এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনিল বসুর বেশ্যা এবং বাক স্বাধীনö

    Biplab Pal
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১১ | ২৬২৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.97.171 | ০৪ মে ২০১১ ২৩:৪৪470473
  • বিরোধিতা করুন না। কিন্তু বিরোধিতা মানেই কি গালাগাল আর এই রকমের গালাগাল হতে হবে ?
  • aka | 168.26.215.13 | ০৪ মে ২০১১ ২৩:৪৮470474
  • শুধুই বিরোধীতা করতে গেলে একসময়ে গালাগাল ছাড়া আর কিই বা থাকে। যেখানে যেটা বললে লোকে খাবে। যেমন বিমান বসু ঢ্যামনা বলেছে।
  • dukhe | 117.194.246.221 | ০৪ মে ২০১১ ২৩:৪৯470475
  • কিন্তু গালাগালে এত অ্যালার্জিই বা কেন ? হ্যাঁ - হাতাহাতি বেটার হত - কিন্তু সেটা যখন হচ্ছে না - দুধের স্বাদ গালাগালেই মিটুক না ।
    কত্ত ইনোভেটিভ গালাগাল শুনেছি । কিন্তু সেসব লিখতে গেলে আবার কমিশন ধরবে ।
  • saikat | 116.202.146.96 | ০৪ মে ২০১১ ২৩:৫৬470476
  • বামপন্থীদের গালাগালি দেওয়ার ব্যাপারে আমার একটা তঙ্কÄ আছে। বামপন্থীরা তো সমষ্টিবাদী, মানে ইন্ডিভিজুয়ালরা তাদের কাছে সাস্পেক্ট, তঙ্কÄগত ভাবেই। ফলে ইন্ডিভিজুয়ালকে চাপা দিতে গেলে ঐ সব বেরিয়ে আসে।
  • Suvajit | 59.177.192.158 | ০৫ মে ২০১১ ০০:০০470477
  • ঢ্যামনা মানে কি? (সিরিয়াসলি জানতে চাইছি) - শব্দকোষ কি বলে?
  • Suvajit | 59.177.192.158 | ০৫ মে ২০১১ ০০:০৪470479
  • এদিকে পরশুদিন তারানন্দ না ২৪ ঘন্টা কোথাও একটা দেখলাম মমদিদি বলেছেন, সিপিয়েমের সব মন্ত্রী, কেউ ব্যাঁকা কেউ ট্যারা।
    বুঝলাম না কে/কাহারা ব্যাঁকা আর কে/কাহারা ট্যারা ক্যাটেগরিতে পড়ছেন।
    কিন্তু খবরের কাগজে বিশেষ হইচই দেখলাম না এ নিয়ে।
  • Suvajit | 59.177.192.158 | ০৫ মে ২০১১ ০০:০৮470480
  • অ। তো প্রথম অর্থ দেখলে তো বিমানবাবু একরকম প্রশংসাই করেছেন।
  • Arpan | 122.252.231.10 | ০৫ মে ২০১১ ০০:০৯470481
  • আর নির্বেদবাবু বলেছেন গৌতমবাবুর বিনোদনমূলক আবেদন খুব বেশি। হাই টিআরপি।
  • Mmu | 93.9.77.229 | ০৫ মে ২০১১ ০২:০৭470483
  • 'Arpan'---
    " ramteriganagamaili " toldbyMr.ShusantaGhosh.
    mostprobablyafterthemeetingof ' Chamkaitala' or ' keshpur'

  • Tim | 198.82.24.118 | ০৫ মে ২০১১ ০২:১৬470484
  • ঢ্যামনা তো একরকম সাপ। জন্তুদের নামে গালাগাল দেওয়া অতি প্রাচীন কুপ্রথা। নইলে এটা গালাগাল হতোনা।
  • byaang | 122.178.250.208 | ০৫ মে ২০১১ ০২:৩০470485
  • :-)) এইসব সরলমতি বালকদের জিকের দৌড় দেখলে এমন হাসি পায়!
  • ranjan roy | 122.168.238.128 | ০৫ মে ২০১১ ০৬:০১470486
  • "ঢ্যামনা' মানে নিবীর্য। ঢ্যামনা সাপের বিষ নেই, দেখতে বড়সড়।
    গাঁয়েগঞ্জে পুরুষদের মেয়েরা পরিস্থিতি অনুযায়ী গাল পাড়ে "ঢ্যামনা' বলে।
    তেমনি ঢ্যামনামি মানে নিষ্ফলা শো-বাজি।
    অরিজিৎ,
    আমার কথার আরেকটি মাত্রা আছে। বামপন্থীরা ব্যক্তির জায়গায় মতাদর্শকে গুরুত্ব দেন, তাই রাজনৈতিক বক্তব্য রাখেন। অর্থাৎ ব্যক্তি মমতা(বা ইন্দিরা গান্ধী) নন-ইস্যু।ওঁরা যে মতাদর্শকে রি-প্রেজেন্ট করছেন সেটা ইস্যু। অর্থাৎ ব্যক্তি মমতা(বা ইন্দিরা) না থাকলেও জনগণের অবস্থার কিছু ফারাক হবে না যতক্ষণ না মতাদর্শ বদলায়।
    তাই তাঁরা ব্যক্তিকে আক্রমণ না করে বিরোধী মতাদর্শকে আক্রমণ করেন, কোন প্রথাগত নৈতিক কারণে নয় ।তাঁরা জানেন যে রাজনৈতিক আক্রমণ অনেক বেশি গভীরে আঘাত করে।
    তাই যখন দেখি অরাজনৈতিক বক্তব্য ব্যক্তি আক্রমণ বা গালাগাল বাড়ছে , তখন মনে হয় নিজেদের রাজনৈতিক বক্তব্যের ওপর ওনাদের আস্থা কমে যাচ্ছে নাকি!
    মানুষ গালাগাল বা অভিশাপ কখন দেয়? অক্ষম রাগে।
    এখানে একটি ডিসক্লেমার।
    কোন ঘটনার সত্যাসত্য নির্ণয় কিন্তু অরাজনৈতিক ব্যক্তি আক্রমণ নয়। অর্থাৎ, মমতার পিএইচডি জালি না ঠিক, তা নিয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা আদৌ ব্যক্তি আক্রমণ নয়, তেমনি বুদ্ধদেবের আয়ের খবরে সুচেতনার আয়ের হিসেব। সুপ্রীম কোর্টের প্রাক্তন চিফ জাস্টিসের অঘোষিত আয়ের হিসেবে মেয়ে জামাইয়ের আয়বৃদ্ধিও দেখা হচ্ছে।
    আর বামপন্থী সমর্থকরা বামপন্থাকে অন্যদের থেকে সুপিরিয়র ভাববেন এটাই তো প্রত্যাশিত।
    আমি যদি ঘুষ খাওয়াকে অন্যায় ভাবি তাহলে "" পাশের বাড়ির কাকুও তো ঘুষ নিয়ে বাড়িগাড়ি করেছেন, আর আমার বাবা তো মাত্র একবার একহাজার টাকা নিয়েছেন! সেই নিয়ে এত কথা!"" এরকম বলবো কি!
    আর পার্টি সেন্সর করার পর অনিল বসু কি আদৌ ক্ষমা-টমা চেয়েছেন বা তারপর সুশান্তবাবুরা কিছু শান্ত হয়েছেন? তাহলে অমন সেন্সরের ভ্যালু কতটুকু?
    kc,
    বেশ তো! লিংক-টিংক চুলোয় যাক। আপনিই বানান না কেন একখান লিস্টি!
    ধরুন যখন থেকে কাজিয়া তুঙ্গে, সেই সিঙ্গুর-নন্দীগ্রাম জমানা থেকে; বা নির্বাচনী প্রচার থেকে।
    দিদিপন্থীদের বেসুরো অভব্য আক্রমণের ফর্দ এবং দাদাপন্থীদের ও। আমরা সবাই নির্মল আনন্দ পাই।
  • Tim | 198.82.24.118 | ০৫ মে ২০১১ ০৬:৩৫470487
  • আমার পোস্টটা তো এতে করে ভ্যালিডেটই হলো। ব্যাঙদির হাসির কারণটা বুঝলাম না। বিষহীন সাপ আর নির্বীর্য পুরুষের তুলনা করে একটা গালাগাল, সেটাকে খিল্লি করেছি মাত্র। এর সাথে জিকে ফিকে হওয়ার সম্পর্ক কী?
    এনিওয়ে, টইয়ের বিষয় থেকে সরে জাচ্ছি। থামি।
  • byaang | 122.167.227.165 | ০৫ মে ২০১১ ০৮:১১470488
  • ওহে তিমি, বেশি অভিমান দেখিও না। বরং মেইলবাক্সো দ্যাখো।
  • Tim | 128.173.38.228 | ০৫ মে ২০১১ ০৮:২৫470489
  • আরে ক্ষি চাপ! চাট্টি ঝগড়া কচ্চিলাম, বুইলে? :-)
    বরম গালিগালাজের টইটা তুলে এনে আরেকটু বিশ্লেষণ করা যেতে পারে।
  • SB | 115.187.41.60 | ০৫ মে ২০১১ ০৯:১৫470490
  • একটা পয়েন কেউ বলেনি, আমরা ক্রমশ সভ্য হচ্ছি। আগে যেসব গালি ব্যবহার হোত, সাধারন মানুষই করতেন, এখন সেসব হয়না। গ্রামে গিয়ে দেখলে দেখা যাবে, এমনকি শহরের রাস্তাঘাটেও, অনেক কিছুই চলে, চলছে যেগুলো এই পাতায় বেমানান। আজ সকালে মেয়ে কে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে এই টুকু সময়ের মধ্যে কম পক্ষে ৪টে শব্দ শুনেছি যেগুলো আন-পার্লামেন্টারি।

    আমরা নিজেরাও কলেজে, হোস্টেলে এমনই ভাষা ব্যাবহার করতাম যেগুলো আন-পার্লামেন্টারি শুধু নয় সেক্সিস্ট .... যাউগ্গিয়া। ইস্যুটা হোল আমরা তো সেইসব ভাষা ভুলে যাইনি, কিন্তু ব্যাবহার করিনা, নর্মালি, খুব উত্তেজিত হয়ে কাউকে কাউকে এসব করে ফেলতে দেখেছি ;-) সে অন্য গপ্পো। বেশিরভাগ সময়েই দেখেছি এরা বলে যে, হ্যাঁ বলেছি, কিন্তু 'mean' করিনি, অভ্যাসবসত।

    আমার বদ্ধমূল ধারনা সাধন পান্ডে, বা অনিল বসু খুব উত্তেজিত হয়েই এইসব কথাবার্তা বলে ফেলেছেন, ভিতরে ছিলই, বেড়িয়ে এসেছে। ভূল অবশ্যই করেছেন, তবে ব্যাপারটা সিরিয়াস অন্য কারণে, ওই যে 'ভিতরে ছিল" ব্যাপারটাই মুস্কিলের, নিশ্চই এনারা এসব ব্যাবহার করেই থাকেন, সেটা মাইকের সামনে, ক্যামেরার সামবে হয়ে গেছে। আমরা হয়তো অনেকেই আর 'ওসব' ব্যাবহার করিনা, কিন্তু গ্রামে বা শহরে একটা বড় অংশের মানুষ এখনও 'ওসব' ব্যাবহার করেন, তাদের মধ্যেই এনারা কাজ করেন, তাই তারাও ব্যাবহার করেন 'ওসব'। আর মাঝে মাঝেই বেড়িয়ে যায়। বিনয় কোনারের ব্যাপারটাও আমার ধারনা একই ধরনের।

    এলাকাতে গিয়ে হয়তো দেখা যাবে এরকম অনেকেই বলেন, উনিও বলেন, আগেও বলেছেন, সেটা ন্যাচারালই নেয় সেখানকার মানুষ, কোল-কেতার "পেইড" মিডিয়া থাকেনা সেসব ইস্যু করার জন্যে, এইবারে ছিল, তাই এত্তসব।

    একজন লিডার হিসেবে ওনার, ওনাদের একটা দায়িত্ব আছে এসব না বলার, "পেইড মিডিয়া' সামনে থাকুক না থাকুক। আমার মনে হয়না উনি তিণোমূলের কাছ থেকে পয়সা খেয়ে এসব বলেছেন, অভ্যাসবসতই বলেছেন, ওখানে সব্বাই বলে এরকম করেই, কিন্তু লিডার যেহেতু, তাই ওনার উচিত ছিল দৃষ্টান্ত স্থাপন করার, এসব এড়িয়ে চলার। পার্লামেন্ট "সভ্য' যায়গা, শুয়োর থাকুক আর না থাকুক, সেখানকার এক্স-মেম্বারের উচিত সভ্যতার দৃষ্টান্ত স্থাপন করার। শেষে, ভাষা ভঙ্গিমা বাদ দিলে, অনিল বসুর বক্তব্যটার সাথে একমত আমিও। কেউ "কাল্টিভেট" করবে, কেউ "এয়ার ড্রপ" করবে, এত ইন্টারেস্ট যখন, তখন টাকার সোর্সের অভাব আর কোথায়।
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ০৯:২৬470491
  • আচ্ছা, কাল না পরশু রেডিফে বিমানবাবুর একটা ইন্টারভিউ দেখলাম - মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ-তুদ্বেগ আছে তাতে । কিন্তু ওনার - যা বলেছেন - কোন বাড়িটাড়ি নেই, পার্টি আপিসে থাকেন আর ১৬০০ টাকা মাসোহারা পান - তাতে দিব্বি চলে যায় । নেশা বলতে চা আর সিগারেট । পড়ে থেকে কেমন ধন্দে আছি - ১৬০০ টাকায় যখন আরামসে লোকের মাস চলে যায়, সত্যি কি মূল্যবৃদ্ধি হয়েছে ?
  • kc | 194.126.37.78 | ০৫ মে ২০১১ ০৯:৫৮470492
  • অত ধন্দের কিছু নেই। আর্কেএমের সাধুদের জীবনযাত্রাও অনেকটা একইরকম। অবশ্য ধন্দটা যদি খিল্লির উদ্দেশ্যে হয়ে থাকে তাইলে অন্য কথা।
  • Bratin | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১০:৩৫470494
  • যা বুঝলাম বাম দলে যেহেতু বুদ্ধিজীবি র সংখ্যা বেশী। কারণ ওনারা কথায় কথায় তৃণমূল কে খিল্লি করে। আর গালগালি তে ওনারা এগিয়ে । যদি স্ট্যাটিসটিক্যালি দেখি সেক্ষেত্রে বলতে হয় বুদ্ধিজীবি দের আর গালাগালি দেওয়া এর মধ্যে একটা হাই পজেটিভ কোরেলেশন আছ!!
  • Bratin | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১০:৩৮470495
  • তার মানে কি দাঁড়াল? x যদি গালাগালি দেয় সেটা y র গালাগালি দেওয়া কে justify করে?

    x : সমাজের যে কোন লোক
    y : বিশেষ পার্টির নেতা
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১০:৩৯470496
  • "Our not condemning such behaviour on TMC’s part is simply because we do not and never had any expectations of the TMC, for there is no larger claim there about representing the ‘working class’ and about being the agents of ‘World-History’!

    http://kafila.org/2011/04/30/a-few-lessons-on-marxism-and-politics/
    '

    প্রশ্নের উত্তর আদিত্য নিগমের লেখায় পেলাম। রঞ্জনদাও প্রায় এটাই লিখেছেন।
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১০:৫৩470498
  • অ কেসি, পার্টি কি এনাদের সব খরচ খচ্চা দেয় ? মানে ঐ ১৬০০ টাকায় কী কী কভার করে সেটাই প্রশ্ন । ওটাতে দেখলাম বুদ্ধবাবু ফ্যামিলিম্যান বলে পার্টি ওনাকে ৫০০০ করে দেয় ।
    আরে খিল্লি নয়, খবরাখবর নিয়ে রাখি - যদি কেরিয়ার ঐদিকে ঘোরাই - ঘাঁতঘোঁতগুলো জেনে রাখা ভালো । আরকীমটা মনে হয় পারব না ।
  • SB | 115.187.41.60 | ০৫ মে ২০১১ ১০:৫৩470497
  • কিন্তু এরকম ক্লেইম তো করা হয়ই, তিণোমূল প্রকৃত বামপন্থি ইদ্যাদি ....
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১০:৫৯470499
  • এটাও বুঝি না - ওয়ার্কিং ক্লাসকে রিপ্রেজেন্ট করা মানে সে খিস্তি কম দেবে ? এই প্রত্যাশা কার ? কেন ?
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ১১:০৪470500
  • না না , যত বেশি রিপ্রেজেন্ট করবে, তত বেশি দেবে তো! 'ওসব' তো ওয়ার্কিং ক্লাসের ভাষা !
    বানপন্থীদের বেশি গালাগাল দেবার তাঙ্কিÄক ব্যাখ্যা খুঁজছিলেন না ? এই তো পাওয়া গেছে। যত বেশি মাটি-মানুষের কাছাকাছি, তত বেশি 'তাদের' ভাষা অর্থাৎ কিনা খিস্তি-খেউড়, তত বেশি ডিক্লাসড প্রমাণিত হওয়া :)

  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১১:০৭470501
  • তাহলে এই লাইনটা সম্ভবত: ইপ্সিতাদেবীর বেশি পছন্দ হবে - "In response to some of our criticisms of the misogyny, sexism and crass political cynicism in the CPM, our critics have only one, rather pathetic response: Trinamool Congress also does it! Great! These gentlemen revolutionaries who want to create a New Man, no less, have to justify their degeneration by pointing to the TMC!'

    জাস্ট আগের লাইনটা।
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১১:০৮470502
  • মানে একই লেখার আগের লাইন।
  • dukhe | 117.194.225.105 | ০৫ মে ২০১১ ১১:১০470503
  • ওরে না: - এই বাজারে একজন দেবীর আবির্ভাব হল । গৌতম দেব, বুদ্ধদেব, রবীন দেব - বোর হয়ে যাচ্ছিলাম ।
  • kc | 194.126.37.78 | ০৫ মে ২০১১ ১১:১৩470505
  • গালাগালি দেবার তাত্বিক ব্যাখ্যা একটাই, পাতি ফুটো মস্তানি। অতই যদি 'ডিক্লাসড' হয়ে থাকেন তবে নিজের মা-বাবাকে একবার গাল দিয়ে দেখা উচিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন