এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • abastab | 61.95.189.252 | ১৬ জুন ২০১১ ১২:২০473668
  • যাক তাহলে এতদিনে নিশ্চয়ই পবিত্র বাবু ওনার ডিগ্রী পেয়েছেন। আর দিদিকেও সাম্মানিক ডক্টরেট প্রদান করা হোক।
  • ranjan roy | 122.168.248.47 | ১৭ জুন ২০১১ ০১:১৯473669
  • আমার যতদূর মনে পড়ছে মমতার ডকটরেট ডিগ্রি একটি বাস্তবে অস্তিত্ব হীন বা ঐ কয়েকশ" স্কোয়ারফিট জায়গায় খোলা তথাকথিত মার্কিন ইউনি থেকে নেওয়া। এবং সেই সময় সেটা ফাঁস হওয়ার পর উনি আর নামের আগে ড: লেখেন না।
    আর পবিত্র সরকারের ব্যাপারে সুনন্দ সান্যাল মশাই হললা মচানোর পর এবং মামলা হওয়ার পর শিকাগো ইউনি চিঠি দিয়ে জানিয়েছিল যে পবিত্রর পি এইচ ডি থিসিস স্বীকৃত হয়েছে।
    সার্টিফিকেট পাওয়ার জন্যে কিছু ফর্মালিটি বাকি আছে মাত্র। তাতে ওনার নামের আগে ড: লেখা নিয়ে ইউনির কোন আপত্তি নেই।
    ডি: এ নিয়ে কোন সূত্র বা লিংক দিতে পারব না।
  • til | 124.168.3.190 | ১৭ জুন ২০১১ ০২:১০473670
  • কিন্তু ভুঁড়িদাস নিরুত্তর যে, কি ব্যাপার?
  • PT | 203.110.243.21 | ১৮ জুন ২০১১ ১৯:৫২473671
  • @RR
    (Chicago) University records reveal that “the dissertation draft, margins, spacing, pagination and other format issues are in good order and hence the student, Pabitra Bhushan Sarkar, will be awarded the degree in August 2004 or he will be conferred this degree during the summer convocation on August 27, 2004”.
    http://www.telegraphindia.com/1040721/asp/frontpage/story_3522831.asp


  • Bratin | 117.194.103.43 | ১৮ জুন ২০১১ ২১:০০473672
  • কিন্তু তার আগে ও ই ডিগ্রি টি আছে ধরে নিয়ে কর্মক্ষেত্রে যে যে সুবিধা গুলো পেলেন ( অর্থাৎ উঁচু স্কেল ইত্যাদি। PT দা আরো ভালো বলতে পারবেন।)তার কি হবে? আর ওনার এই অসৎ আচরণের জন্যে উনি publically ক্ষমা চেয়েছেন কি?
  • PT | 203.110.243.23 | ১৮ জুন ২০১১ ২২:০৯473673
  • বোঝা গেল আমার 16 Jun 2011 -- 10:17 AM পোস্টিংটি কেউ পড়েনি।

    ১। আমার 18 Jun 2011 -- 07:52 PM-র পোস্টিংটি পবিত্র সরকার-কে ডিফেন্ড করার জন্য নয়। RR-এর উদ্দেশ্যে কেননা উনি বোধহয় "লিংক খুঁজে পাননি।

    ২। পবিত্র সরকার ক্ষমা চেয়েছিলেন কিনা জানিনা তবে তাঁর বিরুদ্ধে public interest litigation হয়েছিল।

    The Nationalist Democratic Teachers Association had moved a public interest litigation in Calcutta High Court a fortnight ago demanding penal action against Sarkar for ?cheating the government, universities, as well as students? by claiming to be a doctorate without a proper degree from the University of Chicago.
    http://www.telegraphindia.com/1041002/asp/bengal/story_3831784.asp


    আমার বিস্ময় যে আইন তাঁকে কোন শাস্তি দিলনা বা তাঁর পেনশন আটকালো না কেন? বিচারক আলিমুদ্দিনের দোর ধরা ছিলেন? নাকি পবিত্র সরকারের অবস্থান ভারতীয় দন্ডবিধি অনুযায়ী বেআইনি নয়?
  • Bratin | 117.194.100.40 | ১৯ জুন ২০১১ ১১:০৪473674
  • তা মানে যা দাঁড়াল সেটা এইরকম:

    ১। পবিত্র সরকার ওনার নামের নামের মতো ই পবিত্র। ওনার পদবী সরকার হলেও পুরোনো সরকারের সাথে ওনার কিছুমাত্র যোগ ছিল না।

    ২। এই সব চেঁচামেচি,অপপ্রচার সব বিরোধীদের চক্রান্ত।
  • PT | 203.110.243.21 | ১৯ জুন ২০১১ ১২:০৩473675
  • আমি কিন্তু তা বলিনি। আমি নিজেও বুঝছি না যে কোর্ট তাঁকে শাস্তি দিলনা কেন?

    জনান্তিকে একটা কথা বলি - হ্যাটা খাব জেনেও। আগে JU-তে ভাষা শিক্ষা বাধ্যতামূলক ছিল। আমার পরম সৌভাগ্য হয়েছিল পবিত্রবাবুর কাছে বাংলা ক্লাশ করার। আগামী ৫০ বছরে JU-তে ঐ মান এবং বৈদগে্‌ধর আরেকজন বাংলার শিক্ষক আসবেন কিনা সন্দেহ আছে। এক্ষেত্রে আমার ব্যক্তিগত অবস্থান খানিকটা ... ""যদিও আমার গুরু শুঁড়িবাড়ি যায় তবুও আমার গুরু রমাকান্ত রায়।"
  • PT | 203.110.243.21 | ১৯ জুন ২০১১ ১২:০৪473676
  • *বৈদগে্‌ধর
  • PT | 203.110.243.21 | ১৯ জুন ২০১১ ১২:০৫473678
  • উপ্‌প্‌স ... এই শব্দটা লেখা যাচ্ছেনা
  • til | 124.168.3.190 | ১৯ জুন ২০১১ ১৬:২৪473679
  • বৈদগ্‌ধ ?????
  • til | 124.168.3.190 | ১৯ জুন ২০১১ ১৬:২৬473680
  • আমার তো চাই ডানদিক কানা।
    আবার
    বৈদগধ
  • PT | 203.110.243.23 | ১৯ জুন ২০১১ ১৯:০৬473681
  • আসল আলোচনাতে ফেরা যাক:

    West Bengal Chief Minister Mamata Banerjee's Singur Bill seems to have opened a Pandora's box. More than 10000 willing farmers handed over their land to the Tatas for compensation and a job. They are now prepared to take the government to court over the bill.
    http://ibnlive.in.com/news/farmers-divided-over-singur-land-bill/160277-3.html

  • Bratin | 117.194.101.90 | ২০ জুন ২০১১ ১০:৩৩473682
  • তার মানে যা বুঝলাম:

    যদি কেউ ভালো মাস্টারমশায় হন, ২/৪ টে ভালো পেপার থাকে তবে তিনি ছোটোখাটো(!!!??) গন্ডোগোল করার জন্যে এলিজিবিল। সাধে কী গুরু তে আসি। কত কিছু জানা যায় ,শেখা যায়। সবই তাঁর ইচ্ছে। :-))
  • PT | 203.110.243.23 | ২০ জুন ২০১১ ১০:৪৫473683
  • আমি একটা প্রশ্ন রেখেছিলাম। তার উত্তর এখনো পাইনি: কোর্ট কেন পবিত্র সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেনি?
  • siki | 123.242.242.16 | ২০ জুন ২০১১ ১২:২২473684
  • আচ্ছা, পবিত্র সরকারের কেসটা তো অনেকদিন আগেই সেটলড হয়ে গেছিল। আবার কেন সেটাকে তোলা হল? ওটা তো আদপেই কোনও ইস্যু ছিল না। কবীর সুমনের নামে ফৌজদারী কেসের মত।
  • ranjan roy | 122.168.155.14 | ২০ জুন ২০১১ ১২:৫০473685
  • ব্রতীন,
    আমার মনে হয় পবিত্র সরকারের কেসটা ভুল বুঝেছো।
    দেখ, আমার মেয়ে ভোপালের ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে ফাইনাল পরীক্ষা দিয়ে তিন দিনের মাথায় দিল্লিরBMR & ASSOCIATES এ চাকরি পেয়ে যায়। রেজাল্ট বেরোয় তিনমাস পরে। সি এ ফার্মটি সব জেনেই ওকে নেয়। কিছুই গোপন করা হয় নি। তুমি কি বলবে প্রথম তিনমাসের মাইনে ও পার্কস্‌ অনধিকারীকে দেয়া হয়েছে? হ্যাঁ, যদি তিনমাস পরে ও ফেল করত তাহলে অন্য কথা।
    পবিত্র সরকার যদি কোন জালি কাগজ দেখিয়ে চাকরি পেতেন তাহলে অন্য কথা ছিল।
    পিটিকে লিংকের জন্যে ধন্যবাদ।
    আমি যদ্দূর জানি এছাড়াও শিকাগো ইউনিভার্সিটি পবিত্র সরকারের ডিগ্রি নিয়ে সন্দেহ করায় যাঁরা আবেদন করেছিলেন তাঁদের ওপর বেশ কড়া কমেন্ট করেছিল।
    আর তোমার তিনটে প্রশ্নের ব্যাপারে আমার মত:
    ১) পবিত্র সরকার নিজের কেরিয়ারের প্রশ্নে কোন অসদুপায় অবলম্বন করেন নি।
    ২) উনি বাম রাজনীতির সমর্থক।
    ৩) তার মানেই উনি অসৎ, বা তার মানেই সব বাম রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত লোক সৎ-- কোনোটাই কার্যকারণ সম্পর্কযুক্ত নয়।
    এবং ওনার চেয়ে ওই কাজের জন্য যোগ্য লোক খুব কমই আছে।
  • Bratin | 117.194.103.122 | ২০ জুন ২০১১ ১৩:০৮473686
  • ১।রঞ্জন দা, আমাদের IT কোম্পানী ক্যাম্পাসিং র মাধ্যমে চাকরী পেলে সাধারনত: ডিগ্রী পাওয়ার এক বছরের আগে চাকরী পায়, এক্ষেত্রে জবে জয়েন করার পরে বেশীর ভাগ কোম্পানী এক বা একাধিক থার্ড পার্টি দিয়ে নতুন জয়েনীর ব্যাকগ্রাউন্ড চেকিং করায়। সেখানে সিভি তে লেখা কোন কিছু ভুল ধরা পড়লে( % অফ মার্কস, ইয়ার অফ পাসিং ইত্যাদি ইত্যাদি) জয়েনী কে স্যাক করা হয়। ইন্ডাস্ট্রী তে এটাই কম প্রাকটিস।

    ২। উনি বাংলা বলতে পারতেন বস আমকে এখন ড: র স্কেলে মাইনে দিও না বা আমি এখন ঋদিআর হবার ক্রাইট্রেরিয়া ফুল্ফিল করি না। কারন আমি এখও ড: নই। আমর মতে সেটা সততা হত। আর কেউ না জিগালে আর তিনি চেপে গেলে আমার মতে সেটাও অসাধুতা।

    ৩। শিক্ষক হিসাবে ওনার গ্রেটনেস কিন্তু আমি কোথাও অস্বীকার করি নি। আমি শুধু বলেছি মহান শিক্ষক হলে ছোটো খাটো ব্যাপারে জালিয়াতি করার অধিকার জন্মায় কিনা?
  • Sibu | 74.125.57.33 | ২০ জুন ২০১১ ১৩:১৬473689
  • ছোটখাটো জালিয়াতির ব্যাপার জানি না, তবে মুখ্যমন্ত্রীদের বড়ো বড়ো জালিয়াতি করার অধিকার থাকে সে তো দেখাই যাচ্ছে :))))।
  • Bratin | 117.194.103.122 | ২০ জুন ২০১১ ১৩:১৮473690
  • দ্যাকো। আমার বাড়ি টা স্ট্রাটেজিক পজিশানে। বেলুড় স্টেশনের কাছে কিন্তু পোস্টাল অ্যাড এ বালী। :-))

    এবারে দেশে এলে এখানে এসো । বেলুড় মঠ ঘুরিয়ে দেবো। চাইলে কয়েকজন মহারাজের সাথেও ই®¾ট্রা করিয়ে দেব :-))
  • Sibu | 74.125.57.33 | ২০ জুন ২০১১ ১৩:২০473691
  • বোতীনকে (এটা সিরিয়াস)।

    রীডার হবার ক্রাইটেরিয়া, ইউজুয়ালী, পিএইচডি অর ইকুইভ্যালেন্ট (এটা তুমি স্যারের কাছে চেক করে নিও)। অন্তত: আমি যে সব জায়্‌গায় পড়িয়েছি/অ্যাপ্লাই করেছি (মোট সংখ্যা খুব কম হবে না) সে সব জায়্‌গায় তাই ছিল। কাজেই প:স:-র রীডার হবার যোগ্যতা ছিল না, এটা আউটরাইট মিথ্যে কথা।
  • siki | 123.242.242.16 | ২০ জুন ২০১১ ১৩:২২473693
  • ব্রতীন, ওসব ব্যাকগ্রাউন্ড চেক ফেকের গল্প দু একটা আইটি কোম্পানি করে মাত্র। সবাই নয়।

    ২ নং পয়েন্টটা তো একেবারেই এগ্রি করি না। তাইলে আমারো ইনফিতে ঢুকে বলা উচিত ছিল, দ্যাখো বস, আমি এখনো পিজি-র সাট্টিফিকেট পাই নি, তাই আমাকে পিজির স্কেলে মাইনে দিও না। কারণ আমি এখনও পিজি নই।

    এটা একেবারেই ভুলভাল দাবি। পবিত্র সরকার কোনওরকম জালিয়াতি করেন নি। আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা দশ পনেরো বছর বাদে স্কুল কলেজে ফিরে গিয়ে সার্টিফিকেট তুলে এনেছেন। এটা খুব সাধারণ ব্যাপার।
  • Bratin | 117.194.103.122 | ২০ জুন ২০১১ ১৩:২২473692
  • গুড, গুড শিবু দা, ভোটে তোমাদের মুখপাত্রের মুখ তো বাঁচলো। হার্টি কনগ্রাচুলেশান।

    তুমি কি স্যাম চাচার দেশে ফিরলে?
  • Bratin | 117.194.103.122 | ২০ জুন ২০১১ ১৩:২৩473694
  • আচ্ছা জিগিয়ে দেখছি। :-))
  • Sibu | 74.125.57.33 | ২০ জুন ২০১১ ১৩:২৪473695
  • না: একুনো ফিরিনি। তুমি আমার আপিসের আইপি দেখছো।
  • siki | 123.242.242.16 | ২০ জুন ২০১১ ১৩:২৬473696
  • জিগাতে পারো :-))

    আমি এখন আট নং কোম্পানিতে আছি। আইবিএম আর জিই (ক্লায়েন্ট, রিক্রুটার নয়) বাদে কেউ আমার ব্যাকগ্রাউন্ড চেক করে নি।
  • Bratin | 117.194.103.122 | ২০ জুন ২০১১ ১৩:৩৬473697
  • ১। সিকি, ফ্রেস্রার্শ দের ক্ষেত্রে ব্যাক গ্রাউন্ড চেক হয়। ইদানীং সাউথে কিছু কোম্পানী হয়েছে যেগুলো আসলে কোম্পানী নয় মোটা টাকা নিয়ে exp সার্টিফিকেট দেয়। এর জন্যেই অনেক কোম্পানী এটা মাস্ট করেছে। আমাদের ক্ষেত্রে প্রজেক্ট চেঞ্জ করতে গেলে ও ব্যাকগ্রাউন্ড চেকিং হয়। কোন কোন ক্ষেত্রে। আমর নিজের ২ দু বার হয়েছে। GE একবার। Amgen একবার। TCS থাকতে জয়েন করার মাস ছয়েক পরেও লোকের চাকরী যেতে দেখেছি এই কারণে।

    ২। PG র স্কেলে মাইনে বলে কিছু হয় না। কিছু কোম্পানী লাইক TCS এটা দেখে হয়তো কিন্তু সবাই নয়। মূল বিবেচ্য বিষয় হল Exp । আর ৪ বছর পরে তোমাকে PG কিনা দেখবে নাকি relevant exp দেখবে?

    ৩। PG আসলে করেছো কিন্তু ডিগ্রী নাও নি , আর PG র শেষ করেও নি টেকনিক্যালি কারণ শেষের সেম র প্রজেক্ট কমপ্লিট হয় নি। আমার মতে এই দু টো কেস আলাদা। তোমার মতে এক হলে আমার কিছু করার নেই।
  • Bratin | 117.194.103.122 | ২০ জুন ২০১১ ১৩:৩৬473698
  • ও টা তোমাকে নয় শিবু দা কে বললাম :-))
  • PT | 203.110.246.230 | ২০ জুন ২০১১ ১৪:২৬473700
  • যাঁরা recruitment-এর সঙ্গে সরাসরি জড়িত নয় তাদের বোঝানো মুশকিল যে কি কল বানানো আছে। প:স: নাহয় সিপিএমের ঘনিষ্ট ছিলেন বলে এত বাক্য বিন্যাস। অন্য উদাহরণ নিন তাহলে। ধরুন ৫ বছর assistant prof. লেভেলে না থাকলে associate prof. হওয়া যাবে না এইরকমই নিয়ম। কিন্তু তার সঙ্গে এও লেখা আছে যে exceptional/outstanding candidate-এর ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম করা যাবে। সর্বোচ্চ অধিকর্তা সেই ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করার অধিকার রাখেন। external expert-রা আগে অধিকর্তার ইচ্ছাটি বুঝে নেন বা তাঁদের বুঝিয়ে দেওয়া হয়। তারপর কর্তার ইচ্ছায় কর্ম!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন