এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনিল বসুর বেশ্যা এবং বাক স্বাধীনö

    Biplab Pal
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১১ | ২৬২৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manish | 59.90.135.107 | ০৩ মে ২০১১ ১৮:৩৫470440
  • ১ বছরে যদি রামায়ন হয়, ৩৪ বছরে মহাভারত হওয়া খুব স্বাভাবিক।
  • rimi | 168.26.215.135 | ০৩ মে ২০১১ ১৮:৫২470441
  • নিশ্চয়ই!! ওরা যদি ক্ষমতায় না এসেও এত ঢপ দিতে পারে, তাহলে আমরা ক্ষমতায় থেকে ঢপ দিয়েছি, বেশ করেছি।

    আহা কি চমৎকার শিশুসুলভ সারল্য, আর সততার কি স্বর্গীয় প্রকাশ! এই জন্যেই সিপিএমকে ভোট দিতে না ইচ্ছে হলেও একটা হাম্পি খেতে বেজায় ইচ্ছে হয়!!
  • Sags | 114.143.7.146 | ০৩ মে ২০১১ ১৮:৫৩470442
  • ই এগুলো কারা র‌্যা? রাজনীতি করবো আর ঢপ দেবোনা, এমন আবার হয় নাকি? যে যতভালো ঢপ দেবে, সে তত চপ মানে ভোট পাবে। তবে উন্নয়নের ব্যাপারে সবদিক থেকেই আমরা ঢপ খাই। এই যেমন মুম্বাই নাকি HongKong হয়ে যাবে। তাহলে কোলকাতা কোথায় হবে, তোমরাই বার কর। কে যেন ধাঁধাঁ চাইছিল, দিলুম একক্ষান।
  • SB | 115.187.37.114 | ০৪ মে ২০১১ ০১:০৭470443
  • কেসি, সত্তরের দশক মুক্তির দশক টা বাদ দেওয়াটা ঠিক হলো?

    আর সেই যে, "গরীবী হটাও" :-)

    কয়েক বছর আগে দুর্গাপুরে গিয়ে একটা ফ্যাক্স দেখিয়ে এম এ এম সি খুলে দিলাম বলেও কে যেন একটা বলেছিল, সেবার জিতেও গিয়েছিল, ঐ সেবার, আর নেভার। তেনার আবার সেই ইস্ট জর্জিয়া থেকে শুরু, আর পারছিনা গুরু!
  • ranjan roy | 122.168.247.15 | ০৪ মে ২০১১ ১৬:২৩470444
  • SB,
    আমার দু'পয়সা।
    মনে হয় "" সত্তরের দশক, মুক্তির দশক'' বা ""আমি যখন সত্তরের দশকের কথা বলি তখন পঁচাত্তরের বেশি ভাবতেই পারিনা'', বা "" আগামী গ্রীষ্মে বাংলার বিস্তীর্ণ সমতল দিয়ে রেড আর্মি মার্চ করে যাবে''-- এগুলোকে ঢপ না বলে ""সুপার ফ্লপের'' ক্যাটিগরিতে ফেলা ঠিক হবে।
    কারণ, বক্তা নিজে পাগলা জগাইয়ের মতো ওগুলোকে বিশ্বাস করতেন,-- সেটা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন।
    "ঢপ'' হচ্ছে সেগুলো যাতে বক্তার নিজেরই বিশ্বাস নেই, শুধু পাব্লিককে গেলাবার জন্যে চটজলদি প্যাকেজ বিলিয়ে দেয়া। শুরু সেই গরীবী হটাও থেকে।

  • Ishan | 122.248.183.1 | ০৪ মে ২০১১ ১৬:৩৫470445
  • আমরা রেগুলার জনগণতান্ত্রিক বিপ্লবের ঢপ দিই। অতএব ওদের মুক্তির দশক টাও ঢপ।

    অঙ্ক খুব সোজা দাদা। :)
  • ranjan roy | 122.168.247.15 | ০৪ মে ২০১১ ১৬:৪৪470446
  • এই টই নিয়ে আমার দুটো কথা বলার আছে।
    এক--- নামকরণ। "" অনিল বসুর বেশ্যা'' পড়লেই মনে হয় ওনার বেশ্যাগমন বা বাঁধা মেয়েমানুষ নিয়ে রুচিহীন চর্চা হবে। এড়িয়ে গিয়েছিলাম। পরে ভেতরে গিয়ে দেখি অন্য ব্যাপার। নামটা ঠিক হয় নি।
    দুই,----অনিল বাবুর বক্তব্যের বিপ্রতীপে বামপন্থীবন্ধুদের দিদিপন্থীদের খেউড়ের স্টাটিসটিক্স মনে হয় ট্যানজেন্ট হয়ে বেরিয়ে গেছে।
    কারণ,বামপন্থী সংস্কৃতি (অন্তত: বঙ্গদেশে ),ipso facto, বিদগ্‌ধ সংস্কৃতির সমার্থক।
    আমাদের যৌবনে বঙ্গে ভাল গায়ক,লেখক, নাট্যকার, চিত্রশিল্পী, চিত্রপরিচালক সব ব্যাপক অর্থে বাম সংস্কৃতির অঙ্গ বলে ধরা হত। মিছিলে আমরা কেউ চ্যাংড়ামি করে ব্যক্তিগত স্লোগান দিলে সিনিয়রদের কাছে ধমক খেতাম।
    হ্যানয়ে বোমা পড়ার সময় ইউনিভার্সিটি থেকে ইউসিস যাবার সময় '' ইন্দিরাজী মার্কিন প্রেম-- বন্ধ কর, বন্ধ কর; বা জনসন প্রেম বন্ধ কর, বন্ধ কর'' বলায় সিনিয়রদের--''কমরেডস্‌, এসব স্লোগান দিয়ে মিছিলকে খেলো করবেন না, পলিটিক্যাল স্লোগান দিন'' সতর্কবাণী মনে পড়ছে।
    এখন অনিল বা সুশান্তবাবুদের বক্তব্যে সিপিএম নেতারাই বলছেন-- এসব রুচিহীন অরাজনৈতিক স্লোগান কমিউনিস্ট পার্টিতে একেবারেই চলবে না।
    ঠিক কথা, আমিও তাই বলছি। কই, সিপিএম নেতৃত্ব তো -- বেশ করেচি, মমতার দল ও তো বলেছে বলে সাফাই দিচ্ছেন না! তাহলে সমর্থকেরা কেন উল্টো গাইছেন?
    যেমন মাওবাদীদের থেকে সংবিধান স্বীকৃত ব্যবহার আশা করা যায় না( কারণ ওরা সাংবিধানিক ব্যবস্থাকেই মানে না।) কিন্তু রাষ্ট্রের থেকে শুধু আশা নয়, দাবী করা যায়। কারণ, নাগরিকদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে ওটাই ওদের কোড অফ কন্ডাক্ট।
    তেমনি আজ যদি দিদিপন্থীদের কাছ থেকে দাদাপন্থীদের রাজনৈতিক বক্তব্য রাখা শিখতে হয় তাহলে দু:খের কথা।
  • kallol | 220.226.209.2 | ০৪ মে ২০১১ ১৭:৩৯470447
  • একদল, কোন একটা ভুলে ভরা আশায়, সেই ভুলটাকেই বিশ্বাস করে প্রাণ দিলো। সেটা ঢপ!!
    সে তো ঠিকই। রোজা বিশ্বাস করেছিলেন জার্মানীতে বিপ্লব হবে। মারাও গেলেন তা করতে গিয়ে। ঢপ।
    চে ভেবেছিলেন কিউবান কায়দায় বলিভিয়াতেও বিপ্লব হবে। তাই করতে গিয়ে মারাও গেলেন। ঢপ।
    কারা যেন জনগণতান্ত্রিক বিপ্লব ছাড়া ভারতের মুক্তি নাই বলে, তাদের দলের পোগ্গামে লেখে। আর বৃহৎ পুঁজিপতি ও জোতদার জমিদারদের রাষ্ট্রে মন্ত্রী হয়। এটাই সত্যাচার।

  • Arijit | 115.249.42.177 | ০৪ মে ২০১১ ১৮:১৯470448
  • এগুলো কখনো লেখার দরকার পড়তে পারে ভাবিনি।

    অনিল বসু একটা খারাপ মন্তব্য করেছেন, বামফ্রন্ট সেটাকে মনে করেছে "অনৈতিক', সিপিএমের তরফে সেই বক্তব্য ডকুমেন্টেড, অনিল বসুকে লিখিতভাবে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে - যেটা সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী সেন্সরের সামিল। উল্টোদিকে বহু মন্তব্য তুলে তুলে বলা যায় যেগুলো সম্পর্কে ক্ষমা চাওয়া তো দূরের কথা, কেউ দু:খপ্রকাশ করেনি অবধি। সেসবের ভিডিওও রয়েছে ইউটিউবে। অথচ, হইচই শুধু অনিল বসুকে নিয়ে।

    এর দুটো মানে দাঁড়ায় -

    (১) বামপন্থী কোনো দলের কাছে এটা এক্সপেক্টেড নয়, তাই এটা নিয়ে হইচই বেশি। অন্যদের কাছে আনেক্সপেক্টেড নয় - রাদার এক্সপেক্টেড, কাজেই তারা বললে ঠিকই আছে।

    (২) সকলেরই কোনো না কোনো এজেন্ডা রয়েছে।

    প্রথমটার প্রথম অংশ রঞ্জনদা লিখেছেন। মেনে নিলাম। দ্বিতীয় অংশটা সত্যি তো? সেটা না হলে দুই নম্বরটা সত্যি হয়ে যায় - তাতে আবার সবাই আপত্তি করবে...
  • dukhe | 122.160.114.85 | ০৪ মে ২০১১ ১৮:৪৩470450
  • বামপন্থী দল আবার কোনটা ?
  • Suvajit | 168.244.164.244 | ০৪ মে ২০১১ ১৯:২৬470451
  • আবার সরলীকরণ। অনিল বসু ছাড়াও বহু বামপন্থী বসু, কোঙ্গার, ঘোষ, ভট্টাচার্য ইত্যাদি বিরোধী নেতা নেত্রীদের গাল পেড়েছেন। সে সবের জন্য অধিকাংশ সময়েই বাম দলের কাছ থেকে ভুল টুল কিছু স্বীকার করা হয় নি। তাই 'বামপন্থী কোনো দলের থেকে এটা এক্সপেক্টেড নয়' এই হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচুডের উত্তরে বাধ্য হয়ে বলতে হয় যে 'মাই ফুট'।

    বামপন্থীরা ঠেকায় পড়লে তবেই ভুল স্বীকার করে। উদা: নেতাজিকে 'তেজোর কুকুর বলা'। সেরকমই ভোটের সময় অনিল বসুর এই মন্তব্য পাবলিক ভালো ভাবে নেয় নি সেটা বুঝেই ভুল স্বীকার করা। ভোট ফোট না থাকলে সিপিয়েমের পক্ষ থেকে এ ব্যপারে কোনো রিয়্যাকশানই দেওয়া হতো না।

    এদিকে অনিল বসু কিছুতেই নি: ক: র নোটিশ নিচ্ছেন না :-)
    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=4raj4.htm

  • arijit | 80.239.243.239 | ০৪ মে ২০১১ ২০:৪৬470452
  • thankyouandirestmycase.
  • pi | 72.83.97.171 | ০৪ মে ২০১১ ২১:৩১470453
  • 'বামপন্থী'দের রীতি রেওয়াজ নিয়ে অপ্পন আবাপ র আর্কাইভ থেকে একটা লিং দিয়েছিল না ?
  • kc | 89.203.49.18 | ০৪ মে ২০১১ ২১:৫৭470454
  • পাই, অপ্পনের ঐ লিঙ্কটায় আরো পুরোনো কিছু ঘটনার গল্প ছিলনা, সঙ্গত কারণেই ছিলনা, যেমন,

    ১) জ্যোতি বসুকে সোভিয়েতের জারজ সন্তান বলা,
    ২)'' আমাকে একটা তুচ্ছ ট্রাম কন্ডাকটর ভোটে হারাবে? সাহস কত?''
    ৩) ধর্মতলায় গণতান্ত্রিক মহিলা সমিতির মিছিলকে ''বেশ্যাদের নাচ'' বলা।
    ৪) ""কম্যুনিষ্টদের বাচ্চারা কম্যুনিষ্টই হয়, এই আগাছার ঝারদের টিপে না মারলে সোমনাথ লাহিরীর বাচ্চারা দেশ ছেয়ে ফেলবে।''

    শিবুদার পোস্টটাই ঠিক ছিল।
  • pi | 72.83.97.171 | ০৪ মে ২০১১ ২২:০৪470455
  • এগুলো হয়নি আবার কে বল্লো ? কিন্তু অন্যগুলো ও হয়েছে। এবং হয় । এবং সেটা আরো দু:খের। ঐ 'বামপন্থী' ট্যাগটার জন্য ই।
  • Ishan | 117.194.33.163 | ০৪ মে ২০১১ ২২:০৫470456
  • লিং দেবার কি আছে? স্বর্গীয় অতুল্য ঘোষকে বামপন্থীরা ভালোবেসে ডাকতেন "কানা অতূল্য' বলে। এটা ডিসেবিলিটি সংক্রান্ত ভালোবাসা।

    স্বর্গীয় হরেকৃষ্ণ ঘোষ পুলিশ সম্পর্কে বলেছিলেন -- ওদের বন্দুকে কি নিরোধ লাগানো থাকে, যে নকশালরা মরেনা? (কোটেশন দিলাম না, কারণ হুবহু উদ্ধৃতি নয়)। এটা কাম ও ভালোবাসা। :)

    আর আজকের বামপন্থীরা এতো বোকা নন, যে, অনিল বসুর কথাটা কতটা কতটা কদর্য সেটা বুঝবেন না। আমার জীবদ্দশায় আমি সমতূল্য আরেকটা উদ্ধৃতিই শুনেছি, যখন সাধন পান্ডে মহারানী কোঙারের দিকে তাকিয়ে (নাকি আঙুল উঁচিয়ে) বলেছিলেন "বেশ্যা'। তরপরে, যদ্দুর মনে আছে, সব ইস্যু ছেড়ে তিন হপ্তা ধরে কাগজে-কাগজে (তখন নিউজ চ্যানেল ছিলনা) ছিছিক্কার। মহারানী কোঙারের অপমানিত হয়ে কেঁদে ফেলার বিবরণী। সাধন পান্ডে দু:খ টু:খ প্রকাশ করেও কিছু করতে পারেননি।

    এবারও ছিছিক্কার হবে। একশবার হবে। অন্য কে কি বলেছেন তা দিয়ে মাছ ঢাকবার প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয়।
  • kc | 89.203.49.18 | ০৪ মে ২০১১ ২২:১০470457
  • যা ক্কলা!! মাছ কে ঢাকতে গেল? বরং সবাই মিলে আরো কত মাছ খোলা পড়ে আছে, তার ফর্দ হচ্ছে। সেই ফর্দ টইটা তোলো। :-))
  • Ishan | 117.194.33.163 | ০৪ মে ২০১১ ২২:১৭470458
  • অনেকেই করছে। কাগজ, টিভি, ফেসবুকে। :)
  • Arpan | 112.133.206.18 | ০৪ মে ২০১১ ২২:৫০470459
  • সুশান্ত ঘোষ এই কদিন আগে একটি চরম অসম্মানজনক মন্তব্য করেছেন। তাতে কেউ দু:খপ্রকাশ করেনি।

    বিনয় কোঙারের নিতম্ব প্রদর্শনজনিত মন্তব্যের কোন দু:খপ্রকাশ হয়নি।

    অনিল বসুরটাও করার দায় ছিল না। এক্সপেক্টও করিনি। নেহাত মিডিয়ায় প্রবল আলোচনা আর তার পরেরদিনই থার্ড ফেজের ভোট। অতএব, কমরেড।
  • pi | 72.83.97.171 | ০৪ মে ২০১১ ২২:৫২470461
  • অর্পণ, ঐ লিং টা একবার দেবে? খুঁজে পাচ্ছি না।
  • Arpan | 122.252.231.10 | ০৪ মে ২০১১ ২২:৫৯470463
  • আরো একটা লিং ছিল। খুঁজে পাচ্ছি না। গত শতাব্দীর শেষদিকের কথা। বিরোধী দলনেত্রী বৃষ্টিমাথায় করে হুগলির কোথায় যেন সভা করতে গেছিলেন। সেখানে শুনতে হয়েছিল, রাম তেরি গঙ্গা ময়লি।

    অনিল বসুরটা বল্লেই হবে বিচ্ছিন্ন ঘটনা!
  • saikat | 116.202.146.96 | ০৪ মে ২০১১ ২৩:০৮470464
  • না: লিখব না ভেবেছিলাম। কিন্তু এরা যে পিছিয়ে পড়েছে। কর্তব্য তো করতেই হবে।
    আমি দাবী করছি, এই টইতে বিমান বসু-র নামও ঢোকানো হোক। কারণ?
    বাড়ী ফিরে রঙ্গ দেখার জন্য টিভি খুলে দেখি, উনি পাত্রসায়রে জনসভায়, তৃণমূলের সম্ভাব্য মন্ত্রীসভা নিয়ে অননুকরণীয় ভঙ্গিমায়্‌বললেন -

    "১৩ তারিখ আসেনি, ভোটগণনা হয়নি, এখন থেকে এসব ফস্টিনস্টি কেন?হ্যাঁ, একে ফস্টিনস্টিই বলে।"

    কিন্তু এহ বাহ্য। অবাক হয়ে শুনলাম, উনি "ঢ্যামনা" শব্দও ব্যবহার করলেন !! হ্যা, ঢ্যামনা। কন্টেক্সট কী বুঝতে পারিনি।

    এই দুটি বচনসুধার মাঝে আর একট কোন শব্দ নিয়ে চর্চা করছিলেন। শ্রোতাদের জিগ্যেস করছিলেন, "অমুক" শব্দের মানে বোঝেন তো? আমি শব্দটা বুঝতে পারলাম না। নিশ্চয়ই কোন গ্রাম্য শব্দ হবে !

    আমি আবার "গ্রাম্য" শব্দটি ব্যবহার করলাম বলে কেউ আবার উল্লসিত হয়ে উঠবেন না। সচেতনভাবেই করলাম। কারণ? এনাদের এই সব কোটেবল কোট্‌স তো কলকাতা শহরে শুনতে পাই না। কলকাতার বাইরে গেলে এগুলো বেরিয়ে পড়ে কেন? সেখানে এ সব না বললে চলে না বলে বামপন্থীরা মনে করেন? সেখানকার লোকেদের চেতনার "উন্নতি" হয়নি বলে তাঁরা বাধ্যত এসব শব্দ ব্যবহার করেন?

    তার মানে কী সিপিএম-এর একটা ভাল শোকেস আছে? যেটা কলকাতা শহরে, বিদগ্‌ধমহলে দেখান হয়? যা শ্বেত, শুভ্র, পরিশীলিত?

    কিন্তু বিমানবাবু তো রাজ্য সম্পাদক। অন্যদের "সেন্সর" করা, শৃঙ্খলা রক্ষা করা তো ওনারই দায়িত্ব। কিন্তু উনি এসব বললে, সমর্থকরা আর কত মেকাপ দিতে পারে ! কতকাল আর তারা তথাকথিত বামপন্থী পার্টির "হ্যালো"-তে আলোকিত মনে করতে পারে?
  • Ishan | 117.194.33.163 | ০৪ মে ২০১১ ২৩:১৮470465
  • গত শতাব্দী কেন। এই তো কদিন আগে। সিঙ্গুরে বিক্ষোভ দেখাতে গিয়ে মমতার বুকে আঘাত লেগেছিল। সত্যিই লেগেছিল, নাকি লাগেনি সে আমি জানিনা। তবে এক রাজ্য সিপিএম নেতা রঙ্গ করে বলেছিলেন ওর বুকেই বা এত লাগে কেন?

    এসব নিয়ে লিখলেই আবার ওনারা বলবেন মমতার সমর্থক। তা বলুন। কিন্তু গালাগালির প্রতিযোগিতায় বামপন্থীরা তৃণমূলকে ১০ গোল দিচ্ছেন, সে তো খালি চোখেই দেখতে পাচ্ছি। সইত্যের পথ থেকে বিচ্যুত হই ক্যামনে। :)
  • saikat | 116.202.146.96 | ০৪ মে ২০১১ ২৩:২৩470466
  • মমত ব্যানার্জীকে যেভাবে দীর্ঘ দিন ধরে আক্রমণ করে আসা হয়েছে, তাতে একটা জিনিসই মনে হয়। তথাকথিত প্রগতিশীল বামপন্থী পার্টির নেতাদের মধ্যেই প্রভূত পরিমাণে "ক্লাস বায়াস" ও "জেন্ডার বায়াস" রয়েছে।
  • Arpan | 112.133.206.18 | ০৪ মে ২০১১ ২৩:২৯470468
  • ক।

    বাঙালী মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণী গণতান্ত্রিকভাবে কেন্দ্রিক হয়ে থাকলে যা হয়।
  • pi | 72.83.97.171 | ০৪ মে ২০১১ ২৩:২৯470467
  • একদম ই । ক্লাস বায়াসটা ও ভীষণভাবেই লক্ষণীয়।
  • dukhe | 117.194.246.221 | ০৪ মে ২০১১ ২৩:৩৭470469
  • সৈকত সব গুলিয়ে ফেলেছে । বিমান বসুরটা অন্য টইতে যাবে । অনিল বসু-গৌতম দেবের টই । যাতে আমার পাঁচ মহাপুরুষের হিসেব অর্ধসমাপ্ত আছে ।
    এটা অন্য টই । অনিল বসু ইস্পেশাল ।
  • kc | 89.203.49.18 | ০৪ মে ২০১১ ২৩:৩৯470470
  • এটা ঠিকই। গালাগালিটা বামফ্রন্টের লোকেরা বেশ বেশীই দিয়ে থাকেন। সোসাল স্টাডির সাবজেক্ট হতে পারে, সিরিয়াসলি।
  • aka | 168.26.215.13 | ০৪ মে ২০১১ ২৩:৪২470472
  • কারণ বামপন্থা ইজ রানিং আউট অফ স্টীম। বিরোধীতা ছাড়া খুব কিছু বলার নেই। মমতারও অনেকটাই তাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন