এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনিল বসুর বেশ্যা এবং বাক স্বাধীনö

    Biplab Pal
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১১ | ২৬২৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৭:৪৬470606
  • আরে এইটা তো এই মার্কেটে ভুলে গেছিলাম।

    কিষেঞ্জি আর ম্যাকেঞ্জি দুজনকেই বাংলায় ডাকল কে? বুদ্ধবাবু আবার কে? :)

    টিএমসির কাউকে বললেই দেয়াল লিখে দিত। :)
  • Arijit | 115.249.42.177 | ০৫ মে ২০১১ ১৭:৫০470607
  • এখনও সময় আছে। শেষে ফেজে এটা চালিয়ে দিলেই হয়। ওই চত্তরে তো কিষেঞ্জির ফতোয়াই রয়েছে সিপিএমকে প্রচার করতে দেওয়া হবে না।

    যাক্‌গে - সমস্ত রেজোলিউশন ভেঙে প্রচুর তর্ক করে ফেলেছি এইসব নিয়ে। মাসখানেকের কোটা শেষ। যাই, গাঁতাই।
  • kc | 194.126.37.78 | ০৫ মে ২০১১ ১৭:৫৫470609
  • আজকের মার্কেটে ঈশান আর অজ্জিত দুজনেই পুরো গাঁগাঁ।
  • Ishan | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৭:৫৫470608
  • স্বীকার করার কি আছে? যে কোনো লোক/গোষ্ঠী যাকে খুশি সমর্থন করবে। সোজা কথা। সে নিয়ে খিল্লিও চলতে পারে। কিন্তু "পেইড', "আমেরিকার দালাল', এসব কি? এসব কানে এলে আবার বলব। তাতে কেউ আমাকে সুমন দে/আবাপ/টিএমসি/আমেরিকা/বাইচুং ভুটিয়া যার খুশি সমর্থক ভাবতে পারে। আমার বয়েই গেল।
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ১৮:০৫470610
  • আচ্ছা, কিম ডেভি তো মোটামুটি এই স্টেটমেন্ট এক বছর আগেই দিয়েছিলেন। তখন রাজ্য সরকার বা কোন মিডিয়া থেকেই কোন প্রশ্ন করা হয় নি কেন ? সবাই তখন পেইড ছিল ?
  • pi | 72.83.97.171 | ০৫ মে ২০১১ ১৮:০৯470611
  • আর 'ব্র্যাণ্ড বুদ্ধ' বানানোর ফেজে কোথা থেকে পেইড হত ? :)
  • Bratin | 122.248.183.1 | ০৫ মে ২০১১ ১৮:১১470612
  • না অরিজিত, আমি বলছি প্রমাণ টা হল কী করে? যাই হোক !! ৭২-৭৭ সালের ঘটনা জানি । সেটা মোটেই সমর্থন করি না।
    যেমন করি না একটা দলের ৩৪ বছর ক্ষমতায় থাকা ( রং নির্বিশেষে)।

    বোধি, একদম ঠিক বলেছে। আমরা তোমাদের বোঝাতে পারবো না ( বা তোমরা বুঝতে চাইবে না) আর তোমারও আমাদের বোঝাতে পারবে না ( বা আমরা বুঝতে চাইবো না)।

    রবীন্দ্রনাথের কবিতা মনে আসছে :

    ' এ কেবল দিবারাত্রে
    জল ঢেলে ফুটা পারে
    বৃথা চেষ্টা
    তৃষ্ণা মিটিবারে'

    কাজেই কাটান দাও। :-))

    শুভ সন্ধ্যা!!
  • Rajdeep | 115.111.126.179 | ০৫ মে ২০১১ ১৮:১২470613
  • পাই - "বামপন্থী' তৃণমূলের ফিকির চ্যারম্যান অমিত মিত্র কে অর্থমন্ত্রী করার প্ল্যানিং নিয়ে কি যুক্তি ? বিপ্লব ত্বরান্বিত করা বুঝি !
  • aka | 168.26.215.13 | ০৫ মে ২০১১ ১৮:১৭470614
  • এই পেয়েছি, রাজদীপ আমার কথার কনটেক্সট তুলেছে।

    সিপিএম ও টিএমসি দুইই গুণ্ডা পোষে। সিপিএমের একজন গণ্যমান্য ব্যক্তিত্ব আবাপতে প্রবন্ধ লিখেছিলেন। মমতা সেটাই মাইক হাতে বলেছেন। দুজনের ভাষা অন্যরকম। একজনের সম্ভ্রান্ত, শিক্ষিত ভাষা আর অন্যজনের ম্যাচো। যখন বলি পুরুষশাসিত পলিটিক্সে নিজের জায়গা করে নেওয়ার জন্য ম্যাচিস্মো, তখন মমতার মুখের ভাষার কথা বলি, বডি ল্যাঙ্গোয়েজের কথা বলি যার দায় কোন পুরুষ পলিটিশিয়ানের নেই। তার মানে দুই দলই গুণ্ডা পোষে এটা অস্বীকার করা নয়।

    দিনশেষে আমি বলতে পারি টিএমসি, সিপিএম দুইই ফালতু। কে বেশি ফালতু? গত খান দুয়েক বড় ভোট দেখলে বলতে হয় সিপিএম কারণ জনতা সিপিএমের বিরুদ্ধে ভোট দিয়েছে। 'সংসদীয় গণতন্ত্রে' বিশ্বাসী যেকোন দল সেটাই মেনে নেবে। কিন্তু প্রবল সমর্থক, অ্যাক্টিভ কর্মীরা এটা মনে নিলেও মেনে নিতে পারেন না। সমর্থকদের যদিও বা কিছু চান্স আছে, কর্মীরা বাই ডেফিনেশন এটা মেনে নিতে পারবেন না।
  • aka | 168.26.215.13 | ০৫ মে ২০১১ ১৮:২৩470616
  • ডেভলপমেন্ট ইত্যাদি প্রশ্নে টিএমসির কোন নীতি নেই। একদম সত্যি। এবং সেই জন্যই "DOW Chemical' জাতীয় কোন কনফুশন নেই। তাতে সুবিধাই বেশি, যা দরকার বলে মনে করবে তাই করবে, খামোকা কনফিউজড হয়ে বসে থাকবে না। ডেভলপমেন্ট হবে কিনা ডিপেন্স অন যারা মন্ত্রীসভায় যাচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল ক্যারিশমার ওপর, তাই অমিত মিত্রর মতন লোক দরকার। খুব সিম্পল, বামপন্থা মাড়িয়ে তো এই ল্যাবাড়ে অবস্থা। একটু প্র্যাগম্যাটিজম মাড়িয়েই নয় দেখা যাক।
  • Rajdeep | 115.111.126.179 | ০৫ মে ২০১১ ১৮:৩১470617
  • আরে আপুনারে তো জিগাইনি :)
    টেনশন নিচ্ছেন ক্যানো ; অমিত মিত্তিরের "মাড়ানো" (আপানার কথায়) সব্বাই এনজয় করবে

    আর ভোট দিয়ে বুঝি ফালতু বিচার হয় ? তাইলে নেপালে মাওবাদিরা ফালতু নয় বলছেন, নয়ের দশকে খালেদার দলও ফালতো নয় এমনকি গেস্টাপোরাও ভোটে জিতেছিল আবার কানু সান্যালের দলও ভোটে হেরেছে - ক্ষী ক্ষান্ড !
  • Suvajit | 168.244.164.244 | ০৫ মে ২০১১ ১৮:৪৪470619
  • এই নিয়ে সেদিন আমাকে এক বন্ধু ব্যাপক ফান্ডা দিলো। বলে যে পশ্চিমবঙ্গের অবস্থা এখন CMMI লেভেল ওয়ানের মতন। কিছু কিছু কাজ হয়তো হচ্ছে কিন্তু সর্বব্যাপী কোনো ইনিশিয়েটিভ নেই। আমাদের যেতে হবে এখন লেভেল থ্রিতে। তাই এমন একজনকে দরকার যে ডান্ডা মেরে কাজ করাবে, কোনো প্রশ্ন না, এই প্লান, এই ডেরিভারেবেল্‌স, এই টাইমলাইন, ব্যাস কাজ করে যাও। এরকম জায়গায় মমতাকে দরকার।
    একবার লেভেল থ্রিতে এসে গেলে তারপর হাই ম্যাচির‌্যুটি প্রাকটিসের জন্য আবার দরকার সিপিয়েমকে। আগে কি হয়েছিলো, কি ঠিক, কি ভুল, এসব পর্যালোচনা করে যারা ভবিষ্যতের 'উন্নততর' কাজকম্মো পরিচালনা করবে লেভেল ফাইভের জন্যে। মানে আরো অনেক কিছু বলছিলো, কিন্তু সামারি মোটামুটি এটাই :-)

    প্রসঙ্গত ওর প্রজেক্টে এখন লেভেল ফাইভ সারটিফিকেশন অডিট হচ্ছে:))
  • Rajdeep | 115.111.126.179 | ০৫ মে ২০১১ ১৮:৪৭470620
  • ফোড়নেরও টাইমিং আছে - নইলে কি আর রান্না ভাল হয় !

    অমিত মিত্তির গোধরা পরবর্তী মোদী দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বা হয়ে কি কি বাণী দিয়েছিলেন সেই ফোড়ন চলবে নাকি :) সাতফোড়ন না হয়ে যায় !
  • Arpan | 122.252.231.10 | ০৫ মে ২০১১ ১৮:৫৫470621
  • টাইমিং আবার কী। : P

    আপিসে গুরু ব্লকড, বাড়ি এসে তাই লিং দিলাম। কার দ্বারা পেইড সেই গবেষণা না হয় চলুক। শঙ্খ ঘোষ মহায় শত্রুশিবিরে "ঢুকে' গেছেন। বাকিরা তো উলুখাগড়া।
  • Rajdeep | 115.111.126.179 | ০৫ মে ২০১১ ১৯:০০470622
  • তা হুনীল আর পুলু চাটুজ্জে মায় মহারাজও যদি শত্তুর হয় উনি আর কি দোষ করলেন !

    "হুনীল আর পুলু পার্কে বসে গাঁজা খেয়ে *গীবাজী করে" - ভিডিও রেকর্ডেড কল্যাণ উবাচ কিন্তু এটা শুনেও না শোনা ক্যাটাগরিতেই পড়বে বৃহত্তর "পোরিবত্তন'এর স্বার্থে ...
  • Arpan | 122.252.231.10 | ০৫ মে ২০১১ ১৯:০৬470623
  • উক্ত দুইজন তো ঘোষিত প্রত্যাবর্তনাকামী। নিজেরাই মিডিয়ায় জানিয়েছেন। তাঁদের সাথে শঙ্খ ঘোষকে একাসনে বসাতে এলেম লাগে। সেই শঙ্খ ঘোষ যিনি শত দড়ি টানাটানি সঙ্কেÄও পরিবর্তন বা প্রত্যাবর্তন কোন মিছিলেই পা মেলাননি।
  • Rajdeep | 115.111.126.179 | ০৫ মে ২০১১ ১৯:১৬470624
  • অ মিছিলে পা না মেলালেই মহান

    আর ওনারা "ঘোষিত" বলেই কল্যাণ উবাচেও নো প্রবলেমো .... গুড
  • aka | 168.26.215.13 | ০৫ মে ২০১১ ১৯:১৭470625
  • কি জ্বালা, কমরেড রাজদীপ যে আমার কথা প্যারাফ্রেজ করলেন সেটাকে এক্ষপ্লেইন করব না?

    ভোট মানেন না? সত্যি? লোকে ভারতের মাওবাদী কইবে তো। তাইলে সিপিএমের ৩৪ বছরটা রিগিং কইছেন?
  • Arpan | 112.133.206.18 | ০৫ মে ২০১১ ১৯:২০470627
  • তার থেকেও বড় কথা, গুজরাট, জার্মানি আর প:বঙ্গের ভোটারদের একাসনে বসিয়ে দিল। অথচ এই দুর্জয় বঙ্গের ভোটার, তাদের রাজনৈতিক সচেতনতা এই সেদিনও ছিল প্রবাদপ্রতিম।

    কম: সৈকতের * পোস্ট থেকে উদ্ধৃতি দেই:

    "চাই শান্তি, চাই আলো
    যা ছিল, তাই ভালো'
  • Arpan | 112.133.206.18 | ০৫ মে ২০১১ ১৯:২৩470628
  • * আগের পোস্টে সৈকত মানে ঈশান নয়
  • Rajdeep | 115.111.126.179 | ০৫ মে ২০১১ ১৯:২৬470629
  • আর আপনারে "অবাঙালি" বলবে :) বাংলাও বুঝছেন না মানে ভাষাটা আর কি !
    বল্লুম শুধু ভোট দিয়েই 'ফালতু" বিচার করছেন ? নাহয় খড়দা থেকেই অর্থমন্ত্রী হবে আর কটা দিন না হয় সবুর করুন

    আরেকটা কথা শুধু আমার নামটাই ধরে ডাকুন - প্রতিবার কম-বেশী এইসব বলে সম্বোধন করলে ক্যামন একটু লাগে ... এই ধরুন না আপনাকে যদি বাজারওলা বা বাজারখোলা অথবা বাজারগেলা আকা বলে পোত্তেকবার ডাকি ভাল লাগবে কি?
  • h | 203.99.212.54 | ০৫ মে ২০১১ ১৯:৩০470630
  • রাজনৈতিক ক্যাম্প হয়েছে। মিডিয়া ও ক্যাম্পে বিভক্ত হয়েছে। তাতে মিডিয়া র ই সবচেয়ে বেশি ক্রেডিবিলিটির ক্ষতি হয়েছে। মানে লোকে যদি কোন মিডিয়া কে গিয়ে একটা রাজনৈতিক শক্তির নি:শর্ত প্রতিনিধি, শুধু তাই না, বিভিন্ন স্বার্থ গড়ে তোলা প্রতিনিধি হিসেবে ধরে নিয়ে কথা বলার সুযোগ পায়, সেটা তো সম্মানজনক কিসু না। এই বারে ক্যাম্প মানুষের মধ্যেও হয়েছে, মানুষ ঝগড়া করছে, বাড়ি পুড়ছে, জেলে যাছে, অত্যাচারিত হছে, প্রতিবেশী দের খুন ও করে দিছে। যে যতটুকু চিন্তা করে বা রেগে গিয়ে ভোট তারা নিজের মত দেবে।

    আমার পয়েন্ট হলো, যে যুক্তি র পারম্পর্য্য আর কাঠামো এই সব বিভাজিত হয়ে যাওয়া লোকেরা ব্যবহার করছে, বা অন্যের তৈরি করা যুক্তি তে মানুষকে দীর্ঘ দিনের চেনা লোককে মেরে পর্যন্ত ফেলছে, সেই একটি যুক্তির কাথামো এইখানে আলোচনায় ব্যবহৃত কেন হবে? যদি হয় ও তার এই অন্তহীন পুনরাবৃত্তি ই বা কেন হবে? হলে লাভটাই বা কি? বড় মিডিয়া নিজগুণে তার বিশ্বস্ততা হারিয়েছে, নিজেদের যত্ন করে তৈরি করা ফোরামে ঝগড়া করে লাভ কি? নাকি এই ঝগড়া র ই টি আর পি বেশি। নাকি এই ঝগড়া শুনে কেউ নিজে কাকে ভোট দেবে ঠিক করবে? কনফিউশন কিসু নেই, এই অন্তহীন পুনরাবৃত্তি আর ভাল্লাগে না। মানে আমার ভালো লাগা অনুযায়ী লোকে কথা বলবে তা না। যেটা অনেক ভিডিয়ো আর ম্যুজিক সহযোগে এমনিতেই বড়লোক মিডিয়ায় সারাদিন সারাবছর হচ্ছে, সেটা ই দেখবো তাইলে, অন্তত অচেনা লোকের ঝগড়া দেখলে একটা কিক হবে। তাছাড়া এই ইলেকশন এর বোগাস যা অ্যানালিসিস হছে সেসব নিয়ে না ভেজে একটু অন্য ভাবে কেসটা দেখে তো ল্যাহা যায়। মানুষ অভ্যেসের দাস, এখনো এইখানেতে ঝগড়া তে রিয়াক্ট করছি, সেটা হয়তো বাংলা ব্লগ করার টেকনিকালিটি টুকু আছে বলেই করছি, বা বোকার অভ্যেস থেকে করছি। আর মজা হল এই সুরে কথা হলে আমার না, ফোরামের গ্রহণযোগ্যতা বাড়বে।(কমেও যেতে পারে অবশ্য, যদি সুদু ঝগড়াই লোকের ভাল্লাগে:-)) তবু লোকে বলে আমি মহান না ;-)
  • kc | 89.203.49.18 | ০৫ মে ২০১১ ১৯:৩৫470631
  • সত্যি পরিবর্তন চলে এসেছে। বোধির সবকটা কথা বুঝতে পেরেছি, বাংলায় লেখা হলেও। :-)

  • h | 203.99.212.54 | ০৫ মে ২০১১ ১৯:৪৩470632
  • কিছুই পরিবর্তন আসে নি, আমাকে প্যাঁক না দিয়ে , অন্যের যুক্তি তে প্রভাবিত না হয়ে পোবোন্দো লেখ :-) সরি আশা করি কনডিসেন্ডিং মনে করবে না।
    যাক আমার আর কিছু বলার নেই।
  • bb | 117.195.186.79 | ০৫ মে ২০১১ ১৯:৪৬470633
  • এটা কিন্তু খুবই বোঝা যাচ্ছে যে সম্পাদক (মন্ডলী) শুধু নিরপেক্ষতার ভান করছেন। সরাসরি তৃণমুলকে সমর্থন করতে অসুবিধা কি? অন্তত: নিজের কাছে সৎ থাকুন।
    ব্রতীন যেমন ঘোষিত বাম বিরোধী বা অরিজিৎ সিপিএম সাপোর্টার।
    একটু ধক আপনিও দেখান না স্যার।
  • 9 | 58.137.132.4 | ০৫ মে ২০১১ ১৯:৫০470634

  • kc | 89.203.49.18 | ০৫ মে ২০১১ ১৯:৫১470635
  • হানুবাবু কিচ্ছু মনে করছিনা। :-)
    আসলে এই থোর-বড়ি-খারা আর খারা-বড়ি-থোর আলোচনাকে ঘাঁটতে চাইছি। পারছিনা।
  • nyara | 122.167.255.49 | ০৫ মে ২০১১ ১৯:৫৪470636
  • আমার তো দিব্যি লাগছে, ভাবছি ইলেকশন হয়ে গেলে কি আর এরকম ঝাঁঝ থাকবে?
  • r.h | 198.175.62.19 | ০৫ মে ২০১১ ১৯:৫৫470638
  • আমি লুঙ্গীপন্থী। জিনাবভোট জিনাবভোট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন