এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • fevi | 80.219.208.126 | ২৭ জুন ২০১১ ০৩:১৫473768
  • অনেকেই ভাবি যত পারি গুছিয়ে নিই
    সবই যেন ভোগের জন্য রাখা
    ভোগের যেন কোন সীমারেখা নেই |
    জীবন আর কত দিন ?
    অচিরেই আসা, হঠাত চলে যাওয়া
    তবু কেন মনোবৃত্তি এত ক্ষীণ
    যতটুকু প্রয়োজন তাতো প্রশ্নাতীত
    সম্ভবপূর্ণ চাহিদার অন্যায় নয়
    তবে বেশী চাহিদার গোপন অশুভ সংকেত
    বেশি ক্ষুধায় বেসামাল হলে লোভ আসবেই
    আর লোভ সংবরণ না হলে বিপদ
    অযথা আকাঙ্ক্ষা অন্যায় করতে সাহায্য করবেই |
    লোভকে সংবরণ করা অত্যন্ত কঠিন কাজ
    নিজেকে আগে সংবরণ করতে হবে
    ত্যাগের তৃপ্তি, স্বর্গপ্রাপ্তি দেখাবে নূতন রাস্তা |
    সবাইকে যখন যেতে হবে সমস্ত মায়া ভুলে
    কেন শুধু গুছিয়ে নেওয়া ভবিষ্যতের তরে
    এসেছি একা, যাবূ একা, থাকবে সব পড়ে |
  • Arpan | 112.133.206.18 | ০৬ জুলাই ২০১১ ২০:০২473772
  • নয়ডায় অধিগৃহীত জমি ফেরত দিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল। জয় মাম্মাম্মা।
  • Sibu | 66.102.14.1 | ০৭ জুলাই ২০১১ ০৫:৫৩473773
  • ইয়ুপ, চাষীর জমি অধিগ্রহণ করে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অন্যায়। এবারে রাজারহাট নিয়ে কেস হোক।
  • pi | 72.83.103.132 | ০৭ জুলাই ২০১১ ০৬:৩৭473774
  • রাজারহাটে জমি অধিগ্রহণ বন্ধ হয়েছে না ?
  • prateek | 24.162.193.106 | ০৭ জুলাই ২০১১ ০৬:৫০473775
  • না,ABP তে একটা লিন্‌ক ছিল
  • pi | 72.83.103.132 | ০৭ জুলাই ২০১১ ০৭:১২473776
  • তাহলে এটা কী ?

    ২৫ শে জুনের sundayindian এ পেলাম। লিন্‌ক টা কেমন বদ্‌খত বড় আসছে। পাতা ভচলে যাবার ভয়ে দিলুম না।

    খবরটা তুলে দিচ্ছি।

    রাজারহাটে জমি অধিগ্রহণ বিজ্ঞপ্তি বাতিল করায় মমতার প্রতি কৃতজ্ঞতা রাজ্যবাসীর
    সুকুমার মিত্র | জুন 25, 2011 15:49

    “ঐতিহাসিক সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাচিছ৷’’ রাজারহাট জমি বাঁচাও কমিটির সম্পাদক নীলোৎপল দত্ত রাজ্য সরকারের রাজারহাটে জমি অধিগ্রহণ বিজ্ঞপ্তি বাতিল করার সিদ্ধান্তে এইভাবে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানার পর পরই এলকার কৃষকদের দীর্ঘ আন্দোলনে অংশ গ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়ে প্রচারপত্র বিলি করছে কমিটি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ঘোষণা করেছেন, আর অধিগ্রহণ নয় নিউ টাউনে৷ এমনকী কোনও চেয়ারম্যান ও মন্ত্রীর কোটায় প্লট ও জমি বিলি নয় বলে ঘোষণা করায় আনন্দে ফেটে পড়েছেন রাজারহাটের জমিহারা কৃষক সহ রাজ্যের গণতান্ত্রিক মানুষ৷

    মুখ্যমন্ত্রী এদিন বলেন, “ বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে 1013 একর জমি অধিগ্রহণের নোটিশ দিয়েছিল৷ এ ছাড়া আরও 574 একর অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল৷ সব মিলিয়ে এই 1587 একর জমি আর অধিগ্রহণ করবে না হিডকো৷ ওই জমি কৃষকের হাতেই থাকবে৷” প্রাত্তুন রাজ্যের ভূমি কমিশনার দেবব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জমি অধিগ্রহণ আইন, 1894 – এর 48 ধারা অনুযায়ী সেকসন 4 এ বিজ্ঞপ্তি জারি হলেও দখল নেয়নি এমন জমি ওই আইন বলেই ফেরত দেওয়ার সুযোগ রয়েছে৷ হিডকো কর্তৃপক্ষ অর্ৎ রাজ্য সরকার ওই ধারা বলেই জমি অধিগ্রহণ প্রক্রিয়া থেকে অব্যহতি দিলেই ওই জমি যার ছিল তারই থাকবে৷ এতে আর কোনও আইনি জটিলতা থাকছে না৷

    ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আন্দোলনের বিশিষ্ট নেতা প্রণব দে বলেন, রাজ্য সরকার জমি অধিগ্রহণ আইনের নির্দিষ্ট ধারায় বিজ্ঞপ্তি জারি হয়েছে অথচ দখল নেইনি এমন জমি ফেরতের অধিকারী৷ সেই কাজটি সাহসিকতার সঙ্গে করে নজির সৃষ্টি করলেন৷ একই কথা বলেছেন সাহিত্যিক মহাশ্বেতা দেবীও৷ তিনি বলেন, মানুষের আন্দোলনের জয় হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য কাজ করেছে৷ তিনি রাজারহাটের জমি ফেরত দেওয়ার সরকারি সিদ্ধান্তে খুশী বলে জানিয়েছেন৷

    নাগরিক মঞ্চের সম্পাদক নব দত্ত জানিয়েছেন, জমি ফেরত দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত পালন করার জন্য এই সরকার অবশ্যই ধন্যবাদ পেতে পারেন৷ এই ধন্যবাদ অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য৷ তিনি রাজারহাটের কৃষকদের উর্বর কৃষিজমি থেকে উৎখাত করেছেন সেই আবাসনমন্ত্রী গৌতম দেবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন৷ সরকারের এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিনতম কাজ৷ যা একটা মানসিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসিকতার সঙ্গে নিতে হয়েছে৷ এই সিদ্ধান্তে আন্দোলনকারীরাও অনুপ্রাণিত হবেন বিশেষ করে রাজারাহাট জমি বাঁচাও কমিটি দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তারাও অনুপ্রেরণা পেলেন শুধু নয়, গণ আন্দোলনের নেতৃত্ব ও কর্মীরাও এর ফলে উৎসাহিত হবেন৷ রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি দেয় নির্চনের পর তা না পালন করাটা একটা রীতিতে পরিণত হয়েছে৷ মমতা তার থেকে নিজেকে ব্যাতিক্রমী প্রমাণ রেখেছেন অন্তত গত 34 দিনের সরকারের রাজত্বকালে৷ সরকারি মদতে প্রমোটারি, কোটা ব্যবস্হার বিলোপ সাধন করে মমতা প্রমাণ করলেন প্রচলিত ব্যবস্হার মধ্যেই অনেক কিছু করা যায়৷ রাজারহাটের কৃষকদের 10 শতাংশ জমি ফেরতের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে মমতা তা ফেরতের উদ্যোগ নেওয়ায় রাজ্যের সমস্ত মহলে খুশীর হাওয়া৷

  • pi | 72.83.103.132 | ০৭ জুলাই ২০১১ ০৭:১৩473778
  • ধুত ! এই যে।

    রাজারহাটে জমি অধিগ্রহণ বিজ্ঞপ্তি বাতিল করায় মমতার প্রতি কৃতজ্ঞতা রাজ্যবাসীর
    সুকুমার মিত্র | জুন 25, 201115:49

    “ঐতিহাসিক সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাচিছ।’’ রাজারহাট জমি বাঁচাও কমিটির সম্পাদক নীলোৎপল দত্ত রাজ্য সরকারের রাজারহাটে জমি অধিগ্রহণ বিজ্ঞপ্তি বাতিল করার সিদ্ধান্তে এইভাবে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানার পর পরই এলকার কৃষকদের দীর্ঘ আন্দোলনে অংশ গ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়ে প্রচারপত্র বিলি করছে কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ঘোষণা করেছেন, আর অধিগ্রহণ নয় নিউ টাউনে। এমনকী কোনও চেয়ারম্যান ও মন্ত্রীর কোটায় প্লট ও জমি বিলি নয় বলে ঘোষণা করায় আনন্দে ফেটে পড়েছেন রাজারহাটের জমিহারা কৃষক সহ রাজ্যের গণতান্ত্রিক মানুষ।

    মুখ্যমন্ত্রী এদিন বলেন, “ বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে 1013 একর জমি অধিগ্রহণের নোটিশ দিয়েছিল। এ ছাড়া আরও 574 একর অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল। সব মিলিয়ে এই 1587 একর জমি আর অধিগ্রহণ করবে না হিডকো। ঐ জমি কৃষকের হাতেই থাকবে।” প্রাত্তুন রাজ্যের ভূমি কমিশনার দেবব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জমি অধিগ্রহণ আইন, 1894– এর 48 ধারা অনুযায়ী সেকসন 4 এ বিজ্ঞপ্তি জারি হলেও দখল নেয়নি এমন জমি ঐ আইন বলেই ফেরত দেওয়ার সুযোগ রয়েছে। হিডকো কর্তৃপক্ষ অর্ৎ রাজ্য সরকার ঐ ধারা বলেই জমি অধিগ্রহণ প্রক্রিয়া থেকে অব্যহতি দিলেই ঐ জমি যার ছিল তারই থাকবে। এতে আর কোনও আইনি জটিলতা থাকছে না।

    ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আন্দোলনের বিশিষ্ট নেতা প্রণব দে বলেন, রাজ্য সরকার জমি অধিগ্রহণ আইনের নির্দিষ্ট ধারায় বিজ্ঞপ্তি জারি হয়েছে অথচ দখল নেইনি এমন জমি ফেরতের অধিকারী। সেই কাজটি সাহসিকতার সঙ্গে করে নজির সৃষ্টি করলেন। একই কথা বলেছেন সাহিত্যিক মহাশ্বেতা দেবীও। তিনি বলেন, মানুষের আন্দোলনের জয় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য কাজ করেছে। তিনি রাজারহাটের জমি ফেরত দেওয়ার সরকারি সিদ্ধান্তে খুশী বলে জানিয়েছেন।

    নাগরিক মঞ্চের সম্পাদক নব দত্ত জানিয়েছেন, জমি ফেরত দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত পালন করার জন্য এই সরকার অবশ্যই ধন্যবাদ পেতে পারেন। এই ধন্যবাদ অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য। তিনি রাজারহাটের কৃষকদের উর্বর কৃষিজমি থেকে উৎখাত করেছেন সেই আবাসনমন্ত্রী গৌতম দেবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। সরকারের এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিনতম কাজ। যা একটা মানসিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসিকতার সঙ্গে নিতে হয়েছে। এই সিদ্ধান্তে আন্দোলনকারীরাও অনুপ্রাণিত হবেন বিশেষ করে রাজারাহাট জমি বাঁচাও কমিটি দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তারাও অনুপ্রেরণা পেলেন শুধু নয়, গণ আন্দোলনের নেতৃত্ব ও কর্মীরাও এর ফলে উৎসাহিত হবেন। রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি দেয় নির্চনের পর তা না পালন করাটা একটা রীতিতে পরিণত হয়েছে। মমতা তার থেকে নিজেকে ব্যাতিক্রমী প্রমাণ রেখেছেন অন্তত গত 34 দিনের সরকারের রাজত্বকালে। সরকারি মদতে প্রমোটারি, কোটা ব্যবশার বিলোপ সাধন করে মমতা প্রমাণ করলেন প্রচলিত ব্যবশার মধ্যেই অনেক কিছু করা যায়। রাজারহাটের কৃষকদের 10 শতাংশ জমি ফেরতের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে মমতা তা ফেরতের উদ্যোগ নেওয়ায় রাজ্যের সমস্ত মহলে খুশীর হাওয়া।
  • aka | 24.42.203.194 | ০৭ জুলাই ২০১১ ০৭:১৩473779
  • বিরাট বড় প্রশ্নচিহ্ন বটে।
  • pi | 72.83.103.132 | ০৭ জুলাই ২০১১ ০৭:১৫473780
  • ইউনিকোডে উত্তর :)
  • Sibu | 173.117.212.180 | ০৭ জুলাই ২০১১ ০৭:৫৮473781
  • এবারে রাজারহাটে অধিগৃহীত জমি ফেরত হোক।
  • prateek | 24.162.193.106 | ০৭ জুলাই ২০১১ ০৮:২৬473782
  • ট্রাক টার্মিনালের জন্য জমি নেয়া হচ্ছে-৪/৫ দিন আগের খবর
  • siki | 123.242.248.130 | ০৭ জুলাই ২০১১ ০৮:৪০473783
  • নয়ডা নয়। গ্রেটার নয়ডা। দুটি আলদা এনটিটি। আরও সূক্ষ্ম করে বলতে গেলে, এলাকাটিকে "নয়ডা এক্সটেনশন' নাম দিয়ে বিশাল হাইপ ঘটিয়ে বেচা হচ্ছিল। নয়ডার প্রান্তে, জায়গাটা আসলে গ্রেটার নয়ডার চাষের জমি এলাকা। অধিগ্রহণের কাজটি করেছিলেন মায়াবতীর ভাই, মানে তিনি পয়সা ছড়িয়েছিলেন এবং কিনেছিলেন। বকলমে ছিল গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (GNIDA)। ৮০০ টাকা প্রতি স্কোয়্যার মিটার রেটে চাষীদের কাছ থেকে কিনে বিল্ডারদের বেচা হয়েছিল ১২০০০ টাকা প্রতি স্কোয়্যার মিটার রেটে। সারা দিল্লি এনসিআর ছেয়ে গেছিল গৌর সিটি, সুপারটেক ইকো-ভিলেজ - রোটি কাপড়া অউর মকান ইত্যাদি বিজ্ঞাপনে। এখনও ছেয়ে আছে। প্রায় চল্লিশ হাজার ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। ঢপ দিয়ে বেচা হয়েছিল, ওখানে নাকি একদিন দিল্লি মেট্রো পৌঁছবে। শ্রীধরণ সাফ উড়িয়ে দিয়েছেন এসব গুজব।

    এখন সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত স্ক্র্যাপ। মায়াবতীর ভাইয়ের মুখে একগাল মাছি, গ্রেটার নয়ডা অথরিটির মুখ ভর্তি চুনকালি। গ্রেটার নয়ডায় এবার সমস্ত জমিই সন্দেহের আওতায় আসছে, রেট হু-হা পড়ছে। সহজ এফেক্টে বাড়ছে নয়ডায় প্রপার্টির রেট। লাফিয়ে লাফিয়ে।

    আমার এবং গেঁড়ির আপিসে অনেক লোকই নয়ডা এক্সটেনশনে ফ্ল্যাট বুক করেছিল। এখন আপিসে আপিসে হাহাকার পড়ে গেছে। শুধুই এই আলোচনা। কাল সারাদিন নাকি সব বিল্ডারদের ফোন সুইচড অফ ছিল।
  • pi | 72.83.103.132 | ০৭ জুলাই ২০১১ ০৮:৪৭473784
  • হ্যাঁ, হোক। :)
    যেখানে জমি পড়ে আছে, সেখনে জনি ফেরত আর যেখানে কিছু কাজ হয়ে গেছে, সেখানে 'ল্যান্ড ফর ল্যাণ্ড' । এটাই তো মেনে চলা হচ্ছে বলে জানি। অবশ্য শিবুদা মানবেন না এও জানি :(
    'ল্যান্ড ফর ল্যাণ্ড' হলে ওনার এই 'রাজারহাট' সংক্রান্ত সকল পোস্টের উদ্দেশ্য ফাঁকা ল্যান্ডে মারা যাবে যে ! :)

    তবে এ নিয়ে আর কোন তক্কো নয়কো :)

  • Arpan | 122.252.231.10 | ০৭ জুলাই ২০১১ ০৮:৪৮473785
  • অরণ্যদেব নাকি পাইপ কেলেঙ্কারিতে ফাঁসবেন। টেন্ডার ছাড়াই নিউ টাউনের জন্য বরাত দেওয়া হয়েছিল দাগাদের, যাঁরা কিনা সিপিয়েমপন্থী একটি টিভি চ্যানেলের মালিক।

    তারানন্দের খবর ছিল এইটা কাল রাতে। আজকের কাগজে দেখলাম না।
  • Arpan | 122.252.231.10 | ০৭ জুলাই ২০১১ ০৮:৫০473786
  • সে তো বুদ্ধবাউও ঢপ দিছিলেন সিঙ্গুরে ৯৯.৯৯% নাকি তার থেকেও বেশি কৃষক ইচ্ছুক ও চেক লইয়াছেন।
  • abastab | 61.95.189.252 | ০৭ জুলাই ২০১১ ০৯:০০473787
  • জমি অধিগ্রহণ বন্ধ খালি ঢেঁড়স ফলাও, দেদার ঢেঁড়স চাই।
  • Arpan | 122.252.231.10 | ০৭ জুলাই ২০১১ ০৯:১১473789
  • আরে ভ্যারেন্ডা থেকে তেল হয়। :)
  • abastab | 61.95.189.252 | ০৭ জুলাই ২০১১ ০৯:১৫473790
  • সেটা আরো ভালো তারপর বসে বসে সেই তেলেই ভ্যারেন্ডা ভাজ। ভ্যারেন্ডা ভাজা আর ভাত দারুণ জমবে।
  • til | 165.12.252.211 | ০৭ জুলাই ২০১১ ০৯:২০473791
  • ভুঁড়িদাস ল্যান্ড চান মাগনা!
  • Sibu | 107.25.229.29 | ০৭ জুলাই ২০১১ ০৯:২৬473792
  • ল্যান্ড ফর ল্যান্ড কেন? অনিচ্ছুকদের জমি তাদের ফেরত দেওয়া হোক।
  • siki | 123.242.248.130 | ০৭ জুলাই ২০১১ ০৯:২৭473793
  • এরা কি বাই এনি চান্স ভিন্ডি আর ভ্যারেন্ডায় গুলিয়ে ফেলছে?
  • Arpan | 112.133.206.18 | ০৭ জুলাই ২০১১ ০৯:৩১473794
  • আমি গুলাই নাই।
  • Sibu | 107.25.229.29 | ০৭ জুলাই ২০১১ ০৯:৩২473796
  • ভিন্ডি থেকেও তেল হয়। ক্যাস্টর অয়েল।
  • abastab | 61.95.189.252 | ০৭ জুলাই ২০১১ ০৯:৩২473795
  • শিবুদা, আমি গুলাই নাই।
  • Sibu | 107.25.229.29 | ০৭ জুলাই ২০১১ ০৯:৩৩473797
  • অবাস্তব সিকি আর শিবু গুলিয়ে ফেলেছে। এবারে আর আমি নাম বদলাতে পারব না :(।
  • Arpan | 112.133.206.18 | ০৭ জুলাই ২০১১ ০৯:৩৪473798
  • কিন্তু, জমি থেকে ভ্যারেন্ডা উচ্ছেদ করে ভিন্ডির বীজ লাগানো হলে মানছি না, মানবো না। ভ্যারেন্ডা ফর ভ্যারেন্ডা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন