এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৩৫৯৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 117.194.96.31 | ২৪ জুলাই ২০১১ ১১:০০478003
  • PT দা, bb লেখায় পড়লাম আপনার একটা সুখবর আছে। আমদের সঙ্গে শেয়ার করলে আমরাও সেই আনন্দ ভাগ করে নিতে পারতাম।
  • Bratin | 117.194.96.31 | ২৪ জুলাই ২০১১ ১১:১৩478004
  • PT দা, বেলুড় বিদ্যামন্দিরের কেমেষ্ট্রি ডিপ বরাবরের ভালো।আমাদের বাড়ির দুজন ঐ ডিপের। ছোটকাকা বিদ্যামন্দির, রাজাবাজার হয়ে ONGC তে খুব উঁচু পদে আছে। আমার মেজদা ( জেঠুর ছেলে) বিদ্যামন্দির,রাজাবাজার,মুম্বাই IIT হয়ে বাইরে পোস্ট ডক করে এখন হায়দ্রাবাদ সে¾ট্রাল ইউনি তে পড়ায়।

    বেশ কিছু প্রবাদপ্রতিম অধ্যাপক কে আমরা পেয়েছি। MC ( মৃনাল চক্রাবর্তী) খুব সুন্দর পড়াতেন । আমার মতো রসায়ন ভীতু ছেলের মনেও বিষয়ের প্রতি একটা ভালোবাস জন্মাতে পেরেছিলেন। জৈব রসায়ন পড়াতেন TKD। সিনিয়ার রা বলতো ওনার নাকি 'ফিনার' কন্ঠস্ত।মুরারী বাবু (ML)পড়াতেন Physical । ওনার বৈশিষ্ট্য ছিল জানলা দিয়ে বাইরে তাকিয়ে পড়াতেন। এছাড়া ছিলেন অতনু বাবু (ABh)। মনে হত রসায়নের গল্প শুনছি।আমাদের ১১-১২ এ সব স্যার ক্লাশ নিতেন না। তবে যাঁদের পেয়েছি তাদের কথা বললাম।
  • pi | 72.83.102.200 | ২৭ জুলাই ২০১১ ০৪:৩১478005
  • eTaakeehal !

    http://www.anandabazar.in/26raj10.html


    বৈঠকে অর্থমন্ত্রীই জানিয়ে দিয়েছেন, আর ভর্তুকি নয়। এ বার নিজেদের পথ নিজেদেরই খুঁজে নিতে হবে। পরে পরিবহণ-সচিব বলেন, “অর্থমন্ত্রী বৈঠকে ভর্তুকি বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। পাঁচটি পরিবহণ নিগমকে বলা হয়েছে, ভর্তুকি ছাড়াই তাদের চলতে হবে। কী ভাবে চলবে, তা তাদেরই ঠিক করতে হবে। রাজ্য সরকার আর কোনও টাকা দিতে পারবে না।”
  • pi | 72.83.102.200 | ২৭ জুলাই ২০১১ ০৪:৪৯478006
  • এত্ত এত্ত যাত্রী হওয়া সঙ্কেÄও রুগ্ন দশাই বা কেন ?
  • aka | 24.42.203.194 | ২৭ জুলাই ২০১১ ০৬:৫৯478007
  • আমেরিকার স্কুলের শিক্ষা পদ্ধতি নিয়ে লিখব বলেছিলাম। বেশিটাই পুত্রের জন্য খবরা খবর নিতে নিতে তৈরি, কিছুটা দেখে, কিছুটা কর্মসূত্রে, আর বাকিটা শুনে বা পড়ে তৈরি।

    সিস্টেম - প্রতিটি পাড়ায় পাব্লিক স্কুল আছে। সেখানে পড়তে কোন পয়সা লাগে না। প্রতিটি পাব্লিক স্কুল ফেডারাল ফাণ্ডিং পায় কিন্তু তার জন্য তাদের এনসিওর করতে হয় স্কুলের ছাত্ররা স্টেট ওয়াইড পরীক্ষায় ঠিকঠাক করছে। যদি স্কোর ভালো না হয় তাহলে ফেডারাল ফাণ্ডিং পেতে অসুবিধা হয়। এটা হল 'নো চাইল্ড লেফট বিহাইন্ড' অ্যাক্ট। এতে করে যে স্কুলে ফার্স্ট জেনারেশন স্কুল গোয়ার বেশি বা একটু পিছিয়ে পড়া ছাত্র বেশি সেখানে স্টেট পরীক্ষায় ভালো করতে স্কুলকে খুব সহজ জিনিষও অনেক যত্ন নিয়ে শেখাতে হয়। সেক্ষেত্রে একটু অ্যাডভান্সড ছাত্রদের অসুবিধা হয়। তাই বাবা মা এরকম স্কুলে ছেলেমেয়েদের দিতে চান না। আর তত বেশি মানের পার্থক্য হয়। তাছাড়াও এখানে যেকোন প্রতিষ্ঠানের মতন স্কুলেও ফাণ্ড রেইজারের মাধ্যমে টাকা তোলা একটা বড় ব্যপার। ইকোয়েশনটা এমন ভালো নেইবারহুড, এস্টাবলিশড বাবা মা, ফাণ্ড রেইজারের চান্স বেশি। অতএব প্রোগ্রামও অনেক বেশি। সেটাও ডিফারেন্স তৈরি করে। নেবারহুড থেকে নেবারহুডে স্কুলে ডিফারেন্স আছে, ভালই। কিন্তু যেহেতু ভারতের সাথে তুলনা হচ্ছে তাই বলি আমার নিজের মনে হয় ডিফারেন্সটা বাগবাজার মাল্টিপারপস আর মালতিবালা বালিকা বিদ্যালয়ের মতন নয়।

    এছাড়াও পাব্লিক ম্যাগনেট স্কুল আছে সেখানে যেতে হলে কোন পাড়ায় থাকলেন তা ইম্পর্ট্যান্ট নয়। সেখানে পড়াশোনার মান বেশ উঁচু। সেখানে ঢুকতে হলে পরীক্ষা দিতে হয়, ওয়েটিং লিস্টের লাইনে দাঁড়াতে হয়। আমার পুত্রের ২ বছর বয়সে একটি ম্যাগনেট স্কুলে এনরোল করা হয়েছিল। এখন তার বয়স ৬ এখনও ওয়েটিং লিস্ট ৫০ এর ঘরে। তো সেই স্কুলে ঢুকতে এখনও বছর পাঁচেক সময় লাগবে। ব্যক্তিগত ভাবে আমি এই চাপের পড়াশুনোয় একেবারেই বিশ্বাসী নই, কিন্তু সুবিধা হল নিজের ইচ্ছেমতন জায়গায় থাকা যায়। আমাদের আপাতত সেই উপায় নেই।

    এছাড়া প্রচূর দামী (বছরে ১০ হাজার ডলার) প্রাইভেট স্কুল আছে। তো সেখান্‌কার প্রোডাক্ট কলেজে এসে লগারিদমের পরীক্ষায় গোল্লা পেয়েছে। দেখলাম বেসিক লগারিদম গুন, ভাগ, ইকোয়েশন সলভ করতে পারে না। ১ লাখ ডলারের রেজাল্ট এই দেখে খুব হতাশ হয়েছি।

    জর্জিয়া স্টেট থেকে কয়েক বছর আগে এক্টা স্টাডি করেছিল তাতে দেখা গেছে ছাত্র পাব্লিক না প্রাইভেট কোন স্কুল থেকে পড়ছে তার সাথে কলেজ এডুকেশনের রেজাল্টের কোন কোরিলেশন নেই।

  • aka | 24.42.203.194 | ২৭ জুলাই ২০১১ ০৭:১১478009
  • সিলেবাস - প্রায় সব স্কুলেই একই রকম, কিন্তু এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটি এক একটা স্কুলে এক এক রকম। খেলাধুলোর সুবিধা এক এক রকম।

    এই লিংকটা দেখুন।

    http://www.greatschools.org/school-comparison-tool/programsExtracurriculars.page?schools=GA1446%2CGA1448&source=%2Fsearch%2FnearbySearch.page%3Fdistance%3D10%26zipCode%3D31909%26redirectUrl%3D%252F%26gradeLevels%3De%26st%3Dpublic%26st%3Dcharter%26st%3Dprivate%26sortBy%3DDISTANCE

    বাঁদিকের স্কুলটির রেটিং ভালো কিন্তু ডানদিকের স্কুলটির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা খেলাধুলো বেটার।

    এছাড়াও টেস্ট স্কোর, টীচার স্টুডেন্ট রেশিও ইত্যাদিও দেখতে হয়।

    ক্লাস রুমের কথা বলার মানে নেই। ধনী দেশে যেমন হওয়া উচিত ঠিক তেমনই। তাই নিয়ে ভারত আর আম্রিগার তুলনাও ঠিক না, আপেল আর কমলালেবু। তাই ওটা বাদ দিলাম।
  • aka | 24.42.203.194 | ২৭ জুলাই ২০১১ ০৭:১৮478010
  • শিক্ষা পদ্ধতি - ছেলেদের নোট, কয়েন ইত্যাদি শেখানোর জন্য। সত্যি ডলার, কোয়ার্টার, ডাইম, পেনি দিয়ে কেনাবেচা খেলিয়েছে। এতে করে এক তো এগুলো শিখেছে, দুই মুখে মুখে অনেক যোগ করতে শিখেছে।

    হাতের লেখা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, কিছুই লিখতে পারত না, মানে খুব বাজে লিখত, উল্টো লিখত ইত্যাদি। পড়ে ও শুনে দেখলাম এখানে হাতের লেখা নিয়ে চিন্তা করে না। এদের মতে ওটা মোটর স্কিল, একটু বড় হলে কোনরকম ডিসেবিলিটি না থাকলে আপনি ঠিক হয়ে যাবে।

    রিডিং বাডি গ্রুপ তৈরি করে বই পড়াত, উঁচু ক্লাসের ছেলে মেয়েদের দিয়ে মেন্টরিং করাত।

    তা ছেলের প্রিকে স্কুলিংয়ে কি পড়ছে না পড়ছে, কি শিখল না শিখল কিছুই মাথা ঘামাই নি কিন্তু দিব্যি অনেক কিছু শিখেছে। তার অনেকটা ক্রেডিট তার মায়ের কিন্তু সে বেশিরাভাগই রোজকার পড়াশোনার বাইরের জিনিষ পত্তর। স্কুলের জিনিষ নিয়ে আমরা কেউই খুব বেশি মাথা ঘামাই নি। অন্তত আমাদের কাউন্টার পার্ট যারা ভারতে আছে তাদের তুলনায় ছাত্তর ও তার বাবা মার চাপ অনেক কম কিন্তু আউটপুট বেশি।
  • aka | 24.42.203.194 | ২৭ জুলাই ২০১১ ০৭:২৬478011
  • কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট - অন্যান্য প্রতিটা জিনিষের মতনই শিক্ষা নিয়েও আমেরিকানদের চিন্তা ভাবনা প্রচূর। পণ্ডিত লোকজনরা সব সময় চিন্তা ভাবনা, রিস্‌সচর করে চলেছে কি করলে আরও ইমপ্রুভমেন্ট সম্ভব। আজ ইচ্ছা হল ইংরিজি তুলে দিলাম, কাল ইচ্ছে হল এইট অবধি পরীক্ষা তুলে দিলাম এসব তুঘলকীয় কাণ্ড কারখানা এখানে হয় না। যা হয় তার পিছনে বেশ কিছু লোকের সুচিন্তিত রিসার্চ থাকে। এই নিয়ে পলিটিক্সের দুই তরফের লোকও খুব বেশি বাক বিতন্ডা করে না। নলেজ ইকনমিতে শিক্ষার ভূমিকা এরা সবাই বোঝে।

    এছাড়াও বাবা মা স্কুলে নিজে থেকে ভলান্টিয়ার করে। যেমন জর্জিয়া টেকের দুই প্রফেসর নিজের ছেলেমেয়েদের স্কুলে কম্পিউটার প্রোগ্রামিং ইত্যাদি শেখান।

    স্থানীয় ইউনিভার্সিটি স্কুলের উন্নতির জন্য চেষ্টা করে। ইউনিভার্সিটি এবং স্কুলের প্রতিনিয়ত কোলাবরেশন হয়। ইউনিভার্সিটির ফাণ্ডিংয়ের একটা অংশ এর ওপরে ডিপেন্ড করে।

    এইসব আর কি? ভারতের স্কুল শিক্ষার সাথে এই ব্যবস্থার তুলনাটার কোন মানে হয় না। আর ভারতে প্রাইভেট স্কুল গুলোতে এখন যা চলছে তাকে এক কথায় পাগলামী বলে।
  • aka | 24.42.203.194 | ২৭ জুলাই ২০১১ ০৭:৩২478013
  • আর উচ্চশিক্ষা নিয়ে তুলনার কোন মানেই নেই। অনেক কথাই লেখা যায়, কিন্তু সেসব কথা চর্বিত চর্বণ হবে।

    আমেরিকার ছাত্রদের সমস্যা অন্য জায়গায়। পারিবারিক সমস্যা, মোটিভেশনের অভাব, সহজে চাকরি পাওয়া, আর ইন জেনারাল পড়াশুনো না করলে সামাজিক প্রতিষ্ঠা পাওয়া যাবে না এই চাপটা না থাকায় অনেকেই বেশিদুর পড়াশুনো করে না, বা সিরিয়াসলি করে না। উল্টো দিকে যারা এসব কাটিয়ে গ্র্যাজুয়েট স্টাডিজে যায় তারা সত্যিই ভালো।
  • santanu | 91.226.168.2 | ২৭ জুলাই ২০১১ ০৮:০৬478014
  • পাইকে - এত্ত এত্ত যাত্রী, তার সাথে এত্ত এত্ত স্টাফ (যাদের কাজ না করার ইরাদা পাক্কা) - তাই লস। আর অর্থমন্ত্রী বলেছেন ভর্তুকী নয়, ভাড়া বাড়ানো নয়, স্টাফ কমানো নয়, বাড়তি জমিতে হাউসিং নয় - এবার খোঁজ ব্যাটা পথ। পথ খুঁজে পেলে তাকে নোবেল দেওয়া উচিত।

    আকার লেখাটা বেশ ভালো লাগল।
  • pi | 72.83.87.117 | ২৭ জুলাই ২০১১ ০৮:২৫478015
  • এই ম্যাগনেট স্কুলে ওয়েটিং এ ১১০ না ১২০ হয়ে থাকার কারণে আমার এক বন্ধু তো স্টেট ই বদলে ফেলার তড়িঘড়ি করছে !

    এলিমেন্টারি স্কুল সিস্টেম বেটার নাহয় মানলাম, কম চাপেও অনেক কিছু শেখাচ্ছে। কিন্তু তারপর ? চাপ কম?
    এখানকার ভারতীয় মা-বাবাদের কাছ থেকে যা শুনি আর দেখি তাতে তো সেরকম লাগে না। মানে, সেটা দেশের ভালো প্রাইভেট স্কুল সিস্টেমের থেকে কতটা আলাদা ?
    তুমি নিজে যে প্রাথমিক আর মাধ্যমিক শিক্ষা পেয়ে এসেছো ( ইংরাজী বাদ দিয়েই জিগাচ্ছি), তার সাথে তুলনা করলেই বা কীরকম দাঁড়াবে ?

    ম্যাথস, ফিজিক্স অলিম্পিয়াডে তো আমাদের দেশের ছেলেমেয়েরা তো প্রতিবছরই পদক জিতে আসে।

    আমেরিকার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভাল হতে পারে, কিন্তু প্রচণ্ড খরচসাপেক্ষ তো !

    আর গ্র্যাজুয়েট স্টাডিতে কতজন আমেরিকান আর কতজন বাইরের ? তাদের মধ্যে কোয়ালিটির খুব তফাত কি ?
  • pi | 72.83.87.117 | ২৭ জুলাই ২০১১ ০৮:২৭478016
  • শান্তনুদা, কাজ না করার ইরাদা বলতে ?

    এঁরা গাড়ী বের করেন না ? যতগুলো ট্রিপ মারার কথা, সেটা মারেন না ?
  • nyara | 203.110.238.17 | ২৭ জুলাই ২০১১ ০৮:৩১478017
  • আর চার্টার স্কুল? সে সম্বন্ধেও দু পয়সা হোক।

    আকার লেখাটা রামেন্দ্রসুন্দরের রবীন্দ্রপ্রশস্তির মত হয়ে গেছে।
  • aka | 24.42.203.194 | ২৭ জুলাই ২০১১ ০৮:৫২478018
  • ম্যাথ অলিম্পিয়াড কেন? এখন তো শুনি কম্পিউটার অলিম্পিয়াডও হয় সেখানে ক্লাস সিক্সের ছেলেমেয়ে পরীক্ষা দিতে যায়। পদক পেলে খানিক স্ট্যাটাস বাড়ে। বেসিক রিসার্চ আম্রিগায় বেশি হয়। সেটা সিস্টেমের জন্যই।

    রেজাল্ট নিয়ে আমি খুব বেশি কিছু বলতে পারব না। কারণ রেজাল্ট সিস্টেম ছাড়াও পরিবার, সমাজ ইত্যাদির ওপর ডিপেন্ড করে। ডেটা ইত্যাদি না জেনে কিছু কনক্লুড করা উচিত নয়।

    কিন্তু সিস্টেম, প্রসেস ইত্যাদি নিয়ে ভারতের সাথে তুলনার কোন মানে হয় না। আরও একটা অভিজ্ঞতা পুত্রের স্কুলের হেডমাস্টার বলেছিল "আমরা ছেলেমেয়েদের সেই কাজের জন্য তৈরি করছি যা এখনও নেই'। একই বয়সে আমার ভাইঝিকে বছর আটেক আগে লিখতে দিয়েছিল - 'বিবেকানন্দর সংস্পর্শে আসিয়া ভগিনী নিবেদিতার মনে কি ভাবের উদয় হয়েছিল'? বেসিক দৃষ্টিভঙ্গির পার্থক্য।

    তা আমার ভারতীয় চোখে এসব এতই নতুন, অন্যরকম, সাইয়িন্টিফিক যে নিজে যা করে এসেছি সেই অ্যাডহক সিস্টেমের সাথে তুলনাই করে উঠতে পারি না। এই সিস্টেম কি পারফেক্ট? না, খুঁজতে বসলে প্রচূর সমস্যা পাওয়া যাবে। কিন্তু নিজে ভারতে যা দেখে এসেছি, এখন অন্যদের মুখে যা শুনি সেই ম্যাড হাউসের থেকে বাপ মায়ের অন্তত রিলিফ। :)
  • Bratin | 117.194.98.99 | ২৭ জুলাই ২০১১ ০৯:০২478019
  • আকা, তোমার লেখ পড়ে ভালো লাগল। অনেক অজানা তথ্য জানতে পারলাম।

    কিন্তু আমার একটা বেসিক প্রশ্ন । যাঁরা এই রকম শিক্ষা ব্যবস্থা র মধ্যে দিয়ে যান,তাঁদের সাধারণ বুদ্ধি এত কম হয় কেন ? ( অবশ্য কবি বলেছেন :' Common sesnse is a sesnse which is uncommon to common man'। আমার আমেরিকান সাম্প্যল স্পেস অবশ্য মূলত: কাজ করার সূত্রে যে সব আমেরিকান দের সাথে ব্যাটে বলে হয়েছে তাদের ভিত্তি তে। আর software র সাথে যুক্ত জনতা নিশ্চয় ই মানবেন ওদেশের বেশীর ভাগ জনতার এই অবস্থার সুযোগ নিয়েই আমরা 'করে খাচ্ছি'!!
  • Arpan | 112.133.206.18 | ২৭ জুলাই ২০১১ ০৯:০৬478021
  • এটা আবার কী কথা হল! আমরা "করে খাচ্ছি" ১ USD = ৪৫ INR এই সহজ ইকোয়েশনের জন্য। আর বাকিটা ঐতিহাসিক কারণে বহু সংখ্যক মানুষের কিছুটা ইংরেজি বলতে/লিখতে পারার ক্ষমতা।
  • pi | 72.83.87.117 | ২৭ জুলাই ২০১১ ০৯:০৬478020
  • আরেকটা প্রশ্ন ছিল।
    সিলেবাস পুরো এক হলে ভালো পাবলিক, খারাপ পাবলিক, চার্টার, ম্যাগনেট এসবে তফাতটা কীসে হয় ?
    টীচার কোয়ালিটিতে ?

    আর যেটা বল্লে, কলেজে গিয়ে দেখা যাচ্ছে, পাবলিক, প্রাইভেটের প্রোডাক্টে কোন তফাত ই নাই, তাহলে আর স্কুল সিস্টেমের কϾট্রবিউশন কী হইল ? সবই মূলত: তাহলে ইন্ডিভিজ্যুয়াল ব্যাপার ( ইনক্লুডিং ঐ ইন্ডিভিজ্যুয়াল পারিবারিক পরিবেশ ইত্যাদি)?
  • Bratin | 117.194.98.99 | ২৭ জুলাই ২০১১ ০৯:১২478022
  • এটা আসবে জানি। সহজ সস্তা লেবার ইত্যাদি।
    :-))

    আচ্ছ প্রশ্ন টা মডিফ্যাই করছি।

    আমার বক্তব্য এদের জেনের‌্যাল IQ লেভেল এত কম হয় কি করে?

  • pin | 72.83.87.117 | ২৭ জুলাই ২০১১ ০৯:১৫478024
  • নিনাদি, লিখলে না ?
  • til | 165.12.252.211 | ২৭ জুলাই ২০১১ ০৯:৫৪478025
  • আকাবাবুর সঙ্গে একমত (কেন, কি কারণে, কোথায় আবার জিজ্ঞেস করবেন না)। আমি এই সব দেশে জন্মালে কখনও ভারী ভারী পাশ দিয়ে সময় নষ্ট করতাম না! একটা উদা দিই। বেকার থাকাকালীন যে স্বাচ্ছ্বন্দ্যে ছিলাম দেশে মিডল লেভেল ম্যানেজার হয়েও তা ভোগ করতে পারিনি। তো বেকারীত্বের সময় কম পয়সায় চুল কাটতে যেতাম Tech. college এ (= আমাদের দেশের ITI), যারা হেয়ার ড্রেসিং শেখে তাদের লাইভ মডেল! কম পয়সায় আর কি। নাপিত সর্বদেশেই বক বক করে। সেই মেয়েটি বলেছিল কম্প্যুটারে চান্স পেয়েছিল আর হেয়ার ড্রেসিং এ। এটা চার বছরের কোর্স, পয়সা বেশী, অতএব।
    (btw এই দেশের প্রধানমন্ত্রীর পার্টনার (লিভ টুগেদার) হলেন একজন হেয়ার ড্রেসার, কাজও তাই করেন।
    তাছাড়া শিক্ষা উচ্চশিক্ষাও কি IQ বা মেরিট অনুযায়ী হয়? এখানে খুউব ভাল রেজাল্ট করে তো দাঁতের ডাক্তার হতে যায়, পয়সা বেশী।
    ধ্যুস, আন্দাজে, ডানকানা হয়ে কত আর ছড়াবো!
  • nyara | 203.110.238.17 | ২৭ জুলাই ২০১১ ১১:০৪478026
  • ব্রতীন, স্যাম্পল সাইজ না বাড়িয়ে - এদের IQ level এত কম হয় টাইপের ভাট দিও না। আর নইলে কোন স্টাডি দেখাও 'এদের' IQ level 'ওদের' থেকে স্ট্যাটিস্টিকালি কম।

    ডি: আমার ব্যক্তিগতভাবে IQ-এর ওপর বিশেষ ভরসা নেই।
  • nyara | 203.110.238.17 | ২৭ জুলাই ২০১১ ১১:১৩478027
  • আকা যা বলল, তার উল্টো দিকটা হয় আকা দেখেনি (আমিও দেখিনি) অথবা শোনেনি। ইনার সিটি স্কুল সিস্টেম। স্কুল ডিস্ট্রিক্টে ভাগ করার মুশকিল হল পাড়ার ডেমোগ্রাফির ওপর স্কুলের পারফর্মেন্স নির্ভরশীল।

    দ্বিতীয়ত: যে সব ভাল ভাল টিচিং মেথডের কথা আকা বলল সেগুলো শুধু দৃষ্টিভঙ্গির ওপর ডিপেন্ড করে না, রিসোর্স অ্যাভেলিবিলিটির ওপর নির্ভর করে। অসম্ভব রিসোর্স ইন্টেন্সিভ। তার জন্যেই ক্লাস-সাইজের গল্প আসে। তাই জন্যেই স্কুলের মান সে কোন পাড়ার অবস্থিত তার ওপর নির্ভর করে।

    অ্যামেরিকার টালমাটাল ইকোনমিতে যখন ক্ষণে ক্ষণে এডুকেশনে কাট হচ্ছে, এই রিসোর্স ক্রাঞ্চ নিয়ে কদ্দিন পাবলিক স্কুল সিস্টেম স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে, সেটা দেখার বিষয়।

    তবে যখন সব ভাল - ইকোনমি ভাল, আপনার ভাল রোজগার যে আপস্কেল নেবারহুডে থাকতে পারছেন - বিনি পয়সায় আপনার বাচ্চা যা শিক্ষা পাবে - বিদ্যা নয় শিক্ষা - তা ভারত-টারত তো ছেড়েই দিন, অন্য অধিকাংশ জায়গায় হয়তো বহু পয়সা দিয়েও মেলেনা। আমি শিক্ষা বলতে একটা গোলগাল জিনিস বোঝাচ্ছি - স্রেফ কামস্কাটকা রাজধানী মুখস্থবিদ্যা নয়।
  • PT | 203.110.243.21 | ২৭ জুলাই ২০১১ ১১:৩৮478028
  • @Bratin
    bb-র লেখা প্রসঙ্গে জানাই যে আমার একটি নিজস্ব মাথা গোঁজার ঠাঁই হয়েছে। সেটির গৃহপ্রবেশ ইত্যাদি কারণেই-ঐ যে লিখেছিলাম জুলাই-এর মাঝামাঝি ব্যস্ত আছি.......

    বেলুড় বিদ্যামন্দিরে ছাত্র তৈরির পদ্ধতিটি চমৎকার। নিয়ম-শৃঙ্খলা ইত্যাদিও সাহায্য করে সাধারণ মানের ছাত্রদের ভাল রেজাল্ট করার ব্যাপারে।

    তবে ছাত্র-শিক্ষক সকলের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি যে এই system-টা নিয়ে আমার মনে একটু কিন্তু-কিন্তু ভাব আছে। মিশনের যত ছাত্রকে দেখেছি সবাইকেই খুব pro-system-মনে হয়েছে। এই কথাটা ঠিক রাজনীতির অর্থে বলছিনা - মনে হয় যেন প্রাক-যৌবনের নরম মনের ওপর দীর্ঘ দিনের নিয়মানুবর্তীতার কঠোরতা যে কোন ক্ষেত্রেই existing system-কে প্রশ্ন করার অভ্যেসটাকে কেড়ে নেয়। আর এই অভ্যেসটা উচ্চতর বিজ্ঞানচর্চার ব্যাপারে খুব একটা সহায়ক নয়।
  • aka | 168.26.215.13 | ২৭ জুলাই ২০১১ ১৯:২০478029
  • ন্যাড়াদা, রিসোর্স ইন্সেটিভ বটেই, কিন্তু সেটাও একটা দৃষ্টিভঙ্গি। যেমন এই ঘোরতর দুর্দিনেও কে-১২ এ বিশেষ কাট হয় নি। হায়ার এডুকেশনে প্রচূর হয়েছে যেমন বর্তমানে আমার চাকুরি স্থলে ৩৬ বা ৩৮ শতাংশ বাজেট কাট হয়েছে। গেল বছর স্কুলগুলো প্রচূর স্টিমুলাস মানি পেয়েছে এবছর সরকার সেই টাকা তুলছে, কিন্তু বেশিটাই হায়ার এড থেকে। এটাই দৃষ্টিভঙ্গি, স্কুলের শিক্ষার প্রয়োজনীয়তা কতটা সেটা মোটামুটি সকলে বোঝে। মানে ভারতের সবথেকে ভালো অবস্থায় সিস্টেম এবং এখানকার সবথেকে খারাপ অবস্থার সিস্টেমের মধ্যেও প্রচূর ডিফারেন্স। সেটা শুধুই রিসোর্সের নয়, বরং প্রাইমারি এডুকেশনে যে রিসোর্সের দরকার আছে সেই বোধেই, বলে আমার বিশ্বাস। যেমন সিগনালে সিগনালে রবীন্দ্র সংগীত নয় বরং সেই টাকা দিয়ে বেশ কিছু স্কুলের ছাদ হতে পারে এই বোধটা দরকার। আমেরিকার বাড় বাড়ন্ত তিনটে জিনিষে এক, শিক্ষা, দুই, টেকনলজি, তিন, জাত হিসেবে এদের র‌্যশনালিটিতে।

    পাই, জর্জিয়া স্টেটের স্টাডি না দেখে কোট করা আমার উচিত হয় নি। স্কুলের শিক্ষার ওপর কিছু নির্ভর করে না এটা কোন কনক্লুশন হতে পারে না। দেখে নিয়ে বলব।

    আর খারাপ স্কুলে অন্য কিছু সমস্যা আছে যেমন ড্রাগ। ভালো স্কুলে এইসব সমস্যা থাকে না। আবার এই কদিন আগে আমাদের এক বন্ধুর মেয়ের স্কুলে তাদের নাটক দেখতে গিয়েছিলাম। ছেলেমেয়েরাই গালিভার্স ট্র্যাভেলসের গল্পটা নিজেদের মতন করে আবার লিখেছে, স্টেজ তৈরি করেছে, গান লিখেছে, মাস্টারমশাই সেই গানে সুর দিয়েছে, লাইটিংও ছেলেদের। কি অসম্ভব ভালো আর আন্তরিক প্রোডাকশন। খারাপ স্কুলে এই এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটি কম।

    ব্রতীন, একেবারেই বাজে স্যাম্পেল, অ্যাভারেজ ওয়ার্কিং আমেরিকানরা বেশ স্মার্ট। আমি এখন একটি ইউনিভার্সিটিতে কাজ করি। সেখানকার আইটি ডিপার্টমেন্টের টেকনিকাল লোকজন দেখে ভারতীয় আইটি নিয়ে আমার গর্ব খর্ব হয়েছে। মুশকিল হল এরা এই ছোট্ট শহর ছেড়ে নড়বে না, ৫ টার বেশি কাজ করবে না ইত্যাদি।
  • aka | 168.26.215.13 | ২৭ জুলাই ২০১১ ১৯:৪১478030
  • * ইন্টেসিভ

    আর ব্রতীন এদের অনেকেই কিন্তু হাই স্কুল পাশ। কিন্তু টেকনিকাল আইকিউ? ভারতের অ্যাভারেজ আইটি গাইজের থেকে বেশি।
  • Du | 14.96.128.75 | ২৭ জুলাই ২০১১ ১৯:৫৪478031
  • আকা রিসোর্সের ব্যাপারে একদম ঠিক - রিক পেরীর স্টেটের ফ্রী স্কুলের কম্পুও এখনকার লাখটকীয়া স্কুলের কম্পুর চেয়ে ফাস্ট ছিল -- হাতে গরম অভিজ্ঞতা।
  • nyara | 122.172.168.97 | ২৭ জুলাই ২০১১ ২০:১৬478032
  • শোয়ার্জিনেগারের আমলে ক্যালিফোর্নিয়ায় প্রচুর কাট হয়েছে। এবছর ইউসি সিস্টেমে আবার প্রায় ১০% ফি হাইক হয়েছে। এটা উপর্যুপরি দ্বিতীয়বছর। পরের বছরের ডেফিসিট অলরেডি প্রোজেক্টেড।

    আকা যত রোজি পিকচার আঁকছ, ব্যাপরাখানা তার থেকে অনেক ঘোলাটে -

    More than 20 percent of adults read at or below a fifth-grade level - far below the level needed to earn a living wage.

    Approximately 50 percent of the nation's unemployed youth age 16-21 are functional illiterate, with virtually no prospects of obtaining good jobs.

    44 million adults in the U.S. can't read well enough to read a simple story to a child.

    Nearly half of America's adults are poor readers, or "functionally illiterate." They can't carry out simply tasks like balancing check books, reading drug labels or writing essays for a job.

    21 million Americans can't read at all, 45 million are marginally illiterate and one-fifth of high school graduates can't read their diplomas.


    http://www.readfaster.com/education_stats.asp
  • pi | 72.83.87.117 | ২৭ জুলাই ২০১১ ২০:৪৩478033
  • পড়ি নাই।
    এখানেও কিছু বলেন না। মেইল ও করে দিতে পারেন :)
  • Nina | 12.149.39.84 | ২৭ জুলাই ২০১১ ২০:৪৮478035
  • খুব মন দিয়ে পড়ছি তোমাদের লেখাগুলো। একটু সময় করে আমার কিছু নিজের অভিজ্ঞতার কথা লেখার ইচ্ছে আছে। কোনও লিং নয়, কোনো ডেটা নয়--জাস্ট আমার নিজস্ব কিছু কথা --আমেরিকায় ছেলে মেয়ের পড়াশোনা ও তাদের মানুষ করার কথা---আমার নিজস্ব ভুল ভ্রান্তি ও তার থেকে যে কথাটা আমায় ভাবায়----
    এত এত স্কুল হয় একটা পেরেন্টিং স্কুল কেন হয়না--সেটা দেখে শেখা আর ঠেকে শেখা --এই ঠেকেটা মাঝে মাঝে বড় মির্মম ঠেকা--তাই নিয়ে দুকথা বলার ইচ্ছে রইল। শিগগীরই!

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন