এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনিল বসুর বেশ্যা এবং বাক স্বাধীনö

    Biplab Pal
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১১ | ২৬২৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৬:৪৫470573
  • আমি স্লাইট কনফিউজড। এট্টু সামারাইজ করি:

    ১। সিপিএম কি তালে চ্যানেল চালায়? নাকি চালানোর কোনো প্রমান নেই তাই বেনিফিট অফ ডাউট দেওয়া হবে? :)
    ১।ক। যদি চালায়, তাহলে প্রফিটও কি পায়? তাহলে সিপিএম কি শিল্পপতিদের বিরুদ্ধে একটি পাল্টা শিল্পপতি?

    ২। ২৪ ঘন্টা কি আজকাল কি পেইড সাংবাদিকতা করে?

    ৩। পইড মিডিয়া যখন ব্র্যান্ড বুদ্ধের জয়গান করত, তখন তাদের কে পয়সা দিত? আমেরিকা?

    ৪। গুরু যদি পেইড সাংবাদিকতা করতে চায় তাহলে এ ব্যাপারে কোথায় অ্যাপ্লাই করতে হবে?
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১৭:০০470574
  • আমিও একটা প্রশ্ন করি। ইশান নিশ্চয় উত্তর জানে।

    কিম ডেভি-র সাক্ষাৎকারের সাথে সাথেই সুমন তেড়েফুঁড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের একটা চিঠি (বারোই ডিসেম্বর তারিখের) নিয়ে হইচই ফেলে দিলো যে কেন্দ্রের তরফে রাজ্যকে সতর্ক করা হয়েছিলো, অথচ রাজ্য বলছে সেই চিঠি এসেছিলো সাত দিন পর। চিঠি কোন জিপিও তে আটকেছিলো রাজ্য সরকার জবাব দাও। (আশা করি কেউ অস্বীকার করবেন না, অনুষ্ঠানটা নিজে চোখে দেখেছি)।

    পয়েন্টটা হল - ওই একই চিঠি সম্পর্কে টাইম্‌স নাও বার বার বলেছে যে চিঠিটা পাঠানো হয়েছিলো রেজিস্টার্ড পোস্ট উইথ এডি-তে - টাইম্‌স নাও-এর ভাষায় "known to be the slowest medium'। ২০০১ সালে ইন্ডিয়ান এক্সপ্রেসেও এই খবরটা বেরোয় - যে কেন্দ্রীয় সরকারের কাছে খবর ছিলো।

    তো এই ব্যাপারে কিম ডেভি কেন এখন বলছে, কোথায় অস্ত্র যাচ্ছিলো, কেন যাচ্ছিলো ইত্যাদি কনস্পিরেসী থিওরিতে আমি যাবোই না। এটা পুরোপুরি পাবলিকলি ডিসক্লোজ করা উচিত, কাজেই আপাতত: সেই প্রশ্ন থাক।

    প্রশ্নটা অন্য। সেটা হল এই ক্রিটিক্যাল পয়েন্ট - অর্থাৎ রেজিস্টার্ড পোস্ট - এটা এভাবে এড়িয়ে যাওয়ার এত তাগিদ কেন সুমনের? প্রণববাবুর (তিনিই তখন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন) চাপে নয়তো? সুমন কি ব্রীফ নিয়েছে কারো? এটা আরো রেলিভান্ট প্রশ্ন কারণ ইস্যুটা শুধুমাত্র কং-সিপিএম ঝগড়ার চেয়ে অনেক অনেক বড়।

    আমিও খুব কনফিউজড।
  • saikat | 202.54.74.119 | ০৫ মে ২০১১ ১৭:০১470575
  • উঁহু, সিপিএম শিল্পপতিদের বিরুদ্ধে একটি "উল্টোপাল্টা" শিল্পপতি।
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৭:০৮470576
  • আ মোলো যা। আমি কি করে জানব। তবে আন্দাজ করতে পারি কথাটা কোথা থেকে বলেছে। সেই মাওবাদী সমস্যা নিয়ে চিদাম্বরমের চিঠির সময়েই আমরা হক্কলে হতবাক হয়ে জানতে পারি, যে, সরকারি চিঠি রেজিস্টার্ড পোস্টে পাঠানো হয়। ইমেল টিমেল তো নয়ই, এমনকি ফ্যুআক্সও না। এবং সে চিঠি জিপিওতে পড়ে থাকে।

    বারো তারিখে চিঠি পাঠানো হয়েছে এবং রাজ্য সাতদিন পরে পেয়েছে, এটা শুনলে আমারও প্রথম ঝলকে ঐ একই কথা মনে হত, যে, নির্ঘাত কোনো জিপিওতে আটকে ছিল। তাতে তো দোষের কিছু দেখতে পাচ্ছি না।

    অবশ্য খুব রেগেমেগে জবাব চেয়েছে কিনা জানিনা। আমি প্রোগ্রামটা দেখিনি। :)
  • Sibu | 68.27.130.43 | ০৫ মে ২০১১ ১৭:১০470577
  • ওহে অজ্জিত, তুমি বরং এই যুক্তিটার বিরুদ্ধে যুক্তি দাও।

    -- সিপিএম খুব উদ্ধত।

    -- মমতা আরো বেশী উদ্ধত।

    -- তা হোক। মমতা তো বামপন্থী না। সুতরাং মমতা সিপিএমের চেয়ে ভাল।
  • Bratin | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৭:১৩470578
  • শিবু দা, সি পি এম উদ্ধত প্রমাণিত। কিন্তু মমতার ওদ্ধত্য কি এখান ও প্রমাণ হয়েছে? :-))
  • Sibu | 68.27.130.43 | ০৫ মে ২০১১ ১৭:১৪470579
  • মাইরি!!
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১৭:১৬470580
  • "চিঠিটা কোন জিপিওতে আটকেছিলো সেটা বুদ্ধবাবু জানাবেন কি?' - এই ছিলো এগজ্যাক্ট শব্দগুলো।

    প্রশ্নটা ক্লিয়ার হয়নি সম্ভবত:।

    আমি সাংবাদিক হলে আগে যে প্রশ্নটা করতাম সেটা হল - এরকম আর্জেন্ট ব্যাপারে চিঠি রেজিস্টার্ড পোস্টে পাঠানো হয়েছিলো কেন? ফ্যাক্স বা ফোন নয় কেন? আজ বর্ডারে যুদ্ধ লাগলেও কি রেজিস্টার্ড পোস্টে খবর পাঠানো হবে? তো এই স্বাভাবিক প্রশ্নটা সুমনের মাথায় এলো না? আর ওই এক ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরের চিঠির কপি সুমনের হাতে এলো কোথা থেকে? রাজ্য সরকার নিশ্চয় নিজেদের ছড়ানোর নমুনা (যদি ছড়িয়ে থাকে) ওর হাতে দেবে না। তাহলে কি যারা ছড়িয়েছে তারা ওকে ব্যবহার করলো নিজেদের পিঠ বাঁচানোর জন্যে?

    এই প্রশ্নগুলো মনে আসে না? মানে রাত্তির সাড়ে এগারোটায় এক পরিচিত কট্টর সিপিএম-বিরোধী ফোন করে এইসব বলে ফেললো...

    যদি এই প্রশ্নগুলো স্বাভাবিক মনে না হয় তাহলে বলতেই হবে সিপিএমপন্থী এবং বিরোধীদের মধ্যে কিছু জিনঘটিত তফাত রয়েছে;-)
  • Netai | 121.241.98.225 | ০৫ মে ২০১১ ১৭:১৭470581
  • আনন্দবাজার যখন ব্র্যান্ড বুদ্ধ বলে নাচানাচি করছিল তখন ই আজকালে দেখেছি সিপিয়েমের উদ্দেশ্যে সতর্কবানী। চেনা শত্রুর ভোলবদলে আরোও সতর্ক হবার আহ্বান। আমারো দৃঢ় বিশ্বাস, আনন্দবাজারের বুদ্ধ বুদ্ধ করে নাচানাচির বিশেষ উদ্দেশ্য ছিল।
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১৭:১৮470583
  • সত্যি!

    "গুন্ডামি ভিতরে ঢুকিয়ে দেবো। আমরা অনেক গুণ্ডা ক®¾ট্রাল করি।'
    "৭২ থেকে ৭৭ ওরা কোথায় ছিলো? সব তো পালিয়ে গেছিলো।'

    ডকুমেন্টেড ডায়লগ। ভিডিও রয়েছে।
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১৭:২৪470584
  • এবং টাইম্‌স নাও-য়ের কন্সপিরেসী থিওরী ডিনাউন্স করার জন্যে সুমন বেশ ভালোই চেষ্টা চালিয়েছে। সেদিন রাতে অর্পনের একটা পোস্টও ছিলো এই সম্পর্কে। এবং পরের দিন একজন রাজ্য পুলিশের অফিসার - যিনি সম্ভবত: বিজন সেতু মামলার তদন্তে ছিলেন - তাঁকে নিয়ে এসে এক্ষপার্ট কমেন্ট দেওয়ানো হয় যে না: ডেভি ঢপ দিচ্ছে...

    মানে ডেভি ঢপ দিচ্ছে (দিতেই পারে) সেটা প্রমাণ করানোর তাগিদটাই বেশি প্রমিনেন্ট ছিলো - রাদার দ্যান আস্কিং ফর দ্য হোল থিং টু বি ডিসক্লোজড। গার্ডিয়ান বা ইন্ডিপেন্ডেন্ট বাদ দাও - ডেইলি মিররও মনে হয়ে এচ্চেয়ে ভালো দিত।
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৭:২৫470585
  • দাবীটা কি? সুমন পয়সা খেয়ে করেছেন? প্রমান করলেই মেনে নেব।

    একই ভাবে অশোক দাশগুপ্ত পেইড কিনা সেটাও প্রমান করলেই মেনে নেব। এমনকি বুদ্ধদেব সিআইএর এজেন্ট, সেটাও প্রমান দিলেই মেনে নেব। :)

    আর সিপিএমের পেশি-হুঙ্কারের পাশে মমতাকে, সত্যি বলছি কি বাচ্চা লাগছে। :)
  • de | 59.163.30.2 | ০৫ মে ২০১১ ১৭:২৬470586
  • তারানন্দের এই সুমন কি অসীম দাশগুপ্তের রিলেটিভ?

    সুমনের দুটো ভাব আছে! একটা সত্যসন্ধানী ব্যোমকেশ টাইপের ভাব -- যখন সিপিয়েমের কারুর ইন্টার্ভিউ নেয়, আরেকটা কানুপ্রেমে গদগদ রাধা ভাব -- যখন টিমি্‌সর কাছে যায়! হাসির ফোল্ডই পাল্টে যায় :))
  • de | 59.163.30.2 | ০৫ মে ২০১১ ১৭:২৭470587
  • *টিয়েমসি
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১৭:২৮470589
  • দুটো চোখ খুলে টাইম্‌স নাও আর স্টারানন্দ দেখলে যে প্রশ্নটা মনে আসা স্বাভাবিক সেটা হল "Whose arse is he trying to protect and why?'

    আনফরচুনেটলি অনেকের সেটা মনে হয় না।

    খুব রিসেন্ট ঘটনা বলেই এটা লিখলাম - এটুকু বলার জন্যে যে এরা সকলেই ম্যানিপুলেটেড। হয়তো টাইম্‌স নাও-ও। তবে তারা অ্যাটলিস্ট পুরো ডিসক্লোজারটা দাবী করেছিলো।
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৭:২৮470588
  • এইটা দে একদম ঠিক কয়েছে। আমিও লক্ষ্য করেছি। তবে বছর দুই আগে কেসটা এক্কেবারে উল্টো ছিল। :)
  • de | 59.163.30.2 | ০৫ মে ২০১১ ১৭:২৯470590
  • সুমনের ঐ "প্রমাণ" টাও খুব জনপ্রিয় হয়েছে -- চারিপাশে খুব শোনা যাচ্ছে!
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৭:৩১470591
  • হয়তো সিপিএমও ম্যানিপুলেটেড। হয়তো বুদ্ধবাবুই বঙ্গের গর্বাচেভ। কে জানে। :)
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১৭:৩৩470592
  • ওই ডায়লগদুটো ব্রতীনের জন্য। প্রমাণ চাইলো কিনা। যদিও তোর মত ব্রতীনেরও মনে হতে পারে ওটা কিসুই নয়। তবে কিনা ওতে দুটো জিনিস প্রমাণ হয় - এক, মমতা গুণ্ডা ক®¾ট্রাল করেন (ব্রতীন জানতো শুধু সিপিএম করে, মমতা নিজেই ওকে সত্যিটা জানালেন) আর দুই, ৭২-৭৭ কিছু ব্যাপার হয়েছিলো (এগুলোও ব্রতীন মনে হয় জানতো সিপিএমের অপপ্রচার)।
  • Rajdeep | 115.111.126.179 | ০৫ মে ২০১১ ১৭:৩৪470594
  • অরিজিত ওটা মোটেও দোষের নয় । এইভাবে অ্যানালিসিস করতে হবে "সাব অলটার্ন- সেমি আরবান ভাষায় প্রকাশ" আর তাতেও যদি আটকায় তাহলে এই কদিন আগে নতুন শোনা ""পুরুষশাসিতসমাজের বিরুদ্ধে এক ম্যাচো মহিলার চ্যালেঞ্জ""

    আর কত্তদিন আগে বুড়োশান্তি মাঠে নচিনেত্তোর পর বিরিয়ানি ! কি কুক্ষণেই না লিখেছিলুম - এক্কেবারে মাথায় ঢুক্কে গ্যাছে গো :-)

  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৭:৩৫470595
  • তারানন্দ এখন মমতাকে জেতাতে উঠে পড়ে লেগেছে। সম্ভবত তাছাড়া সুমনের আর কোনো মোটিভ নেই। কোনো গোষ্ঠীর কোনো অ্যাজেন্ডা থাকতেই পারে। তবে তার জন্য পেইড বা আমেরিকার দালাল না বলাই ভালো। আকাশে মল ছুঁড়লে নিজের গায়েই এসে পড়ে। :)
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১৭:৩৬470596
  • দাবী কিছুই না। সুযোগ পেলে সুমনকে এই প্রশ্নটাই করতাম - যে whose arse are you trying to protect and why?

    পাবলিকের সেই সুযোগটা আছে বলে মনে হয় না। আর ওই "মুখোমুখি' সিরিজে হয়তো ফোন-ইন থাকে, কিন্তু সেখানে আগে বোর্ডে প্রশ্ন জানাতে হয়, অর্থাৎ...
  • orbachin | 58.8.208.17 | ০৫ মে ২০১১ ১৭:৩৭470597
  • এই সব যুক্তি তর্কে অনেক ঝামেলা। তার চেয়ে ইশান যেভাবে PT-র সাথে সাথে জিতেছে.... সেটাই পথ আজকে। পাতি বাঙ্গলা খিস্তি....। অনিল বসু আর ইশানের বোধ হয় এক-ই গুরু। ঠিকানা পেলে অমিও নাড়া বাধি। তবে এই পাতায় একটা সুবিধে... খিস্তি করলে sorry বলতে হয় না। আনিলবাবু-র খেত্রে ওটাই একটু সমস্যা হয়ে গেছে।
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৭:৩৮470599
  • আ মোলো যা। নচিকেতা আর বিরিয়ানি অনেকেই লিখেছে। খোদ গণশক্তি অব্দি। :)
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১৭:৩৮470598
  • যাক, একটা কথা স্বীকার করলো;-)

    কিন্তু কেন? মানে এজেন্ডাটা কার সেটাই জানার ইচ্ছে।
  • Sibu | 68.27.130.43 | ০৫ মে ২০১১ ১৭:৩৯470600
  • সেই কলি ভাটের কোশ্নো।

    সিপিএম, টিএমসি, নক্সাল, সুসি, মিডিয়া আউটলেটস, এদের সব্বাইকে স্থান দিতে হলে গুয়ের ক'টি পিঠ দরকার?
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১৭:৪০470601
  • সিঙ্গুর এপিসোডে যে স্টারানন্দ/আবাপ মমতাকে তুলোধোনা করেছে, সেই একই মিডিয়া সেই একই লোককে জেতাতে উঠেপড়ে লেগেছে (ঈশানের কথায়, আমার অবজার্ভেশন হল লোকসভা ভোটের ঠিক আগে থেকে) - এই অ্যাবাউট টার্ন কেন এটাই তো একটা মিডিয়া স্টাডিজের পিএইচডি থীসিসের টপিক।
  • Sags | 114.143.7.146 | ০৫ মে ২০১১ ১৭:৪২470603
  • এই ব্র্যান্ড বুদ্ধ ব্যাপারটা মনে হয় আবাপের সেই মেকিনজি খ্যাত সিয়িওর কাজ ছিলো। অনেকটা টি-ও-আই স্টাইলে, সব সময় গুড নিউজ দাও। ব্যাড নিউজ কম, হতাশা কম, আর আশার কথা বেশি। একটা কর্পো কর্পো গ্ল্যামার গ্ল্যামার ভাব। কিন্তু সেটা আবাপের মালিকদের পছন্দ হয়নি, তাই পরিবর্তন। সিয়িওর পাঠও বহুদিন চুকে গেছে।
  • Rajdeep | 115.111.126.179 | ০৫ মে ২০১১ ১৭:৪২470602
  • না PT কে ইশান কোনও খিস্তি দেয় নি , অন্যকেউ দিয়েছিলো

    তখন অবিশ্যি খিস্তিতেই শান্তিকল্যাণ হয়েছিল .... মানে খিস্তিকল্যাণ আর কি !
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৭:৪৩470605
  • সামনে/আড়াল থেকে আর কোন খিস্তিটা বাকি আছে? দ্যাখেন যদি আরও "উন্নততর' কোনো খিস্তি দিতে পারেন। :)

    তবে অজুহাতের প্রয়োজন নাই। মানে আমি পিটিকে কোনো খিস্তি দিইনি আর কি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন