এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনিল বসুর বেশ্যা এবং বাক স্বাধীনö

    Biplab Pal
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১১ | ২৬৫৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 112.133.206.18 | ২৫ এপ্রিল ২০১১ ২১:৪১470549
  • তো, লিখুন না।
  • kc | 89.203.49.18 | ২৫ এপ্রিল ২০১১ ২১:৪৯470560
  • মেন মিডিয়ার বহু আকাঙ্খিত ভাবী মুখ্যমন্ত্রীর ভাষণের কী দাপট,

  • a | 208.240.243.170 | ২৫ এপ্রিল ২০১১ ২২:০৩470571
  • পাইদি, বেশ্যাবৃত্তি শব্দটা বলেছে? আমি সেটা মিন করেছিলাম, তোমার পোস্টের বেসিসে
  • a | 208.240.243.170 | ২৫ এপ্রিল ২০১১ ২২:০৫470582
  • অর্পণ দা,
    IP Address : 122.252.231.10 Date:25 Apr 2011 -- 07:48 PM এই পোস্টের ভিত্তি কি? শুধু গুলিয়ে দেওয়া? না মামুর তথা নিজেদের একচোখোমী ঢাকতে চাওয়া?
  • Ishan | 117.194.38.84 | ২৫ এপ্রিল ২০১১ ২২:০৭470593
  • দাপট তো কি? গৌতমের কম দাপট? বুদ্ধবাবুর কম দাপট? সে নিয়ে কিচ্ছু তো লিখিনি। তৃণমূলের কোনো নেতা সিপিয়েমের কোনো শীর্ষনেতা/নেত্রীকে নিয়ে "আয় অমুক তুই কতো মাগী পুষিস জানা আছে' বা "ওরে ওমুকা তোর ওখানে একটা ভাতার এখানে একটা ভাতার' জাতীয় কিছু বললে নির্ঘাত লিখতাম। দুর্ভাগ্যজনক ভাবে ওঁচা দল হলেও টিএমসির কারো মুখে এমন ভাষা শুনিনি। মহান সংস্কৃতিবান প্রগতিশীল দলের নেতাদের মুখে শুনছি। কি আর করব।
  • a | 208.240.243.170 | ২৫ এপ্রিল ২০১১ ২২:১১470604
  • মহান সংস্কৃতিবান শুভাদার মন্তব্যটা? নাকি ওটা তিনোমুলের নয়?

    নাহলে, ধরুন, শুয়োরের বাচ্চা বলাটা? বা, বুদ্ধবাবু নন্দনে মেয়েদের নিয়ে মাল খান এটা বলাটা?
  • aka | 168.26.215.13 | ২৫ এপ্রিল ২০১১ ২২:১৩470626
  • সিপিএমের হয়ে বিরুদ্ধ মতের বিরোধীতাটাও অন্যদের করে দিতে হবে। এতো পিপু ফিশুকেও হার মানায়। দিন না মশাই গাল।
  • Ishan | 117.194.38.84 | ২৫ এপ্রিল ২০১১ ২২:১৩470615
  • যা দেখছি লিখছি। লোকসভা ভোটের আগে সিপিএম হারুক এটা চেয়েছিলাম। নানা কারণে। এবার ভোটে তেমন কোনো দাবী ছিলনা। যখন ভোট শুরু হল, সিপিএম জিতলেই বা ক্ষতি কি, এরকম মনে হচ্ছিল। এই দ্বিতীয় দফা ভোটের দিন থেকে মনে হচ্ছে সিপিএম আছে সিপিয়েমেই। হারলে বেশ হয়। শুধু আমার না আরও গুচ্ছ লোকেরই এরকম মনে হচ্ছে। অ্যান্ড দা ফুল ক্রেডিট গোজ টু সিপিএমের প্রচার। এরকম প্রচার থাকলে আর বিরোধী প্রচারের দরকার পড়েনা। :)

  • Ishan | 117.194.38.84 | ২৫ এপ্রিল ২০১১ ২২:১৬470637
  • ঠিক। ওগুলো শুভবাবুই বলেছিলেন বটে। কল্যাণ ব্যানার্জি আরও চাট্টি কথা বলেছিলেন। কিন্তু যদ্দুর মনে পড়ে এগুলো গত লোকসভা ভোটের। এবারের ভোটের না। তারও আগে মদন মিত্র সিঙ্গুরে খিস্তি করেছিলেন। চব্বিশ ঘন্টার সাংবাদিকদের গাল দেওয়া হয়েছিল।

    কিন্তু এ সবই অতীতের কথা। এবারের ভোটে সিপিএম একাই হিরো। আর কাউক্কে জমি দেবেনা। :)
  • Arpan | 122.252.231.10 | ২৫ এপ্রিল ২০১১ ২২:১৭470649
  • অয়ন,

    মামু বা অন্যান্য ব্যক্তিরা "একচোখোমি' নিয়ে ডিনাই কখনো করেছেন কি? আমার বক্তব্য ছিল এইখানে যে কেউ নিজের নিজের "একচোখোমি' নিয়ে পোস্ট করতে পারে। মডারেশনের কোন গল্প নাই।

    এইবার নিজের কথা বলি। প্রায় বছরখানেক আগে জনৈজ ভাটুরে প্রশ্নের উত্তরে বলেছিলাম টিএমসিকে "নিজের দল' বলে এখনো মনে করি না। অবস্থাগতিকে আপাতত অন্য কোন বিকল্পের অভাবে এই দলটিকে সমর্থন করছি। জনৈক ভাটুরে এইরূপ উত্তরে অপ্রসন্ন হন নাই।

    আরো গুলিয়ে গেল কি? গেলে কিছু করার নেই। আপাতত। অনাগত দিনে আমার যাবতীয় রাজনৈতিক পোস্টে চোখ রেখো। আশা করি পরিষ্কার হবে।
  • Arpan | 112.133.206.18 | ২৫ এপ্রিল ২০১১ ২২:১৮470660
  • * ভাটুরের প্রশ্নের উত্তরে
  • nyara | 202.134.207.185 | ২৫ এপ্রিল ২০১১ ২২:১৯470682
  • নিরপেক্ষতার পাঠ নিন। এর জন্যে যদি ছ' লাইন লেখেন, ওর জন্যেও ছ' লাইন লিখতে শিখুন। এর জন্যে যদি ছ' সেকেন্ড, ওর জন্যেও ছ সেকেন্ড। বেশিও নয় কমও নয়। মশা কামড়েছে বলে যদি মশার বিরুদ্ধে ছ'টি শব্দ ব্যবহার করেন, নিজের মনুষ্য জন্ম ও তৎসহ মনুষ্যরক্ত বহন করার বিরুদ্ধে ছ'টি শব্দ ব্যবহার করুন।

    একে বলে 'ফেয়ার অ্যান্ড ব্যালেন্সড'।
  • a | 208.240.243.170 | ২৫ এপ্রিল ২০১১ ২২:১৯470671
  • লে:, আর কি বলব। শোনা যখন সিলেক্টিভ হয়ে যায়, দেখা যখন কিছুতেই তারানন্দ ছেড়ে বেরোতে চায় না (এমনকি লিংকও দেয়), তখন আর কি বলব।

    আর প্লীজ, এই "শুধু আমার না, আরো গুচ্ছ লোকের এরকম মনে হচ্ছে", এই জাতের হাস্যকর কথা না বল্লেই হয়, কে জানে লোকে যদি ঝপ করে প্রমাণ চেয়ে বসে!!
  • a | 208.240.243.170 | ২৫ এপ্রিল ২০১১ ২২:২৩470690
  • অর্পনদা, আমি তোমার পোস্ট গত ৩-৪ বছর ধরে দেখছি, সুতরাং তোমায় টিএমসি বলে ভুল করার কোনো কারণ নেই। কোথাও লিখেছি বলে মনেও হয় না। আরেকবার পড়ে, যদি দেখিয়ে দাও, শুধরে নেব।

    একচোখোমির প্রশ্নে, মামুর আজকের গত ২০ মিনিটের পোস্টগুলো পড়ে আরেকবার বোলো "একচোখোমি" নিয়ে ডেনাই করা আছে কি না।
  • Ishan | 117.194.38.84 | ২৫ এপ্রিল ২০১১ ২২:২৫470691
  • গৌতম দেবীয় প্রমান পদ্ধতিতে প্রমাণ দেওয়া এখন খুবই সোজা:

    আমার কাছে একটা চিঠি আছে। তাতে এক গুরুত্বপূর্ণ নেতা লিখেছেন, যে, তাঁর মনে হচ্ছে পার্টি এইরকম প্রচার করে খুব ভুল করছে। কার চিঠি? নাম বলা যাবেনা।

    প্রমানিত। :)
  • kc | 89.203.49.18 | ২৫ এপ্রিল ২০১১ ২২:২৮470692
  • মামুর আফিসে কি সোসোন খুব বেড়ে গেছে? পরশুই তো তাপস পাল শঙ্কর সিংকে কুত্তার বাচ্চা বলেছে। মিস করে গেছ নাকি?
  • aka | 168.26.215.13 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৩০470694
  • আচ্ছা এই জিনিষ কি আগে ছিল। এটা মনে হয় গত দু একটা ভোটে বেশি হচ্ছে। এতো পুরো খ্যামটা নাচ চলেছে।
  • Ishan | 117.194.38.84 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৩০470693
  • সত্যিই মিস করেছি। পরশু থেকেই তো অনিল বসুকে নিয়ে ব্যস্ত। দেখে গা পিত্তি জ্বলে গেছে। :)
  • Arpan | 122.252.231.10 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৩৩470695
  • বেশ, মানলাম। মামুর "একচোখোমি' অর র‌্যাদার ল্যাক অব ইট নিয়ে আমার আগ বাড়িয়ে সাফাই দেওয়া উচিত হয়নি। নিজেকে ছেড়ে অন্যান্যদের সাফাই দেওয়াও উচিত হয়নি। তাদের ভার তারাই নেবেন।

    আমাকে টিএমসি সমর্থক বলে ভুল হয় না জানলাম। কিন্তু মামু সমর্থক বলে মনে হয় কি? তোর পোস্টে আমি সব কিছু মামুসহ সবার হয়ে গুলিয়ে দিতে চাইছি এই সন্দেহ জাগরূক হল কিনা তাই জানতে চাইছি।

    বিটিডব্লু, আমার যেটা মূল বক্তব্য ছিল সেইটা নিয়ে কোন প্রতিক্রিয়া পেলাম না।
  • SB | 115.187.36.225 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৩৫470698
  • কেসি, তাপস পাল কুত্তাদের অপমান করে ভুল করেছেন, আর অনিলবাবু বেশ্যাদের। এই নিয়ে বেশি সময় খরচ করার মানে নেই। ওদিকে একটা লিং দিলে কেউ সেটাকে পাত্তাই দিলনা, মাঠে মারা গেল যে।
  • Ishan | 117.194.38.84 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৩৫470697
  • তবে তাপস পালকে না দেখলেও ব্রাত্যকে দেখেছি টিভিতে। খিস্তিখাস্তা করেনি বটে। তবে হাবভাব একেবারে ভালো না। পেলেই কেটে ফেলব এরকম একটা ভাব। মোটেও পছন্দ হয়নি।

    কিন্তু ঐ। এমন কিছু আষাঢ়ে কথা কি হুমকি দেননি, যে আলাদা করে বলতে হবে।
  • Ishan | 117.194.38.84 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৩৬470699
  • ধুর কি ডিনাই?
    সিপিএমের প্রচার হাস্যকর রকমের বাজে। অসহ্য। ধরনধারন লুম্পেন কাটিং। টিএমসির প্রচার তেমন খারাপ নয়। হাবভাবও সিপিএমের চেয়ে বেটার। এই তো বলছি। এটা আমার জেনারাল ইম্প্রেশন। এতে ডিনাইয়ের কি আছে?
  • aka | 168.26.215.13 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৩৮470700
  • তবে নতুন প্রজন্মকে দিয়ে সিপিএমের ই-প্রচার (কাউকুমের পথিকৃৎ ফেসবুক অগ্রগণ্য) বেশ সফিস্টিকেটেড। সেরকম টিএমসি ফেসবুকে দেখলাম না।
  • Ishan | 117.194.38.84 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৪১470703
  • কেন খরচ করবনা? তাপস পাল কি বলেছেন শুনতে চাই।

    আর শঙ্কর সিং তো তাপস পালের জোটের লোক। মুখ্যমন্ত্রীকে বললে ইকুইভ্যালেন্ট হত। নচেৎ অ্যাডভান্টেজ সিপিএম। পাঁচ গোলে এগিয়ে। তাও তো এখনও আমেরিকা এপিসোড ধরিনি। :)
  • a | 208.240.243.170 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৪১470702
  • মামু সমর্থক তিনোমুলের? পাগল নাকি? কবে বল্লাম?
    শুরু থেকে একটাই কথা বলছি, সিলেক্টিভ কালেকশন চলছে।

    এছাড়া, একটাও কথা বলেছি কি এই টইতে?

    তোমার মূল বক্তব্য তো বুঝতেই পারিনি। সেটাই তো জানতে চাইলাম। মানে, কখন, আমি বা কেউ, বলেছেন গুরুতে প্রতিবাদ হলে পোস্ট হয় না বা মুছে দেওয়া হয় ইত্যাদি
  • kc | 89.203.49.18 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৪১470701
  • এসবি, সে ঠিকই আছে, কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছিনা কিছু লোকের যদি অ্যান্টিসিপিএম স্ট্যান্ড থাকে তাতে অসুবিধা কোথায়? এখানে তো মামু নিজের ব্যক্তিগত মতামত দিচ্ছে, তাইলে একচোখামি ব্যাপারটা কিকরে হয়?
  • Arpan | 122.252.231.10 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৪৩470704
  • টিএমসিরা কাউকমে দর্শনে আস্থা রাখেন না। ওঁয়াদের দেখা অর্কুটে মেলে।
  • Arpan | 122.252.231.10 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৪৫470705
  • মূল বক্তব্য ছিল মামু টিএমসির বিরুদ্ধে না লিখলে দু:খ পাবার কিছু নেই। মামুর বদলে রামু বা শ্যামু কলম ধরবে। এক্ষেত্রে মাউস। কবিগুরু সেই কবেই বলে গেছেন একলা পথ চলতে।
  • a | 208.240.243.170 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৪৮470708
  • যদি বলেন, সিপিয়েম xyz কথা বলেছে মমতার নাম করে, সেটা কুরুচিপূর্ণ, তাহলে কথা তো উঠবেই যে টিএমসি যখন abc কথা সিপিয়েমকে বলেছিল, তখন তো কই কিছু বলনি। তার মানে, হয় আপনি সিলেক্টিভলি শুনছেন, নয়ে্‌তা আপনি abc কে কুরুচিকর মনে করেন না। এই হল মোদ্দা কথা.....উফ্‌ফ

    কিন্তু যদি বলেন, সিপিয়েমের এই প্রচার খুব বাজে, আমি একমত। এবং এই প্রচার শুরু হবার পরে মনে হচ্ছে সিপিয়েম লোকসভার মত ডেস্পারেট, তাই রেজাল্টও সেম হবার চান্স বেশি।
  • kc | 89.203.49.18 | ২৫ এপ্রিল ২০১১ ২২:৪৮470706
  • লুম্পেন কাটিং? কারা? যে দলের একটা ক্যান্ডিডেট অ্যারেস্টেড হয় গুন্ডামি করবার জন্য তারা নয়? সিপিএম? মামু?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন