এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.243.23 | ২৭ মে ২০১১ ১২:২৫473744
  • সাম্প্রতিক সংখ্যাতত্ব:
    ১। ২৪৫ একরের মালিক চেক নেননি।
    ২। এর মধ্যে ৫১ একর জমির মালিকানা নিয়ে আইনি গোলমাল থাকায় টাকা দেওয়া যায়নি।
    ৩। অর্থাৎ ১৯৪ একরের মালিক আসল "অনিচ্ছুক" চাষী।
    ৪। কাজেই ৪০০ একর ফেরৎ দিলে ২০৬ একর ইচ্ছুক চাষীকেও জমি ফেরৎ দিতে হবে।
    ৬। ২০৬ একর ইচ্ছুক চাষীর জমি ফেরৎ দিলে বাকি ৬০০ একরের চাষীরাও জমি ফেরৎ চাইবে-সে সম্ভাবনা প্রবল।
    ৫। আইনের পরিভাষাতে "ইচ্ছুক-অনিচ্ছুক" চাষী বলে কিছু হয়না।
    ৬। বর্তমান বিধানসভাতে নতুন আইন পাশ করিয়ে সেই নতুন আইনের ভিত্তিতে জমি ফেরৎ দেওয়া যেতে পারে।

  • Samit | 117.239.34.121 | ২৭ মে ২০১১ ১৩:১৯473755
  • আজকের আজকালের সম্পাদকীয়তে দেখলাম বাম শাসনের শেষ কবছরেই শিল্পায়ন হয়েছে বেশি। তবে যে বুদ্ধ নিরুপম বুঝিয়েছিল টাটারা চলে গেলে আর বিনিয়োগ হবে না। কিসুই বোঝতে পারি না।
  • dukhe | 122.160.114.85 | ২৭ মে ২০১১ ১৪:৪৩473777
  • কেউটের অভাব প্রচুর হেলে দিয়ে পুষিয়ে দিয়েছেন মনে হচ্ছে ।
  • Mmu | 93.9.77.229 | ২৭ মে ২০১১ ১৫:১৮473788
  • PT দা ওয়েলকাম-----
    প্রত্যাবর্তনের জন্য,
    দাদা ভালো অছেনতো ?
  • s | 117.200.81.92 | ১০ জুন ২০১১ ০৮:০২473799
  • মমতা অর্ডিনান্স করে হাজার একর নিয়ে নিয়েছেন।এবার ৪০০ একর ফেরত হবে। ৬০০ একরে কার্খানা। টাটাবাবুদের ক্ষতিপুরন দেওয়া হবে।
  • dabi | 121.241.218.132 | ১০ জুন ২০১১ ১০:১৮473810
  • জমি কৃষকের জীবনের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাই আমার বাপ পিতেমোর জমি আমাকে ফেরত দিতে হবে এটা দাবি। ভালো কথা - ৪০০ একর ই ধরলাম ফেরত দিতে হবে। ছড়িয়ে ছিটিয়ে আছে বিক্ষিপ্ত ভাবে।
    এবার টাটাই করুক বা অন্য কেউ করুক তারা একলপ্তে ৬০০ একর ই চাইবে।এবার ৯৯৭ একর ই দিদি ফেরত নিয়েছে।
    এবার দাবি টাকেই সামান্য বদল করে রাখা যাক -
    আমার বাপ পিতেমোর জমি আমাকেই ফেরত দিতে হবে।
    আর ইচ্ছুক দের ও অপশন দেওয়া উচিত টাকা ফেরত দিয়ে জমি ফেরত নেবে কেমন? কারন ঐ জমি কৃষকের জীবনের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। দিদি তো বলেছিলো ভয় দেখিয়ে জমি নেওয়া হয়েছিলো।
    মানবতাবাদীরা নিশ্চয় ইচ্ছুক দের নিজ জমি ফেরত দেবার কথাটাও বলবেন ।
  • dukhe | 122.160.114.85 | ১০ জুন ২০১১ ১৭:৪৯473821
  • ৬০০ একরে রামদেবের ওষুধের কারখানা হোক ।
  • aka | 168.26.215.13 | ১০ জুন ২০১১ ১৭:৫৪473832
  • এই ব্যপারটা ঠিক বুঝতে পারলাম না।

    টাটাকে দেওয়া লিজ অর্ডনান্স জারি করে ফিরিয়ে নেওয়া যায়? নিশ্চয়ই যায় নইলে আর করল কি করে?
  • dabi | 121.241.218.132 | ১০ জুন ২০১১ ১৯:০৫473844
  • In 1997, the Tamil Nadu government had added a Section 48 B .Section 48B says: "Where the government is satisfied that the land vested in the government under this Act is not required for the purpose for which it was acquired, or for any other public purpose, the government may transfer such land to the original owner who is willing to repay the amount paid to him."

    আশা করি এই অ্যামেনে্‌দ্‌মন্ট টা as is হবে
  • prateek | 128.138.65.254 | ১১ জুন ২০১১ ০৩:৪৮473855
  • http://anandabazar.in/11hgly1.html

    অর্ডিন্যান্স না, নতুন বিল আসছে।।??? কি হল ব্যাপারটা?
  • paritosh | 59.93.199.210 | ১১ জুন ২০১১ ১০:৪৬473856
  • PT | 203.110.246.230 | ১১ জুন ২০১১ ১০:৪৭473857
  • অর্ডিনান্সের পুরো ব্যাপারটাই নাকি সম্পুর্ণ অসাংবিধানিক পদ্ধতিতে করা হচ্ছিল - এমনকি দিদির দাবী সত্বেও কেও জানেনা যে রাজ্যপাল তাতে আদৌ সই করেছিলেন কিনা। বিরোধী দলনেতা রাজ্যপালের সঙ্গে দেখা করার পরেই সম্ভবত: তাই এই ডিগবাজী - ""অর্ডিনান্স তুলে রাখা হল!!"" যা নেই তা কেউ তুলে রাখে কি করে কে জানে।
  • til | 114.198.43.68 | ১১ জুন ২০১১ ১১:৩২473858
  • জমির সঙ্গে নাড়ীর যোগের ব্যাপারটা শহুরে ফ্ল্যাটে, প্রাসাদে, ভাড়াবাড়ীতে, গলিতে, রাজপথে থাকা লোকেদের পক্ষে অনুফব করাটা শক্ত। একটু সামান্য উদা: দিই, বু বাবু কেন তাঁর পাম এভে র বাড়ী ছেড়ে যেতে রাজী হননি? তিনি তো রাজভবনে গিয়েও থাকতে পারতেন। অথবা ধরুন আপনি কোন ফ্ল্যাটে আছেন কাল সকালে আপনাকে বাজর দর ধরিয়ে বলা হলো উঠে যেতে, কেমন লাগবে?
    অষ্ট্রেলিয়ার আদিবাসীরা নটিভ জমি নিয়ে সর্বোচ্চ কোর্ট অবধি গিয়ে তাদের অধিকার ফেরৎ পায়, সে অনেক কথা।
    আমি নিজে দেহাতী মানুষ, জমির টান কি তা জানি। খেতে না পেলেও লোকে জমি হাতছাড়া করে না; এত যে বন্ধক দেয় তাও ক্ষীণ আশা নিয়ে একদিন ফেরৎ নিতে পারবে।
    (ডানকানা)
  • PT | 203.110.243.23 | ১১ জুন ২০১১ ১২:০৮473859
  • এইসব তাত্বিক এবং মাখোমাখো কথাবার্তা শুনতে বেশ লাগে। যাঁরা কাজ কর্মের সুত্রে বা নিছক বেড়ানোর জন্য হায়াদ্রাবাদ, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়া, আমেরিকা ছুটোছুটি করেন তাঁদের অবিলম্বে এই সব যাতায়াত বন্ধ করা উচিৎ। কেননা অসংখ্য চাষীর জমি অধিগ্রহণ করে রেললাইন পাতা হয়েছে কিংবা এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। অথবা যে বাড়িতে বসে এই সব পোস্টিং করছি আমারা সেগুলো বানাতে যে সমস্ত লোহার রড ব্যবহৃত হয়েছে সেগুলো মাটি খুঁড়ে আনতে গিয়ে অনেক মানুষকেই ভিটেছাড়া হতে হয়েছে। আরও একটু তলিয়ে ভাবলে দেখা যাবে যে সমস্ত উচ্চাকাঙ্খী মানুষেরাই চিরকাল তাদের মূল বসত ছেড়ে অনত্র পাড়ি জমিয়েছে। সিঙ্গুরের ঘটনা ঘটার বহু দশক আগে থেকেই অসংখ্য মানুষ কলকাতা মুম্বাইতে পাড়ি জমিয়েছেন। নাহলে খোদ কলকাতা প্রায় ৬০ শতাংশ অবাঙ্গালীদের দখলে চলে যেতনা।
  • til | 114.198.43.68 | ১১ জুন ২০১১ ১৬:২৫473860
  • PT বাবু অমনি মাখো মাখো হয়ে গেল? তা ঠিক, তা ঠিক।
    অ্যাক্সিডেন্ট ও ক্যান্সার সর্বদা অন্যেরই হয়, তাই না। নিজের হলে?
  • nyara | 122.172.17.25 | ১১ জুন ২০১১ ১৬:৫১473861
  • সারাজীবনই অন্যের ভাল করান জন্যে পিটিবাবুদের হাত চুলকোয়। সিঙ্গুরের লোকেরা উচ্চাকাঙ্খী হবে না? ওর বাপ হবে। জমি নিয়ে নে। ব্যস এবার বাপ উচ্চাকাঙ্খী না হয়ে যাবি কোথায়! হুঁহুঁ বাওয়া, একে বলে ডিকটেটরশিপ অফ দি প্রলেতারিয়েত।
  • aka | 24.42.203.194 | ১১ জুন ২০১১ ১৭:০৯473862
  • এই পুরো জমির ব্যপারটা কেমন জানি ঘোড়ালো টাইপ। কিসুই বুঝতে পারছি না।

    ১। লিজ দেওয়া জমি দুম করে বললেই নিয়ে নেওয়া যায় নাকি? হয়ত আইন আছে কিন্তু সাধারণ বুদ্ধিতে বুঝতে পারছি না।

    ২। ১০০০ একর নিয়ে লাভটা কি? ৪০০ এক ফিরিয়ে দেওয়া? তাহলে সেই ৪০০ একর নিয়ে লোকে করবে কি? চাষবাস করতে পারবে না, কারণ জমি পুরো ভোগে। আবার বেশি দামে বিক্রিও করতে পারবে না, কারণ টাটার কারখানা চলে গেলে জমি বিক্রি করেও লাভ নেই।

    শেষ অবধি না টোকেন ফিরিয়ে দেওয়া হয়ে দাঁড়ায়। সিঙ্গুরের ইচ্ছুক বা অনিচ্ছুক চাষী কারুর পক্ষেই ব্যপারটা সুখকর হবে না। আর রাজ্যের পক্ষে তো নয়ই। ইনভেস্টর পাওয়াই মুশকিল হবে।
  • nyara | 122.172.17.25 | ১১ জুন ২০১১ ১৭:৩৩473863
  • লিজ দেওয়া জমি দুম করে নেওয়া যায়, প্রোভাইডেড লিজ ডীডে ক্লজ থাকে। এবং সাধারণত: সব ডীডেই এরকম পালাবার পথ খোলা রাখা হয়। এও ঠিক বিরাট ঠেকায় না পড়লে কেউই ঐ ক্লজ ব্যবহার করে না।

    যেমন ধর রেন্টাল এগ্রিমেন্ট - সেও তো লিজ এগ্রিমেন্ট। ইয়ারলি রেন্টাল এগ্রিমেন্টে থাকে যে কোন পার্টি এক মাসের নোটিসে কিছু ক্ষতিপূরণ দিয়ে লিজ ব্রেক করতে পারবে। এ হল আইনি ফোকর। এর জন্যে ল-য়াররা পয়হা পায়।
  • til | 114.198.43.68 | ১১ জুন ২০১১ ১৭:৩৮473865
  • যা বলেছেন। উদাহরন তো কম নেই; এই ধরুন পল পট বাবু, কয়েক মিলিয়ন লোকের ইসে বাঁশ দিয়ে সমাজতন্ত্র আনতে গেছিলেন! আরও অনেক দাদাও আছেন, স্ট্যালিনদা, চেচিস্কু না কি যেনছই; পৃথিবীর জনগণের ভাল করবার কি সদিচ্ছা!
  • achintyarup | 121.241.214.38 | ১১ জুন ২০১১ ১৮:৪৯473866
  • অর্ডিন্যান্স-এর ব্যাপারটা মোটামুটি এই রকম ঘটেছিল:
    http://epaper.hindustantimes.com/PUBLICATIONS/HT/HKL/2011/06/11/ArticleHtmls/ht-EXCLUSIVE-Guv-turns-down-Didis-land-order-11062011001060.shtml?Mode=1

    GUV TURNS DOWN DIDI'S LAND ORDER

    Barely 24 hours after giving the nod to the land ordinance allowing the state government to take back the Singur Nano factory plot from the Tatas, governor MK Narayanan withdrew his approval on Friday.
    The letter stating his decision, which was as dramatic as the announcement of the ordinance by chief minister Mamata Banerjee on Thursday, landed on chief secretary Samar Ghosh's table between 3:30 and 4pm.

    Raj Bhavan sources confirmed to HT that the letter had been delivered. Bureaucrats at the Writers' said Narayanan had indicated his decision to Ghosh when he was summoned to the governor's house at 1pm.

    As soon as the letter reached Ghosh, he sent it to the chief minister. Although Mamata made no mention of it, she subtly signalled a change of mind.

    Perhaps to conceal the government's embarrassment, Mamata announced that the assembly session was being advanced to June 13, instead of June 24.

    “We are not using the ordinance now. The House will meet on June 13. The amendment bill is ready. It will be the only issue to be discussed that day,“ Mamata said. “This move will save us time, since the ordinance has to be passed in the assembly within six months,“ she added, without making any reference to the governor's decision.

    Senior bureaucrats could not recall a prior instance of a governor withdrawing consent to an ordinance after according it.

    Throughout Friday morning, talks were on in bureaucratic and political circles about whether there was any need to push for the ordinance when the House would sit in just two weeks' time. Writers' Buildings sources indicated that the governor was unhappy on two counts. First, the chief secretary was not consulted before the ordinance file was sent to Raj Bhavan. Second, the file claimed that the cabinet had approved the proposal, while, in reality, the cabinet had on May 20 approved the decision to return 400 acres to the `unwilling' farmers. “The decision to return the land and the ordinance to tweak the law aren't the same,“ said a bureaucrat familiar with the development.

    It was learnt that a team led by industry minister Partha Chatterjee took the proposal to Raj Bhavan on Thursday evening.

    With Trinamool-Congress alliance having 227 MLA in the 294-seat assembly, passing an amendment to the Land Acquisition Act will be a cakewalk. But Friday's development won't leave a sweet taste in the mouth of the new government.

    Returning 400 acres to Singur farmers was the slogan that gave Mamata her political rebirth in 2006. This triggered a chain of developments that eventually ended the 34-yearold Left Front rule in Bengal.

  • dukhe | 117.194.242.211 | ১১ জুন ২০১১ ২০:২০473869
  • কারখানা বাবদ জমি নিয়ে কারখানা না করলে ফের্ৎ নেওয়া যাবে না কেন ? কারখানা কেন হয়নি, কার দোষ - এসব নিয়ে মামলা হতেই পারে । কিন্তু তিন বছরের মধ্যে অপারেশন চালু করার শর্ত তো মানা হয়নি ।
    তবে PT বাবুর কথা বৃথা যাবার নয় । চাষীর জমি নিয়ে তৈরি এয়ারপোর্ট ব্যবহার করবেন না বলে বুদ্ধবাবু পলিটব্যুরোর বৈঠকে যাওয়াই বাদ দিয়ে দিলেন । পরিভাষায় একে শুদ্ধিকরণ বলেছে ।
  • aka | 24.42.203.194 | ১১ জুন ২০১১ ২১:৫৩473870
  • এটা গা জোয়ারি খানিকটা। এতে করে নতুন কোন ইনভেস্টর পাওয়া খুব মুশকিল হবে। এটা বামপন্থীদের পুঁজিপতি বিরোধীতার মতনই খানিকটা। টাটার সাথে কথা বলে কোন রফায় আসা উচিত ছিল। গা জোয়ারি দেখানোটা খুব কাজের কথা নয়। যে রিপোর্ট কমরেড অপ্পন দিলেন, সেই রিপোর্টে কিন্তু এতে করে র‌্যাংকিং কমবে বই বাড়বে না।
  • nyara | 122.172.17.25 | ১১ জুন ২০১১ ২২:০৮473871
  • সিঙ্গুরেরে জন্যে যা নেগেটিভ মার্কিং হবার তা হয়ে গেছে। নাটকের এই তৃতীয় অংকের জন্যে নতুন করে নম্বর কাটা যাবে বলে মনে হয়না। নম্বর এখন ডিপেন্ড করছে কী ইনডাস্ট্রিয়াল পলিসো হয় আর সেটার ইমপ্লিমেন্টেশন কীরকম হয়, তার ওপর।
  • Arpan | 112.133.206.18 | ১১ জুন ২০১১ ২৩:২৩473872
  • গা জোয়ারি কেন হবে? টাটারাও তো চিঠি দিয়েছিলেন "উপযুক্ত' ক্ষতিপূরণ পেলে তারা জমি দিতে রাজি।

    ইনভেস্টরদের এত জামাই আদর করারও কিছু নেই। ইতিমধ্যে সিঙ্গুরের মত দেশের বহু জায়গাতেই জমি নিয়ে লাঠালাঠি শুরু হয়েছে। তাতে এইটাই প্রমাণ হয় সিঙ্গুর নিয়ে যাবতীয় বিতর্ক অহেতুক ছিল না। আর এদিকে নতুন ইনভেস্টররা মোটামুটি সদর্থক প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাদের মধ্যে প্রসূনবাবুও আছেন। এই প্রসূনবাবু সেই ইন্দোনেশিয়ার সালিম গোষ্ঠীর প্রতিনিধি।

    বাকিটা ন্যাড়াদা বলে দিয়েছে। সবে নাটকের তৃতীয় অঙ্ক শুরু হল। অনেক কিছু ঘটা বাকি। এত তাড়াতাড়ি কোন সিদ্ধান্তে আসা ভুল হবে।
  • PT | 203.110.246.230 | ১২ জুন ২০১১ ০০:২৪473873
  • @til
    আপনাদের শুভকামনাতে আমার এখনও কোনো দুর্ঘটনা ঘটেনি বা ক্যান্সারও হয়নি। কিন্তু যে কারণে আপনি এই মন্তব্যটি করলেন সে প্রসঙ্গে জানাই যে আমাদের একান্নবর্তি সংসারের বড়ছেলে পিতৃদেব আজ থেকে প্রায় ৬০ বছর আগে গ্রামের জমি-জমার ওপর নির্ভরতা ছেড়ে কলকাতায় চলে আসেন। কেননা দাদুরা ৫ ভাই যে জমি-জমা করেছিলেন তা পরের জেনারেশনের ১৩ ভাই আর ৬ বোনের জীবনধারণের পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। তারপর গ্রাম ছেড়ে একে একে বাকি সকলেই বাড়ি-ঘর জমিজমা বিক্রি করে কলকাতায় এবং অন্যত্র ছড়িয়ে পড়েছেন। কাজেই জমি এবং সেই সংক্রান্ত সমস্যার কথা আমার খুব গভীর ভাবেই জানা আছে।

    এখন সিঙ্গুরে যাঁরা জমি ফেরৎ নেওয়ার জন্য লাফালাফি করছেন তাঁরাও ২-৩ দশকের মধ্যে সেই জমি বিক্রী করে দেবেন। একটি হিসেবে দেখা যাচ্ছে যে সিঙ্গুরের ৯৯৭ একরের মালিকের মাথাপিছু জমির পরিমাণ ৪ কাঠার কিছু বেশী। কাজেই এক জেনারেশন পরেই এই জমির থেকে জীবন যাপন অসম্ভব হয়ে দাঁড়াবে। মমতা আগামী ৩৪ বছর ক্ষমতাতে থাকলেও তাই হবে।

    @nyaaraa এবং dukhe
    কিছু তথ্য ইত্যাদি দিয়ে আলোচনা করুন না। এত লঘু রসিকতার সঙ্গে ব্যক্তি আক্রমণ করলে তো মনে হয় যে দেওয়ার মত কোন পাল্টা যুক্তি নেই।
  • MR | 76.185.100.9 | ১২ জুন ২০১১ ০০:৩০473876
  • বাব্বা: এরা তো অনেক কিছু জানে- PT থেকে চেচেস্কু-বহুৎ প্রতিভা!
    পন্ডিত public
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন