এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনিল বসুর বেশ্যা এবং বাক স্বাধীনö

    Biplab Pal
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১১ | ২৬২৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | 122.167.255.49 | ০৫ মে ২০১১ ২০:০২470639
  • হায়, আমার কোন পন্থা নাই, কোন আদর্শ নাই। শুধু আছে ভাল থাকার হিঞ্ছা। যখন যেমন, তখন তেমন। হায়, আমি সুবিধেবাদী। আমার কী মুক্তি আছে?
  • r.h | 198.175.62.19 | ০৫ মে ২০১১ ২০:০৪470640
  • সুবিধাবাদীদের জন্যে আছেন মর্মপীড়।
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ২০:১৫470641
  • অমিত মিত্র নিয়ে তো আমারো প্রশ্ন আছে।
    ইন ফ্যাক্ট মমতা যখন জোর দিয়ে বল্লেন SEZ হবে না, dow chemicals কে ঢুকতে দেওয়া হবেনা, তখন ওনাকে অমিত মিত্র নিয়ে প্রশ্ন করা হল না , এটা খুব ইন্টারেস্টিং। তবে খুব অবাক হইনি। তারানন্দ এবার অতি সন্তর্পণে ব্র্যাণ্ড মমতা বানানোর দিকে এগোচ্ছে।
  • nyara | 122.167.255.49 | ০৫ মে ২০১১ ২০:১৯470642
  • মর্মপীড় কি মুক্তিসূর্য?
  • aka | 168.26.215.13 | ০৫ মে ২০১১ ২১:১০470643
  • দেখি তো কমরেড অপ্পনের কাজ কেমন?
  • Update | 117.194.33.184 | ০৫ মে ২০১১ ২১:১২470644
  • Name:r.hMail:Country:

    IPAddress:198.175.62.19Date:05May2011 -- 08:22PM

    কি মুশকিল, তা তো একটু ভেবেচিন্তে বলতে হবে। তবে, সেটা যদি সুবিধাজনক মনে হয় তবে তিনি তাই।

    ------------------------------------------------------------

    Name:SBMail:Country:

    IPAddress:115.187.41.83Date:05May2011 -- 08:34PM

    পাই ঈশান দের তাঙ্কিÄক ব্যাখ্যা মনে হোল? (হতবাক স্মাইলি)!!

    এরা বাংলা বোঝে না, নাকি মমতার মতন বোঝেন ( socialismordeath= সিপিএম না হলে গুলি কোরে মারা হবে) :-)

    তার মধ্যে পাই আবার একটা মিথ্যা ইঙ্গিত ছেরে গেল, মমতাময়ী বিদ্বজ্জনসূলভ! যাগ্গে যা খুশী তাই লিখুন, কাটিয়ে দিলাম।

    ------------------------------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:80.239.243.100Date:05May2011 -- 08:42PM

    ঈশান তিণোমূলী সেটা আমি বিস্বাস করি না। ঈশান ক্লাসিক অ্যানার্কিস্ট। অনেকদিন আগে সেই নিয়ে একটা প্রশ্নও করেছিলাম - অ্যানার্কিস্টরা যখন এসট্যাবলিশমেন্টের পার্ট হবে, তখন কি হবে? Interestingly এটা কোনো দার্শনিকের করা প্রশ্ন নয় - একজন টেকনোলজিস্টের প্রশ্ন, নাম লিনাস টরভাল্ডস;-)

    ------------------------------------------------------------

    Name:piMail:Country:

    IPAddress:72.83.97.171Date:05May2011 -- 09:00PM

    মিথ্যা ইঙ্গিত ? :)
    যাই হোক, কাটিয়ে দেওয়াটা আপনার জন্য ই ভালো মনে হয় :)

    আর হ্যাঁ, আছেন ই যখন, বলে দি। বইমেলায় কিছু সিপিএম সমর্থক এসে রীতিমতন অভিযোগ করে গেলেন, যে তাঁরা শুনেছেন, শৈবাল বিষ্ণু গুরুতে লেখা পাঠিয়েছিলেন, সেটা বের করা হয়নি। :)

    কমরেড ঋতব্রত নন্দীগ্রামের লেখাটা গুরুতে খুঁজে না পেয়ে বইতে লিখলেন, সাইট থেকে ওটা সরিয়ে নেওয়া হয়েছে, বাকি কমরেডরা বল্লেন আপনার লেখা সাইটে নেই। মনে হচ্ছে, গুরুর সার্ভার ই ঘোরতর ভাবে অ-সিপিএম। সিপিএম এর লোক হলে ফিল্টার লাগিয়ে লেখা দেখায় বা দেখায় না। হতে পারে সিয়া র চক্রান্ত।

    ------------------------------------------------------------

    Name:IshanMail:Country:

    IPAddress:117.194.33.184Date:05May2011 -- 09:01PM

    আজ্ঞে আমি বেনুবনে তত্ব ছড়াইনা। তবে যদি কিছু মনে না করেন, তো একটা অযাচিত উপদেশ দি। সর্বত্র মমতার ভুত দেখবেন না। নিজেরই ভালো হবে। রাত্রে ঘুম-টুম ভালো হবে।

    আর অনেকবারই কাটিয়ে টাটিয়ে দিয়েছেন। প্রতিবারের মতো প্রতিজ্ঞা ভঙ্গ করে আবারও ফিরে আসবেন কিন্তু। :)

    ------------------------------------------------------------
    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:05May2011 -- 09:04PM

    হানুরে হ দিলাম। পরের বার হানুরে একটা বিলাতি দেব, মাক্কালি।
  • Ishan | 117.194.33.184 | ০৫ মে ২০১১ ২১:১৩470645
  • খুব ফাঁকতালে রিকভার করেছি। নইলে আবার হয়তো সিয়ার চক্কান্তো শুনতে হতো। :)
  • nyara | 122.167.255.49 | ০৫ মে ২০১১ ২১:১৮470646
  • সেদিন খপর পেলাম আমার কার্ডহোল্ডার ছোটমামা পার্টি করা ছেড়ে দিয়েছে। গণশক্তিও আর নেয় কিনা কে জানে!

    মুক্তি? ওরে মুক্তি কোথায় পাবি?
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ২১:২৯470647
  • কিম ডেভি নিয়ে গতবছরের ঐ স্টেটমেন্টের পর ই রাজ্য সরকার বা সিপিএম কোন প্রশ্ন তুললো না কেন, এ প্রশ্নের উত্তর পাই নি কিন্তু।
    কেসি দা তো সেদিন আরেকটা জরুরি পয়েন্ট তুললেন। ইন্দ্রজিৎ গুপ্তার হোম মিনিস্টার থাকা।
    সব মিলিয়ে মনে হয় না, এগুলো বেশ বড় সড় ঘোঁট ?
    ৭২-৭৭ এর কোনো ঘটনার, এমনকি সিপিএম কর্মীদের উপর অত্যাচার নিয়ে কোন তদন্ত হল ? কোন ও রিপোর্ট বেরোলো ? কেউ শাস্তি পেলো? এই ৩৮ বছরের বাম রাজত্বে ?
    সবেতে সিয়ার ভূত দেখেন, সর্ষের মধ্যেই ভূত থাকতে পারে বলে মনে হয় না ? :)
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ২১:৩১470650
  • আর হ্যাঁ, আরেকটা ব্যাপার কিন্তু বাজে হল। কিম ডেভির সাথে লাটভিয়া এলো, উইকে এলো, বাংলাদেশ, থাইল্যাণ্ড, এমনকি র য়ের সাথে হাত মিলিয়ে আই এস আই ও , কিন্তু আমেরিকা বা সিয়ার নাম কোথ্‌থাও এলো না ! সিপেম এর বিরুদ্ধে এই অত বড় চক্রান্তে !!
    এই না আসাটা ই অবশ্য সিয়ার চক্রান্ত হতে পারে।
  • kc | 89.203.49.18 | ০৫ মে ২০১১ ২১:৩৮470651
  • পাই, আরেকটা সেমসাইড করি। আমার মনে হয় এই ব্যাপারটার ঘাঁতঘোঁত পার্টির বড় মহলে সবাই জানে, শুধু মাঠে জ্বালাময়ী নামানোর জন্য, অস্ত্রবর্ষণ কেসটা চলছে, এদিকে অফিসিয়ালি সিপিএম পার্টি কিন্তু একটা গতানুগতিক বিচারবিভাগীয় তদন্তের দাবী তুলে গুটিয়ে দিয়েছে।
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ২১:৩৯470652
  • হ্যাঁ, কেসিদা এগুলো খুব অবাক করে। সমর্থকেরা এই নিয়ে প্রশ্ন তোলেন না ?
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ২১:৪১470654
  • *সিপিএম
    * ৩৪ বছরের
  • piuphp | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ২১:৪২470655
  • উফ্‌ফ!

    *ইউকে
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ২২:০৫470656
  • একটা পুরানো টই থেকে কল্লোলদার পোস্ট পেস্টাই ।

    এরপর মার্চ ১৯, ১৯৭০ থেকে এপ্রিল ২, ১৯৭১ অবধি রাষ্ট্রপতি শাসন। আবার এপ্রিল ২, ১৯৭১ থেকে জুন ২৮, ১৯৭১ পর্যন্ত প্রফুল্ল ঘোষ। তারপর আবারও জুন ২৮, ১৯৭১ থেকে মার্চ ১৯, ১৯৭২ অবধি রাষ্ট্রপতি শাসন। এই সময় মানুবাবু কেন্দ্রীয় মন্ত্রীসভায় যুব কল্যান ও ক্রীড়া মন্ত্রী হন (মার্চ ১৮, ১৯৭১)। তার কিছুকাল পরেই (প:ব:-এ ৪র্থ বার রাষ্ট্রপতি শাসন জারী হবার সাথে সাথেই) ওনাকে আরও একটা দায়িত্ব দেওয়া হয় - পশ্চিম বঙ্গ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী। তখন থেকে উনি রাইটার্সেই বসতেন। সেই সময় উনি একটা সর্বদলীয় সভা ডাকেন কি ভাবে প:ব:তে আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো যায়। এই সভাটি বিখ্যাত হয়ে আছে ""রোটান্ডা মিটিং'' হিসাবে। এতে সব সংসদীয় দলেরাই যোগ দেয়। সিপিএমএর থেকে জ্যোতি বাবু ছিলেন। শোনা যায় এই সভাতেই নকশালদের বিরুদ্ধে ""অল আউট'' যাবার সিদ্ধান্ত হয়। না ভাই, তখনকার কোন কাগজে এর উল্লেখ পাবে না। এমনকি আজও সরকারী বাম দলেরা এই মিটিংটি নিয়ে কোন কথা বলেন না। কারন ঐ সিদ্ধান্তের অংশীদার তারাও ছিলেন। তাই এই তিরিশ বছরের বাম শাসনেও ৭২ থেকে ৭৭এর কোন ঘটনারই (এমনকি সিপিএম কর্মীদের উপর অত্যাচারের ঘটনারও) কোন সরকারী তদন্ত হলো না। তাই সিদ্ধার্থ রায় থেকে রুনু গুহ নিয়োগী থেকে কোনো একটি কনিষ্ঠবলেরও ৭২-৭৭ কান্ডের কারনে একটি কেশও বাঁকা হয়নি।

    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&font=
    banglaplain&font=unicode&portletId=8&porletPage=2&contentType=content&
    uri=content476&contentPageNum=3

    কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর ভয়েই বোধহয় এই সব অভোযোগ ঐ মাঠে ময়দান আর ফোরামের জ্বালাময়ী ভাষণ হয়েই থেকে যায়,

    পার্টির এহেন আচরণ ততটা অবাক করেনা, পার্টি সমর্থকদের এগুলো নিয়ে প্রশ্ন না তোলাটা যতটা করে।
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ২২:০৭470657
  • উফ্‌ফ ! উফ্‌ফ !

    *pi
  • kc | 89.203.49.18 | ০৫ মে ২০১১ ২২:২৬470658
  • পাই, কোনও ঐতিহাসিক বিষয় নিয়ে তর্ক করতে হলে কল্লোলদার স্মৃতিনির্ভর হাফসত্য মেমোয়ারকে আঁকড়ে তর্কে নেমোনা। সম্ভব হলে বইপত্র ঘাঁট। ঐ মিটিঙে জ্যোতি বসু ছাড়াও ছিলেন হরেকৃষ্ণ কোঙারও সিপিএম থেকে। এই মিটিঙে পার্টির পক্ষ থেকে একটি স্মারক লিপিও দেওয়া হয়, তাতে কী লেখা ছিল জানতে হলে পড় জ্যোতি বসুর আত্মজীবনী ""যত দূর মনে পড়ে'', পৃষ্ঠা সংখ্যা ২৯৫ থেকে ৩০৩। স্মারকলিপিটাই হুবহূ তুলে দেওয়া আছে।
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ২২:২৯470659
  • আপনি তো পড়েছেন। আপনি ই বলুন। এ নিয়ে কী বলা হয়। তদন্ত হয়েছে কিনা বলুন।
  • kc | 89.203.49.18 | ০৫ মে ২০১১ ২২:৩৬470661
  • আমিতো পড়েছিই। ইনফ্যাক্ট এখন বইটা আমার সামনে খোলাই আছে, আরেকবার ঝালিয়ে নিলাম বলে। কিন্তু আমি কিছু বললেই আবার কোথাও থেকে একটা আধাখ্যাঁচড়া লিং নামিয়ে ভনভন করতে লাগবেনা তার কোনও গ্যারান্টি নাই। আর আমার টাইপিং দক্ষতা নিয়ে কী যে বলব.......
  • aka | 168.26.215.13 | ০৫ মে ২০১১ ২২:৩৮470662
  • আরও বেসিক প্রশ্ন: কল্লোলদার লেখা রেফার করা যাবে না কেন?

    জ্যোতি বসুর আত্মজীবনী রেফার করা যাবে কেন?
  • kc | 89.203.49.18 | ০৫ মে ২০১১ ২২:৪২470663
  • কারণ জ্যোতি বসুর আত্মজীবনীতে ঐ স্মারকলিপিটা ভারবাটিম তুলে দেওয়া আছে বলে। তক্ক করতে গেলে কোনও কনক্রিট বেসের উপর দাঁড়িয়ে করাই ভাল।
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ২২:৪৪470664
  • আপনি আপাতত খালি বুঝিয়ে দিন,তদন্ত হয়নি কেন।
  • aka | 168.26.215.13 | ০৫ মে ২০১১ ২২:৪৫470665
  • আমার তো মনে হল তদন্ত নিয়ে কথা হচ্ছে।
  • kc | 89.203.49.18 | ০৫ মে ২০১১ ২২:৪৫470666
  • বোঝাবনা। যাও।
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ২৩:০৯470667
  • বোঝানোর কিছু আছে তো ? ;-)
  • aka | 168.26.215.13 | ০৫ মে ২০১১ ২৩:১০470668
  • কেসি এখন স্মারকলিপি গাঁতাচ্ছে। :)
  • kc | 89.203.49.18 | ০৫ মে ২০১১ ২৩:১১470669
  • তাতো আছেই। আমি ফালতু তর্কে নামিনা। কোনও ভাটে দেখা হলে হবে খন।
  • Arpan | 122.252.231.10 | ০৫ মে ২০১১ ২৩:১২470670
  • ইপ্পি বরম কেসির থেকে একটা বুবুভা বাগাও এই তালে। : P
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ২৩:১৪470672
  • তবেই হয়েছে। একটা অনুবাদের কাজ ই এক বছর উপর পড়ে আছে :(

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন