এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৬:৩৭473601
  • :))))

    ভাল ভাল। এই তো পরিবত্তন হল। এবারে জমি পাবেন, প:স:-কে জেলে দিতে পারবেন। দিদি অবশ্য জেলে যাবেন না। উনি তো প:ব:-র মন্ত্রী। জার্মানীর মন্ত্রী হলে অন্য রকম হতেও পারত।
  • Bratin | 122.248.183.1 | ১৫ জুন ২০১১ ১৬:৪২473602
  • আমি তো বলবো তিল দার ই দোষ। এত দিন বিদেশে আছেন আর এটা জানেন না তোমার 'সোনার বাংলা' আর সেই বাংলা নেই।এখন ঘি তুলতে গেলেও আঙুল বাঁকাতে হয়। ফ্ল্যাটের কথা ছেড়ে দাও। :-))
  • til | 124.149.32.135 | ১৫ জুন ২০১১ ১৬:৪৫473603
  • দিদির টা সাম্মানিক, তা ভাঙ্গিয়ে তিনি ভাত ডালের যোগাড় করেননি যেটা প: স: করেছেন।
    প:স: কি পদত্যাগ করেছিলেন? আর দিদির কথাই বা উঠছে কেন? তিনি ভোটে জিতে এসেছেন, যে যাই বলুক তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। আজ থেকে ১০০ বছর বাদেও ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে।
  • til | 124.149.32.135 | ১৫ জুন ২০১১ ১৬:৫০473604
  • দু লক্ষ হাজার কোটি ভার্হাড়ে বাড়ন্ত। এঁর ও কি প: স: কেস?
  • til | 124.149.32.135 | ১৫ জুন ২০১১ ১৬:৫২473605
  • ভাঁড়াড়ে* (রাজাকোষে)
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৬:৫৩473606
  • দিদিরটা সাম্মানিক ছিল না। উনি তখন কোন ব্যাপারেই বিখ্যাত ছিলেন না যে কোন প্রপার ইউনি ওনাকে সাম্মানিক ড: দেবে। উনি একটি ফেক (নন-অ্যাক্রেডিটেড) ইউনি থেকে একটি ফেক ড: জোগাড় করেছিলেন। এবং সেইটিকে ভোটের প্রচারে লাগিয়েছিলেন।
  • til | 124.149.32.135 | ১৫ জুন ২০১১ ১৬:৫৪473607
  • মন্ত্রী কাউকে জেলে পাঠাতে পারেন না, আইন পারে। এটাই তো গোড়ায় গলদ! এই করেই তো প: ব: আজ শ্মশান!
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৬:৫৫473608
  • আর এইতো দিদি এসেছেন। এবারে তিলবাবুর দু:খু ঘুচবে। উনি ফ্ল্যাট পাবেন মনে হয়। না পেলে আবার পরিবত্তন চাইবেন।
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৬:৫৬473609
  • ঠিক হ্যায়, মামলা করেই না হয় প:স:-কে জেলে দিন।
  • kallol | 220.226.209.2 | ১৫ জুন ২০১১ ১৬:৫৭473611
  • ক্ষেতমজুর ও বর্গাদারেরা আন্দোলন চালিয়ে যাবেন সিপিআইএমএল লিবারেশনের ছতার তলায়।
    বিধানসভায় সূর্য্যবাবুরা কতো পদ্ধতির ভুল ধরলেন, ওয়াক আউটও করলেন। কিন্তু কোত্থাও ক্ষেতমজুর, বর্গাদারদের কথা বললেন কি?
    সিপিএম-এর কৃষক সভা কি ক্ষেতমজুর ও বর্গাদারেদের আন্দোলনে সামিল হবেন?
  • til | 124.149.32.135 | ১৫ জুন ২০১১ ১৬:৫৯473612
  • প: স:র কথা বলুন। ভাইস চ্যান্সেলরের ডিগ্রীই জাল!
    ইতি
    Dr. তিল!!!!
    (মন্দ লাগে না কিন্তু! নিজেকে জ্ঞানী গুণী মনে হতেছে!)
    ব্রতীন মোরে ডক্টর তিল বলিয়া সম্বোধন করিবা।
  • til | 124.149.32.135 | ১৫ জুন ২০১১ ১৭:০৩473613
  • পার্সোনাল আক্রমণ? বাহ, বোঝা গেল আপনার চরিত্র।
    তিলবাবু গাঁটের পয়সা খরচা করে কিনে ফেলেছেন। এমন নয় যে সুপ্রীম কোর্ট কেড়ে নেবে!
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৭:০৮473614
  • ওহ:। গাঁটের পয়সা খরচ করে কিনতে হয়েছে বলে রাগ!! হতেই পারে। পয়সা তো আর মাগনা মেলে না।


    http://www.tribuneindia.com/2010/20100608/main5.htm

    The only daughter of her parents with modest means, she wanted to become a teacher or a lawyer but her “education” has been a subject of controversy. While she has done her MA and obtained two more degrees, a BEd and another a degree in law, her detractors have had a field day insinuating that she somehow did not quite earn them. She actually played right into their hands in the late 80s by claiming to have acquired a questionable PhD degree from a dubious East Georgia University without ever visiting the US. In the face of persistent criticism and ridicule, she was forced to drop the claim and remove it from her CV.

  • Bratin | 122.248.183.1 | ১৫ জুন ২০১১ ১৭:১০473615
  • না না সব কি আর ভালো হবে কিছু কিছু হবে। যেমন মহম্মদ সেলিমের ডাক্তার স্ত্রী চিত্তরঞ্জন সেবা সদন কয়েক হাজার ফুট দখল করে আছেন অসংখ্য লোকের অসুবিধা করে। তাকে উৎখাত করা হবে। এই সব আর কি...

    ড: তিল দা, আপনার কি মনে হয়?
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৭:১২473616
  • ঐ আর কি, সবই সিলেক্টিভলি হবে। প:স: জেলে যাবে, দিদি মুখ্যমন্ত্রী হবে। আমার ছেলে টুকলে রাস্টিকেট হবে, ব্রাত্য উৎপলের নাটক টুকে শিক্ষামন্ত্রী হবে। সিপিএমের মাফিয়া জমি ছেড়ে দেবে। সেটা তিনোমূলের মাফিয়াকে বন্দোবস্ত দেওয়া হবে। এই রকম সব।
  • Bratin | 122.248.183.1 | ১৫ জুন ২০১১ ১৭:১৯473617
  • ও শিবু দা, বৌদি সঙ্গে নেই । খুব মস্তিতে আছো নিশ্চয় ই :-))। কোথায় ঘুরতে যাবে নাকি?
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৭:২০473618
  • উইকএন্ডে জেনিভা যাব। এক বন্ধুর বাড়ী। পোচ্চুর মাল খাবার প্রোগ্রাম :)।
  • de | 59.163.30.6 | ১৫ জুন ২০১১ ১৭:২১473619
  • পবিত্রবাবুর সম্বন্ধে যা শুনেছিলাম, পি এইচডি র কাজ পুরো হয়ে গেছিলো, থিসিসও সাবমিটেড হয়েছিলো, কোন ব্যক্তিগত জরুরী কারণে উনি কনভোকেশনের সময় উপস্থিত থাকতে পারেননি বলে ডিগ্রী সার্টিফিকেট মেলেনি! এটার সঙ্গে কোন কাজ না করে মানে withoutsubmittingathesisatall একটা ফেক ডিগ্রী কেনার অনেক তফাত আছে, সেটা মমতাই করুন আর যে কেউই করুন। এই দুটো জিনিস এক গ্রাউন্ডে বিচারযোগ্যই নয়!
  • Bratin | 122.248.183.1 | ১৫ জুন ২০১১ ১৭:২৩473620
  • ভালো ই আছো বস। :-))

    কিন্তু চীনে কবে যাবে? ওখান থেকে ফিরে?

    টিটলিস এক বার যেতে পারতো তো? নাকি ঘোরা?
  • Bratin | 122.248.183.1 | ১৫ জুন ২০১১ ১৭:২৪473625
  • এই বার মার্কেটে দেবযানী :-))
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৭:২৪473624
  • আমি যতটা শুনেছি পবিত্রবাবু থিসিস ডিফেন্ড এবং পাস-ও করেছিলেন। তবে শেষ ফী জমা দেন নি এবং কনভোকেশনে ডিগ্রী নেন নি।
  • til | 124.149.32.135 | ১৫ জুন ২০১১ ১৭:২৪473623
  • রাগ কেন? Right royal way যেটা গৌ দে র কোম্পানীতে আশা করেছিলাম।
    অন্যের মুখে কথা বসানোর অভ্যেস ছড়ুন তো।
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৭:২৬473626
  • হ্যাঁ। জুলাইতে চীনে যাব। সেটা বৌদিকে নিয়ে :(।

    টিটলিস কোন জায়গা রে?
  • til | 124.149.32.135 | ১৫ জুন ২০১১ ১৭:২৯473627
  • ডিগ্রী নেই মানে ডিগ্রী নেই। ব্যস।
    ফীজ জমা না দিলে যদি ডিগ্রী না মেলে তো না মেলেই।
    আসটে (কানাড়ায়), thats all!
  • Bratin | 122.248.183.1 | ১৫ জুন ২০১১ ১৭:৩০473628
  • একটা হালকা পাহাড়। ব্যাপক কেবল কার রাইড আছে। দেখে নাও। আমার খুব ভালো লেগেছিল।

    http://en.wikipedia.org/wiki/Titlis
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৭:৩৪473629
  • বেশ জায়গা। সামনের বারে যখন তোর বৌদিকে নিয়ে আসব তখন যাব। এবারে আর একটাই উইকএন্ড। সেটা জেনিভা আর শ্যাতো দ্য শিঁয় যাব।
  • aka | 168.26.215.13 | ১৫ জুন ২০১১ ১৭:৪২473630
  • পবিত্র বাবুর থিসিসে প্লেজিয়ারিজম আছে কিনা তা চেক করা হয় নি। এমএসসির সমস্ত ক্লাস করার পরেও যদি কেউ একটা পেপার না দেয় বাকি সব পেপারে ১০০ পেলেও সে এমএসসি পাশ এটা দাবী করা খুব মৃদু ভাবে বললেও হাস্যকর। বিশেষত সে যদি শিক্ষা জগতেই যুক্ত থাকে যেখানে একটা আদর্শগত ইস্যু। সমস্ত মাণদণ্ডে এটা ফ্রড।
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৭:৪৩473631
  • এ নিয়ে আগেও কথা হয়েছে। আমার পয়েনটা একবার সামারাইজ করে দেই।

    ১। থিসিস জমা দিয়ে, এবং সাকসেসফুলি ডিফেন্ড করে তারপর ডিগ্রী না নেওয়া - আর ফেক ইউনির ফেক ডিগ্রী দেখানো, দুটোর মধ্যে অনেক তফাৎ।

    ২। সাধারনত: চাকরির অ্যাডে থাকে PhD or equivalent। প:স: এর কেসটা ঐ ইকুইভ্যালেন্টের মধ্যে পড়ে। পৃথিবীর কোথাও সেটা খুব বড় ব্যাপার বলে ধরা হয় না।
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৭:৪৭473632
  • আকা কেসটা ডিসটর্ট করছে।

    ১। থিসিস ডিফেন্ড করার আগে কমিটি যখন পড়ে তখন তারা প্লাজিয়ারিজম সহ অন্যান্য ব্যাপার চেক করে। থিসিস সাকসেসফুলি ডিফেন্ড করলে ধরে নেওয়া হয় তাতে প্লাজিয়ারিজম নেই (যদি না প্রমান দেওয়া হয়)।

    ২। MS-এ একটা পেপার কমপ্লিট না করা মানে অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট শেষ না করা। প:স: তার ডিগ্রীর অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট শেষ করেছিলেন।
  • aka | 168.26.215.13 | ১৫ জুন ২০১১ ১৭:৪৮473634
  • প্রশ্নটা উনি কেন কোন যোগ্যতায় চাকরি পেয়েছেন তাই নিয়ে নয়, উনি নিজে ডক্টরেট ডিগ্রি ক্লেম করেছিলেন বহুদিন, যেটা আনএথিকাল। তার সাথে ওনার পাণ্ডিত্য, চাকরি ইত্যাদির কোন যোগসাজগ নেই। চাকরি ভুয়ো ডিগ্রি দিয়ে পেয়েছিলেন কিনা সে অন্য প্রশ্ন। কিন্তু নামের পাশে যে ডিগ্রি নেই তা ক্লেম করা আনএথিকাল। আর শিক্ষা জগতের সাথে যুক্ত কোন ব্যক্তি ডিগ্রি নিয়ে আনএথিকাল কাজকম্মো করলে তা সিরিয়াস অফেন্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন