এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৩৫৯৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | 59.93.220.250 | ২৮ জুলাই ২০১১ ২২:২৬478137
  • আমি ও যাস্ট আমার অভিজ্ঞতাটা লিখতে পারি।

    ছেলের প্রথম স্কুল ছিলো গ্রিন উড।এখানে আড়াই বছর থেকে ছ বছর এর বাচ্চারা পরে। আমার বাচ্চার কিছু সমস্যা ছিলো, তাহলো আমি এত পিটিয়েছি অকারন(অন্য দেশ হলে হাজতে থাকতাম)যে ওর একটা অকারন ভয় বাসা বেঁধেছিলো।তার জন্যই কিনা কেজানে সবসময় চুপচাপ থাকতো আর কিছু খুব একটা বলতেও চাইতো না আর পারতো ও না। তো সেই স্কুলে বাচ্চাদের বেধরক ঠ্যাঙানো হতো।এবার ছেলের বাবা বাইরে চলে গেলো আর ছেলে খালি অসুস্থ হতে থাকলো, আর রোজ মুখ ভার করে বাড়ী ফেরে, স্কুল ঢোকার সময় আমায় খামচে ধরে থাকে।ব্যাপারটা জানা গেলো ক্লাসে গোলমাল হলেই ছেলেকে ধরে টিচার পেটাচ্ছে।পরে জানলাম ওর পাশে কেউ একদিন গন্ডোগোল করেছে , আর ওকে দোষী ধরে সেদিন থেকে ঠ্যাঙাচ্ছে। এর আগেও দীখেছি সুন্দর গোলগাল বাচ্চাদের মিসেরা কোলে তুলে ঘুরে বেরায় আর আমার বেচারী কেলে ছেলে আঁচল ধরতে গেলেও টেনে আঁচল ছাড়িয়ে নেয়। তো গিয়ে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম আমার বাচ্চাকে পেটানো হচ্চে কেন? তো অদ্ভুত উত্তর এসেছিলো, এতেই এমনি করছেন, জানেন আমার ছেলে হোস্টেলে আছে , ওকে শেকল দিয়ে পেটানো হয়।সাথে সারি সারি ভালো মায়েরা আমায় দেখে হেসে বলেছিলো, না না মিস, আমাদের বাচ্চারা দুষ্টুমি করলেই মারবেন। তা আমার আবার নিজের বাচ্চাকে নিজে যাই করিনা কেন অন্যে করলে হেবি রাগ হয় তাই কোলে তুলে নিয়ে চলে এসেছিলাম।
  • rimi | 168.26.215.135 | ২৮ জুলাই ২০১১ ২২:২৬478136
  • না: এদের দেখছি রন্ধ্রে রন্ধ্রে পুরুষতান্ত্রিকতা!!
    অপ্পন শুধু বাবাদের থেকেই জানতে চাইছ? কজন বাবার দুরকম অভিজ্ঞতাই আছে? মাদের থেকে জানতে চাও, যে মায়েরা বসের থেকে রেইজ আদায় আর বাচ্চাকে ঘুম পাড়ানো একই রকম দক্ষতায় করে থাকে।

    আর রেইজ আদায়ের সঙ্গে শুধু ঘুম পাড়ানো নয় হে, একটা বাচ্চার সবরকম ওয়েল বিয়িংএর দায়িত্ব নেবার তুলনা করো, ইনক্লুডিং দশমাস প্রেগন্যান্সি, তাও চাকরি এবং বস সামলিয়ে।
  • Arpan | 112.133.206.18 | ২৮ জুলাই ২০১১ ২২:২৭478138
  • ব্যপারটা এইদিকে এ ভালো এ খারাপ আমি নিয়ে যেতে চাইনি। ওইদিকে গড়িয়ে গেছে। আর তাতে আমি পার্টিসিপেট করেছি মাত্র। যাগ্গে। অন আ সিরিয়স নোট, আমিও মানি কেসির কথা।
  • nyara | 203.83.248.37 | ২৮ জুলাই ২০১১ ২২:২৮478139
  • রিমির বর্ণনায় সত্যি আর জেনেরালাইজেশন মিলিয়ে-মিশিয়ে একটা গসপেলের মতন তৈরি হয়েছে। মা-দের যীশু খ্রীষ্ট বা ডিডিদা-বর্ণিত গোলগাল চাষীভাইদের মতন দেখতে লাগছে।

    অনেকটা সত্যি থাকলেও, গুরুর বাবাদের সঙ্গে বোধহয় খুব মেলে না। অন্তত: আমার গুরুর বাবাদের সম্পর্কে যা ধরণা।
  • siki | 122.162.75.8 | ২৮ জুলাই ২০১১ ২২:২৯478141
  • কমরেড সিকি আবার শর্টে লিখতে পারেন্না। লিখতে গেলেই লাজবাব গাজিয়াবাদ হয়ে যাবে। এখন একজোড়া বরপশীতল দিষ্টি আমাকে খেতে বসার জন্য আহ্বান জানাচ্ছে। কাল সকালের জিবিএমে আলুচানা করা যাবে না হয়?
  • Arpan | 112.133.206.18 | ২৮ জুলাই ২০১১ ২২:২৯478140
  • স্মাইলি ইগ্নোর করবেন না কমরেড।
  • rimi | 168.26.215.135 | ২৮ জুলাই ২০১১ ২২:৩২478142
  • ন্যাড়াদা, :-))
    আমিও জানি, সব গুরুর বাবা এমন নয়। তবে গুরুর যে কোনো মায়ের তুলনাতেই যে কোনো গুরুর বাবা লেস কমপিটেন্ট :-)))
  • siki | 122.162.75.8 | ২৮ জুলাই ২০১১ ২২:৩৩478144
  • নো ডাউট।

    খেতে যাই।
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ২২:৩৩478143
  • কেসি মাঝে মাঝে হেরে জিততে হয়। এই যেমন সব যদি সত্যি ধরেই নিই তাহলে উইকেণ্ড গুলো কেমন কাটবে ভাবতেই রোমাঞ্চ হচ্ছে।
  • nyara | 203.83.248.37 | ২৮ জুলাই ২০১১ ২২:৩৫478146
  • এটা আমার পক্ষে মেনে নেওয়াই স্বস্তির কাজ।
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২২:৩৬478147
  • ডোমেনের বাইরে হয়ে যাচ্ছে। বলা উচিত না।

    গুরুর বাবাদের দেখিনি। নিজের বাবা, ভাইঝির বাবা, দ্যাওর ও ভাসুরের ছেলেদের বাবাদেরকে খুব কাছ থেকে দেখেছি।

    মা দের সত্যি অনেক চাপ হলেও ( আর, উদাহরণের চারটির মধ্যে তিন ক্ষেত্রেই সেটা অনেক বেশি, কারণ সবাই কর্মরত ছিলেন/আছেন, আর যাতায়াতে এঁদের অনেক অনেক বেশি সময় দিতে হয়) , বাবারা অমনি রিমিদি বর্ণিত ভিলেন নন মোটেও।

    ছেলেমেয়ের অনেক দায়িত্বই সামলান। রোজ রাতে গল্প বলে ঘুম পাড়ানোর ও। মা চাকরি না করলেও।
  • Arpan | 112.133.206.18 | ২৮ জুলাই ২০১১ ২২:৩৮478148
  • তবে যেকোন চাকরিই paath of least resistance বলে চালিয়ে দেওয়াটা ব্যাপক জেনেরালাইজেশন ছাড়া আর কিছুই নয়। তবে ওই আর কী, আমরা সবাই কমবেশি নিজের পছন্দমত যুক্তিকে প্রমাণ করার জন্য জেনেরালাইজেশনের আশ্রয় নিয়েই থাকি।

    (আমিও নিয়েছি এই টইতে। অস্বীকারের অসততা আমার নেই)
  • kiki | 59.93.220.250 | ২৮ জুলাই ২০১১ ২২:৪১478149
  • দ্বিতীয় স্কুল আদিত্য অ্যাকাদেমি।আমি প্রথম বছর আমার ছেলেকে ভর্তি করতে পারিনি, তার কারন পরে ভিতর থেকে জেনেছিলাম আমার বরের মাইনে এত কম যে ওনারা নিতে চান না। ছেলে সব কিছুই পেরেছিলো।

    অভিজ্ঞতা থেকে পরের বার, যেবার মানিক চলে গেলো আর ছেলে কোলে নিয়ে গ্রিন উড থেকে বেরিয়ে এলাম,বর বিদেশে থাকে বলে বিরাট অঙ্ক বসিয়ে দিলাম। এবার ছেলের হয়েও গেলো। তখন ওদের প্রিন্সিপাল ছিলেন, মিসেস মিরা ভট্টাচারিয়া।খুব ভালো মানুষ আর খুব স্ট্রিক্ট ছিলেন।স্কুল ও খুব সুন্দর চলছিলো। কিন্তু কিছুদিন পর কি একটা ঝামেলা হলো, কিছু পাওয়ারফুল প্যারেন্টস এমন কল করলো যে উনি সরে যেতে বাধ্য হন। আর স্কুলটা গরুর গোয়াল হয়ে গেলো।তার আগে পর্যন্ত্য আমার ছেলেকে নিয়ে কোনো চাপ খেতে হয়নি, হাতের লেখা খুব সুন্দর হতো ঐ স্কুলের বাচ্চাদের,সেটা ওরাই দেখতো। ছেলেকে কোনো কিছু মুখস্ত করানোর চাপ ও নিতে হয়নি, আর মুখস্ত বলতে তো রাইমস গুলো, সেগুলো গান করে শেখানো হতো, আর আমার ছেলে সুরে কিছু খুব চটপট শিখে ফেলে।

    তারমধ্যে আমরা ভিয়েতনাম বেড়াতে গেলাম, তখন ছেলে ক্লাস ওয়ান।ও জয়েন করলো সামার ভ্যাকেশন এর পর। আমরা অ্যাপ্লিকেশন দিয়েই গেছিলাম।তাও নানা কারনে ওকে হ্যারাস করা শুরু হলো,একটাই যার মুল উদ্দেশ্য যে তুমি একটি গন্ড মুর্খ এটা ওর মাথায় গেঁথে দেওয়া। আর টিচাররা ক্লাসেও বাঙলায় কথা বলতেন, যদিও এটা ইংলিশ মিডিয়াম, ক্লাসে ঘুমোতেন, এমনকি আমার ছেলের চকোলেট ও একদিন হাঁটকে পুটকে খেয়ে নিয়েছিলো। মাঝমধিখানদিয়ে আমার ছেলেটা ক্রমশ: শামুখের খোলে ঢুকে গেলো।
  • byaang | 122.172.229.74 | ২৮ জুলাই ২০১১ ২২:৪৭478150
  • রিমি রে, তুই কি আমার ঘরে কী হচ্ছে এসব যোগবলে দেখতে পাচ্ছিস। আমি এই পোস্ট করার ফাঁকেই রান্না করলুম, ভাত, ডাল, কুমড়োর তরকারি, আলুবোখরার চাটনি। মাংস আগে থেকেই রান্না করা ছিল বলে বাঁচোয়া। একজন ক্ষণে ক্ষণে অন্যমনষ্ক হয়ে যাচ্ছেন, পেনসিল নিয়ে খেলছেন, টেবিল চেয়ারে বসেই বসেই ব্যাটিংয়ের শ্যাডো প্র্যাক্টিস করছেন, তাকে প্রতি দুইমিনিটে একবার করে ধাতানি দেওয়া এবং অঙ্ক করতে বাধ্য করা। সে চেয়ার ছেড়ে উঠে পড়লে আবার টেনে চেয়ারে বসানো। তার বাবার জামাকাপড় এগিয়ে দেওয়া। দুইজনকে খেতে দেওয়া। ছোটটির মুখে খাবার ঠুসে দেওয়া, গালে খোঁচা মারা। তাকে দাঁত ব্রাশ করতে বাধ্য করা। তার বাবাটি অলরেডি চাদরমুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছেন। তিনি তো আসছেন-যাচ্ছেন-খাছেন-দাচ্ছেন আর ষাঁড় হচ্ছেন। তাকে দেখে আমার আপাদমস্তক জ্বলুনি সহ্য করা। এইসবের মধ্যে পোস্ট করছি।
  • rimi | 168.26.215.135 | ২৮ জুলাই ২০১১ ২২:৫১478151
  • ইরিব্বাস, বাবারা কেমন ডিফেন্সিভ হয়ে গেল দেখ :-))) আরে উইকেন্ডের ভয় কি আর আমারি নেই?

    কিকি, বলো কি? টিচাররা ছেলের চকোলেট খেয়ে নিলেন? আদিত্য অ্যাকাডেমিতে আমার এক বন্ধুর বউ চাকরি করছে এখন। অবশ্য ও উঁচু ক্লাসে পড়ায়।
  • byaang | 122.172.229.74 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৩478152
  • গুরুর বাবাদের গুরুর পাতায় যতটুকু দেখেছি, তেনারা গুরুর পাতাতেই বেগতিক দেখলে নিজেদের মধ্যে নানারকম ইঙ্গিতপূর্ণ খিল্লি উড়িয়ে কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের জন্য গাঢাকা দিয়ে দেন।
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৪478153
  • হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। আমিও তাই করি। :)
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৫478155
  • আব্বে, গা ঢাকা দেইনি। মেয়ের সাথে খেলছিলাম। অবশ্য বললেই কি আর পেত্যয় হবে? :(
  • rimi | 168.26.215.135 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৫478154
  • ব্যাং, দেখতেই পাচ্ছিস, গুরুর বাবারা কেমন ডিফেন্সিভ হয়ে যাচ্ছে :-)) সত্যিটা এর থেকেই পরিষ্কার বোঝা যায়, যোগবলের দরকার হয় না।
  • byaang | 122.172.229.74 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৬478158
  • এই বাচ্চাদের টিফিন টিচারদের খেয়ে নেওয়াটা এখানেও চালু। কিছুদিন আগে স্ট্যানলি কা ডাব্বা বলে একটা সিনেমাতেও এই জিনিস দেখিয়েছে। সব টিচাররা খান না অবশ্যই। তবে এক-দুইজন এরকম থাকেন, এ আমিও দেখেছি।
  • rimi | 168.26.215.135 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৭478159
  • বললে কি করে পেত্যয়টা হবে? মেয়ের সাথে খেলছিলে তো ডাকামাত্রই এলে কি করে?
    :-))))
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৮478160
  • আর কমরেড আকা, কোন ইঙ্গিতপূর্ণ কথা আপনার সাথে চালাচালি করে থাকলে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুন। :)
  • byaang | 122.172.229.74 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৮478161
  • ঠিক ঠিক রাত এগারোটার সময়েই তো মেয়ের সঙ্গে খেলতে হয়, তার দাঁত মাজা, বাথরুমে যাওয়া, জামা পাল্টানো এগুলো তো তার নিজের অথবা তার মায়ের করার কথা।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৯478162
  • না এসে উপায় আছে? খেতে আসার ডাক পড়েছে যে। (বাঁ হাতে দিব্যি টাইপাতে পারি)
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুলাই ২০১১ ২৩:০০478163
  • এইসব বুবি ট্র্যাপে পা দেবো না। তবে মেয়ের ঘুমনোর সময় হয়নি। :)

    আর মেয়ে নিজে করলে তাতেও চক্ষুশূল। বোঝো!
  • M | 59.93.220.250 | ২৮ জুলাই ২০১১ ২৩:০১478165
  • এবার নানা চাপে ওকে হস্টেল স্কুল এ দিতে হবে ভেবে এদিক সেদিক দেখে,আগেও লিখেছি সেগুলো, পৈলানে দি।সত্যি বলতে কি এত সুন্দর ক্যাম্পাস যে দেখলেই মন ভরে যায়।তার আগের বছর স্কুল শুরু হয়েছিলো।সত্যি বলতে কি এখানে অনেক ওয়ার্ম ব্যবহার পেয়েছি। আর এত ভালো পড়ানো হতো আর টিচাররা এত কাছে বাচ্চাদের টেনে নিতো যে ঋভু ক্রমশ: ঠিক হয়ে যাচ্ছিলো।আর চারিদিকে সবুজ , ও নিজের সাথে থাকতে ভালোবাসে, সেটাও পারছিলো।তারপর হঠাৎ ই আমায় চলে যেতে হয় আর ঋভু কে মাত্র আট বছরে হস্টেলে চলে যেতে হলো।এবার আমাদের দেশে সবেতেই গ্যাঁড়াকল, এখানে প্যারেন্টসদের এত বেশি ক্ষমতা দেওয়া হলো যে তার অপব্যবহার শুরু হতে লাগলো।তারমধ্যে যিনি মালিক তাঁর ও খামখেয়ালিপনার চোটে এক পুরো মেস হয়ে গেলো।এদিকে ওদের পড়ানোর ধরন অন্যরকম,কাজেই দেশী সচেতন বাবা মারা বাচ্চা কিছুই শিখছে না বলে দলে দলে তুলে নিয়ে পালালো। যেগুলো পরে থাকলো তাদের বাপ মার অঢেল পয়সা, ভবিষ্যৎ নিয়ে ভাবিত ও নয়,উল্টে বাচ্চাদের এতটা সাহস দেওয়া হতো যে বাচ্চারা টিচার কে আঙুল তুলে শাসাতেও পারতো কেস কর দুঙ্গা বলে। আর কি হিংস্র বাচ্চা গুলো বাপরে। শেষ অবধি আর পারা যাচ্ছিলো না, এমনকি ওদের কেম্ব্রিজ হেড বললেন যে যদি চান বাচ্চা মানুষ হবে তো এখান থেকে ইমিডিয়েট তুলে নিয়ে চলে যান। এখানে সব মাফিয়া ডনদের বাচ্চা গুলো পরে রয়েছে। তারা আর তাদের বাপ মায়েরা যে ভাষায় কথা বলে শুনলে দুদিনে পালাবেন। এতটা অডাসিটি। আর ওদের প্রিন্সিপাল একজন অস্ট্রেলিয়ান। কাজেই তিনি ও আমাদের দেশের ব্যাপারটাও ধরতে পাচ্ছেন না, আর আদ্দেক জিনিস অ্যাডমিনেই ফিল্টার হয়ে তার কানে পৌঁচাতো।

    কিন্তু পৈলান এ টিচার রা সত্যি ভীষন ভালো ছিলেন, আমরা রাত নটা অব্ধি অনায়াসে তাদের ফোন করতে পারতাম, কখন ও চাপ দেননি।অথচ আমার ছেলে যথেষ্ট শিখেছিলো, যদিও তার রেজাল্ট কোনো ভালো নয়। ওখানে ওদের মাথায় গেঁথে দেওয়া হয়েছিলো মাগাপ নয়।আর প্রশ্ন ও এমন ই হতো যে মাগাপ করে লাভ নেই। ইনফ্যাক্ট ঐ সিস্টেমে পড়লে নেক্সট বছর থেকে আমার ছেলের সাবজেক্ট অনেক কমে যেত।
  • byaang | 122.172.229.74 | ২৮ জুলাই ২০১১ ২৩:০১478164
  • এদিকে আমি এখনো অঙ্ক করাচ্ছি আরেকজনকে। ছেলে দশটা অঙ্কের মধ্যে পাঁচটা ভুল করেছে দেখে তার বাবা অত্যন্ত বিরক্ত এবং গম্ভীরমুখে ঘুমিয়ে আছেন। আর ঘুমাতে যাওয়ার আগে বলে গেছেন ""কী যে পড়ানো হয়, বুঝি না, এই তো অবস্থা!''
  • rimi | 168.26.215.135 | ২৮ জুলাই ২০১১ ২৩:০৩478167
  • হুম, আজকের বাবারাও মায়েদেরি মতন মাল্টাইটাস্কিং সেটা বোঝা গেল, যদিও তাস্কগুলো একটু আলাদা :-))
  • kc | 89.203.49.18 | ২৮ জুলাই ২০১১ ২৩:০৩478166
  • বোঝো, আমি ডাইনিং টেবিল সাফ করছিলাম, অবিশ্যি বললেই বা বিশ্বাস করছে কে?
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুলাই ২০১১ ২৩:০৪478169
  • তবে আমি ঘরে কে কী করে সেইটা এইভাবে সভাকক্ষে হাট করে দেবার প্রবল বিরোধী। বিশেষ করে অন্যজন যখন গুরুতে আসে না।

    বিশ্বাস করানোর দায় আমার নেই। আমার আছে শুধু ন্যাড়াদার দেওয়া সার্টিফিকেট। ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন