এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনিল বসুর বেশ্যা এবং বাক স্বাধীনö

    Biplab Pal
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১১ | ২৬৫৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 117.194.96.247 | ২৫ এপ্রিল ২০১১ ২৩:৫২470742
  • এ মা কোন মা? তারা বা আড্যাপীঠ হলে প্রকৃত কম্যুনিস্ট র বদনাম!! :-))
  • kelo | 117.254.72.232 | ২৬ এপ্রিল ২০১১ ০২:২৬470743
  • ভোটের বাজারে বাজারী সংবাদপত্রগুলো নানারকম হাবিজাবি লিখে চলেছে। ইলেকট্রনিক মিডিয়া তো পরেরদিন ভোটারদের ঘুষ দেওয়া হবে শুনলে গন্ডগ্রামে গিয়ে, আগেরদিন মাঝরাত থেকেই ওবি ভ্যানে শুয়ে থাকছে ।

    ভুলে যাবেন না, এই সেই দেশ, যেখানে ভোঁদাফোনের বিজ্ঞাপন করতে গেলে ডালকুত্তোর বিক্কিরি বেড়ে যায়। এবারে শুনছি নেতারা, নেত্রীদের নামে কুত্‌সা করতে গিয়ে অজান্তে নিশিথপল্লীর পথিকবৃদ্ধি করছেন।

    মোটকথা সব্বাই এই ভোটের বাজারে মস্তিতে আছে।

    তো আমার শেয়ারটাই বা বাদ যায় কেন? কাল সকাল থেকে বিকেল পর্যন্ত্য বঙ্গের ভোটরঙ্গের আমিও খানিক আঁচ পেলুম। পাইদিদির অনুরোধে সেটাও লিখে দিলাম এইখানে। সঠিক টই সিলেকশন হল না হয়ত। এটা নির্মল আনন্দেও যেতে পারত, বা ২০১১ র ভবিষ্যতবানীতেও, কিম্বা অন্য কোথাও। তা সে যে চুলোতেই যাক, শুনুন কাল সকাল থেকে কি চলছে-

    ১) সক্কাল সক্কাল কলিংবেল।
    খুলে দেখি পাড়ার বিখ্যাত হার্মাদ রাজেশ.... একা। বুঝলাম ভোটার স্লিপ দিতে এসেছে। কিন্তু একা! কেন? একটু খটকা লাগল। স্লিপটা হাতে পেয়ে চক্ষু চড়কগাছ। এ তো রামধনু জোটের সিলিপ। ব্যাপার কি? রাজেশদা কি শেষে হার্মাদবাহিনী ছেড়ে জল্লাদবাহিনীতে নাম লেখালেন? নাকি সিপিয়েমই রামধনু জোটে যোগ দিয়ে বসল? কিচ্ছু বলা যায় না, ওস্তাদের মার শেষ রাতে। রাজেশদাকেই জিজ্ঞেস করে বসলাম প্রশ্নটা, ততক্ষনে সে সিঁড়ি বেয়ে নামতে লেগেছিল। প্রশ্ন শুনে লজ্জা লজ্জা মুখ করে বলল “ মানে... ওরা আমার হাতে দিয়ে গেল তো, না দেওয়াটা খারাপ দেখায়, তাই........”
    বোঝো কান্ড। কে যেন বলেছিল এবারের নির্বাচন নাকি রক্তাক্ত হবে !
    চলে যেতে যেতে রাজেশদাকে আবার জিগালাম, আপনাদের নিজের পার্টির স্লিপ দেবেন না ? উত্তর এল “হবে, হবে”

    ২) রাজেশদা তো আমাকে অথৈ জলে ফেলে চলে গেলেন। এদিকে হাতের স্লিপগুলোর দিকে তাকিয়ে আবার চক্ষু চড়কগাছ। দামী কাগজে উন্নতমানের ছাপানো স্লিপ। বিশেষ করে পার্ফোরেশনের তো তুলনাই নেই, আমেরিকাই পার্ফোরেট করিয়ে দিল কিনা কে জানে। খটকা লাগল বুথের ঠিকানা দেখে। বুথের নাম সেন্ট যোসেফ কলেজ, ঠিকই আছে, কিন্তু ঠিকানা ! ঠিকানা যে ক্যালকাটা ইউনিভার্সিটির সেনেট হাউসের দেওয়া। দুটো জায়গার মধ্যে তো দেড় কিলোমিটার দূরত্বের ব্যবধান।
    প্রার্থী শ্রীমতি শিখা মিত্র কি এই রোদের মধ্যে তাঁর একনিষ্ঠ ভোটারদের দেড় +দেড় =তিন কিলোমিটার হাঁটাতে চান? কাজটা তো স্বয়ং দিদির পক্ষেও শক্ত হয়ে যাবে।
    কমিশনের চোখে এটা তো সরাসরি ভোটারদের বিভ্রান্ত করা।
    এক রিপোর্টার বন্ধুকে ফোন করার জন্য হাত নিশপিশ করছিল, কিন্তু সামলে গেলাম। সেমসাইড হয়ে যাবে না? এই বাজারে মিত্ররা মিত্রদের না দেখলে কে দেখবে? সংখালঘুরা সংখালঘুদের দেখছে মতুয়ারা মতুয়াদের।
    এই দেখুন রামধনু জোটের সিলিপ-
    http://goo.gl/GOgEE

    উক্ত ভোটকেন্দ্রের সঠিক ঠিকানাটা যাচাই করার জন্য ইলেকশন কমিশনের অথেন্টিক রোলটার প্রথম পাতাটায় একবার চোখ বোলাতে পারেন-
    http://goo.gl/64dZ7

    আজ সকালে বাজার থেকে ফিরছি, এমন সময় আবার রাজেশদা আমায় রাস্তায় ধরে বামফ্রন্টের স্লিপটা দিল (সেটার অলরেডী বাম দিকটা ছেঁড়া)। প্রথমেই চোখ গেল বুথের ঠিকানাটার দিকে। আপনারাও দেখে নিন-
    http://goo.gl/B5RSx

    দেখলেন? মরা হাতি এখনও লাখ টাকা।

    ৩) সন্ধেবেলা এক তৃণমূলী ও এক কংগ্রেসী বন্ধুকে বললাম ব্যাপারটা।
    তৃণমূলী বলল – এবার তো ভোটার স্লিপ দেবারই কথা না। কমিশনই করবে কাজটা। এভাবে ঝামেলা বাড়ানোর মানে হয়! যে এই ব্যাপারটা দেখে তাকে আমি বলব যে সেন্ট যোসেফের স্লিপে ঠিকানা ভুল যাচ্ছে।

    কংগ্রেসী কি বলল জানেন?
    বলল – জানিস না! আজ সকাল থেকে ধরনী সাঁইহীন হয়েছেন। এখন ২০২৩ অব্দি এরকম উল্টোপাল্টা কতকিছু ঘটবে। বাবা তো সাবধান করেই গেছেন। (বন্ধুটি দুই জেনারেশনের সাঁইভক্ত)।
    লোভ হচ্ছিল, ওকে জিজ্ঞেস করব কিনা, যে ২০২৩ এ বামফ্রন্টের আবার 'প্রত্যাবর্তন' হবে নাকি। কিন্তু ও নিজে থেকেই এরপর যা গুহ্যকথা প্রকাশ করল, তাতে আর কিছু জিজ্ঞেস করার দরকারই রইল না।
    বলল ইয়েদুরাপ্পা নাকি পোনোবদার কাছে দরবার করেছেন এই মর্মে যে, যতদিন পর্যন্ত না শ্রী সত্য সাঁই এর পরবর্তী অবতার ধরাধামে অবতীর্ন হন, ততদিন পর্যন্ত যেন অশোকস্তম্ভের নিচে “সত্যমেব জয়তে” কথাটি লেখা না হয়। সুতরাং ২০২৩ অব্দি আর অশোকস্তম্ভের নিচে সত্যমেব জয়তে লেখা দেখা যাবে না।

    সবকিছু দেখে শুনে আমি বেজায় ব্যোমকে গেছি। গনতন্ত্র এবং ঈশ্বরে বিশ্বাসীরা আমায় মার্জনা করবেন।
  • ranjan roy | 122.168.207.113 | ২৬ এপ্রিল ২০১১ ০২:৫২470744
  • ক্ষী কেলো! ক্ষী কেলো!
  • pi | 128.231.22.150 | ২৬ এপ্রিল ২০১১ ০২:৫৬470745
  • এতো পুরো কেলোর কীর্তি হয়েছে ! :)
  • pi | 128.231.22.150 | ২৬ এপ্রিল ২০১১ ০৪:০০470747
  • "...অনিলবাবুর বিরুদ্ধে এদিন কলকাতা হাইকোর্টে মামলার আবেদন করেছেন যৌনকর্মীদের একাংশ। সোনাগাছির যৌনকর্মীদের তরফে ঐ মামলা দায়ের করেছেন অঞ্জলি মল্লিক। তাঁর অভিযোগ, প্রকাশ্য সভায় ‘জনগণের প্রতিনিধি’ অনিলবাবু যৌনকর্মীদের পেশা ও সম্প্রদায়কে আঘাত ও কলুষিত করেছেন। অনিলবাবুর ঐ মন্তব্য সামগ্রিক ভাবে নারী সমাজের পক্ষেও অবমাননার। এ দিন দুপুরে অনিলবাবুর মন্তব্যের প্রতিবাদে সোনাগাছিতে মিছিল করেন যৌনকর্মীরা।..
  • r.h | 67.96.80.214 | ২৬ এপ্রিল ২০১১ ০৫:৩৬470748
  • 'ক্ষমা চেয়ে নিলেন অনিল' : আজকাল।

    শিক্ষনীয় শব্দপ্রয়োগ। 'নিলেন'।
    মানে ক্ষমা তো চেয়েই নিলেন, চুকে গেল তো। আবার অত কথা কি, অ্যাঁ? তিনোমূল না পলিচারী?
  • pi | 128.231.22.150 | ২৬ এপ্রিল ২০১১ ০৫:৫৯470749
  • জীবনে নির্মল আনন্দের অভাব হয় না।

    আবাপ র ঐ রিপোর্ট পড়ে সিপিএম সমর্থকরা বুঝেছেন যে, মমতার সাথে তুলনা করায় যৌনকর্মীরা অপমানিত হয়ে আপত্তি তুলেছেন।

  • pi | 128.231.22.150 | ২৬ এপ্রিল ২০১১ ০৭:২৭470750
  • আচ্ছা, সঙ্গীতা বন্দ্যোর এই লেখাটা যৌনকর্মীরা কীভাবে নেবেন ?

    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=26edit4.htm
  • jayanta | 59.93.214.39 | ২৬ এপ্রিল ২০১১ ১২:১৭470317
  • Ishan যে লিঙ্কটা পাননি, বুদ্ধ বাবু নাকি বলেছেন “Communistpartiesarechanging,”“theremustbeeconomicliberalisation,”hebelieved, waschangingtheglobaleconomicdynamic, somuchsothatCommunistshadto“reformorperish.”

    সত্যি নাকি মিথ্যে?
    http://www.hindu.com/2011/04/03/stories/2011040354811500.htm
  • SB | 115.187.40.188 | ২৬ এপ্রিল ২০১১ ১৮:৪৪470318
  • চালুনি বলে সূঁচ তোর পেছনে কেন ফুটো

  • aka | 168.26.215.13 | ২৬ এপ্রিল ২০১১ ১৯:০৬470319
  • এটা আমাদের অরিজিত আপলোড করেছে?
  • Ishan | 117.194.38.150 | ২৬ এপ্রিল ২০১১ ২২:৪১470321
  • চালুনি: মাস খানেক ধরে টিএমসির বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন। পয়সার উৎস: দলীয়।

    ছুঁচ: বিগত ছয় মাস বা আরও বেশি সময় ধরে সরকারি পয়সায় বিভিন্ন মিডিয়ায় বামফ্রন্ট সরকারের বিজ্ঞাপন। পয়সার উৎস: পাবলিক মানি।

    --------------------------

    চালুনি: উইকিলিক্স বলেছে, আমেরিকা মমতাকে "কাল্টিভেট' করবে।

    ছুঁচ: উইকিলিক্স দেখিয়েছে দীর্ঘদিন ধরে কারাত, বুদ্ধ ইত্যাদিকে আমেরিকা কাল্টিভেট করেই চলেছে।

    ---------------------------

    ছুঁচ আর চালুনি কি স্থান পরিবর্তন করবে? ভেবে দেখুন। :)
  • Ishan | 117.194.38.150 | ২৬ এপ্রিল ২০১১ ২২:৪৭470322
  • ওদিকে তিনদিন হয়ে গেল। গৌতম বাবু আজও কিছু ফাঁস করলেন না। পরিবর্তে বন্ধ খামে ভরে কিসব আজ নির্বাচনী কমিশনে জমা দিয়েছেন। কবীর সুমনের সময়েও এরকম কিছু "অব্যর্থ প্রমান' ওনারা জমা দিয়েছিলেন। দেখা যাক এবার কি হয়। :)
  • pi | 128.231.22.150 | ২৬ এপ্রিল ২০১১ ২২:৫২470323
  • ওনার আর ঋতব্রত র বিরুদ্ধে তো কেস হয়েছে শুনলাম।
  • a | 208.240.243.170 | ২৬ এপ্রিল ২০১১ ২৩:১১470324
  • মামু, উইকিলিক্সের লিংক/ডকু এসব একটু দাও না? বানী না দিয়ে :)
  • saikat | 116.203.178.192 | ২৬ এপ্রিল ২০১১ ২৩:৩১470326
  • এও হতে পারে, আমেরিকান পুঁজি ডেকে এনে শ্রেণীসংগ্রামকেই বিকশিত করা হচ্ছে।
  • a | 208.240.243.170 | ২৬ এপ্রিল ২০১১ ২৩:৪৯470328
  • বুঝলাম না। এতো ঘোষিত নীতি বলেই জানি, ট্রেডে ইনভেস্টমেন্ট বাড়ানো, উচ্চ শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি ইত্যাদি।

    দ্বিতীয়ত, কোন বিদেশী নেতা এলে, রাজ্যের মুখ্যমন্তীর সাথে দেখা করেনই, খুব খুব স্বাভাবিক। না করলেই সেটা চোখে লাগত। একে কাল্টিভেট করা বলাটা নেহাতই জোর করে বলার জন্যে বলা।

    কিছু কিছু অংশ তুলে দিলে হয়তো বোঝা যাবে কিভাবে ইশানদা লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে

    Bhattacharjee also believed that India and the U.S. should be able to achieve some understanding on the Doha negotiations. However, he felt that U.S. subsidies to cotton farmers were unfair and had a very negative impact on farmers in developing countries, especially in Africa. He added that India was experiencing low growth in its agricultural sector and seeing many farmer suicides, and so agriculture represented a serious concern for India.

    ....

    Secretary Paulson asked for Bhattacharjee's views on the WTO's Doha round of negotiations. The CM responded that trade was important but that India and the developing countries needed "a level playing field" and digressed to comment that President Roosevelt and his Treasury Secretary Morgenthau had developed a "Lend-Lease" program during World War II to support Churchill and Stalin, implying that the U.S. should again be generous in supporting developing countries in the area of trade.

    ইত্যাদি
  • saikat | 116.203.178.192 | ২৬ এপ্রিল ২০১১ ২৩:৫৬470329
  • CM Bhattacharjee was demonstrably animated and happy to meet with Secretary Paulson, recognizing the opportunity to highlight his desire for greater U.S. investment and focus for West Bengal. Bhattacharjee covered the themes he typically raises in his meeting with U.S. officials: his acceptance of capitalist principles; the need to have equitable development, especially for agriculture sector; the desire for investment from large U.S. companies like Boeing and Dow; and an interest in educational cooperation. Bhattacharjee clearly is receptive to engagement with the U.S. However, his ideological flexibility and that of some of the West Bengal Communist leadership has not resulted in the West Bengal leaders being able to temper the national CPM leadership in its hard-line opposition to the U.S. and to growing Indo-U.S. cooperation

    দৃশ্যত খুশী হয়েছিলেন বুদ্ধবাবু। আবার capitalist principlee-কে accept-ও করেছেন। বিভ্রান্ত করার আর বাকী থাকল কী?
  • a | 208.240.243.170 | ২৭ এপ্রিল ২০১১ ০০:১১470330
  • দুটি কথা বলব।

    ১। টেকনিকাল কথা হল: এটা ইউএস দলের ইন্টারপ্রিটেশন। লিখছে যে একটা থিম আলোঅচ্‌না করেছেন সিএম, ইনক্লুডিং "... his acceptance of capitalist principles; the need to have equitable development, especially for agriculture sector; the desire for investment from large U.S. companies like Boeing and Dow; and an interest in educational cooperation"

    এর সাথে তফাত দেকুন আমার উদা:র কোটেড অংশগুলি, যেটা ইন্ডিকেট করে সিএম এই এই ওয়ার্ডিং ইউজ করেছিলেন

    ২। অটেকনিকাল কথা: খুশি হবেন না কেন? ওনার উপর দেশ চালানোর দায় আছে, সেজন্যে (কেন্দ্রের ঘাড়ে বন্দুক রেখে হলেও) investment চাই। উনি তো কতবার পরিসংখ্যানো দিয়েছেন যে কত investment এসেছে ইত্যাদি। খুশি না হবার কারণ কি?
    সিএম খুশি হলেও যদি লোকে ফুট কাটে তো চাপ!!
  • saikat | 116.203.178.192 | ২৭ এপ্রিল ২০১১ ০০:২৫470331
  • না না, খুশী হলে আমার কোন চাপ নেই। আমেরিকান পুঁজি এলেও আমার কোন চাপ নেই। কিন্তু মমতাকে কাল্টিভেট করতে হবে লিখলে, সেটার মানে সরকার পক্ষের কাছে অন্য কিছু হয়ে দাঁড়ায়। তাদের ব্যবসা-বাণিজ্যের সুবিধের জন্য মমতাকে তারা বেশী পছন্দসই মনে করতে পারে, সে সব আর মনে রাখা হয় না।
  • Ishan | 117.194.38.150 | ২৭ এপ্রিল ২০১১ ০০:৪১470332
  • রাইটো। এইভাবেই লোককে বিভ্রান্ত করার চেষ্টা হয়।

    মমতা আমেরিকার পক্ষে বেশি সুবিধাজনক, তিনি এবার সিএম হতে পারেন, ওনাকে কাল্টিভেট করা দরকার -- এটাও ইউ এস ইন্টারপ্রিটেশন। সেটা নিয়ে দেশ বেচে দেওয়া হল বলে হট্টগোল করার আগে এই "ইন্টারপ্রিটেশন' কথাটা মাথায় রাখার দরকার ছিল।

    এটা মাথায় না রেখে গোল পাকালে লোকে একটা কথাই বলবে। চালুনি বলে ছুঁচকে...

    নইলে বুদ্ধবাবুর কেবল নিয়ে কে আর হৈচৈ বাধাতে যেত। নেহাৎই কাচের ঘরে বসে ওনারা বাইরে ঢিল ছুড়লেন... :)
  • saikat | 116.203.178.192 | ২৭ এপ্রিল ২০১১ ০০:৫৪470333
  • jayanta-র দেওয়া Hindu-র লিংক-এ আরও মারাত্মক কথা লেখা আছে-

    Such positive expressions of support clearly left Mr. Paulson keen to explore further, because at the end of the meeting he dismissed his staff and Consulate officials to talk privately with the Chief Minister. Though the contents of that conversation have not been divulged, Mr. Paulson later told the media he had discussed with Mr. Bhattacharjee the Indo-U.S. nuclear deal.

    explore আর cultivate-এর কী বা তফাৎ সেটা স্যসুর-ই জানেন।
  • aka | 168.26.215.13 | ২৭ এপ্রিল ২০১১ ০১:১০470334
  • Secretary Paulson commented that one of the obstacles to greater FDI in India was uncertainty over contracts and the legal process. He said that commercial disputes need to be resolved fairly and quickly and mentioned as examples disputes with Dow Chemical and McDermott International reflecting the long legal process. Bhattacharjee said he understood and in fact, wanted Dow Chemical to invest in West Bengal and the state's proposed chemical hub. The CM did not understand why Dow should be saddled with Union Carbide's liabilities from the Bhopal accident. He assured the Secretary that if there was any investment problem, he would personally resolve the issue. He also encouraged Secretary Paulson to raise investment issues with the Prime Minister and Finance Minister.

    এটা উইকি লিং থেকে।

    আর এই যে কেন্দ্রীয় স্ট্যান্ড।

    In New Delhi, the protestors marched from Janter Manter to Parliament where they were stopped by the policy barricades. Those who addressed included Com. A B Bardhan, general secretary CPI, Prakash Karat, general secretary CPI(M), Debbrata Biswas, general secretary AIFB and Aboni Roy, secretary RSP. Hundreds of activists from the CPI(M), CPI, RSP and AIFB took part in the protest demonstration. They were demanding extradition of Warren Arderson accused in Bhopal gas tragedy, making of Dow Chemical to take up responsibility of cleaning chemical waste at the Union Carbide. They protested against the pressure tactics of US Administration to change Indian foreign policy.

    এই যে লিং
    http://cpimwb.org.in/cpim/?q=node/167

    ওপরের দুটো অনুচ্ছেদে Dow Chemical নিয়ে কি পড়লেন বলুন। এটাই বক্তব্য। প্রকাশ্যে আম্রিগা বিরোধী স্ট্যান্ড আর ঠাণ্ডা ঘরে গদি বাঁচানোর তাগিদ। ইনকনসিস্টেন্সি ইন পলিসি। নট গুড ফর পলিটিক্স।
  • r.h | 198.175.62.19 | ২৭ এপ্রিল ২০১১ ০১:১৫470335
  • বাকস্বাধীনতা বোধয়।
  • a | 208.240.243.170 | ২৭ এপ্রিল ২০১১ ০১:১৭470336
  • এই স্ববিরোধিতা তো ঘটনা, অস্বীকার করার জায়গা নেই তো
  • a | 208.240.243.170 | ২৭ এপ্রিল ২০১১ ০১:২৩470337
  • তবে, একটা ছোট্ট পয়েন চোখে পড়ল। এই কেবলটা ২০০৭ এর নভেম্বরের। আর যে মিছিলের কথা বলা হয়েছে সেটা ২০০৯-২০১০ এর নভেম্বর। সবথেকে বড় কথা, এর ভিতর ভোপাল মামলার রায় বেরিয়েছে আর অনেক তথ্য সামনে এসেছে। ফলে, স্ট্যন্ডের পরিবর্তন জাস্টিফায়েড হতেও পারে
  • jayanta | 14.96.58.126 | ২৭ এপ্রিল ২০১১ ০১:৫৭470339
  • এরপর কমরেড রা বলবেন " পরিবর্তিত পরিস্থিতে .............৩৪ বছর ধরে আমরা.................আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন................ "
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন