এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 72.81.226.222 | ২৬ মে ২০১১ ০৭:৩৪473510
  • মমতা ব্যানার্জির পদ্ধতিতে সব কিছুই নাটকীয়। নাটকের চরিত্র হওয়াটা আমাদের মুখ্যমন্ত্রীর প্রথম পছন্দ-অবশ্য
    সেই সিজারের আমল থেকেই রাজনীতিবিদ এবং অভিনেতাদের মধ্যে সীমারেখাটা গৌণ। পার্থক্য নাট্যমঞ্চ থেকে জনজীবনে। তিন ঘন্টা থেকে ২৪ ঘন্টা।

    ফলে মহাকরণ হচ্ছে এখন সব থেকে বড় রঙ্গমঞ্চ-মমতাদেবী আজ কি শো দিচ্ছেন সেটা দেখার জন্যে অধীর আগ্রহে উৎকন্ঠিতএকশো ক্যামেরা আর কোটি কোটি চোখ। তিনি জননেত্রী-কালীঘাটে তার দরজাতে দাঁড়ালেই হল! তিনি হারুণ আল রশিদ! কত সহজ!

    যদিও বাস্তব হচ্ছে তৃণমূলের ওপর মহলের নেতা নেত্রীরাও দিদির কাছে পৌঁছতে পারেন না- আর আম জনতা?

    নাটকের প্রথম অঙ্ক ৪০০ একর জমি অনিচ্ছুক কৃষকদের ফেরত দেওয়া। সাধু সাধু রব চারিদিকে। প্রতিশ্রুতি পালনে প্রতিজ্ঞাবদ্ধ দিদি।
    যদিও জানা নেই কিভাবে তারা সিমেন্টের রয়াক তুলে ফেলে, চুলের উকুন খোঁজার মতন খন্ড খন্ড অসংখ্য জমি ফেরাবেন! আর যদি সেই ভাবেই জমি ফেরান, বাকী ৬০০ একরে এখানে ওখানে ছিটিয়ে থাকা জমির ওপর শিল্প হবে? বলছেন যখন উপায় একটা হবে। যদি না হয় সেই ৬০০ একর জমির লোকেরা কি করবেন? তাদেরত সব গেল!

    টাটা মামলা করলেই এই ৪০০ একর জমির নাটকে যবনিকা পড়বে। তারা বিশাল ক্ষতিপূরণ দাবী করতেই পারে। তবে সেটির সম্ভাবনা কম। কারন টাটাস্টীলের সব থেকে বড় খরিদ্দার ভারতীয় রেল। দিদির সাথে পাঙ্গা নেওয়ার ক্ষমতা টাটাবাবুর নেই-যদ্দিন রেল দিদির হাতে। সুতরাং টাটাবাবু সমাধানসূত্র চাইবেন।

    ঐ ৪০০ একর জমির মালিকদের অধিকাংশই চাইছে বর্ধিত হারে ক্ষতিপূরণ এবং পরিবার প্রতি একটি চাকরির গ্যারান্টি। টাটাবাবুদের সাথে তাদের নিয়ে বসলেই জট খুলে যেত সিঙ্গুরের। টাটারা এখনো এখানে কারখানা করতে চান।

    যদি ধরেই নিই বিক্ষুব্ধরা লাঙ্‌ল ঠেলতে চান ঐ ৪০০ একর জমিতে-সেটা কি সম্ভব? পাশে ৬০০ একর জমিতে কারখানা হলে, ওখানে জমির দাম যা বাড়বে, তাতে ঐ ৪০০ একর চাষাবাদি কোন কালেই থাকবে না। তাই এসব অবান্তর নাটক করে রাজ্যর চাকাকে উলটোদিকে ঘোরানোর মানে কি? তার থেকে যেটা বাস্তব-যে ঐ ৪০০ একর জমি বর্ধিত ক্ষতিপূরণ এবং চাকরীর বিনিময়ে টাটাবাবু নিজেই গ্রহণ করুন। বড়জোর একর প্রতি তাকে ২৫ লাখ দিতে হবে-১০০ কোটি টাকাত টাটাদের প্রতিদিনের উপায়। এর থেকে অনেক অনেক বেশী টাকা উনারা রেল থেকে আয় করেন।

    অবশ্য স্ক্রীপ্টটা জনগণ এবং পশ্চিমবঙ্গ বাসীর উপকারের জন্যে ত লেখা হয় নি-স্ক্রীপটের উদ্দেশ্য বর্ধিত টি আর পি।

    আবার সব চিত্রনাট্যত লেখা থাকে না-দর্শকদের জানলেও দোষ। ক্লাইম্যাক্সের আস্বাদ মাঠে মারা যাবে!
  • aka | 24.42.203.194 | ২৬ মে ২০১১ ০৮:২১473621
  • যা: বিপবাবুর সাথে তুমুল ভাবে এগ্রি করে গেলাম। :)

    ঠিকঠাক সময়ে ঠিকঠাক টই।
  • bb | 115.241.90.174 | ২৬ মে ২০১১ ০৮:৫৯473732
  • বিপ্লবকে 'ক'। একটু অপেক্ষা করুণ ফেসবুক থেকে বা আমার বন্ধু কি বলছে বলে লিংক এখুনি দেওয়া হল বলে। সেখানে প্রমাণ করে দেওয়া হবে 'মা-মাটি -মানুষের' চাহিদাকে দিদি কিভাবে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন আর সিপিএম এর সমর্থকরা আলিমুদ্দিনের নির্দেশে মায়াপাতায় তার বিরোধিতা করে চলেছেন।
    আর তার পরের বিশেষ্ণজের মন্তব্য হবে বামেরা চিরকালই খারাপ লুজার তাই তারা কোন আন্দোলন গড়ে তুলতে পারবে না এই নিয়ে :)
  • aka | 24.42.203.194 | ২৬ মে ২০১১ ১০:২২473843
  • মাইরি বলছি ফেসবুকের সিপিএম সমর্থকরা যাস্ট আউলিয়ে গেছে। কি করবে ঠিক বুঝে পাচ্ছে না। মোহনবাগান হারলে আমার যেমন অবস্থা হত ঠিক সেইরকম। সুসময়ের বিপ্লবীদের হারলে মাথার ঠিক থাকে না।

    বিবি যুক্তি দিয়ে লিখুন না। এই ফালতো প্যাঁচাল পেরে লাভ নাই। বর্তমান সরকারের সমালোচনাকে সিপিএমীয় প্লাটফর্ম হিসেবে ধরলে ভুল করবেন।
  • saikat | 202.54.74.119 | ২৬ মে ২০১১ ১০:২৯473864
  • "নাটক"-এর যবনিকা উত্তোলন কি আজকে হতে চলেছে?
    টাটার সাথে সরকারের চুক্তি নাকি আজকে প্রকাশ করা হবে? (যদিও কাল থেকেই সব কটা চ্যানেল-এর "হাত"-এই ঐ চুক্তিটি চলে এসেছিল।)
    কিন্তু এই চুক্তিটি প্রকাশ করা নিয়ে আগে তো বিবিধ টালবাহনা শুনেছিলাম। সেসব তাহলে কিছু না?
    মা-মাটি-মানুষের প্রথম জয় কি আজকেই?
    দেখতে থাকুন ! দেখতে থাকুন!
  • lcm | 69.236.175.29 | ২৬ মে ২০১১ ১০:৪০473875
  • মমতার নাটুকেপনা আর তার সঙ্গে তালে তাল মিলিয়ে মিডিয়ার শো। এখন যেহেতু বাজারে মমতা খাচ্ছে, ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, মমতা লম্বা হাই তুললে, মিডিয়া লিখবে - ... ... যে একাগ্রতা নিয়ে উনি অক্সিজেন গিললেন, সেইভাবেই উনি পশ্চিমবঙ্গের অর্থনীতিতে অক্সিজেন আনবেন...
    মমতা হোঁচ্‌ট খেলে সেটাও নিয়েও আনন্দবাজারে নিবন্ধ হচ্ছে।
    হ্যাক্কেবারে রিয়্যালিটি শো বানায়ে ফ্যাল্‌সে।

  • lcm | 69.236.175.29 | ২৬ মে ২০১১ ১০:৫০473886
  • আর জমি ফেরৎ আর এমন কি কঠিন কাজ। ৬০০ তে কারখানা বা মাল্টিপ্লেক্স সিনেমা, আর, যারা টাকা নেয় নি বাকী ৪০০ তাদের কে টুকরো টুকরো করে বিলি। সাইজে কম হলে, ক্যাশ দিয়ে (বা, লাইফ টাইম ফ্রি আইনক্স মুভি ডিল) গ্যাপ ফিল আপ। তারপর স্লাইসের টুকরো নিয়ে তারা বেচে দিক, চাষ করুক, হাডুডু খেলুক, বা, "ফ্রিডম রুল্‌স' পতাকায় লিখে পৎপৎ করে ওড়াক - যা খুশী করুক। আর যারা বেচে দিয়েছে আগে (৬০০), তারা তো আর ইকোয়েশনে নেই।

    যে কয়েক হাজার ভুমিহীন মজুর চাষী ছিলেন, তারা পপকর্ন পায় কি না সেটাই দেখার।
  • PT | 203.110.246.22 | ২৬ মে ২০১১ ১২:৩৬473897
  • কাল অরুণাভ ঘোষ ই-টিভিতে একটি নাতিদীর্ঘ আলোচনাতে জানালেন যে ৪০০ একর ফেরত দেওয়ার মত জমিই নাকি নেই..কেননা ঐ ৪০০ একরের অনেক "অনিচ্ছুক" মালিকই নাকি ইতিমধ্যে চেক নিয়ে "ইচ্ছুক" চাষীতে পরিবর্তিত হয়েছেন আর ৪০০ একরের বাকি জমির একটা অংশ আইনি জটিলতায় আটকে আছে।
  • dukhe | 122.160.114.85 | ২৬ মে ২০১১ ১২:৫৪473908
  • PT, আপনি সেই পুরোনো PT-ই তো ? ওয়েলকাম ব্যাক । আছেন কেমন ?

  • bb | 115.241.90.174 | ২৬ মে ২০১১ ১৩:০০473511
  • আকা যুক্তি দিয়ে লেখা তখনই যায় যখন আলোচনা সেই ভাবে হয়। এখানে পাই একগাদা facebook বা আমার বন্ধু কি বলেছেন বলে যেটা লেখেন সেটা যুক্তি নয়।
    ঈশান কাল লিখলেন জনগনের কমিটির জোরে তৃণমূল ঝাড়গ্রামে জিতেছে, সেটা অথেন্টিক খবর হোল, আর আমি লিখেছিলাম তিনদিন আগে যে ছত্রধর আর দলবল তৃণমূলের দোসর তখন সেটা হোল যুক্তিহীন!!!

    আর কত রঙ্গই দেখব।
  • PT | 203.110.246.22 | ২৬ মে ২০১১ ১৬:২১473522
  • গতকাল মমতা জানিয়েছিলেন যে টাটাদের সঙ্গে বাম-সরকারের পুর্ণাঙ্গ চুক্তির প্রতিলিপি আজকে সাংবাদিকদের হাতে তুলে দেবেন। আজকে পার্থ জানালেন যে "আইনি জটিলতার" কারণে চুক্তি এখনই প্রকাশ করা যাচ্ছেনা-তিনি অবিশ্যি আর চুক্তি প্রকাশের কোন "ডেড লাইন" জানাননি।
  • saikat | 202.54.74.119 | ২৬ মে ২০১১ ১৬:২৩473533
  • যা:, পর্দাই উঠল না।
  • aka | 24.42.203.194 | ২৬ মে ২০১১ ১৬:৩১473544
  • লে: সাতকাণ্ড রামায়ণ পড়ে এই। কবে থেকে কইছি এই ৪০০ একর বোধহয় মমতার গুয়ানতানামো বে হল। কমপ্লেক্সিটি না বুঝে ওভারকমিট করে ফেলেছেন।
  • siki | 123.242.248.130 | ২৬ মে ২০১১ ১৬:৩৩473555
  • শুরুটাই বোধ হয় খ্যাল করে নি। সেই ৪০০ একরও তো টাটাবাবুর নামে। টাটাবাবু ফেরত না দিলে তিনি কীকরে ফেরত দ্যান? সাধে কি ১ নং দাবিতে রেখেছিলাম? :)
  • pi | 72.83.97.171 | ২৬ মে ২০১১ ১৮:০৪473577
  • বিবি, এই কথাগুলো যে আপনার কালকে দেওয়া ঐ জলকর বিতর্কের যুক্তি(?)র মত হয়ে গ্যালো :)
    এখানে নানা জন তাঁদের পরিচিতদের কাছে কী শুনেছেন , জানিয়েছেন। তাই নিয়ে তো আপনার অসুবিধা হয় নাই। আমার ও না।
    আমি আমার পরিচিতর কাছে কী শুনেছি কিন্তু , সেটা শুনতে আপনার অসুবিধে হয়ে গেল।
    কারণ কী ? আগেরগুলো সিপিএমের পক্ষে ছিল আর আমারটাতে সিপিএমের বিপক্ষেও কথা ছিল , তাই না ? :)
    আর ফেসবুক নিয়ে কাল একবার শিবুদা সেমসাইড করলেণ, আজ আপনি :)
    পিছিয়ে পড়ে দেখুন, ঐ সাক্ষাৎকার নিয়ে ফোন করে পরিচিতদের থেকে জেনে শুনে এখানে যাঁরা লিখেছেন, তাঁদের মধ্যে কিন্তু আমি নেই। আর তাঁরা কিন্তু ব্রাত্যের বিরুদ্ধেই লিখেছেন :)
    এবার আপনার নিজের যুক্তির দিকে বরং তাকান একবার। :)
    সেখানেও কিন্তু অনেকে অন্যের কাছে কী শুনেছেন, সেটা লিখেছেন, অথচ তাই নিয়ে আপনার আপত্তি নেই। কারণ সেটা সিপিএম বিরোধীদের বিপক্ষে যাই।
    আমি তো এখানে একথা জানার পর ফেসবুকের politics i west bengal' এ এনিয়ে দু পক্ষ থেকেই কী বলা হয়েছে কোট করেছিলুম মাত্র। সেটা আপনার কাছে প্রচণ্ড আপত্তিজনক হয়ে গেল, কারণ তাতে সিপিএম এর বিপক্ষেও কথা ছিলো :)

    ব্যক্তি আক্রমণ আপনি এ নিয়ে কম করলেন না, আমি আমেরিকায় থেকে কীভাবে কথা বলতে পারি টারি বলে কম গাল পরলেন না, গুরুকেও পেইড মিডিয়া জাতীয় ইঙ্গিত করতে আটকায় নি।
    একটু ভেবে দেখুন। এগুলো বন্ধ করে সত্যি যুক্তি দিয়ে কথা বলা যায় কিনা।
  • Suvajit | 168.244.164.244 | ২৬ মে ২০১১ ১৮:১৫473599
  • সেই ৪০০ একর টাটাবাবুর নামে না। যদি না রাজ্য সরকারের সঙ্গে গোপন চুক্তিতে অন্যরকম কিছু স্পেশাল এগ্রিমেন্ট হয়ে থাকে।

    এই হলো এগ্রিমেন্টের কপি যেটা সাধারণের জন্য।
    http://www.wbidc.com/images/pdf/Agreement%20between%20TML,%20WBIDC%20and%20Government%20of%20West%20Bengal.pdf

    মোট ৯৯৭.১১ একরের মধ্যে টাটাদের লিজ দেওয়া ৬৪৫.৬৭ একর (যার মধ্যে কিছু অনিচ্ছুক কৃষকের জমি থাকতে পারে) ২৯০ একর অন্য ভেন্ডারদের (এর মধ্যেও থাকতে পারে)। ১৪.৩৩ একর রাজ্য বিদ্যুত দপ্তরকে দেওয়া হয়েছে। বাকী ৪৭.১১ একর শিল্প দপ্তরের হাতে।
  • Suvajit | 168.244.164.244 | ২৬ মে ২০১১ ১৮:১৭473610
  • ওহ্‌। পাই আগেই দিয়ে দিয়েছে। সরি পাইদি।
  • aka | 168.26.215.13 | ২৬ মে ২০১১ ১৮:২১473622
  • বাপরে এইখান থেকে অনিচ্ছুক চাষী বের করে তাদের ৪০০ একর ফিরিয়ে দেওয়া তো অভ্যুর ধাঁধার থেকেও জটিল। এই সমস্যা সমাধান করতে পারলে মমদিকে টুপি খুলে অভিবাদন জানাব।

    আমার মনে হয় ইলেকশন প্রমিস বলে খামোকা গা জোয়ারি না করে একটু ধীরে সুস্থে কিছু করুক। নইলে বুমেরাং হল বলে।
  • santanu | 82.112.6.2 | ২৬ মে ২০১১ ১৮:৩২473633
  • ওহে আকা, অনেক টাকার ব্যাপার, ১৬-৩০ লাখ টাকা বিঘে দামে ৪০০ একর জমি। এতদিন বুদ্ধবাবু বলে এসেছেন ও ফেরত হয় না, লোকে চুপচাপ ছিল, এখন মমতা দিদি এসেছেন, লোকে জুলজুল করে চেয়ে আছে, এখন আস্তে আস্তে করলে লোকে চিল্লাবে না?
  • PT | 203.110.246.22 | ২৬ মে ২০১১ ১৮:৪৭473644
  • The map of the Tata Motors site in Singur demonstrates just why the demand for return of 400 acres is unreasonable. The plots belonging to farmers who have not accepted compensation (in red) do not make up a single chunk of land;
    http://www.indianexpress.com/news/singur-why-mamatas-got-it-wrong/353141/


    এটা দুবছর আগের খবর। তবে খবরের সঙ্গের ম্যাপটি দেখুন....প্রায় সব অনিচ্ছুক চাষীই তাঁর আগের জমিটিই ফেরত চাইছেন (যা টিভিতে দেখেছি বা খবরে পড়েছি)। আর অরুণাভ ঘোষের কালকের কথা অনুযায়ী "Total area of land for which compensation not paid" বর্তমানে ৩০৫.৪৭ একরের থেকে অনেক কম।
  • achintyarup | 121.241.214.38 | ২৬ মে ২০১১ ১৯:০৪473655
  • মুশকিল মুশকিল
  • Ishan | 122.248.183.1 | ২৬ মে ২০১১ ১৯:০৬473666
  • বিবি যে কেন যুক্তির কথা লেখেন। :) আজও বল্লেন ছত্রধর মাহাতো ও তার দলবল দিদির দোসর। সেদিনও বলেছি আজও বলব, খুব মোলায়েম করে বললে বলতে হয় এটা অযৌক্তিক এবং ভুল কথা। আর গৌতম দেবীয় ভঙ্গীতে বললে কি হয় সেটা বিবি জানেন। :)
  • Ishan | 122.248.183.1 | ২৬ মে ২০১১ ১৯:০৯473677
  • আর এটা নিয়ে নতুন করে আলোচনার কি আছে জানিনা। এটা মমতার প্রধান ইলেকশন অ্যাজেন্ডা। জনতা এর পক্ষে ম্যান্ডেট দিয়েছে। এটা তো মমতাকে করতেই হবে। না করতে পারলে প্যাঁক দেব। করতে পারলে দুটো হাত্তালি ছাড়া আর কোনো পয়েন নাই। :)
  • PT | 203.110.243.23 | ২৬ মে ২০১১ ১৯:১৬473688
  • এখন বোধহয় ইস্যুটা একটু অন্যরকম: ৪০০ একর ফেরত নেওয়ার মত যথেষ্ট সংখ্যক চেক না নেওয়া অনিচ্ছুক চাষী আছে কিনা।
  • pinaki | 122.164.145.34 | ২৬ মে ২০১১ ২২:৩১473699
  • যারা চেক নেয় নি তাদেরকেই তো দেবে। তাতে যদি তিনশো একর হয় তো দিদিরই পোয়া বারো। পব্লেমটা কোথায়? প্রতিশ্রুতিটাতো অনিচ্ছুকদের জমি ফেরানো। তখনকার হিসেব মত, মানে যখন রাজ্যপালের সাথে মিটিং হয়েছিল, সেটা ৪০০ একর। এখন যদি ২০০ একর হয়ে গিয়ে থাকে তবে তো মস্তি।
  • Suvajit | 59.177.198.172 | ২৬ মে ২০১১ ২২:৪৬473710
  • অরুনাভ ঘোষ কি করে জানলেন যে অনেক অনিচ্ছুক চাষী চেক নিয়ে নিয়েছে?
    উনি কি রিসেন্টলি সিঙ্গুরে কোনো সার্ভে করেছেন?
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ০১:৪৪473721
  • বিপদাই বা কীকরে জানলেন অধিকাংশ অনিচ্ছুক চাষীরা কী চাইছেন ? এনাদের কোন সাক্ষাৎকার বা কিছু থাকলে একটু দিন। জানতে চাই।
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ০৯:০৭473733
  • The West Bengal Govt. will provide to TML a loan of Rs. 200 crores bearing @ 1% interest per year repayable in 5 equal annual installments starting from the 21st year from the date of disbursement of loan. This loan will be disbursed within 60 days of signing of this Agreement...

    WBIDC will provide Industrial Promotion Assistance in the form of a Loan to TML at 0.1% interest per annum for amounts equal to gross VAT and CST received by GoWB in each of the previous years ended 31st


    এই এত টাকা এই নামমাত্র ইণ্টারেস্টে দেবার অবস্থা সরকারের ছিল ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন