এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৩৫৯৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | 12.149.39.84 | ২৭ জুলাই ২০১১ ২০:৪৯478036
  • * নির্মম
  • amit | 128.103.93.206 | ২৭ জুলাই ২০১১ ২০:৫০478037
  • পিটি দার, 27 Jul 2011 -- 11:38 AM পোস্ট প্রসঙ্গে:

    মিশনের (বেলুড় বা নরেন্দ্রপুর) ছাত্রদের উচ্চতর বিজ্ঞান চর্চার ব্যাপারে ঠিক কি অসুবিধা হয় একটু বিশদে বলা সম্ভব কি? আমার চেনা জানা অনেকেই তো দিব্বি রিসার্চ করছেন/করাচ্ছেন, বা করতে/করাতে শুরু করছেন। অসুবিধা কোথায়? জানার ইচ্ছা রইল।
  • pi | 72.83.87.117 | ২৭ জুলাই ২০১১ ২০:৫৪478038
  • আগের পোস্টটিকে পথ ভুল করেছে।

    যাহোক, আকাদা, এদেশের স্কুল পারফর্ম্যান্সের রিপোর্ট কিন্তু বিশেষ ভাল না। কিছুদিন আগে তাই নিয়ে বেশ হই চই ও হল না ?

    http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2007/12/04/AR2007120400730.html

    এরকম অনেক ই আছে। আমার কাছে NFS এর একটা সিডি আছে। সায়েন্সের কিছু রিসেন্ট ডাটা নিয়ে। পারলে দেবো।
  • pi | 72.83.87.117 | ২৭ জুলাই ২০১১ ২১:২৪478039
  • হ্যাঁ, অমিতের প্রশ্নটা আমারো।

  • pi | 72.83.87.117 | ২৭ জুলাই ২০১১ ২১:২৭478040
  • এক তো আর কে মিশনের সাথে প্রো-সিস্টেম হবার কোন প্র্যাকটিকাল কোরিলেশন পাই নি, তারপর প্রো-সিস্টেম হবার সাথে উচ্চতর বিজ্ঞানচর্চার যোগাযোগ ও।
  • rimi | 168.26.215.135 | ২৭ জুলাই ২০১১ ২২:১২478041
  • শুধু স্কুল সিস্টেম নিয়ে মাথা ঘামালেই শিক্ষার ব্যপারটা পুরোটা বোঝা সম্ভব নয়। এখানে আমিও "শিক্ষা" বোঝাচ্ছি, "বিদ্যা" নয়। শিক্ষাক্ষেত্রে স্কুল একটা পার্ট, কিন্তু সমাজ, তার চাহিদা, পারিবারিক প্রেক্ষাপট, একটা গোটা দেশের সমস্যা সবকিছু জড়িত। শিক্ষাকে আলাদা করে শুধু স্কুলের সঙ্গে জড়িয়ে দেখলে কিছুতেই বোঝা সম্ভব নয় কেন আমাদের দেশের ছাত্ররা ম্যাথ অলিম্পিয়াডে পদক পায় আর কেন আমেরিকান ছাত্রছাত্রীরা সুযোগ থাকা স্বঙ্কেÄও স্কুল ড্রপ করে, আবার কেন ভারতে লাখ লাখ আইটি গাই থাকলেও স্টিভ জব বা বিল গেটসদের মতন লিডারদের সংখ্যা এত কম।

    নিনাদির ব্যক্তিগত অভিজ্ঞতা জানার অপেক্ষায় রইলাম। আর নিনাদি, পেরেন্টিং গাইডেন্স আমেরিকাতে তো প্রচুর ভালো পাওয়া যায়। ভারতে পাওয়া যায় না।
  • aka | 168.26.215.13 | ২৭ জুলাই ২০১১ ২২:১৩478042
  • উ: বিটুইন আর উইদিন এ গুলিয়ে গেছে।

    আমার লেখার উদ্দেশ্য ছিল সেদিন অমিত বলেছিল ভারতের স্কুলিং ভালো সেই নিয়ে। মানে আমেরিকার স্কুলিং এবং ভারতের স্কুলিংয়ের তুলনা। ভারতের ব্যপারটা মোটামুটি সবাই জানি তাই নতুন করে লেখার নেই। ভারতে পুরোটা অ্যাডহক। কোন এক কপিল সিব্বল, কোন এক ব্রাত্য বসু কোনদিন সকালে উঠে কি মনে করবেন সেই অনুযায়ী কিছু একটা হবে। নইলে সেই মান্ধাতার আমলের সিলেবাস, সেই মান্ধাতার আমলের প্রসেস, সেই একই স্কুলঘর, একই টিনের চালা, একই গরম, একই নোংরা হিসু-হাগু খানা।

    আমেরিকার স্কুল ও স্কুলিং সিস্টেম যেকোন দিন অ্যাট ইটস ওয়ার্স্ট ফর্ম ভারতের স্কুল ও স্কুলিং সিস্টেমের থেকে ভালো। ন্যাড়াদা যে সংখ্যাগুলো দিয়েছে ভারতে সেই সংখ্যাগুলো পাওয়াই যাবে কিনা সন্দেহ আছে। তাই আপেল আর ফাইয়ে (মানে নাল সেটে) তুলনা হয় না। :)) ন্যাড়াদা নিশ্চয়ই বুঝেছে কি বলতে চাইছি।
  • Nina | 12.149.39.84 | ২৭ জুলাই ২০১১ ২২:২১478043
  • রিমি, ঐ পেরেন্টিং গাইডেন্সটা আমরা, অর্থাৎ Indian বিশেষকরে বাঙালী পেরেন্টসরা কতটা ফলো করি সেটাই বলব আমি---একটু সময় করে গুছিয়ে---আমার বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে আমার অভিজ্ঞতাটা হয়তো অন্যদের কাজে লাগবে---আমাদের ভুলগুলো তাই দেখাতে চাই---
  • amit | 128.103.93.206 | ২৭ জুলাই ২০১১ ২২:২৮478044
  • আকা দা,
    আমেরিকার স্কুল সিস্টেম নিয়ে লেখার জন্য ধন্যযোগ। এটা ঠিক যে ভারতে শিক্ষা ক্ষেত্রে কি করা উচিত বা নয় সেটা শিক্ষা ক্ষেত্রে যারা আছেন তাদের মতামত নিয়ে করা হয় না।রাজনীতিক রা ঠিক করেন, সেটা আমাদের দুর্ভাগ্য। দুর্ভাগ্য ই বা বলি কি করে, আমরা তো সেগুলো মেনেও নি চুপচাপ। রাজনীতিক রা হাভার্ড ফেরত বা কলেজে শিক্ষকতা করেন/করতেন যাই হোক না কেন, তাতে মোদ্দা ব্যাপারটা পাল্টায় না। ইংরাজী শেখাব, না তুলে দেব, পাশ ফেল রাখব না তুলে দেব, এগুলো তারাই ঠিক করেন। প্রতিষ্ঠিত শিক্ষাবিদদের একটা কমিটি গড়ে বিভিন্ন ক্ষেত্র থেকে মতামত নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয় না। এটা খুব চাপের ব্যাপার।

    এটা কমন, যে কেউ উত্তর দিতে পারেন:

    কিছুকাল আগে যে ওবামা চিন্তায় পড়েছিলেন, ভারত আর চীনের ছাত্রদের কাছে আমেরিকানরা পিছিয়ে পড়তে চলেছে (বোধহয় ম্যাথস এর ব্যাপারে) সেটা কি ভুল খবর ছিল। আর 60 minutes এর সেই এপিসোড যাতে আইআইটি গুলোকে ব্যাপক প্রশংসা করা হয়েছিল সেটা কি বিশ্বাস যোগ্য নয়? যদিও নারায়নমূর্তি এখন উল্টো গাইছেন।
  • rimi | 168.26.215.135 | ২৭ জুলাই ২০১১ ২২:৪২478047
  • নিনাদি, ঠিকই বুঝেছ, তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের অনেক বেশি কাজে লাগবে। পাতার পর পাতা স্ট্যাটিসটিক্স আর থিওরি আর গুগুলের লিংকের থেকে অনেক বেশি সহজবোধ্য ব্যক্তিগত অভিজ্ঞতা, অনেক বেশি এফেক্টিভ। তুমি লিখে ফেল।
  • nyara | 122.172.168.97 | ২৮ জুলাই ২০১১ ০২:২১478048
  • অ্যামেরিকান স্কুল সিস্টেমের সঙ্গে ভারতের কোন তুলনাই চলে না, আমি সেই দিকে যাচ্ছিও না। অপশন থাকলে, এনি ডে আমি আমার মেয়েদের চোখ বুজে অ্যামেরিকান স্কুল সিস্টেমে পাঠাব।

    আমার বক্তব্য, তুমি যত রোজি পিকচার আঁকছ ব্যাপার অত হাংকি-ডোরি নয়। তুমি তোমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যে স্কুল দেখছ সেরকম হয়তো প্রচুর আছে, কিন্তু সেটা রেপ্রেজেন্টেটিভ নাও হতে পারে।

    নীনাদির কহানী হোক।
  • aka | 24.42.203.194 | ২৮ জুলাই ২০১১ ০৫:৩৩478049
  • ন্যাড়াদা এই রোজি পিকচারটা ভারতের রেসপেক্টে। সে ঘাপলা কিছু কিছু তো এদিক ওদিক থেকে বেরিয়ে আসে। আটলান্টার স্কুলে টেস্ট স্কোরে ঘাপলা করত কদিন আগেই খবরে এসেছে। স্ক্যাণ্ডানেভিয়ান দেশ বা কানাডার রেসপেক্টে স্কুল সিস্টেম কেমন তাও জানি না। এমন একটা মিথ চালু আছে যে ভারতের স্কুল সিস্টেম, সিলেবাস আমেরিকার থেকে ভালো আর সেটা বেড়েছে ওবামার চীন ও ভারতের ছেলেদের নিয়ে ভাষণের পরে। আমার পুরো লেখাটাই ভারতের সাথে তুলনা করার জন্য।
  • pi | 128.231.22.99 | ২৮ জুলাই ২০১১ ০৫:৪৬478050
  • হ্যাঁ, ওবামার ঐ লেকচারটা নিয়ে জানতে চাইছিলুম।
    পুরোটাই মিথ ?
    http://www.deccanherald.com/content/3877/us-students-competitive-disadvantage-indian.html

    আমি কিন্তু দেশের পাতি পাবলিকের শিক্ষা ব্যবস্থার কথা বলছিনা। সে যে ঝুলস্য ঝুল তাই নিয়ে কোন সন্দেহ নাই।
    কিন্তু দেশে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আজ যে শিক্ষা পান , সেটা নিয়ে একটা তুলনা চাইছিলাম।
    দেশের সিস্টেম নিয়ে তো একটা বড় অভিযোগ, চাপ।
    আম্রিগার ভালো পাব্লিক কি প্রাইভেট বা ম্যাগনেটে প্রাইমারী-সেকেন্ডারী তে সেটা নেই ?

    আর অন্য দেশের তুলনায় ( ভারতের কথা জানিনা, এই স্টাডিতে ভারত অন্তর্ভুক্তই নয় মনে হয়), আম্রিগার অবস্থা তো ভাল নয় :
    Education achievement in the U.S. has fallen to the middle of the pack among developed nations, according to the 2009 Program for International Student Assessment (PISA) report, which ranked the knowledge of 15-year-olds in 70 countries. The U.S. ranked 14th in reading, 17th in science, and 25th in mathematics

    http://www.usnews.com/education/blogs/high-school-notes/2011/05/25/us-can-learn-from-other-countries-education-systems

  • bit | 108.194.169.197 | ২৮ জুলাই ২০১১ ০৯:৪০478051
  • ভারতের শিক্ষা ব্যবস্থা, ভারতের অর্থনীতির প্রতিচ্ছবি ।
    এতে ঝুল বা ভালর ব্যাপার নেই। চাকরির সংখ্যা , ভ্যারাইটি কম, কম্পীটিশন বেশী। ভাল ডাক্তারি বা ইনজিনিয়রিঙ সিট লটারি সম দূর্লভ।
    ছাত্রদের স্লগ করা ছাড়া উপাই নেই। এক্সট্রা-কারিকুলার স্পেস কাটিয়ে ম্যাথ টিউশনে দৌড়নো তাই বাজারের দাবী - অন্যরকম করলেই বিপদ।
  • rimi | 24.42.203.194 | ২৮ জুলাই ২০১১ ১৮:০৯478052
  • স্কুল ছাড়াও শিক্ষার আরো অনেক দিক আছে। আশেপাশে একটু চোখ কান খোলা রাখলে ইস্কুলের বইএর বাইরেও অনেক কিছু শেখা যায়। আমেরিকায় সেই সুযোগ অনেক বেশি।
    এই যেমন ধরো, এই গ্রীষ্মে বাড়িতে কিছু শুয়োপোকা পুষলাম। ধরতে হয় নি, দোকানে লার্ভা কিনতে পাওয়া গেল। সেই একই দোকানে ব্যাঙাচি, বিভিন্ন ধরণের গুবরে পোকা থেকে শুরু করে মাকড়সার ডিম বা লার্ভা কিনতে পাওয়া যায়। পোকা পোষার শখ আমার ছোটোবেলার। কিন্তু চিরকাল এসব করতে গেলেই বকুনি খেয়েছি। এমনকি আকাও কম বকুনি দেয় নি। কিন্তু এ হল আমেরিকা, কাϾট্র অব ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। দেখিয়ে দিলাম নানা ওয়েবসাইট খুলে, শিক্ষার জন্যে পোকা পোষা কেন জরুরী। ব্যস, আকা স্পিকটি নট। :-)) আগামী বছর আমরা ব্যাং পুষব, ঠিক করেছি।
    শুধু দোকানই নয়, আমরা যেখানে থাকি, তার চারপাশে এমনিতেই কত যে রকমারি পোকামাকড়, বা প্রাণী দেখা যায় তা বলার নয়। বাড়ির পিছনে আছে এক জলা জায়গা, সেখান থেকে গরমকালের সন্ধ্যেবেলায় ভেড়ার ডাক শোনা যায়। অথচ কাউকে দেখা যায় না। ইন্টারনেটে তদন্ত করতেই জানতে পারলাম এক ধরণের ব্যাং আছে, শিপ ফ্রগ, তারা অম্নি করে ডাকে। সাধারণত তারা টেক্সাসের বাসিন্দা, কি করে জে জর্জিয়াতে চলে এসেছে সে আরেক রহস্য।
    যেখান দিয়ে সাঁতার কাটতে যাই, সেই রাস্তায় একদিন দেখি অদ্ভুত এক বিরাট লাল পিঁপড়ে। বিরাট মানে বোলতার সাইজ, আর তার চামড়াটা মনে হচ্ছিল ভেলভেট দিয়ে বানানো, উঙ্কÄল লাল। ডানা নেই। এটা কি পোকা? জানার আগ্রহে ইনসেক্টের উপরে একটা বই কিনে এনে জ্ঞান লাভ করলাম - এটা আসলে পিঁপড়ে নয়, বোলতারই কাজিন। রেড ভেলভেট অ্যান্ট নাম, আর আরেকটা নাম কাউ কিলার। এদের নাকি এমন বিষ যে একটা গরুও মরে যেতে পারে!!! সাম্পানের এমন ইন্টারেস্ট হল এই ঘটনায় যে সে নিজে নিজেই ইন্সেক্টের বইখানা পড়ে ফেলল।
    একেবারে হাতে নিয়ে চিনেছি সিকাডা, জাপানিজ বিটল, আর লেডিবাগ। চারপাশে নানা গাছপালা - সেসবের পরিচয়ও এভাবেই পাওয়া। দুদিন আগেই কিনে এনেছি পিচার প্ল্যান্টের বীজ। সেটা থেকে গাছ বেরোলে দেখতে পাব কেমন করে গাছ মাংস খায়!!

    এভাবে শেখার যে আনন্দ, তার কিছুই পাওয়া যায় না স্কুল সেটিংএ, বিশেষ করে ভারতে, সেখানে পরীক্ষা, পড়া ধরা ইত্যাদি নানা ভয় উঁকি ঝুঁকি মারে। এমনকি এক্সপেরিমেন্ট করে শেখানোতেও এমন চাপ, আর এমন রিজিডিটি যে সবই থাকে, শুধু আনন্দটুকু ছাড়া।

    অবশ্য এই আনন্দ পাওয়ার সঙ্গে ভবিষ্যতে ভালো কেরিয়ার হবার কি সম্পর্ক তা বলতে পারব না। হয়ত কোনো সম্পর্ক নেই।
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ১৮:২৭478053
  • হ্যাঁ, হ্যাঁ, এসব আমারো খুব পছন্দের জিনিস।
    কিন্তু দেশে করলেই বা আটকাচ্ছে কে ?
    ইন্ডিয়া 'কাϾট্র অব ফ্যাক্ট অ্যান্ড ফিগারস' নয় বলে কি ওয়েবসাইট খুলে দেখিয়ে দিয়ে আকাদার বকুনি থামানো যেত না ? :)
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ১৮:৩২478054
  • পোকামাকড় গাছপালা নিয়ে বিস্তর উৎসাহ কিন্তু আমার ইন্ডিয়ার ইস্কুলের এক দিদিমণিও জুগিয়ে যেতেন।
    পিচার প্ল্যান্ট হয়ত দোকান থেকে কিনতে পাওয়া যেত না, কিন্তু আশেপাশে যা পাওয়া যেত, অনেক কিছুই নিয়ে যেতাম তো ! ঐ সেই বইয়ে পড়া নানারকমের পাতাপত্তর, সব রকমের স্যাম্‌প্‌ল ঘুরে ঘুরে জোগাড় করেছিলাম। কিনে না। আদাড়ে বাদাড়ে ঘুরে।
  • mita | 64.191.211.55 | ২৮ জুলাই ২০১১ ১৮:৪৬478056
  • রিমি, তোর পোকার কথায় মনে পড়লো, আমার ছেলে যখন ক্লাস ফাইভে তখন দুটো fire bellied toad পুষেছিল। তারা বছর চারেক ভালই ছিল, আরো হয়তো বেশ কিছু বছর বাঁচতো, কিন্তু একজন cleaning lady ভুল করে ঘরে ক্লোরোক্স স্প্রে করাতে মরে গ্যালো।
  • dukhe | 122.160.114.85 | ২৮ জুলাই ২০১১ ১৮:৪৬478055
  • চাপ ? দেশে ? শুনেছি সাউথ পয়েন্টের মায়েরা নাকি ক্লাস টু এর হাফইয়ার্লি পরীক্ষার আগে দোকান থেকে দশ বছরের প্রশ্ন কিনে তৈরি করান । এঁদের হাত থেকে কোন সিস্টেম বাঁচাতে পারবে ?
    আমাদের সময় তো মাধ্যমিকের একটা চটি সিলেবাস ছিল । হ্যাঁ, চাপ ছিল উচ্চমাধ্যমিকে ।
    এখন কি সিলেবাস খুব বেড়ে গেছে ? লোকে হাবুডুবু ? তাহলে নম্বর এত বেশি ওঠে কী করে ?
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ১৮:৫৮478058
  • এই পরীক্ষা উঠে যাওয়াতে এইসব বাবা-মা রা এবার কী করবেন ? :)

    তবে, আমাদের দেশে যেখানে ছাত্র/শিক্ষক অনুপাত এত খারাপ, সেখানে এইট অব্দি পরীক্ষা তুলে দিলে কোন অ্যাসেসমেন্ট হবে কীকরে ?

    আর, এটা তো বোধহয় খালি প:বঙ্গ বোর্ডের জন্য উঠলো। এখন তো অন্য বোর্ডে ভীড় বাড়বে। আর প:বঙ্গ বোর্ডের সব স্কুলের জন্যই কি এটা প্রযোজ্য ? প্রাইভেট স্কুলগুলোতেও ?
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ১৯:০২478059
  • রিমিদি সাম্পানের সাথে যেগুলো করো বল্লে, খুব ই ভালো। কিন্তু দেশে থাকলে কি করতে পারতে না ? নিজে এভাবে শেখাতে পারতে না ? নানাপ্রকারের পোকামাকড়, গাছপালা, তাদের নিয়ে বইপত্তর তো দেশেও কম নেই। আর বই যদি এত নাও থাকে , ওয়েবসাইটের অ্যাভেলেবেলিটি আর অ্যাকসেসিবিলিটি তো আছেই !
  • dukhe | 122.160.114.85 | ২৮ জুলাই ২০১১ ১৯:১৮478060
  • পরীক্ষা কি সত্যিই উঠে গেল নাকি ? ব্রাত্য যে কদিন আগে বলল সিদ্ধান্ত কিছু হয়নি, কমিটি ভেবেচিন্তে দেখবে ।
    সিবিএসই তো বোর্ডের পরীক্ষায় অপশনাল করে দিয়েছে । তাতে কি আর ভিড় কমবে ?
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ১৯:৩০478061
  • দেশে থাকলে 'বিবেকানন্দের সংস্পর্শে আসিয়া নিবেদিতার মনে কি ভাবের উদয় হয়েছিল' এই মাগাতে হবে না। সময় নাই। দিনে পাঁচ ছ টা ক্লাস, তার হোমওয়ার্ক, মাগানো, এর সাথে পিয়ার প্রেসার। দেশে পড়াশুনোর নামে পাগলামো চলছে অন্তত শহুরে বা আধা শহুরে এই স্কুলগুলোতে। ছেলেমেয়েদের নিজের ইচ্ছেমতন খেলার, গান করার, গল্প করার সময় নেই। আমার বোনের সময়েই দেখেছিলাম পিঠে বালির বস্তা নিয়ে ঘুরতে হয়। উফ ভাবলেই টেনশন হয়।
  • santanu | 95.141.130.90 | ২৮ জুলাই ২০১১ ১৯:৩৭478062
  • রিমি দেশে থাকলেও করতে পারত আর আমি আম্রিকাতে থাকলে ও করতাম না। এই ফারাক।
  • rimi | 168.26.215.135 | ২৮ জুলাই ২০১১ ১৯:৪৩478063
  • না, দেশে থাকলে একেবারেই করতে পারতাম না।

    ১। চাকরি করে, যাতায়াত করে আর সংসারের অন্যান্য দায়িত্ব পালন করে খুব বেশি সময় থাকত না। এনার্জিও না।

    ২। আদাড় পাদাড় কোথায় এখন? আমার ছোটোবেলায় যে টুকু মাঠ ঘাট ছিল তার একটাও নেই এখন। সব জায়্‌গায় বাড়ি বা ফ্ল্যাট উঠে গেছে। আমাদের মফস্বলেই বাচ্চাদের খেলার মতন মাঠ নেই কোনো।

    ৩। যেটুকু সময় ছেলের সঙ্গে কাটাতে পারতাম সেটুকু সময় স্কুলের পড়া আর হোমটাস্কেই দিতে হত। নয়ত ক্লাসে টিচারের বকুনি আর শাস্তি অন্য ধরণের মানসিক সমস্যা তৈরী করত। আমার ছোটোবেলায় তো গরমের ছুটি বা পূজোর ছুটিতেও হাতের লেখা বা ঐ ধরনের বিচ্ছিরি সব কাজ পিছনে সর্বদা আঠার মতন লেগে থাকত!

    ৪। আত্মীয় স্বজনের প্রবল সামাজিকতার চাপে উইকেন্ডটুকুও আমার নিজস্ব থাকত না। :-(

  • rpn | 112.133.206.22 | ২৮ জুলাই ২০১১ ১৯:৪৬478065
  • এইটা আকা মাঝে মাঝেই কোট করে। "বিবেকানন্দের সংস্পর্শে আসিয়া নিবেদিতার মনে কী ভাবের উদয় হইয়াছিল'। এইটা কি মিশনের স্কুল স্পেসিফিক ঘটনা?
  • rimi | 168.26.215.135 | ২৮ জুলাই ২০১১ ১৯:৪৬478064
  • পাই, দেশে বই আছে, ওয়েবসাইটও আছে, কিন্তু নিজের চোখে দেখার মতন পোকামাকড় নেই, কারণ তাদের থাকার জায়গাগুলোতে এখন মানুষ থাকছে।
  • byaang | 122.172.229.74 | ২৮ জুলাই ২০১১ ১৯:৫০478066
  • রিমি একদম আমার মুখের কথাগুলো কেড়ে নিয়ে লিখে দিচ্ছিস, একটু বাদে এসে লিখছি দাঁড়া।
    এখন ছেলের জন্য অঙ্কের প্রশ্নপত্র বানাচ্ছি, ঐ দুখে যেমন বললেন ঠিক সেটাই করছি আগের তিনটে প্রশ্নপত্র জোগাড় করে সেই দেখে সেই প্যাটার্ন অনুযায়ী বানাচ্ছি। কাল একসঙ্গে দুটো পরীক্ষা ইংলিশ লিটরেচার আর অঙ্ক পরীক্ষা।
    আমার কিছুদিন আগে কী ভীষন মনখারাপ হল আর অপরাধবোধ জাগল সেটা লিখছি একটু পরে।
  • rpn | 112.133.206.22 | ২৮ জুলাই ২০১১ ১৯:৫২478067
  • উফ্‌ফ, এই বাঙালী মায়েরা। এরা পারেও। জেনারেশনের পরে জেনারেশন ধরে। :(
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ১৯:৫৩478069
  • এইটা আমার কাছে একটা বেঞ্চমার্ক। তাই বারবার কোট করি।

    প্রশ্নটা মিশন স্পেসিফিক। কিন্তু প্রশ্নের ধরণ নয়। এই প্রশ্নটা কেজি২ তে জিগ্যেস করেছিল। প্রায় সবকিছুই এই ফ্রেমওয়ার্কে ফেলে দেওয়া যায়

    ১। প্রশ্নটি বয়সের উপযোগী নয়।

    ২। এর একটি স্পেসিফিক উত্তর ছিল সেটাই মাগিয়ে সেটাই লিখতে হবে নইলে গোল্লা।

    ৩। কোনরকম কারিকুলাম না ফলো করে অ্যাডহক হঠাৎ কোন উন্নত মস্তিষ্কের কারুর কিছু মনে হল সেটা ছোট ছোট বাচ্ছাদের ওপর চাপিয়ে দাও।

    ৪। রট রট এবং রট।

    ইত্যাদি সমস্ত কিছুর প্রতীক আমার কাছে ঐ প্রশ্ন। দেশীয় শিক্ষার বেঞ্চমার্ক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন