এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনিল বসুর বেশ্যা এবং বাক স্বাধীনö

    Biplab Pal
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১১ | ২৬২৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sags | 114.143.7.146 | ০৫ মে ২০১১ ১২:৫২470540
  • যা বুঝলাম, ছিপিএম আর তেনোমুলের মধ্যে এখন কন্টেস্ট হোলো কে বেশী বামপন্থী। ব্যাপার হোলো কেউই নয়। আর হোলে কি খুবেকটা ভালো হোতো, মনে হয়না।

    আর ১০০ কোটি টাকাটা কোনো টাকাই না। মুম্বাই শহরে একেকজন নেতদের যা আছে, তা প:ব:-এ বাম-ডান-রাম সকলে মিলিয়েও বানাতে পারবে না। উপরন্তু এখানে এইসব টাকা কিন্তু কালো টাকা।

    দুর্নীতি-টা আসল ইস্যু নয়। এটা আবাপ-এর বানানো, সেন্সেসেনেলাইজ করার জন্যে। আবাপ বেসিকালি কঙ্গ্রেসের কাগজ বলেই মনে হয়। কেন্দের দুর্নীতি নিয়ে কি খুব আন্দোলন করেছে? যারা পড়েন জানাবেন - আমার কম্পুতে খোলেনা। আবাপের দুদিন পরে না জমলে দিদিকেও আক্রমণ করবে, এই টইয়ের ভাষায়-ও করতে পারে।

    ছিপিয়েমের সবথেকে বড় সমস্যা হোলো দাদাগিরি (অনেকটা সামন্ত্র প্রভুদের মতন) আর অকর্মন্যতা (বিগত ১০ বছরে রাজ্যটাকে অনেক এগিয়ে নিয়ে যেতেই পারতো, তার আগের কথা ছেড়েই দিলাম)। তিনোমুল এলে কোনটার আমুল উন্নতি হবে? সময়-ই বলবে।
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১২:৫৪470541
  • আহা - কথা বলা না বলা আপনার অভিরুচি । মমতাও তো বুদ্ধবাবুর সঙ্গে কথা বলেন না । সে ঠিক আছে । আপনার কথায় মনে হল, জিগালাম । প্রশ্নের উত্তর যে দিতেই হবে এমন কোন বাধ্যতা নেই ।
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৩:০৪470542
  • না: কোনো প্রমান নাই। কিন্তু সিপিএম আজকাল প্রমান দিয়ে কথা বলে নাকি?

    "কবীর সুমনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে' -- প্রমান ছিল?

    "মুকুল রায় ডেকে ডেকে টিএমসির সব ক্যান্ডিডেটকে ১৫ লাখ করে টাকা দিয়েছেন' -- প্রমাণ আছে?

    "তৃণমূলের প্রচারে কালো টাকা উড়ছে' -- প্রমান আছে?

    একটাস্ট্যান্ডার্ড ঠিক করুন কমরেড। নিজেরা প্রমান ছাড়া হাওয়ায় হাওয়ায় খেলব, আর অন্য পক্ষের কথার প্রমান চাইব, এটা হয়না।

    সুমন দেও সেদিন এই কথাই বলছিল। অভিযোগ প্রমান সহ করুন। গৌতম দেব কতো কিছু বল্লেন তার উত্তরে। আমরা শুনে কত্তো হাততালি দিলাম। "পেইড' সাংবাদিককে কেমন দিল বলে। :)

    পু: গৌতম দেব সিপিয়েম চ্যানেল চালায় কেন, শুনে সেদিন বললেন, আমরা আরও চ্যানেল চালব, একশ বার চালাব। এটা জাস্ট রেফারেন্স। প্রমান না। :)
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৩:০৯470543
  • আর সরকার অ্যাড দিলে আমার কিসের আপত্তি?
    আমার তো রেলের অনুষ্ঠানে নচিকেতাকে দিয়ে গান গাওয়ালেও আপত্তি নেই। পঞ্চাশটা লোককে ডেকে বিরিয়ানি খাওয়ালেও আপত্তি নেই। রেলমন্ত্রক খবরের কাগজে অ্যাড দিলেও আপত্তি নেই। :)

    তবে এসব নিয়ে অনেককেই হট্টগোল করতে শুনেছি। তাঁরা অন্যের অ্যাড নিয়ে আপত্তি তোলেন আর নিজের (বাম এবং কংগ্রেস সরকার)এর অ্যাডের পক্ষে যুক্তি দেন।

    দেখে এট্টু হাসি পায়। এই আর কি। :)

    পু: বামফ্রন্টও এখন টিভিতে দেখি তেড়ে অ্যাড দিচ্ছে। কে জানে কোত্থেকে পয়সা আসে?
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১৩:১৫470545
  • আমার ধারণা সিপিয়েমপন্থীরা ইলেকশন কমিশন থেকে আরটিয়াই মারফত তিনোমুলের হিসেবনিকেশ খতিয়ে দেখে তবেই অভিযোগ করছেন । ইশান জানেন না ।
    তবে এই ধারণা সত্য কিনা তা ওনারা নাই জানাতে পারেন ।
  • lcm | 69.236.179.251 | ০৫ মে ২০১১ ১৩:১৫470544
  • আমার কিছু দেখলেই জ্বলেও না, হাসিও পায় না। ৭০-৮০ র দশকে ফুটবল গ্যালারিতে এর থেকে অনেক বেশী অকথ্য গালিগালাজ হত। এমন তো নয়, যে, শুধু পলিটিশিয়ান-রাই এমন, বাকীরা অন্যরকম। সবাই যেমন, পলিটিশিয়ানরাও তেমনই।
  • h | 203.99.212.54 | ০৫ মে ২০১১ ১৪:০৯470546
  • অরিজিত, রাগ কোরো না, শোন, তোমার দাবীটা কি? তোমার যুক্তিপূর্ণ কথা শুনে তোমার নকু বন্ধুগণ সি পি এম এর সমালোচনায় বা গাল পাড়ায় বিরত হবেন? নকুদের যুক্তিপূর্ণ কথা শুনে তুমি কাস্তে হাতুড়িতে ভোট দেওয়া বন্ধ করবে কি? হয়তো ছাড়বে, সেটা আরো অনেক কিছু ভাববে, এই টাইপের আলোচনা র তাতে ভূমিকা কম থাকবে। এই বিরামহীন অবস্থানের রি-ইটারেশন এর ই বা অর্থ কি, এই এফর্টের কোন দরকার আছে কি? কোন অডিয়েন্স কে কেন অ্যাড্রেস কখন করবে তার তো একটা লজিক থাকবে রে বাবা। আর রাজনৈতিক দল গুলো ছড়াবে আর মানুষ সেটা কে হয় আক্রমণ নয় ডিফেন্ড করতে গিয়ে আরো ছড়াবে এর তো একটা লিমিট আছে মাইরি?
  • a | 125.16.135.194 | ০৫ মে ২০১১ ১৪:২১470547
  • মামুর রেফারেন্সে কি সুন্দর এড়িয়ে গেল কন্টেক্‌স্‌টটা।

    গৌতম দেব বলেছে সিপিয়েম চ্যানেল চালায় তাদের নামে, আর সেটা বেশ করে। কিন্তু, যদি কোন মিডিয়া হাউস দাবি করে সে নিরপেক্ষ, আর কাজে সেটা প্রকাশ না পায়, অভিযোগ তার বিরুদ্ধে।

    বোঝা গেল কি?
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১৪:২২470548
  • দাবী নাই কোন। ইশান ঠিক এইগুলো লিখবে জেনেই পোস্টগুলো করেছি। একটা জিনিস প্রমাণ করার ছিলো - সেটা করলাম।

    সেটা হল আদিত্য যা লিখেছে - যে সিপিএম সমর্থকেরা "ওরাও তো করেছে' টাইপের যুক্তি দিচ্ছে - সেটা শুধু সিপিএম সমর্থকেরাই দিচ্ছে না। রাজনীতি পেরিয়ে তর্কটা এই লেভেলে নামানোর জন্যে কাউকে একা দায়ী করা যায়না - সেটা দেখালাম।
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১৪:২৫470550
  • "চ্যানেল সমর্থক/বিরোধী হতে পারে, তার বেশি কিছু নয়।"
    "সিপিয়েম চ্যানেল চালায় তাদের নামে, আর সেটা বেশ করে ।"

    এইজন্যেই সিপিয়েমরে এত্ত ভালো লাগে । যত মত, তত পথ ।
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১৪:৩১470551
  • "যদি কোন মিডিয়া হাউস দাবি করে সে নিরপেক্ষ, আর কাজে সেটা প্রকাশ না পায়, অভিযোগ তার বিরুদ্ধে।"

    "এই পেইড মিডিয়া ব্যাপারটা ঠিক কি? মিডিয়াকে পয়সা দিলে লেখে? আগে যখন বুদ্ধবাবু রেগুলার দিতেন তখন ব্‌র্‌যান্ড বুদ্ধর ফরে লিখত, আর এখন মমতা পয়সা দেন বলে তৃণমূলের পক্ষে লেখে?(তাহলে প্রশ্ন হল, এখন বুদ্ধবাবু পয়সা কেন দেন না? কমে গেছে কি?)"

    কিছুই কিলিয়ার হবার জো নাই ।
  • a | 125.16.135.194 | ০৫ মে ২০১১ ১৪:৩২470552
  • মামু কি শুধু গায়ের ঝাল মেটানোর জন্যে ঝগড়া করছে?

    ১। ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি: তো কি? এটা তো অডিটেড ফিগার। এর প্রতি পয়্‌সা কোথা থেকে এসেছে সেটা জানা।
    কিন্তু, এদিকে, তিনোমুলের অডিটেড ফিগার কত? ১ কোটি টাকার একটু বেশি।
    তো এইবার দুজনেরি প্রচারের খরচ অলমোস্ট সমান হয়, যা নিয়ে কারু দ্বিমত আছে বলে মনে হয় না, তাহলে প্রশ্ন তো উঠবেই।

    এর বেসিস তিনোমুল কি কি দিচ্ছে শোনা যাক:

    ১) কং হেলিকপ্টার ধার দিয়েছে
    ২) দিদি নিজে গান লিখেছেন, ওনার হয়ে কারা যেন রেকর্ডিং করে দিয়েছে ইত্যাদি

    এটা কতটা বিশ্বাসযোগ্য, ভাবার আছে।

    ২। সিপিয়েম চ্যানেল চালায়: তো? দেশ, রাজ্য, পার্টি কোনো সংবিধানে বাধা আছে? এই বোকা বোকা অভিযোগ করাই বা কেন!!!
  • a | 125.16.135.194 | ০৫ মে ২০১১ ১৪:৩৭470553
  • অবাক দাবি দাওয়া!! গণশক্তি হল মুখপত্র। সিপিয়েম যদি চ্যানেল চালায় নিজের নামে, সেটা মুখপত্রই হবে। এতে কারুর আপত্তি থকার কথা নয়।

    মিডিয়া হাউস যদি দাবি করে সে নিরপেক্ষ, সেটা প্রমাণ করার দায়ও তার।

    এখন কেন কোন মিডিয়া তিনোমুলের হয়ে লড়ছে, সেটা আমি জানি না। কিন্তু যা দেখছি, তাই লিখছি
  • kam reD | 123.242.248.130 | ০৫ মে ২০১১ ১৪:৪৪470554
  • খবরের কাগজে টিভিতে অ্যাড দেওয়া নিয়ে:

    রেলমন্ত্রক বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রকের যে অ্যাডগুলো টিভিতে বা খবরের কাগজে দেওয়া হয়, তার জন্য বাজেটের সংস্থান ইত্যাদি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডিরেক্টরেট অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড ভিজুয়াল পাবলিসিটি, বা সংক্ষেপে davp। পয়সাটা রেলমন্ত্রক বা অন্য কেন্দ্রীয় মন্ত্রক দেয় না। কেবল বিজ্ঞাপনের কনটেন্টটুকু দেয়।

    সেই অর্থে, রেলের অ্যাড davpর টাকায়, কিন্তু তৃণমূলের অ্যাড তৃণমূলের টাকায়, আর বামফ্রন্ট সরকারের অ্যাড বামফ্রন্ট সরকারের টাকায়।

    ইউপিএ সরকারের অ্যাড ইউপিএ সরকারের টাকায়, কিন্তু কোনও মন্ত্রকের অ্যাডে মনমোহন সনিয়া ইত্যাদিদের ছবি থাকলে সেটা ইউপিএ-র অ্যাড হয় না, সেই মন্ত্রকেরই অ্যাড হয়, টাকা দেয় davp
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১৪:৫২470555
  • নিরপেক্ষ মিডিয়া ব্‌র্‌যান্ড বুদ্ধ নিয়ে লাফায় কেন ? সত্যি, বড় কূট প্রশ্ন । নাকি উটি সিপিয়েমী মিডিয়া আছিল ?
  • nyara | 203.110.238.16 | ০৫ মে ২০১১ ১৪:৫৪470556
  • নিরপেক্ষতা বিচার করে কে? বিচার করেন হীরকের রাজা।

    সেই বিচারে আজকাল নিরপেক্ষ, ২৪ ঘন্টা নিরপেক্ষ, আকাশ বাংলা নিরপেক্ষ। আবাপ, প্রতিদিন, বর্তমান, স্টার আনন্দ 'পেড জার্নালিজম' ও পক্ষপাতী।

    বল হীরকের রাজা ভগবান।
  • kc | 194.126.37.78 | ০৫ মে ২০১১ ১৪:৫৯470557
  • ২৪ঘন্টা বা আজকালকে কে এবং কবে নিরপেক্ষ বলেছে ন্যাড়াদা? এবারতো মনে হচ্ছে ""দে গুলিয়ে'' খেলাটা তুমিই শুরু করলে!!
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১৫:০১470558
  • ন্যাড়াদা ঘুরিয়ে সম্ভবত: আবাপ/প্রতিদিন/বর্তমানকে নিরপেক্ষ বল্লেন;-)

    এর পর কোনদিন কেউ বলবে সিপিএম সমর্থকেরা গণশক্তিকে নিরপেক্ষ বলে দাবী করে।
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১৫:০৬470559
  • ব্‌র্‌যান্ড বুদ্ধের একনিষ্ঠ প্রচারক কোন কাগজ কী করে নিরপেক্ষ হয়ে সেটা তাদেরই প্রমাণ করতে হবে ।
  • Sags | 114.143.7.146 | ০৫ মে ২০১১ ১৫:০৭470561
  • কোনো এককালে পার্লামেন্টে দাঁড়িয়ে দিদি (নাকি) নিজে আজকালকে নিরপেক্ষ বলেছিলেন। প্রমান দিতে পারবো না, পরেরদিন আজকাল খুব গদগদ করে ব্যাপারটা ছাপিয়েছিলো। আগে পরতাম খেলার জন্যে, এটা জানার পরথেকে সম্মান আরো বেড়ে গেছিলো। তবে তখনকার আজকাল আজকে পরশু-তরশু হয়ে গেছে। যাই খেয়ে আসি, ইট পাটকেল গুলো ভরা পেটে খেলেই সইবে।
  • de | 59.163.30.3 | ০৫ মে ২০১১ ১৫:২৩470562
  • এখানে হীরকের রাজাটি কে?
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১৫:২৮470563
  • আমি না । চাইনা মাগো রাজা হতে ।
    মন্ত্রী হলেই হবে ।
  • Bratin | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৫:৩৫470564
  • বিশেষ কোন দফতর?? :-))
  • de | 59.163.30.3 | ০৫ মে ২০১১ ১৫:৩৭470566
  • না:! রাজা কে সেইটা জানা চাই আগে!

    কোন দফতর?

    আর গুরু নিরপেক্ষ না পেইড মিডিয়া সেইটাও জানতে হবে -- ঐ দুইখানই যখন ক্লাসিফিকেশান :))
  • Sags | 114.143.7.146 | ০৫ মে ২০১১ ১৫:৩৭470565
  • অবশ্যই কয়লা - তার মধ্যেই তো হীরা থাকবে।
  • Bratin | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৫:৪০470567
  • সেদিন দে বললো কলি ভাটে 'পরিবর্তনের সেলিব্রশান ' করবে। পোস্ট পড়ে কিন্তু তা মনে হচ্ছে না কিন্তু!! :-))
  • sinfaut | 203.91.201.57 | ০৫ মে ২০১১ ১৫:৪১470568
  • ব্র্যান্ড লেখা যাচ্ছে না? যাচ্ছে তো।
  • de | 203.197.42.100 | ০৫ মে ২০১১ ১৫:৫৭470569
  • সেলিব্রেশান তো হবেই -- পরি বা প্রত্যা -র :)) --

    সিঁফো আবার কিসের ব্রান্ড খোঁজেন? কয়লার?
  • Netai | 121.241.98.225 | ০৫ মে ২০১১ ১৬:০৫470570
  • unicode এ ব্র্যান্ড লিখলে বাংলাপ্লেন ওমন ই আসছে।
  • Bratin | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৬:৩২470572
  • বোঝো!! :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন