এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনিল বসুর বেশ্যা এবং বাক স্বাধীনö

    Biplab Pal
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১১ | ২৬২৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Netai | 121.241.98.225 | ০৫ মে ২০১১ ১১:১৪470506
  • বিমানবাবু, বুদ্ধবাবু সহ পার্টির প্রত্যেক হোলটাইমার মাসোহারা পেয়ে থাকেন। টাকাটা আসে পার্টিফান্ড থেকে। পার্টিফান্ড এর মুল সোর্স পার্টি সদস্যদের দেওয়া চাঁদা। নির্ধারিত চাঁদা ছাড়াও অনেক সদস্য নিজের উপার্জনের একটা বড় অংশ পার্টিফান্ডে দান করে থাকেন।
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১১:১৭470507
  • লেভির নিয়মটাও লিখে দিন, নইলে...
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১১:১৮470508
  • আরে সেটা তো জানি । কিন্তু আমার প্রশ্ন হল ১৬০০ টাকায় কী কী কভার করে ? মানে ধরুন ঐ টাকার ওপর খাওয়াদাওয়া কি পার্টিই দেয় ? সিনেমা দেখা ? ট্যাক্সি ভাড়া ? ফোনের বিল ? ডাক্তারের খরচা ? নাকি এগুলো সবই ১৬০০ টাকায় ?
    প্যাকেজটার বিশদ কি কেউ জানেন ?
  • kc | 194.126.37.78 | ০৫ মে ২০১১ ১১:২২470509
  • প্যাকেজের বিশদটা অনেকেই জানে, খুব সম্ভবত আপনিও জানেন। তাই আপনার খিল্লির জন্য bait দিলাম না এবার।
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ১১:২৪470510
  • দুখেদা, :))

    তবে শ্রীল শ্রীযুক্ত অরিজিত মহাশয়ের জ্ঞাতার্থে , আমার পোস্টটা SB র পোস্টের পরিপ্রেক্ষিতে ছিল। আপনার দেওয়া লিংক আমি এখনো পড়ি নাই। :)

    হ্যাঁ, ঐ পোস্টের পরিপ্রেক্ষিতে আরো দুখান কথা বলার ছিল।

    এই টইয়েই অর্পণের কোট করা টেলিগ্রাফের এক প্রতিবেদনের কিছু অংশ পশ্য।
    Goutam Ghosh, a shopkeeper in Serampore, scoffs at Buddhadeb Bhattacharjee’s attempts to play good cop to Anil Basu’s bad. “Anil Basu has only repeated what Buddhadeb has been saying all along. The chief minister has always said he cannot make himself take the name of ‘oi mahila’ (that woman) — as though she were some despicable creature or associated with some unmentionable profession.

    “As chief minister, he did not show her elementary courtesy. Anil Basu has only been a little more crude and direct,” Ghosh says, dismissing notions that the CPM was capable of correcting itself after the reverses it faced.


    কিছু না, ঐ যে বল্লেন না, 'এলাকাতে গিয়ে দেখা যাবে, এরকম অনেকেই বলেন।।সেটা ন্যাচারাল ই ন্যায় সেখানকার মানুষ, কোলকাতার পেইড মিডিয়া থাকেনা সেসব ইস্যু করার জন্য' , তো দোকানদারের মুখে এহেন কথাও তার মানে পেইড মিডিয়ার পে করে বসানো ই হবে :)

    আর দ্বিতীয় কথাটা।
    সত্যি কমরেড SB, আমরা সভ্য হচ্ছি। তাই দেবী টেবীদের 'ওসব' খিস্তি খেউড় সরাসরি না করে ভার্চুয়াল জগতে ফেকের আড়াল থেকে বলতে হয় :)

    গুন্নাইট :)

  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১১:২৫470511
  • লাও - সরল কৌতূহলের কোন দাম নেই গা । যারা জানে তারা বলে না । মোল্লা নাসিরুদ্দিন কেস ।
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১১:৩০470512
  • এই পেইড মিডিয়া ব্যাপারটা ঠিক কি? মিডিয়াকে পয়সা দিলে লেখে? আগে যখন বুদ্ধবাবু রেগুলার দিতেন তখন ব্র্যান্ড বুদ্ধর ফরে লিখত, আর এখন মমতা পয়সা দেন বলে তৃণমূলের পক্ষে লেখে?(তাহলে প্রশ্ন হল, এখন বুদ্ধবাবু পয়সা কেন দেন না? কমে গেছে কি?)

    নাকি পেইড মিডিয়া বলতে দলের পক্ষ থেকে স্পনসর করা মিডিয়া তথা চ্যানেলের কথা বলা হচ্ছে? (কোথা থেকে চ্যানেল চালানোর টাকা আসে, জিগাবেন না। পার্টির সমর্থকদের রক্তজলকরা চাঁদায় একটা আস্ত চ্যানেল চলে। )

    একটু কাইন্ডলি বুঝিয়ে দিলে ভালো হয়। :)
  • saikat | 202.54.74.119 | ০৫ মে ২০১১ ১১:৩৫470513
  • for there is no larger claim there about representing the ?working class? and about being the agents of ?World-History?!


    একেই আমি বলি "হ্যালো", যা বামপন্থী পার্টির কথা উঠলেই বলা/ভাবা হয়, এবং এইজন্যই তারা সবার থেকে আলাদা।

    কিন্তু এই লেখাটাতেই আছে -

    Simply because a party that has ruled for thirty four years still has a signboard of a communist party does not mean it represents the working class or peasantry in perpetuity. It is patently clear from all evidences coming from West Bengal that the party there represents the interests of a combination of the real estate and builder mafia, corporate capitalists and a self-perpetuating party machinery
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১১:৩৬470514
  • আমার কেমন ধারণা হচ্ছে প্যাকেজটা শুনতে যত খারাপ, আসলে তা নয় । এবং ইনফ্লেশন-প্রুফ ।
    সত্যি কি তাই ? কেউ জানেন ? যিনি বলতে রাজি ?
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১১:৪১470516
  • "আলাদা' হওয়া উচিত ছিলো, আনফরচুনেটলি নয়। নিগমের বক্তব্যটা অনেকটা তাই। ১০০% না হলেও অনেকটাই একমত এই ব্যাপারে।
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১১:৪৩470517
  • যা বোঝা গেল আমাদের কমরেডরা ভারি শিষ্ট লোক। এমনিতে তাঁরা ভারি ভব্য। গাল এক্কেবারে দেন না। নেহাৎই যখন দেন, বা দিতে বাধ্য হন, তখন সেটা শ্রমিক-কৃষকের ভাষা বলে দায়ে পড়ে দেন। সেই "ইস্পাত' এর পাভেল করচাগিন শ্রমিক হয়েও গাল পাড়া ছেড়ে দেবার চেষ্টা করেছিল, আর এঁরা গাল পাড়বেন বলে শখ করে নিম্নবর্গের মানুষ হয়ে যান।

    তার মানে ভাবনেন না এঁরা নিম্নবর্গের মানুষ হতে চান। তাদের ভাষা মনে-প্রাণে গ্রহন করেন। সেরকম মো
    টেও না। শহরে থাকেন, গাড়ি চড়েন, কোন আক্কেলে এঁরা ওঁচাটে কালচার নেবেন? সেজন্য দেখবেন, লালু বা মমতার ভাষা নিয়ে এঁদের খিল্লির শেষ নেই। সে সব নিয়ে খিল্লির সময়ে এঁরা আবার শহুরে বাবু হয়ে যান।

    অতএব এই হল এঁদের গোল্ডেন রুল। এঁরা খিস্তি দেবার সময়ে শহুরে বাবু থেকে শ্রমিক-কৃষক হয়ে যান, আর অন্যের ভুল ধরার সময় আবার শ্রমিক-কৃষক থেকে শহুরে বাবু হয়ে যান। এই হল এঁদের জীবনচক্র। যখন যেমন আর কি। :)
  • saikat | 202.54.74.119 | ০৫ মে ২০১১ ১১:৪৫470519
  • কখনও শোকেস-এ থাকেন, কখনও তার পেছনে। যখন যেমন।
  • Bratin | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১১:৪৫470518
  • এই বাজারে ১৬০০ টাকায় সংসার চালিয়ে আবার পার্টিতে দান করা একটু চাপের ই হবে।
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১১:৫১470520
  • আর পয়সা নিয়েই যখন কথা উঠল তখন বলেই ফেলা যাক।

    একটা পার্টির
    ১। ১০০ কোটি টাকর বেশি সম্পত্তি।
    ২। আস্ত টিভি চ্যানেল চালায়।
    ৩। ৬ মাস ধরে "বামফ্রন্ট' সরকারের টানা অ্যাড দিয়ে চলে টিভি-রেডিওতে। (লক্ষ্য করবেন, পশ্চিমবঙ্গ সরকার নয়, বামফ্রন্ট সরকার)।

    এর পরে এরা অন্যদের পয়সা নিয়ে প্রশ্ন তোলে। এরা "আলাদা'ই বটে। :)

    বামপন্থী সমর্থকরা অতই সৎ ও সরল হলে কোথা থেকে এসব টাকা আসে, সরকারের ঘরে কতো টাকা এসব করে নয়ছয় করা হয়েছে জানান না। সে নিয়ে প্রশ্ন তোলার ধকও তো কারো দেখলাম না। :)
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১১:৫৪470521
  • না: - এরা সিপিয়েমকে বামপন্থী বানিয়েই ছাড়বে !
  • Netai | 121.241.98.225 | ০৫ মে ২০১১ ১১:৫৭470522
  • ব্র্যান্ড বুদ্ধ সৃষ্টি ও তার ফরে লেখা আনন্দবাজারের এই পলিসির সার্থক প্রয়োগ- জয়েন দেম, ইফ ইউ ক্যান নট বিট দেম।
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১১:৫৯470523
  • মমতার ফরে লেখাও কি তাই ?
  • Netai | 121.241.98.225 | ০৫ মে ২০১১ ১২:১১470524
  • এগজ্যাক্টলি। আনন্দবাজারকে মমতা বন্ধু ভেবে থাকলে খুব ভুল করবে। উন্মুক্ত বাজারের উন্মাদ সমর্থক। আনন্দবাজারের লক্ষ্য একটাই। ব্যবসায়ীদের স্বার্থরক্ষা। প্রয়োজনের সময় মমতাকে তুলোধুনো করা আনন্দবাজারের বা স্টার আনন্দের কাছে কোনো ব্যাপার ই না। দুর্ভাগ্যবসত পড়ার জন্য আনন্দবাজার ছাড়া এই মুহুর্তে বাংলায় অন্য নিউজ পেপার ও নাই।
  • nyara | 203.110.238.16 | ০৫ মে ২০১১ ১২:১৯470525
  • আমার যা মনে হল, ঐ ১৬০০ টাকা পার্টি দেয় চা-সিগারেটের জন্যে। All other expenses are paid for.

    তবে সিগারেটের যা দাম, কী ব্র্যান্ড আর কটা করে খান - তার ওপর নির্ভর করবে ১৬০০ টাকা যথেষ্ট কিনা।
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১২:২৩470527
  • তাই কি আবাপ টাটার হয়ে অতদিন লড়ে গেসল ?
    কিন্তু অন্য ব্যবসায়ীরা তো নাকি সিঙ্গুরে বাগড়া দিয়েছিল ।
    আবাপ-র ব্যবসায়ী তাহলে কারা ?
  • Bratin | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১২:২৯470528
  • মুখে গরীবদের সংগ্রামী নেতা। আর ব্যাঙ্কে অগাধ পয়সা। এই দ্বিচারিতাতেই গা জ্বলে যায়।
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১২:৩৯470530
  • আমার বরং এই naïvity দেখলে অন্য কিছু জ্বলে। এই সম্পত্তি/আয়-ব্যয়ের হিসেবটা অডিটেড হিসেব। চাইলে যে কেউ ইলেকশন কমিশনের কাছে আরটিআই অ্যাক্টে জেনে নিতে পারেন। দশ লক্ষ সদস্য (শুধু সিপিআইএম), আর একটা গড় মাসিক লেভি হিসেব করলেও আইডিয়া হয়।
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১২:৩৯470529
  • না না - বিমান বসুর কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বলেছেন । সে জন্যে একবার নাকি ভিসাও পাননি ।
    বুদ্ধবাবু মুখ্যমন্ত্রিত্বের মাইনে পার্টিকে দিয়ে দেন ।
    এগুলো অবিশ্বাস করছি না । কিন্তু প্যাকেজ নিয়ে হয়তো ন্যাড়া স্যারই ঠিক বললেন । নাকি ?
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১২:৪১470531
  • আরে সে হিসেব তো তিনোমুলেরও আছে, তবু কি লোকে বলতে ছাড়ে ? ছাড়ান দ্যান ।
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১২:৪২470533
  • নিন্দুকেরা বলে কুপন পোড়ানো টাকা । কী আর করবেন ?
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১২:৪২470532
  • শুধু মুখ্যমন্ত্রী নন, পার্টি সংবিধান অনুযায়ী "Salaries and allowances drawn by communist legislators and local body members are considered to be Party money. The Party Committee concerned shall fix up the wages and allowances of the members.'
  • kc | 194.126.37.78 | ০৫ মে ২০১১ ১২:৪৪470534
  • শহরের বাইরে গেলেই ডিক্লাসড হতে গিয়ে গালিগালাজ করা আর সময়বিশেষে ইচ্ছাকৃত naivity দেখলে আমারও জ্বলে। দুটোরই একটাই নাম, দ্বিচারিতা।
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১২:৪৫470535
  • অডিটেড সম্পত্তির হিসেব/আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতির অভাব চোখে পড়লে প্রশ্ন উঠবেই।
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১২:৪৭470536
  • তাই কি সিপিয়েমকে নিয়ে, তার চ্যানেল ইত্যাদি নিয়ে প্রশ্ন ? বলছেন ?
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১২:৫১470539
  • আপনার সঙ্গে সরাসরি কথার কোনো ইচ্ছেই নেই।

    ইশানের প্রথমটা নিয়ে লিখেছি।
    ২) এটা পুরোপুরি হাওয়ায় ছোঁড়া। চ্যানেল সমর্থক/বিরোধী হতে পারে, তার বেশি কিছু নয়। যেমন স্টার আনন্দ আর প্রণববাবু নিয়ে দুর্জনে অনেক কিছু বলে, কিন্তু প্রমাণ নেই কোনো।
    ৩) সরকার অ্যাড দিলে আপত্তি কিসের? ইউপিএ কিন্তু কেন্দ্রীয় সরকার বলে অ্যাড দেয় না, ইউপিএ বলেই দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন