার কিছু ভ্রমনিরাশ। ঋতুপর্ণ এটার পরিচালক নয়। জয়দীপ মুখর পরিচালনা।

    আর কন্টিন্যুয়িটি-র সমস্যা বলিউডের ঘ্যামা ছবিতেও থাকে। এটাকে তাই মাপ করে দেওয়া গ্যালো।
  • byaang | 122.172.26.191 | ২৫ নভেম্বর ২০১০ ২৩:২১467728
  • তাড়াতাড়ি শেষ করে দিতে হবে বলে আজই গোরাকে দিয়ে হেব্বি করে রূপে তোমায় গাইয়ে দিল! আমি ভেবেছিলাম একদিকে প্রদীপ্ত আরেকদিকে গোরার টানে পুপে বেশ অনেকগুলো এপিসোড জুড়ে আরো সুন্দর সুন্দর শাড়ী পরবে আর চোখের জল ফেলবে, সে আর দেখা হবে বলে মনে হচ্ছে না। ওদিকে টিনটিন আর দিদিমণির প্রেমটাও হ হ পা প্রে হয়েই রয়ে যাবে মনে হচ্ছে। আজ সীমন্তিনী বলেই দিল ৬ই ডিসেম্বর থেকে ওর মা সিঁদুর খেলবে।
  • pi | 72.83.86.88 | ২৫ নভেম্বর ২০১০ ২৩:৫২467730
  • *কতবার
  • pi | 72.83.86.88 | ২৫ নভেম্বর ২০১০ ২৩:৫২467729
  • উফ্‌ফ, করবার বলবো, এখনো আমার সেপ্টেম্বর আসেনি ! এরকম একটা স্পয়লার দেবার জন্য ব্যাঙদির মাথায় আজ টিকটিকি পড়ুক।
  • Tim | 173.163.204.9 | ২৬ নভেম্বর ২০১০ ০৬:৪৩467731
  • ঠাকুমা বলতো, মাথায় টিকটিকি পড়লে রাণী হয়। খারাপ কি? অবশ্য কোথাকার রাণী সেটা না জানলে বলা যাচ্ছেনা।
  • Paramita | 202.3.120.9 | ২৬ নভেম্বর ২০১০ ০৯:৫০467732
  • না না, সিঁখে নটা থেকে। গাও-এর রিপ্লেসমেন্ট নয়, কাল দেখে নিয়েছি।
  • h | 203.99.212.54 | ২৬ নভেম্বর ২০১০ ১১:২৪467734
  • এই সিরিয়ালটায় একমাত্র উপকার যেটা হয়েছে বুঝলাম, সংস্‌ম্‌কৃতিসচেতনরাও, সংস্কৃতি সম্পর্কে পোলিটিকাল বক্তব্য রাখা লোকেরাও, সিরিয়াল নামক বস্তুটা নজ্জা না পেয়েই দেখতে পারছেন। আমার তো মনে হয় পরিবর্তনের পরে সরকারকে (তথ্য অ্যান্ড সংস্কৃতি) যখন কালচারাল পোডাকসন এর ক্লাস ডিভাইড মেটানোর জন্য যখন হিমসিম খেতে হবে, ধরুন কলকাতা ফেস্টিভাল এ নটবর নট আউট, বা মা তুমি জেও না টাইপের সিনেমা দেখাতে হবে, 'লোকাল' এর দাবীতে, তখন এটা আবার কনসোলিডেশন/রিকন্সিলিয়েশন এর মডেল হিসেবে কাজ করবে। এই অ্যাকসেপ্টেবিলিটি কারো নেই, নোবডি আদার দ্যান আরেন্টি।

    গান ফান কোন ইসুই না। বাংলা রক ব্যান্ড গান অনেক দিন ধরেই মার্কেটে, এইবার অজয় বসুর ক্রিকেটের মতো রান্নাঘরে ঢুকলো।

    শৌভ র মত বিচক্ষন লোক, এই যে একটা চরিত্রের বাস্তবানুগ র দাবী করলো, এইটা তে আমি একটু চাপে পড়ে গেলাম। রবীন্দ্র ব্যবসায়, বিষয়টার সংগে আমি পরিচিত, শান্তিনিকেতনের লোক হওয়ার কারণে, তার বাস্তবতা অনেক নর্মাল সোপের মত, এইসব নেকু নেকু কেস নেই :-)

    আমার মত শখের এবং ফোকোটের কালচারাল কমেন্টেটর এর এই অবস্থাই হয় মাইরি, আমাকেও সিরিয়াল নিয়ে দু প্যারা লিখতে হল, তাও শত্রুপক্ষের ঘরে এসে ;-)
  • h | 203.99.212.54 | ২৬ নভেম্বর ২০১০ ১১:২৬467735
  • *না না পেয়েই= নজ্জা না পেয়েই
  • h | 203.99.212.54 | ২৬ নভেম্বর ২০১০ ১১:৩০467736
  • 'নানা' কথাটা দু এক বার একটা বিশেষ সুরে বল্লে, তার মানে 'najja' বোঝায় ঠিক ই, কিন্তু এই ভাবে নিজে নিজে ট্রান্সলিটেরেট হবে ভাবি নি।
  • kumudini | 59.178.58.70 | ২৬ নভেম্বর ২০১০ ১১:৩১467737
  • গতকালের গাও দেখতে পারিনি।কেউ প্লীজ এক লাইনে বলে দেবে,কাল কি হলো?
  • Souva | 122.248.183.1 | ২৬ নভেম্বর ২০১০ ১২:১৮467738
  • @ h

    চরিত্রের বাস্তবানুগ হওয়ার কথাটা তুলেছি মূলত: অন্য সিরিয়ালের সঙ্গে তুলনা করে। সেখানকার চরিত্রচিত্রণ এতোটাই বিসদৃশ ও পীড়াদায়ক যে সে তুলনায় "গানের ওপারে' প্রায় ভগবান।

    এরপর লক্ষ করবেন যে আমি বলেছি, আমার মতে, এখানে চরিত্রগুলোকে দ্যাখানো হয়েছে প্রতীকী ভাবে। এগুলো একেকটা type চরিত্র, আর এগুলোকে আনা হয়েছে রবীন্দ্র-ব্যবসার কিছু দিক বা ধরণকে হাইলাইট করার জন্যে। এরা individualistic চরিত্র নয়, ফলে চরিত্রগুলির natural development-এর কোনো দায় স্রষ্টার নেই। এরা একেকটা শ্রেণী ধরণকে (ঠিক মার্ক্সীয় অর্থে নয় কো, বরং সাংস্কৃতিক অর্থে) উপস্থাপিত করছে। সেই কারণে এদের larger than life রূপটি পীড়া দ্যায় না, কারণ আমি এদের উপস্থাপিত করার পেছনে যে সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষিতটা রয়েছে, সেটাকে বা সেটার সঙ্গে নিজেকে identify করতে পারি। আর অন্য সিরিয়ালে এই identification-এর প্রক্রিয়া অসম্পূর্ণ থাকে বলেই সেগুলি (তাদের চরিত্রগুলি larger than life হওয়া সঙ্কেÄও) কেবলই পীড়া দ্যায়।

    একটু অবান্তর হলেও বলি, এই দিক থেকে ঋত্বিক ঘটকের ছবির প্রচুর চরিত্রই larger than life এবং exeggerated। একই ভাবে Hedda Gabler বা Miss Julie-ও।
  • tatin | 70.177.55.6 | ২৬ নভেম্বর ২০১০ ১২:৫১467739
  • h,
    গানের ওপারে আমি বিশেষ দেখি নাই, গত গরমে কলকাতা গিয়ে দেখেছিলুম, অ্যাক্রস এজ অ্যান্ড কালচার কলকাতার বাঙালী জনতা এই একতা সিরিয়াল দেখছেই। দু-চারটে রবীন্দ্রসঙ্গীত শোনা যায় বলেই শুধু দেখছে এরকম না, আরও কিছু আছে- এই আরও কিছুটাও অনুধাবনের গুরুত্ব রাখে মনে হয়।
    আর, সিরিয়াল, এমন কী একতা কাপুরও চাইলে বিশেষ মনোযোগ দিয়ে দেখা যায়- ন্যারেটিভ পাল্টানোর অমন উদাহরণ অন্যত্র পাওয়া মুশকিল!
  • Souva | 122.248.183.1 | ২৬ নভেম্বর ২০১০ ১৩:২৬467740
  • শুধু ন্যারেটিভই নয়, এমন কি, চরিত্র এক রেখে অভিনেতা পাল্টে যায়, সেট বিজ্ঞাপিত করা হয়-- "অমুক চরিত্রটি কাল থেকে পাল্টে যাচ্ছে' বলে। এই তো হলো গিয়ে আসলি ব্রেখটীয় এলিয়েনেশন। :-)
  • h | 203.99.212.54 | ২৬ নভেম্বর ২০১০ ১৩:৪৭467741
  • তাতিন/শৌভ, একমত হলাম না, তবে তর্ক আর করছি না। একেবারে জবাব না দিলে অশোভন হয় তাই এটুকু বলে গেলেম :-)

    ব্রাহ্মনের সে তেজ অথবা হনুমানের সে লেজ ইত্যাদি।
  • tatin | 70.177.55.6 | ২৬ নভেম্বর ২০১০ ১৪:০২467742
  • :(
  • dukhe | 122.160.114.85 | ২৬ নভেম্বর ২০১০ ১৪:২২467743
  • কুমুদিনী হেইডা কী জিগাইলেন ?
    যে কোন সিরিয়ালই অন্তত: ৭৮৪ পর্ব চলে । ডিরেক্টর জানে আপনিও মানুষ, মাঝে মাঝে কামাই হতেই পারে । তাই এমনভাবে বানানো হয় যাতে দু মাস পরে দেখতে বসলেও কিসসুটি না আটকায় । একদিন মিস করে এত উতলা হলে চলে ? ডিরেক্টরের ওপর এটুকু ভরসা তো রাখতেই হবে ।
  • de | 59.163.30.3 | ২৬ নভেম্বর ২০১০ ১৮:০৯467745
  • বাপ্রে কি পিছিয়ে আছি! এবস্তু কোন চ্যানেলে নামে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন