এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ১৩ জুন ২০১১ ১২:৩৬473535
  • এই পন্থাগুলো কোনদিনই বুঝলাম না । কবে যে এসব ইজমে বিশ্বাসী হয়ে উঠতে পারব !
  • pi | 72.83.97.171 | ১৩ জুন ২০১১ ১২:৫৪473536
  • যাচ্চলে। আমি তো ভেবেছিলাম আপনি তারানন্দ বা উপরওয়ালা কোনোটাই না। তাই কারণটা আপনাকে জানাবো ভাবলাম। জানাবার আগে জানতে চাইলাম, কতটা জানেন, মানে কতটা জানাতে হবে, এই আর কি :)

    আর বাকি, বাকিরাই বলে দিয়েছেন :)
  • til | 124.149.163.255 | ১৩ জুন ২০১১ ১৩:০১473538
  • ইজম খুব ভাল জিনিস। এই ধরুন আমার PhD নেই, জন্মেও হবে না কিন্তু প্রকৃত বিশ্বাসী হলে আমি বলবো (প্রকাশ্যে নয়) ২০২৫ সালে আমি থিসিস সাবমিট করবো; নামের আগে Dr. লিখবো চাইকি কোনদিন চ্যান্সেলরও হয়ে যাবো। জার্মানী তো নয় যে মন্ত্রীত্ব যাবে টুকলিফাই এর জন্যে।
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৩:৩৯473539
  • @pi
    সেই জন্যই তো পরিবর্তন। তারপরেও কাগজে মৃতদেহের ছবি ছাপতে হচ্ছে কেন? আপনি যদি বলেন তাহলে আপাতত: এই আলোচনাটা বন্ধ রেখে ৩৪ বাদেই নাহয় আবার প্রশ্ন করব।
  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৩:৪০473540
  • *৩৪ বছর
  • Mmu | 79.86.171.253 | ১৩ জুন ২০১১ ২০:৪৮473541
  • PT দা, রাতারাতি সব কিছু পরিবর্তন হয়ে যায় না।
    বাম অবাম / আমরা ওরা এই প্রশ্ন কেন আসে আমি বুঝতে পারি না। মানুষের কোন রঙ হয় না। তেমনই ভোটারেরও কোনো রঙ হয় না।
  • Mmu | 79.86.171.253 | ১৩ জুন ২০১১ ২১:২৯473542
  • এত কঙ্কাল কাদের?? কারা তারা ?? কি তাদের পরিচয়??
    ভাবতেও অবাক লাগে এখনো এঁরা কথা বলে। নিজেদের সাম্রাজ্যকালের সাফাই গায়?
  • siki | 122.162.75.192 | ১৩ জুন ২০১১ ২২:১১473543
  • ভোটারের রং হয় না? তা'লে রং কীসে হয়? ফিদা হুসেনের ছবিতে?
  • Mmu | 79.86.171.253 | ১৩ জুন ২০১১ ২২:২৭473545
  • siki,...........
  • ranjan roy | 122.168.221.157 | ১৪ জুন ২০১১ ০১:১৮473546
  • অনামিকা,
    আপনার পিটির লেখা ভালো লাগে এবং আপনি শুধু ওনার লেখা পড়তেই এখানে আসেন-- সে আপনার একান্ত নিজস্ব ব্যাপার।
    কিন্তু আপনার দ্বিতীয় বক্তব্যটি আমাদের মত ইতরজনের গায়ে লাগছে যে!
    কারণ বাক্যটির নিগলিতার্থ --এখানে অনেকে আছেন যাঁরা নিজের বুদ্ধিকে পণ্য করে বিক্রি করেন।
    গুরুর লোকেদের বুদ্ধি বাজারে বিক্কিরি যোগ্য-- এটা বেশ ঈর্ষণীয় ব্যাপার। কারা সেই সৌভাগ্যবান তাঁদের নাম-ধাম যদি জানান। তাহলে ওঁদের থেকে দু-একটা টিপস্‌ নিতাম।
    আমি যে ভবের হাটে বিকাতে চাই, কে নিবি ভাই আপনারে!
  • ranjan roy | 122.168.221.157 | ১৪ জুন ২০১১ ০১:৩১473547
  • পিটি,
    সিপিএম এর বঙ্গে এমন অবস্থার জন্যে একটু অবজেক্টিভ পোস্ট মর্টেম করুন না!
    মমতা ছড়ালে পাব্লিকই গদি থেকে নামাবে, গুরুর লোকজন নয়। যেমন সিপিএম কে নামিয়েছে। পাব্লিক গুরুতে আপনার-আমার মহা মূল্যবান লেখা পড়ে না। আমরাই খালি পড়ি ও নিজেদের পিঠ চুলকোই।
    কিন্তু সিপিএম এর ঘর তো সিপিএম ই সামলাবে, পাতি পাব্লিক নয়। কাজেই একটু শুরু করুন না!
    প্রকাশ বাবুদের বিশ্লেষণ তো একই গোত্রের।
    তুমিও ভাল, আমিও ভাল। তুমিও খারাপ, আমিও খারাপ। এইরকম অ্যানালিসিসের জন্যেই লোকসভা, পঞ্চায়েত, বিধানসভা-- লাগাতার ধ্বস নেমেই চলেছে।
    ভদ্রলোকের এতটুকু চক্ষুলজ্জা নেই যে ভি এস কে পলিট ব্যুরোতে নেবেন বা বিজয়নকে সরাবেন।
    প্রকাশ বাবুদের কতা তো বান্টি অউর বাবলি সিনিমার মত।
    তুমি আমি কেউ নয়, সামুহিক নেতৃত্ব নামক এক বান্টি দোষী।
    এর চেয়ে ৪২ এবং ৪৮ এ রণদিভেরা অনেক অনেস্ট ছিলেন। অত্মসমালোচনায় পিছপা হন নি।
  • ranjan roy | 122.168.254.155 | ১৪ জুন ২০১১ ০১:৪০473548
  • কিছুদিন আগেই দেখেছি একটি চ্যানেলে( সম্ভবত: ২৪ ঘন্টা) যে কিছু মমতা সমর্থক বুদ্ধিজীবি ( শুভাপ্রসন্ন, সমীর আইচের নাম মনে পড়ছে) মুখ্যমন্ত্রীকে মেমোর‌্যান্ডাম দিয়েছেন-- বিজয়োল্লাসে মেতে পরাজিত দলের কর্মী- সমর্থকদের ওপর তৃণমূল স্তরে আক্রমণ বন্ধ করতে।
  • kallol | 220.226.209.2 | ১৪ জুন ২০১১ ১০:৩৯473549
  • রঞ্জন - পিটি যদি কার্ড হোল্ডার হয়, তবে ওর পক্ষে নিজের মতো করে হারের কারন বিশ্লেষন করা বেশ চাপের। পার্টির মতই ওরও মত।
    তা যদি না হয়, তো পিটি এটা করতেই পারেন।

    অনামিকা - আপনার জন্য হা হা হাসি ছাড়া কিছুই দিতে পারলাম না। দু:খিত। আপনি কি জানেন যে আমরা যারা চাগরী করি, তা সে সওদাগরী কোং, বা সরকারী কোং বা যে চুলোতেই হোক নিজেদের বুদ্ধি ও গতরকে পণ্য হিসাবে ব্যবহার করেই করি। আমাদের মেধা ও পরিশ্রমের ক্ষমতা বেচেই মাস গেলে মাইনে পাই। হয়তো আপনিও পান।
  • Mmu | 79.86.171.253 | ১৪ জুন ২০১১ ১৫:২৯473550
  • কল্লোল দা, -- কঙ্কালের কথা জিগাতেই উনি (PTদা) উধাও।
  • Mmu | 79.86.171.253 | ১৪ জুন ২০১১ ১৫:৩২473551
  • আমি দেশে ফিরে অবশ্যই PT দার সাথে দেখা করব। ওনার কাছে অনেক কিছু শেখার আছে। জমিয়ে একদিন আড্ডা দিতে হবে।
  • kallol | 220.226.209.2 | ১৪ জুন ২০১১ ১৬:৫৩473552
  • আরিব্বাস - এ কি কথা শুনি আজ...............
    মমতা (অন্তত: মুখে) বামপন্থা কে আশ্রয় করেছে, তাই ক্ষমতায় এসেছে। এটা আকস্মিক সমাপতন নয়।
    তাহলে যারা ক্ষমতা থেকে হঠে গেলো, তারা (অন্তত: মুখে) ডানপন্থাকে আশ্রয় করেছিলো। এরকম বলতে চাইছেন কি পিটি?
  • dukhe | 122.160.114.85 | ১৪ জুন ২০১১ ১৭:২০473553
  • যা দাঁড়াচ্ছে - বামপন্থার কথা বললে রাজ্যে ক্ষমতা পাওয়া যাবে । আর কং বা ভাজপাকে যদি ডানপন্থী ধরি তো ডানপন্থার কথা বললে কেন্দ্রের গদি ।
    তবে কি সিপিয়েম সেইজন্য ডানপন্থার কথা বলছে ? অচিরেই বুদ্ধবাবু প্রধানমন্ত্রী হবেন ?
  • PT | 203.110.243.21 | ১৪ জুন ২০১১ ২২:৫১473556
  • @kallol
    সেকথা আমার না বললেও চলবে কেননা বুদ্ধবাবু "সমাজতন্ত্র করছি না"" জাতীয় কথা নিজমুখেই বলেছেন সেটা সংবাদপত্র ঘাঁটলেই পাওয়া যাবে। তবে আমার দৃঢ় বিশ্বাস যে নন্দীগ্রাম না ঘটলে সিঙ্গুর কোন সমস্যা হত না। আর আমি পার্টির কার্ড হোল্ডার নই- কোনদিন ছিলামও না। এই কথা বার তিরিশেক আগেও লিখেছি।

    @Mmu
    কঙ্কাল দেখে আসল মানুষটিকে চিনে ফেলার মত দক্ষতা আমি এখনও অর্জন করিনি। দোষী ধরা পড়লে আমি বিব্রত হবনা। আপনার প্রশ্নের জন্য পালাইনি - সকাল থেকে কোন কারণে গুরু access করতে পারছিলাম না। আর দেশে ফিরে নিজেকেই প্রথম প্রশ্ন করবেন যে হাওড়া স্টেশন কবে বিশ্বমানের হবে - তারপরে উত্তরটা সংগ্রহ করে আমার সঙ্গে দেখা করবেন। তদ্দিনে কঙ্কালের পরিচয়ও জানা হয়ে জাবে। তখন চুটিয়ে গপ্প হবে - সঙ্গে বোর্দো থাকলে ভাল হয়।

    @dukhe
    রসিকতা করতে গিয়েও খানিকটা আমার পছন্দের লাইনে ঢুকে পড়েছেন। গত লোকসভা ভোটে কং এবং বিজেপি মিলিয়ে বোধহয় ৫০% ভোটও পায়নি। আর কংগ্রেসের ভোটের পরিমাণ ক্রমশ: ক্ষীয়মাণ। নাহলে রাহুল জমি আন্দোলন করতে যায় - কং নেতা জমির আন্দোলন করছে এত ঘোড়ায় হাসার কেস। কংগ্রেসকে ভেসে থাকতে হলে মায়াবতি-জয়ললিতা-মমতা আরো যা যা খড়কুটো পাওয়া যায় তাই ধরে বাঁচতে হবে। নাহলে মৃদু হলেও বামে সরতে হবে।
  • Arpan | 122.252.231.10 | ১৪ জুন ২০১১ ২৩:১৪473557
  • খ্যাক খ্যাক খ্যাক।

    রেজ্জাক মোল্লা বলেছেন বিল পাশ করার সময় তাঁর বিধানসভায় থাকার ইচ্ছে ছিল। দল তাড়িয়ে দেবে বলে ওয়াকআউট করতে হয়েছে।

    নিজের চোখে বলতে দেখলাম, নিজের কানে বলতে শুনলাম। টিভিতে।
  • nyara | 122.172.157.219 | ১৪ জুন ২০১১ ২৩:৩৫473558
  • এইটা একঘর। আমার মনে হচ্ছে মোল্লা চাইছেন ওঁকে দল তাড়িয়ে দিক।

    অন্য খবরে, আজ TOI-তে দেখলাম ইয়েচুরি বলেছেন সিপিএম আর সিপিআই ইউনিফিকেশন করার চেষ্টা করছে।
  • nyara | 122.172.157.219 | ১৪ জুন ২০১১ ২৩:৪১473559
  • বুদ্ধি ও মনন না বিক্কিরি-করা পিটিবাবু কিন্তু শম্ভু মিত্র সংক্রান্ত আমার প্রশ্নের জবাব এখনও দিলেন না - শম্ভু মিত্র যদি ডান-বামের ঊর্দ্ধে হবেন তাহলে বামেরা কেন কোল দেবেনা? এর মানে কি উনি বলছেন বাম না হলে বামেরা কোল দেয় না?
  • PT | 203.110.243.21 | ১৪ জুন ২০১১ ২৩:৫৯473560
  • @nyaaraa
    এই শম্ভুবাবু সংক্রান্ত ব্যাপারটি বেশ জটিল। আমি তার অনেকটাই বুঝিনা। কেউ বলেন যে তিনিই নাকি একমাত্র বাঙালী বুদ্ধিজীবি যিনি জরুরী অবস্থা সমর্থন করেছিলেন। তিনি বহুরূপী কেন ছেড়েছিলেন তা আমার কাছে পরিষ্কার নয়। শুধু রাজনৈতিক কারণেই বাম সরকার তাঁকে নাট্যশালার জন্য জমি দেয় নি একথাও ঠিক কিনা জানিনা। (বাম সরকার কি উৎপল দত্তকে ঐজন্য জমি দিয়েছিলেন?) আবার নাকি তৃপ্তি মিত্রের সঙ্গেও শেষ জীবনে মতাদর্শের ফারাক হয়েছিল। সমস্ত সংসারের উপর ব্যাপক বিরক্তি বা অভিমানে সম্পুর্ণ গোপনে মৃতদেহ সৎকারের নির্দেশ দিয়ে রেখেছিলেন মেয়েকে। মমতা তাঁকে কোন পদ দিলে তিনি তা আদৌ নিতেন কিনা সে বিষয়েও আমার সন্দেহ আছে। অন্য কেউ এই বিষয়ে আলোকপাত করলে বাধিত হব।
  • nyara | 122.172.157.219 | ১৫ জুন ২০১১ ০০:০২473561
  • শম্ভু মিত্র বহুরূপী ছাড়েননি, বিতাড়িত হয়েছিলেন। এ সম্পর্কে দিলীপ ঘোষের একটি বইতে বিস্তারিত তথ্য আছে। উৎপল দত্ত কী নাট্যশালা করার জন্যে জমি চেয়েছিলেন?

    প্রশ্নের উত্তর পেলাম না।
  • PT | 203.110.243.21 | ১৫ জুন ২০১১ ০০:০৩473562
  • সংযোজন:
    মনন "বিক্কিরি" নিয়ে টিটি্‌করি না দিলেই বোধহয় রুচিসম্মত হত। কেননা ওটা আমি নিজে দাবি করিনি।
  • nyara | 122.172.157.219 | ১৫ জুন ২০১১ ০০:০৬473563
  • ফেয়ার এনাফ। ওটা বিলো দ্য বেল্ট হয়েছে। দু:খিত।
  • Mmu | 79.86.171.253 | ১৫ জুন ২০১১ ০১:১০473564
  • PT দা সিঙ্গুর বিল পাস হয়ে গেল। এবার ইচ্ছুক-অনিচ্ছুক দের জমি ফেরত নিয়ে একটা আলোচনা হোক। একটা টই খুলুন এব্যাপারে ।
  • Mmu | 79.86.171.253 | ১৫ জুন ২০১১ ০১:১৩473565
  • আমার প্রশ্ন শুধু ইচ্ছুকদের জমি ফেরত দেওয়া হবে নাকি সব্বাই কে । সব্বাইকে হলে কেন? নাহলে সব্বাইকে কেন নয়?

  • RATssss | 63.192.82.30 | ১৫ জুন ২০১১ ০২:২৫473567
  • জমি কি এখন যেমন অবস্থায় আছে সে অবস্থায় ফেরত দেওয়া হবে? না কী যে অবস্থায় নেওয়া হয়েছিল সে অবস্থায় ফিরিয়ে নিয়ে গিয়ে ফেরত দেওয়া হবে? আমার A জমির বদলে যে B জমি পাবো, তার ঊর্বরতা বা কোয়ালিটি কে কিভাবে কনফার্মেশন দেবে? খালের পাশের জমির বদলে রাস্তার ধারের জমি আমাকে দেওয়া হলে আমি কি জমি নিতে বাধ্য থাকব? নতুন জমি আমার পছন্দ না হলে কি হবে?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন