এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mmu | 79.86.171.253 | ১৫ জুন ২০১১ ০২:৪৭473568
  • RATssss, শেডের তলায় যদি কারো জমি থাকে তাকে তো সেখানেই দেওয়া সম্ভব হবে না। সেখানে তো শিল্প হবে। তাই অন্য জায়গায় সমপরিমান জমি দেওয়া হবে । সিঙ্গুরের সব জমিই মোটামুটি উর্বর। যদি না হয় সে কৈফিয়ত তো আগের সরকার বা তাদের প্রতিনিধিরা দেবেন। কেননা যার জমি তাকে ফেরত দিতে না পারাটা তাদের জন্যই। ভুলটা /দোষটা তাদেরই।
    তাই বলি একটা নূতন toi খুলুন।
  • RATssss | 63.192.82.30 | ১৫ জুন ২০১১ ০৩:১৪473569
  • নতুন টই কেন? আলোচনা বিষয় তো একই আছে।

    ভুল বা দোষ অন্য কে দিয়ে দিতে পারা সোজা। সরকার চালাচ্ছিল এক মতাবলম্বী দল, এখন এসেছে আরেক দল। আমার প্রশ্নটা সরকারের কাছে। আগের সরকার গাজোয়ারী করে জমি নিয়েছে বলে এই সরকার গা জোয়ারী করে যে কোন জমি আমাকে কেন গছিয়ে দেবে? এই সরকার যদি আগের থেকে বেটার সরকার হয়, তাহলে এই সরকারের কাছে নিশ্চয় মানুষের বেশী কাছে পৌছাবার পন্থা জানা আছে। সরকার বলেছে আমার জমিটা হয়ত ফেরত দিতে পারবে না, বদলে অন্য জমি দেবে - আমার প্রশ্ন সরকারের কি সত্যি দায়বদ্ধতা আছে সে ব্যাপারে? যদি থাকে, সরকারের উচিৎ আমার ১০০% স্যাটিসফেকশন গ্যারান্টি করা। অন্য জমিটা যাতে আমার পছন্দ হয় তা নিশ্চিত করা।
  • Mmu | 79.86.171.253 | ১৫ জুন ২০১১ ০৪:১৬473570
  • RATssss, একটু বোঝার চেস্টা করবেন!!
    আগের সরকারের কৃতকর্মের ফল পরেরজনকে ভোগ করতে হয়, এটা ঠিক। যেমন ধরুন দুলক্ষ কোটি টাকার বোঝা। কিন্তু সেটা তো টাকা সেটা সব ঠিক ঠাক চললে ডাইনে বাঁয়ে সমান হবে, কিন্তু জমি? সেটা তো ঠিক হয় না। আপনার যদি একান্তই ইচ্ছা হয় যার যে জমি সেটাই ফেরত হবে তাহলে সরকারের আরো কয়েকশো কোটি লস্‌ হবে। শিল্প হবে না শেড ভেঙ্গে ফেলতে হবে .......ইত্যাদি। সেটা তো ঠিক নয়। তাই মোটামুটি adjustতো সব্বাইকে করতে হবে। পাপের ফলতো ভোগ করতেই হবে।
  • aka | 24.42.203.194 | ১৫ জুন ২০১১ ০৪:২৬473571
  • ন্যাড়াদা বলেছিল সিঙ্গুরের জন্য যা নেগেটিভ মার্কিং হবার হয়ে গেছে। আমার মনে হয় এখনও দেখতে হবে। গা জোয়ারি করলে তার লং টার্ম এফেক্ট পড়বে। আমার মনে হচ্ছে গা জোয়ারিই হচ্ছে।

    http://www.anandabazar.in/15hgly2.html
  • RATssss | 63.192.82.30 | ১৫ জুন ২০১১ ০৬:১৮473572
  • আজ্জোর সঙ্গে সহমত।
    সরকার এখানে গা জোয়ারি করার চেষ্টা করছেন।
    বিরোধীদের টু দি পয়েন্ট আলোচনা করবার চেষ্টাও বিশেষ নজরে এল না।
    টাটাবাবুরা আইনী পথে গাজোয়ারি করবেন এবারে। জমি ফেরতের আগে ওনারা আদালতে না গেলে খুব অবাক হব। আদালতের ফাঁসে পরে পুরো সিঙ্গুর ধুলো হবার আগে কিছু যদি হয়, তাহলে বঙ্গের কপাল ভাল।
  • ranjan roy | 122.168.204.176 | ১৫ জুন ২০১১ ০৬:২৫473573
  • ইন্দুরাসকে ক।
  • aka | 24.42.203.194 | ১৫ জুন ২০১১ ০৬:৪১473574
  • কথা হল নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে এত ভাবার কি আছে? লোকে একটু দ্বিচারিতা ফারিতা বলত। কিন্তু লং টার্মে যা ভালো হবে সেটাই করা উচিত। লক্ষ্যণীয় ওবামা কিন্তু গুয়ানতামো বে বন্ধ করে নি, শত আবাজ সত্বেও বন্ধ করে নি। মমতা নয় একটু আবাজ খেতেন। টাটারা যদি আদালতে নাও যায়, ভবিষ্যতে প:ব:য়ে ইনভেস্ট করার আগে বহুবার ভাববে। তেমনই অন্য কোম্পানিরাও, শুধুই কৃষিজাত পণ্য, আলুর ফ্লেক্স বা মিষ্টির বেওসা করে পেট ভরবে তো? পেট ভরলেও পুষ্টি মিলবে তো। অন্য কোন উদাহরণ কিন্তু নেই। মার্ক্সবাদী ও পুঁজিপতি দুজনের মধ্যে মিল একটাই, দুজনেই বলে শিল্পই (ভারি, আধুনিক) হল উন্নতির সোপান, কিভাবে শিল্প হবে সেই নিয়ে বিতর্ক আছে।
  • RATssss | 63.192.82.30 | ১৫ জুন ২০১১ ০৬:৫৩473575
  • এক জমি যে ফেরত সম্ভব নয় তা সিঙ্গুরের গরু ঘোড়াও জানে। এটা যে বিগত সরকারের ভুল তাও তারা নিজেরা স্বীকার করে নিয়েছেন - মানে এটা আলিমুদ্দীন-ও জানে।

    আমজনতা নতুন জনদরদী সরকারের দিকে অনেক আশা ভরসা নিয়ে তাকিয়ে। সিঙ্গুরের জমি ফেরতের উপরে এই সরকারের অনেক হিসেব পত্তর মেলাবে জনতা। জমি নেবার সময় যতটা অস্বচ্ছতা ছিল, ফেরতের সময় তার থেকে অনেক বেশী স্বচ্ছতা কাম্য। জমি ফেরত দিতে গিয়ে ভোটের রং দেখলে বন্দুকগুলো আবার না শব্দ করতে শুরু করে... আসলে ঘর পোড়া গরু তো!!!
  • anamika | 117.200.84.46 | ১৫ জুন ২০১১ ০৭:১৮473576
  • PT
    আমার মন্তব্যের জন্যে আপনাকে নানা কথা সইতে হল, সে জন্যে আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। মনন বিক্রি নিয়ে কথা বলার মতো পরিবেশ এখানে নেই। তবে টিটকিরিগুলো শুনে মনে হচ্ছে,আমি যা বলেছি তা হয়তো সবাই বুঝেছেন। আপনি লিখুন, আমি নি:শব্দে পড়ে যাব রোজ।
  • til | 165.12.252.211 | ১৫ জুন ২০১১ ০৭:৩০473578
  • প:বঙ্গে কি জমির অভাব? সবই তো চাষযোগ্য, এমনকি পাকা রাস্তাও!
    দেখুন আজকের আবপ।
    http://www.anandabazar.in/south.html
    অবশ্য নিন্দুকে মরুদ্যানওবলে থাকে!
  • siki | 122.162.75.192 | ১৫ জুন ২০১১ ০৯:০৯473579
  • কিন্তু আমার যদ্দূর মনে পড়ছে, সেই সময়ে সিপিয়েম বোধ হয় এ কথা বলেওছিল, যে ঐ ১০০০ একরে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, ওখান থেকে আর ফেরৎ দেওয়া সম্ভব নয়, পারলে অন্য জায়গা থেকে ৪০০ একর অনিচ্ছুকদের দিয়ে দেওয়া যেতে পারে। মাম্মাম্মাদিদি বোধ হয় তখন তাতে রাজি হন নি।
  • saikat | 202.54.74.119 | ১৫ জুন ২০১১ ১০:২৪473580
  • এই বাজারে মনে হয় রেজ্জাক মোল্লাই একমাত্র যিনি নিজের বুদ্ধি,মনন ইত্যাদি কোথাও বাঁধা দেননি। পণ্যও করেননি।

    কালকে যেমন বলেছেন - বেশী তাড়াহুড়ো করবেন না, প্যাঁচে পড়ে যাবেন।
  • dukhe | 122.160.114.85 | ১৫ জুন ২০১১ ১০:৩২473581
  • টাটারাও কি অনিচ্ছুক ? জোর করে তাঁদের কাছ থেকে জমি নেওয়া হচ্ছে ? বিলে অবশ্য নাকি ক্ষতিপূরণের কথা বলা আছে । কিন্তু ওনারা কি মানবেন ? নাকি জমির দাবিতে আন্দোলন করবেন ? জমি নিয়ে ওনাদের আবেগকে কি মাখোমাখো বলা যেতে পারে ?
  • mamama | 121.241.218.132 | ১৫ জুন ২০১১ ১৩:১৬473582
  • দিদি বিকল্প জমি দিলে ক্ষতি নেই আর সিপিএম এর প্রস্তাবের সময় গেল গেল রব তুলেছিলো মাম্মাম্মা দিদিমনিরা।
    এই বিলে ভাগ্‌চাষীদের কথা কোথাও নেই। ইচ্ছুক চাষী যারা বন্দুকের ভয়ে চেক নিতে বাধ্য হয়েছিলো(আমি না মমদি বলেছিলো) তারাও উপেক্ষিত।

    কিন্তু এর কোন সমালোচনা চলবে না।কথায় আছে লোকে নিজের গুয়ের গন্ধ পায় না
  • PT | 203.110.243.23 | ১৫ জুন ২০১১ ১৩:২১473583
  • টাটার এই অবস্থানটা জটিলতা বাড়াতে পারে:

    ....the company said the Bill, while mentioning “non-commissioning and abandoning” of the project and stating that “no employment generation and socio-economic development has taken place and people in and around the area have not benefited in any manner…,” did not give the reasons for stoppage of operations and the shifting of the plant........
    .......Tata Motors did not find the situation congenial to continuing its operations and, there being no guarantee of a safe and peaceful environment, had to reluctantly close operations on October 3, 2008.
    http://www.hindu.com/2011/06/15/stories/2011061560850500.htm
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৩:২২473584
  • আরে এতো সব্বাই জানে, দিদিকে সমালোচনা করা চলবে না।

    এই ধর দিদির ড: আর পবিত্রর ড:। এই ধর মাফিয়ার মৃত্যুতে দিদির দুই লক্ষ মুদ্রার চেক প্রদান। এই ধর ছবি বিক্কিরির নাম করে ঘুষ খাওয়া।

    শ্‌শ্‌শ্‌শ্‌। শান্তি কল্যান চলছে।
  • PT | 203.110.243.23 | ১৫ জুন ২০১১ ১৩:২৯473585
  • স্বেচ্ছায় প্রকল্প ছাড়িনি, প্রতিবাদ টাটাদের।
    http://www.anandabazar.in/15hgly2.html

    ওঁদের কথা বিলে কোথায়, আক্ষেপ ক্ষেতমজুরদের।
    http://www.anandabazar.in/15hgly4.html
  • dukhe | 122.160.114.85 | ১৫ জুন ২০১১ ১৩:৩৫473586
  • টাটাবাবুরা মামলা করলেই পারেন তো । "ওরা আমাদের ন্যানো বানাতে দেয় না" গান করে লাভ কী ?
  • PT | 203.110.243.23 | ১৫ জুন ২০১১ ১৩:৩৭473587
  • .... আর ক্ষেতমজুররা?
  • dukhe | 122.160.114.85 | ১৫ জুন ২০১১ ১৩:৫০473589
  • আন্দোলন চালিয়ে যাবেন বলেছেন ।
  • til | 124.149.32.135 | ১৫ জুন ২০১১ ১৪:৫১473590
  • দিদি ড: ভাঙ্গিয়ে চাকরী করেননি, প স করেচেন। দন্ডনীয় অপরাধ। কেন জার্মানীতে তো মন্ত্রীর চাকরী গেল।
    If you have not been awarded a degree means you have not been awarded! তা সে আপনি যত পন্ডিতই হোন না কেন।
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৪:৫৩473591
  • মাইরি।
  • dukhe | 122.160.114.85 | ১৫ জুন ২০১১ ১৫:০৪473592
  • ঘুষ খেতে হলে ছবি বিক্কিরির নাম করতে হয় ? এ দেশে ? একজন রাজনীতিককে ? মাইরি ।
    রাজাবাবু শুনলে বলতেন - "আমি তো এমনি এমনি খাই ।"
  • Mmu | 79.86.171.253 | ১৫ জুন ২০১১ ১৫:২৪473593
  • আরে ক্ষেত মজুরদের জন্য তো আলাদা প্যাকেজের ঘোষনা করাই হয়েছে ।
  • Mmu | 79.86.171.253 | ১৫ জুন ২০১১ ১৫:৫৯473594
  • মমতা ব্যানার্জীর উপর আমার পূর্ন আস্থা আছে যে উনি অবশ্যই ক্ষেতমজুরের কথা চিন্তা করবেন।
  • Bratin | 122.248.183.1 | ১৫ জুন ২০১১ ১৬:০৮473595
  • কিন্তু আমি তো উল্টো ব্যাপার দেখালাম। কয়েক দিন আগে একজন মাফিয়া নেতা কে গ্রেপ্তার করা হয়েছে । নাম টা ভুলে গেছি। রাতে দেখে বলবো। বুদ্ধ বাবু কে মঞ্চে ওঠে চেক প্রদান করছেন তিনি।

    এছাড়া মজিদ মাস্টারের প্রকৃত পরিচয় কি? তার নামে এত গুলো অভিযোগ থাক সঙ্কেÄও খুল্লালখুল্লা মন্ত্রীদের সাথে তর ওঠাবসা কেন? :-))
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৬:১২473596
  • অজুহাতের পরিবর্তন নাই, শুধু পরিবর্তনের অজুহাত আছে।
  • Bratin | 122.248.183.1 | ১৫ জুন ২০১১ ১৬:২৯473597
  • কুমু দি, দ্যাকো দ্যাকো ছেলে টা তোমার কেমন কথা শোনে!!
    :-))
  • til | 124.149.32.135 | ১৫ জুন ২০১১ ১৬:৩১473598
  • আমি সরল বিশ্বাসে WB হাউসিং ডেভ কর্পোরেশনে গিয়েছিলাম। সবই শালা ঐ গৌতম দেবের কোটা। চেয়ারমান হবার কি লোক মিলছিল না, ওকেই হতে হলো? উদ্দেশ্য মহৎ। এত্ত বড় একটা নিউ টাউনের জমি পাইয়ে দেবার ক্ষমতা, ওবামার ইলেকশনের খরচ এতে উঠে আসাবে।
    --
    প:স: অন্য দেশে হলে জেলে যেতেন। ডিগ্রী ভাংইয়েচাকরী!
  • Bratin | 122.248.183.1 | ১৫ জুন ২০১১ ১৬:৩৫473600
  • তিল দা, আমাকে মমতার Phd র কেস টা ডিটেলসে বলো তো। আমার ধারনা ছিল ওটা সান্মানিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন