এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৩৫৯৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | 202.3.120.4 | ২৯ জুলাই ২০১১ ০০:১২478203
  • রিমি, আমেরিকার "ভালো বেনিফিটস" আর এখানকার "ভালো বেনিফিটস"-এ অনেক তফাত। "ভালো বেনিফিটস"এর মাত্র কয়েক হাজারে হয়তো ওদের চারজনের সংসারটা চলছে। অন্যদিকে ডে কেয়ার প্রচন্ড দামী হতে পারে।
  • Paramita | 202.3.120.4 | ২৯ জুলাই ২০১১ ০০:১৮478204
  • রিমি, সাম্পান কি আফটার কেয়ারে যাবে? তাহলে তোমার অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম।
  • pi | 72.83.100.43 | ২৯ জুলাই ২০১১ ০০:১৯478205
  • হ্যাঁ, এটাও না বল্লেই নয় যে এই মনে না হওয়ার জন্য মা''র একটা বড় অবদান ছিল।
    বলা যায় , ভাল মতন খাটনিও।
    গরম থাকলে বাড়ি ফিরে কী জামা পরবো, বৃষ্টি পরে একটু ঠান্ডা ঠান্ডা হলে কোনটা, তারপর খেলতে নামার সময় কোনটা .. সব রকম সম্ভাব্য সেট রেখে যেত।
    খাওয়া নিয়েও তাই। শরীর ভাল না লাগলে কী খেতে পারি টারি , স-অ-ব গুছিয়ে রেখে যেত।
    তখন তো ফোন ও ছিল না।
    এতে করে আমার খুব সুবিধে হলেও ( মানে, বাড়িতে থাকা মায়েদের মেয়েরাও বোধহয় এত আরাম পেত না। বন্ধুদের সাথে কথা বলে তো তাই মনে হত ) আমার আদতে কতটা ভাল হয়েছে বলা যায় না।
    অন্তত: এখন এসে আমার নিজের চলার ও সংসারের দশা দেখে মা র সেটাই বক্তব্য ও আপশোস :)

  • pi | 72.83.100.43 | ২৯ জুলাই ২০১১ ০০:২৩478206
  • এত কিছু বলা মূলত: ব্যাং দির জন্য। যে, কোন সাপোর্ট না থাকলে কী হয়। মার চাকরি না ছাড়লেও চলে।
    এতদিন আগে এটা সম্ভব হলে, এখন নয় ?
    এখন ফোন সেলফোন, কত সুবিধা রয়েছে আরো।

  • byaang | 122.172.229.74 | ২৯ জুলাই ২০১১ ০০:২৭478207
  • আমাকে এত কিছু বলার কী কারণ, বুঝি নি যদিও। কারণ আমার মায়ের চাকরি ছাড়া বা না ছাড়া নিয়ে বিশেষ কোনো বক্তব্য নেই। আমি শুধু বলেছিলাম যাদের পক্ষে বাড়িতে বাচ্চাকে ন্যানির হাতে ছেড়ে যাওয়া সম্ভব না, তাদের ডেকেয়ারে পাঠাতে হয়, আর ডেকেয়ারে পাঠাতে হলে আমেরিকার জীবন ও ভারতবর্ষের কোনো শহরের জীবনে বিশেষ পার্থক্য নেই।
  • byaang | 122.172.229.74 | ২৯ জুলাই ২০১১ ০০:২৯478208
  • পাই, আজ এই নিয়ে পরপর দুইবার আমার পোস্টের ভুল মানে করলি। আমারই বোঝানোর ক্ষমতার অভাব। দু:খিত।
  • Paramita | 202.3.120.4 | ২৯ জুলাই ২০১১ ০০:৩১478209
  • রিমি, লুরুতে থাকলে যাতায়াত দেখাশোনা অনেকটাই বেশী হবে। আম্রিকার সঙ্গে অনেকটাই তফাৎ হয়ে যায়। গতবছর তিনবার কোলকাতা গিয়েছিলাম। দুবার শাশুড়ি এসেছেন। বাবা-মাকে এখনো ধরে রেখেছি। এছাড়া আত্মীয়স্বজনরা মাঝে মাঝেই আসেন। মেয়েরা সবাইকে চেনে ভালোমত। সম্পর্কগুলোও বুঝতে শিখেছে।
  • pi | 72.83.100.43 | ২৯ জুলাই ২০১১ ০০:৩২478210
  • সেটই তো বল্লাম। ন্যানির উপর না ছাড়তে পারলেও ডে কেয়ার বা wfh ছাড়া অন্য অপশন আছে ! অন্তত একটা বয়সের পর।
  • rimi | 168.26.215.135 | ২৯ জুলাই ২০১১ ০০:৩২478211
  • পারমিতাদি, সাম্পান গত তিনবছর ধরে একটা প্রাইভেট স্কুলে যাচ্ছে, স্কুলটা ছিল ৮টা থেকে ১২টা। তারপরে সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত ও ঐ স্কুলেরই আফটার কেয়ারে থাকত। আমার অভিজ্ঞতা খুব ভালো। আফটার কেয়ারে ওদের দুঘন্টা ঘুম বরাদ্দ ছিল। তিনটেয় উঠে ওরা স্ন্যাক খেত। তারপরে আবহাওয়া ভালো থাকলে ওরা মাঠে খেলতে যেত, আর নইলে ভিতরেই খেলত। আমি ওকে সাড়ে পাঁচটা নাগাদ তুলে নিতাম।

    এবছর থেকে ও পাবলিক স্কুলে যাবে। স্কুল ৩টে পর্যন্ত, তার্পরে ওকে ঐ সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত পাবলিক স্কুলের আফটার কেয়ারে থাকতে হবে। শুনেছি হোমওয়ার্ক থাকলে ওখানেই টিচাররা করিয়ে দেবে। দেখা যাক কি হয়। ওর পক্ষে যদি খুব বেশি স্ট্রেসফুল হয়, তখন অবশ্যই নতুন করে চিন্তা ভাবনা করতে হবে।
  • Paramita | 202.3.120.4 | ২৯ জুলাই ২০১১ ০০:৩৪478213
  • প্রাইভেট স্কুলে তো মেঘও যাচ্ছিলো, খুব ভালো ডে কেয়ার। আমি পাবলিকের কথা বলছিলাম।
  • rimi | 168.26.215.135 | ২৯ জুলাই ২০১১ ০০:৩৫478214
  • পারমিতাদি বাবামাকে ধরে রাখতে পারলে তো সব সমস্যার সমাধান, তার থেকে ভালো আর কি হয়! তবে সেটা সবার পক্ষে সম্ভব না।
  • byaang | 122.172.229.74 | ২৯ জুলাই ২০১১ ০০:৩৬478215
  • আমি জানি পাই, আমার মামাতো বোনকেই দেখেছি অনেকটা তুই যেমন লিখলি সেইভাবে বড় হতে। কিন্তু স্থান-কাল-পাত্রর হেরফেরে পরিস্থিতিও অনেকটাই পাল্টে যায়। এই নিয়ে আর কথা কচলাতে ইচ্ছে করছে না।
  • rimi | 168.26.215.135 | ২৯ জুলাই ২০১১ ০০:৩৬478216
  • পাবলিকের ফিডব্যাক একমাস বাদে দিতে পারব। শুনেছি নাকি বেশ ভালো। দেখা যাক। এদিকে ছেলে পুরোনো স্কুল ছেড়ে যাবার দু:খে কাতর।
  • Paramita | 202.3.120.4 | ২৯ জুলাই ২০১১ ০০:৪৫478217
  • পাই খুব ইন্ডিপেন্ডেন্টলি বড় হয়েছো তো, আর লাইক পিসি লাইল ভাইঝি মনে হচ্ছে?

    রিমি, বাবা-মা-কে ধরে রাখা তো সম্ভব হবে না, নিজের বাড়িতেই সবাই কমফর্টেবল ফিল করে সবচেয়ে বেশী। তাই খুব শিগ্গিরি ৪-৬:৩০ অবধি ছাড়তেই হবে। তবে চান, খাওয়া আর পার্কে যাওয়া - তাতেই দু ঘন্টা চলে যায়। তারমধ্যে আমাদের ফিরে আসার কথা।
  • Arpan | 122.252.231.10 | ২৯ জুলাই ২০১১ ০০:৪৯478219
  • আকা প্রশ্নটা রেখেছে তাই উত্তর দিই।

    আকার প্রতিপাদ্য নিয়ে বলার কিছু নেই। যথেষ্ট রিসোর্স, গবেষণা এবং প্রতিযোগিতার (পড়ুন সার্ভাইভাল) চিন্তা কম একদিকে যখন তখন সেই সিস্টেম ভালো হতে বাধ্য। "দেশে' সামগ্রিক বিচারে শিক্ষার মান আরো ভালো করা যেত, আরো আধুনিক পদ্ধতি যা কিনা অন্যান্য ভেরিয়েবলগুলোর সঙ্গে পুরোপুরি অসংপৃক্ত এমনটি নয়, এইসবের তো অবকাশ আছেই। এইটা ইনফ্যাক্ট প্রমাণেরও প্রয়োজন নেই। আমাদের মত যারা ওদেশের শিক্ষাব্যবস্থার সম্বন্ধে অবহিত নই, তাদের কাছে যারা অভিজ্ঞ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার দাম আছে বৈকি।

    এই অব্দি তো বলার কিছুই নেই। কিন্তু ওই যে, রামেন্দ্রসুন্দরের রবীন্দ্রপ্রশস্তি রচনার মত আলোকে আরো বেশি আলোকিত দেখাতে গিয়ে কমরেড আকা কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আনলেন, যেগুলো কিছু আউটডেটেড, আর কিছু খুবই স্পেসিফিক। সেই জায়গাগুলোতেই মূলত আপত্তি ছিল এবং সেটা এই কারণেই ছিল যে জোর করে পয়েন্ট ঢোকাতে গেলে প্রমাণের ভার বাড়ে হয়ত, কিন্তু ধার কমে যায়। এইসব আর কী।

    আর বাকি যেটুকু বিতর্ক হয়েছে সেটা "দেশ' নিয়ে। অবশ্যই গুরুর সংখ্যাগরিষ্ঠ পাঠক যে সামাজিক অর্থনৈতিক কাঠামোতে অবস্থান করেন অথবা প্রবাসী গুরুরা দেশে ফিরলে সম্ভাব্য ন্যূনতম যে জায়গায় অবস্থান করবেন তার ভিত্তিতেই আমি "দেশের' উদাহরণ দিয়েছি। "দেশ' বলতে এখানে অবশ্যই কোন নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান নয়। যুক্তির মাঝে আবেগ এনে ফেললে ঘন্ট পাকিয়ে যায় খুব তাড়াতাড়ি।
  • kc | 89.203.49.18 | ২৯ জুলাই ২০১১ ০০:৪৯478218
  • পাই এর 11:45 PM এর প্রেক্ষিতে আমার নিজস্ব অভিজ্ঞতা।
    দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েনি। সাধারণ স্কুলগুলোতে বেশ ভালোই পড়ালেখাটুকু শেখানো হচ্ছে। দেশী বোর্ডের প্রাইভেট শিক্ষকরা পঁচিশ বছর আগের মতনই গোয়াল খুলে ছাত্রদের মঙ্গল করে চলেছেন। শুধু কিছু প্রাইভেট স্কুল খুলেছে তার কারণ বেশ কিছু লোকের রোজগার বেড়ে যাওয়া। এবং এইসব লোকেদের আউট্‌লুকও বেশী, তাঁরা বুঝেছেন সাধারণ শিক্ষার বাইরেও একটু কিছু এক্সট্রা বাচ্চাদের দেওয়া যায় এবং তাঁরা সেটা অ্যাফোর্ডও করেন। ফলে কিছু প্রাইভেট স্কুল অ্যাড হয়েছে। আর সেটা বড় বড় শহরের আশেপাশেই। মফস্বলে, গাঁয়েগঞ্জে শিক্ষা ব্যবস্থা একই আছে। নতুন করে কিছু ভেঙে পড়েনি।
  • pi | 72.83.100.43 | ২৯ জুলাই ২০১১ ০০:৫৪478220
  • না:, পামিতাদি, একদিকে ইন্ডিপেন্ডেটলি মনে হলেও আরেক দিকে তাই নয়। ঐ যে লিখলাম। আসলে মা'র মধ্যে বোধহয় অপরাধবোধ কাজ করতো, অফিস করে বলে ঠিকঠাক কেয়ার নিচ্ছে না, তাই উল্টে যা করতো , তা বাড়িতে থাকা মায়ের চেয়েও বেশি।
    বল্লাম না, সব কিছু গুছিয়ে রেখে যেত। সব রকম সিচুয়েশনের জন্য। ফলে আমি নিজে মোটেও গোছানো হইনি। অসুবিধে হয়েচিল হস্টেলে এসে। কী জামা পরবো নিজে নিজে বাছতে হবে ভাবতেই প্রথম প্রথম মাথায় বাজ ভেঙে পড়তো ! :)

    ভাইঝি আমার থেকে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট আর গোছানো !
    গেলে এখন আমার জিনিশ সব ও গুছিয়ে রাখে, এগিয়ে দ্যায় আর বকাঝকা করে! ওর ঠাকুমার রোলটা নিয়েছে। :)
  • Arpan | 122.252.231.10 | ২৯ জুলাই ২০১১ ০০:৫৪478221
  • দ্বিতীয় প্যারাতে আরেকটা জিনিস বাকি পড়ে গেছে। কমরেড আকার লেখায় কিছু প্রসঙ্গ ছিল যেগুলো ঠিক শিক্ষাব্যবস্থা বা শিক্ষাপ্রণালীর সাথে সরাসরি সম্পর্কিত নয়, কিন্তু বৃহত্তর সমস্যার অঙ্গ হিসেবে শিক্ষাব্যবস্থার মানকে প্রভাবিত করছে। এইগুলোও আমার কাছে মূল বিষয়ের প্রেক্ষিতে প্রক্ষিপ্ত বলে মনে হয়েছে।
  • aka | 168.26.215.13 | ২৯ জুলাই ২০১১ ০০:৫৫478222
  • আ: স্পেসিফিক হোন, স্পেসিফিক। কিচ্ছু বুইতে পারছি না। আর গোলপোস্ট সরানোর প্রসঙ্গ?
  • pi | 72.83.100.43 | ২৯ জুলাই ২০১১ ০০:৫৮478224
  • কেসিদা, মুম্বইয়ের গীতানগর বস্তির স্কুল আমার অভিজ্ঞতার কথা আগে লিখেছিলাম না ? সে কিন্তু মোটে ভাল না। পরে সময়করে আবার লিখে দেবো খন। কোলকাতাতেও ভাল না। গ্রামের দিকেও না।
    বিশেষ করে এই ছাতার মত গজানো 'ইংলিশ' স্কুলগুলোর।
    পিনাকীদাও অনেককিছু লিখতে পারবে।

  • Arpan | 122.252.231.10 | ২৯ জুলাই ২০১১ ০১:০২478225
  • ঘুমোবো না নাকি? আর নিজের লেখা আরেকবার পড়ুন। মন দিয়ে। :)

    গোলপোস্ট সরানো মানে প্লেয়িং ফিল্ড পাল্টানো। "দেশ'-এর সংজ্ঞা প্রসঙ্গে আমার মনে হয়েছে।
  • pi | 72.83.100.43 | ২৯ জুলাই ২০১১ ০১:০২478226
  • কেসিদা, প্রতীচীর রিপোর্টটা দেখেছেন ?
  • kc | 89.203.49.18 | ২৯ জুলাই ২০১১ ০১:১৬478227
  • পাই, প্রতিচীর রিপোর্ট দেখেছি। ইদানিং এইসব রিপোর্ট দেখতে আর ভাল লাগেনা। সবাই নিজেদের বিশাল গুরু মনে করে। রিপোর্ট ছাপাতে আর বানাতে পেলে আর কিছু চায়না। প্রতিচীর মতন লোকেরা নিজেদের এনার্জী দুএকটা স্কুলে গিয়ে লাগালে বোধহয় বেশী ভালো হত। অন্ততপক্ষে শআটেক বাচ্চার।
  • rimi | 168.26.215.135 | ২৯ জুলাই ২০১১ ০১:২১478228
  • অপ্পনের কথার সঙ্গে আমিও কয়েকটা কথা যোগ করি:

    প্রত্যেকের নিজস্ব কিছু প্রায়োরিটি থাকে, সেই অনুযায়ী তাকে জীবন বেছে নিতে হয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল - অর্থনীতি। ব্যক্তিগত অর্থনৈতিক কারণ না থাকলে প্রবাসে থাকা না থাকার সিদ্ধান্তের সহজ সমাধান সম্ভব হত না আমার ক্ষেত্রে। ছেলের পড়াশুনোটা প্রায়োরিটি লিস্টে কিছুটা পিছনেই। একই অর্থনৈতিক কারণেই, আমেরিকার যা অবস্থা, আমাদের দেশে ফিরে যাবার সিদ্ধান্ত নিতে হতেই পারে, যতই আমি এখানে থাকতে চাই না কেন। যদি আমাকে ফিরতে হয়, তখন পারমিতাদি, ব্যাং আর কিকির অভিজ্ঞতা খুব কাজে লাগবে।

    ছেলেমেয়ের শিক্ষা, হ্যাঁ, স্কুলের কিছু ভূমিকা থাকলেও শেষ পর্যন্ত বাবা মার উপরেই বেশিটা নির্ভর করে। বাবা মা ঠিক কি চায়? বাবা মা যদি নম্বর নির্ভর পড়াশুনো চায়, ছেলের কেরিয়ারের ব্যপারে খুব বেশি দুশ্চিন্তায় ভোগে, ছেলে যে দেশেই থাকুক, চাপ খাবেই। আবার এটাও সত্যি, ভারতবর্ষে নম্বরমুখী পড়াশুনো একেবারে এড়ানো সম্ভব না। সাধারণভাবে, এখনও পর্যন্ত আমেরিকা আর ভারতের কারিকুলাম যা কিছু দেখেছি, আমেরিকার কারিকুলাম আর শেখানোর পদ্ধতি আমার ছেলের জন্যে আমার বেশি পছন্দ। ভারতে ফিরে গেলেও আমি সেই স্টাইল বজায় রাখার চেষ্টা করব। তবে সবটা পারব না বলা বাহুল্য।

    আরো একটা কথা, এখনো পর্যন্ত ভারতের আমেরিকার তুলনায় কেরিয়ার চয়েস অনেক কম, আর কেরিয়ার বদলানোর ফ্লেক্সিবিলিটিও অনেক কম। যেটা বাবা মাদের নম্বর নিয়ে চিন্তা করার একটা বড় কারণ। ছেলে মেয়ে ঠিকমতন একটা চাকরি না পাওয়া পর্যন্ত বাবা মার অশান্তি থাকে। তবে এই অশান্তি প্রবাসী বাঙালীরাও এড়াতে পারেন না, নিজেদের অতীত থেকে নিজেকে মুক্ত করা সহজ কাজ নয়। যতদিন না আমরা এই দুশ্চিন্তাগুলো থেকে নিজেদের মুক্ত করে ছেলেপুলেদের পুরোপুরি স্বাধীনতা দিতে পারছি, নিজেদের অপূর্ণ স্বপ্ন বা ব্যর্থতা পূরণের দায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছেলেমেয়েদের উপরে চাপিয়ে দেওয়া বন্ধ করছি, ততদিন পর্যন্ত দেশ বা বিদেশ দু জায়গাতেই ছেলেমেয়েরা ৯০% ভারতীয় শিক্ষাই পাবে।
  • rimi | 168.26.215.135 | ২৯ জুলাই ২০১১ ০১:২৪478229
  • সরি, ভারতীয় শিক্ষা না, আমি নম্বরমুখী, নিজস্বচিন্তাভাবনা বর্জিত শিক্ষার কথা বলতে চেয়েছি, যেটা ব্যাং লিখেছে।
  • Arpan | 122.252.231.10 | ২৯ জুলাই ২০১১ ০১:২৭478230
  • রিমির দ্বিতীয় আর তৃতীয় প্যারাকে বড় করে ক।

    আর প্রথম প্যারার প্রথম দুটো লাইনেও ক। বাকি লাইনগুলো ব্যক্তিগত জায়গার থেকে বলা। তবে একই সূত্র ধরে আমাদের ক্ষেত্রেও আমেরিকার জায়গায় ভবিষ্যতে লুরুর নাম বসাতে হতে পারে।
  • Arpan | 122.252.231.10 | ২৯ জুলাই ২০১১ ০১:৩৭478231
  • আর রিমির মাথা এখন মনে হয় ঠান্ডা হয়েছে (ধরে নিচ্ছি ঠান্ডা ছিল না কারণ আমার স্মাইলি তার চোখে পড়েনি), কাজেই সাহস করে আত্মপক্ষ সমর্থনে এখন একটা কথা বলাই যায়।

    বাঙালি মায়েরা বেশি বেশি করে ছেলেমেয়ের "যত্নআত্তি' নেন এইটা আমার নিজের জীবন দিয়ে শেখা। সেইটা আমার কাছে এখনো এতটাই ট্রমাটিক যে কোন বাচ্চার উপরে তার পুনর্প্রয়োগ হতে দেখলে কষ্টই পাই। আর কিছু না। মায়েরা বেশি বেশ "যত্নআত্তি' নেন এই "অভিযোগ' করার পেছনে এই সরল স্বীকারোক্তিও কাজ করে যে বাচ্চার পড়াশুনোর ক্ষেত্রে মায়েদের অবদানই বেশি। শুধু বাবাদের হাতে পড়লে জানি না কী হত শেষমেষ। হয়ত সিলেবাসটা শেষ হত না। :)

    ব্যক্তিগত জীবনের কথা যখন অবতারণা করেছিই তখন এও জানিয়ে রাখি বাবা ও মা দুজনের কাছেই ছোটবেলাতে পড়েছি। অবশ্যই বাবার কাছে পড়তে বেশি পছন্দ করতাম। কারণ বাবারও পড়াশোনা নিয়ে চাপ দিতে বা নিতে কোনদিন দেখিনি। এইসব আর কী। কিন্তু সারাদিন হাড়ভাঙা খেটে এসে আমাকে পড়ানোর সময় সেই লোকটা পেতই বা কতখানি।
  • aka | 168.26.215.13 | ২৯ জুলাই ২০১১ ০১:৪৪478232
  • কমরেড অপ্পন দ্বিতীয় ও তৃতীয় প্যারায় যখন ক দিলেন তখন নিশ্চয়ই বুইলেন শিক্ষার সাথে সমাজের সম্পর্ক কোথায়। নইলে ভারতীয় শিক্ষা নামক কথাটি সমর্থন করতেন না। এই নিয়ে আরও কিছু বলার ছিল কিন্তু নিশ্চয়ই বুঝেছেন ধরে নিয়ে আর এগোলাম না।

    আর সবই বাবা মা র ওপর ডিপেন করলে হোম স্কুলিং করলেই হয়। কেসিরও সেই একই সমস্যা। একটা আধুনিক বিজ্ঞানসম্মত পাব্লিক সিস্টেমের পরিপূরক কোনটাই হতে পারে না। ভারতে একটি বা দুটি বা ১০০০ টি স্কুলে আলাদা করে কিছু হতে পারে কিন্তু তা বিশাল ভারত মাই কে লিয়ে কুছ ভি নেহি। তা একটা স্কুলে গিয়ে একটা হিসুখানা ঠিক করে কমে না। বিটিডব্লু কেসি কি এনজিও খুলেছে না কোন এনজিওর সাথে যুক্ত। রিপোর্টের যৌক্তিকতা সেখানেই সমস্যার গ্লোবাল স্কেলটা দেখায়। সমস্যা যদি নাই জানা যায় তাহলে সলভ কি করা হবে। প্রতিটা স্কুলের জন্য একজন করে কেসি ধরে?

    ভারতের স্কুলের পাব্লিক সিস্টেম ব্রোকেন (বোধহয় একটু সফট হলাম) সেটা ফিক্স করতে একটা আধুনিক, বিজ্ঞান সম্মত পাব্লিক সিস্টেমেরই দরকার। ব্যাণ্ড এইড লাগিয়ে গ্যাংগ্রিন সারানো যায় না।
  • Arpan | 122.252.231.10 | ২৯ জুলাই ২০১১ ০১:৫২478233
  • এই নিয়ে তো কমরেড আকার সঙ্গে আমার কোন মতানৈক্য নেই। মতানৈক্য আছে সেই জায়গায় যেখানে ভারতীয় পাব্লিক শিক্ষাব্যবস্থার সমালোচনা করতে গিয়ে আপনি কিছু অ্যানেকডোটের আশ্রয় নেন ও যেগুলিকে বেঞ্চমার্ক রূপে ঘোষণা করেন সেগুলি মূল সমস্যাগুলির প্রকৃত স্বরূপ উদ্‌ঘাটন করতে ব্যর্থ হয়েছে। অন্তত আমার কাছে।
  • Arpan | 122.252.231.10 | ২৯ জুলাই ২০১১ ০১:৫৪478235
  • সমালোচনার ঔচিত্য বা কাঠিন্য নিয়ে আমার কোন বক্তব্য নাই। কারণ একমত।

    গুডনাইট। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন