এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ১২ জুন ২০১১ ০০:৫৪473877
  • সিঙ্গুরের অনেক চাষীরা এখনই প্রয়োজনে জমি বিক্রীর কথা ভাবছে:
    Farmers also apprehend that the land that will be returned to them will be on long term lease and they might not be allowed to sell it. "We want land rights. We should have the right to sell our land if need arises," said Tapan Koley, a farmer.
    http://timesofindia.indiatimes.com//city/kolkata-/Singur-land-has-to-be-made-cultivable/articleshow/8808070.cms

  • PT | 203.110.246.230 | ১২ জুন ২০১১ ০০:৫৯473878
  • Former chief minister Mr Buddhadeb Bhattacharjee became an object of public ridicule for making repeated mistakes over his government's policy decisions and "admitting" them after the deed was done each time, but Miss Mamata Banerjee is embarrassing herself and her government by making goof-ups one after another within 20 days after stepping into Mr Bhattacharjee's shoes..............

    Trinamul insiders said the urgency among party top leaders to meet the deadline Miss Banerjee sets for them for specific tasks and their anxiety not to incur her displeasure (read wrath) by failing to deliver on time are prompting them to “oblige” her with what she wants to hear from them without carefully scrutinising all the aspects of a policy decision......

    Today's bungling over the ordinance was the outcome of a lack of coordination between the chief minister and her ministers and the absence of advisers who can speak the truth without worrying whether it would displease the chief minister.

    http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=372698&catid=42

  • til | 114.198.43.68 | ১২ জুন ২০১১ ০১:৩৪473879
  • PT বালাই ষাট, আপনার মঙ্গল হোক।
    জমিজমার কথায় জানাই, এই শর্মা কয়েক ছটাক পৈতৃক জমিহাজার প্রতিকূল অবস্থার মধ্যেও বেচেনি।
    তাই বলে ভাববেন না চাষীরা economic rational being নন, ভাল দাম পেলে অথবা তেমন বিপদে পড়লে কেন বেচবেন না! আরে চাষীরা কোন চার, বছর দশেক আগে আমি বাড়ী বিক্রী করলাম এখন তার চারগুণ দাম, তাতেই আমার হাত কামড়াতে ইচ্ছে করে!
    সিঙ্গুরের গরীব চাষী ও নোয়ডার জাঠেদের মধ্যে কোন পার্থক্য দেখলেন?
  • Arpan | 112.133.206.18 | ১২ জুন ২০১১ ০২:১৯473881
  • কারণটাও লেখা আছে শুরুতেই:

    The credit for this, to an extent, goes to the long tradition of giving land at only market prices to industrial houses, with a similar compensation to land-losers, besides lesser interferences of the government in such matters.
  • Arpan | 112.133.206.18 | ১২ জুন ২০১১ ০২:২৬473882
  • দ্বিতীয় কারণটিও পরিষ্কার করে লেখা আছে:

    State-owned Gujarat Industrial Development Corporation (GIDC) has developed a huge land bank over the years and most of the land given to industries is by GIDC, so there is no issue of displacement

    সারমর্ম: উইদাউট এনি প্ল্যানিং রাতারাতি স্টেজে মেরে দেব ভাবলে সেইটি মাখাতে বাধ্য। সে সিঙ্গুরের জমি অধিগ্রহণই হোক বা বিধানসভা চলাকালীন অর্ডিন্যান্স জারি।
  • aka | 24.42.203.194 | ১২ জুন ২০১১ ০২:৩৬473883
  • ঠিক সেটাই মূল কথা। ডিউ ডিলিজেন্স চাই, নইলে কলকাতা লংডং হয় না। আর চাই লং টার্ম প্ল্যানিং।
  • PT | 203.110.246.230 | ১২ জুন ২০১১ ০৮:২২473884
  • @til
    নয়ডার চাষীরা জমি দেবেনা বলেনি। তারা আরো বেশী ক্ষতিপুরণের দাবী করেছিল। সিঙ্গুরের আন্দোলনটাও সেই দিকে নিয়ে যাওয়া যেত। কেননা এক সময়ে বাম সরকার বাধ্য হয়ে ক্ষতিপুরণের পরিমাণ ৮ থেকে ঠেলে ১৩.৫ লাখে তুলেছিল। কংগ্রেসের দিক থেকে একটা প্রস্তাব ছিল যে ঐ টাকার পরিমাণ ২০ লাখে তোলা হোক। যিনি আন্দোলন করছিলেন তাঁর আসল উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী হওয়া - চাষীর উপকার করা নয়। অবিশ্যি চাষীদের সঙ্গে বামফ্রন্টের যথেষ্ট ভাল জনসংযোগ না থাকাও আরেকটা সমস্যার কারণ। নাহলে সিঙ্গুরের সমস্যা বহুদিন আগেই মিটে যেত আর এতদিনে ন্যানো তৈরি শুরু হয়ে যেত।

    আপনাকে আরো একটা হিসেব জানাই - লিংক নেই - অনেক আলোচনার মধ্যে থেকে শোনা। যে বছর ৯৯৭ একর অধিগ্রহণ হয় তার আগের বছরেই ঐ একই অঞ্চলে চাষীরা আরও অনেক বেশী বহুফসলী জমি নিজেরাই বিক্রী করে দিয়েছে। এইসব জমিতে যারা কাজ করত তাদের মধ্যে ব্যাপক হারে ""disguised unemployment"" চালু ছিল - অর্থাৎ প্রয়োজনের থেকে অনেক বেশী লোক একটি জমিতে কাজ করত।

    হাওড়া স্টেশনে ফুড প্লাজা বলে যে খাওয়ার দোকানটি আছে সেখানে যত লোক কাজ করে তার একটি ক্ষুদ্রাংশও ফুড প্লাজার বাড়িটি যে পরিমাণ জমির ওপরে দাঁড়িয়ে আছে তার ওপরে নির্ভর করে বাঁচতে পারত না।
  • a | 208.240.243.170 | ১২ জুন ২০১১ ০৮:৫৭473885
  • ন্যড়াদা আর দুখে, সরি টু সে, আপনাদের আক্রমণটা পার্সোনাল লেভেলে তো নেমে এসেইছে, আজ না, চিরকালই। কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত খারাপ লাগল।

    এখনো অবধি প:ব: নতুন মুখ্যমন্ত্রীর পলিসিগত কোন ডিসিশন সমর্থন করতে পারছি না, না পাহাড়, না সিঙ্গুর।

    অপরেশনাল ক্ষেত্রে, যেটা ওনার বেস্ট, কিন্তু উনি বেশ ভালো করছেন যথা হাসপাতাল পরিদর্শন, কোন ঘটনা ঘটলে দ্রুত সেখানে যাওয়া তথা ব্যবস্থা নেওয়া ইত্যাদি। খুবই আশা ব্যন্‌জক আর আমি আরো ১ বছর ওয়েট করতে রাজি আছি যদি উনি সরকারী অফিসে কর্মসংস্কৃতির আমূল পরিবর্তন করতে পারেন, ইনক্লুডিং বাট নট লিমিটেড টু Writers, Corporation, Motor vehicles, hospitals etc

    কিন্তু পলিসিগত দিকে, ডাহা ফেল
  • til | 60.241.253.184 | ১২ জুন ২০১১ ১০:০৯473887
  • বহ, ওঁর নিজস্ব প্রফেশনে কৃতিত্ব অর্জন করার অধিকার থাকতে নেই? বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রী হওয়াটা কি শুধু মানুষের ভাল করার ইচ্ছা থেকে? আরে পলিটিকস কে তো কূট্‌নীতিই বলে শুনি, মুখে এক কাজে একে এঁরা সুচতুর praticioner! সেই কে যেন বলেছিলেন, ওরা ইঁট ছুড়লে আমরা কি রসগোল্লা ছুড়বো!
    মমতা তো অন্তত: মহাকরনে বসছেন, বু বাবু নাকি তিন থেকে চারঘন্টাও থাকতেন না! তাও আবার চুনো মাছের ঝোল খাবার জন্যে রাস্তা বন্ধ করে ইত্যাদি!
    --
    সিঙ্গুর প্রসঙ্গে, কেনই বা বু বাবু গোড়া থেকেই উপযুক্ত ক্ষতিপূরণ দেবার কথা ভাবেননি? জনগণের ভালোর চাইতে পার্টি ও টাটাবাবুদের কথা বেশী ভাবলেন?
    পলিসি টলিসি, অমুকবাদ টমুকবাদ ৩৪ বছর ধরে তো অনেক হলো, ফল অষ্টরম্ভা। অবশ্য রাশিয়ার ৭০ বছর লেগেছিল, আমাদের ভাগ্যি ভাল ৩৪ এ হয়েছে। আরও ভাগ্যি, পল পট দার মতন কেউ আসেননি। আমার কিছু কাম্বোডীয় বন্ধু আছে, যা আঁখো দেখা হাল শুনি!
  • a | 208.240.243.170 | ১২ জুন ২০১১ ১০:২৬473888
  • এইবার তিল বাবুকে একটা কথা বলি।

    নাহয় বু বাবু খুবই খারাপ। কিন্তু আপনি বলুনতো ভারতবর্ষের ওভার অল কন্ডিশন কি খুব ভালো? আপনার শাইনিং ইন্ডিয়া বাদে, লোকে আজো মারা যাচ্ছে অনাহারে/দারিদ্রে। কেন লাস্ট ৬০ বছরে কেন্দ্রের সরকার কিস্যু করতে পারেনি?

    যদি নিছক জমি প্রসঙ্গ নিয়ে বলি, তাহলে এই অভিযোগ অনেক বেশি গ্রেভ ইন কেস অফ পস্কো বা জইতাপুর। সেখানকার ইসুতে আপনি কাকে সাপোর্ট করছেন?

    আর সেই প্রেক্ষিতে, কেন আপনার মনে হয় মমতা পারবেন?
  • siki | 122.162.75.192 | ১২ জুন ২০১১ ১০:৩২473889
  • কূটনীতিক হিসেবে বু বাবু আর ম দিদি, দুজনেই ভয়ংকর রকমের ইম্ম্যাচিওর্ড। দুদুভাতু টাইপ। দুজন দু রকমের। এই যা।
  • arindam | 59.93.203.55 | ১২ জুন ২০১১ ১০:৩৪473890
  • মমতাকে লড়ায়ের জমি ফিরিয়ে দিয়েছে সিঙ্গুর, মমতার দায়বদ্ধতা আছে ৪০০ একর ফিরিয়ে দেওয়ার...মমতা ভোটের আগে বলেছে ক্ষমতায় এলে ৪০০একর ফিরিয়ে দেব এই কথা সিঙ্গুর শুধু নয় গোটা প:বঙ্গই শুনেছে... সবচেয়ে বেশী শিল্প, আইটি, IIT নিয়ে মাথা ঘামায় এবং তাকেই প্রকৃত উন্নয়ন বলে ভাবে মধ্যবিত্ত শহুরে মানুষ। কলকাতার লোক। সেখানে তাহলে কেন এই বিপর্যয়? একেবারে শূণ্য করে ছেড়েছে সিপিএম-এর ঝুলি!
    আর বুবর দায়বদ্ধতা! সেও তো দেখলাম এতকাল...
    সকালে বন্ধ হবেনা বলে চীৎকার করে বিকেলে ল্যাজ গুটিয়ে বন্ধের সমর্থনে মুখে কুলুপ এটে বসে থাকা।
    শিল্প আকাশে হবেনা, চাষ ও আকাশে হবেনা, এ নিয়ে তর্ক বিতর্ক, অধিগ্রহণ পদ্ধতির ভুল-ত্রুটি নিয়ে চাপান-উতোর চলবেই কিন্তু সিপিএম-এর পরাজয় জাস্ট সিপিএম-এর "দাদাগিরি'।
    শিল্প দরদী(!!!) টাটা প্রেমী সিপিএম এখন আন্দোলনে নামছেনা কেন? ৪০০ একের ফেরাতে দেবনা বলে!
    কল্কে পাচ্ছেনা। জমি খুঁজে পাচ্ছেনা কী নিয়ে আন্দোলন করা যায়...
  • til | 60.241.253.184 | ১২ জুন ২০১১ ১০:৫৮473891
  • অ বাবু, প্রথমেই স্বীকার করে নিই আমি তঙ্কÄকথা বা রাজনীতি কোনটিতেই দড় নই, একেবারে খেটে খাওয়া পাতি পাবলিক। পলিসি, দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন অস্বীকার করিনা, তবে যখন রোগী মুমূর্ষু তখন কি যোগাভ্যাস বা হোমিওপ্যাথিতে আপনি আস্থা রাখবেন?
    ধরুন হাসপাতাল, যা আছে যেটুকু আছে সেটুকুর সদ্ব্যবহার হলে অনেক অনেক অবস্থার পরিবর্তন হবে।
    পার্ক সার্কাস সাত মাথার মোড়ে রাস্তা পেরোতে গিয়ে কেন প্রানের ঝুঁকি নিতেই হবে (নিতেই)?, অটো ওয়ালা কেনই বা রাস্তার মধ্যিখানে নামিয়ে দিয়ে বলবে, এখানেই নামুন, সাইড করতে বললে উলটে গালি দেবে? সরকারী অফিসে কেন প্রতিটি কাজের জন্য ঘুষ দিতে হবে, হাসপাতালে ট্রলির জন্য টাকা?
    মাদ্রাজ জেনারাল হাসপাতালও সরকারী হাসপাতাল, আর জি করও। তবে? প্রিপেড ট্যাক্সির জন্যেও কি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন, ৩৪ বছরে যে সব কিছু ঝাঁঝরা করে দিয়ে গেছেন বু বাবুরা!
    btw যতদিন আমার ভোট ছিল আমি কিন্তু ওঁদেরকেই দিয়েছি এই আশায় যে ওঁরা জনদরদী।
  • PT | 203.110.246.230 | ১২ জুন ২০১১ ১১:২০473893
  • @til
    মমতার কর্মদক্ষতার আলোচনাতে আপনাকে কেন বার বার পল পটকে স্মরণ করতে হচ্ছে তা আমার বোধগম্য হচ্ছেনা। এই ফোরামে একজনও পল পট বা চচেস্কুর সমর্থক আছেন বলে আমার জানা নেই। তারা দুজনেই তাদের প্রাপ্য শাস্তি পেয়ে ইতিহাসের ডাস্টবিনে আশ্রয় পেয়েছে।

    তবে আপনার ইতিহাস বইয়ের কিছু পাতা নিশ্চয় হারিয়ে গিয়েছে। নাহলে জানতে পারতেন যে প্রায় ঐ একই সময়কালে গণতন্ত্রের ধ্বজাধারী একটি বৃহৎ শক্তি ঐ গণতন্ত্র প্রতিষ্ঠার নামেই ভিয়েতনাম নামক একটি দেশকে ছিন্নভিন্ন করে দিয়েছিল। বোমা, গুলি কিংবা মৃত্যুর হিসেবে যাচ্ছি না, বিপ্লবীরা যাতে জঙ্গলে লুকিয়ে থেকে লড়াই করতে না পারে তার জন্য ঐ ছোট দেশটাতে ১৯ মিলিয়ন গ্যালন রাসায়নিক আকাশ থেকে স্প্রে করে জঙ্গল নষ্ট করে দেওয়া হয়েছিল। আর তার ফলে প্রায় ৫ লাখ বিকলাঙ্গ শিশুর জন্ম হয়েছে। http://en.wikipedia.org/wiki/Agent_Orange#Health_effects
    যারা এই কাজ করেছিল তাদের কিন্তু এখনো শাস্তি হয়নি। এর সঙ্গে ইউনিয়ন কার্বাইডের গপ্পটাকেও জুড়ে নেবেন। অবিশ্যি ইরাক, আফগানিস্থানে তাদের কীর্তিকলাপের গাঁজিয়ে যাওয়া গপ্প আর শুরু করলাম না এখানে।
  • a | 208.240.243.170 | ১২ জুন ২০১১ ১১:২০473892
  • আপনি যে কটা সমস্যার কথা বল্লেন, তাতে কোন দ্বিমতের জায়গা নেই, এ আমারো অনেকদিনের মত।কথা হল,

    ১। এখন তো মমতা আনডিস্পুটেড মুখ্যমন্ত্রী। তো উনি কি পারবেন এইসব গ্রুপগুলোকে ক®¾ট্রাল করতে?

    ২। উনি কি পারবেন সো কল্ড "আমরা-ওরা" অ কনসেপ্ট থেকে বেরোতে?
  • til | 60.241.253.184 | ১২ জুন ২০১১ ১২:৩৫473894
  • বু বাবুর জনগণের ভাল করবার সদিচ্ছার প্রসঙ্গে বলেছি। আর পল পট বা অন্য সব দিকপালেরা তো সমাজতন্ত্রেরই প্রতিষ্ঠা করতে গিয়ে ঐসব কাজ করেছিলেন কিনা!এনারাই তো ব্যাঙ্কে কম্প্যুটার আনতে বাধা দিতেন আবার মত পাল্টে সেক্টর ফাইভ!
    অথবা ইংরেজী নির্মূলীকরনের দাওয়াই। ভূল স্বীকার করলেই হবে, কয়েকটা প্রজন্ম যে ভাঁড়ে গেল তার বেলা?
  • til | 60.241.253.184 | ১২ জুন ২০১১ ১২:৪৯473895
  • অ বাবু
    ৩৪ বছরের অভ্যেস কি একদিনে ছাড়ানো সম্ভব, আপনিই বলুন। একটা উদাহরণ দিই, গ্র্যান্ডের সামনের ফুটপাথ কলকাতার সবচেয়ে দামী রিয়াল এস্টেট- ঐ হকাররা কি ছেড়ে দিতে রাজী হবেন? মমতার জায়গায় মুখ্যমন্ত্রীত্ব আপনি নেবেন? পশ্চিমবঙ্গ একেবারে শ্মশান, শুধু রাস্তাঘাট সারাতে বোধ হয় কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন (অঙ্কটা উদা হিসেবে, আমার আইডিয়াই নেই)। গ্রামে গঞ্জে, নদী সংস্কার, সাঁকো, ব্রীজের যা হাল! খোদ কলকাতারই অমন হাল। ধর্মতলার বাস টার্মিনাস দেখেছেন?
    আসলে কি জানেন, এসব কথা লিখেও লাভ নেই কেবল ক্ষোভ প্রকাশ আর কপাল চাপড়ানো আর কি। এই তিরিশ বছরের প: বঙ্গ যদি কেউ ফেরৎ দিতে পারেন সেটাই অনেক পাওয়া।
  • dukhe | 117.194.227.176 | ১২ জুন ২০১১ ১২:৫১473896
  • PT, অ a বাবু,
    ব্যক্তি আক্রমণ বন্ধ করে কিছু যুক্তির কথা লিখুন না । ফর আ চেঞ্জ । শরীরমন ভালো থাকবে । ক্ষতি কী ?
  • lcm | 69.236.173.93 | ১২ জুন ২০১১ ১৩:০০473898
  • হরি নাম কা পেয়ালা
    আরে পি লে, পি লে এএএএ, পি লে...

    ইস্‌ কো পি কর, ঔর পিলা কর
    বন্‌ যা তু মতওয়ালা, মতওয়ালা, মতওয়ালা....
  • siki | 122.162.75.192 | ১২ জুন ২০১১ ১৩:১১473899
  • না শুকা করেগা, না গিলা করেগা
    তুম শালা মত রহো, হাম দুয়া করেগা
  • PT | 203.110.246.230 | ১২ জুন ২০১১ ১৩:২০473900
  • @til
    আপনি যে বিষয়গুলো তুলছেন সেসব নিয়ে বছর দুয়েক ধরে বিশদ আলোচনা হয়েছে। সেগুলো সময় থাকলে পড়ে নেবেন।

    আপনাকে শুধু একটা ঘটনা জানাই। আমি পুণার National Chemical Laboratory-তে ১৯৯১ থেকে ২০০০ পর্যন্ত কাজ করেছি। প্রথম ৫ বছরে ১০-১৫ জন সায়েন্টিস্ট একটি কম্পুতে মেস বাড়ির টয়লেটের মত লাইন দিতেন। আর administration-এ কম্প্যু-র ব্যবহার ছিল নামমাত্র। ১৯৯৯-২০০০ এ শেষের দিকে কম্পুর ব্যবহার বাড়তে দেখেছি। ঐ সময়ে পুণা বিশ্ববিদ্যালয়ে কম্পুর ব্যবহার নিয়ে আলোচনা না করাই ভাল। পুণাতে কিন্তু সিপিএম-র কোন অস্তিত্বই ছিলনা। কাজেই আমার বিশ্বাস সারা ভারতেই সরকারী অফিসে কম্প্যুর ব্যবহার বাম-অবাম সকল সরকারই যতদূর সম্ভব কমিয়ে রেখেছিল।

    আপনার গণতান্ত্রিক অধিকার ব্যবহার করে বামেদের যতখুশী গালাগাল দিন, কিন্তু প:বঙ্গের বাইরে তাকিয়ে প্রতিটি সময়কালের ঐতিহাসিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটটি দেখে নিন দয়া করে। নাহলে শুধু গাল পাড়াই সার হবে।
  • dukhe | 117.194.227.176 | ১২ জুন ২০১১ ১৩:৩৬473901
  • এইত্তো । প্রেক্ষিত । প্রেক্ষিতই আসল । ধরেন পৃথিবীব্যাপী ফুড প্লাজা । দুশো শতাংশ কর্মসংস্থান । কিন্তু প্রেক্ষিতে কোন চাষবাস নাই, কৃষিজমি নাই । ফুড প্লাজায় শুধু পলিথিন বিক্কিরি হয় । সে কি ভালো ?
    আবার ন্যানো কারখানার প্রেক্ষাপটে পলপট কেন, তাপসী মালিক থাকাও ভালো কথা না ।
  • Arpan | 112.133.206.18 | ১২ জুন ২০১১ ১৫:২০473902
  • না জেনে নিষ্ক্রিয় থাকা আর হংকং ব্যাঙ্কে কম্পিউটার বসানোর সক্রিয় বিরোধিতা দুটো কি আর এক হল রে দাদা? মহান জ্যোতিবাবু ভারতের একটি বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থার প:বঙ্গে বিনিয়োগের প্রস্তাবে কোন হেলদোল দেখান নাই। ১৯৯৬ সালের কথা। সেক্টর ফাইভে কাজ শুরু হয়ে গেছে। তখন তারা প্রতিবেশী একটি পিছিয়ে থাকা রাজ্যে তাদের শাখা খোলে। তার পরের ইতিহাস সবারই জানা। বুদ্ধবাবুর প্রতিনিধিরা তাদের বেঙ্গালুরুর শাখায় নিয়ম করে হত্যে দিতেন। কিন্তু কী কারণে যেন তাতে চিঁড়ে ভেজেনি। বোধহয় ঐতিহাসিক আর অর্থনৈতিক প্রেক্ষাপটটি জানা থাকাতেই। :)

    যাগ্গে, গতস্য শোচনা নাস্তি।
  • nyara | 203.83.248.37 | ১২ জুন ২০১১ ১৫:৫৩473903
  • কোন ব্যক্তি-আক্রমণ করিনি, আমি তো সমষ্টি তুলে বললাম - 'পিটিবাবুদের'। বললে সমষ্টি আক্রমণ বলা যেতেও পারে। তবে তিলবাবু - পলপট, চওসেস্কু এনাদের একেবারে নাম ধরে ব্যক্তি আক্রমণ করেছেন। এর জন্যে দিকে দিকে শ্রেণী সংগ্রাম গড়ে তোলার ডাক দেওয়া হোক। আমি সামিল হব।
  • nyara | 203.83.248.37 | ১২ জুন ২০১১ ১৫:৫৭473904
  • আজ্ঞে, প:ব:-র বইরের ঐতিহাসিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট দেখার একটি মাত্র গবাক্ষ ব্যক্তিগত অভিজ্ঞতা। সেই নিয়ে লড়াই চলুক। সাত জার্মান পালাবার পথ পাবে না।
  • a | 208.240.243.170 | ১২ জুন ২০১১ ১৬:০৮473905
  • ন্যাড়াদা, অসামান্য যুক্তি!!!!!!! এই আপনার মত লোকেদের জন্যেই আজকাল আর এখানে আসা পোষায় না।
  • arindam | 59.93.205.217 | ১২ জুন ২০১১ ১৬:৫৮473906
  • সিপিএম আন্দোলনের জমি খুঁজছে কিন্তু পাচ্ছেনা, সবটাই মমতা অধিগ্রহণ করে রেখেছে। এই ইস্যুতে এবার পথে নামবে, "আন্দোলনের জমি ' ফিরিয়ে দাও...
    আরে বাবা একটু দাঁড়া মমতাও ভুল করবে একটু ল্যাজ মোটা হোক তারপর সেই ফাঁকে যেটুকু কাজ পাওয়া যায়। একটূ বিশ্রাম নিতে কী যায় আসে কে জানে!

    আর ওরা-আমরা বিভেদ
    ...
    অমর্ত্য বাবু বহুবার রাজ্য সরকারের অতিথি হয়ে এসেছেন, বামপন্থী... তবু নিয়োগ করেছেন চিফ মেন্টর হিসেবে...
    ক্ষিতি গোস্বামীর স্ত্রী শ্রীমতি ভট্টাচার্য মহিলা কমিশনের চেয়ারম্যান...
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী পদত্যাগ করেছিলেন বাংলা একাডেমি থেকে এখন রবীন্দ্র রচানবলী কমিটির চেয়ারম্যান
    সৌমিত্র চট্টোপাধ্যায় ও তরুণ মজুমদার আমন্ত্রিত সদস্য... এরা সকলেই বামপন্থী এবং কেউ কেউ প্রকাশ্যে মমতার নিন্দা ও সিপিএম-এর(বুবর) প্রশংসা করেছেন...
    একটি নাম দেখানো যাবে সিপিএম আমলে বিরোধী শিবিরের কাউকে কোনরকম গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন পদে বসিয়েছে?
  • siki | 122.162.75.192 | ১২ জুন ২০১১ ১৭:২০473907
  • ক্যনোওওওও? মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান বিরোধী দলের নেত্রীর আসনে বসায় নি?
  • Mmu | 79.86.171.253 | ১২ জুন ২০১১ ১৭:২১473909
  • arindam, একদম সঠিক !!
    বিরোধীতার জায়গা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন