এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৩৬৩৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 122.248.183.1 | ১১ জুলাই ২০১১ ২০:০২477837
  • মাই অ্যাপোলজি। যে যত খুশী ঝগড়া করো!! :-))
  • nk | 151.141.84.194 | ১১ জুলাই ২০১১ ২০:১৭477838
  • তিলকে দেখলেই আমার তালের কথা মনে পড়ে।
    ডি: এটা হাসি, ঝগড়া না। :-)
  • Ishan | 117.194.35.223 | ১১ জুলাই ২০১১ ২১:৩০477839
  • তিলবাবু একটু বেশিই রেগে যাচ্ছেন। টিটিদিদি তো অপছন্দের জায়গাটা স্পষ্ট করেই লিখেছেন। মতান্তর হলে রেগে যাবার কি আছে? :)

    আর রাস্তা নিয়ে আমার যা অভিজ্ঞতা, তাতে আপনি মোটামুটি ঠিকই লিখেছেন। বৃষ্টির পরে বোধহয় দিন দশেক সেক্টর ফাইভ/বাইপাসের রাস্তা ধানক্ষেত হয়ে পড়ে ছিল। কেউ ফিরেও দেখেনি। মমতা একদিন বল্লেন "দেখতে হবে'। ব্যস। মেয়র আর পূর্তমন্ত্রীর্‌র টনক নড়ল। তাতেও সারানোর নামে যা হচ্ছে সেটা জাস্ট প্রহসন। গত্তো গুলোতে ইটের টুকরো ঢেলে পিটিয়ে দেওয়া হচ্ছে। আর একবার বিষ্টি হলেই পুনরায় গর্ত বেরিয়ে পড়বে।

    শোনা যাচ্ছে মাস দেড়েক পরে নাকি সব ঢেলে সাজানো হবে। রাস্তার ভোলই বদলে যাবে। দেখা যাক।
  • ranjan roy | 122.168.228.168 | ১১ জুলাই ২০১১ ২৩:১৭477840
  • অসাড় নিয়ে দু'পয়সা
    ------------------------
    অলোকরঞ্জন দাশগুপ্ত মশায়ের পদ্য:

    দিনের বেলা ক্লান্ত আমি,
    রাত্রে আমি অসাড়;
    শুধু যখন বৃষ্টি পড়ে
    তোমার কাছে বসার
    একটুখানি সময় দেবে?

    টীকা: কোথাও পড়িনি। '৬৮তে কম্পারেটিভ লিটারেচারের বাচ্চুদা ওনার অধ্যাপক প্রো। দাশগুপ্তের ওই কবতেটি উল্লেখ করে ওনার সম্বন্ধে আর যা যা বলেছিলেন---।
    না:, থাকগে, ভাট বকছি।
    প্যারালিসিস এর অ্যাটাক হলে শরীর অসাড় হয় না?

  • Sibu | 66.102.14.1 | ১২ জুলাই ২০১১ ০১:৪০477841
  • ও:, কতো পাতা ঝগড়া হয়ে গেল :০।

    আকাকে, ভুঁড়িদাসটা তিলবাবু মনে হয় আমাকে বলেন। ওনার পাওনা ফ্রী ফ্ল্যাট গৌতম দেবের কাছ থেকে উনি যোগাড় করতে পারেন নি বলে খচে আছেন। তাই উনি আমার ওপর ঐ সব বলে রাগ প্রকাশ করেন।

    স্পষ্ট করে বলতে পারেন না। কেন কে জানে?
  • prateek | 129.108.242.191 | ১২ জুলাই ২০১১ ০১:৫৬477842
  • শিবু-দা,আমারো সেটাই মনে হত,কিন্তু কেন? ভুঁড়িদাস র মানে কি?
  • pi | 128.231.22.142 | ১২ জুলাই ২০১১ ০২:০০477843
  • আর আপনি স্পষ্ট জানেন, যে উনি ওনার ফ্রী ফ্ল্যাটটা যোগাড় করতে পারেননি, তাই না ? তাই এত স্পষ্ট করে বলতে পারেন ?
    এর উত্তরে কি আবার প্রশ্ন আসবে ? আমি প্রতিদিনের শেয়ার কিনছি কিনা ? :)
  • pi | 128.231.22.142 | ১২ জুলাই ২০১১ ০২:০১477844
  • যদিও এটার সাথে ভুঁড়িদাস বলার সম্পর্কটা জানিনা। উনিই বলতে পারবেন।
  • r2h | 198.175.62.19 | ১২ জুলাই ২০১১ ০২:০৫477845
  • আহা, জগ্যিদাসের মত আরকি, যজ্ঞেশ্চেতি দাশশ্চৌ।
    জগ্যিদাসের মামার মতও বলাযায়।
  • Sibu | 66.102.14.1 | ১২ জুলাই ২০১১ ০২:১০477847
  • প্রতীক,

    ভুঁড়িদাস মানে যাঁর ভুঁড়ি আছে। আমার একটি বেশ বড় ধরনের আছে তো। তবে এটা সঠিক মানে নাও হতে পারে। তিলবাবু সঠিক মানে বলতে পারবেন মনে হয়।
  • nk | 151.141.84.114 | ১২ জুলাই ২০১১ ০২:৫৪477848
  • আহা, যিনি ভুঁড়ির দাস তিনিই ভুঁড়িদাস। দাসের ন্যায় যিনি ভুঁড়ির সেবা করেন, তার নেয়াপাতি গড়নটি বজায় রাখেন। :-)
  • nk | 151.141.84.114 | ১২ জুলাই ২০১১ ০৩:০৫477849
  • আমার একটা কোশ্নো আছে। ফ্রী ফ্ল্যাট কীভাবে পাওয়া যায়? মোটামুটি সহজ উপায় হলে একটা চেষ্টা নিতে পারি। :-)
    তবে ফ্রী শুনলেই চিরকাল আমার এক লেডি-টাইপ কাকীমার কথা স্মরণ হয়, দূরপাল্লার ট্রেনে ইনি ছিলেন, কানে হয়তো কম শুনতেন, ওনার ছেলে এসে বল্লো ক্যাফিন-ফ্রী কফি পাওয়া যাচ্ছে। উনি বলেছিলেন ফ্রী জিনিস খেতে হবে না। :-)
  • Sibu | 66.102.14.1 | ১২ জুলাই ২০১১ ০৩:২৪477850
  • পাওয়া যায় না। তখন রাগ হয়। তখন অন্যের নামে বাজে কথা বলতে হয়। তাই চেষ্টা কোরো না।

    তবে একটা এক্ষেপশন আছে। তাঁর নামে মানত কর। দিদির কৃপা হলে কি না হয়।
  • r2h | 198.175.62.19 | ১২ জুলাই ২০১১ ০৩:৩৪477851
  • মর্মপীড়।

    অবিশ্বাসীরা তাঁকে মানতে চায় না।
  • Tim | 198.82.17.159 | ১২ জুলাই ২০১১ ০৩:৪৪477852
  • ঝগড়া সাহিত্যের ইতিহাস বলে কোনো বই লেখা হয়েছে কি?

    মর্মপীড়ের কৃপা।
  • nk | 151.141.84.114 | ১২ জুলাই ২০১১ ০৩:৪৬477854
  • কেজানি একটা কী রাগ রাগিনী বিষয়ে বলছিলো, বন্দিশে নাকি ছিলো "ঝগড়া হুয়া", কেউ ক্লারিফাই করবেন?
  • pi | 128.231.22.142 | ১২ জুলাই ২০১১ ০৩:৪৬477853
  • আমারো কোশ্নো আছে। কে ফ্রি ফ্ল্যাটের চেষ্টা করেছিলেন ও পাননি, এটা কীকরে জানা যায় ?
  • nk | 151.141.84.114 | ১২ জুলাই ২০১১ ০৩:৪৮477855
  • একমাত্র একভাবেই সঠিক জানা সম্ভব, চেষ্টাকারী ব্যক্তি নিজেই যদি বলেন ঘুরিয়েপেঁচিয়ে বা সোজাসুজি। তা আজকাল সোজা কথার যুগ কি আর আছে? :-)
  • pi | 128.231.22.142 | ১২ জুলাই ২০১১ ০৩:৫৪477856
  • সেটাই। তা তিনি সেটা বলেছেন কি ?
    না বল্লে শিবুদা সেটা জানলেন ক্যামনে ? :)

    ওটা বিলাসখানি তোড়ী বোধহয়। কেসিদা বলেছিলেন ।
  • nk | 151.141.84.114 | ১২ জুলাই ২০১১ ০৩:৫৮477858
  • রাইট! বিলাসখানি তোড়ি! :-)
    আহা, বড়ই শুনতে ইচ্ছা। কেসি হয়তো এখন ঘুমাচ্ছেন। অনেক রাত।

  • nk | 151.141.84.114 | ১২ জুলাই ২০১১ ০৪:০৩477859
  • আউইটসাইডারদের এই ডিলেম্মা চিরকালের। তর্কবিতর্ক দেখে তো আমার মনে হচ্ছে সেই মাগনা ফ্ল্যাটটা শিবু পেয়ে গেছেন, শুধু তাই না মাগনা একটা ডিগ্রীও পেয়ে গেছেন উনি। তাইতেই খেপে গিয়ে শিবুকে ভুঁড়িদাস বলছে যার কিনা সেই ফ্ল্যাট আর ডিগ্রী পাওনা ছিলো, সে। :-)
    কিন্তু এ ফুটোস্কোপের দেখা, যারা মূল অ্যাকটর তারা এসে বিস্তারিত সত্য না বল্লে কিসুই বোঝা যাবে না। :-)
  • Tim | 198.82.17.159 | ১২ জুলাই ২০১১ ০৪:০৬477860
  • ফ্ল্যাটার দ্যান দ্য ফ্ল্যাটেস্ট ফ্ল্যাট।

    একদা টিভির বিজ্ঞাপনে লেখা থাকতো।
  • nk | 151.141.84.114 | ১২ জুলাই ২০১১ ০৪:০৯477861
  • বাতাসবাড়ি র কন্সেপ্টা ভালো ছিলো, বেশ সৌরঝুড়িতে মুরগীর ডিম থাকতো, সৌরবাগানে সব্জি হতো, ছায়াবাগানে মাশরুম, সব মিলে বাতাসে ভেসে বেড়াতো। :-)
  • Sibu | 66.102.14.1 | ১২ জুলাই ২০১১ ০৪:৪২477862
  • নিশিকে আপডেটটা দিয়ে দেই। :)

    তিলুবাবুর একদিন দেখলাম গৌতম দেবের ওপর বড্ড রাগ। ঐ রাজারহাট নিয়ে। কি সব কোটায় ফ্ল্যাট অ্যালোকেশনে দুর্নীতি ইত্যাদি নিয়ে বকছিলেন। তো ভাবলাম যাঁরা কোটায় পাচ্ছেন তাঁরা ফ্রী পাচ্ছেন, তিলুবাবু পাচ্ছেন না, তাই উনি রেগে গেছেন। জিজ্ঞেস করলাম ঐ জন্যই রাগ কিনা। তা উনি বল্লেন যে উনি পয়সা দিয়েই ফ্ল্যাট কিনেছেন। ভাল কথা। তো পয়সা থাকলেই সে পয়সা খরচ কল্লে গায়ে লাগবে না এমনটি নয়। ভাবলাম পয়সা খরচ করে এসে ওনার মন খারাপ, তাই গৌতম দেবের ওপর ঝাল ঝাড়ছেন। আমি জানতে চাইলাম কেসটা তাই কিনা। তাতে উনি গৌতম দেব ছেড়ে আমার ওপর খেপে গেলেন। :)

    এর মধ্যে কোর্টে গৌতম দেবের নামে এই নিয়ে মামলা হয়েছিল। কোর্ট সে কেস ডিসমিস করে দিয়েছে। আমি আবার সেই খবরটা টইতে দিলাম - হয়তো আমার বদলে রাগ এবার জাজের দিকে যাবে ভেবে। কিন্তু ফল হল না। উনি এখনো আমার ওপর রেগে আছেন। :((
  • Tim | 198.82.17.159 | ১২ জুলাই ২০১১ ০৫:১১477863
  • কিন্তু ভুঁড়িদাস বল্লো ক্যানো? শিবুদার ওপর রাগ না ভুঁড়ির ওপর রাগ। না দুটোই?
    আসলে গালটা কাকে দিলো জানতে চাইছি। নইলে ঝগড়াটা ফলো করা যাবেনা ঠিক। ;-)
  • Bratin | 117.194.96.13 | ১২ জুলাই ২০১১ ০৯:৩২477864
  • তিলু দা রেগে যায় (দেখে) শিবু দার ভুঁড়ি
    তাই নিয়ে গুরু তে ভাব আর আড়ি।
  • dukhe | 122.160.114.85 | ১২ জুলাই ২০১১ ১০:১৮477865
  • http://anandabazar.in/12raj1.html
    মেয়েকে বললাম সুখবরটা । শুনে ফুর্তি আর ধরে না । তার ক্লাস এইট অবধি যেতে যেতে আশা করি মাস্টার্স ডিগ্রি পর্যন্ত এই পন্থা চালু হয়ে যাবে । আর তার বারো ক্লাস নাগাদ পিহেইচডি পোস্ট ডকেও...
    জয় গুরু । জন্মের সঙ্গে সঙ্গে পোস্ট-ডেটেড ডিগ্রি ধরানোর দিন এগিয়ে আসছে ।
  • de | 59.163.30.2 | ১২ জুলাই ২০১১ ১১:০৬477866
  • শুধু বাতাসবাড়ি থাকলেই হবে? লামা তো আছে -- কিন্তু ধিঙ্গিপদ কই?

    আর যার যার ভুঁড়ি আছে সেই ভুঁড়ির দাস! সে লিস্টিতে তিলুবাবুও আসবেন মনে হয় -- বাঙালীর ছেলের ভুঁড়ি নেই, এ অসম্ভব -- শৈশবে মা, আর যৌবনে পত্নী এদের দ-দাক্ষিণ্যেই ওটুকু গজিয়ে যায়!:)) ফ্রী ফ্ল্যাট মেলে না কিন্তু ফ্রী ফ্যাট কি সহজলভ্য!

    এবার আর ঝগড়া না করে যাও সবে নিজ নিজ কাজে!
  • de | 59.163.30.4 | ১২ জুলাই ২০১১ ১১:২২477867
  • http://anandabazar.in/12edit3.html

    একই দিনে এই এডিটোরিয়ালও আছে!
  • dukhe | 122.160.114.85 | ১২ জুলাই ২০১১ ১১:২৬477869
  • আম্মো ভুঁড়িদাস । ভুঁড়ি না রাখলে ইলিশ গলদা থেকে কচি পাঁঠা সবাইকেই অসম্মান করা হয় । অনেকদিনের সাধনায় গড়ে তোলা সম্পদ । আর কে না জানে - বাড়ি গিন্নি বইপত্র কিছুই সঙ্গে যাবে না, শেষের সে দিনে ভুঁড়িটুকুই যাবে । ঐজন্য একে চিরসাথী বলা হয় । বা অমরসঙ্গী ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন