এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mmu | 79.86.171.253 | ১২ জুন ২০১১ ১৭:২২473910
  • siki ......... :-))
  • Mmu | 79.86.171.253 | ১২ জুন ২০১১ ১৭:২৫473911
  • arindam, আপনার কথার বিরোধীতা করা সম্ভব নয় তাই দেখুন আমার শ্রধ্ব্যেয় দাদারা কেমন চুপ মেরে গেছেন।
  • Mmu | 79.86.171.253 | ১২ জুন ২০১১ ১৭:৩৮473912
  • ওনাদের সাথে তত্ব কথায় পারা যাবে না (যেমন প:ব: শিক্ষা,সাস্থ্য,কৃষিতে উন্নত ? অবশ্যই , শিক্ষায় বিহার , ইউপি , এম পি- সাস্থেও তাই, আর কৃষিতে ? মোটামুটি ১৫/২০টা নাম বলে দেবে) তাই ওনাদের শুধু simple প্রশ্ন করুন, দেখবেন চুপ মেরে যাবে।
  • PT | 203.110.243.23 | ১২ জুন ২০১১ ২০:৩২473913
  • অরিন্দম ও ম্মু

    প: বঙ্গে বোধহয় ""ডানপন্থী বুদ্ধিজীবি"" বলে বিশেষ কিছু হয়না। অনেক আগে বুদ্ধদেব বসুকে এইরকম কিছু একটা তকমা দেওয়া হয়েছিল। আবাপ আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু তথাগত রায়কে দিয়ে কিছু আটভাট লিখিয়ে শেষ পর্যন্ত দিল্লীর বিবেক দেবরায় আর এখানকার অসীম চাটুজ্জেতে (সেই একরকম বামই হল) আটকে গিয়েছে। শম্ভু মিত্র বেঁচে থাকলে তাঁর অবস্থান কি হত বলা মুশকিল, কেননা এই শ্রদ্ধেয় মানুষটি পাতি ডান-বাম রাজনীতির অনেক উর্দ্ধে ছিলেন।

    বুদ্ধিজীবির ব্যাপারে তৃণমুলের ঝুলি একদমই ফাঁকা। মমতা ধরে বেঁধে যে কজনকে খাড়া করেছিলেন, যেমন অনুপ ঘোষাল, চিরঞ্জিত, দেবশ্রী, তাপস পাল, সন্ধ্যা রায়, অমলাশঙ্কর ইত্যাদি তাঁরা নিজ নিজ সৃষ্টির ক্ষেত্রে সকলেই এখন মৃতপ্রায়। শাঁওলী বছর ১০-১৫ আগে অনবদ্য কিছু নাটক সৃষ্টি করেছিলেন আর অর্পিতা ঘোষ যে কিসের জন্য বিখ্যাত তা একমাত্র উপরওয়ালা আর তারানন্দই জানে। আর হরনাথ ঘোষকে (শ্বশুরবাড়ী জিন্দাবাদ) দিয়ে যে তরুণ মজুমদারের স্থানটুকুও ভরানো যায়না সে বিচারবোধ মমতার আছে বলে মনে হয় (অন্তত: সেই বিশ্বাসটুকু রাখতে চাই)।

    একজন ডানপন্থী অভিনেতা খুঁজে বার করুন যিনি এই বয়েসে সৌমিত্রর সঙ্গে পাল্লা দিতে পারেন কিংবা ডানপন্থী লেখক যিনি মহাশ্বেতার সৃষ্টির কাছাকাছিও আসতে পারেন। এমনকি সুনীল যিনি একসময়ে প্রবল বাম বিরোধী ছিলেন তিনিও বামেদের দিকে সরে এসেছেন।

    কাজেই বামেদের - বিক্ষুব্ধ বা প্রথাগত - দিয়ে কমিটি ভরানো ছাড়া মমতার কোনই রাস্তা নেই। আমার বিচারে বামফ্রন্ট ৩৪ বছরে একটি মাত্র সফল কাজ করেছে। প: বঙ্গের রাজনীতিতে কাউকে বাঁচতে হলে বাম রাস্তাতে যেতেই হবে এই তত্বটি মমতার মত দক্ষিণপন্থী রাজনীতিবিদের মাথায় গেঁথে দিয়েছে। মমতাকে ক্ষমতায় থাকতে গেলে বামেদের থেকেও বেশী বাম হতে হবে। কাজেই সৌমিত্র, তরুণ ইত্যাদিদের দিয়ে কমিটি ভরানো ছাড়া তাঁর কোন রাস্তাও নেই।

    সংযোজন: নীরেন চক্কোত্তি এবং শঙ্খ ঘোষ দুজনেই নতুন সরকারের দেওয়া পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই খবরটা অন্যত্র দেখিনি। http://www.aajkaal.net/archive/report.php?hidd_report_id=151977
  • pi | 72.83.97.171 | ১২ জুন ২০১১ ২০:৪০473915
  • আমি তো ভেবেছিলাম, আমরা-ওরা টা বামফ্রন্ট ( মানে মূলত ঐ সিপিএম) -অ-বামফ্রণ্ট ঘেঁষা/সমর্থক এই নিয়ে হচ্ছে।
    সিপিএম কে বামপন্থী বলা হবে, এটা ঠিক ভাবিনি :)

  • PT | 203.110.243.23 | ১২ জুন ২০১১ ২০:৪০473914
  • *হরনাথ চক্রবর্তী

    সংযোজন ২: বামফ্রন্টের সঙ্গে থাকা বুদ্ধিজীবির এতই প্রাচুর্য ছিল যে কমিটির সদস্য করার জন্য তাদেরকে অবাম লোকদের খুঁজে বার করতে হয়নি। কাজেই মমতার সকল নাটকীয় কর্মকান্ডের মত কমিটি তৈরি নিয়েও বামফ্রন্টকে এত নাটক করতে হয়নি।
  • pi | 72.83.97.171 | ১২ জুন ২০১১ ২০:৪১473916
  • অর্পিতা ঘোষ কোন ফিল্ডে সেটা জানেন কি ?
  • PT | 203.110.243.23 | ১২ জুন ২০১১ ২১:০৮473917
  • @pi
    সিপিএম আপনার বিচারে যথেষ্ট বামপন্থী কিনা সেটা আমার আলোচনার বিচার্য নয়। সে নিয়ে আলোচনা করতে গেলে বোধহয় লোম বাছতে কম্বল উধাও হয়ে যাবে। আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা বুঝি তা হল যে তীব্রতার সঙ্গে মনমহোন-প্রণব-চিদাম্বরম বামফ্রটকে উৎখাত করতে উঠেপড়ে লেগেছে তাতে আমার মানতে কোন অসুবিধে নেই যে এই বামপন্থাই কেন্দ্রের পক্ষে যথেষ্ট উদ্বেগের কারণ।

    অর্পিতা ঘোষ প্রধানত: শাঁওলীর তল্পিবাহক। বকলমে পশুখামারের নির্দেশকও। তবে তিনি তাঁর সৃষ্টিকর্মের তুলনায় যা পাবলিসিটি পেয়েছেন তা উৎপল এবং শম্ভু দুজনেরই ঈর্ষার কারণ হতে পারে।

    আপনার সঙ্গে কোনদিন পরিচয় হলে ভাল লাগবে। আমার বায়োডাটা দেখে তাহলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে আপনার সঙ্গে তক্কে নামার যোগ্যতা আমার আছে কিনা।
  • pi | 72.83.97.171 | ১২ জুন ২০১১ ২১:২০473918
  • শেষ লাইনটা একদম ই বুঝলাম না।
  • anamika | 117.200.83.18 | ১২ জুন ২০১১ ২১:২২473512
  • PT
    আমি শুধু আপনার লেখাগুলো পড়ার জন্যে এখানে আসি। মাঝে আপনি অনেকদিন আসেন নি। আমিও এখানে পড়তে আসি নি। খবর পেলাম আপনি আবার লিখছেন, তাই পড়ে গেলাম। আপনাকে একটা কথা বলার আছে। ভালো লাগে যে এখনো আপনার মত মানুষ আছেন যাঁরা নিজের মনন বা বুদ্ধিকে পণ্য করে নিজেকে বিক্রি করেন না। আপনি রোজ লিখুন এই অনুরোধ।
  • PT | 203.110.243.23 | ১২ জুন ২০১১ ২১:২৪473513
  • @pi
    আপনি আমাকে গোল্লা কিংবা নেগেটিভ মার্কিং দেওয়াটা নিয়মিত করে ফেলেছেন আর এখন আবার দেখছি অর্পিতা ঘোষ সম্পর্কে আমার জ্ঞানের গভীরতা মাপছেন - সেইজন্য শেষ লাইনটা লিখলাম।
  • nyara | 122.172.31.24 | ১২ জুন ২০১১ ২১:৩০473514
  • পশুখামারের পরিচালক বকলমে অর্পিতা ঘোষ, তো আসল পরিচালক কে? কী করে জানা গেল?

    শম্ভু মিত্র 'পাতি ডান-বাম রাজনীতির অনেক ঊর্দ্ধে ছিলেন' বলে যাঁরা 'কালচার-ফালচার বোঝে'ন তাঁরা শম্ভুবাবুর জাতীয় নাট্যশালার জন্যে জমি দিতে পারলেন না। ওনাকে তোলা পয়সা ফেরত দিয়ে দিতে হল।
  • arindam | 59.93.220.49 | ১২ জুন ২০১১ ২২:২৫473515
  • PT
    বাঙালিদের মধ্যে বামপন্থী মনোভাবের প্রভাব বেশী বিশেষত: বিদ্দজনদের(বুদ্ধিজীবি!!!) মধ্যে...
    আমরা-ওরা বিষয়টা এসেছিল সিপিএম- এবং সিপিএম বিরোধী এই ভাবনা থেকে...
    সি পি এম-এর বিরোধীতা করা মানে কী বামপন্থার বিরোধীতা করা?
    ব্যানারে কম্যউনিস্ট শব্দ লিখলেই সেই পার্টি কম্যুনিস্ট পার্টি হয়না...

    আর আপনার অবগতির জন্য জানাই নূণ্যতম শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে সিপিএম-এর সৌজন্য এতদিন দেখেছি,
    উত্তমকুমার মারা যাওয়ার পর সরকারের তরফে শ্রদ্ধা জানানো হয়নি।
    প্রাক্তন মূখ্যমন্ত্রী মারা যাওয়াতে শ্রদ্ধা জানাতে যে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সকলেরই জানা আছে....

    তারপর পরবর্তী কালে কী দেখলম...

    বাদল সরকার মারা গেলেন মমতা মূখ্যমন্ত্রী হয়নি(শপথ গ্রহণ করেননি) কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ছুটে গেলেন।
    মল্লিকা সেনগুপ্ত প্রকাশ্যে সিপিএমকে সমর্থন করেছেন ও মমতার নিন্দা, সরকারী তরফে শ্রাদ্ধা জ্ঞাপন করা হয়েছে, মরদেহ রাখা হয়েছিল বাংলা একাডেমিতে, তৃণমূল মন্ত্রীসভার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু ছিলেন সৎকারের সময় অবধি...

    সমর্থন করুন কিন্তু অন্ধ সমর্থন করবেন না। এই ধরনের সমর্থন আজকে সিপিএমকে এরকম চরম বিপর্যয়ের মুখে এনে ফেলেছে...
  • dukhe | 117.194.241.253 | ১২ জুন ২০১১ ২২:৩২473516
  • এইটা সলিড ।
    মমতা যদি বিভাস-শাওঁলি মার্কা 'ওরা'দের নেন সেটা পক্ষপাত । আর সৌমিত্রকে নিলে "হুঁ হুঁ বাওয়া - না নিয়ে উপায় কী ?" ল্লে: এবার - কী বলবি বল ।
    তাছাড়া চিরঞ্জিত, দেবশ্রী, সন্ধ্যা রায় - হজ্ঞলে সৃষ্টিক্ষেত্রে মৃতপ্রায়, জলজ্যান্ত একমাত্র তরুণ মজুমদার । মাক্কালী ।
  • dukhe | 117.194.239.70 | ১২ জুন ২০১১ ২৩:০৬473517
  • অন্য টইয়ে PT বাবুর পোস্ট (Date:31May2011 -- 07:14PM):
    "দুটো নাম নেওয়া যেতে পারে: শম্ভু মিত্র এবং সৌমিত্র চাটুজ্জে। বামেরা শম্ভু বাবুকে এবং তৃকংরা সৌমিত্র বাবুকে কোল দেবেনা এটাই প্রত্যাশিত। এ নতুন কিছুনা।"

    এখন আবার জানা যাচ্ছে সৌমিত্রকে কোল দেওয়াই প্রত্যাশিত - না দিয়ে উপায় নেই ।

    বহুরূপে সম্মুখে তোমার -
  • nyara | 203.83.248.37 | ১২ জুন ২০১১ ২৩:২৯473518
  • কিন্তু শম্ভুবাবু তো ডান-বামের ঊর্দ্ধে! বামেরা তা'লে কোল দেবেনা কেন?
  • lcm | 69.236.173.93 | ১২ জুন ২০১১ ২৩:৫৭473519
  • কলম্বিয়া-য় জমি ফেরৎ, প্রায় ৫-৮ মিলিয়ন হেক্টর জমি ফেরৎ দেবে সরকার। দীর্ঘ ৩০ বছর ধরে কম্যুনিস্ট গেরিলা বাহিনী, আর, বিরুদ্ধ প্যারামিলিটারি গোষ্ঠীর লড়াইয়ে যারা জমি হারিয়েছিলেন, অনেক জমিই বিক্রী হয়ে গেছে পাওয়ারফুল ল্যান্ডওনার-দের হাতে - তা ফিরিয়ে দেওয়া হবে । এ নিয়ে প্রবল গন্ডগোলের আশংকা।

    Colombia to return land to victims of long-running conflicts

    http://edition.cnn.com/2011/WORLD/americas/05/25/colombia.victims.law/?hpt=T2


  • PT | 203.110.246.230 | ১৩ জুন ২০১১ ০০:১১473520
  • @ dukhe
    আমার পোস্টিং গুলো মন দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

    ১। তরুণ বাবুকে হরনাথ বাবুর সঙ্গে তুলনা করেছি। কিছু মানুষ বয়সের কারণে কাজ করা বন্ধ করে দিলেও কর্মক্ষম ব্যক্তিরা তাদের সমকক্ষ হতে পারেন না। যেমন কিনা জীবিত তরুণ বাবু কোনদিনই মৃত সত্যজিতের সমকক্ষ হতে পারবেন না। তবে চিরঞ্জিত, অনুপ ঘোষাল যে তাঁদের স্বক্ষেত্রে মৃতপ্রায় এটা অরাজনৈতিক বক্তব্য। সেটা না মানলে ধরে নেব যে সাংস্কৃতিক জগতের সঙ্গে আপনার সামান্যতমও যোগাযোগ নেই।

    ২। ""সৌমিত্রকে কোল দেওয়া প্রত্যাশিত"" - এটা আপনার ভাষা আমার নয়। সৌমিত্রকে কমিটিতে রাখা বাধ্যবাধকতা হতে পারে কেননা তাঁর সমগোত্রীয় অন্য কোন বাঙালী অভিনেতার নাম মনে করতে পারছি না। তবে তা জোর করে নিরপেক্ষতা প্রমাণের চেষ্টা। এতে সৌমিত্র, মমতা বা কমিটি কারোরই কোন উপকার হবে কিনা তা সময় বলবে। আর শাঁওলির সঙ্গে সৌমিত্রর এক নি:শ্বাসে নাম উচ্চারণ আমাকে ব্যাপক অস্বস্তিতে ফেলেছে। বামেদের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়া সত্বেও সৌমিত্র কোনদিন অভিনয় ইত্যাদি বাদ দিয়ে শাঁওলির মত কোন ""বাসের চাকা পরীক্ষা কমিটি""র সদস্যপদ গ্রহণ করেছিলেন বলে আমার জানা নেই।

    ৩। সর্বোপরি কমিটি নিয়ে এই নাটক এখনই বন্ধ হওয়া প্রয়োজন। তৃণমূলের অধীনে কলকাতা কর্পোরেশন আসার পরে অনেক ঢাক-ঢোল বাজিয়ে ৯৬ জন ""নিরপেক্ষ"" কলকাতাবাসীদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠিত হয়। সেই ৯৬ জনের অনেকেই এখন দলের বিধায়ক। এই কমিটি যতদূর মনে পড়ছে একবার মাত্র মিটিং করেছিল। তার পরে সেই কমিটি আছে না চূলোয় গিয়েছে সে খবরও কেউ রাখেনা আর। বাকি কমিটি গুলোরও ঐ একই হাল হবে।

    @arindam
    আমরা-ওরা কালচারের জন্ম আরো বহু আগে থেকে। তখন তৃণমূলের জন্ম হয়নি, কংগ্রেস কেন আছে তা কংগ্রেসের লোকেরাও জানত না। তখন আবাপ বিরোধী দলের ভুমিকা পালন করত। উৎপল দত্তের মৃত্যুর পরে দেশ পত্রিকা বিভাস বাবুকে দিয়ে মাত্র দু-কলম শোকবার্তা লিখিয়েছিল আর শম্ভু মিত্রের মৃত্যুর পরে দেশ পত্রিকার একটি গোটা সংখ্যা উৎসর্গ করেছিল। একটু খোঁজ নিয়ে দেখবেন যে মহশ্বেতা দেবীর প্রায় কোন গল্প-উপন্যাসই কেন দেশ পত্রিকাতে কখন প্রকাশিত হয়নি।

    কে প্রকৃত কম্যুনিস্ট তা নিয়ে আমার 09:08 PM-এর পোস্টে খানিক উত্তর আছে।

    মৃতদেহ সম্পর্কে মমতার অবস্থান আমার মনে খুব একটা শ্রদ্ধার উদ্রেক করেনা। তিনি কবি সুভাষের মৃতদেহের ধারে কাছে কাউকে ঘেঁষতে দেননি। আর সিদ্ধার্থ বাবুর মৃতদেহ কংগ্রেসের কাছ থেকে প্রায় ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন। উল্টোদিকে যে ""ধর্ষিতা"" মেয়েটিকে নিয়ে জ্যোতিবাবুর ঘরের সামনে ধর্ণায় বসেছিলেন সে মেয়েটি অবহেলা, অনাহারে শেষ পর্যন্ত মারা যায়। মমতা তো দুরস্থান, তৃণমূলের কোন লোকাল ছোট নেতাও তাদের পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি।
  • MR | 76.185.100.9 | ১৩ জুন ২০১১ ০৩:২০473521
  • যেহেতু আমরা ঘটনাচক্রে বাঙ্গালী, তাই কথায় কথায়, সৌমিত্র চট্টোপাধ্যায় বা সত্যজিৎ রায়ের নাম করা বিরক্তিকর। Soumitra Chatterjee বাম্পন্থীয় রাজনীতি তে বিশ্বাস করেন, কিন্তু কখনো কোনো সুযোগ নিতে দেখিনি। তাহলে আনন্দবাজারই ঢাক পেটাত। দুখে, টুখেদের দরকার হতো না।
  • r2h | 67.96.80.214 | ১৩ জুন ২০১১ ০৩:২৫473523
  • "দুখে টুখে'রা সৌমিত্র চট্টোর ঢাক পেটান? আর আনন্দবাজার সৌমিত্র চট্টোর ঢাক পেটায় না? ক্রমেই নিজের চক্ষু কর্ণের ওপর থেকে বিশ্বাস চলে যাচ্ছে।
  • Mmu | 79.86.171.253 | ১৩ জুন ২০১১ ০৫:০৩473524
  • PT দা, আপনার লেখা পড়ে মোটামুটি এটুকু বুঝলাম বাম ডানএর ব্যাপারটা আপনার মনে প্রকট। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হল বাম ডান এটা কোনো ব্যাপার নয়। জন্ম গত সূত্রে কেউ বাম বা ডান থাকে না, পরে হয়। জানি না আপনাকে বোঝাতে পারব কি না। মনে করুন একটা বিধানসভায় বামপন্থী প্রার্থী ৫০ হাজার ভোটে জেতে। পরের ভোটে দেখা গেল অবামপন্থী প্রার্থী ১০ হাজার ভোটে জিতল। তাহলে এই ৬০ হাজার ভোট কোথায় গেল ? আপনি বা আপনারা হয়তো অনেক কথা বলেন তখন, কিন্তু আসল ব্যাপারটা হল আপনাদের বোঝার ভুল, কোন ভোটারের ভোটই কারোরই সম্পত্তি (পৈত্রিক) নয়, আজ যে বাম ভোটার, কাল সে অবাম হতেই পারে ! তাই চিন্তাটা একটু অন্যভাবে করুন! সবাইকে স্বাধারন মানুষ বলে ভাবুন , সে সৌমিত্র হোন বা শাওলী!
  • PT | 203.110.246.230 | ১৩ জুন ২০১১ ০৯:৪৭473525
  • ম্মু
    যে দশ বছর দেশের বাইরে ছিলাম তখন আপনার মতই ভাবতে চেষ্টা করতাম। কিন্তু সামনা সামনি নিত্যদিনের ঘটনা সেই মানসিক অবস্থানের পরিবর্তন ঘটায়। আজকের আবাপর প্রথম পাতায় একটি দলের নিহত স্থানীয় নেতার ছবিটি দেখুন আর ভাবুন যে এই মানুষটি ""সাধারণ"" ছিলেন কিনা। তারপরে ভাবুন যে ভোটের আগে যাঁরা সিপিএমের সন্ত্রাস নিয়ে গলা ফাটাচ্ছিলেন সেই ""সাধারণ"" শাঁওলী, ব্রাত্য, বোলান, শুভা, সমীরেরা কিসের ভয়ে বা লোভে এখন মুখে কুলুপ এঁটেছেন। বিজন বাবুর মুখে একটি সংলাপ এইরকম ছিল: ""রাত কত হল? উত্তর মেলে না......""!! আপনিও উত্তর পাবেন না -- আর প্লিজ ঐ ৩৪ বছরের দোহাই দেবেন না কেননা সেটা বদলানোর পক্ষেই মানুষ রায় দিয়েছেন।
  • PT | 203.110.246.230 | ১৩ জুন ২০১১ ০৯:৫২473526
  • সংযোজন:
    মমতা ক্ষমাতায় আসার পর থেকে মানবাধিকার কর্মীরা যেন প:বঙ্গ থেকে উবে গিয়েছেন....... উত্তর মেলেনা.......
  • dukhe | 122.160.114.85 | ১৩ জুন ২০১১ ১০:২২473527
  • মমতা যে নিজের নিরপেক্ষতা প্রমাণের চেষ্টা করছেন - PTর এই স্বীকারোক্তিকে অভিনন্দন ।
    সৌমিত্রের অভিনয়প্রতিভা নিয়ে সংশয় প্রকাশ করা বাতুলতা । তবে কিনা এককালে উত্তমকুমারের তুল্য অভিনেতাও আর কেউ ছিলেন না (এখনো আছেন কনা সেটা অন্য টইয়ের বিষয় হতে পারে) ।
    তরুণ মজুমদারের সঙ্গে হরনাথ না ঋতুপন্নো কার তুলনা করবেন সে আপনার ব্যাপার । তবে একদলকে ঋষ্টিক্ষেত্রে ঋতপ্রায় বলে দেগে দেব আর অন্যপক্ষের বেলায় সেটা বেমালুম ভুলে যাব - এই লাইনে খেলে সুবিধে হবে কি ?
  • lcm | 69.236.173.93 | ১৩ জুন ২০১১ ১০:২৩473528
  • ১) কিছু লোক বেছে বেছে শুধু সিপিএমের অন্যায়ের বিরুদ্ধে পোতিবাদ করে, আর,
    কিছু লোক একমাত্র তিনোমুলের বা কংগ্রেসের অন্যায়ের পোতিবাদ করে।
    দুটো গ্রুপ। আলাদা। পোতিবাদ করবার সময় দুপক্ষই দাবী করে তারা কোনো পক্ষের নয়।

    ২) আবার, কিছু মানুষ সবার বিরুদ্ধে সবসময় পোতিবাদ করে - টুয়েন্টি ফোর বাই সেভেন। খেতে খেতে, টিভি দেখতে দেখতে, বেড়াতে গিয়ে, বিয়ে বাড়িতে, স্বপ্নের মধ্যেও, এমনকি মন দিয়ে নাক খোঁটার সময়-ও।

    ৩) কিছু মানুষ কোনো কিছুতেই পোতিবাদ করে না। টিভিতে লিট্‌ল চ্যাম্প দেখে। নানারকম গপ্পো শোনে, জ্যোতি বসুর নিজের লুঙ্গি নিজে কাচার গল্প, মমতা ব্যানার্জির হাওয়াই চটির গপ্পো - সব শোনে, শুনে টুনে হাই তুলে শুয়ে পড়ে।

    ৪) আরো কিছু আছেন, যারা পোতিবাদ করছে তাদের পোতিবাদ করেন। পোতিবাদকারীরা নিরপেক্ষ কি না, দ্বিচারিতা ডিটেকশন র‌্যাডার নিয়ে ঘোরেন।
  • PT | 203.110.246.230 | ১৩ জুন ২০১১ ১০:৪৯473529
  • @dukhe
    ""নিরপেক্ষতা প্রমাণের চেষ্টা"" করছেন কথাটা আপনি আপনার মত মানে করেছেন। আমি অন্য অর্থে বলেছি। অনেক সময় কাক ময়ূরের পাখনা লাগিয়ে নিজেকে ময়ূর প্রমাণ করার চেষ্টা করে। তবে সেটা খুব বেষীদিন কার্যকরী হয়না।

    আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমার লেখার ভুল ধরাটা চালিয়ে যান কিন্তু তার সঙ্গে আপনার কিছু মৌলিক চিন্তা ভাবনারও নিদর্শন রাখুন। তাহলে আলোচনাটা স্বাস্থ্যকর হয় আর আমিও নতুন আলোয় আলোকিত হতে পারি।
  • dukhe | 122.160.114.85 | ১৩ জুন ২০১১ ১১:১২473530
  • PT, এইটা পুরো চাপ দিয়ে দিলেন দাদা !
    তবে ক্ষমতায় থাকা লোক যদি নিরপেক্ষতা প্রমাণের চেষ্টা (জোর করে হলেও) করতে গিয়ে দলের বাইরের মানুষের কথা ভাবে/ভাবতে বাধ্য হয়, আখেরে হয়তো মন্দ হবে না ।
    আর সব যদি সেরেফ লোকদেখানো হয়, কদিনেই বোঝা যাবে ।
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১১:৩২473531
  • ..... যেমন কিনা কর্পোরেশনের জন্য তৈরি ৯৬ জনের উপদেষ্টা কমিটি। তাঁরা কলকাতাকে কল্লোলিনী করার জন্য কি উপকারে লেগেছেন জানতে পারলে আলোকিত হতাম। নাকি তার জন্য ৩৪ বছর অপেক্ষা করতে হবে?
  • Bratin | 122.248.183.1 | ১৩ জুন ২০১১ ১১:৪৯473532
  • সে নাহয় দেওয়া যাবে । তার আগে আপনি ৩৪ বছরে সিপিএম র করা ৩৪ টা ভালো কাজের লিস্টি দিন যেটা মানুষের কাজে এসেছে।
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১১:৫৭473534
  • আমার মতে একটিই ভাল কাজ করেছে। মমতার মত দক্ষিণপন্থী রজনীতিবিদকেও বাধ্য করেছে (অন্তত: মুখে) বামপন্থাকে আশ্রয় করতে। যতদিন মমতা বামপন্থী কথাবার্তা বলেনি ততদিন সে ক্ষমতার ধারে কাছেও আসতে পারেনি। এটা আমার মতে আকস্মিক সমাপতন নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন