এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৩৬৪১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 117.194.36.113 | ০৮ জুলাই ২০১১ ২৩:০৪477770
  • আগুন লেগেছে বনে বনে। :)
  • pi | 128.231.22.142 | ০৮ জুলাই ২০১১ ২৩:০৮477771
  • শিবুদা, এবার কিন্তু লিস্টিটা বড় হয়ে যাচ্ছে।
    একটা একটা করে আক্রমণ করুন খন :)

    মামুর রাজারহাটে বাড়ি।
    টিল্ডার রাজারহাটে জমির কী যেন কী ..
    আমার ..
    গুরুর ......

    তারপর আবার বুঁচি দিদির বিয়ের চিন্তা আছেই !
    দুখেদা তো কিছুতে রাজি হচ্ছেন না।

  • pi | 128.231.22.142 | ০৮ জুলাই ২০১১ ২৩:২১477772
  • একটা পুরানো খবর মনে পড়ে গেল হঠাৎ।

    http://articles.timesofindia.indiatimes.com/2011-02-28/kolkata/2864144
    3_1_mamata-banerjee-legal-notice-cpm-mouthpiece

    CPMmouthpieceGanashaktihasbeenforcedtoexpress "sincereregret" forascathingattackithadlaunchedonTrinamoolCongresschiefMamataBanerjeeonthebasisofaphotographpublishedinitseditiondatedDecember27, 2010.

    Thepiece, titled "Backseatdrive" onpage4ofGanashakti, hadapictureshowingMamataridingpilliononatwo-wheeler.TheCPMdailyclaimedChhatradharMahatowasdrivingthebikeinLalgarh.Thepicturewasapparentlysourcedfromanothernewspaper.Chhatradhar, formerspokespersonforthePeople'sCommitteeAgainstPoliceAtrocities (PCPA) hasbeenunderarrestsinceSeptember2009.ThePCPAisconsideredbythegovernmentasafrontalorganisationoftheMaoists, andGanashaktisaidinitspiecethatMamatawasgoingtothe "liberatedzone" toprovidethemoxygen.

    TrinamoolCongressMPandwell-knownlawyerKalyanBanerjeesaidonSundaythatthepicturewasactuallytakenonNovember13, 2010whenMamatawasonherwaytoameetingatRajarhat.Shehadtoridepilliononthetwo-wheelerofpartyworkerTarakChakrabortyafterherconvoygotstuck.BanerjeesaidGanashaktiwassentalegalnoticeforthepiece.Subsequently, theadvocateforthedaily, AnindyaSunderDas, informedtheTrinamoolCongressleadershipthatthenewsitemwasinadvertentlypublishedbasedonsomeincorrectinformation. "Theyalsoassuredthatthiswouldnothappeninfuture," Banerjeesaid.
  • nyara | 203.83.248.37 | ০৮ জুলাই ২০১১ ২৩:৩৭477773
  • আচ্ছা, বাজারে কী একটা গুজব চলছে যে মুক্তির ইশতেহার 'গণশক্তি' নাকি সল্ট লেক স্টেডিয়ামকে গুদোম হিসেবে ব্যবহার করত। জালি-পি-এইচ-ডি, ডহরের-মানে-না-জানা, ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রীর কোন এক চ্যালা মন্ত্রী তাতে সোরগোল তুলেছেন। সাম্যবাদের জেটপ্লেনকে ক্র্যাশ করানোর জন্যে পুঁজিবাদীদের কতদূর যেতে পারে - কোন চোখের চামড়া নেই গা!
  • Sibu | 66.102.14.1 | ০৯ জুলাই ২০১১ ০০:১৯477774
  • হাই উঠছে।

    আগে পোতিদিন ক্ষমতার কাছে কি গুরু ক্ষমতার কাছে ঠিক হোক। তাপ্পর আবার বসব।
  • ranjan roy | 122.168.212.69 | ০৯ জুলাই ২০১১ ০০:৩৭477775
  • এই যে সিপিএমের সে¾ট্রাল কমিটি বলছে- বঙ্গে পরাজয়ের অন্যতম কারণ এরাজ্যের কিছু নেতার করাপশান ইত্যাদি, এ নিয়ে কথা হোক। এরাজ্যে কোন নেতা বা মন্ত্রীর তো স্ক্যাম নিয়ে নাম নেই!
    তাহলে প্রকাশবাবুদের এই দু:সাহস কেন?
    ওদিকে কেরালায় তো পার্টির সর্বোচ্চ নেতা পিনারাই বিজয়নকে প্রসিকিউট করতে স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী রেকমেন্ড করেছিলেন।
    --বাঙালী জাগো, বাঙালী গর্জে ওঠো।
  • Sibu | 66.102.14.1 | ০৯ জুলাই ২০১১ ০০:৪১477776
  • বাঙ্গালী সব বাংলাদেশে। এখানে পশ্চিম-বাঙ্গালী। নাম না বদলালে রাজ্যের আর কিস্যু আশা নাই।
  • Ishan | 117.194.37.80 | ০৯ জুলাই ২০১১ ১০:০৪477777
  • যা: ট্র্যাপিজের খেলা তো ভালো হলনি। এমন পারফর্ম্যান্স হলে কোম্পানি উঠে যাবে যে। :)
  • bb | 117.195.163.57 | ০৯ জুলাই ২০১১ ১০:১১477778
  • PT দা অভিনন্দন, বাবার কাছে খবর পেলাম। শুভহোক নতুন ...। আগামীকাল হোক মঙ্গলময়।
  • pinaki | 122.164.154.18 | ০৯ জুলাই ২০১১ ১৬:২০477780
  • আমি তো রাজারহাটেরও আগে এসেফাই এর প্রেসির ফি বৃদ্ধিবিরোধী আন্দোলন নিয়ে আলোচনা চাই। :-) পরিবর্তনের বাজারে এসবি বা অন্য কেউ ফি বৃদ্ধি বিরোধী চাট্টি যুক্তি এখেনে দিয়ে গেলে বড় খুশি হতুম। (আগে যদুপুরে ফি বাড়ানোর পক্ষে কি বলেছিলেন সেসব মনে রাখব না, মাইরি বলছি)
  • Mmu | 79.86.171.220 | ১০ জুলাই ২০১১ ০১:৫৫477781
  • sibu, দা জানেন কি ? বাংলাদেশের লোকেরা নিজেদের- বাংঙ্গালী বলে পরিচয় দেন, "বাঙালী' নয়।
    আর আমাদের ক্যালকাটার নয় "কেলকাটার' লোক বলে ভাবেন তারা।
  • Sibu | 184.234.203.138 | ১০ জুলাই ২০১১ ০৩:৪৯477782
  • ট্রাপিজ আবার পরে হবে। এখন ক্লাউনেরা খেলা দেখাক :)।
  • til | 124.169.5.110 | ১০ জুলাই ২০১১ ০৩:৫০477783
  • মাগনা ফ্ল্যাট, মাগনা ডিগ্রী! ভুঁড়িদাস তবেই না।
  • til | 124.169.5.110 | ১০ জুলাই ২০১১ ০৫:২৪477784
  • http://www.anandabazar.in/10cal4.html
    ধ্যুস, ফুল বাবু সেজে রাস্তা পরিদর্শন? খানা খন্দ made up নয়তো? নাহ, শেষে অচল টাকার এপিঠ ওপিঠ না হয়ে দাঁড়ায়!
  • til | 124.169.5.110 | ১০ জুলাই ২০১১ ১৬:২১477785
  • PT বাবু তো বলবেন, লোকের অভাব, recruitment freeze, যে কারণে রাইটারসের শৌচালয় অপরিচ্ছন্ন।।
    একটা উদাহরণ দিই।
    আম্মো অফিসে ৯০০ জন কাজ করে। তো ক্লীনিং আউটসোর্সড। এক্‌জন ক্লীনারের দায়িত্ব দুটো ফ্লোর। ছেলেদের পায়খানা ৩ টে, হিসিখানা দুটো, ওয়াশ্বেসিন তিনটে। সাউথ নর্থ মিলে দুগুণ আরও দুগুণ মেয়েদেরটা ধরলে (বাই এক্‌স্‌ট্‌রাপোলেশন)। তাহলে? প্লাঅস, দু দুটো ফ্লোরের ডাষ্টিং। এসব কি করে জানলাম? হেঁ, হেঁ মুখেন মারিতং egalitarian নই কিনা, এদের এক্‌জনের সঙ্গে কথায় কথায়, আমরা মাঝে মাখেই দেরী করে অফিসে থাকি, দেরীতে যাই বলেই। ক্লীনার বলে দূর্ছাই নয়, যেটা পিটিবাবু ভালই জানবেন।
    সাহেব মেম হলেও হাগু হিসির ফ্রিকোএন্সি সমান, তাই না? তাহলে এইসব শৌচালয় পরিষ্কার কেমনে থাকে? ইটিআবু, মুখে জোয়ান চিবুতে চিবুতে কমোডে বসা যায়, মশাই।
    বুঝলেন, hire & fire একমাত্র ওষুধ, যে কারণে আপনার সাধের ইউ এস এস এস আর আজ অস্তিত্বহীন, এ বিগ জোক!
  • aka | 24.42.203.194 | ১০ জুলাই ২০১১ ১৮:০২477786
  • টিলদা মাঝে মাঝেই কাকে একটা ভুঁড়িদাস বলেন, কাকে বলেন বলুন তো?
  • pi | 72.83.103.132 | ১০ জুলাই ২০১১ ১৮:২০477787
  • ও:, এই যখন একমাত্র রাস্তা, সব সেক্টরে সবার জন্যই এটা চালু করা হোক।

    আর হ্যাঁ, আকাদার প্রশ্নটা আমারো।
  • pi | 72.83.103.132 | ১০ জুলাই ২০১১ ১৮:৪২477788
  • এই সমস্ত শিক্ষা বিভাগ একজন মন্ত্রীর অধীনে এনে দেওয়াটা কি আদৌ ভালো হল ?
  • Ishan | 117.194.34.111 | ১০ জুলাই ২০১১ ১৯:০৫477789
  • আমারও একটা কোশ্নো আছে। গন্ডারের ন্যাজে কালিপটকা বেঁধে আগুন দিলে ঠিক কি কি ঘটে?

    উত্তর দিন ও মিলিয়ে নিন। সঠিক উত্তরে আমার তরফে ১০০ টাকা পুরষ্কার। :)
  • pi | 72.83.103.132 | ১০ জুলাই ২০১১ ১৯:১৩477792
  • *pi
  • pime | 72.83.103.132 | ১০ জুলাই ২০১১ ১৯:১৩477791
  • আবাপর খবরের শেষ লাইনটা পড়ে মজা লাগলো। গত পনের দিন বৃষ্টি হওয়াতে কাজ 'শুরু' করা যায়নি। 'শুরু' করার কথা কি বর্ষা শুরু হবার পরে করার কথা ছিল ? যাহোক, বেটার লেট ...
    আর এও বলিহারি, এই নির্দেশও মমতাকে দিতে হবে, তবে হবে ? মেয়রের হাতে এই একসাথে কাজ শুরু করার প্রস্তাব দেবার ক্ষমতা থাকেনা ? জানতে চাইছি।
  • santanu | 95.141.130.90 | ১০ জুলাই ২০১১ ১৯:৩২477793
  • এই খানেই মমতা স্বাগতম, দিদি লাফিয়ে ঝাপিয়ে কিছু করার কথা বললে তবে কাজ হবার কথা হয়। এই শোভন গত এক বছর ধরে মেয়র, কিছু করে নি। খদ্য মন্ত্রী ঘুমোচ্ছিলেন, মমতা হল্লা করে আসার পর তিনি ও জেগে উঠে এদিক ওদিক জালি রেশন কার্ড ধরছেন।

    ঐ কাউকে একটা ডান্ডা নিয়ে লেগে থাকতে হবে, সেটা মমতা। তবে কতদিন ওনার একার পক্ষে সম্ভব, বলা শক্ত।
  • kallol | 115.241.92.17 | ১০ জুলাই ২০১১ ১৯:৪৬477794
  • গন্ডারের লেজে কালিপটকা ফাটালে গুনে গুনে এক বছর পরে হার্টফেল করবে।
  • pi | 72.83.103.132 | ১০ জুলাই ২০১১ ২০:১২477795
  • এগুলো দেখে একটা প্রশ্ন মাথায় আসছে। দিদি না বল্লে নিজে থেকে কেউ কিছু করেননা, নাকি দিদি না বল্লে কারুর নিজের থেকে কিছু করার সাহস বা স্বাধীনতা নেই ? সব নির্দেশই সেই দিদির থেকেই আসতে হবে, তবে কিছু হবে, এটা কি দিদির ট্র্যাজেডি নাকি এটাই দিদির ইচ্ছা ?
  • pi | 72.83.103.132 | ১০ জুলাই ২০১১ ২০:১৬477796
  • তবে সাদা ধুতি-পাঞ্জাবী পড়ে রাস্তা পরিদর্শনে অসুবিধেটে কোথায় বুঝলাম না।
    ঘুরতে গিয়ে আচ্ছাসে কাদা লাগবে, সার্ফ এক্সেলেও উঠবে না, বেশ হবে। ঐ কাদার দাগওয়ালা ধুতি দেখলে যদি কাজ করার কথা মনে পড়ে :)

    ও হ্যাঁ তিলদা, আর কলকাতার রাস্তায় এত্ত এত্ত খানা খন্দ থাকতে মেড-আপ খানা খন্দেরই বা কী দরকার তাও বুঝলাম না।
  • Bratin | 117.194.97.28 | ১০ জুলাই ২০১১ ২১:০১477797
  • হি হি । আমি জানি। কিন্তু বলবো না।
  • til | 124.169.5.110 | ১১ জুলাই ২০১১ ০২:১১477798
  • সাতসকালে উঠে এতগুলো কোশ্চেন, তায় আমার এই ধারকর ল্যাপটপের কার্সর মাঝে মাঝেই আগের লেখার মধ্যে লুকিয়ে পড়ে, তখন আবার মোছো।
    মেয়র সাহেবের পরিদর্শনের ভঙ্গীর সাথে বৃক্ষরোপন উৎসবের কথা মনে পড়লো কিনা, তাই। সব ঠিক ঠাক থাকবে, VIP ঝকঝকে shovel দিয়ে এক মুঠো মাটি দেবেন....। তাই সন্দেহ ঐ খানাখন্দ made up কিনা।
    আবাপতে যেসব কাদাজলভরা সল্লেকের খানাখন্দের ছবি দেখলাম, মেয়র সাহেব ঐ বাবু সেজে সেখানে যেতেই পারবেন না।
    --
    btw আকা কি বোস্টম? আহারে দর্শন পেতাম আগে জানলে!
  • aka | 24.42.203.194 | ১১ জুলাই ২০১১ ০২:৩৮477799
  • বোস্টম নই তবে মাথায় কিঞ্চিৎ খাটো আপনি যে সূক্ষ্ম জোকগুলো মারেন বুইতে নারি। তাই সোজা কথার সোজা উত্তর দেন, নইলে বলুন উত্তর দেব না।
  • til | 165.12.252.211 | ১১ জুলাই ২০১১ ০৩:৫১477800
  • আকা, সরি রঙ নাম্বার। জানতে চেয়েছিলাম আপনি বোস্টনে থাকে কিনা, কোন একটা পোষ্ট পড়ে তাই মনে হয়েছিল। বাদ দেন।
  • Mmu | 79.86.171.220 | ১১ জুলাই ২০১১ ০৪:৩১477802
  • আকা সাহেব কি বোস্টনে থাকেন ?
    আরে বলুন না , আমরা জানতে আগ্রহী ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন