এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৩৫৯৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.168.255.158 | ১৮ জুলাই ২০১১ ২২:৩৩477937
  • PT,
    আমি যাদবপুরের বিশেষত: ইংরেজি অনার্সের কথা বলছি।
    ওদের interactive method, যেখানে অধ্যাপক মুখ্যত: মডারেটর এর কাজ করেন, ছাত্রদের উৎসাহিত করেন বস্তাপচা নোটস্‌ মুখস্থ না করে নতুন করে ভাবতে, প্রোজেক্ট নিতে আর ফলটা হয় ক্লাসগুলোতে সবাই হাজির থাকে।
    কোর্সে ভাষা-শিক্ষা ও সাহিত্য রচনার বোধের পরিধি বাড়াতে সমকালীন ফিল্ম, নাটক ও পপ সং -- সবাইকে জায়গা দেয়া হয়।
    কাজেই শুধু কোর্স নয় মেথড এরও পরিবর্তনের কথা বলছি।
    আমার তখন উনিশ বছর বয়েস। কল্পনা লাজমী মস্কোয় প্যাট্রিস লুমুম্বা ইউনিভার্সিটির স্টুডেন্ট। সোভিয়েত ল্যান্ড পত্রিকায় বেরোত ওনার মস্কোর চিঠি।
    তাতে উনি লিখেছিলেন ওনাদের কিভাবে তুর্গেনেভ এর ""ফাদার্স অ্যান্ড সন্স'' পড়ানো হচ্ছে।
    ছাত্ররা নিজেদের মত করে বিভিন্ন বই পড়ে ক্লাসে এসে ডিবেট করছে। কেউ বাজারভের যান্ত্রিক বস্তুবাদ নিয়ে বা কেউ ওর নিহিলিস্ট দর্শন নিয়ে। ভাবতাম, আমাদের কি কখনো এমন পরিবেশে পড়ার সৌভাগ্য হবে?
    এখন যাদবপুরে সুকান্ত এবং সুপ্রিয়া চৌধুরি যা করেছেন তা ভারতের পরিপ্রেক্ষিতে অনেকখানি। যদ্দূর জানি ন্যাশনাল ল' ইউনিভার্সিটিগুলোতে ও এভাবেই আজকাল পড়ানো হয়।
    সায়েন্স পড়ানোর ব্যাপারে আমার সামান্যতম ধারণা নেই।
  • ranjan roy | 122.168.255.158 | ১৮ জুলাই ২০১১ ২২:৫৩477938
  • PT,
    আপনার দেয়া লিংক থেকে আঁদ্রে বেতেই এর সাক্ষাৎকার বেশ মন দিয়ে পড়লাম।
    দেখুন, অন্য রাজ্যে শিক্ষার মানের অবনতির কথা বলেও উনি কিভাবে কোলকাতা বিশ্ববিদ্যালয়ের মান নেমে যাওয়া, পাইকারি ভাবে পাশ করানো আর এম ফিল/ পি এইচ ডি বিতরণের সমালোচনা করেছেন। আর শুধু সংখ্যার বেসিসে আত্মশ্লাঘার বিরুদ্ধে সতর্ক করেছেন।
    এইবারের ওই আবাপতেই সুরঞ্জন দাসের প্রবন্ধটি দেখুন। প্রিসাইজলি, এই ধরণের অ্যাটিচুডের বিরুদ্ধেই অধ্যাপক আঁদ্রের বক্তব্য।
  • PT | 203.110.243.23 | ১৯ জুলাই ২০১১ ১০:২২477939
  • পঠন-পাঠনের মান নিয়ে বিদগ্‌ধ আলোচনাতে আমার কোনই আপত্তি নেই। আমার আপত্তি গত কয়েকবছরের মিডিয়া নিয়ন্ত্রিত আলোচনাতে এর জন্যে সরাসরি বাম সরকার বা বাম রাজনীতিকে জড়িয়ে দেওয়া। সেটারই প্রতিবাদ করার চেষ্টা করেছি আমি। আজকের আবাপতে সম্পাদক সমীপেষুতে দেখুন একটি চিঠিতে লেখক ১৯৭০-১৯৯৪ সময়কালটিতে প্রেসিডেন্সিতে রসায়নের মান নেমে যাওয়ার কথা জানাচ্ছেন।http://www.anandabazar.in/19edit5.html গত দশ বছরের কথা আমি বলতে পারি - রসায়নের পড়াশুনোর মান বেশ ভাল। তাহলে ঐ সব "হৃতগৌরব" ইত্যাদি তো ফাঁকা ও রাজনৈতিক বুলি বলেই মনে হয়।

    সর্বোপরি গত তিরিশ বছরে ভারতবর্ষের কোন রাজ্য থেকে অন্তত: সত্যেন বোসের কাজের মাপের বৈজ্ঞানিক আবিষ্কারের কথা আমরা শুনেছি? তাহলে কি কোন কারণে গোটা ভারত জুড়েই উচ্চ শিক্ষায় অবক্ষয় নেমে এসেছে যেটা একটা প্রেসিডেন্সী, সেন্ট স্টিফেন্স বা আইআইএসসি দিয়ে মুছে ফেলা যাচ্ছেনা?
  • til | 165.12.252.211 | ১৯ জুলাই ২০১১ ১২:৪৪477940
  • পিটিবাবু,
    আচ্ছা আপনি তো উচ্চশিক্ষার সঙ্গে জড়িত। এই উচ্চাশিক্ষার trickle down এফেক্ট কিরকম? মানে আমজনতা বা ইকনমিতে তার প্রভাব কতটুকু, ভরতবর্ষের মত দেশের ক্ষেত্রে।
    জানতে চাইছি, চ্যালেঞ্জ নয়। আলোচনা হোক।
  • PT | 203.110.246.230 | ১৯ জুলাই ২০১১ ১৪:১১477941
  • বিপদে ফেললেন। আলোচনার ক্যানভাসটা বিশাল বড় হয়ে সমাজ বিজ্ঞানের মধ্যে ঢুকে গেল। রঞ্জন বা কল্লোলের সাবজেক্ট।

    তবে সাদা-কালোয় দুএকটা কথা বলি। ঠিকমত উচ্চশিক্ষা (ডিগ্রী/ডিপ্লোমা অর্থে) পেলে চাকরী-বাকরী পাওয়া যাবে এই বোধটা গরীব মানুষের বোধের মধ্যে এসেছে। অন্তত: প:বঙ্গের ক্ষেত্রে বিপুল পরিমাণ ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষায় আসার জন্য লড়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আঁদ্রে বেতেই-এর সাক্ষাৎকারটি পড়ুন। যারা পিএইচডি করতে আসছে তাদের একটা বিপুল সংখ্যক আসছে প্রত্যন্ত গ্রাম থেকে।

    কিন্তু সমস্যা অন্যত্র। আইআইটিসহ অন্য কারিগরী বিদ্যালয় থেকে যে পরিমাণ ইঞ্জিনিয়ার বেরুচ্ছে - ধরুণ সিভিল - রাস্তার কোয়ালিটি দেখলে যেন মনে হয় দেশজ ইঞ্জিনিয়ারদের সঙ্গে তাদের জ্ঞানের অ্যাপ্লিকেশনের কোন যোগাযোগ নেই।

    অন্য দিকে গবেষণার বিষয়গুলি নির্ধারিত হচ্ছে সাদা মানুষদের বিজ্ঞান চর্চার দিকে তাকিয়ে। মাঝে মাঝে মনে হয় যে বিজ্ঞানের কোন চেতনাই বেশীর ভাগ ভারতবাসীর মনে কোন প্রভাব ফেলতে পারেনি। জ্যোতিষচর্চার রমরমা ব্যবসা এর একটা উদাহরণ।

    একটু রাজনীতি না এনে পারছি না। দেশের প্রধানমন্ত্রী একজন উচ্চশিক্ষিত অর্থনীতিবিদ। ভারতবর্ষের অর্থনীতি দেখলে মনে হয় যে গত ২০ বছরে সেই উচ্চ জ্ঞানের উল্লেখযোগ্য কোন প্রভাব আম-ভারতীয়র জীবনকে স্পর্শ করেছে?
  • til | 165.12.252.211 | ১৯ জুলাই ২০১১ ১৫:২১477942
  • ধন্যবাদ পিটিবাবু, আপনার পোষ্টের জন্য। আমার অবশ্য পড়াশোনা নেই এইসব হাই ফাই ব্যাপারে। ঐ খবরের কাগজ (তাও কেবল শনিবারেরটা কিনি, কারণ অন্য)। বিদেশে এসে একটা জিনিষ বুঝতে পারছি, আগেও দেখেছি কিন্তু নিজস্বার্থে (শ্রেণীস্বার্থে?) স্বীকার করতাম না।
    আমাদের দেশে যেখানে মিনিমাম ইঞ্জিনী. গ্র্যাড কোয়াল থাকে, আসলে কিন্তু বড়জোর ডিপ্লোমা হলেই চলে যায়। ঐ কটা ফ্লুইড মেক এর ইকোয়েশান করলাম ওসবের কোন প্রয়োজন হয় না কাজে। BE তে বেসিক জ্ঞানটা হয়, কোথায় কি পাওয়া যাবে, ব্যস। আমার ব্যক্তিগত ধারণা।
    তবে যারা সত্যিকারের ডিজাইন করতে যাবেন তাদের কথা আলাদা। (আমাদের দেশে খুব কমই হয়, এটা হলফ করে বলতে পারি)।
    দেশেও দেখেছি, অনেক নামকরা ইঞ্জিনীয়ারিং কোম্পানীর সার্থক MD বা Tech. Drector ডিপ্লোমা বা ITI করেও বড় হয়েছেন। আসলে পাশের পরে প্রাপ্ত শিক্ষাটা যতটা কার্য্যকরী আগেরটা শুধু বেসিক ধরিয়ে দেবার জন্য। আমার কিছু ডাক্তার বন্ধুও কিন্তু তাইই বলেন।
    বিদেশে এসে দেখলাম, সত্যি সত্যি আপনার কি কোয়াল সেটা কোন ব্যাপারই নয়, আপনি কাজটা করতে সক্ষম কিনা। (রিসার্চ ইনি্‌স্‌ট র কথা বলছি না, জানিও না)।
    অনেকটা লিখে ফেললাম, পরে আবার।
  • fevi | 80.219.208.17 | ১৯ জুলাই ২০১১ ১৫:৪৭477943
  • বেসিক এডুকেশন, আন্ডার-গ্র্যাজুয়েট অবধি, আমাদের রাজ্যে সাধারণত ভালো হয়।

  • ranjan roy | 122.168.28.181 | ১৯ জুলাই ২০১১ ১৬:৩৯477944
  • আমি যতটুকু পরিচয় পেয়েছি, গ্রামবাংলার কথা জানিনা, কিন্তু শহুরে পৃষ্ঠভূমির পড়াশোনার কথা ধরলে ফেভি'র সঙ্গে এবং তিলুবাবুর সঙ্গে ঐক্যমত।
    আমার খুড়তুতো ভাই আশির দশকে আশুতোষ কলেজে এস এফ আইয়ের সক্রিয় ছাত্রনেতা। আর্টসে স্নাতক, কোন কম্পিউটারের ডিগ্রি নেই। নিজের দক্ষতা ও এক্সপিরিয়েন্সের জোরে আমেরিকায় করে খাচ্ছে। ওই আমায় সা®œÑর শেষ ডায়ালগ বইটি( ইহুদী শিষ্যের সঙ্গে) চেপে ধরে পড়িয়েছিল।
    ওর ডেনমার্কের কাজের অভিজ্ঞতাজাত বক্তব্য হল ইউরোপ-আমেরিকার স্কুলের পড়াশুনো একটু একবগ্গা, তুলনায় আমাদের মডেল বেটার। ফলে কোন কনফারেন্সে আমাদের নতুন কন্সেপ্ট বুঝে ফেলার দক্ষতায় ওরা অবাক হয়ে যায়। এটা ওর ব্যক্তিগত মত। বড় পিকচার কি জানিনা। PT,FEVI,TIL ভাল বলতে পারবেন।
  • fevi | 80.219.208.17 | ১৯ জুলাই ২০১১ ১৬:৫৯477945
  • ছাত্র রাজনীতির এক্সপেরিয়েন্স বেশ সাহায্য করে এই সব ক্ষেত্রে।
  • Sibu | 66.102.14.1 | ১৯ জুলাই ২০১১ ২২:৩৫477947
  • রঞ্জনবাবুকে।

    ইউরোপ-আমেরিকার উচ্চশিক্ষায় আসা ছাত্রদের সাথে আমাদের ছাত্রদের তুলনা যে আমরা করি সে অনেক সময়েই একটু আনফেয়ার তুলনা হয়। আইআইটি, আইআইএসসি-র ছাত্রদের সাথে ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা বা ইউনিভার্সিটি অফ আইডাহোর ছাত্রদের তুলনা আসলেই অর্থহীন। সেখানে এমআইটি, স্ট্যানফোর্ড বা আইন্ডহোভেনের ছাত্রদের সাথে তুলনা করা উচিৎ। আমার অভিজ্ঞতা বলে এদের সাথে তুলনায় আইআইটির ছাত্ররা মাঝারী মানের।
  • PT | 203.110.243.21 | ১৯ জুলাই ২০১১ ২২:৫৮477948
  • আরেকটা ইন্টারেস্টিং ফারাক আছে - সাধারণ ভাবে ভারতীয় ছাত্ররা experimental data-র রেকর্ড রাখার ব্যাপারে পশ্চিমী ছাত্রদের তুলনায় অনেক কম দক্ষ। আর ""আরে হো যায়েগা"" সংস্কৃতি থেকে যায় বলে data-র rigorousness -এর প্রতি সম্মানও অনেক কম। যেমন ধরুন 7.28 ওদেশে সব সময়েই 7.28 - আমাদের কাছে সেটা 7.18 থেকে 7.38 জাতীয় অনেক কিছুই হতে পারে। বেশীর ভাগই অবিশ্যি চাপে বদলায় তবে অনেকের বদলাতে খুবই কষ্ট হয়।
  • ranjan roy | 122.168.108.169 | ১৯ জুলাই ২০১১ ২৩:০৫477949
  • শিবুকে,
    উঁহু, আমি আমেরিকা-ইউরোপের ছাত্রদের সাথে আমাদের ছাত্রদের কোন তুলনা করি নি, কারণ কিছুই জানি না। আমি যে আমার ভাইয়ের উদাহরণ দিলাম, সেটা ওদেশের কর্মক্ষেত্রের। যে কোর্সের কথা বলছিলাম সেটা আমাদের স্কুল লেভেলের সঙ্গে ওদের স্কুল লেভেলের।
    আর কলেজ লেভেলের ব্যাপারে আমি পিটিবাবুর সাথে একমত।
    আমার মেয়ে ইংল্যান্ডে ৩ডি অ্যানিমেশন এর পিজি করছে। ওর থেকে শুনি ওখানে পড়ানো অনেক বেশি প্রোজেক্ট ওরিয়েন্টেড, এবং ওখান থেকে যারা স্নাতক হয়ে এখন পিজি করছে ওদের কাজের ডিসিপ্লিন ও অ্যাটিচুড আলাদা এবং শেখার মত।
  • amit | 128.103.93.206 | ১৯ জুলাই ২০১১ ২৩:২৫477950
  • পিটি দার experimental data সংক্রান্ত কথা এক্কেবারে ঠিক। এবং এটা শুধু ছাত্ররা নয়, স্যারেদের ক্ষেত্রেও (শুনতে খারাপ লাগলেও) অনেক ক্ষেত্রে ঠিক।

    শিবু,
    engineering ধরলে MIT বা ইত্যদি প্রথমদিকের ইউনি বা টেক institute গুলোর সাথে তুলনাতে দেশের IIT এর (প্রথম সারির) ছাত্র রা খুব কিছু পিছিয়ে আছে বলে মনে হয়না। মাস্টার্স বা পিএইচডি ধরলে পিছিয়ে আছে, সেটা ঠিক। পিএইচডি তে প্রধানত experimental handling and hence proper practical knowledge এর দিক থেকে পিছিয়ে আছে।
  • aka | 168.26.215.13 | ২০ জুলাই ২০১১ ০০:৩৯477951
  • আমেরিকার স্কুল লেভেলের টিচিং অনেক বেশি সায়িন্টিফিক, অনেক ভার্সেটাইল, আর সবথেকে বড় কথা হল এরা প্রতিনিয়ত চিন্তা ভাবনা করে। কোন তুলনা হয় না। আর হায়ার এডুকেশন নিয়ে তুলনাটা যাস্ট বাতুলতা। এডুকেশনে আম্রিগা আনপ্যারালাল।
  • amit | 128.103.93.206 | ২০ জুলাই ২০১১ ০০:৪৫477952
  • অ! তাইলে এখেনে যে বলে এদের হায়ার এডুকেশন খুব ভালো কিন্তু স্কুল লেভেল এডুকেশন নাকি তেমন দারুণ কিছু নয়। কে জানে বাবা।
  • aka | 168.26.215.13 | ২০ জুলাই ২০১১ ০১:০২477953
  • ওগুলো শুনে বলা।
  • amit | 128.103.93.206 | ২০ জুলাই ২০১১ ০১:০৬477954
  • ও আকাদা,ওগুলো এখানকার লোকেরাই বলে যে! তারা আবার কার কাছ থেকে শোনে?

  • aka | 168.26.215.13 | ২০ জুলাই ২০১১ ০১:২২477955
  • এখানে মানে আম্রিগায়? তারা ওদিককার খবর জানল কি করে? গুচিয়ে লিখতে হলে সময় লাগবে।
  • amit | 128.103.93.206 | ২০ জুলাই ২০১১ ০১:২৯477956
  • ওদিককার খবর তো কিছু বলি নাই। আমেরিকার লোকেরা (সত্যি বলতে আমি ৩, ৪ জনের কাছে শুনেছি মাত্র, কোন বড় ডেটাবেস নাই) বলে যে আমেরিকার উচ্চ শিক্ষা যতটা ব্যাপক উন্নত স্কুল শিক্ষা সেরকম নয়। ব্যস এইটুকুই। তুমি কখন ও সময় করে লিখো, পড়ব।
  • Sibu | 66.102.14.1 | ২০ জুলাই ২০১১ ০১:৩৫477958
  • অমিতকে। এমআইটি, আইআইটি ইত্যাদির ছাত্রদের সাথে আমার পরিচয় মূলত: কলীগ এবং চাগরির ইন্টারভিউ নিতে গিয়ে। অবশ্যই স্মল স্যাম্পল। তার ভিত্তিতে যা মনে হয়েছে তাই লিখেছি। আমি ভুল হতেই পারি।

    আম্রিকান ইস্কুল কোন ব্যাপারে আমাদের চেয়ে ভাল, কোন ব্যাপারে আমাদের চেয়ে খারাপ। আসলে আমরা এখানে ভুল স্যাম্পল দেখি। রামকৃষ্ণ মিশন, হিন্দু, হেয়ারের সাথে অ্যালাবামার কোন গ্রামের স্কুলের তুলনা অবশ্যই ভুল। আর একটা কথা হল মোটিভেশন। আম্রিগায়, এই সেদিনও (মানে আমি দেখেছি), হোম ডিপোতে কাজ করে পরিবার প্রতিপালন করা যেত। আমাদের পক্ষে সেটা অসম্ভব হয়ে গেছে এক পুরুষ বা তারও আগে। তাই আমাগো নেকা-পড়ার গরজ এট্টুস বেশী। মোটিভেটেড ছাত্তরের অভাবে আম্রিগার ইস্কুল এট্টু ম্লান লাগে। এই আর কি।
  • amit | 128.103.93.206 | ২০ জুলাই ২০১১ ০১:৪৩477959
  • আরে শিবুদা, সেরকম কোন ব্যাপার না। আমিও বন্ধু বান্ধব, ল্যাবমেট এইসবের ভিত্তিতে বললাম। হায়ার লেভেলের তুলনাটা নিজেই বুঝতে পারি,একই জায়গাতে কাজ করতে করতে (দেশে এবং আমেরিকাতে)। সেটা নিয়ে চাপ নেই। কিন্তু স্কুল শিক্ষার ব্যাপারে আমেরিকাতে কিরকম ব্যাপার স্যাপার সেরকম কোন প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, জাস্ট এখানকার কয়েকজন লোকজনের কাছ থেকে কখন ও সখনও শোনা। দেখি, আকাদা কে বলেছি সময় করে গুছিয়ে লিখতে।
  • fevi | 80.219.208.17 | ২০ জুলাই ২০১১ ০২:৩৭477960
  • তুলনা ব্যাপারটই বেশ চাপের।
  • pi | 128.231.22.142 | ২০ জুলাই ২০১১ ০৪:১৫477961
  • এলিমেন্টারি শিক্ষা নিয়ে সেদিন আকাদা , পামিতাদি যা লিখলো, তাতে তো মনে হয় আম্রিগান সিস্টেম অনেক ভাল।
    বাকিগুলো নিয়ে কেউ লিখুন না ।

  • til | 165.12.252.211 | ২০ জুলাই ২০১১ ০৫:৪৫477962
  • এখানে লেখাটা বড্ড চাপের, আমার না আছে লিঙ্ক না ডেটা। আঁখো দেখা হাল বর্ণাই!

    এই দেশে ৬ অবধি প্রাইমারী। প্রথম এক দু বছর তথাকথিত কিছু শেখায়ই না। ধীরে ধীরে অক্ষর, শব্দ ও বাক্য। ডাইরেক্ট মেথড।
    বেশ মনে আছে,
    "নে চিক গোত ওন থে লোগ
    টে্‌বা চিক্স গোত ওন থে লোগ" ইত্যাদি ক্লাশ ওয়ানে বা ইউকেজি তে।
    অঙ্কে এরা কাঁচা, তেমন কোন স্ট্রেস দেয় না। এমনকি নামতা তো প্রায় নয়ই। যোগ গুণ ভাগ আর্ধেকই পারে না, সে ১০ ক্লাশ পাস করেও। তবে নিজস্ব ভাবনা, প্রজেক্ট ওয়ার্ক, সকলের সামনে বলা এসব ভালই শেখে।
    আমেরিকায় টর্নাডো বা মআডোনার জীবনী এই সব প্রজেক্ট থেকেই আমার শেখা!

    কি সব ছাই পাঁশ লিখলাম।

    ফুটনোট: পেরেন্ট টীচার্স মীতিঙে এক পেরেন্ট প্রস্তাব দিয়েছিল
    (১) স্কুলে প্রাইমারীতে (!!!), কন্ডম ভেন্ডিং মেশিন লাগানো হোক।
    (২)শুক্রবারে জেন হোমওয়ার্ক না দেয়া হয়, উইকেন্ডে মা বাবা বির্ক্ত হয়!

  • til | 165.12.252.211 | ২০ জুলাই ২০১১ ০৫:৪৭477963
  • ধুয়্‌স!

    "One chick got on the log
    Two chicks got on the log"
    ,
  • prateek | 24.162.193.106 | ২০ জুলাই ২০১১ ০৬:৫১477964
  • এখানকার স্কুল সিস্তেম এ ব্যাপক ডিস্পারিটি আছে। স্কুল ডিস্ট্রিক্ট র ওপর নির্ভর করে অনেক্টাই। যেমন ধরুন প্রাইভেট স্কুল যেকটা দেখেছি আর্লিংটন স্কুল ডিস্ত্রিক্টে সব কটাই বেশ ভালো। gifted school গুলো অনেক্টা RK Mission Narendrapur এর মত ছেঁকে নেয় ফলেই।।।আবার governor's school of science and mathematics আছে খুব ভালো। পাব্লিক স্কুল সিস্টেম এ আমার দেখা/কাজ করার এক্ষ্‌প থেকে বলতে পারি Dallas school district,Fortworth school district যা তা বাজে, আবার Austin school district,Boulder,Aurora,Virginia,Plano,
    Arlington
    ভীষন ভালো।।এক্টা পাইলট প্রজেক্টে কাজ করার এক্ষ্‌প থেকে বল্লাম। In general এদেশে পাব্লিক স্কুল সিস্টেম ইস ক্রামব্লিঙ্গ,বিভিন্ন স্কুলের টিচার দের সাথে কথা বলে যা মনে হয়েছে।
    তবে কলেজ/উনি র ব্যাপার্টাই আলাদা,একমত আকার সাথে,কোনো কথা হবেনা!
  • MR | 76.185.100.9 | ২০ জুলাই ২০১১ ০৭:৩৩477965
  • এদেশে মানে আম্রিকায়,যে ,parent-teacher meeting হয়, তাতে teacher সেই ছাত্রের মা/বাবা/ দাদু/ দিদা -র সাথে কথা বলে।আরেকটি PTO parents-teacher Organisation-তারা মূলত: পার্টি organise, fund-raising এসব করে।
    condom-এর vending machine নিয়ে আলোচনা খবরে শুনেছি। তাও তা হাইস্কুল লেভেলে। এবং বুশ জমানার আগে। কেননা তারপর থেকে abstinece এর প্রচার চলছে। জানতে ইচ্ছা হছে til কি নিজের কানে একথা শুনেছেন?
  • til | 165.12.252.211 | ২০ জুলাই ২০১১ ০৯:৪০477966
  • হুম্ম, আমি নিজে সেই মিটিঙে উপস্থিত ছিলাম (প্রস্তাবটি আমার নয়!!)। অবশ্য পাশ হয়নি স্বাভাকিক ভাবেই। হাই স্কুলে মেশিন আছে।
  • Nina | 12.149.39.84 | ২০ জুলাই ২০১১ ২৩:০৭477967
  • আম্রিগার স্কুল সিস্টেম যেমন প্রতীক বল্লেন , বিভিন্ন স্কুল ডিস্ট্রিক্ট অনুযায়ি ভ্যারি করে। আর পাব্লিক স্কুল ভার্সেস প্রাইভেট স্কুএর তো তফাৎ আছেই।
    আমার একেবারে নিজের যেটা মনে হয়েছে নিজের ছেলে মেয়ের পড়াশোনা দেখে--এখানে স্কুলে স্বাধীনতা দেয়া আছে, বিশেষ করে পাব্লিক স্কুলে যে তুমি কতটা শিখতে চাও। যেমন হাই স্কুলে তিন লেভেলের কোর্স থাকে বেসিক, অনার্স ও AP --এবার স্টুডেন্টরা ঠিক করে কে কতটা চাপ নিতে চায়। AP কোর্স নিয়ে ভাল রেজাল্ট করলে এবং পরে AP Test এ হাই মার্ক্স পেলে কলেজে তার কিছু ক্রেডিট অফ দেয় মানে আরও এগিয়ে সে পড়া শুরু করে---তবে এখানেও কিন্তু কলেজের মান হিসেবে যেমন স্টেট কলেজ ভার্সেস আই ভি লিগ ইত্যাদি। মোটমাট আমার মনে হয় এখানে স্টুডেন্টদের ওপর নির্ভর করে অনেকটাই কে কেমন তৈরী হয়েছে।

    একটা জিনিষ আমার নিজের খুব ভাল লাগে যেটা এখানকার বেসিক দৃষ্টিভঙ্গী আর অ্যাপ্রোচ।
    যেমন অঙ্ক --আমরা ঠিক ই তো নামতা পড়ে ও অনেক তাড়াতাড়ি অনেক এগিয়ে যাই, মুকে্‌গ মুখে পটাপট যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলি । এখানে সেই আন্দাজে স্লো --কিন্তু এরা অঙ্কটা শুধু কমপিয়ে্‌তশন হিসেবে নয় , অংকের কমপ্রিহেনশনের দিকটা গুলে খায় ছোট্ট থেকে।
    যেমন গুণ --দু দুগুনে চার আমাদের বাচ্চারা বলে দেবে --কিন্তু এই গুণ জিনিষটা ঠিক কি--মানে এর ভিস্যুয়াল নালেগটা কিন্তু হয়না।
    আর এখানে দুটো পটে দুটো করে ফুলের ছবি থাকবে আর বাচ্চা জানবে এই দুটো এবং ঐ দুটো চার--যোগ আর গুণের একটা ছবি মাথায় বসে যায় এদের , মানে বসিয়ে ছাড়ে---আমরা Indian বাবা মারা অস্থির আমার ছেলে ক্লাস থ্রী তে এখনও ভাগ শিখলনা, এখনও গুণ করে যাচ্ছে ---ছবি দেখে যাচ্ছে।
    আমার ছেলে তখন ক্লাস থ্রি কিম্বা টু, মনে নেই--মোটমাট তখনও ডিভিশন শুরু করেনি। আই ক্যু টেস্টে বেশ উঁচু দিকে অঙ্কে স্কোর করাতে তাকে পরীক্ষক জিজ্ঞেস করে
    4 divided by 2 is how much
    ছেলে খানিক চিন্তা করে নাকি বলে 2
    তার কাছে জানতে চাওয়া হয় how?
    সে তখন একটা কাগজে চারটে লইন টানে , তারপর মাঝখানে একটা লম্বা লাইন টেনে ভাগ(divide) আক্ষরিক অর্থে করে--এবং তার উত্তর তাই 2
    সেদিন আমি বুঝতে পারি এরা যেটুকু শেখে সলিড শেখে। অ্যানালিটিক্যাল স্কিলটা এদের খুব উন্নত হয়।

    এই রে খুব বেশি বকবক করে ফেল্লাম কি ?!
  • Nina | 12.149.39.84 | ২০ জুলাই ২০১১ ২৩:১১477969
  • উফ! রাজ্যের বানান ভুল--তড়াতাড়িতে
    *কম্পিউটেশন
    *নলেজ
    আর পারিনা সকলে নিজগুনে ক্ষমা করে দিও বাপু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন