এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৩৫৯৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২১:০৪478104
  • আমার মা-বাবা চাকরি করতেন। ঐ 'কাজের মাসি' দের কাছেই অনেকটা বড় হয়েছি। সমস্যা হয়নি তা না। আবার ওঁদের কাছে অনেক কিছু পেয়েওছি।
    ভাইঝিও অমনি একজনের কাছেই ছোটো থেকে থাকে।তিনি ঘরের লোক ই হয়ে গেছেন। সমস্যা কি নেই ? তা, ঘরের লোকের সাথেও কি আর সমস্যা হয় না ?অ

    ডে কেয়ার তো চালু হচ্ছে। TIFR এ একটা দারুণ ডে কেয়ার ছিল। অনেক অ্যাকাডেমিক ইনি্‌স্‌টটিউশনেই হচ্ছে। বেবি সিটিং ও হয়।
    একসাথে বেশ কিছু বাচ্চাকাচ্চা সারাদিন থাকে। পড়াশুনা, খেলাধূলা করে।

    দরকার হলে দাদু ঠাকুদ্দা ঠাকুমাও তো থাকেন বা আসেন।

    এদেশের অনেক ডে কেয়ার ই ভালো, কিন্তু একেবারে সমস্যা রহিত , তেমন ও তো না।
    দেশের ব্যবস্থাও খুব ভাল, এমনটা না।

    সবেরি ভাল মন্দ সব ই আছে।
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ২১:০৪478103
  • দুর লুরুতেই যদি থাকব তো কলম্বাস কি দোষ করল। কমরেড শ্যামনগরে বা খড়দহে (পলিটিকালি কারেক্ট থাকার জন্য) দেখান।

    পাই, বাটারফ্লাই কিট হচ্ছে এমন - http://www.amazon.com/Fascinations-GE201-GreenEarth-Butterfly-Kit/dp/accessories/B000FJ2HAC
  • Arpan | 112.133.206.22 | ২৮ জুলাই ২০১১ ২১:০৬478105
  • ও আচ্ছা, ভুলে গেছিলাম এনারাইদের কাছে দেশ মানে "শ্যামনগর" অথবা "খড়দা"। :)
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২১:০৭478106
  • প্রজাপতির কিট চাইনি তো। দেখে অবশ্য ভালো লাগলো। থ্যাংকু :)
    কিন্তু আমার তো অন্য প্রশ্ন ছিল :(

  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ২১:১০478108
  • কমরেড অর্পন, বলার উদ্দেশ্য ছিল দেশ মানে লুরু নয়। ;)
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ২১:১০478107
  • পাই, এই একদুটো সাকসেস স্টোরি দিয়ে কিছু বোঝা যায় না। বরং সিস্টেম যে কাজ করছে কিনা তারজন্য এক্সসেপশন দেখলে খানিকটা বোঝা যায়। এদেশের ডেকেয়ারগুলো রেগুলারলি অডিটেড হয়। সব কি ভালো? না, কিন্তু দেশের আয়া সিস্টেমের সাথে তুলনা করা যায় না।
  • rimi | 168.26.215.135 | ২৮ জুলাই ২০১১ ২১:১৫478110
  • আরে পাই, আমার পুরোটাই অন্ধের হাতি দেখার মতন ব্যপার। এত পান্ডিত্য বা ডেটা বা অভিজ্ঞতা নেই যে দু দেশের শিক্ষাব্যবস্থার একটা অবজেক্টিভ তুলনা করতে পারব। সবই নিজে যেটুকু দেখেছি বা শুনেছি সেটুকুর ভিত্তিতে। আমি আর আকা দুজনেই মফস্বলের স্কুলে পড়েছি, দুজনেই নিজেদের স্কুলকে খুব ভালোবাসিও। প্রত্যেকবার দেশে গেলে আমি আমার নার্সারি, প্রাইমারি আর হাই স্কুল - তিনজায়গাতেই যাই, টিচারদের সঙ্গে কথা বলি। গত দুবার ছেলেকেও নিয়ে গেছি। এখন শহর কলকাতা বা শহর ব্যাংগালোরে উচ্চমধ্যবিত্তদের জন্যে যে স্কুল হয়েছে তার সম্পর্কে আদৌ কোনো ধারণা নেই। হতেই পারে যে খুব ভালো ব্যবস্থা।
    আমি যে সমস্যাগুলোর কথা বলেছি, সেগুলো সম্পূর্ণ আমার, আমার ছেলের নয়, তার বাবার নয়, স্কুলের তো নয়ই। আমার ছেলের শিক্ষার, বা বড় হবার পুরো প্রসেসটা আমি আমার জীবনের দৃষ্টিকোণ থেকে দেখি। আমারো নিজের জন্যে সময় চাই। ছেলের শিক্ষা শুধু ছেলেরই ভবিষ্যৎ আর কেরিয়ারের জন্যে নয়, আমারো নিজের আনন্দের জন্যেও বটে। দেশে, আমার মনে হয়, আমাকে এমন কিছু ব্যপারে কম্প্রোমাইজ করতে হবে, যেটা আমি চাই না। হতেই পারে যে অন্য অনেকে খুশি হয়ে সেই কম্প্রোমাইজ করবে। পোকামাকড় ইত্যাদি সবই খুঁজলে ভারতে পাওয়া যেতেও পারে, যেটা আমি পাবো না সেটা আমার সময়, আমার নিজস্ব সময়। এমন অনেকে থাকতেই পারে যে দেশে থেকেও সেই সময় পাবে, সুযোগ করে নিতে পারবে। কিন্তু আমি পাব না।
  • Arpan | 112.133.206.22 | ২৮ জুলাই ২০১১ ২১:১৫478109
  • কমরেড আকা, দেশ মানে পূর্ব ভারতের অর্থনৈতিক ভাবে পশ্চাদপদ একটি রাজ্যই নয়। :)
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ২১:১৬478111
  • ওক্কে, হোয়াট অ্যাবাউট ডেলহি?
  • Arpan | 112.133.206.22 | ২৮ জুলাই ২০১১ ২১:১৭478113
  • আস্ক কমরেড সিকি।
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ২১:২১478114
  • সারকমস্টেনশিয়াল এভিডেন্স। বিদেশ থেকে লোকে দেশে ফিরলে সবাই লুরুতে যায় কেন? লুরু অনেকটা বিদেশের মতন তার মানে অন্য শহর গুলো অতটা বিদেশের মতন নয়। মানে অন্য শহরের ডে-কেয়ার সিস্টেম অত ভালো নয়। (হেন্স প্রুভড)

    নাও আস্ক সিকি?
  • Arpan | 112.133.206.22 | ২৮ জুলাই ২০১১ ২১:২২478115
  • ইয়েস, স্টিল আস্ক সিকি, মি: গোলদার।
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২১:২৪478116
  • আকাদা এদিকে আমার প্রশ্নের উত্তর দ্যায় না :(

    রিমিদি, ঠিকাছে :)

  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২১:৩৩478118
  • আয়ার বেঁধে রাখার ঘটনাটা যদি এক্ষেপশন না হয় ( যদিও আমি কিছু মা কেও বেঁধে রাখতে দেখেছি :)) , তাহলে এগুলো ও নয় :)
    http://www.daycaresdontcare.org/faqs.htm

    যাই হোক। ডে কেয়ার খারাপ এমন কিছু প্রমাণ করার চেষ্টা আমার নেই।

    খালি একটাকে অ্যাবসলিউট সেন্সে স্বর্গ , অন্যটাকে নরক প্রমাণ করার চেষ্টা করা হলে তক্কো করবো :)

    রিমিদি যেমন খুব ক্লিয়ারলি বলে দিয়েছে, নিজের দিক দিয়ে ভেবে নিজের মত বলছে। সেটা অন্য কারুর সাথে না ই মিলতে পারে। এ নিয়ে কোন তক্কো নাই।
  • kc | 89.203.49.18 | ২৮ জুলাই ২০১১ ২১:৩৩478117
  • কমরেড অপ্পন, আমার কাছে দেশ মানে পুর্ব-ভারতের অর্থনৈতিক ভাবে পশ্চাদপদ একটি রাজ্যের ততধিক পিছিয়ে থাকা একটি জেলা। কলকাতা, খড়দা, শ্যামনগর, যেখানকার তুলনায় স্বর্গ। সেখানে সবথেকে বেশী দরকার বাচ্চাদের পুষ্টি। এসব চাপফাপ অনেক পরেকার কথা।

    রিমিকে, বাংলাতেও বাচ্চাকে ওইরকম করেও মানুষ করা যায়তো। নিজের জন্য সময় রেখেই। অন্ততপক্ষে আমার দুএকজন বন্ধু লোকেরা করছে। তবে তার জন্য শান্তিনিকেতনে একটা পড়ানোর চাগরী জোটাতে হবে। একদম কুলকাল লাইফ। :)
  • byaang | 122.172.229.74 | ২৮ জুলাই ২০১১ ২১:৩৬478119
  • হুঁ, রিমি তোর পোকা পোষার উল্টো গল্পটা শোন এবার।
    ছেলের নিজের স্কুলের বই, স্কুলের সিলেবাস, স্কুলের পরীক্ষার পড়া বাদে সবকিছুতেই প্রবল উৎসাহ। সায়েন্স পড়তে বললেই বলে ""তুমি যে অন্য বইগুলো কিনেছ, সেগুলো দাও, সেগুলো পড়বো''। আমিও বুঝি রোজ স্কুলের ঐ এক পড়া এক প্রশ্নোত্তর গাঁতিয়ে গাঁতিয়ে তার ঐগুলো আর পড়তেই ইচ্ছে করে না। তিনি স্কুলের বইয়ের অনুশীলনী না করে অন্য বইয়ের অনুশীলনী নিজে নিজে সলভ করতে বসলেন আর আমিও যাগ্গে নিজে নিজে শিখুক, স্কুলের ঐ মুখস্থবিদ্যে বড্ড বোরিং এইসব ভেবেটেবে নিজেকে বুঝিয়ে রান্না করতে গেছি। কিছুক্ষণ বাদে তিনি রান্নাঘরে হাজির, - মা এইটা কি হবে বল তো?
    প্রশ্ন ছিল, আমার ডানা আছে, কিন্তু পাখী নই, বাগানে থাকি। আমি কে?
    আমি হতভম্ব, মানে? একটু ভাব? বলছেই তো যে পাখি নয়, কিন্তু ডানা আছে। কে হতে পারে?
    আমি জানি না, পাখিদেরই তো ডানা থাকে।
    ভালো করে ভাব, পাখি ছাড়াও আরো অনেকের ডানা থাকে, উড়তে পারে। কেউ কেউ তো ঘরের মধ্যেই উড়ে বেড়ায়, তুই বিরক্ত হোস।
    কালো রঙের? মশা তো?
    হ্যাঁ এইটা মশা, কিন্তু কালো রঙের আর ডানা থাকলেই সে মশা নাও হতে পারে। গাছ থেকে ঝুলে থাকে, ফল খায়, তারাও তো কালো রঙের ডানা আছে।
    হ্যাঁ, তারাও তো পাখিই। কাকের কথা বলছো তো?
    না, তারা পাখী নয়, গাছ থেকে মুন্ডুটা নীচে করে ঝুলে থাকে, বইয়ে তো ছবি দেখেছিস, বল?
    জানি না
    পাখিরা তো ডিম পাড়ে এরা ডিম পাড়ে না, ম্যামাল।
    ও ব্যাটের কথা বলছো।
    হুঁ, এবার তাহলে বইয়ের প্রশ্নটার উত্তর দে, ডানা আছে, পাখি নয় বাগানে থাকে?
    মশা, বাদুড় সবাই বাগানে থাকতে পারে।
    তাই বুঝি, আর কেউ বাগানে থাকে না?
    থাকতেও পারে, আমি জানি না।
    বাগানে থাকে যখন বলছে, তখন তো বাগানে থাকার একটা কারণ আছে। ধর ঘরের মধ্যে মশা আছে, কেন? না, আমাদের রক্ত খাওয়ার জন্য। সেরকম এরা বাগানে আছে যখন তখন সেই বাগানে থাকার কারণটা ভাব, তাহলে পারবি। বাগানে কী থাকে?
    গাছ।
    গাছে কী থাকে?
    পাতা
    পাতা ছাড়া আর কিছু থাকে না?
    হ্যাঁ থাকে, রুট, স্টেম, ব্রাঞ্চ, ফুল, বাড, ফল।
    হ্যাঁ এবার বল বাগানে কেউ উড়ে বেড়ালে সে কী কারণে উড়ে বেড়াবে? মশা যদি রক্ত খাওয়ার জন্য আমাদের কাছে উড়ে বেড়ায়, তাহলে বাগানে কেন কেউ উড়বে?
    ফল খাওয়ার জন্য।
    শুধু ফল? আর কিছু খাওয়া যায় না বাগান থেকে?
    তুমি কি নেক্টারের কথা বলছ?
    হ্যাঁ, নেক্টার কে খায়?
    হামিং বার্ড।
    সেটা তো পাখি। এখানে তো বলেই দিয়েছে পাখি নয়। আর কে কে ফুলের মধু খায়?
    বাটারফ্লাই, হানিবী।
    হ্যাঁ, উফ্‌ফ।
    দীর্ঘশ্বাস তো ছাড়লাম। প্রথমে খানিকক্ষণ ভ্যাবাচাকা থাকলাম। এই কিনা নামকরা স্কুলের ছাত্র, এটুকুও কমন সেন্স থাকতে নেই! এ কীরকম পড়াশুনা শিখছে এরা যে নিজে নিজে এটুকুও চিন্তাভাবনা করতে পারছে না। অথচ স্কুলের পরীক্ষায় তো দিব্যি ভালো ভালো নম্বর আর গ্রেড আনে। আর সেইদিনই ফটো দেখলাম আর পড়লাম সাম্পান, রিমি আর তিমির কান্ডকারখানার। মনটা খারাপ লাগলো। চাইলেও কী পারবো ছেলেকে এরকম ছোটাছুটি করতে দিতে। বাগানই নেই, তো প্রজাপতি ধরবে কোথায়। বাগান যে পাড়ায় আছে, অধিকাংশই ফুলহীন গাছ। পোলেনসের সমস্যা ট্যাকল করতে, ফুলগাছ এখানে লাগানো হয় না। পেস্টক®¾ট্রাল ডেকে বাড়ি আমি নিজেই পোকামাকড়হীন করেছি। বাচ্চারা নিজে নিজে দেখে শিখবে কীকরে?
    ছেলে সকালবেলায় ঘুমে টলতে টলতে বাথরুমে যায়। কোনোরকমে দাঁতে ব্রাশ ঘষে, ঘুম তাড়ানোর জন্য গায়ে দু মগ জল ঢেলে তিনি ড্রেসট্রেস করে, ইস্কুল যান ইয়াব্বড় ব্যাগ নিয়ে। ব্যাগ অ্যাত্তো ভারি সেটা কাঁধে নিলে আমারই কষ্ট হয়। ওদেরকে ঐ ব্যাগ নিয়ে তিনতলা উঠতে হয় সিঁড়ি বেয়ে। স্কুল পড়াশোনার ব্যাপারে এতটাই শ্যেণচক্ষু যে এবারে যেদিন স্কুল শুরু হয়েছে, তার পরের দিনই রুটিন অনুযায়ী ক্লাসটেস্ট হওয়ার দিন ছিল। আমি ভাবলাম কিছুই পড়ায় নি, পরীক্ষা কী করে হবে? ব্যাগ এমনিতেই আজেবাজে রাবিশে ভর্তি, একটা খাতা অন্তত কমুক, ছেলে অনেক অনুরোধ করেছিল সব বইখাতা দিয়ে দেওয়ার জন্য। তো আমি বছরের দ্বিতীয় দিন ভেবে পরীক্ষার খাতাটা দিলাম না। ছেলে ম্লানমুখে বাড়ি ফিরে বললো প্রায় সবাইই পরীক্ষার খাতা নিয়ে গেছিলো, ও আর দুই-তিনজন যারা নিয়ে যায় নি তাদের লুজ পাতায় তো পরীক্ষা দিতেই দেয় নি। উপরন্তু টিচার মাথায় খুব জোরে বই দিয়ে মেরেছে আর দাঁড় করিয়ে রেখেছে দুই পিরিয়ড। পরের দিন স্কুলে কথা বলতে গেলাম টিচারের সঙ্গে যে খাতা না নিয়ে আসার দোষটা ওর নয়, আমার আর এর জন্য মার কেন খেল! এবছরের টিচার বললেন ""এভাবেই ওদের শিখতে হবে নিজের জিনিসের খেয়াল নিজে রাখার। পরের দিন থেকে ও আর ওর ভুলো মাকে অ্যালাউ করবে না ওর ব্যাগ গুছিয়ে দিতে। এবং উনি এইভাবেই শিক্ষা দেবেন, এটাই সবচেয়ে এফেক্টিভ পলিসি''
    আমার ছেলে এবছর ক্লাসে ফোর্থ র‌্যাঙ্ক পেয়েছে বলে প্রাইজ পায় নি। আমার থেকে বেশি চিন্তা স্কুলের বিভিন্ন টিচারদের। একজনের মন্তব্য "তুমি হয়তো এমন কিছু করেছো, যার জন্য গড তোমাকে পানিশ করেছেন, প্রাইজ না দিয়ে''। আরেকজন টিচার প্রাইজলিস্টে ওর নাম নেই দেখে খুব আপসেট হয়ে আমাকে ফোন করেছিলেন আমি কেন যথেষ্ট কেয়ার নিচ্ছি না ওর পড়াশুনার ব্যাপারে। আর রিমি যা বলল, নানারকম মানসিক সমস্যা, সেগুলোতে অলরেডি ছেলে ভুগছে। তার এখন মনে ধারণা জন্মেছে যে টিচার তার কিছু বন্ধুকে একটু বেশি ভালোবাসছেন ওকে বাসছেন না, তার কারণ ও লেখাপড়ায় ওদের মত অতটা ভালো নয়।
    এবারে বলুন দেখি শুধু মা-বাবাদের দোষ দিয়ে কী লাভ?
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুলাই ২০১১ ২১:৩৭478120
  • ফেয়ার এনাফ। দেশ মানেই তাহলে সব ভালো সব খারাপ এইরকম হোমোজিনিয়াস কিছু বেঞ্চমার্ক নয়। কান্ট এগ্রি উইথ ইয়ু মোর, কমরেড্‌স।
  • byaang | 122.172.229.74 | ২৮ জুলাই ২০১১ ২১:৪১478121
  • আর এই লুরুরই বিখ্যাত কিছু ডেকেয়ার দেখে আমার এমন আতঙ্ক হয়েছিল যে আর কখনো নিজের কেরিয়ার, নিজের চাকরি এগুলো নিয়ে ভাবার সাহস পাই নি। বলা যেতেই পারে আমি একটু বেশি ন্যাকা মা, আরো অনেকেই তো এইভাবেই চালিয়ে যাচ্ছে। আমি বলবো যেসব বাচ্চাকে ঐভাবে চালিয়ে যেতে হচ্ছে, সেই দুর্ভাগ্য যেন অতি বড় শত্রুর বাচ্চারও না হয়।
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ২১:৪৩478122
  • দেশে অনেক কিছুই ভালো তো, যেমন নিজের লোকজন, আলুরচপ, লুচি, কচুরি, এমনকি ধোঁয়া, ধুলোও বেশ ভালো মনে হয় নিজের জায়গায় রয়েছি কিন্তু স্কুল সিস্টেম আমেরিকার সাথে তুলনীয় নয়।

    ভালয় ভালয় তুলনা করে লাভ নেই। বরম দেশের প্রান্তিক গ্রামের স্কুলের সাথে আমেরিকার প্রান্তিক স্কুলের তুলনা করুন।

    পাই, যদি বলে দেশের স্কুল সিস্টেম নরক নয় তাহলে বলব পাই শাইনিং ইন্ডিয়ায় থাকে তার নীচের অন্ধকারটা দেখে নি। অন্য টইতে শুধু তক্কো করার জন্যই করে ।
  • rimi | 168.26.215.135 | ২৮ জুলাই ২০১১ ২১:৪৪478124
  • কেসি, একদম ঠিক। আমিও আকাকে সেটাই বলেছিলাম যে শান্তিনিকেতনে বা বিশ্বভারতীতে পড়াব, ছুটি ছাটায় আকার সঙ্গে দেখা হবে। আকা তখন অ্যামন রেগে গেসল যে কি বলব! একে তো বউএর সঙ্গে রেগুলার দেখা না হওয়াটা আকা মেনে নিতে পারে নি, এছাড়াও ছেলেকে শান্তিনিকেতনে মানুষ করার ব্যপারে আকার চূড়ান্ত অমত :-(
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুলাই ২০১১ ২১:৪৫478125
  • হ্যাঁ, জানি। চোখ বন্ধ করে ভরসা করা যায় না। তবে আজকাল অনেক আপিসেই ডেকেয়ার থাকে। সেগুলো মনে হয় মন্দের ভালো।
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২১:৪৭478126
  • আর হ্যাঁ, এই যশপাল কমিটির রেকোগুলো যাতে কার্যকর হয়, তার জন্য অনেকেই কিন্তু অনেক দিন ধরে লড়ে যাচ্ছেন। কিছু কিছু সাকসেস ও এসেছে।
    আরো অনেকে সেই লড়াইতে গেলে হয়তো আরো সাফল্য আসতো, আরো তাড়াতাড়ি :)

    খারাপ মানলাম।
    এবার কিংকর্তব্য ?
    অন্যত্র চলে যাওয়া ?
  • nyara | 203.83.248.37 | ২৮ জুলাই ২০১১ ২১:৪৯478127
  • কম: আকা কি অ্যামেরিকার স্কুল সিস্টেমের নীচের অন্ধকারটা দেখেছে?
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২১:৫০478128
  • ব্যাংদি, টবে ফুলগাছ লাগানো ও মানা ? :o
    এমন জায়গায় থাকা কেন ! :o

    আর তোমাদের আশেপাশে পার্ক বা উইকেন্ডে ঘোরাঘুরির জন্য কোন গাছপালাওয়ালা জায়গা নেই ?

    আর বাচ্চাদের কার্টুন টার্টুনেও তো প্রজাপতি টতি ভরে থাকে। ছড়ায় ছবিতেও।

  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ২১:৫৩478129
  • খানিকটা আর ভারতেরটা দেখেছি, বুঝেছি, অনুভব করেছি, তাও সেটা একেবারে প্রান্তিক ব্যবস্থা নয়। কিন্তু অন্য কমরেডরা দেশ বলতে লুরু বোঝেন, স্কুল বলতে বাগবাজার মাল্টিপারপস, তফারেন্স অফ অপিনিয়ন থাকবেই।
  • rimi | 168.26.215.135 | ২৮ জুলাই ২০১১ ২২:১৪478131
  • হ্যাঁ হ্যাঁ, চলে এস কেসিদা, হয়ে যাক :-))

    ছেলেরা, বা বাবারা সবসময় path of least resistance নিতে বেশি পছন্দ করে। যেমন চাকরি অথবা ঘরে বসে ছেলে মানুষ করা - কোনটা বেশি কঠিন? নিজের বাচ্চাকে ম্যানেজ করার থেকে বসকে ম্যানেজ করা অনেক সহজ। যদি সৎসাহস থাকে তো স্বীকার কর :-))

    নিজের বাচ্চাকে বাড়িতে পড়ানোর কাজও, বাইরে টিউশনি করার থেকে অনেক কঠিন। কারণ দায়িত্ব অনেক বেশি। কঠিন বলেই , হয় মায়ের ঘাড়ে চাপাও, অথবা চিপ টিউটরের ঘাড়ে।

    যখন ফেলিওর আসে, তখন অন্যকে দোষ দেওয়া সবচেয়ে সোজা, অতএব চাপাও দোষ মায়ের কাঁধে- মাদের ন্যাকামো, বা মাদের বেশি বেশি।

    আর সবথেকে সহজ, গুরুতে পাতার পর পাতা তর্ক করে যাওয়া - সেটাও বাবাদেরই কাজ। বাবারা যখন এখানে পোস্ট করতে ব্যস্ত, মা তখন বাচ্চার খাওয়া পড়া বা ঘুমোনো নিয়ে নাজেহাল হচ্চেন।
  • Update | 122.162.75.8 | ২৮ জুলাই ২০১১ ২২:১৪478130
  • Name:byaangMail:Country:

    IPAddress:122.172.229.74Date:28Jul2011 -- 09:53PM

    এইখানে একটা আছে, আগে সেটা শুধু আইবিএমের এমপ্লয়ীদের জন্য ছিল, এখন অন্যদের জন্যও ওপেন, ইওর কিডস আর আওয়ার কিডস। আমি ওখানে গেছিলাম ছেলেকে ভর্তি করার জন্য, তখন সদ্য সদ্য ঘ্যামা একটি জায়গা থেকে অফার লেটার পেয়েছি। ওটার ভিতরে গিয়ে আমার এমনি শরীর খারাপ লাগতে থাকলো, দম বন্ধ হয়ে আসতে লাগলো, কী বলবো! টাকা জমা দিয়েও সিদ্ধান্ত নিলাম, না এখানে আমি রাখতে পারবো না। টাকা কাটা গেল। ওখানকারই এক মহিলা আমাকে বললেন প্রথম দিকে একটু অসুবিধে হয় বাচ্চাদের মানিয়ে নিতে, পরে সবাই সেটল ডাউন করে যায়, এবং তারপরে দিব্যি আনন্দে থাকে। আমি উত্তরে বলেছিলাম - সে তো জেলখানাতেও কয়েদিরা আস্তে আস্তে সেটল করে যায়, তারপর গান-বাজনা সবই করে। তাতেও আমি মনে করি না, আমার ছেলে এরকম একটা শৈশব ডিজার্ভ করে।

    Name:piMail:Country:

    IPAddress:72.83.100.43Date:28Jul2011 -- 09:53PM

    আকাদা, অবশ্যই নরক। কেসিদা যেগুলোর কথা বল্লেন , সেগুলো। কাল ই স্পষ্ট লিখে দিয়েছি সে কথা। সেগুলোর কথা হচ্ছেই না।
    কিন্তু তুমি যেগুলোর তুলনা করছো, দেশে গিয়ে তুমি যে সিস্টেম পাবে, সেটাকে নরক বল্লে তর্ক করবৈ :)

    আর, আমার প্রশ্নের উত্তর কিন্তু পাই নি। আম্রিগায় দেশি বাচা-কাচ্চাদের সেকেন্ডারি এডুকেশনে চাপ কেমন থাকে ?

    ঐ পোস্টে আরো কিছু প্রশ্ন ছিল।

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.215.135Date:28Jul2011 -- 09:55PM

    ব্যাং, বুঝতে পারছি না কি লিখব। খুব খারাপ লাগছে। এই জন্যেই তো খুব কনফিউসড হয়ে যাই, এই সব স্কুলগুলো সম্পর্কে কারুর থেকে ভালো কথা শুনি তো কারুর থেকে খারাপ। মৈত্রেয়র জন্যে খুব খারাপ লাগছে।

    আমেরিকাতে আমার নিজের একবার ছাড়া আর কখনো খারাপ অভিজ্ঞতা হয় নি। সেটাও ছিলো মূলত নিজেদেরি দোষে।

    Name:piMail:Country:

    IPAddress:72.83.100.43Date:28Jul2011 -- 09:56PM

    আর ভারতের নরকের কথা আনতে গেলে করলেও আমেরিকার স্বর্গের সাথে তুলনা করতে বসবো না। প্রদীপের নীচের জায়গাগুলোর কথাই বলবো। সে নিয়েও নেহাত কিছু কম বলার নেই।

    Name:byaangMail:Country:

    IPAddress:122.172.229.74Date:28Jul2011 -- 09:58PM

    পাই, টবে ফুলগাছ আছে যদিও, তবে কোনো কারণে, জানি না উচ্চতার জন্যে কিনা, তারা আমার ফুলগাছে বসেন না। তাকে আগে প্রচুর বেড়াতে নিয়েও যাওয়া হত এখান-ওখান, আর কার্টুন, বই সবেতেই প্রজাপতি দেখেছে, এমনকি একবার ধরেওছিল। কিন্তু আমি যেটা বলতে চাইলাম সেটা তুই বুঝিস নি হয়তো। আমি বলতে চাইলাম যে কায়দায় পড়ানো হচ্ছে, তাতে পারিপার্শ্বিকের সঙ্গে রিলেট করতে পারছে না চট করে। শুধুই সিলেবাসনির্ভর। নিজে নিজে চিন্তাভবনা করার ক্ষমতাটা চলে যাচ্ছে। আর সেখানেই আমার আপত্তি। এটা ঠিক প্রজাপতি বা শালিক পাখি দেখা না দেখার ব্যাপার নয়।

    Name:piMail:Country:

    IPAddress:72.83.100.43Date:28Jul2011 -- 10:00PM

    ঐ পোস্টটা দিলাম আবার।

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.99Date:28Jul2011 -- 05:46AM

    হ্যাঁ, ওবামার ঐ লেকচারটা নিয়ে জানতে চাইছিলুম।
    পুরোটাই মিথ ?
    http://www.deccanherald.com/content/3877/us - students - competitive - disad
    vantage - indian.html

    আমি কিন্তু দেশের পাতি পাবলিকের শিক্ষা ব্যবস্থার কথা বলছিনা। সে যে ঝুলস্য ঝুল তাই নিয়ে কোন সন্দেহ নাই।
    কিন্তু দেশে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আজ যে শিক্ষা পান , সেটা নিয়ে একটা তুলনা চাইছিলাম।
    দেশের সিস্টেম নিয়ে তো একটা বড় অভিযোগ, চাপ।
    আম্রিগার ভালো পাব্লিক কি প্রাইভেট বা ম্যাগনেটে প্রাইমারী-সেকেন্ডারী তে সেটা নেই ?

    আর অন্য দেশের তুলনায় ( ভারতের কথা জানিনা, এই স্টাডিতে ভারত অন্তর্ভুক্তই নয় মনে হয়), আম্রিগার অবস্থা তো ভাল নয় :
    EducationachievementintheU.S.hasfallentothemiddleofthepackamongdevelopednations , accordingtothe2009ProgramforInternationalStudentAssessment ( PISA ) report , whichrankedtheknowledgeof15 - year - oldsin70countries.TheU.S.ranked14thinreading , 17thinscience , and25thinmathematics

    http://www.usnews.com/education/blogs/high - school - notes/2011/05/25/us -
    can - learn - from - other - countries - education - systems

    Name:piMail:Country:

    IPAddress:72.83.100.43Date:28Jul2011 -- 10:02PM

    ঐ পোস্টটা পেস্ট করলাম।

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.99Date:28Jul2011 -- 05:46AM

    হ্যাঁ, ওবামার ঐ লেকচারটা নিয়ে জানতে চাইছিলুম।
    পুরোটাই মিথ ?
    http://www.deccanherald.com/content/3877/us - students - competitive - disad
    vantage - indian.html

    আমি কিন্তু দেশের পাতি পাবলিকের শিক্ষা ব্যবস্থার কথা বলছিনা। সে যে ঝুলস্য ঝুল তাই নিয়ে কোন সন্দেহ নাই।
    কিন্তু দেশে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আজ যে শিক্ষা পান , সেটা নিয়ে একটা তুলনা চাইছিলাম।
    দেশের সিস্টেম নিয়ে তো একটা বড় অভিযোগ, চাপ।
    আম্রিগার ভালো পাব্লিক কি প্রাইভেট বা ম্যাগনেটে প্রাইমারী-সেকেন্ডারী তে সেটা নেই ?

    আর অন্য দেশের তুলনায় ( ভারতের কথা জানিনা, এই স্টাডিতে ভারত অন্তর্ভুক্তই নয় মনে হয়), আম্রিগার অবস্থা তো ভাল নয় :
    EducationachievementintheU.S.hasfallentothemiddleofthepackamongdevelopednations , accordingtothe2009ProgramforInternationalStudentAssessment ( PISA ) report , whichrankedtheknowledgeof15 - year - oldsin70countries.TheU.S.ranked14thinreading , 17thinscience , and25thinmathematics

    http://www.usnews.com/education/blogs/high - school - notes/2011/05/25/us -
    can - learn - from - other - countries - education - systems

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.215.135Date:28Jul2011 -- 10:04PM

    আর ইয়ে, লেখাপড়া বা ছেলে মেয়ের শৈশব - ইত্যাদি ব্যপারে আমি মায়েদের মতামত জানতে আগ্রহী। বাবাদের মতামত আর পর্যবেক্ষণের উপর আমি একটুও ভরসা করি না, কারণ বাবারা সবকিছুই সুপারফিশিয়ালি দেখে, বিশেষ করে বাচ্চা যখন একেবারে ছোটো তখন। মায়েদের বোঝার শক্তি অনেক বেশি।

    ব্যাং যেমন লিখেছে, নিনাদি, দুদি, মিতাদি, পারমিতাদি, ছোটো বড় ম, এদের সবার অভিজ্ঞতা জানতে পারলে ভালো হত।

    Name:byaangMail:Country:

    IPAddress:122.172.229.74Date:28Jul2011 -- 10:05PM

    পাই পোস্ট করতে গেলে এরর আসছে। আগের সব পোস্টগুলো উড়ে যাবে কিন্তু। ব্যাকাপ রেখে দে সম্ভব হলে।

    Name:sikiMail:Country:

    IPAddress:122.162.75.8Date:28Jul2011 -- 10:07PM

    হ্যালো টেস্টিং ওয়ান টু থিরি।

    Name:kcMail:Country:

    IPAddress:89.203.49.18Date:28Jul2011 -- 10:07PM

    দুনিয়ার বাবারা এক হউন। রিমির 10:04PM এর পোস্টে স্বৈরতন্ত্রী গন্ধ। :)
  • Arpan | 112.133.206.18 | ২৮ জুলাই ২০১১ ২২:২১478132
  • বসের থেকে রেইজ আদায় করা আর বাচ্চাকে বই পড়ে ঘুম পাড়ানো কোনটা কঠিন? দুনিয়ার যাবতীয় বাবাদের থেকে শুনতে চাই। :)
  • Arpan | 112.133.206.18 | ২৮ জুলাই ২০১১ ২২:২৩478133
  • আর পারলে এই স্যালারিতে একটা দশটা-পাঁচটার কাজ পেতে চাই। কাজের দোহাইয়ের অপবাদ আর সয় না। :(
  • kc | 89.203.49.18 | ২৮ জুলাই ২০১১ ২২:২৪478135
  • স্বীকার না করবার মতন অসততা নাই। (এটা ডিডির স্টাইলে)। কিন্তু এটা মানো যে কানাকে কানা বা খোঁড়াকে খোঁড়া বলতে নেই। তাতে কানা বা খোঁড়াদের অক্ষমতাকে নিয়ে খিল্লি করা হয়। কানাদের মনে কষ্ট হয়।

    বসকে ম্যানেজ মাসে একদিন করতে হয়, নিজের বাচ্চাকে ম্যানেজ করা একটা কন্টিনিউয়াস প্রসেস। খুব কঠিন কাজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন